The duty of our government is to serve the people with a human face: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee undertook a visit to Purba Bardhaman district and conducted the administrative review meeting for the district.

She was present at a public rally from where numerous developmental projects will be inaugurated. Among the projects she inaugurated today are the outdoor units of the Kalna and Asansol super-speciality hospitals, a Karma Tirtha, water projects, government buildings, a veterinary hospital, flood shelters and many other such projects.

She also laid foundation stones for power sub-stations, water supply projects, government building and some other projects.

She distributed monetary benefits under Kanyashree and Lok Prasar Prakalpa, bicycles under Sabuj Sathi, saplings under Sabujshree, houses under Geetanjali, etc.

The Bengal Chief Minister also announced the achievement of 100% rural electrification of the district.

After the inaugurations of the projects and her speech, Mamata Banerjee headeded straight for the administrative meeting at Sanskriti Lokmancha. For the first time, 60 students from Burdwan University were invited to an administrative review meeting.

 

Salient points of the speech she gave in Bardhaman

 

Bengal Chief Minister Mamata Banerjee’s speech at the public meeting in Bardhaman

I convey my warmest wishes to the people on the occasions of Id-ul-Fitr and Rathyatra.

Bardhaman reminds me how green our beloved Bengal is.

 
On developmental projects in Bardhaman

 

I inaugurated multi-super-speciality hospitals in Asansol and Kalna today.

To mitigate long-standing drinking water problems in Kalna, I inaugurated a water purification project worth Rs 46 crore.

Today, I inaugurated the Mishti Hub in Bardhaman, which would one day enable the whole world to partake of some of the famous sweets of Bengal.

We are proud and happy for our Kanyashree girls. The Kanyashree Scheme bagged the first prize at a United Nations awards programme from among 550 projects from 66 countries. Like Kanyashree, the Sabuj Sathi Scheme would also be world-renowned one day.

We have set up schemes encompassing all phases of a person’s life. The BJP Government at the Centre is taking away Rs 40,000 crore from our revenue as repayment for the debt left behind by the CPI(M). In spite of this, we are providing 8.5 crore people rice at Rs 2 per kg as part of the Khadya Sathi Scheme. Such a thing has not been done anywhere in the world.

Farmers are our pride and our precious resource. Therefore our government has waived off the loans on agricultural land.

Today, I oversaw completion of the process of electrification of 100 per cent of the villages of Bardhaman.

In this district, ration cards have reached 100 per cent of the intended recipients. Our government has extended all manner of services to the people. Benefits under Khadya Sathi Scheme are reaching 82 per cent of the people. We have distributed 40 lakh bicycles as part of the Sabuj Sathi Scheme. We have started the Swami Vivekananda Scholarship for higher education. Various programmes have been taken up for irrigation and flood mitigation. During the next one year, 25,000 km of roads would be built in the state. The duty of our government is to serve the people with a human face.

This government of ours believes in doing deeds, not just speaking about them. Our government provides treatment free of cost, which is not available elsewhere. Those without homes have been provided homes as part of the Geetanjali Scheme. Other schemes like Gatidhara have been initiated. Those affected by demonetisation have been given Rs 50,000 each.

We have renovated the burial places and burning ghats. The government is making a payment of Rs 1000 to any family unable to pay for the last rites of its family members. We have even started insurance schemes for workers and for media personnel.

 
On demonetisation

 

People are still suffering because of demonetisation. Under the guise of demonetisation, the people’s economic rights are being held in ransom. I’ve said it before and I’m repeating it – demonetisation is more treacherous than the Emergency ever was. It will be proven in the near future that there has been no bigger scam than demonetisation.

 
On the Goods and Services Tax (GST) regime

 

We were for GST. However, we had asked for some time. A lot of changes have been made forcefully. Starting from medicines, the Central Government has imposed taxes on too many things. The Trinamool Congress Government is a pro-people government. We are the only political party which does not fear the CBI. We are ready to leave everything but not betray the common people.

 
On other issues

 

The ideal, philosophy and dream of the Trinamool Congress is getting the love of the masses.

Why should you have to pay a fee for making more than four transactions at banks and ATMs?

Today, the rights of the people are being trampled upon. People live in fear of raids by the CBI and income tax authorities.

Even the media is not being spared. A few days back, NDTV was being harassed. The media have been told to telecast whatever the Central Government instructs them to. The media of Bengal work with courage. Except a few Delhi-based media houses, nobody has the courage to protest against this injustice.

 
On the Opposition’s policies and actions

 

Air India is the pride of the country; a plan is being made to sell it off. We do not support such an action. We are not like the CPI(M) or BJP, who are happy to take away jobs of the people. The Centre is gradually selling off the railways; civil aviation will follow. The people are not getting to know the real story.

When I was the Railway Minister, I saved Burn Standard. Now plans are being made to shift the offices of Burn Standard and the Tea Board of India.

We will protest against injustice. Political parties are not saying anything because of fear. The BJP has muted the voice of the media. There is dictatorship in the country. We will break this shield of conspiracy to pieces.

The Centre is not able to solve the Kashmir issue; it has been a total failure. Now, it is poking its fingers in the Darjeeling issue, and teaching the separatists to break the state of Bengal. I will not let them break Bengal up till the last breath of my life.

The Centre’s torture is going on and will go on. But those who live in Bengal will bow their heads in fear.

