Bengal CM slams Left Front regime for lack of development works

Bengal Chief Minister Mamata Banerjee during the Assembly session on Wednesday lashed out at CPI(M) for not doing anything in past 34 years. In reply to the question in the Assembly, the Chief Minister said that her government has increased allowances of 14,000 people.

Various social schemes have been started for the Self Help Groups, school students and various others. She slammed the erstwhile Left Front government for not doing any development works during their regime. She also blamed the previous government for the loan burden of crores of rupees. The state government has decided to increase the allowances of the MLAs by Rs 5,000 for which a Bill will be passed in the Assembly on Thursday.

The Bengal Chief Minister once again reiterated that the previous Left Front government failed to do any development works which would benefit the people and improve the economic condition of the people in the villages. Instead of this, they left a huge debt burden on the present government. Fighting all odds, the Mamata Banerjee government has successfully implemented various schemes for the benefit of the people in the state.

Chief Minister Mamata Banerjee also extended good wishes to the women on the occasion of International Women’s Day. She said that her government has provided 50 per cent reservation for women at all levels of the three-tier panchayat system in the state. In College Service Commission, 38 per cent seats have been reserved for women.

After coming to power, the present government has introduced various schemes to improve the socio-economic condition of women in various sectors. The school students have been brought under Kanyashree scheme.

 

৩৪ বছর কোনও উন্নয়ন না হওয়ায় বামেদের বিঁধলেন মুখ্যমন্ত্রী

বিধানসভার অধিবেশন চলাকালীন বুধবার সিপিএমকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন ৩৪ বছরে তারা কোন কাজ করেনি। এদিন তিনি বলেন, তাঁর আমলে ১৪ হাজার মানুষের ভাতা বৃদ্ধি হয়েছে।

স্বনির্ভর গোষ্ঠী, ছাত্রছাত্রী ও অন্যান্যদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চালু করা হয়েছে। বিধায়কদের ভাতা ৫০০০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, বুধবার এই সংক্রান্ত বিল পাশ হয় বিধানসভায়।

গ্রামের মানুষের আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নয়নের জন্য পূর্বতন বাম সরকার ৩৪ বছর ধরে কোন উন্নয়ন করেনি। তার পরিবর্তে আমাদের ওপর বিপুল ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে। এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার সাধারণ মানুষের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চালু করছে এবং সেগুলি সফলভাবে বাস্তবায়িতও করছে।

আন্তর্জাতিক নারী দিবসে মুখ্যমন্ত্রী সকল নারীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, তাঁর সরকার রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সব স্তরে নারীদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ রেখেছেন। কলেজ সার্ভিস কমিশনে নারীদের জন্য ৩৮ শতাংশ স্থান সংরক্ষিত করা হয়েছে।

ক্ষমতায় আসার পর, বর্তমান সরকার নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে। স্কুল ছাত্রীদের কন্যাশ্রী প্রকল্পের আওতায় আনা হয়েছে।

 

Kanyashree: A beacon of hope for girl children

Kanyashree Scheme is a peerless initiative by the West Bengal Government. It is the State’s flagship project for the girl child. More than 37 lakh girls have been brought under this scheme. The scheme was introduced to arrest the drop-out rate in schools and prevent early marriage among girl students.

The scheme is end-to-end IT-enabled and completely transparent, and hence easily accessible to beneficiaries. The popularity of the scheme has grown manifold since its inception due to this ease of access and focus on empowering young girl and building their confidence and self-esteem.

The scheme has garnered recognitions at major international and national forums. The scheme was represented as one of the ‘best practices’ at the Girl Summit 2014, organised by Department for International Development, UK and UNICEF in London in July 2014.

It has also received the Manthan Award 2014 for e-governance in the category of ‘Women and Empowerment’ covering South Asia and Asia Pacific region. At the national level, it won a silver in the National Award for e-Governance 2014-15 under the category of ‘Outstanding Performance in Citizen-Centric Service.’

August 14 is celebrated as Kanyashree Divas throughout the State through grand ceremonies.

 

মেয়েদের উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের যুগান্তকারী প্রকল্প ‘কন্যাশ্রী’

পশ্চিমবঙ্গ সরকারের একটি যুগান্তকারী প্রকল্প হল ‘কন্যাশ্রী’ প্রকল্প। প্রায় ৩৭ লক্ষ মেয়েদের এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এর ফলে কমেছে স্কুলছুটের সংখ্যা, কমানো গেছে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার প্রবণতাও।

শুধু স্বনির্ভর করাই লক্ষ্য নয়। সবদিক থেকেই পারদর্শী হবে কন্যাশ্রীর কন্যারা। পিছিয়ে থাকবে না খেলাধূলা থেকেও।

কন্যাশ্রীর সাফল্যের জন্য ইউকে এবং ইউনিসেফের আন্তর্জাতিক উন্নয়ন দফতর আয়োজিত ‘গার্ল সামিট’-এ সেরা নির্বাচিত হয়েছে কন্যাশ্রী। মন্থন পুরস্কারও পেয়েছে এই প্রকল্প।

১৪ই আগস্ট রাজ্য সরকার কন্যাশ্রী দিবস হিসেবে পালন করে। প্রতি বছর এই দিনটি পালন করে রাজ্য সরকার।

Women’s empowerment in Bengal: 10 major initiatives in the last five years

In its first five-year term, the Trinamool Congress Government has brought about many major initiatives for women in West Bengal.

