Focus on Panchayat polls, Didi tells party workers at core committee meet

Trinamool Chairperson Mamata Banerjee today addressed the party workers at an extended core committee meeting of the party at Nazrul Mancha. At the meeting, she gave directions to the party to fight the BJP at the Centre, and also prepare for the upcoming Panchayat Polls.

Here’s what the Chairperson said:

  • Some parties claim they are the true representatives of Hinduism. Hindu religion is ancient, much before BJP was formed.
  • We believe in Swami Vivekananda, Ramakrishna Paramhansa. Not the ideology of BJP.
  • Do not use loudspeakers during board exams. We must ensure peace for the sake of students.
  • Ram Navami rallies should be held in peaceful manner, without arms. Board exams will be going on at that time.
  • A core group of Subrata Bakshi, Partha Chatterjee, Abhishek Banerjee and Aroop Biswas must ensure old workers of Trinamool are not neglected.
  • Workers are our assets. Party is above all. There is no place for individualism.
  • Digital platforms are of significance today. We must motivate our younger generation to use social media seriously. BJP spends crores on digital propaganda. We must counter them effectively.
  • There was a time when tribals in Jangalmahal used to survive on insect eggs. Now 8 crore people receive rice at Rs 2/kg. This is a matter of pride.
  • 45 lakh Kanyashree scholarships, 57 lakh SC/ST scholarships, and 1.71 crore minority scholarships have been distributed.
  • 30 lakh ‘Banglar Bari’ have been constructed, 3 lakh land pattas have been distributed. 70 lakh cycles have been given to students.
  • We had promised to construct 50 lakh water bodies under Jal Dharo Jal Bharo scheme. We have constructed 15 lakh water bodies.
  • We have increased the honorarium for ICDS scheme. Retirement age of contractual and casual workers has been set at 60 years.
  • Car drivers, auto drivers, construction workers, kendu leaf collectors, bidi workers have been brought under social security scheme.
  • We have to pay instalments worth Rs 48,000 crore for the debt incurred by the Left. We have not imposed any burden on people. Instead, we have waived off khajna tax on agricultural land.
  • We have increased pension of farmers. We give monthly stipend to nearly 2 lakh folk artistes. We have started a new pension scheme for the handicapped.
  • We have started a new scheme called ‘Ruposhree’. Poor families with income upto Rs 1.5 lakh receive Rs 25,000 for the wedding of their daughters (18 years and older).
  • They are talking of ‘Achhe Din’. But in reality, people are in great pain. Their savings are not safe in banks.
  • They won in Tripura by merely 0.3% and they are behaving as if they won the world. Had some people not betrayed us, we would have won in Tripura. They used money and muscle power to win. I feel there was an understanding between CPI(M) and Congress.
  • CPI(M), Congress and BJP will unite during Panchayat polls to defeat us.
  • We will never ally with BJP. There was a semblance of liberal thinking during Atal Ji’s time. The discourse has reached its lowest ebb now. Look at the kind of language they use. They only appear on TV to grab eyeballs.
  • TDP, an alliance partner of BJP, has resigned from Union Govt. TRS has decided to go its own way. Shiv Sena has also left the BJP. Even their allies do not trust them anymore.
  • This fight is not trivial. UP will fight its own way. Bihar will fight its own way. Odisha will fight its own way. Rajasthan will fight its own way. Bengal will fights its own way.
  • They have spent crores on their party office. Don’t they have any shame?
  • Majority of the bank frauds happened during demonetisation. Agencies are being used to intimidate opponents. We are not afraid of the fear tactics.
  • Chit funds were formed during CPI(M) rule. But our people were harassed.
  • After a history of riots they captured power in Delhi. And now they are clearing their names. Today they are in office. Tomorrow they may not have power. We believe in politics of culture and courtesy. Our courtesy is not our weakness.
  • We will give our lives, but we will never bow our heads.
  • You have to be strong. You have to be cool. You have to be straight-forward.
  • Du hajar unish (2019), BJP finish. Aage Dilli samla, tarpor dekhbi Bangla (First manage Delhi, then focus on Bengal).
  • We came to power after 34 years of struggle. But our fight is not over. Centre does not cooperate with us. We have a huge debt burden. They treat different States differently.
  • Centre wants to send two officials to oversee our finances. How can they do so in federal structure? We are also democratically elected like them.
  • There is super-emergency in the country. People are not safe. Someone has to bell the cat. We want all Opposition parties to work together to defeat BJP.
  • The party has to focus on Panchayat elections. I will focus on Lok Sabha elections.
  • New frontal organisation will be formed ‘Adivasi Trinamool Congress’. James Kujur will be the President. Bachchu Hansda, Sandhya Tudu, Shrikanta Mahato and others will be members.

লক্ষ্য পঞ্চায়েত ভোট, কোর কমিটি বৈঠকে বললেন তৃণমূলনেত্রী

আজ দলের বর্ধিত কোর কমিটির বৈঠকে কর্মীদের পঞ্চায়েত ভোটের জন্য প্রস্তুতি নিতে বলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজরুল মঞ্চে এই বৈঠকে তিনি দলের কর্মীদের বার্তা দেন বিজেপির অপশাসনের বিরুদ্ধে সরব হতে।

ওনার বক্তব্যের কিছু অংশ:

  • কেউ কেউ মনে করে তারাই হিন্দু ধর্মের দায়িত্ব নিয়ে বসে আছে। তাদের কে দায়িত্ব দিয়েছে কেউ জানে না। বিজেপি দল তৈরির অনেক আগেই হিন্দু ধর্মের জন্ম হয়েছিল।
  • আমরা স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেবকে মানি। অন্য কাউকে মানি না।
  • পরীক্ষা চলবে তাই রাম নবমীর মিছিল শান্তিপূর্ণভাবে করবেন। পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের যাতে কোনরকম অসুবিধা না হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। মাইক, অস্ত্র ছাড়া শান্তিপূর্ণভাবে মিছিল করবেন।কারণ সেই সময় বোর্ডের পরীক্ষা চলবে।
  • সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অরূপ বিশ্বাসকে নিয়ে একটি কোর গ্রুপ গঠন করা হয়েছে। তারা লক্ষ্য রাখবেন যাতে আমাদের পুরনো কর্মীরা (যারা দীর্ঘদিন ধরে তৃণমূল করছেন) কোনভাবেই বঞ্চিত না হয়।
  • কর্মীরাই আমাদের সম্পদ। কোন একজনের কথামতো নয়, দলের কথামতো দল চলবে। তৃণমূল মা মাটি মানুষের দল।
  • আজ সোশ্যাল নেটওয়ার্ক, ডিজিটাল প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যুব সমাজকে সোশ্যাল মিডিয়ায় আরও সক্রিয় হতে হবে। বিজেপি এর পিছনে হাজার হাজার কোটি টাকা খরচ করে। আমাদের সেই টাকা নেই, তাই আমাদের পরিশ্রম করে সেই কাজটা করতে হবে যাতে একতরফা মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার না হয়।
  • একটা সময় ছিল যখন এই বাংলায় জঙ্গলমহলের মানুষরা পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে থাকত। আজ এই রাজ্যের ৮ কোটি লোক ২ টাকা কেজি চাল পায়। এটা গর্বের বিষয়।
  • ৪৫ লক্ষ মেয়েকে কন্যাশ্রী স্কলারশিপ, ৫৭ লক্ষ SC/ST ছেলেমেয়েদের এবং ১.৭১ কোটি সংখ্যালঘু ছেলেমেয়েদের স্কলারশিপ দেওয়া হয়েছে।
  • ৩০ লক্ষ ‘বাংলার বাড়ি’ নির্মাণ করা হয়েছে। ৩ লক্ষ লোককে জমির পাট্টা দেওয়া হয়েছে। ৭০ লক্ষ ‘সবুজ সাথী’ সাইকেল দেওয়া হয়েছে।
  • ‘জল ধরো, জল ভরো’ প্রকল্পে আমরা ৫০ লক্ষ পুকুর কাটার প্রতিশ্রুতি দিয়েছিলাম। ইতিমধ্যেই ১৫ লক্ষ পুকুর কাটার কাজ সম্পূর্ণ হয়ে গেছে।
  • আমরা আইসিডিএস কর্মীদের মাইনে বাড়িয়েছি। চুক্তিভিত্তিক কর্মীদের চাকরির বয়স ৬০ বছর পর্যন্ত করে দেওয়া হয়েছে।
  • কেন্দুপাতা সংগ্রহকারী, গাড়ির ড্রাইভার, অটোর ড্রাইভার, কন্সট্রাকশন কর্মী, বিড়ি কর্মীদের স্বাস্থ্যসাথী প্রকল্পে আনা হয়েছে।
  • সিপিএম-এর করা দেনার ফলে আমাদের বছরে ৪৮০০০ কোটি টাকা শোধ করতে হচ্ছে। জনগণের ওপর কোনও বোঝা বাড়ানো হয়নি। বরং, কৃষিজমির খাজনাও মুকুব করে দেওয়া হয়েছে।
  • আমরা কৃষকদের বার্ধক্য ভাতা বাড়িয়েছি, ১ লক্ষ ৯২ হাজার লোকপ্রসার শিল্পীকে ১০০০ টাকা করে পেনশন দিই। কন্যাশ্রী স্কলারশিপের টাকা বাড়ানো হয়েছে। ২ লক্ষ প্রতিবন্ধীকে ১০০০ টাকা করে দেব বলে ঠিক করা হয়েছে।
  • রুপশ্রী পরিকল্পনা চালু হচ্ছে ১লা এপ্রিল থেকে, যে মেয়েদের ১৮ বছর বা তার বেশী বয়স, কিন্তু, বাবা মা’রা বিয়ে দিতে পারবে না, ১.৫ লক্ষ টাকার কম বছরে আয় যাদের, তারা আবেদন করলে সরকার ২৫০০০ টাকা করে তাদের মেয়ের বিয়েতে দেবে।
  • দিল্লীর স্লোগান আচ্ছে দিন, এমন আচ্ছে দিন জনগণকে বাদ দিন। বিজেপি আনল আচ্ছে দিন, জনগণের টাকা লুটে নিন।
  • ত্রিপুরায় জিতেছে ০.৩% ভোটে। এমন করছে যেন পৃথিবী জয় করে ফেলেছে। কিছু লোক গদ্দারি করেছে, নয়তো ত্রিপুরাটা আমরাই জিততাম। তৈরী জায়গায় টাকা ঢেলেছে আর সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে টাকা ডিস্ট্রিবিউশন করিয়ে জিতেছে, সিপিএম আত্মসমর্পণ করেছে। এটা মনে হয়ে সিপিএম বিজেপির বোঝাপড়া।
  • সিপিএম, কংগ্রেস, বিজেপি আমাদের বিরুদ্ধে এক হয়ে যায়, পঞ্চায়েতেও হবে।
  • একমাত্র তৃণমূল কংগ্রেস বলতে পারে, বিজেপির সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। আমরা ওদের সাম্প্রদায়িক রাজনৈতিক দল মনে করি। অটল বিহারী বাজপেয়ীর সময় আমরা ওদের কিছুটা লিবারাল দেখেছিলাম। এখনকার বিজেপি দল সাম্প্রদায়িকতার নিম্নতম স্তরের দল। ভাষার কোনও সৌন্দর্য নেই, যা ইচ্ছে বলে যাচ্ছে। রোজ টিভিতে মুখ দেখাতে হয় আর ভাষণ দিতে হয়।
  • টিডিপি দল একসময় বিজেপিকে সাপোর্ট দিত, মিনিস্ট্রি থেকে রিজাইন করেছে। টিআরএস ও বলছে আমরা আলাদা হব। শিবসেনা বলছে আমরা দরকার হলে একা লড়ব। কোনও জোটসঙ্গী  ওদের সাথী নেই।
  • দেশের রাজনৈতিক মানচিত্র দ্রুত বদলাচ্ছে । ইউপি ইউপির মতো, বিহার বিহারের মতো, ওড়িশা ওড়িশার মতো লড়বে। বাংলা বাংলার মতো লড়বে।
  • পার্টি অফিস তৈরী করেছে ৬০০ কোটি টাকা দিয়ে। লজ্জা করে না?
  • আমি আজও বলছি, ব্যাঙ্কের যত কোরাপশান হয়েছে, তার বেশিরভাগটাই নোটবন্দির সময় হয়েছে। এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে। মনে রাখবেন, আমরা ভয় পাই নি।
  • চিট ফান্ড তৈরি হয়েছে সিপিএম-র আমলে অথচ আমাদের লোকেদের অনেক হেনস্থা হতে হয়েছে।
  • দাঙ্গা করে, হত্যা করে, মানুষ মেরে আজকে ওরা বসে আছে দিল্লীর গদিতে। নিজেদের কেস গুলো ক্লীয়ার করছে আর অন্যদের পেছনে এজেন্সি লাগিয়ে দিয়ে অ্যারেস্ট করছে। আগামীদিন কী হবে? আমি মনে করি রাজনীতিতে একটা সৌজন্যতা থাকা উচিত, একটা সীমাবধ্যতা থাকা উচিত, একটা লক্ষ্মণের গন্ডী থাকা উচিত। আমার হাতেও অনেক কেস আছে, তা সত্ত্বেও ভদ্রতা রক্ষা করি, কিন্তু ভদ্রতাটা দুর্বলতা নয়।
  • আমরা মরে যাব তাও মনে রাখবেন আমাদের মাথা কোনদিন বিক্রী হবে না।
  • আপনাদের শক্ত হতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে।
  • দু হাজার উনিশ, বিজেপি ফিনিশ। আগে দিল্লী সামলা, তারপর দেখবি বাংলা।
  • আমরা ক্ষমতায় এসেছি ৩৪ বছরের সংগ্রামের পর। আজও লড়াই চলছে আমাদের। দিল্লী পয়সা দেয় না। কেন্দ্র আমাদের সাহায্য করে না। আমাদের টাকা কেটে নিয়েছে বছরের পর বছর। একেক রাজ্যের জন্য একেক রকম নিয়ম।
  • কেন্দ্র হঠাৎ বলল আমার ফাইনান্সিয়াল লোকেরা এসে তোমার ফাইনান্স ডিপার্টমেন্ট দেখবে।যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় তা কি করে তা সম্ভব? তুমিও ইলেকটেড, আমরাও ইলেকটেড, যাও তুমি তোমার কাজ কর।
  • সম্পুর্ণভাবে একটা অরাজকতা চলছে দেশে। মানুষের নিড়াপত্তা নেই। কৃষক, শ্রমিকদের জীবনের নিরাপত্তা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে, কাউকে না কাউকে বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে হবে। আমরা চাই সবাই এক হয়ে কাজ করুক।
  • পঞ্চায়েতটা আপনারা করবেন আর দিল্লীটা আমি করব।
  • আমি ‘আদিবাসী তৃণমূল কংগ্রেস’ তৈরী করে দিচ্ছি। সভাপতি হবেন জেমস কুজুর; বাচ্চু হাঁসদা, সন্ধ্যা টুডু, শ্রীকান্ত মাহাতো এবং অন্যদের রাখা হবে।

Derek O’Brien speaks during a discussion on Women’s Day

FULL TRANSCRIPT

Sir, I didn’t give my name to speak because I think men need to speak more on issues concerning women. I agree with what Anu Agha ji said, that this cannot be just one day.

I have two practical suggestions to offer, which goes beyond a speech.

Sir, my party – the All India Trinamool Congress – without any reservation bill, has 34 per cent female MPs. We all want the Bill, but this is a practical way and Mamata Di has shown the way.

Sir, in Bengal, we have the Kanyashree scheme, which has benefitted 47 lakh girls. It’s a tried and tested programme. In this atmosphere of federalism, I suggest that we implement this programme nationally.

Good wishes and good luck to not just women but to all men, to treat women better. There is an old saying that ‘behind every successful man, there is a woman’. This is cliche. Today’s it’s changed. The new saying is, behind every successful man, there is a nationalised bank.

Thank you, Sir.

 

 

Kanyashree: A revolutionary welfare scheme for girl children

Since coming to power in 2011, Chief Minister Mamata Banerjee has been striving to bring about real change in the lives of women, among other things. For this, the Trinamool Congress Government has brought about numerous schemes and strengthened the policing system.

The foremost among the schemes is undoubtedly Kanyashree, a highly innovative approach to secure the life of the girl child, something for which the government has received numerous international accolades including the United Nations Public Service Award last June.

Kanyashree Scheme:

  • It was started on October 1, 2013 with the inspiration of the Chief Minister to put an end to child marriages in the state.
  • More than 40 lakh girls from about 15,500 institutions – schools, madrasahs, colleges, universities including open universities, vocational training schools, and even sports training centres – have benefitted till now.
  • More than 5,000 girls have been provided training in self-defence.
  • In North 24 Parganas district, a special educational and self-awareness programme called Kanyashree Dishari (meaning ‘Kanyashree path-finders’) has been started, involving Kanyashree Scheme beneficiaries.
  • Many Kanyashree beneficiaries are being given training for getting scholarships and for skill development.

Awards won

  • Women’s Empowerment Award from the Bengal Government, 2014,
  • Manthan Award for Digital Inclusion for Development (South Asia and Asia Pacific), 2014-15,
  • SKOCH Winner Award for Smart Governance and Award of Merit, 2015,
  • CSI Nihilent Award for E-Governance, 2014-15,
  • United Nations WSIS Award 2016 in the category of ‘E-Government’ (WSIS Action Line C-7),
  • Finalist in the 2016 GEM-TECH Awards, instituted by ITU and UN Women,
  • United National Public Service Award, 2017

 

কন্যাশ্রী – নারী ক্ষমতায়নে এক যুগান্তকারী প্রকল্প

২০১১ সালে ক্ষমতায় আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যের শাসনভার গ্রহণ করে। তারপর থেকে প্রতি ক্ষেত্রে বাংলা এগিয়ে চলেছে উল্লেখযোগ্য ভাবে।
নারী ও শিশুদের ওপর অবহেলা, অপরাধ দেশের অন্যান্য অঞ্চলে যেখানে বেড়েই চলেছে, সেখানে এ রাজ্যে সরকার নারী ও শিশুদের উন্নয়নে নিয়ে অসাধারন প্রকল্প সমুহ। এই প্রকল্পগুলির অসাধারন সাফল্যও মাত্র এই ছ’বছরেই দেখা গেছে।

কন্যাশ্রী প্রকল্প:

  • মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ২০১৩ সালের ১লা অক্টোবর এই প্রকল্প চালু হয়। এই প্রকল্পের উদ্দেশ্য বাল্যবিবাহ রোধ করা
  • রাজ্যের প্রতি অঞ্চলের প্রায় ১৫,৫০০ প্রতিষ্ঠান – প্রথা বহির্ভূত বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ, মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বিশ্ব বিদ্যালয় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, শিল্প প্রশিক্ষণ, এমনকি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় ৪০লক্ষ কিশোরীকে এই প্রকল্পের অধীনে আনা হয়েছে।
  • ৫০০০-এরও বেশী মেয়েকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
  • ‘কন্যাশ্রী দিশারি’ নামে উত্তর ২৪ পরগনা জেলায় কন্যাশ্রী প্রকল্পভুক্ত মেয়েদের একটি বিশেষ শিক্ষামূলক এবং সচেতনতামূলক প্রচার কর্মসূচী চালু করা হয়েছে।
  • বহু সংখ্যক কন্যাশ্রী প্রকল্পভুক্ত মেয়েকে বৃত্তিমূলক এবং অন্যান্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আজ পর্যন্ত কন্যাশ্রী প্রকল্পটি যে যে পুরস্কার অর্জন করেছে:

  • নারী ক্ষমতায়নের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কর্তৃক প্রদত্ত পুরস্কার, ২০১৪
  • ই-উইমেন অ্যান্ড এমপাওয়ারমেন্টের বিভাগে মন্থন অ্যাওয়ার্ড ফর ডিজিটাল ইনক্লুসন ফর ডেভেলপমেন্ট (সাউথ এশিয়া অ্যান্ড এশিয়া প্যাসিফিক) ২০১৪
  • ভারত সরকারের প্রশাসনিক সংস্কার এবং জন-অভিযোগ দপ্তর কর্তৃক প্রদত্ত জাতীয় ই-গভর্ন্যান্স পুরস্কার ২০১৪-১৫
  • স্মার্ট গভর্ন্যান্সের জন্য স্কচ উইনার অ্যাওয়ার্ড এবং অ্যাওয়ার্ড অফ মেরিট ২০১৫
  • ই-গভর্ন্যান্সের জন্য সিএসআই নিহিলেন্ট অ্যাওয়ার্ড ২০১৪-১৫
  • ই-গভর্মেন্ট ক্যাটেগরিতে ইউনাইটেড নেশনস ডব্লিউএসআইএস পুরস্কার ২০১৬ চ্যাম্পিয়ন (ডব্লিউএসআইএস অ্যাকশন লাইন সি-৭)
  • ইউএনডব্লিউএমইএন অ্যান্ড আইটি ইউ প্রদত্ত ফাইনালিস্ট ইন জেমটেক (GEM Tech) পুরস্কার ২০১৬

In a democracy, fight politically, not through violence: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee today inaugurated a bouquet of developmental schemes and programmes during a public function at Kankardanga in Patrasayar block in Bankura district. She also laid the foundation stones of several projects.

The projects inaugurated were a fair-price medicine shop, a grain warehouse, roads, a mini indoor games complex, renovation of canals, etc. Foundation stones were laid for an eco park, a Labour Department office, etc.

She also distributed benefits of schemes like Kanyashree, Sikshashree, Sabujshree, Sabooj Sathi, Anandadhara and Gatidhara, folk instruments like dhamsa and madol, farming implements, mini kits for vegetable farming, etc.

Highlights of her speech:

I had visited Bankura district in December, 2017. Earlier, the ‘vote-babus’ used to visit districts only during elections. I keep visiting the districts to monitor the progress of developmental schemes.

We have set up a new university in Bankura.

We have increased pipelined water supply from 15% to 65%. We have started a drinking water project which will benefit 18 lakh people.

Three new multi super speciality hospitals have been set up in Bankura.

Over 1.7 lakh minority students have received scholarships. 57 lakh SC/ST students have also got scholarships.

45 lakh girls have received financial assistance under Kanyashree scheme. We have distributed 70 lakh cycles to students.

Kanyashree girls are our pride. The scheme has played a role in bringing down the rate of child marriage.
The stipend of Kanyashree scheme has been increased. We have extended the scheme to university students also.

SC/ST students will get soft loans for pursuing higher education (10 lakh for domestic studies and 20 lakh for foreign studies).

We have allowed Santhali students to take WBCS exam in Ol Chiki script.

We distribute saplings under Sabuj Shree scheme to parents of newborn babies. By selling the tree, they can secure the future of their child financially.

We provide rice at Rs 2/kg. Healthcare is free in government hospitals in Bengal.
We have started fair price medicine shops and diagnostic centres.

We have started Swasthya Sathi scheme and included ICDS, ASHA, contractual workers, civic volunteers, homeguards, panchayat and municipal workers etc under the insurance scheme.

Retirement age of contractual and casual workers has been fixed at 60 years.

ASHA workers used to receive Rs 800 from Centre earlier. Centre stoppe the funds for the project. We kept the project alive with State funds.

Centre allocated Rs 100 crore for Beti Bachao, Beti Padhao scheme for the entire country. We spent Rs 5000 crore for Kanyashree scheme only for Bengal.

It is not the job of the party in power to attack political opponents or vandalise statues of icons. We believe in all-encompassing politics. They must fight politically, not through violence.

I have fought CPI(M). We struggled for 34 years. Our slogan was ‘bodla noy, bodol chai’. We did not unleash any violence against the Communists. This is not our culture.

Marx or Lenin are not our icons. But they are revered in Russia. I have ideological fight with CPI(M). We fought against them in Singur, Nandigram, Netai. I do not support the BJP either.

Democracy does not mean use of violence. Democracy is all about winning people’s trust. Let there be a competition on development. Catch me if you can.

Smear campaign against me is on 365 days a year. This is not the democracy we believe in. I am not afraid of fear-mongering tactics.

We have started a new scheme called ‘Ruposhree’. We will provide financial aid to families with income less than Rs 1.5 lakh to assist them in their daughter’s wedding.

We have waived khajna tax on agricultural land. We have also done away with mutations fees on agricultural land. Why has the Centre not waived loans of farmers? Instead, they are allowing rich people to flee with crores of rupees from banks.

Farmers are not getting loans, students are not getting loans. Some people are running away with hard-earned money of people. Banks have become cashless, Centre has become faceless.

Your savings are not safe in banks. People are in dire straits. They are cheating people. Whenever people are in trouble, Trinamool is there to speak out for them.

Unity is harmony. We believe in the ideals of Rabindranath, Nazrul.

Centre has been neglecting Bengal. We are not getting due funds. Bengal does not care about power. Bengal wants welfare of people.

If your target is Bengal, our target is Lal Quila.

Some people, with ulterior motives, are trying to foment trouble between Hindus and Muslims. People must be vigilant. Inform the authorities, you will be rewarded.

We are launching a project worth Rs 2,000 crore which will benefit lakhs of people in lower-Damodar valley region. It will solve the water woes in the region.

We have started pension scheme for auto-drivers, car drivers, construction workers, domestic helps and others.

We are paying Rs 48,000 crore as instalments for the debt incurred by the Left. Still, the amount of work done by us, despite the financial constraints, is unmatched.

March 8 is International Women’s Day. We respect our women. Without them, the society is incomplete.
The students and youths of Bengal will show the way to the world one day.

 

গনতন্ত্র মানে জবরদখল নয়, ভোটদখল নয়: মুখ্যমন্ত্রী

আজ বাঁকুড়া জেলার কাঁকড়ডাঙা, পাত্রসায়েরে পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিভিন্ন প্রকল্পের শিলান্যাসও করেন।

মুখ্যমন্ত্রী যে সকল প্রকল্পের উদ্বোধন করেন, তার কয়েকটি হল, ফেয়ার প্রাইস মেডিসিন শপ, ধানের গুদাম, নতুন রাস্তা, মিনি ইনডোর গেমস কমপ্লেক্স, খালের সংস্কার ইত্যাদি।

তিনি যে সকল প্রকল্পের শিলান্যাস করেন, তার কয়েকটি হল, ইকো পার্ক, শ্রম ভবন  ইত্যাদি।

এছাড়াও তিনি কন্যাশ্রী, সবুজশ্রী, শিক্ষাশ্রী, সবুজসাথী, আনন্দধারা, গতিধারা, ধামসা মাদল, কৃষি যন্ত্রপাতি, সবজি চাষের মিনিকিট ইত্যাদি পরিষেবা প্রদান করেন।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ-

আমি গত ডিসেম্বর মাসে বাঁকুড়া এসেছিলাম। আগে জেলাগুলোতে ভোট করতে ভোট বাবুরা আসতেন, তারপরে আর আসতেন না। আমি ভোটের সময় কম আসি, সারা বছর কোনও না কোনও জেলায় যাই।

আমাদের মা মাটি মানুষের সরকার বাঁকুড়ায় বিশ্ববিদ্যালয় তৈরী করে দিয়েছে।

আগে বাঁকুড়ায় ১৫% পাইপড জল ছিল, ছয় বছরে আমরা সেটা বাড়িয়ে ৬৫% করেছি। আরও ১২০০ কোটি টাকার প্রকল্প দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ  হলে আরও ১৮ লক্ষ মানুষ পানীয় জল  পাবে।

বাঁকুড়া জেলায় তিনটি নতুন সুপার স্পেশ্যালিটি হসপিটাল তৈরী করে দেওয়া হয়েছে।

১.৭১ কোটি সংখ্যালঘু ছাত্রছাত্রীকে আমরা স্কলারশিপ দিয়েছি, ৫৭ লক্ষ তপসিলি ও আদিবাসী ছাত্রছাত্রীকে আমরা স্কলারশিপ দিয়েছি।