We are running our government under great constraints. The Centre had rejected the Kanyashree Scheme; now this very scheme has won over the world. In the future, Bengal will win over the world. The soil of Bengal is our pride.

They spend money on advertisements while the Trinamool Congress does its utmost to serve the people. Those who win over the people are the real victors.

The Centre has always given Bengal the short shrift, has always exploited, deceived and conspired against the state. Whatever conspiracy they may hatch, we will stand united; we will never shelter communal forces.

 

 

আজ বর্ধমানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী 

দু’দিনের সফরে আজ বর্ধমানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী প্রকল্পে বিশ্বজয় করে রাষ্ট্রপুঞ্জে সর্বোচ্চ পুরস্কার পাওয়ার পর প্রথম জেলা সফরে মুখ্যমন্ত্রীর।

আজ পর পর দুটি অনুষ্ঠানে যোগ দিলেন তিনি। প্রথমে দুপুর ২টো নাগাদ পুলিস লাইন ময়দানে প্রকাশ্য সভায় যোগ দিলেন। এই সভা থেকেই সরকারি প্রকল্পের প্রায় ৭৬ কোটি টাকার মোট ২২টি প্রকল্পের উদ্বোধন এবং প্রায় ৫৫ কোটি টাকার ২৮টি প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী।

উদ্বোধন করলেন পাকা রাস্তা, প্রাণী হাসপাতাল ভবন, সেতু, পানীয় জল প্রকল্প, নদী–সেচ প্রকল্প, বন্যার্তদের জন্য আশ্রয়স্থল প্রভৃতি। শিলান্যাস করলেন পানীয় জল প্রকল্প, সেতু নির্মাণ, রাস্তা সম্প্রসারণ, পুলিস ও পদস্থ কর্মচারীদের জন্য আবাসন প্রকল্প, বেশ কয়েকটি পার্ক প্রভৃতি।

এই প্রকাশ্য মঞ্চ থেকেই কন্যাশ্রী, সবুজ সাথী, যুবশ্রী, সবুজশ্রী, গীতাঞ্জলি, লোকপ্রসার প্রকল্প, কৃষি যন্ত্রপাতি, তাপনিরোধক বাক্স ও সাইকেল প্রভৃতি প্রকল্পের সুযোগ-সুবিধা প্রদান করলেন।

এরপরই প্রশাসনিক সভা করতে তিনি পুলিস লাইন ময়দানের জনসভা থেকে সোজা চলে গেলেন সংস্কৃতি লোকমঞ্চে। এই প্রশাসনিক সভায় উপস্থিত থাকার জন্য এবার প্রথম মুখ্যমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। এখানে প্রায় ৬০ জন ছাত্রছাত্রী ছিলেন।

 

 

 

Folk artistes spreading the word about Kanyashree, Sabuj Sathi

At a rural fair in Pingla, Manimala Chitrakar sits with her collection of patachitra paintings. With eyes closed, she starts singing about the benefits of the Kanyashree Scheme: “Shonen dadabhai, shonen didibhai, Kanyashree Prakalper kawtha aamra bole jai” (‘Listen brother, listen sister, let me tell you all about Kanyashree Scheme’). After it ends, she switches to singing paeans to Sabuj Sathi, another flagship scheme of the Bengal Government.

A little apart sits Nisharani Ray from Cooch Behar with her collection of traditional folk dolls for sale. She too sings songs of praise for Kanyashree and Sabuj Sathi, in between attending to customers. Customers buy the stuff, and while buying, get to know about the benefits of these Government schemes.

Not only at fairs but also in places like State Government-run hospitals, schools and markets, and at various government functions, folk artistes are being employed to spread the good word about the schemes run by the Bengal Government. This way, the government is able to convey information about its schemes to even the remotest corners of the State.

It’s not just a one-way street, though – these craftspeople and folk artistes get ample benefits from the State Government too. They get money to buy raw materials, and also Rs 1,000 for appearing in a government programme, and they get to appear in a few every month. Through Lok Prasar Prakalpa, folk singers get monetary assistance. There are various other beneficial schemes too.

Developmental schemes have been the backbone of good governance for the Trinamool Congress Government, ever since it came to power in 2011, and the strategy has been amply rewarding – both in terms of the response of the people and getting awards. The latest award was the United Nations Public Service Award for the Kanyashree Scheme, which Chief Minister Mamata Banerjee herself went to receive at a programme at The Hague in the Netherlands on June 23.

 

কন্যাশ্রী-সবুজসাথীর গুণগান পটে, পুতুলে

মেলার পাঠে পটের পসরা সাজিয়ে বসেছেন পিংলার মণিমালা চিত্রকর। চোখ বন্ধ করে গাইছেন, ‘শোনেন দাদাভাই, শোনেন দিদিভাই, কন্যাশ্রী প্রকল্পের কথা আমরা বলে যাই।’ সামনে ভিড়। কন্যাশ্রীর গুণকীর্তন শেষ হওয়ার পরে শুরু হল সবুজসাথী প্রকল্পের বৈশিষ্ট্য-বর্ণন। অদূরে পুতুল সাজিয়ে বসে আছেন কোচবিহারের নিশারানি রায়। তাঁর পুতুলেরাও কন্যাশ্রীর গল্পই শুনিয়ে চলেছে।

