Five schemes by Trinamool Government that have changed the lives of women in Bengal

After coming to power in 2011, the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government has brought about several measures for the safety and security of women.

Five key schemes are given below:

Kanyashree Scheme

It was started on October 1, 2013 with the inspiration of the Chief Minister to put an end to child marriages in the state.

More than 45 lakh girls from about 15,500 institutions – schools, madrasahs, colleges, universities including open universities, vocational training schools, and even sports training centres – have benefitted till now.

More than 5,000 girls have been provided training in self-defence.

In North 24 Parganas district, a special educational and self-awareness programme called Kanyashree Dishari (meaning ‘Kanyashree path-finders’) has been started, involving Kanyashree Scheme beneficiaries.

Many Kanyashree beneficiaries are being given training for getting scholarships and for skill development.

Swabalamban and Swabalamban Special

This scheme is being implemented through NGOs and private companies. It is meant to empower women on the fringes of society, including prostitutes, by training and placing them in quality jobs as well as training them to make things like food items so that they may set up independent business ventures.

The age group is from 18 to 35 years. The upper limit can be relaxed to 45 years.

Trained women have been successfully placed in Wow! Momo, Pantaloons, Kothari Hospital and other reputed organisations.

30 Kanyashree beneficiaries have been trained by Brainware as security personnel, of which 16 have been successfully placed.

As part of Swabalamban Scheme is Swabalamban Special, through which selected former sex workers are given stipend-inclusive training in making food items and other things so that they may set up businesses.

Also, as part of Swabalamban Special, 25 women have been successfully placed as junior artistes with television production houses.

Muktir Aalo

Muktir Aalo was inaugurated by Chief Minister Mamata Banerjee on September 4, 2015 to rehabilitate sex workers and trafficked women.

With the help of Women’s Interlink Foundation, 50 such women have been trained in training and making spices.

Commercial sex workers from the Munshiganj area of Khidderpore have been trained by the NGO, Divine Script Society – 12 in a recycled tyre products manufacturing unit and 12 placed in placed at self-manned kiosks.

Sabla (for adolescent girls, that is, those between 11 and 18 years)

Through the Sabla Scheme, adolescent girls are being equipped with life skills training in the districts of Cooch Behar, Jalpaiguri, Alipurduar, Malda, Nadia, Kolkata and Purulia on a pilot basis since July 2011 – 29,444 anganwadi centres (AWC) have been set up in 141 ICDS projects.

12.72 lakh adolescent girls have received the benefits of the Sabla Scheme SABLA and have been equipped with life skills and knowledge on family welfare, health and hygiene, information and guidance on existing public services

About 1.6 lakh out-of-school adolescent girls received supplementary nutrition

School dropout among adolescent girls declined from 2.8 lakhs during 2010-11 to 92,000 during 2016-17.

About 41,000 girls aged 16-18 years were trained through NGOs/VTPs in different trades like beautician,handicrafts, knitting, printing and dying, and food processing during the last six years in all the districts.

In convergence with Kanyashree Scheme during financial year 2015-16, Sabla has been able to provide supplementary nutrition plans (SNP) to about 98,820 Kanyashree beneficiaries during the last two years.

About 1,600 out-of-school girls were re-admitted to the formal and informal education system and 50 per cent of them were linked with the Kanyashree Scheme.

Ruposhree Scheme

Continuing on the path of empowerment for women, during the presentation of the Budget in 2018, a new scheme was launched – Ruposhree.

Through this scheme, the State Government would stand beside families which are too poor to arrange for the weddings of their daughters. For all families in Bengal whose annual income is less than Rs 1.5 lakh, the government would provide a one-time grant of Rs 25,000 in lieu of the marriage expenses, provided the girl gets married after crossing the age of 18.

Rs 1,500 crore has been allotted for this scheme, through which 6 lakh families are expected to be benefitted.
The forms for enrolling in this scheme would be available from the BDO offices from March 30.