As a result, women all over the State have benefitted immensely.

 

Here are ten major initiatives for women:

KANYASHREE SCHEME: Kanyashree is the State’s flagship project for the girl child. More than 30 lakh girls have been enrolled under the scheme, whcih has garnered international as well as national recognitions.

EDUCATION: For the first time, under the Trinamool Congress administration, a university for women has been set in Diamond Harbour. A state women’s college for minorities is coming up in Ekbalpore, Kolkata. Twenty-one hostels for women have been constructed in various polytechnics across the State. Through the State Government’s Sabuj Sathi Scheme, wherein bicycles are given to school children in rural areas, thousands of girls, too have benefitted. Besides, over 8,000 girl students studying in Class IX in the Sundarbans region have been given bicycles over the last five years. Around 40 Womens’ Corners have been opened in different Government and Government-sponsored libraries to increase access to women readers.

SWABALAMBAN SCHEME: Through the Swabalamban Scheme, training is given on a wide range of livelihood activities, e.g., zari craft, handloom weaving, beautician courses, community health, readymade garment-making, wood carving, etc. Recently, as a part of this scheme, the State Government has launched an acting project for sex workers, meant to make them self-sufficient by giving them acting lessons and making them employable in the entertainment industry.

MUKTIR ALO: Muktir Alo is a comprehensive scheme for the rehabilitation of sex workers. It provides them with opportunities for leading a life with dignity by providing them alternative career opportunities, and also gives protection to victims of sex trafficking.

MATERNITY LEAVE: For the benefit of women, maternity leave for State Government employees has been extended. ‘Maternity and Child Care Leave,’ as it is called, can now be taken for a total period of two years, in stages.

KOLKATA SAFEST CITY FOR WOMEN: Kolkata is one of the safest metros in India for women. According to the latest report of the National Crime Records Bureau (NCRB), Kolkata is the safest city in India in terms of crimes against women. The India Today Best City Awards 2014 awarded Kolkata the award for the best city in the category of crime and safety. Kolkata Police offers martial arts training to schoolgirls, under Project Sukanya, to make them self-reliant when it comes to defending themselves.

POLICE STATIONS RUN BY WOMEN: The West Bengal Government has adopted a ‘zero tolerance’ approach towards crime against women. The Government is setting up police stations run exclusively by women police officers. As of now, the Government has set up 30 Women Police Stations.

ANTI-TRAFFICKING UNITS: The State Government has set up dedicated Anti-Human Trafficking Units and Special Juvenile Police units in each district.

EMPLOYMENT: More than 27,000 self-help groups have been formed over the last five years, which have over 16 lakh women members. Financial assistance to the tune of Rs 200.07 lakh has been sanctioned for development of women’s cooperative societies. The State has also created employment opportunities, including many for women, through skill development in various sectors. The Biswa Bangla initiative by Chief Minister Mamata Banerjee has also opened up a lot of employment opportunities for women. A lot of the handicraft workers in the rural areas are women, who are earning a decent livelihood. Women’s participation in MGNREGS, in which the State has achieved unique milestones, has increased to 41%, which is all-time high in the State.

HOSTELS FOR WORKING WOMEN: To sort out the accommodation issues of working women, hostels have been constructed. A 40-bedded hostel, Ananya, has been at up in Durgapur and another 44-bedded one, named Swayangsiddha, in Salt Lake, Kolkata. Seven more are in different phases of construction all over the State.

 

গত পাঁচ বছরে নারী ক্ষমতায়নে পশ্চিমবঙ্গের সেরা ১০ উদ্যোগ

গত পাঁচ বছরে তৃণমূল পরিচালিত সরকার মেয়েদের জন্য বিভিন্ন রকম উদ্যোগ নিয়েছে। এর ফলে রাজ্য জুড়ে মহিলাদের অনেক উন্নতিসাধন হয়েছে।

মহিলাদের জন্য নেওয়া প্রধান উদ্যোগগুলি হলঃ

‘কন্যাশ্রী’ প্রকল্প – মেয়েদের জন্য রাজ্য সরকারের যুগান্তকারী প্রকল্প ‘কন্যাশ্রী’। প্রায় ৩৭ লক্ষেরও বেশি মেয়েরা রয়েছে এই প্রকল্পের আওতায়। এই প্রকল্পটি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে যথেষ্ট প্রশংসা পেয়েছে।

শিক্ষা – তৃণমূল সরকারের আমলে এই প্রথম বার রাজ্যে প্রথম মহিলাদের জন্যও একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে। ডায়মন্ড হারবারে তৈরি হয়েছে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়। সারা রাজ্যে সব মিলিয়ে প্রায় ২১ টি মহিলা হোস্টেল তৈরির পরিকাঠামো চলছে। এরমধ্যে ৪টি তৈরি হয়ে গেছে। কলকাতার একবালপুরে মহিলাদের জন্য একটি সরকারী জেনারেল ডিগ্রী কলেজ চালু হয়েছে ও জলপাইগুড়িতে (বানারহাটে) রাজ্যের প্রথম হিন্দী মিডিয়াম জেনারেল ডিগ্রী কলেজ স্থাপিত হয়েছে। এছাড়া সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে মেয়েদের সাইকেল দেওয়া হচ্ছে, এছাড়া আরও অনেক সুবিধা দেওয়া হয়েছে যাতে তারা পড়াশোনা করতে পারে।

