New bridges to be constructed over Ganga and Ajay

The Bengal Government is going to start the construction of three bridges. Two bridges would span the Ganga and another would be over the Ajay River. The bridges would lead to improved cultural as well as trade ties.

The ones over the Ganga would connect Shantipur to Kalna and Budge Budge to Fuleshwar.

The former would also lead to connecting Shantipur and Kalna to Saptagram, Triveni, Katwa and other places along that route. The cultural heritage of Shantipur is well-known: there is the Shantipur saree as well as the Rash Mela, held every year.

Another bridge would be built over the Ajay River – it would be called Kenduli Setu. The river runs for some distance along the border of Birbhum and Paschim Bardhaman. The bridge would connect Kenduli in Birbhum district at one end, and hence the name. Kenduli, like Shantipur, is also famous as the venue for a fair. Every year, on January 15, a huge fair is held in Kenduli, which attracts lakhs of people.

Thus we see that the bridges would connect places of cultural importance; hence, they would strengthen the tourism. Additionally, through the smoother and faster flow of people and goods, they would lead to improved trade.

 

গঙ্গায় ২টি ও অজয়ে ১টি সেতু তৈরি করবে রাজ্য সরকার

 

গঙ্গার ওপর এবার আরও একটি নতুন সেতু নির্মাণের কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকার। শান্তিপুর থেকে কালনা পর্যন্ত হবে এই নতুন সেতু। অন্যদিকে বজবজ থেকে ফুলেশ্বর পর্যন্ত দ্বিতীয় সেতুটির ডিপিআর তৈরির কাজও শুরু হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

শান্তিপুর থেকে কালনা প্রায় ১কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুর ‘অ্যাপ্রোচ এরিয়া’ ধরে প্রায় পৌনে দুই কিলোমিটারের এই সেতু তৈরি করবে রাজ্য সরকার।

শান্তিপুর থেকে কালনার দুরত্ব এক সরল রেখায় মাপলে সাত কিলোমিটার। সময় কম লাগে বলে প্রচুর মানুষ সড়ক পথের বদলে জল পথেই বেশী যাতায়াত করে। ফেরি পরিষেবায় যাত্রী সংখ্যার চাপ প্রবল। এই ধরনের সমস্যার কথা মাথায় রেখে রাজ্য সরকার নতুন এই সেতু নির্মাণের পরিকল্পনা করেছে।

মূলত এই সেতু নির্মাণ হলে গঙ্গার ধার বরাবর সপ্তগ্রাম, ত্রিবেণী, কালনা ও কাটোয়া (এসটিকেকে) এক সঙ্গে যুক্ত করা যাবে শান্তিপুরের সঙ্গে। শান্তিপুরের সাংস্কৃতিক ঐতিহ্য বহু আগে থেকে সুবিদিত। রাসের মেলায় বহু মানুষের সমাগম হয় এখানে। গঙ্গার দুই পারের এই সংযোগ গড়ে উঠলে ব্যবসা-বাণিজ্য থেকে পর্যটন সব ক্ষেত্রেই উন্নয়ন হবে।

পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটনের কথা মাথায় রেখে অজয় নদীর ওপর কেন্দুলি সেতু নির্মাণ করতে চলেছে রাজ্য সরকার। প্রতি বছর ১৫ জানুয়ারি বীরভূমের কেন্দুলিতে বাউল মেলাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়।

অজয় নদীর ওপর কেন্দুলি সেতু তৈরি করে বীরভূম ও বর্ধমানের মধ্যে সহজ যোগাযোগ গড়ে তুলতেই এই সেতু নির্মাণ করতে চলেছে রাজ্য সরকার।

Source: Khabar 365 Din

The image used is a representative one

Let there be a tide of protests against demonetisation: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee, while inaugurating Joydeb Mela in Bardhaman district today, came down hard on the Centre for the loss that demonetisation has caused to farmers, small traders, tea garden and jute industry workers.

“People are unable to withdraw their own money from banks. Small traders have been badly hit. Farmers do not have money to buy seeds. Tea gardens, the jute industry, small-scale enterprises have suffered. People are not getting pension,” she said while pointing out a survey report which say 30% people have lost their jobs due to demonetisation.