৪৫ লক্ষ কন্যাশ্রীর কাছে আমরা স্কলারশিপ পৌঁছে দিয়েছি। ৭০ লক্ষ ছাত্রছাত্রীকে সবুজ সাথীর সাইকেল দেওয়া হয়েছে।
কন্যাশ্রীর মেয়েরা আমাদের গর্ব। বাল্য বিবাহ রোধেও তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কন্যাশ্রীর স্কলারশিপের টাকা ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও স্কলারশিপ পাবে।

এসসি এসটি ভাইবোনেরা হায়ার এডুকেশন দেশে করলে ১০ লক্ষ টাকা পর্যন্ত ও বিদেশে পড়লে ২০ লক্ষ টাকা পর্যন্ত সফট লোন পাবে।

সাঁওতালি ভাইবোনেরা ডব্লিউবিসিএস পরীক্ষা অলচিকি হরফেও লিখতে পারবে। তাদের জন্য ২৪টা কোচিং সেন্টার করা হয়েছে।

বাচ্চা জন্মালেই তাকে ছোট্ট একটা গাছের চারা দেওয়া হচ্ছে, সবুজশ্রী প্রকল্প। গাছটি বড় হলে, গাছটি বিক্রী করলে বাচ্চাটির ভবিষ্যৎ হয়ে যাবে।

আট কোটি মানুষকে ২টাকা কিলো চাল, গম দিই। বিনা পয়াসায় চিকিৎসা দিই সরকারি হাসপাতালে।ন্যায্য মূল্যের ওষুধের দোকান ও ডায়াগোনিস্টিক সেন্টার তৈরী করা হয়েছে।

স্বাস্থ্য সাথী প্রকল্পে আশা, আইসিডিএস মেয়েদের, সিভিক ভলেন্টিয়ারদের, হোমগার্ডদের, পঞ্চায়েত কর্মীদের, মিউনিসিপাল কর্মীদের, কন্ট্রাকচুয়াল কর্মীদের সবাইকে নিয়ে আসা হয়েছে।

কন্ট্রাকচুয়াল ও ক্যাসুয়াল ওয়ার্কারদের চাকরির মেয়াদ ৬০ বছর করে দেওয়া হয়েছে।

আগে আশার মেয়েরা ৮০০ টাকা পেত দিল্লী থেকে। দিল্লী এই প্রোজেক্ট বন্ধ করে দিল। রাজ্য সরকার থেকে ওদের টাকা দেওয়া হয়।

কেন্দ্রের বেটি বাঁচাও বেটি পড়াও প্রোগ্রামে সারা দেশের মেয়েদের জন্য ১০০ কোটি টাকা। আমরা আমাদের কন্যাশ্রী প্রোজেক্টে ইতিমধ্যে ৫০০০ কোটি টাকা খরচ করেছি।

আপনারা (বিজেপি) যদি মনে করেন ক্ষমতায় এসেছেন বলে মণিষীদের মূর্তি ভাঙবেন, সেটা আমরা মেনে নেব না।

আমার সাথে সিপিআইএম-এর লড়াই হয়েছে। আমরাও ৩৪ বছর পরে ক্ষমতায় এসেছি। মনে রাখবেন আমাদের স্লোগান ছিল ‘বদলা নয়, বদল চাই’।তাই সিপিআইএম এত অত্যাচার করার পরও আমরা কিন্তু পিঁপড়ের ডিমের মত অত্যাচার ওদের ওপর করিনি। তার কারণ ওটা আমাদের সংস্কৃতি নয়।

আমি সিপিআইএম-এর পক্ষে নই, বিরুদ্ধে।আমরা ওদের অত্যাচারের বিরুদ্ধে সিঙ্গুর, নেতাই, নন্দীগ্রামে লড়াই করেছি।কার্ল মার্ক্স আমার নেতা নন, মহামতি লেনিনও আমার নেতা নন। কিন্তু রাশিয়ায় ওরা নেতা।মনে রাখবেন যে যেই পার্টির সমর্থকই হোক না কেন গনতন্ত্রে হিংসার কোন স্থান নেই।

গনতন্ত্র মানে জবরদখল নয়, ভোটদখল নয়। গণতন্ত্র মানে তুমি ক্ষমতায় আছো, উন্নয়নের কাজ করবে।আমরাও উন্নয়নের কাজ করছি। যদি লড়তে হয়, উন্নয়নের কাজে লড়। প্রতিযোগিতা করতে হলে উন্নয়নের প্রতিযোগিতায় নাম লেখাও।গড়তে পারলে গড়। আর না পারলে মানে মানে সরে পড়।

আমাদের বদনাম করার চেষ্টা করা হয় রোজ, বারবার, ৩৬৫ দিন। তাও বলি এইসব হুমকির কাছে আমরা ভয় পাই না।যতদিন বাঁচব, মাথে উঁচু করে বাঁচব।

আপনাদের জন্যে আর একটা প্রকল্প তৈরি করা হয়ছে, তার নাম হচ্ছে ‘রূপশ্রী’। দেড় লক্ষ টাকা ইনকাম যাদের বছরে, তাদের ১৮ বছরের বেশী বয়সি মেয়েদের জন্য, তাদের বিয়ের জন্য সরকারকে আবেদন করলে, সরকার আপনাদের মেয়ের বিয়ের জন্য ২৫ হাজার টাকা করে দিয়ে দেবে।

কৃষকদের জন্যে পুরো খাজনা মকুব করে দিয়েছি আমরা। কৃষিজমির মিউটেশন করতে হলে এক পয়সাও লাগবে না। কিন্তু কেন্দ্রীয় সরকার আজ পর্যন্ত কৃষি ঋনটা কি মকুব করেছে? অথচ কয়েকটা বড় বড় রুই কাতলা ব্যাঙ্কের সব টাকা লুঠ করে নিয়ে চলে যাচ্ছে আর কেন্দ্রীয় সরকার তাদের সাহায্য করছে।

গরীব মানুষদের ঋণ মকুব করে না, কৃষকদের ঋণ মকুব করে না, আর কয়েকটা রুই-কাতলা, আপনার টাকা মেরে দিয়ে চলে গেছে। আর আজকে ব্যাঙ্ক হয়ে গেছে ক্যাশলেস, আর বিজেপি সরকার হয়েছে ফেসলেস’।

এখন ওরা আপনার জমানো টাকা অন্য লোককে দিয়ে দেবে। মানুষ আজকে কঠিন সমস্যায় পড়েছে। এর বিরুদ্ধে যদি তৃণমূল না বলে তাহলে কে বলবে? মানুষ যদি বিপদে পরে, মনে রাখবেন, তৃনমূল কংগ্রেস ছিল, আছে, আর থাকবে।

একতাই সম্প্রীতি, এই কথা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুলরা শিখিয়ে গেছেন।

বাংলাকে বঞ্চনা করছে দিল্লী। কিছু দেয় না আমাদের। দিল্লী আমাদের সব কেড়ে নেয়। তা সত্ত্বেও বলি বাংলা বঞ্চনা সহ্য করে না, বাংলা প্রতারণা সহ্য করে না, বাংলা সারা দেশের মানুষের পাশে থেকে লড়াই করে, প্রতিশ্রুতি দেয়।

তোমাদের টার্গেট যদি হয় বাংলা, আমাদের টার্গেট, লাল কেল্লা।

কিছু লোক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। নজর রাখুন, পুলিশকে খবর দিন, পুলিশ আপনাকে পুরস্কৃত করবে।

আমরা প্রায় ২০০০ কোটি টাকার একটা প্রকল্প শুরু করছি, নিম্ন-দামোদর অববাহিকা নিয়ে। এতে কয়েক লক্ষ মানুষ উপকৃত হবেন।

অটো ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার,ক্ষেত মজদুর ও কেন্দু পাতা সংগ্রহকারীরা ৬০ বছর বয়সে পেনসন পাবে, তার ব্যবস্থা করা হয়েছে।

সিপিএমের করে যাওয়া দেনার জন্য আমাদের বছরে ৪৮,০০০ কোটি টাকা শোধ করতে হয়।

আগামি ৮ তারিখ আন্তর্জাতিক নারী দিবস।আমি চাই আমার মা বোনেরা সম্মানের সাথে বাঁচুক, তাদের ছাড়া সমাজ অসম্পুর্ণ।

আমার বাংলার ছেলে-মেয়েরা একদিন সারা বিশ্বকে পথ দেখাবে।

Their target is Bengal, our target is Red Fort: Mamata Banerjee in Purulia

Chief Minister Mamata Banerjee today inaugurated a slew of projects for Purulia district during a public programme. She also laid the foundation stones of several projects.

Among the projects inaugurated were renovation of health centres, anganwadi centres, new roads, tube wells, irrigation projects, Resham Bhavan among others.

Foundation stones were laid for godowns, Karma Tirtha, administrative buildings, high mast lamps etc.
Besides these, Mamata Banerjee distributed the benefits of schemes like Kanyashree, Sabuj Sathi, Samaj Sathi, Gatidhara etc. She also distributed soil health cards, land pattas, power tillers and other equipment.

Highlights of her speech:

This is my second meeting in Purulia district in three months. Earlier, the ministers hardly visited these districts. Today, I conducted my 396th administrative review meeting at block level.