স্বাবলম্বন প্রকল্প – রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন ‘স্বাবলম্বন প্রকল্প’। এর মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হবে মহিলাদের।

মুক্তির আলো – যৌন কর্মীদের জন্য শুরু হয়েছে প্রকল্প ‘মুক্তির আলো’।

কলকাতা সুরক্ষিত নগর – NCRB-রিপোর্ট অনুযায়ী নারী সুরক্ষার ক্ষেত্রে দেশের মধ্যে কলকাতাই সবচেয়ে সুরক্ষিত নগরী। নারী সুরক্ষার ক্ষেত্রে রাজ্য সরকার কোনরকম অন্যায়কে বরদাস্ত করে না। বিভিন্ন সরকারী বাস স্ট্যান্ডগুলিতে মহিলাদের সুরক্ষার জন্যও CCTV বসানো হয়েছে।

মহিলা পুলিশ স্টেশন –  নারী সুরক্ষার ক্ষেত্রে আরও কিছু পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকার ৬৫টি মহিলা থানা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে ৩০টি পুলিশ স্টেশন তৈরি হয়ে গেছে।এছাড়া বিচার ব্যবস্থায় গতি আনতে মহিলাদের জন্যও ৫১টি ফার্স্ট ট্র্যাক কোর্ট তৈরি করা হয়েছে।

অ্যাণ্টি ট্রাফিকিং ইউনিট – পাচার রুখতে প্রতিটি জেলায় রাজ্য সরকার অ্যাণ্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট এবং স্পেশাল জুভেনহাইল পুলিশ ইউনিট তৈরি করেছে।

স্বনির্ভর গোষ্ঠী – সমাজের দুর্বলতর শ্রেণীর মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে স্বনির্ভর করা এবং পারিবারিক আয় বৃদ্ধি ও জীবনযাত্রার মান উন্নত করার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে মহিলাদের। বিশ্ব বাংলা দোকানগুলিতে মহিলাদের তৈরি বিভিন্ন হাতের কাজ বিক্রির ব্যবস্থা করেছে রাজ্য সরকার।

১০০ দিনের কাজ – ১০০ দিনের কাজে অভূতপূর্ব সাফল্য পেয়েছে পশ্চিমবঙ্গ। এই কাজে মহিলাদের অংশগ্রহন ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা অন্যান্য রাজ্যের তুলনায় বেশি।

Kanyashree empowers girls to beat poverty and sit for Madhyamik

Chief Minister Mamata Banerjee’s Kanyashree Scheme is playing a crucial role in lighting the lamp of knowledge in far corners of West Bengal. Consequently, school dropout rates are also going down significantly.

Lack of money had forced Srabani Maity to stop going to school. Thanks to Kanyashree, she has been able to sit for the Madhyamik exams this year.

Similar was the case of Sarada Pramanik of Diamond Harbour: the reason being the death of her father, when she was just four. She said that on completing 18 years she would get Rs 25,000, and so would continue her studies.

According to Firdausi Khatoon, student of Saswati Nahla High School at Chanpabar in Shyampur block of Howrah district, whose father is a labourer at a bakery in Kolkata, the Kanyashree scholarship money is a lot of help for her.

Somnath Dey, the father of Ayanika Dey of Siuri, is currently unemployed. According to her, lack of financial resources had, at one point of time, led her to almost abandon her studies; the Kanyashree Scheme came to her help at the right time.

Sathi Pal is a resident of Satish Chandra Ghosh Lane of Sreerampur. Her father is a labourer at a jute mill. According to her mother, Anima Pal, the scholarship money from Kanyashree Scheme and free books from schools enabled her daughter to go on with her studies; otherwise Sathi would have had to leave her studies.

Adri Chakravarty of Udaynarayanpur in Howrah district is giving Madhyamik exams this year. her father, Uttam Chakravarty, who is a priest by profession said that whatever be the amount of money, its value is immense for poor families. Had it not been for the Kanyashree money, he said, perhaps he would never have been able to let his daughter continue her studies.

Esha Chatterjee of Sreerampur is the first Madhyamik examinee from her family, giving the exams this year. Her father drives rented vehicles. Esha’s mother Pratima Chatterjee said that the opportunities they didn’t get, her daughter got because of the West Bengal Government’s Kanyashree Scheme. She can at least complete her Madhyamik.

Babita Mandal is a Madhyamik examinee of Khanakul in Jairampur. Her father Srikanta Mandal is a labourer. Babita said that Kanyashree has provided opportunities to her to continue her studies. She said that she would continue her studies as far as possible.

The above examples are not stray cases. Till now, 37 lakh girls have come under the Kanyashree Scheme, for a large percentage of whom the scheme is the sole reason for being able to write their Madhyamik exams. Not just helping to continue with their studies, Kanyashree has also helped in preventing their early marriages. The scheme has brought smiles on to the faces of countless families.