শুধু মেলার মাঠ নয়। সরকারি অনুষ্ঠান, স্কুল-চত্বর, সরকারি হাসপাতাল, বাজার-সহ বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের এই দুই প্রকল্পকে তুলে ধরতে ব্যবহার করা হচ্ছে পটশিল্পী ও পুতুল-শিল্পীদের। বস্তুত, বিভিন্ন সরকারি প্রকল্পের হাত ধরেই এ বার এই দারিদ্রে ডুবতে বসা শিল্পীরা কিছুটা লাভের মুখ দেখছেন। মাসে মাসে হাজার টাকা ভাতা তো জুটছেই। সেই সঙ্গে ঘনঘন অনুষ্ঠানের ডাকও আসছে।

পিংলার মণিমালা কিংবা স্বর্ণ চিত্রকর তাই স্বীকার করছেন, সরকারি সহায়তায় রোজগারের সঙ্গে সঙ্গে নিজেদের শিল্পী-সত্তাটাকেও বাঁচানোর সুযোগ পাচ্ছেন তাঁরা। সরকারি তরফে পট বা পুতুল তৈরির টাকা না-জোগালে বা অনুষ্ঠানের ব্যবস্থা না-করলে বহু শিল্পীই হারিয়ে যেতেন।

Kanyashree is the pride of Bengal: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee on Sunday evening said that “Kanyashree” is the pride of Bengal. She addressed media persons at Kolkata airport after returning from Netherlands.

She received the first prize in the United Nations (UN) Public Service Award at The Hague. She congratulated the people of the state saying that Kanyashree is the pride of the state as it brought smiles on the faces of thousands of girls.

Thousands of people gathered outside the Netaji Subhas Chandra Bose International Airport to welcome the Chief Minister. They shouted slogans on the success of Mamata Banerjee in taking Bengal to the top of the world. Many came with flower bouquets to congratulate the Chief Minister for the success of the project that was her brainchild.

It may be recalled that the Chief Minister had said that the success of Bengal will be celebrated through state-wide programme.

 

দুনিয়া জিতে ঘরে মুখ্যমন্ত্রী

নেদারল্যান্ডস থেকে দুবাই হয়ে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাষ্ট্রপুঞ্জ থেকে কন্যাশ্রী প্রকল্পের জন্য সেরার শিরোপা নিয়ে রবিবার সন্ধের পর তিনি কলকাতায় ফিরেছেন।বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন প্রচুর মানুষ।

রাষ্ট্রপুঞ্জে তাঁর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছে। বিশ্বের সর্বত্র সে কথা ছড়িয়ে পড়তে সময় লাগেনি। মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারের কাছে শুভেচ্ছাবার্তার বন্যা বইছে। এদিনও অনেকে তাঁকে এসএমএসে শুভেচ্ছা জানান। সাংবাদিকদের তিনি বলেন, কন্যাশ্রী বাংলার গর্ব।

মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন রাজ্যজুড়ে কন্যাশ্রী উৎসব পালিত হবে এই বিপুল সাফল্য উদযাপন করার জন্য।

Kanyashree – Transforming lives of girls in Bengal

The Bengal Government’s landmark Kanyashree Scheme won the prestigious UN Public Service Award. Chief Minister Mamata Banerjee received the award at UN Public Service Day celebrations at The Hague on 23 June.

Chief Minister Mamata Banerjee launched the scheme on October 1, 2013. From 2014 onwards, August 14 has been celebrated as Kanyashree Dibas.

Kanyashree Prakalpa is a peerless initiative by the West Bengal Government. It is the State’s flagship project for the girl child. Nearly 40 lakh girls have been brought under this scheme. The scheme was introduced to arrest the drop-out rate in schools and prevent early marriage among girl students.

The scheme is end-to-end IT-enabled and completely transparent, and hence easily accessible to beneficiaries. The popularity of the scheme has grown manifold since its inception due to this ease of access and focus on empowering young girl and building their confidence and self-esteem.

The scheme has garnered recognitions at major international and national forums. The scheme was represented as one of the ‘best practices’ at the Girl Summit 2014, organised by Department for International Development, UK and UNICEF in London in July 2014.

It has also received the Manthan Award 2014 for e-governance in the category of ‘Women and Empowerment’ covering South Asia and Asia Pacific region. At the national level, it won a silver prize in the National Award for e-Governance 2014-15 under the category of ‘Outstanding Performance in Citizen-Centric Service.’

 

মেয়েদের উন্নয়নে বাংলার যুগান্তকারী প্রকল্প ‘কন্যাশ্রী’

পশ্চিমবঙ্গ সরকারের একটি যুগান্তকারী প্রকল্প হল ‘কন্যাশ্রী’ প্রকল্প। প্রায় ৪০ লক্ষ মেয়েদের এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এর ফলে কমেছে স্কুলছুটের সংখ্যা, কমানো গেছে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার প্রবণতাও।

শুধু স্বনির্ভর করাই লক্ষ্য নয়। সবদিক থেকেই পারদর্শী হবে কন্যাশ্রীর কন্যারা। পিছিয়ে থাকবে না খেলাধূলা থেকেও।

কন্যাশ্রীর সাফল্যের জন্য ইউকে এবং ইউনিসেফের আন্তর্জাতিক উন্নয়ন দফতর আয়োজিত ‘গার্ল সামিট’-এ সেরা নির্বাচিত হয়েছে কন্যাশ্রী। মন্থন পুরস্কারও পেয়েছে এই প্রকল্প। রাষ্ট্রসংঘের তরফে বাংলাকে দেওয়া হয়েছে পাবলিক সার্ভিস আওয়ার্ডে ফার্স্ট প্রাইজ। ৬৩টি দেশের ৫৫২ প্রকল্পকে হারিয়ে প্রথম স্থান পেয়েছে বাংলার কন্যাশ্রী।