We have given recognition to many languages including Kurmali, Kuruk, Ol Chiki.

Those who have no work are spreading baseless rumours. Our work is to serve the people.

45 lakh Kanyashree girls are our pride. They will make Bengal proud in future. University students will receive Kanyashree scholarships from now on (Rs 2,000 for arts and Rs 2,500 for science).

We have distributed 70 lakh cycles to students. 57 lakh SC/ST students and 1.71 crore minority students have received scholarships. Nearly 2 lakh folk artistes receive monthly stipend.

We have waived off khajna tax on agricultural land. We have done away with mutation fees on agricultural land.

We provide rice at Rs 2/kg to people. For this we give subsidy worth crores.

Healthcare is free in Bengal. Medicines, blood tests are free here.

Bengal never bowed her head before anyone. Bengal always leads the way. Let them catch up with us and then talk.

It is a crime to pit people against each other. Inciting religious riots, creating divisions is unacceptable.

Bengal never allows the politics of riots. We want people to prosper.

Some people say their target is Bangla (Bengal). We say our target is ‘Lal Kella’ (Red Fort). Chalo Dilli Chalo.

Bengal will lead the way, taking everyone along.

We have started a new scheme called ‘Ruposhree’. We will provide financial aid to families with income less than Rs 1.5 lakh to assist them in their daughter’s wedding.

There was a time when one could see only tears in the eyes of the people in Purulia. Now, people are smiling.

 

ওদের টার্গেট বাংলা, আমাদের টার্গেট লাল কেল্লা: পুরুলিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়

আজ পুরুলিয়া জেলার শিমুলিয়াতে পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিভিন্ন প্রকল্পের শিলান্যাসও করেন।

মুখ্যমন্ত্রী যে সকল প্রকল্পের উদ্বোধন করেন, তার কয়েকটি হল, স্বাস্থ্য কেন্দ্রের সংস্কার, আঙ্গনওয়াড়ি কেন্দ্র, নতুন রাস্তা, নলকূপ প্রকল্প, নদী সেচ প্রকল্প, রেশম ভবন ইত্যাদি।

তিনি যে সকল প্রকল্পের শিলান্যাস করেন, তার কয়েকটি হল, গুদাম ঘর, কর্মতীর্থ, প্রশাসনিক ভবন, আলোক স্তম্ভ ইত্যাদি।

এছাড়াও তিনি কন্যাশ্রী, সবুজশ্রী, শিক্ষাশ্রী, সবুজসাথী, সমাজসাথী, গতিধারা, পাট্টা, সয়েল হেলথ কার্ড, পাওয়ার টিলারইত্যাদি পরিষেবা প্রদান করেন।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ-

তিন মাসে পুরুলিয়ায় এটা আমার দ্বিতীয় বৈঠক। আগে কোন মন্ত্রীকে এখানে দেখা যেত না। আজকের এই প্রশাসনিক বৈঠক নিয়ে সব মিলিয়ে আমি ৩৫৬ টি বৈঠক করলাম।

কুর্মালি, কুরুক, অল চিকি সহ অনেক ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি।

যারা কোন কাজ করে না তারা শুধু রটিয়ে বেড়ায় আর টাকা তুলে বিবৃতি দেয়। আর আমাদের কাজ মানুষের সেবা করা।

আমাদের ৪৫ লক্ষ কন্যাশ্রীর মেয়েদের জন্য আমরা গর্বিত। তারা এখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্যও স্কলারশিপ পাবে।

আমরা ৭০ লক্ষ সবুজ সাথী সাইকেল দিয়েছি। ৫৭ লক্ষ SC/ST ছাত্রছাত্রী ও ১.৭১ কোটি সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়েছে। প্রায় ২ লক্ষ লোকশিল্পীদের আর্থিক সহায়তা দেওয়া হয়।

আমরা কৃষিজমির খাজনা মুকুব করে দিয়েছি। কৃষকদের কৃষিজমির জন্য আর মিউটেশন ফি দিতে হয় না।

শুধুমাত্র বাংলায় আমাদের সরকার ২ টাকা কেজি দরে চাল দিচ্ছে। আমরা কয়েক হাজার কোটি টাকা সাবসিডি দিচ্ছি।

একমাত্র বাংলায় বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। ওষুধপত্র, রক্ত পরীক্ষা বিনামূল্যে হয়।

বাংলা কখনো কারো কাছে মাথা নত করেনি। বাংলা মানুষকে পথ দেখায়। আগে করে দেখাও তারপর বাংলার দিকে তাকাও।

মানুষকে গড়ে তোলা আমাদের কাজ, দাঙ্গা লাগানো আমাদের কাজ নয়। কেউ তা করার চেষ্টা করলে তা অপরাধ।

বাংলা কখনো দাঙ্গার রাজনীতি বরদাস্ত করে না। আমরা চাই মানুষ ভালো থাকুক।

কেউ কেউ বলে ওদের টার্গেট বাংলা। আমরা বলি, আমাদের টার্গেট দিল্লির ‘লাল কেল্লা’। চলো দিল্লি চলো।

আগামীদিনে বাংলাই সবাইকে পথ দেখাবে। আগামীদিনে বাংলা বিশ্ব জয় করবে, বাংলা যা পারে আর কেউ তা পারে না।

মেয়েদের জন্য আমরা একটি নতুন প্রকল্প চালু করেছি যার নাম ‘রূপশ্রী’। যাদের পরিবারের আয় দেড় লক্ষ টাকা তাদের মেয়েদের বিয়ের জন্য ২৫ হাজার টাকা দেবে সরকার।

আগে একটা সময় ছিল যখন পুরুলিয়ায় এসে আমি মানুষের চোখে শুধু জল দেখতে পেতাম, আর এখন এখানকার মানুষ হাসছে, এতেই আমি খুশি।

Bengal bags e-governance award for Sabuj Sathi, excise

Another feather has been added to Mamata Banerjee’s hat. Bengal’s Sabuj Sathi scheme and e-excise project have received the national award in e-governance. These projects were adjudged the best among 950 projects from 28 States. Union Department of Personnel Training wrote to the Bengal Government about these awards.
In 2013-14, Bengal had won the national award in e-governance for e-taxation. The State had also been honoured for the Kanyashree scheme. Now, the scheme of free cycle distribution has received national acknowledgement. 70 lakh cycles have been distributed so far, all through e-governance. The whole process, starting from procurement to the distribution of cycles, is done online. Sabuj Sathi scheme has brought about a social revolution in the State.
On the other hand, the state government started the e-excise project for regulating the sale of alcohol. Procurement and sale of alcohol is completely online. Bar coding system has been introduced. How much alcohol has been sold, what is the stock left with the retailer, all details are stored online. Revenue collection from excise has also increased as a result (from Rs 3,000 crore in 2013-14 to Rs 5,226 crore in 2016-17. The figure will reach Rs 8,700 crore in 2017-18).
Representatives from States like Haryana, Uttar Pradesh, Tripura and Assam have come to Bengal to study the e-excise project, so that it can be implemented in their States also.
After assuming power, Mamata Banerjee had laid a lot of stress on e-governance. E-tendering system was launched in 2012; the finance ministry follows the Integrated Financial Management System. Recently, files have been done away with and e-office system was launched by the government.

 

সবুজ সাথী, ই-আবগারি পেল জাতীয় ই-গভর্ন্যান্স পুরস্কার

অন্য সব রাজ্যের সঙ্গে প্রতিযোগিতায় রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্প এবং ই-আবগারি প্রজেক্ট জাতীয় ই-গভর্ন্যান্স পুরস্কার ছিনিয়ে নিল। ২৮টি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ৯৫০টি প্রকল্পের মধ্যে পশ্চিমবঙ্গের এই পুরস্কার প্রাপ্তির কথা চিঠি দিয়ে নবান্নকে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অব পার্সোনেল ট্রেনিং (ডিওপিটি)। এই পুরস্কারই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যের মুকুটে আরও একটি পালক, তা আর বলার অপেক্ষা রাখে না।
২০১৩-১৪ সালে রাজ্য সরকার ই-ট্যাক্সেশনের জন্য জাতীয় ই-গভর্ন্যান্স অ্যাওয়ার্ড পেয়েছিল। সেই বছর কন্যাশ্রী প্রকল্পের জন্য সামাজিক ক্ষেত্রে ওই পুরস্কার দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এবার ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান অর্থাৎ সবুজ সাথী প্রকল্প সেই সম্মান পেল। এই প্রকল্পের ৭০ লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছে। সবটাই হয়েছে ই-গভর্ন্যান্সের মাধ্যমে। সেখানে সাইকেল কেনা থেকে সাইকেল বিলি সবটাই হয় অনলাইনে। সমস্ত হিসেব রাখা হয় কম্পিউটারে। এই সাইকেল বিলি আর্থসামাজিক ক্ষেত্রে বিপুল পরিবর্তন এনে দিয়েছে। পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত।
অন্যদিকে দেশি ও বিদেশি মদ বিক্রির প্রক্রিয়া নিয়ন্ত্রণে আনার জন্য ই-আবগারি প্রজেক্ট নেয় অর্থদপ্তর। মদ উৎপাদন বা আমদানি থেকে দোকানের বিক্রি, সবটাই হয় অনলাইনে। চালু হয়েছে বার কোডিং সিস্টেম। এর ফলে ভেজাল মদ নিয়ন্ত্রণ করা গিয়েছে। কোথায় কত মদ বিক্রি হচ্ছে, পাইকারি বিক্রেতার কাছে কত স্টক আছে, তার হিসেব থাকছে কম্পিউটারে। ই-আবগারি প্রজেক্টের অধীনে এক্সাইজ থেকে রাজস্ব আদায়ও অনেটা বেড়ে গিয়েছে। ২০১৩-১৪ আর্থিক বছরে যেখানে এই আদায় ছিল তিন হাজার কোটি টাকা, সেখানে ২০১৬-১৭ আর্থিক বছরে তা বেড়ে হয়েছে ৫২২৬ কোটি টাকা। বর্তমান আর্থিক বছর ২০১৭-১৮ তে তা বেড়ে কমপক্ষে ৮৭০০ কোটি টাকা দাঁড়াবে বলে আশা করা হচ্ছে।
হরিয়ানা, উত্তরপ্রদেশ, ত্রিপুরা ও অসম থেকে অফিসাররা ই-আবগারি সিস্টেম দেখতে এসেছিলেন। তাঁরা এখানকার সিস্টেম তাঁদের রাজ্যে লাগু হবে বলে রাজ্য সরকারের কর্তাব্যক্তিদের জানিয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর ই-গভর্ন্যান্সের উপরে জোর দেওয়া হয়। ২০১২ সালে চালু হয় ই-টেন্ডার সিস্টেম। অর্থদপ্তরে চালু হয়েছে ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম (আইএফএমএস)।বর্তমানে ফাইল প্রথা তুলে দিয়ে চালু হয়েছে ই-অফিস।