 

কন্যাশ্রীতে ভর করে মাধ্যমিকে বাংলার ছাত্রীরা

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ‘কন্যাশ্রী’ প্রকল্প’ এখন রাজ্যের সব প্রান্তে আলো জ্বালছে মেয়েদের শিক্ষা প্রসারে। উল্লেখযোগ্য ভাবে কমছে স্কুলছুটের হার।

টাকার অভাবে স্কুল যাওয়া বন্ধ করতে বাধ্য হয়েছিলেন শ্রাবণী মাইতি। কিন্তু ‘কন্যাশ্রীর’ দৌলতে সিনেমার মতোই পাল্টে গেল ছবিটা। এবারে মাধ্যমিক বসাটাই ছিল যার কাছে এক সময় ছিল মস্ত চ্যালেঞ্জ। কন্যাশ্রীর দৌলতে আর পাঁচ জনের মতোই এ বছর মাধ্যমিকে বসছে সে।

ডায়মন্ড হারবারের সারদা প্রামাণিকের লেখাপড়া চালিয়ে যাওয়ার লড়াইটাও ছিল আরও দুর্লঙ্ঘ। বাবা শ্রীমন্ত প্রামাণিকের মৃত্যুর সময় তার বয়স ছিল চার বছর। তিনি নিজেই বলেন, ’১৮ বছর বয়স হলে ২৫ হাজার টাকা পাব। লেখাপড়া চালিয়ে যাব।’

হাওড়ার শ্যামপুরের চাঁপাবারের শাশ্বতী নহলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ফিরদৌসি খাতুনের বাবা ফরিদুল ইসলাম কলকাতার বেকারির সামান্য দিনমজুর। ফিরদৌসির কথায়, ‘কন্যাশ্রীর টাকা আমার জন্য অনেক।’

সিউড়ির অয়নিকা দে’র বাবা সোমনাথ বর্তমানে বেকার। অয়নিকা মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বলে, ‘অনটনে এক সময় মেয়েটার পড়াশোনাই বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল। ভাগ্যিস কন্যাশ্রী ছিল।’

শ্রীরামপুর সতীশচন্দ্র ঘোষ লেনের বাসিন্দা সাথী পাল। বাবা সনাতন পাল চটকলের সামান্য শ্রমিক। সাথীর মা অনিমা পালের কথায়, ‘স্কুল থেকে বই পাওয়ায় আর সঙ্গে কন্যাশ্রীর টাকাতেই কষ্ট করে হলেও পড়াটা চালিয়ে যেতে পেরেছে মেয়ে। না হলে হয়তো মাঝপথেই বন্ধ করে দিতে হত লেখাপড়া।’

হাওড়ার উদয়নারায়ণপুরের অদ্রি চক্রবর্তী এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। তাঁর বাবা উত্তম চক্রবর্তী (পেশায় পুজারি ব্রাহ্মণ) বলেন, ‘টাকার পরিমাণ যাই হোক না কেন, তার মর্ম গরিব পরিবারগুলি বোঝে। এই সাহায্য না পেলে মেয়ের পড়া চালানোর খরচই হয়তো টানতে পারতাম না।’

শ্রীরামপুরের তাপস চ্যাটার্জি ভাড়ার গাড়ি চালান। তার মেয়ে এষাই এই পরিবার থেকে প্রথম মাধ্যমিক পরীক্ষার্থী। এষার মা প্রতিমা চ্যাটার্জির বক্তব্য, ‘যে সুযোগ আমরা পাইনি, সরকারের কাছ থেকে সেই সুযোগ পাওয়ায় আমার মেয়েটা অন্তত মাধ্যমিক দিতে পারছে।’

খানাকুলের জয়রামপুরের মাধ্যমিক পরীক্ষার্থী ববিতা মণ্ডল, বাবা শ্রীকান্ত মণ্ডল দিনমজুর। ববিতার কথায়, ‘সুযোগ করে দিয়েছে কন্যাশ্রী। যতদূর পারব, লেখাপড়া চালিয়ে যাব আমি। চাকরি করে বাবার পাশে দাঁড়াতে চাই।’

সারদা, লাবণি, ফিরদৌসি, অয়নিকাদের নজিরগুলি বিক্ষিপ্ত নিদর্শন নয়। এখনও পর্যন্ত রাজ্যে প্রায় ৩৭ লাখ ছাত্রী কন্যাশ্রীর আওতায় এসেছে। যার একটি বড় অংশের কাছেই মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া চালিয়ে যাওয়াটাই এক সময়ে আকাশকুসুম ছিল। কিন্তু সরকারের কন্যাশ্রীর জেরে একদিকে যেমন ছাত্রীদের স্কুলছুটের হার কমানো যাচ্ছে, তেমনই কম বয়েসে বিয়ের প্রবণতাও কমানো যাচ্ছে। সব ধরনের পরিবারের মুখেই ফুটছে হাসি।

 

Didn’t scrap social schemes despite cash crunch and demonetisation: Mamata Banerjee

Reacting on the Bengal Budget 2017-18, Chief Minister Mamata Banerjee today said that despite financial compulsions and the effect of demonetisation, no scheme in the social sector has been scrapped.

“Bengal Govt is a humane govt. We believe in social justice. We are always with the people,” the CM said.

She slammed the Left Front Government for the huge legacy of debt that the present government has inherited. She said: When Left Front was in power why did they not start Kanyashree, Sabuj Sathi, Khadya Sathi? Left Front did not follow fiscal discipline. There was no FRBM. We are paying debts that they incurred in 2006.”