“People are suffering. Workers under the 100 Days’ Work Scheme are not receiving wages. Banks do not have money”, the Chief Minsiter said, and on top of that, “92% rural areas do not even have banks”.

She accused the Prime Minister of peddling plastic currency: “Modi Babu has become a salesman of plastic currency”. But only a very small percentage of people possess cards, and not all shops accept cards: “Will people eat plastic?”

She said, “Tughlaqi decisions have crippled the economy. I have seen many governments at Centre but never seen a Tughlaqi government like this”.

“120 people have lost their lives. Will Modi Babu take responsibility?” the CM asked.

She also harped on the vindictive attitude of the Central Government: “Anyone who speaks out against the Centre is branded corrupt and agencies are sent after them”.

She “urged everyone to come forward and protest”. “Let there be a tide of protests”, she said.

Mamata Banerjee ended her speech with a rallying cry: “We were with the people. We are with the people. We will stay beside the people”.

 

মানুষ বলছে মোদী বাবু এবার বিদায় নিনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ বীরভূম জেলার কেন্দুলিতে জয়দেব মেলার উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নোট বাতিল ইস্যুতে কেন্দ্রকে বিঁধলেন।

তিনি বলেন, দেশে ৯২শতাংশ গ্রামে ব্যাঙ্ক বা পোস্ট অফিস নেই, এই সিদ্ধান্তের ফলে মানুষ চরম ভোগান্তির শিকার, ছোট ব্যবসায়ীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। চা বাগান, জুট মিল থেকে শুরু করে ছোট কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। কৃষকদের কাছে ফসলের বীজ কেনার টাকা নেই, ৩০% মানুষ কর্মহীন হয়ে পড়েছে, ১০০ দিনের শ্রমিকরা মজুরি পাচ্ছেন না।

পাশাপাশি তিনি বলেন, যেখানে ব্যাঙ্ক আছে সেখানেও মানুষ ব্যাঙ্ক থেকে নিজেদের টাকা তুলতে পারছে না, বয়স্ক মানুষরা পেনশন পাচ্ছেন না। কারন কোনও বাঙ্কের কাছেই টাকা নেই। তিনি আরও বলেন, মোদীবাবু প্লাস্টিক টাকার সেলসম্যান হয়েছেন। মানুষ কি প্লাস্টিক খাবে?

নোট বাতিলের ফলে ব্যাংকের লাইনে দাড়িয়ে যে ১২০ জন মানুষ প্রাণ হারিয়েছেন তাদের কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী বলেন, মোদী বাবু কি এতজন মানুষের মৃত্যুর দায় নেবেন?

তিনি বলেন, মানুষের কাছে টাকা নেই। সাধারণ মানুষের সাদা টাকা এখন কালো হয়ে গেছে আর বিজেপির কালো টাকা সাদা হয়ে গেছে। এই সরকার মানুষের থেকে কর সংগ্রহ করে এখন মানুষকেই চোর বলছে।

মুখ্যমন্ত্রী বলেন, আমি অনেক সরকার দেখেছি কিন্তু এরকম তুঘলকি সরকার কখনোও দেখিনি, এই তুঘলকি শাসকদের তুঘলকি সিদ্ধান্ত দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে যেই মুখ খুলছে তার পিছনে এজেন্সি লাগিয়ে দিচ্ছে।

তিনি সকলকে আবেদন জানান প্রতিবাদে এগিয়ে আসার জন্য। তিনি বলেন, আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকব। বাংলাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে।”

 

 

 

 

Bengal CM lays foundation stone for Baul Academy in Birbhum

Bauls, the mystic minstrels of Bengal, will now have an academy at Kenduli in Birbhum. Chief minister Mamata Banerjee today laid the foundation stone of the upcoming Baul academy at the onset of the Joydeb Mela.

The academy will be named after Joydeb, the 13th-century poet who penned ‘Geet Govinda’ from his ancestral home at Kenduli.

Speaking on the occasion, the Chief Minister said: “A visit to Birbhum is incomplete without meeting the Bauls and listening to them play the ektara. Baul songs help in shaping our lives. With just an ektara they create such soulful music.”

“We have to develop the Baul Academy into a world-class exhibition centre where people from across the world will come,” she added.