Bengal Govt to involve SHGs to manufacture low-cost sanitary napkins

Women in Purulia district have managed to destroy taboos related to the monthly cycle, through a project that aims at providing better sanitation and hygiene. It also allows some women to earn money. An SHG in Jaipur Purulia, has taken up the work of manufacturing sanitary napkins.
Last year in June, the District Rural Development Cell (DRDC) and UNICEF jointly mooted a proposal for a sanitary napkin production centre at Purulia to provide cheap sterilised napkins and advocacy on personal hygiene. The DRDC fulfilled the infrastructure requirements while UNICEF offered technical support. A pilot project was started in Jaipur in Purulia. ASHA workers have been roped in to distribute the end products.
Each month, the 30 women work on the two sterilisation machines to produce about 900 sanitary napkin packets. Besides retailing, the centre supplies napkins for hospitals, schools and SHGs.
A plan has been made to include the Kanyashree girls in the distribution list.

 

 

সস্তায় ন্যাপকিন তৈরী করবে স্বনির্ভর গোষ্ঠী

 

রাজ্য সরকার পুরুলিয়ার প্রত্যন্ত এলাকার গ্রামের মহিলাদের জন্য সস্তায় স্যানিটারি ন্যাপকিন তৈরীর প্রকল্প চালু করল। এবং এগুলি তৈরী করবে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের মহিলারাই। এতে কর্মসংস্থান যেমন হবে, পাশাপাশি গ্রামের মহিলারা অত্যন্ত কম দামে নিরাপদ স্যানিটারি ন্যাপকিনও পাবে।
স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের ক্ষেত্রে এখনও উন্নত দেশগুলির মহিলাদের তুলনায় বেশ কিছুটা পিছিয়ে আমাদের দেশের মহিলারা। তাই, ন্যাপকিন ব্যবহারের ক্ষেত্রে মহিলাদের সচেতন করতে এগিয়ে এল জয়পুর সমবায় ও কৃষি উন্নয়ন সমিতি। এই ধরনের স্যানিটারি ন্যাপকিন বানানোর জন্য জয়পুর এলাকার বেশ কয়েকটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দিয়ে নিজে হাতে নিরাপদ উপায়ে কীভাবে স্যানিটারি ন্যাপকিন তৈরী করবে, তা হাতে কলমে দেখানো হয়।
জয়পুর সমবায় দপ্তরের প্রশিক্ষণ ভবনে প্রাথমিকভাবে এই প্রকল্পের ‘পাইলট প্রোজেক্ট’ শুরু হয়েছে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে রাজ্যের প্রতিটি এলাকায় আশা কর্মীদের মাধ্যমে মেয়েদের সস্তায় ভর্তুকিযুক্ত স্যানিটারি ন্যাপকিন বিলি করার প্রকল্প শুরু হয়েছে।
এই প্রকল্পে ভবিষ্যতে রাজ্য সরকারে ‘কন্যাশ্রী’ প্রকল্পে নাম লেখানো ছাত্রীদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা আছে।

Bengal CM announces bravery awards for 57 Kanyashree clubs

Chief Minister Mamata Banerjee, during the inauguration programme of Mati Utsav on January 2 announced bravery awards for 57 Kanyashree clubs in Purba Bardhaman district that helped stop around 116 child marriages in the last five months.

She also handed over appreciation certificates to 10 such clubs.

According to district administration officials, the Kanyashree beneficiaries played a crucial role in combating child marriage in the district.

Clubs have been formed in 781 schools in the district. The members, who are all girls, act as the eyes and ears of the district administration and alert the authorities whenever a child marriage is about to happen. They also help the officials counsel the parents of minors against child marriages.

Source: The Times of India

 

১১৬টি নাবালিকা বিয়ে আটকে মুখ্যমন্ত্রীর প্রশংসা পেল কন্যাশ্রী ক্লাব

পূর্ব বর্ধমানে মাটি উৎসব উদ্বোধনের মঞ্চে জেলায় পাঁচ মাসে ১১৬টি নাবালিকা বিয়ে আটকানোর জন্য কন্যাশ্রী ক্লাবের সদস্যদের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কত সাহস নিয়ে কন্যাশ্রীর মেয়েরা বাল্যবিবাহ রুখেছে। ওদের প্রতি আমার ভালবাসা ও আশীর্বাদ রইল। পুলিশকে ওদের সাহসিকতার জন্য পুরস্কার দিতে বলব।”

আগে পড়াশোনা, পরে বিয়ে— পুরুলিয়ার রেখা কালিন্দী, বীণা কালিন্দী, আফসানা খাতুনদের এই লড়াই এখন ছড়িয়ে পড়েছে রাজ্যে। এই সব মেয়েদের হাত আরও শক্ত করছে স্কুলে-স্কুলে গড়ে ওঠা ‘কন্যাশ্রী ক্লাব’। সহপাঠীরা সবাই স্কুলে আসছে কি না, নিয়মিত খোঁজ রাখে পূর্ব বর্ধমানের কন্যাশ্রী ক্লাব। কেউ টানা দিন কয়েক না এলেই বাড়িতে হাজির হয় তারা।

এই কাজের জন্য এ দিন দশটি কন্যাশ্রী ক্লাবের সভানেত্রীর হাতে শংসাপত্র তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী প্রকল্পের পূর্ব বর্ধমান জেলা আধিকারিক বলেন, “আমাদের চোখ ও কান হচ্ছে কন্যাশ্রী মেয়েরা। সহপাঠীর বিয়ে রোখার পাশাপাশি, কন্যাশ্রীরা সংশ্লিষ্ট অভিভাবকদের কাউন্সেলিংও করছে।”

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ২০১৩ সালের ১লা অক্টোবর এই প্রকল্প চালু হয়। এই প্রকল্পের উদ্দেশ্য বাল্যবিবাহ রোধ করা। রাজ্যের প্রতি অঞ্চলের প্রায় ১৫,৫০০ প্রতিষ্ঠান–প্রথা বহির্ভূত বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ, মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বিশ্ব বিদ্যালয় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, শিল্প প্রশিক্ষণ, এমনকি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় ৪০লক্ষ কিশোরীকে এই প্রকল্পের অধীনে আনা হয়েছে।

৫০০০-এরও বেশী মেয়েকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাষ্ট্রপুঞ্জে জনপরিষেবা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বাংলার প্রকল্প ‘কন্যাশ্রী’ প্রথম পুরস্কার পায়। ৬৩টি দেশের ৫৫২ প্রকল্পকে হারিয়ে সেরার শিরোপা পায় কন্যাশ্রী। এর ফলে অসাধারন ভাবে কমেছে স্কুলছুটের হার। এখন স্কুল ও কলেজের গণ্ডী পেরিয়ে বিশ্ববিদ্যালয়েও পাড়ি দিয়েছে কন্যাশ্রী।

Looking back at 2017 – Bengal on fast track

The sun of 2017 is setting, and 2018 is on the horizon. At this juncture, let us take a look at some of the crucial events that have held up for everyone.

It is an undeniable fact that under the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government, Bengal has turned a crucial bend on the road to development, and now there is no looking back.

Here are 17 events in 2017 that we will all remember:

1. Kanyashree wins UN award

On June 23, 2017, the Bengal Government was awarded the United Nations Public Service Award for winning the first prize among projects in South Asia for the Kanyashree Scheme.

2. FIFA Under-17 World Cup in Bengal

The Bengal Government earned worldwide praise, including from world football’s governing body, FIFA for successfully organising the Under-17 World Cup. Two of the most crucial matches, a semi-final and he final, were both held at the Vivekananda Yuba Bharati Krirangan in Kolkata.

3. Victory in by-elections

All the four by-elections held in 2017 – for the seats of Cooch Behar, Dakshin Kanthi, Tamluk and Sabang – were won by huge margins by the Trinamool Congress.