“She added, “CPI(M) destroyed the economy of Bengal. Centre did not take any step to avoid govt from falling. Despite paying so much debt instalments we are carrying out massive developmental projects.”

The Bengal government said neither the UPA nor the current government at the Centre gave any debt moratorium to Bengal.

We have restructured govt departments. The number of departments is down to 52 from 63. PSUs have been merged and restructured. No one lost jobs. No of PSUs is down to 44 from 90,” she added.

She also targeted the BJP over demonetisation. She said that the Centre has reduced funding to the States. She maintained that Centre must trust State governments.

 

নোটবাতিল ও আর্থিক সমস্যা থাকা সত্ত্বেও আমরা কোন প্রকল্প বাতিল করিনিঃ মমতা বন্দ্যোপাধ্যায়

২০১৭-১৮ বাজেটকে বেস্ট বাজেট আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন, নোট বাতিল এবং আর্থিক সমস্যা থাকা সত্ত্বেও আমারা আমাদের কোন সামাজিক প্রকল্প বাতিল করিনি।

মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার সরকার মানবিক সরকার। আমরা সামাজিক ন্যায়ে বিশ্বাসী। আমরা মানুষের সঙ্গে আছি”।  

বাম সরকারের করে যাওয়া ঋণের বোঝারতীব্র সমালোচনা করে তিনি বলেন, সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন তারা কন্যাশ্রী, সবুজ সাথী, খাদ্য সাথী প্রকল্প কেন শুরু করেনি? ওরা FRBM ব্যবস্থার অনুসরণ করেনি। ২০০৬ সালে করা দেনা আমরা এখনও শোধ করে চলেছি”।   

তিনি আরও বলেন, “সিপিএম বাংলার অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, কেন্দ্র তখন কোনরকম পদক্ষেপ নেয়নি। বাম সরকারের করে যাওয়া পাপের বোঝা আমরা বহন করছি। এত ঋণের বোঝা থাকা সত্ত্বেও উন্নয়নমূলক কাজ বন্ধ হয়নি। না কংগ্রেস না বর্তমান কেন্দ্রীয় সরকার কেউই বাংলার সরকারকে debt moratorium দেয়নি।”

মুখ্যমন্ত্রী বলেন, “আমরা সরকারি দপ্তরগুলি পুনর্গঠন করেছি। সরকারি দপ্তরের সংখ্যা ৬৩ থেকে কমে ৫২ হয়েছে। নিগমগুলির আমরা সংযুক্তিকরণ করছি, কেউ কর্মহীন হয়নি। নিগমের সংখ্যা ৯০ থেকে কমে ৪৪ হয়েছে”।

নোট বাতিল নিয়ে তিনি আবারও বিজেপি সরকারকে আক্রমণ করে তিনি বলেন, “রাজ্যকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র। কেন্দ্রের উচিত রাজ্যগুলির ওপর আস্থা রাখা”।

 

Kanyashree: Empowering girls in Bengal

On the International Day of the Girl Child, Bengal Chief Minister Mamata Banerjee sent her best wishes to all the Kanyashree girls. “Girls are our assets. They are our future,” her message said.

Mamata Banerjee led Trinamool Congress Government had launched a scheme “Kanyashree” for the upliftment of girl child in 2013. Since then August 14 has been celebrated as Kanyashree Dibas.

The scheme aims to promote higher education and secure the future of our girl child and transform them to responsible women of tomorrow. So far 22 lakh girls have been registered under the scheme.

Earlier girls enrolled in Class VIII – XII in schools used to receive an annual scholarship of Rs 500. The scholarship amount was increased to Rs 750 from FY 2015-16. One-time grant of Rs 25000 is provided to each of the unmarried girl student on attaining 18 years of age.

UNICEF has partnered West Bengal Government after scanning the feasibility of the scheme. Department for International Development, United Kingdom and UNICEF selected the scheme for presentation at the ‘Girl Summit 2014’ held at London. West Bengal government won the Silver Medal for the “Kanyasshree Prakalpo” in the Category of “Outstanding Service in Citizen-Centric Service.”

The mission of West Bengal Government is to proactively encourage education among girl child.

 

 

আন্তর্জাতিক কন্যাদিবসে কন্যাশ্রীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আজ আন্তর্জাতিক কন্যাদিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সব কন্যাশ্রীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘মেয়েরাই আমাদের সম্পদ, তারাই দেশের ভবিষ্যৎ’।

মমতা ব্যানার্জী নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার ২০১৩ সালে কন্যা সন্তানদের জন্য ‘কন্যাশ্রী’ প্রকল্প চালু করেন। প্রতি বছর ১৪ আগস্ট ‘কন্যাশ্রী দিবস’ উদযাপন করে রাজ্য সরকার।

মেয়েদের উচ্চ শিক্ষা এবং তাদের ভবিষ্যৎ নিরাপদ ও সুনিশ্চিত করতে রাজ্য সরকারের এই প্রয়াস। এখনও পর্যন্ত ২২ লাখ কন্যা সন্তান এই প্রকল্পের আওতায় রয়েছে। আগে ক্লাস থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রীদের ৫০০ টাকা বৃত্তি প্রদান করা হত। ২০১৫-১৬ অর্থবর্ষে এর পরিমান বৃদ্ধি করে ৭৫০ টাকা করা হয়েছে।

১৮ বছর বয়সের পর অবিবাহিত মেয়েদের উচ্চ শিক্ষার জন্য এককালীন ২৫০০০ টাকা দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বপ্নের প্রকল্প ইউনিসেফের থেকে অনেক প্রশংসিত হয়েছ।

 

Help us revive Murshidabad’s lost glory: Mamata Banerjee in Baharampur

Bengal Chief Minister Mamata Banerjee inaugurated and laid the foundations stones for a bouquet of development projects for Murshidabad district today from a Government programme at Baharampur Stadium. This was her first visit to the district after taking oath as chief minister for a second term.