১৪ই আগস্ট রাজ্য সরকার কন্যাশ্রী দিবস হিসেবে পালন করে। প্রতি বছর এই দিনটি পালন করে রাজ্য সরকার।

Bengal shines at UN: Didi receives first prize for public service

Today, Chief Minister Mamata Banerjee received the United Nations Public Service Award in the category of Reaching the Poorest and Most Vulnerable through Inclusive Services and Participation for the Kanyashree Prakalpa at a UN event in The Hague. Out of 552 projects from 63 countries selected, Kanyashree came first. The award was given in recognition of the West Bengal Government’s innovation and excellence in public services supporting the implementation of the 2030 Agenda for Sustainable Development.

Mamata Banerjee spoke on the occasion, before the award was handed out. Today happens to be Public Service Day, celebrated worldwide by the United Nations.

Mamata Banerjee spoke about the developmental projects that have brought about a new era for public service in Bengal. It is indeed a matter a pride that this has been recognised at the highest level – by the United Nations.

Here is the speech she gave on the occasion:

Thank you so much. I think public service is service for all; and public means people – government of the people, by the people, for the people. I come from West Bengal in India, home to 100 million people. But public service also means continuous monitoring, and providing regular service for the people.

I have attended more than 300 administrative review meetings where we meet all the public representatives including block-level officials. Because of the accountability, transparency and sustainable developmental work, we achieve 100 per cent of our goals.

You will be happy to know that out of our state’s 100 million people, we offer direct benefits to 90 per cent of them, making them very happy. We empower the girl child through the Kanyashree project. We help everyone, including the minorities and the other backward classes (OBCs), and at every stage of a person’s life – from a newborn to a senior citizen. When a baby is born, we give each one a plant. Student scholarships are given to 20 million people. We have given free bicycles, which is a green transportation, to about 7 million students. Senior citizens get pensions and other benefits. Rural people are guaranteed 100 days’ work; we thus ensure job opportunities for the poor. Free food grains are also given to the people. The poor are also happy because we give free healthcare, from kidney transplantation to heart transplantation to many other things.

Thus, we provide help throughout the life of a person. We feel we must help the downtrodden people, so we ensure that benefits reach the people at the grassroots. The benefits have reached so many people because we ensure continuous monitoring, and because of the administrative review meetings and the administrative calendar.

There must be commitment, dedication and determination. If you have a dream, you have to achieve it. What is needed is for the leader to lead the people. We lead the people. Thank you so much.

 

জগৎসভায় বাংলার জয়পতাকা

বিশ্বের দরবারে বাংলাকে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাষ্ট্রপুঞ্জে জনপরিষেবা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে মমতার স্বপ্নের প্রকল্প ‘‌কন্যাশ্রী’‌ প্রথম পুরস্কার পেল। বিশ্বের দরবারে ইতিহাস হয়ে থাকল মমতার কন্যাশ্রী। পুরস্কার পাওয়ার পর মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, ‘‌আমি গর্বিত। এই পুরস্কার রাজ্য ও দেশকে উৎসর্গ করলাম। কন্যাশ্রীর জন্য রাষ্ট্রপুঞ্জ আমাদের সম্মান দিয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।‌ রাষ্ট্রপুঞ্জ তথ্য নিয়ে জেনেছে বাংলা কীভাবে বিভিন্ন জেলায় উন্নয়নমূলক কাজ করছে। এই পুরস্কার পাওয়ার পর প্রতিটি কন্যাশ্রীর গর্ব হবে।’‌

বিশ্বের ১১টি দেশ তাদের বিভিন্ন সমাজসেবামূলক কাজ নিয়ে অনুষ্ঠানে এসেছিল। তাদের মধ্যে প্রথম হয় মমতার বাংলা। রাষ্ট্রপুঞ্জের নেদারল্যান্ডসের সদর দপ্তরে এদিন অনুষ্ঠান হয়।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌আমরা ক্ষমতায় এসে প্রথম মনে করেছি, সরকার হচ্ছে মানুষের। মানুষের কণ্ঠস্বরকে আমরা গুরুত্ব দিয়েছি। আজও দিচ্ছি। আমি মনে করি, মানুষ ছাড়া কিছুই হতে পারে না। তাদের অভাব–অভিযোগ শুনতে হবে। সেইমতো কাজ করতে হবে। তবেই একটা সরকার এগিয়ে যেতে পারে। মানুষের পরিষেবা যখন ঠিক পথে পৌঁছে দেওয়া যায়, তখনই মনে হয় একটা ভাল সরকার চলছে। সরকারের স্বচ্ছতা, গ্রহণযোগ্যতাই বড় ব্যাপার। সরকারে এসে জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক করেছি। পৌঁছে যাচ্ছি মানুষের কাছে। গরিবদের পাশে আমরা আছি, থাকব।’‌

মুখ্যমন্ত্রী এদিন কন্যাশ্রী, সবুজসাথী, সমব্যথী, খাদ্যশ্রী–সহ বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘‌আমরা গ্রামে গিয়ে স্কুলপড়ুয়াদের হাতে সাইকেল তুলে দিয়েছি। আরও সাইকেল দেওয়া হবে। যাতে তারা স্কুলে পড়তে আসতে পারে। আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য অনেক কাজ করেছি। তাদের কথা আমরা সবসময় ভাবি। তাদের জন্য আরও কাজ করছি।’‌