4. Bengal gets new districts

The State Government created four new districts for administrative convenience, bringing the total number to 23. Kalimpong was created out of Darjeeling and Jhargram was created out of Paschim Medinipur while Bardhaman was broken up into Purba Bardhaman and Paschim Bardhaman.

5. Trinamool blooms in the Hills

For the first time ever, Trinamool Congress has formed a local government in the Hills region. Mirik Municipality is now with Trinamool Congress.

6. Mega health reform

Setting a benchmark for other states as well as the Union Government, the West Bengal Clinical Establishments (Registration, Regulation and Transparency) Bill was passed by the State Assembly, brining in a raft of new measures for strengthening the health administration. Among other advantages, now, even for treatment in private hospitals, patients would be able to know the details about the cost and other aspects.

7. Balm on demonetisation troubles

The Bengal Government brought in the Samarthan Scheme in March 2017. It has ensured that those who have had to return to the state, having lost their jobs due to the impact of demonetisation, receive a one-time grant of Rs 50,000 to give them stability as well as enable them to start a new business. Along with this, they are also able to enrol in government schemes which would help them to ensure a steady income.

8. ‘Experience Bengal’ become viral

The State Tourism Department’s promotional video, ‘Experience Bengal’ has picked up a lot of praise, both in terms of the visuals and the content.

9. International business summit hits the right notes

The third Bengal Global Business Summit in January became a forum for industry interactions of the highest order. Representatives from about 30 countries attended the summit, and of course those from across India. Memoranda of understanding (MoU) worth Rs 2.34 lakh was signed at the summit.

10. Rosogolla wins it for Bengal

After a long fight, Rosogolla has been officially recognised, through the granting of a geographical information (GI) tag, as belonging to Bengal.

11. Sitalpati and gobindobhog get international recognition

The well-known aromatic gobindobhog variety of rice has earned a GI tag, giving it a locational uniqueness, and thus, a huge marketability. Sitalpati earned a similar recognition from UNESCO when it was recognised as an ‘intangible cultural heritage’.

12. Bengal leads in MSME

Over the last five years, among the states, entrepreneurs of Bengal, as a whole, have received the highest amount of loans, amounting to 15 billion US dollars. Additionally, in terms of both the number of micro, small and medium (MSME) enterprises and the number of people employed in those, Bengal stands second in the country. Almost 37 lakh MSME enterprises employ about 86 lakh people.

13. Bengal is leading in the construction of toilets

Bengal is the leading state in India in the construction of toilets. The State Government’s Mission Nirmal Bangla is ensuring that Bengal wins the race in terms of a sustainable open-defecation free (ODF) culture. UNESCO has specially recognised the state for this. Not just construction, the government is ensuring through various local campaigns that using proper toilets becomes a normal habit.

14. Stress on infrastructural development

The Bengal Government has decided to spend Rs 12,000 crore under the non-Plan head, with special stress on building infrastructure. Among the infrastructural projects completed is building 18,000 km of roads.

15. Chief Minister’s England and Scotland trip

This year, Chief Minister Mamata Banerjee undertook highly successful visits to England and Scotland, drawing a lot of interest from industrialists and entrepreneurs. At the various summits she attended, Mamata Banerjee held up the huge opportunities and every type of help from the government that investors will find in Bengal.

16. Horasis Asia Summit in Kolkata

The prestigious Horasis Asia summit was held in Kolkata in November, which was the first time that it was held in India. Business leaders (CEOs, promoters, founders, etc.) from 65 countries, numbering 350, attended the summit. The Chief Minister addressed the summit too, inviting investment in all sectors in Bengal.

17. Infosys comes to Bengal

That the industrial climate of Bengal is changing for the better became evident when the international IT giant, Infosys decided to invest Rs 100 crore to set up a campus in Rajarhat, which will generate 1,000 jobs.

ফিরে দেখা ২০১৭

২০১৭র সূর্য আজ অস্তাচলে। নবদিগন্তে উদিত হবে ২০১৮র নতুন ভোর। বিগত বছরের কিছু অবিস্মরণীয় ঘটনাই হয়ে উঠুক আগামীর পথ চলার পাথেয়। কেমন কাটল এই বছর? ফিরে দেখা ২০১৭।

১. কন্যাশ্রীর বিশ্বজয়

রাষ্ট্রপুঞ্জে জনপরিষেবা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বাংলার প্রকল্প ‘‌কন্যাশ্রী’‌ প্রথম পুরস্কার পায়। ৬৩টি দেশের ৫৫২ প্রকল্পকে হারিয়ে সেরার শিরোপা পায় কন্যাশ্রী।

২. বিশ্ববাংলায় বিশ্বকাপ

এই প্রথম বার কলকাতায় আয়োজিত হয় অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবল। রাজ্য সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনায় মুগ্ধ হয় ফিফা কর্তৃপক্ষ। সবচেয়ে বেশি সংখ্যক দর্শকের উপস্থিতির জন্য প্রসংশিত হয় কলকাতা।

৩. উপনির্বাচনে তৃণমূলের জয়জয়কার

২০১৭ সালের ৪টি উপনির্বাচনে (কোচবিহার, দক্ষিণ কাঁথি, তমলুক ও সবং) বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস।

৪. বাংলা পেল নতুন জেলা

নতুন তিনটি জেলা গঠিত হল বাংলায়। দার্জিলিং জেলা ভেঙে গড়া হয় কালিম্পঙ, বর্ধমান ভেঙে তৈরী হয় পূর্ব ও পশ্চিম বর্ধমান, এবং পশ্চিম মেদিনীপুর ভেঙে তৈরী হয় ঝাড়গ্রাম জেলা।

৫. পাহাড়ে ফুটল ঘাসফুল

রাজনৈতিক ইতিহাসে প্রথমবার পাহাড়ে (মিরিক পুরসভা) এককভাবে জয়লাভ করে পুরসভা গঠন করল তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, এর আগে কখনও পাহাড়ে সেখানকার আঞ্চলিক দল ছাড়া কেউ জয়লাভ করেনি।

৬. স্বাস্থ্যে বড় সংস্কার

স্বাস্থ্য পরিষেবায় স্বচ্ছতা আনতে, রোগীদের হয়রানি বন্ধ করতে ও চিকিৎসায় গাফিলতি রুখতে নতুন আইন আনল রাজ্য সরকার, গঠিত হল ১১ সদস্যের স্বাস্থ্য বিষয়ক কমিশন। রাজ্যের বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের বিলিং এর ওপর নজর রাখবে এই কমিশন। পাশাপাশি আইন লঙ্ঘন করলে হাসপাতালগুলির ওপর জরিমানা চাপাবে কমিশন।

৭. নোটবন্দির ক্ষতে প্রলেপ

২০১৭ সালের মার্চ মাসে পশ্চিমবঙ্গ সরকার ‘সমর্থন’ প্রকল্প চালু করেছে। যে সমস্ত শ্রমিক/কর্মচারী কেন্দ্রীয় সরকারের নোটবন্দির ফলে অন্য রাজ্য থেকে কাজ হারিয়ে ফিরে এসেছেন তাদের ৫০০০০ টাকার আর্থিক সাহায্য স্বরূপ এককালীন এই অনুদান দেওয়ার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হয়েছে।

৮. ভাইরাল ‘এক্সপিরিয়েন্স বেঙ্গল’

জানুয়ারী মাসে প্রকাশিত হয় পশ্চিমবঙ্গ পর্যটনের নতুন ভিডিও। সোশ্যাল মিডিয়া সাইটে বিপুল আলোড়ন ফেলে এই ভিডিও। প্রায় এক কোটি মানুষ এই ভিডিও দেখেছেন টুইটার, ফেসবুক, ইউটিউব সহ নানা সাইটে।

৯. বাণিজ্য সম্মেলনে লক্ষ্মী লাভ

তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় জানুয়ারী মাসে। প্রায় ৩০টি দেশ থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এই সম্মেলনে। ২ লক্ষ ৩৪ হাজার কোটি টাকার লগ্নি প্রস্তাব পায় রাজ্য এই সম্মেলনে।

১০. রসগোল্লা বাংলারই

দীর্ঘ লড়াইয়ের পর শেষ হাসি হাসল বাংলাই। রসগোল্লার জিআই ট্যাগ জিতে নিল পশ্চিমবঙ্গ।

১১. শীতলপাটি ও গোবিন্দভোগের আন্তর্জাতিক স্বীকৃতি

আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলার হস্তশিল্প। রাজ্যের শীতলপাটি স্বীকৃতি পে ইউনেস্কো থেকে। পাশাপাশি, বাংলার সুগন্ধি গোবিন্দভোগ চাল পায় জিআই ট্যাগ।

১২. ক্ষুদ্র ও মাঝারি শিল্পে এগিয়ে বাংলা

ক্ষুদ্র ও মাঝারি শিল্পে গত পাঁচ বছরে ব্যাঙ্ক থেকে সব থেকে বেশি ঋণ পেয়েছে বাংলা, যার পরিমাণ হল প্রায় ১৫ বিলিয়ন ডলার। এর পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা অনুসারেও পশ্চিমবঙ্গ দেশে দ্বিতীয় স্থানে। বাংলায় প্রায় ৩৭ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান আছে। প্রায় ৮৬ লক্ষ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রসঙ্গত এই ক্ষেত্রেও বাংলা দেশে দ্বিতীয় স্থানাধিকারী।