The projects included, among others, Krishak Bazaars, Karma Tirthas, power sub-stations, police stations, road projects, girls’ hostels, new government buildings and water supply projects, including solar-powered ones. The Chief Minister also distributed several benefits like cycles under Sabuj Sathi, agricultural machinery, land pattas, and financial grants under Kanyashree, Yuvashree and Sikshashree.

Trafficking of women

During her speech after the inaugurations, the Chief Minister made a strong pitch for stopping the trafficking of women, which is a major social issue in the region. As she proudly proclaimed, “Girls are our assets, our pride”.

She said, “Girls are our future. They are our pride. Do not belittle them. Let them stand on their feet”.

Development of Murshidabad

Mamata Banerjee stressed on the aspect of development all through her speech, something that has been the hallmark of her governance – development that has led to a social and industrial revival of Bengal.

She mentioned the numerous successes of this successful approach to governance.

She said that institutional delivery has gone up to 92% in the State as a whole. Fair-price medicine shops, multi super-speciality hospitals, critical care units (CCUs) and sick newborn stabilisation units (SNSUs) have been set up; beds and medicines in all State government hospitals are free now.

Another innovative scheme that she mentioned is the one where the State Government “gives a sapling to parents whenever a baby is born”.

One crore 10 lakh minority students have received scholarships in Murshidabad district. Twenty-five Karma Tirthas are being set up in the district.

Eighty thousand people were distributed benefits from the stage. In Murshidabad district, 28,000 students have received cycles under the Sabuj Sathi scheme; the Kanyashree and Shikshashree schemes have benefitted thousands of girl students and SC/ST students, respectively.

Unemployed youth have availed of the Gatidhara scheme, wherein they have bought buses, autorickshaws and cars for public transport with the help of loans with easy-to-repay interest schemes. The Chief Minister mentioned that several vessels for water transport were launched today.

Another aspect of social responsibility that the State Government performs that found mention in her speech is that of giving “financial aid to the poor to perform the last rites of their deceased relatives”.

Rs 375 crore has been allocated for the Kandi Master Plan for flood management. Rs 479 crore has been allotted for other flood prevention measures in the district. She also said that her government is working with the Central Government, since the matter is under the jurisdiction of the Centre, to find a lasting solution the problem of river bank erosion of the Ganga.

She said that the State Government has decided to increase the number of cold storages and procurement centres in the district.

Chief Minister Mamata Banerjee also did not forget to touch on the aspect of the generous help her government has been giving to enable the traditional textile workers of the district to earn a respectable living through their work. “We are committed to help the various self-help groups and artisans”.

She also touched on another major issue in the district – cattle smuggling. She said that her government is making its best efforts and working with all concerned to stop this menace.

No politics in development

She said that Murshidabad, with its glorious history, definitely deserves better and so her government towards bringing back the glory, and that, importantly, “we must keep politics aside and work for development”.

She asked, “Why is Murshidabad district underdeveloped even after 69 years of independence?” She gave the answer herself when she said that “instead of hurling abuses at me, the Opposition should rather do even at least 1 per cent of the work that I have done in five years”.

She asked the people to work along with the government to “revive the glory of Murshidabad district”.

Festive season

At the end, the Chief Minister made a reference to the upcoming festive season – Durga Puja and Muharram, among others. She exhorted all to “maintain communal harmony during the festive season”.

She concluded her speech with “Sharod Subhechha to all”.

 

 

নারী পাচার বন্ধ করতে হবে: মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

আজ মুর্শিদাবাদের বহরমপুরে গরু ও নারী পাচারের বিরুদ্ধে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গেএকগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার তিনি মুর্শিদাবাদে সভা করেন।

কৃষক বাজার, বিদ্যুৎ সাব স্টেশন, পুলিশ স্টেশন, জল সবরাহ প্রকল্প, রাস্তা, ছাত্রীদের হোস্টেল, হিমঘর সহ আরও অন্যান্য প্রকল্পের শুভ উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সবুজ সাথী প্রকল্পে সাইকেল, কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, কৃষির যন্ত্রপাতি ও পাট্টা ইত্যাদি সরকারি পরিষেবাও প্রদান করেন মুখ্যমন্ত্রী।

নারী ক্ষমতায়ন

মুখ্যমন্ত্রী বলেন আমাদের নারী পাচার  বন্ধ করতে হবে। মেয়েদের জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। মেয়েরাই দেশের ভবিষ্যৎ,, ওরা আমাদের গর্ব। মেয়েদের অবহেলা করবেন না, ওদের নিজেদের পায়ে দাঁড়াতে দিন”।