তিনি আরও বলেন, ‘‌আমি উন্নয়নের ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছি। বাংলায় একসঙ্গে আমরা কাজ করি। দারিদ্র‌্য দূর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’‌

ভারতের এই প্রথম একজন মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক মঞ্চে এসে রাজ্যের কথা তুলে ধরলেন।

 

Key schemes of Bengal appreciated at UN

Kanyashree, Sabuj Sathi, Sabuj Shree, Khadya Sathi and several other flagship schemes of the Bengal Government were appreciated at the United Nations on Thursday as Finance Minister Dr Amit Mitra delivered an address. These schemes have already brought in immense social change and development in the State and now many foreign nations showed their interest in them.

Representatives from countries like Britain, Kenya and Argentina were extremely excited and wonder-struck as they listened to Dr Mitra. From Kanyashree which has helped in empowerment of girls to Khadya Sathi that provides rice at Rs 2/kg to 8.5 crore people – every scheme was met with appreciation at the UN.

Principal Secretary of the Department of Women and Child Development highlighted how Kanyashree scheme has brought change in the grassroots level, leading to a drop in number of child marriages and a reduction in the rate of dropout of girl students in schools.

Chief Minister Mamata Banerjee is going to address the United Nations at The Hague today.

বাংলার সাফল্যের গল্প শুনল রাষ্ট্রসংঘ

বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছ বছরের কার্যকলাপের সাফল্যের কথা তুলে ধরেন অর্থমন্ত্রী অমিত মিত্র। সরকারের উদ্যোগে কীভাবে বিনামূল্যে সকলের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া গিয়েছে, ন্যায্যমূল্যের ওষুধের দোকানের মাধ্যমে কম দামে ওষুধ কিনতে পারছেন সাধারণ মানুষ—এসবই মঞ্চে তুলে ধরেন অর্থমন্ত্রী।

রাজ্যের প্রান্তিক এলাকার মানুষ বা পিছিয়ে পড়া জনগণ যাতে অনাহারে না থাকেন, সেজন্য ২ টাকা কিলো দরে তাদের চাল দেওয়ার কর্মসূচির কথা জানান তিনি। একইসঙ্গে তুলে ধরেন ক্ষুদ্র উদ্যোগপতিদের ব্যাংক ঋণ পেতে সহযোগিতা করার কথা, কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ড দেওয়ার কথা, লাল ফিতের ফাঁস আলগা করে সরকারি কর্মসূচিতে স্বচ্ছতা আনার কথা।

এইসব প্রকল্প, কর্মসূচির মাধ্যমে গরিবি দূর করতে রাজ্য সরকার কীভাবে এগিয়ে চলেছে, অর্থমন্ত্রীর প্রতিটি বয়ানে ছিল তার খতিয়ান। গরিবি দূর করার পাশাপাশি যার সঙ্গে জড়িত স্বাস্থ্যও। তাকে সমর্থন করে ভারতীয় সম্প্রদায়ের অনুষ্ঠানে মমতা বলেন, ‘গরিবরা যাতে বঞ্চিত না হন, সেদিকে রাজ্য সরকার সজাগ দৃষ্টি রাখছে। কারণ আবেগ না থাকলে বিবেকের জন্ম হয় না।’

নারী ও শিশু কল্যাণ দপ্তরের সচিব এদিন কন্যাশ্রী প্রকল্পের সাফল্যের কথাও জানান। এই প্রকল্প চালু হওয়ায় বাংলায় বাল্যবিবাহ, স্কুল থেকে ড্রপ আউটের বিষয় অনেক কমে গেছে। মেয়েদের উচ্চ শিক্ষার পথ আরও প্রশস্ত হয়েছে।

আজ রাষ্ট্রসংঘের মঞ্চে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Bengal’s Kanyashree gets Centre’s praise

The Union Government has heaped praise on the Bengal Government for its path-breaking Kanyashree Scheme for empowering the girl child.

The commendation for the scheme, a brainchild of Chief Minister Mamata Banerjee, came from the Centre during a conference of officials from the Women and Child Welfare Departments of all the States held in New Delhi on May 18.

The scheme is on its way to touch the figure of 40 lakh enrolments in the next few months.

 

কন্যাশ্রী নিয়ে কেন্দ্রের প্রশংসা কুড়ালো মমতার সরকার

কন্যাশ্রী নিয়ে কেন্দ্রের ভূয়সী প্রশংসা কুড়ালো রাজ্য সরকার। ১৮ই মে নতুন দিল্লিতে বিভিন্ন রাজ্যের নারী ও শিশুকল্যাণ দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি সচিব পর্যায়ের বৈঠক করে কেন্দ্রীয় সরকার। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্পের প্রশংসা করা হয়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের কন্যাশ্রী প্রকল্পের প্রশংসা করে কেন্দ্র জানিয়েছে, রাজ্যে কন্যাশ্রী নিয়ে খুব ভাল কাজ হচ্ছে। উল্লেখ্য, এই মুহূর্তে রাজ্যের প্রায় ৪০লক্ষ মেয়ে এই কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাচ্ছে।

 

 

Chief Minister Mamata Banerjee to honour successful Kanyashrees

In August, when the Kanyashree Dibas (Kanyashree Day) celebrations for this year would be taking place (Kanyashree Dibas falls on August 14), Bengal Chief Minister is going to hand over awards to successful Kanyashrees, that is, Kanyashree beneficiaries – to those who have achieved success in their studies as well as below-18 beneficiaries who have stood on their feet by learning some skill.