The Chief Minister also said, “We have started Lok Prasar Prakalpa for our folk artistes. 80,000 artistes have been registered under the scheme. We request local clubs to give opportunity to local artistes to perform.”

কেন্দুলিতেবাউল লোক উ९সবেরসূচনা করলেন মুখ্যমন্ত্রী

আজ বাউল ও লোক উ९সব ২০১৭ র উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে জয়দেব মেলা থেকে বাউল অ্যাকাডেমির শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী।

জুন মাসে এই অ্যাকাডেমি তৈরির সিদ্ধান্ত নেওয়ার পর কাজ শুরু হয়ে গেছে। অ্যাকাডেমির নামকরণ হবে ত্রয়োদশ শতকের কবি জয়দেবের নামে।

অজয় নদীর তীরে কেন্দুলিতে জয়দেবের মন্দিরে প্রতি বছরই এই মেলার আয়োজন করা হয়, প্রতি বছর বাউলরা এখানে মিলিত হয়ে নানান অনুষ্ঠানের আয়োজন করে।

বাউল ও ফকিরদের প্রতি সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী প্রতি বছর এই মেলায় অংশগ্রহণ করেন। সমগ্র রাজ্যে এই মেলা খুব জনপ্রিয়। রাজ্যের সব জায়গা থেকে বাউলরা আসেন এই মেলার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ 

  • এটা পৌষ মাস। নতুন ধান ঘরে তোলার সময়
  • বছরের এই সময় পিঠে উ९সব, পায়েস উ९সব, বাউল উ९সব হয় সারা বাংলা জুড়ে
  • নবান্ন থেকে হোলি, ক্রিসমাস থেকে দুর্গা পুজো সব উ९সব বাংলায় পালিত হয়
  • বাউলদের একতারার গান না শুনলে, তাদের সঙ্গে দেখা না করলে বীরভূম সফর সম্পূর্ণ হয় না
  • আজ আমরা বাউল অ্যাকাডেমির শিলান্যাস করলাম
  • বাউল গান আমাদের মাটির গান। শুধুমাত্র একতারার মাধ্যমে তারা এত সুন্দর সুর সৃষ্টি করে
  • বাউল অ্যাকাডেমিকে বিশ্বমানের প্রদর্শনী কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে যেখানে সারা বিশ্বের মানুষ আসতে পারবেন
  • বীরভূমে অনেক আকর্ষণীয় পর্যটন স্থান রয়েছে। বীরভূমের জঙ্গলে আমরা ইকো-ট্যুরিজম প্রকল্প শুরু করব
  • বীরভূমে বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন রবীন্দ্রনাথ। ওই আদলে আমরা বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরি করব
  • লোক শিল্পীদের জন্য আমরা লোক প্রসার প্রকল্প শুরু করেছি। ৮০০০০ লোক শিল্পী এই প্রকল্পের আওতায় আছেন
  • আমি লোকাল ক্লাবগুলিকে অনুরোধ করেছি লোকাল শিল্পীদের পারফর্ম করার সুযোগ দেওয়ার জন্য

 

 

Baul Festival at Kenduli every year: WB CM

West Bengal Chief Minister Ms Mamata Banerjee was present at the Baul and Folk Festival at Kenduli in Birbhum District.

With the assistance of the State Government, over one thousand Baul singers under the State Lokprasar Prakalpa will perform in a chorus today.

The biggest attraction of Kenduli’s Joydev Mela is that it features tradition folk culture with performances mainly by the Baul community. The Mela has been promoted nationally and internationally by the State Tourism Department.

Incidentally, Bauls of Bengal – an integral part of the heritage of the State – will be showcased by the State Government at the Republic Day parade at Rajpath in New Delhi this time.