মুর্শিদাবাদের উন্নয়ন

এই জেলার  উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “বর্তমানে প্রসূতি মৃত্যুর হার অনেক কমেছে। মুর্শিদাবাদে CCU, SNSU তৈরি করা হয়েছে। এই জেলায় ৩টি মাল্টি সুপার স্পেশালটি হাসপাতাল তৈরি করা হয়েছে। ১.১০ কোটি সংখ্যালঘু ছাত্র-ছাত্রী স্কলারশিপ পেয়েছে। বাংলায় মোট ১৮৩ টি কর্ম তীর্থ তৈরি হচ্ছে এর মধ্যে মুর্শিদাবাদে তৈরি হচ্ছে ২৫টি।”

আজ এই সভা মঞ্চ থেকে প্রায় ৮০০০০ মানুষকে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করা হয়েছে। কৃষির যন্ত্রপাতি, ধামসা-মাদল দেওয়া হয়েছে। সবুজসাথী প্রকল্পের আওতায় এই জেলার আজ ৩০০০ ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছে। SC/ST ছাত্রছাত্রীদের জন্য চালু হয়েছে শিক্ষাশ্রী প্রকল্প। সরকারি স্কুলে ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে জুতো, বই দেওয়া হচ্ছে।

বর্তমানে সব সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধপত্রের ব্যবস্থা করা হয়েছে। গতিধারা প্রকল্পে বাস, গাড়ি ও অটোরিক্সা দিয়েছে সরকার।

কান্দি মাস্টার প্ল্যানের জন্য ৩৭৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং মুর্শিদাবাদ জেলায় বন্যা নিয়ন্ত্রণে ৪৭৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গঙ্গা নদীর পাড় ভাঙন নিয়ে কেন্দ্রের সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। হিমঘরের সংখ্যা ও উৎপাদন কেন্দ্র বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে সরকার।

সন্তানের জন্মের পর তাদের বাবা মাকে একটি করে চারাগাছ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গরীবদের আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বস্ত্রশিল্পের জন্য মুর্শিদাবাদ বিখ্যাত। রাজ্য সরকার এই শিল্পকে আরও উন্নত করবে বলে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী।

বিরোধীদের উদ্দেশ্যে

স্বাধীনতার ৬৯ বছর পরেও মুর্শিদাবাদের কোন উন্নয়ন হয়নি কেন?আমার বিরুদ্ধে অভিযোগ না করে আমি ৫ বছরে যা কাজ করেছি তার ১ শতাংশ কাজ করে দেখান। উন্নয়নের মাধ্যমে মুর্শিদাবাদের হারিয়ে যাওয়া গৌরবকে ফরিয়ে আনতে এলাকার মানুষকে পাশে থাকার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজনীতিকে পাশে রেখেই আমাদের উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে।

শারদ শুভেচ্ছা

উৎসবের দিনগুলিতে আমাদের সম্প্রীতি বজায় রাখার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সামনেই দুর্গা পুজো, দুদিন পরেই মহালয়া, সকলকে জানাই শারদ শুভেচ্ছা”।

 

 

Bengal CM lauds Kanyashree Monica Soren for her archery feat

Monika Soren, a Kanyashree from Nayagram Block under Jhargram Sub Division, Paschim Midnapore has made the country proud by winning gold in the team event of the 2nd Stage Asia Archery Cup World Ranking Tournament held at Chinese Taipei Taiwan.

Bengal Chief Minister Mamata Banerjee lauded her feat in her latest Facebook post.

Monica was felicitated by Bengal Chief Minister on the 2015 Kanyashree Divas held at Nazrul Mancha.

 

Mamata Banerjee’s Facebook post:

কন্যাশ্রী রত্ন মনিকা সোরেনের প্রশংসা মুখ্যমন্ত্রীর

পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম সাব ডিভিশনের নয়াগ্রাম ব্লকের মনিকা সোরেন সেকেন্ড স্টেজ এশিয়া আর্চারি কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টে সোনার পদক পেয়েছে।

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে তাঁর কৃতিত্বের প্রশংসা করেন।

২০১৫ সালে নজরুল মঞ্চে কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে মনিকাকে মুখ্যমন্ত্রী সংবর্ধনা দেন।

 

 

Bengal launches ‘Kanyshree Mobile App’

In a bid to help girl students obtain benefits under the Kanyashree scheme within the shortest possible time after submitting their application, the state government has introduced internet-based platforms on the third Kanyashree Divas.

The mobile app on Kanyashree scheme will enable a user to know the status of their application. One can also lodge their grievances through the app. At the same time, a user can also view activities and events related to Kanyashree.

On Sunday, the third Kanyashree Divas was celebrated. The celebrations are being held at all levels across the state, where already 34 lakh girl students have received benefits under the scheme.

Dr Amit Mitra, the state finance minister, launched the Kanyashree App  and an internet-based facility called Kanyashree Online 4.0. An SMS service was also introduced on Sunday. Dr Sashi Panja, the state women and child development minister was also present at the event.

The Kanysahree Online 4.0 internet service has been introduced to help students get detailed information related to the scheme and certificates of more than three lakh girls who received the one-time grant of Rs 25,000 was generated online on Sunday itself.

Till date, funds have been directly transferred to the bank accounts of more than seven lakh girls – who received the Rs 25,000 grant – and 31 lakh girls – whose have got the annual scholarship of Rs 750.