The Kanyashree Scheme of the Bengal Government has been an unqualified success. Begun in October 2014 on the personal initiative of Chief Minister Mamata Banerjee, it has achieved to a large extent its main aims – encourage and enable education of girl children, prevent child marriage and trafficking of women through the awareness generated by education, and through the financial support for their education, enable girl children, especially those from poor families, to achieve self-sufficiency, self-awareness and self-confidence.

Kanyashree has encouraged girl children to stand up against their being married off against their will, to the extent of even having their parents arrested in some extreme cases. These social and educational successes have brought Kanyashree Scheme international fame too: the United Nations has earmarked the scheme as an international role model.

As per the scheme, girl children from the ages of 13 to 18 get Rs 750 per month to enable them to continue with their studies. Moreover, after crossing 18 and before reaching 19, Rs 25,000 is deposited into the accounts of girl children, to be used for further studies or as expenses towards their marriage. However, there is a rider: if the girl is married off before 18 years of age, the Rs 25,000 is not given. Thus this encourages the beneficiaries to continue their studies and marry at the right time.

The scheme is on course to achieve a new high-water mark soon – 40 lakh beneficiaries. With 39,22,650 enrolments, that’s now a given. This target, to be achieved within three years, was set at the outset of the scheme by Chief Minister Mamata Banerjee. Along with almost 40 lakh beneficiaries, there are 90 lakh applicants too.

 

 

সফল ‘কনাশ্রী’ দের পুরস্কৃত করবে রাজ্য সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী’র সেরা কন্যাদের সংবর্ধনা দেবে রাজ্য সরকার। আগামী ১১ আগস্ট শহিদ ক্ষুদিরাম বসুর জন্মদিনে নেতাজি ইনডোর স্টেডিয়ামে ভালো কাজের ভিত্তিতে ওই সংবর্ধনা দেওয়া হবে।ভালো কাজের জন্য সেরা কন্যাদের সম্মানিত করে উৎসাহিত করতে চান মুখ্যমন্ত্রী। এ পর্যন্ত ৩৯ লক্ষ ২২ হাজার ৬৫০ জনের নাম কন্যাশ্রী প্রকল্পে নথিভুক্ত হয়েছে।

২০১৩-১৪ সালে কন্যাশ্রী প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য ছিল, বাল্যবিবাহ বন্ধ করে মেয়েদের পড়াশুনো চালিয়ে যাওয়ায় উৎসাহ দেওয়া – তাই মেয়েদের জন্য স্কলারশিপ চালু করেন। কন্যাশ্রী প্রকল্প চালু হওয়ার পর বাল্যবিবাহ রোধে রাজ্যে অনেকটাই সাফল্য মিলেছে। তবে পরিকল্পনা নেওয়া হচ্ছে, কিশোরী বা যুবতীদের শুধুমাত্র আর্থিক স্কলারশিপই নয়, প্রশিক্ষণও দেওয়া হবে। এ ব্যাপারে কারিগরি দপ্তরের সঙ্গেও কথাবার্তা চলছে।

কন্যাশ্রী প্রকল্প ইতিমধ্যেই শুধু কেন্দ্রীয় সরকারের তরফেই নয়, বিদেশ থেকেও সমাদৃত হয়েছে। ইউনেস্কো’র তরফে পুরস্কৃত করা হয়েছে। কেন্দ্রীয় সরকারও পশ্চিমবঙ্গের এই প্রকল্পকে অনুসরণ করে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্প চালু করেছে।

কন্যাশ্রী প্রকল্পের অম্তর্গত পড়ুয়াদের মধ্যে যারা অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে পড়ছেন তাদের বার্ষিক ৭৫০ টাকা করে দেওয়া হয় আর বয়স ১৮ বছর বয়সের পর এককালীন ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

 

Kanyashree Scheme on the threshold of ‘elite target’ of 40 lakh

The Bengal Government’s landmark Kanyashree Scheme is soon going to achieve the ‘elite target’ of 40 lakh enrollments. According to the State Government, there are currently 39,22,655 girls enrolled in the scheme.

In concurrence with the ‘elite target’ of 40 lakh, the number of applicants to the scheme would also reach 90 lakh.

The Kanyashree Scheme is the brainchild of Chief Minister Mamata Banerjee. She inaugurated it on October 1, 2013. From 2014 onwards, August 14 has been celebrated as Kanyashree Dibas.

This year, though, it’s going to be celebrated on August 11. On that day, beneficiaries of the scheme are going to be felicitated.

Kanyashree Scheme is a novel idea from Mamata Banerjee to encourage girls to go to school and also to stop them from marrying early. Girl children from the ages of 13 to 18 get Rs 750 per month to enable them to continue with their studies. Moreover, after crossing 18 and before reaching 19, Rs 25,000 is deposited into the accounts of girl children, to be used for further studies or as expenses towards their marriage.