১৩. শৌচাগার নির্মাণে শীর্ষে বাংলা

অন্যান্য রাজ্যের তুলনায় শৌচাগার নির্মাণে সবথেকে এগিয়ে বাংলা। এর জন্য ইউনিসেফ-এর প্রশংসা কুড়িয়েছে রাজ্য সরকার।

১৪. পরিকাঠামো উন্নয়নে জোর

পরিকাঠামো উন্নয়নে ১২ হাজার কোটি টাকা খরচ করবে রাজ্য সরকার। ২০১৭-১৮ অর্থবর্ষের বাজেটে পরিকাঠামো উন্নয়নের জন্য ধার্য আর্থিক লক্ষ্যমাত্রা ছাপিয়ে রাজ্য সরকার এই অতিরিক্ত ১২ হাজার কোটি টাকার সংস্থান করতে পেরেছে। এর পাশাপাশি রাজ্য জুড়ে ১৮০০০ কিলোমিটার নতুন গ্রামীণ রাস্তার সূচনা করা হয় মুখ্যমন্ত্রীর হাতে।

১৫. মুখ্যমন্ত্রীর ইংল্যান্ড ও স্কটল্যান্ড সফর

লন্ডনে ভগিনী নিবেদিতার জন্মের সার্ধশতবর্ষ উদ্যাপন উপলক্ষে নিবেদিতার বাড়িতে স্মৃতিফলক উন্মোচনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। স্কটল্যান্ডের এডিনবরাতে শিল্প বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি বাংলায় লগ্নির আহ্বান জানান। তুলে ধরেন রাজ্যের শিল্প সম্ভাবনার নানা দিক।

১৬. হোরাসিস বৈঠক কলকাতায়

শিল্পের বিষয়ে সুইজারল্যান্ডের আন্তর্জাতিক ‘থিঙ্ক ট্যাঙ্ক’, হোরাসিস তাদের প্রথম এশিয়া সম্মেলন করে কলকাতায়। এই সম্মেলনে ৬৫টি দেশের ৩৫০র বেশী কর্পোরেট লিডাররা যোগ দেন, যারা প্রতিষ্ঠাতা, মালিক, ম্যানেজিং ডিরেক্টর, প্রেসিডেন্টের মত মর্যাদাসম্পন্ন। এই সম্মেলনে বাংলার মুখ্যমন্ত্রী বাংলায় বিনিয়োগের জন্য আহ্বান জানান শিল্পপতি ও শিল্পপ্রতিনিধিদের।

১৭. বাংলায় আসছে ইনফোসিস

বাংলায় বিনিয়োগ করছে তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস। জমির মালিকানা এবং ব্যবহারের ক্ষেত্রে ছাড় পেতে চলেছে দেশের অন্যতম সেরা তথ্যপ্রযুক্তি সংস্থাটি। ইনফোসিসকে পুরোপুরি ৫০ একর জমির মালিকানা (ফ্রি-হোল্ড) দেবে সরকার।

Sunderbans will become a district soon: Mamata Banerjee at Gosaba

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated a slew of projects for South 24 Parganas district. She also addressed a public meeting at Gosaba, where she declared Sunderbans will become a full-fledged district soon.

The CM said that the government is committed to developing the infrastructure in Sunderbans, and announced a new bridge will come up at Pathankhali. She also laid stress on home tourism in the region.

Highlights of the Chief Minister’s speech:

Fishermen are our assets. We are working for their welfare. They have been given identity cards already. District administration will work towards addressing their problems.

We have never taken any decision that will cause pain and suffering to common people, Dalits, tribals, poor and downtrodden or the minorities.

We have schemes for every phase of life – from birth till death. We distribute saplings (Sabuj Shree) when a baby is born. We have scholarships for students. We also provide financial assistance to the poor (Samabyathi) to help them cremate their near and dear ones.

We provide Sikshashree scholarships to SC/ST students. Kanyashree girls are our pride. Kanyashree is now a model for the world. For general students, we have Swami Vivekananda Merit Scholarship. We provide loans upto Rs 10 lakh to students from backward classes for pursuing higher education (Rs 20 lakh for pursuing studies outside India).

Farmers are our assets. They provide us with our food. We have taken a historic decision for their welfare and waived off all tax on agricultural land.

We provide rice at Rs 2/kg. Healthcare is free in Bengal. We have set up transit camps for pregnant women in districts. We have set up SNCU, SNSU, ITIs, polytechnic colleges. We have created 81 lakh employment in the last six years. About 2 lakh folk artists receive pension.

Despite the huge legacy of debt, we are fulfilling our social responsibilities. Ninety per cent people in the State receive direct benefits from the government. The government at Centre only gives bhashans. Our actions speak louder than words. We always fulfill the promises we make.

Bengal Government is always with the people. We have never taken any anti-people decision. The Centre had stopped the pension of 2.5 lakh people; we have allotted Rs 268 crore to provide them their pension.

We keep track of all incidents. Do not fall into the communal trap laid by BJP. They incite riots for political benefits. Riots are a threat to the society. It is easy to cause trouble but difficult to douse them. Be alert and keep track of strangers in your areas.

Bengal will show the way to the world. Our new generation will take our State to new heights of glory.

 

সুন্দরবন খুব শীঘ্রই পৃথক জেলা হবেঃ মুখ্যমন্ত্রী

দক্ষিণ ২৪ পরগনা জেলায় আজ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। গোসাবায় তিনি এক জনসভায় বক্তব্যও রাখেন। তিনি বলেন, সুন্দরবন খুব শীঘ্রই পৃথক জেলা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে।

তাঁর কথায়, সুন্দরবনের পরিকাঠামো উন্নয়ন করতে রাজ্য সরকার বদ্ধপরিকর। পাঠানখালিতে তৈরি হবে নতুন সেতু। এই অঞ্চলে হোম ট্যুরিসম পরিকাঠামো তৈরীতেও আগ্রহী সরকার।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

মৎস্যজীবীদের জন্য পরিচয়পত্র করে দিয়েছে রাজ্য সরকার, ওরা আমাদের সম্পদ।

মা-মাটি-মানুষের সরকার এই সাড়ে ছয় বছরে এমন কোন কাজ করেনি যাতে মানুষ দুঃখ পায়।এমন কোন কাজ আমরা করিনি যাতে গরীব মানুষের মনে হয় এই সরকার তাদের পক্ষে নয়।

আমাদের সরকার জন্ম (সবুজশ্রী) থেকে মৃত্যু (সমব্যাথি) পর্যন্ত প্রকল্প চালু করেছে। দিল্লিতে বিজেপির সরকার আছে। কোনওদিন গরীব মানুষের জন্য এরা কোন কাজ করে না।ওরা শুধু ভাষণ দিয়ে বেড়ায়।

ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ, প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই,খাতা,ব্যাগ,জুতো দেওয়া হচ্ছে।

মেয়েরা আমাদের ঘরের সম্পদ। তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চালু হয়েছে কন্যাশ্রী প্রকল্প যা আজ সারা পৃথিবীকে পথ দেখিয়েছে।

ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকাননদ স্কলারশিপ চালু করা হয়েছে। তপশিলি ও আদিবাসী ভাইবোনেরা দেশে উচ্চ শিক্ষার জন্য ১০ লক্ষ টাকা এবং বিদেশে উচ্চ শিক্ষার জন্য ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পায় সরকারের থেকে।

কৃষকরা আমাদের সম্পদ। বন্যায় তাদের ফসলের ক্ষতি হলে আমরা তাদের ক্ষতিপূরণ দিয়েছি। আমরা সব কৃষি জমির খাজনা মুকুব করে দিয়েছি। ২ লক্ষ শিল্পীকে পেনশন দেওয়া হচ্ছে।

৮ কোটি মানুষকে আমরা ২ টাকা কেজি দরে চাল দিই। বিনামূল্যে মানুষ চিকিৎসা পাচ্ছেন। SNCU, SNSU তৈরি হয়েছে। গর্ভবতী মহিলাদের জন্য ট্রানজিট ক্যাম্প তৈরি করা হয়েছে। পলিটেকনিক কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। বিনামূল্যে হার্ট অপারেশন হচ্ছে। কম খরচায় কিডনি ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে।

কোথাও একটা ছোট গণ্ডগোল হলেও তা আমার নজরে আসে, আমি প্রতিদিন খবর রাখি। কারো কোন কোথায় প্ররোচনায় কান দেবেন না। দাঙ্গা লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলা বিজেপির কাজ। দাঙ্গা দেশের শত্রু, জাতির শত্রু, বাংলার শত্রু, সকলের শত্রু। বাইরের অজানা লোককে এলাকায় ঢুকতে দেবেন না।

৬ বছরে আমরা ৮১ লক্ষ ছেলেমেয়েকে চাকরি দিয়েছি, ১০০ কোটি শ্রম দিবস তৈরি হয়েছে। ডায়মন্ড হারবারে মহিলা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে।

সিপিএমের করে যাওয়া ৪০ কোটি টাকার দেনা শোধ করেও আমরা ৯০ শতাংশ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিচ্ছি।

কেন্দ্রীয় সরকারের বঞ্চনার জন্য আড়াই লক্ষ মানুষ পেনশন পাচ্ছিলেন না, তাদের পেনশন দেওয়ার জন্য ২৬৮ কোটি টাকা দেবে রাজ্য সরকার।

মানুষ বিরোধী কাজ আমরা করব না এটুকু ভরসা রাখবেন।