Lauding the project, Foroogh Foyouzat, Chief of Field Services, UNICEF India, said: “The initiative is close to my heart. Kanyashree has contributed in reducing the cases of child marriages. It is also helping in reducing the dropout rates in the schools. Educating people is an effective way to reduce child marriage and it will help in taking the country forward.”

 

‘কন্যাশ্রী মোবাইল অ্যাপ’ চালু করল রাজ্য সরকার

মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘কন্যাশ্রী’ প্রকল্প এবার আরও এক ধাপ এগিয়ে গেল। ১৪ই আগস্ট উত্তরণ ঘটল ‘কন্যাশ্রী অ্যাপ’-এর। ইতিমধ্যেই কন্যাশ্রী প্রকল্পের সুফল ছড়িয়ে পড়েছে রাজ্যের সর্বত্র৷ পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্রীরা আর্থিক সাহায্য পাচ্ছেন৷ বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়েছে৷

‘কন্যাশ্রী অ্যাপ’-এর মাধ্যমে এই প্রকল্পের অধীন ছাত্রীরা আবেদনপত্রের পরিস্থিতি জানতে পারবেন ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঠিকমতো পড়েছে কি না, আবেদনপত্রের বর্তমান অবস্থান, ফর্মে কোনও ত্রুটি ছিল কি না, পরবর্তী অনুষ্ঠানের দিন ও সময়– এ যাবতীয় বিষয় এবার অ্যাপসের মাধ্যমে জানতে পারবে ছাত্রীরা৷

রবিবার তৃতীয় কন্যাশ্রী দিবস পালিত হল। শুধু কলকাতায় নয়, সারা রাজ্য জুড়ে সমস্ত জেলায় পালিত হয়েছে এই দিনটি যেখানে সারা রাজ্যে মোট ৩৪ লক্ষ কন্যা এই প্রকল্পের সুবিধা পেয়েছে।

রবিবার ‘কন্যাশ্রী অ্যাপ’-এর উদ্বোধন করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র৷ রবিবার থেকে এসএমএস পরিষেবাও চালু হল। রাজ্যের নারী ও শিশুকল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা ও এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কন্যাশ্রীর কে-ওয়ান প্রকল্পে ইতিমধ্যে ৩১ লক্ষ ছাত্রী বার্ষিক ৭৫০ টাকা করে পাচ্ছে৷ কে-টু প্রকল্পে এককালীন ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে ৭ লক্ষ ছাত্রীকে৷ অনলাইনে ৪.০ ইন্টারনেট পরিষেবার মাধ্যমে শিক্ষার্থীরা প্রকল্প সম্বন্ধে ও সার্টিফিকেট সমস্ত তথ্য পাবে।

এ বছর কন্যাশ্রী প্রকল্পে প্রথম হয়েছে নদিয়া জেলা৷ দ্বিতীয় স্থান বীরভূম ও তৃতীয় স্থান পেয়েছে কলকাতা৷ ভাল কাজের জন্য বিশেষ পুরস্কার পেয়েছে বাঁকুড়া ও মালদহ জেলা৷

ইউনিসেফের কর্মকর্তারা জানালেন, কন্যাশ্রী প্রকল্পের সুফল মিলেছে৷ স্কুলছুটের সংখ্যাও অনেক কমেছে৷ বাল্যবিবাহের সংখ্যাও কমেছে। এর মাধমে আগামী দিনে নারী শিক্ষার অনেক প্রসার ঘটবে।

Beneficiaries of Kanyashree should get bank loans to set up own business: Dr Amit Mitra

The Kanyashrees of the state should get the bank loans to start their own entrepreneurship as they deserve this much support from the banking sector to achieve their dreams in future, feels state Finance Minister Dr Amit Mitra.

Dr Mitra who was addressing the dignitaries in a banking conclave on Wednesday has put this proposal before State Bank of India Chairperson Arundhati Bhattacharya, who was also the speaker of the conclave.

“I have said to the SBI chairperson that the Kanyashree Prakalpa is completely funded by the state budget. But the girls, who have received Kanyashree before passing out from their colleges, may need the bank’s help to start entrepreneurship or may get attached to the Self Help Groups,” Dr Mitra said.

The State Finance Minister opines that the girls, who are getting Kanyashree, could start their own viable occupation but only after completion of their education. “These girls can set up boutiques, beauty salon by their own credit, or they can learn accounting software and set up their own institute,” he said.

“As a Kanyashree recipient, they have gained legitimacy. They have received Rs 25,000, after attaining the age of 18 from the state government. Now, if they could prepare a bankable project and approach any bank, will the bank support them? I think banks would certainly think over it,” Dr Mitra added.

He assured to raise this issue in the next State Level Banking Committee (SLBC) meeting. “We can make a list of aspiring candidates who have received Kanyashree and opt for getting bank loans to start their own business. We will approach every bank,” the Minister said.

Kanyashree Prakalpa, a pioneering model across India, followed by central government and many other states for similar projects, has been much acclaimed in the international and national arena. It is mentored by Chief Minister Mamata Banerjee and the project seeks to improve the status of girls, especially those belonging to the underprivileged family background.

This project gives financial support to those girls to continue their studies, complete secondary education, and even technical educations. The Kanyashree has decreased the early marriages in our state, at least till 18 years which is the legal age for marriage. It has reduced the risks of early pregnancies and maternal and child mortality, malnutrition and other harmful health conditions.