কন্যাশ্রীর কন্যা সংখ্যা ৪০ লাখে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী এখন চল্লিশ লক্ষের ঘরে –  স্বপ্নপূরণের পথে কন্যাশ্রী।

মে মাসের প্রথম সপ্তাহেই কন্যাশ্র্রী – তে উপকৃত কন্যাদের সংখ্যা ৩৯ লক্ষ ছাড়িয়েছে।আগামী কন্যাশ্রী দিবসের আগেই তা চল্লিশ লক্ষের ” এলিট টার্গেট ‘ – এর ঘরে পোঁছে যাবে।প্রকল্পের জন্য অবেদনকারীর সংখ্যা ও  রেকর্ড ৯০ লক্ষের ঘরে চলে আসবে।

যদিও প্রশাসন সূত্রে খবর ,এখন ও ৮০লক্ষ আবেদন অনুমোদিত হয়েছে।  ৫ মে পর্যন্ত এই সংখ্যা ৮০ লক্ষ ৮৮ হাজার ৮৭০। আবেদনকারী  প্রায় ৮৯ লক্ষ।২০১৩ সালের ১ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে প্রথম এই প্রকল্পের ও সংবর্ধণা জানানো হবে।   ব্লকে ব্লকে কন্যারত্নদের সন্মান ও পুরস্কৃত করা হবে। উৎসাহিত করা হবে।

১১ তারিখ অবশ্য মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন  মুখ্যমন্ত্রী। ২০১৫ সালের প্রথমদিকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ,আগামী দু বছরের মধ্যে ৩৯ লক্ষের বেশি কন্যা এই প্রকল্পের উপকৃত হয়েছেন।  বাল্যবিবাহ রোধে প্রকল্পের ভূমিকা ও গুরুত্বপূর্ণ। কন্যাশ্রীর মাধ্যমে বেড়েছে নারী শিক্ষা ও নারী ক্ষমতায়ন।

পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ৩৯ লক্ষ ২২ হাজার ৬৫৫ জন কে অর্থ দেওয়া হয়েছে।

দুটি ধাপে এই প্রলল্পের সুবিধা দেওয়া হয়। ১৩ থেকে ১৮ বছরের মেয়েরা পড়াশোনা চালিয়ে গেলে বার্ষিক ৭৫০ টাকা করে পায়। সেক্ষেত্রে অবশ্য বাবা -মায়ের বার্ষিক আয় এক লক্ষ ২০হাজার টাকার নিচে হতে হবে। প্রথমে বার্ষিক অনুদানের পরিমান ছিল ৫০০ টাকা। দ্বিতীয় ক্ষেত্রে আঠারো বছর পেরিয়ে গেলেও উনিশের কম বয়স হলে পড়াশোনা চালানোর জন্য বা বিবাহের খরচ বাবদ একসাথে ২৫ হাজার টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে।

High tide of development in Dakshin Dinajpur

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated and laid foundation stones for a bouquet of developmental projects for Dakshin Dinajpur during a public meeting at Narayanpur High School Maidan in Buniyadpur.

The projects inaugurated today by the Bengal Chief Minister includes the new outdoor unit of Tapan block hospital, the Hili polytechnic college, Karma Tirthas, government buildings, road projects, water supply projects, anganwadi centres, girls’ hostels, waste management projects among others.

The Bengal Chief Minister also laid the foundation stones for several projects including a waiting hub for pregnant women, administrative buildings, godowns and water supply projects.

The Bengal Chief Minister distributed benefits like Kanyashree, cycles under Sabuj Sathi, Kisan Credit Cards, Gatidhara, assistance to purchase agricultural equipments, Geetanjali, Swastha Sathi and other such projects.

Speaking on the occasion she said, “Development cannot be achieved only by speeches. Earlier people had to go to Kolkata for administrative work, now Nabanna comes to the districts.” She added that direct benefits of various government schemes were distributed to 1.2 lakh people today, which is a record in itself.

Highlights of her speech:

  • We give govt job to families of police personnel who are martyred in the line of duty
  • We have given jobs to 35000 youths in Maoist-infested areas of Jangalmahal. We have given jobs to Maoists who came back to mainstream
  • 2 new multi super speciality hospitals, 2 SNSUs, 6 SNCUs have been set up in Dakshin Dinajpur. We have set up CCUs and HDUs
  • We have set up 2 fair price medicine shops and fair price diagnostic centre in Dakshin Dinajpur
  • We are setting up waiting hubs for pregnant women in Dakshin Dinajpur
  • We are also monitoring private hospitals so that they provide quality healthcare to people. Healthcare is a service not business
  • We have set up two new colleges, 6 new ITIs, one new polytechnic in Dakshin Dinajpur
  • Dakshin Dinajpur is famous for its rice production. Tulaipanji rice is famous across the world
  • We have done away with khajna tax on agricultural land
  • We have given recognition to Hindi, Gurmukhi, Nepali, Ol Chiki, Urdu. We have formed committee for Rajbongshi and Kamtapuri
  • We have started Samabyathi scheme to help poor people cremate/bury their relatives with dignity
  • We will renovate all the crematoria in #Bengal. We have renovated burial grounds
  • We have started pension scheme for the workers in unorganised sector. Almost one crore people will be covered
  • 8 crore people in Bengal receive rice at Rs 2/kg under Khadya Sathi scheme
  • We are giving ‘Matsya Jaan’ to fishermen. We have started Gatidhara scheme. Now we have started Jaladhara scheme
  • We have also started insurance scheme for the self-help groups
  • Several tourism centres in Dakshin Dinajpur have been inaugurated today
  • 3 lakh houses have been built under Geetanjali scheme. We have given land pattas to 3 lakh people
  • We have started Samarthan scheme to give financial assistance to those who have lost jobs due to Demonetisation
  • Youths of today are the future of tomorrow. Never bow down. Go ahead in life with your head held high