 

Highlights of her speech:

  • Birbhum is the land of bauls, who have for times immemorial spread the tune of peace and serenity
  • We will redevelop the two temples dedicated to Jaydev, who was born in 1143, I have instructed the DM about the same
  • Rs 2.5 crore is being sanctioned for the redevelopment
  • 42,000 artists in Birbhum district are now getting Rs 1000 per month
  • 18,000 more would start getting the same soon
  • We are setting up a Baul Academy at Kenduli, to be named ‘Jaydeb’
  • We are setting up an eco-tourism park in Bolpur, which I have named Rangabitan (from ‘the words ‘rangamati’ and ‘Geetabitan)
  • We are setting up an industrial township in Panagarh in Bardhaman district
  • Agriculture and industry are like siblings. We must give importance to both
  • ‘Amra cholbo notun kore, Bangla gorbo notun kore.’ (We will march on a new path, create a new, progressive Bengal)
  • Why didn’t they do Mati Utsav for farmers? We started it in 2012 and the UN also joined in 2014
  • We are going to inaugurate ‘Mati Tirtha’ tomorrow. It will be a permanent structure for farmers
  • I promise to come here for Joydev Mela every year. We will hold a Baul Utsav here during this time

 

 

Photo courtesy: Anurag Mallick

 

প্রতি বছর কেন্দুলিতে হবে বাউল উ९সব : মুখ্যমন্ত্রী 

আজ বীরভূমে কেন্দুলির ‘বাউল ও লোক উ९সব ’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য সরকারের সহায়তায় লোকপ্রসার শিল্পের অন্তর্গত এক হাজার বাউল বাউল আজ এখানে সমবেত সঙ্গীত পরিবেশন করবেন।

জয়দেবের কেন্দুলি মেলার সবচেয়ে বড় আকর্ষণ হল লোক সংস্কৃতি এবং বাউলদের অনুষ্ঠান। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে এই মেলার প্রসার ঘটিয়েছে রাজ্য পর্যটন বিভাগ।

ঘটনাচক্রে, এবার প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে বাজবে বাংলার ঐতিহ্যবাহী বাউলের সুর।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ

  • এটি একটি সংস্কৃতির মেলা হিসেবে পরিচিত
  • আমরা জয়দেবের এই মন্দিরের সংস্কার করব
  • “লালন বলে জাতের কি রূপ দেখলাম নাই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে”
  • একতারা আমার জীবনের লক্ষ্য
  • শিল্পীর কোনও জাত হয়না, শিল্পী সার্বজনীন
  • বোলপুরে ‘রাঙাবিতান’ নামে একটি ইকো ট্যুরিজম পার্ক তৈরি হচ্ছে
  • পানাগড়ে একটি ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ তৈরি হচ্ছে
  • কৃষি এবং শিল্প ভাইবোন, তাদের একসঙ্গে নিয়েই আমাদের কাজ করতে হবে
  • এবার থেকে প্রতি বছর জয়দেব মেলায় বাউলদের নিয়ে একটি উতসব করা হবে
  • আগামীকাল আমরা ‘মাটি তীর্থ’ উদ্বোধন করব
  • ৪২০০০ শিল্পীকে এখন থেকে মাসে ১০০০ টাকা করে দেওয়া হবে
  • “আমরা চলব নতুন করে, বাংলা গড়ব নতুন করে, বাংলা জাগবে নতুন সুরে, বাংলা জাগবে নতুন বাউলের সুরে”

Heritage tourism circuit in Birbhum

Birbhum tourism is not just about Tagore’s Santiniketan. The district has a host of traditional temples which have heritage value and also unique architecture. Tourists can now take an interest in it on their way to Santiniketan via Burdwan.

Prodded by Chief Minister Mamata Banerjee, the state tourism department has come up with a Rs 20 crore plan to develop a heritage eco tourism circuit in Birbhum.

The authorities have already started building lodges and cottages and will revamp the areas surrounding Tarapith, Bakreswar and Kenduli. The plan is to develop a tourism circuit around Tarapith, Bakreswar, Kendua and Santiniketan. The thrust will be on heritage and eco-tourism.

The Birbhum district administration will be assisting the tourism department in implementing the project. A meeting was held between the officials of tourism department and Birbhum district administration to chalk out plans.

A beautification programme will also be taken up in Tarapith, surrounding the temple, where the roads will be beautified. A tourist lodge will be set up at Tarapith where about 80 visitors could be accommodated. The authorities have already started setting up tourist cottages in Bakreswar.

Plans are also on to provide shelters to the ‘sadhus’ there. Landscaping will also be done along the Dwaraka river. Welcome entry gates will be set up at Jaydeb and Kenduli.

The tourism department also has plans to initiate a public private partnership (PPP) project on a nine-acre plot in Santiniketan to develop eco-tourism.

 

Image source