 

দক্ষিণ দিনাজপুরে উন্নয়নের ঢেউ

আজ দক্ষিণ দিনাজপুরের জনসভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুনিয়াদপুরের নারায়ণপুর হাই স্কুল ময়দানে জনসভা থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান করেন তিনি।

তপন ব্লক হাসপাতালের নতুন আউটডোর ইউনিট, হিলি পলিটেকনিক কলেজ, কর্ম তীর্থ, সরকারি ভবন, সড়ক প্রকল্প, জল সরবরাহ প্রকল্প, অঙ্গনওয়াড়ী কেন্দ্র,  ছাত্রীআবাস, বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

গর্ভবতী মহিলাদের ওয়েটিং রুম, মডেল স্কুল, বিদ্যুৎ কেন্দ্র, বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প, অঙ্গনওয়াড়ী কেন্দ্র,  সরকারি ভবন, গোডাউন, জল সরবরাহ প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

মুখ্যমন্ত্রী বলেন, “আগে মানুষকে সরকারী কাজের জন্য কলকাতা ছুটে যেতে হত, এখন নবান্ন আসে সব জেলায়। উন্নয়ন একদিনে হয় না, ভাষণ দিয়ে উন্নয়ন হয় না। দাঙ্গা আর হিংসা করে উন্নয়ন হয় না।”

তিনি আরও বলেন, এই জেলার ১০০% মানুষের কাছে সরকারী পরিষেবা পৌঁছে দিয়েছি আমরা। আজ দক্ষিণ দিনাজপুরের ১.২ লক্ষ মানুষের হাতে বিভিন্ন সরকারী পরিষেবা তুলে দেওয়া হল। এটা একটা রেকর্ড।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

  • পুলিশে চাকরিরত কেউ মারা গেলে তাদের পরিবারকে আমরা সরকারী চাকরি দিই
  • জঙ্গলমহলে ৩৫০০০ জনকে আমরা চাকরি দিয়েছি
  • মাওবাদীরা যাতে সমাজের মূল স্রোতে ফিরে আসে তাই তাদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া হচ্ছে
  • আমরা সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি শুরু করেছি। দ্রুত গতিতে গাড়ি চালিয়ে এক্সিডেন্ট করলে তার লাইসেন্স বাতিল করা হবে
  • ২ টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, ২ টি SNSU, ৬ টি SNCU তৈরী হয়েছে এই জেলায়। CCU, HDU তৈরী হয়েছে
  • ২টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান ও ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার তৈরী হয়েছে এই জেলায়
  • দক্ষিণ দিনাজপুরে গর্ভবতী মহিলাদের জন্য আমরা একটি ওয়েটিং হাব তৈরী করছি
  • বেসরকারি হাসপাতালগুলিকে মানবিকভাবে পরিষেবা দিতে হবে। আমরা নতুন আইন করেছি। চিকিৎসা কোনো ব্যবসা নয়
  • ২ টি নতুন কলেজ, ৬ টি নতুন আইটিআই, একটি পলিটেকনিক কলেজ তৈরী হয়েছে এই জেলায়
  • ধান উৎপাদনের জন্য বিখ্যাত দক্ষিণ দিনাজপুর জেলা। তুলাইপঞ্জি চাল বিশ্ব বিখ্যাত
  • কৃষি জমির খাজনা মুকুব করে দিয়েছি আমরা
  • হিন্দি, গুরুমুখী, নেপালি, অল চিকি, উর্দু ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি। রাজবংশি ও কামতাপুরি ভাষার জন্য আমরা কমিটি গঠন করেছি
  • গরীব মানুষরা যাতে প্রিয়জনদের দাহ করতে পারে তাদের সাহায্যের জন্য আমরা সমব্যাথী প্রকল্প চালু করেছি
  • বাংলার সব শশ্মান ঘাটগুলি ও কবর স্থানগুলি আমরা সংস্কার করব
  • অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য আমরা পেনশন চালু করেছি। ১ কোটি মানুষকে জীবনের নিরাপত্তা দেওয়া হয়েছে
  • বাংলার ৮ কোটি মানুষ খাদ্য সাথী প্রকল্পের আওতায় ২ টাকা কেজি দরে চাল পাচ্ছেন
  • মৎস্যজীবীদের আমরা মৎস্যযান দিচ্ছি। গতিধারা প্রকল্প, জলধারা প্রকল্প চালু করেছি আমরা
  • স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য আমরা বীমা প্রকল্প চালু করেছি
  • আজ দক্ষিণ দিনাজপুরে অনেক পর্যটন কেন্দ্রের উদ্বোধন হয়েছে
  • গীতাঞ্জলী প্রকল্পের আওতায় ৩ লক্ষ বাড়ি নির্মাণ হয়েছে। ৩ লক্ষ মানুষকে আমরা পাট্টা দিয়েছি
  • নোট বাতিলের ফলে যারা কর্মহীন হয়েছেন তাদের আর্থিক সাহায্যের জন্য আমরা সমর্থন প্রকল্প চালু করেছি
  • ছাত্রছাত্রীরাই আমাদের দেশের ভবিষ্যৎ। মাথা নত করবে না। বীরদর্পে এগিয়ে চল