 

নারী ক্ষমতায়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী পাঁচটি প্রকল্প

২০১১ সালে ক্ষমতায় আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার। তারপর থেকে প্রতি ক্ষেত্রে বাংলা এগিয়ে চলেছে উল্লেখযোগ্য ভাবে। নারীদের ওপর অপরাধ দেশের অন্যান্য অঞ্চলে যেখানে বেড়েই চলেছে, সেখানে এ রাজ্যে সরকার নারীদের উন্নয়নে নিয়েছে অসাধারন প্রকল্প সমুহ। এবং এই সকল প্রকল্পগুলির অসাধারন সাফল্যও মাত্র এই ছ’বছরেই দেখা গেছে।

নারী কল্যাণ দপ্তরের গত ছয় বছরের সাফল্য:

১. কন্যাশ্রী প্রকল্প

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ২০১৩ সালের ১লা অক্টোবর এই প্রকল্প চালু হয়। এই প্রকল্পের উদ্দেশ্য বাল্যবিবাহ রোধ করা

রাজ্যের প্রতি অঞ্চলের প্রায় ১৫,৫০০ প্রতিষ্ঠান – প্রথা বহির্ভূত বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ, মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বিশ্ব বিদ্যালয় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, শিল্প প্রশিক্ষণ, এমনকি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় ৪৫লক্ষ কিশোরীকে এই প্রকল্পের অধীনে আনা হয়েছে।

৫০০০-এরও বেশী মেয়েকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

কন্যাশ্রী দিশারি’ নামে উত্তর ২৪ পরগনা জেলায় কন্যাশ্রী প্রকল্পভুক্ত মেয়েদের একটি বিশেষ শিক্ষামূলক এবং সচেতনতামূলক প্রচার কর্মসূচী চালু করা হয়েছে।

বহু সংখ্যক কন্যাশ্রী প্রকল্পভুক্ত মেয়েকে বৃত্তিমূলক এবং অন্যান্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

২. স্বাবলম্বন ও স্বাবলম্বন স্পেশ্যাল প্রকল্প

স্বাবলম্বন প্রকল্পটি বেসরকারি সংস্থা (এনজিও) অথবা কোম্পানির মাধ্যমে রূপায়িত হচ্ছে। স্বাবলম্বন সমাজের প্রান্তিক, অসহায় মহিলা, নারীপ্রচার চক্র থেকে উদ্ধার হওয়া মহিলা, যৌনকর্মী, রূপান্তরকামী সম্প্রদায় এবং ১৮ থেকে ৩৫ বছর বয়সী ও নৈতিক বিপদের সম্মুখীন মহিলাদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিচ্ছে। প্রয়োজনে অবশ্য বয়স ৪৫বছর পর্যন্ত শিথিলযোগ্য

প্রশিক্ষণ প্রাপকেরা ওয়াও মোমো, প্যান্টালুন্স, কোঠারি, অউ বোঁ পে প্রভৃতি বিভিন্ন প্রখ্যাত বিপণিতে সফলভাবে কাজ করছেন।

৩০ জন কন্যাশ্রী মেয়েকে ব্রেইনওয়্যার-এর ব্যবস্থাপনায় এই স্বাবলম্বন প্রকল্পের অধীন আনআর্মড সিকিউরিটি গার্ড-এর প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাদের মধ্যে ১৬জন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত।

বর্তমানে চালু থাকা স্বাবলম্বন প্রকল্পের অধীন আর একটি প্রকল্প হল স্বাবলম্বন স্পেশ্যাল, যার উদ্দেশ্যে কলকাতা অঞ্চলের যৌনকর্মী এবং তাদের ঝুঁকি-নির্ভর সন্তানদের বিকল্প জীবিকার মাধ্যমে সমাজের মূলস্রোতে নিয়ে আসতে বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা।

স্বাবলম্বন স্পেশ্যাল প্রকল্পের ২৫ জন সুবিধাপ্রাপক ইতিমধ্যে ‘জুনিয়র আর্টিস্ট’ হিসেবে অভিনয়ে প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন টেলিভিশন প্রোডাকশন হাউসের টেলিসিরিয়াল প্রোডাকশনের নানা কর্মকাণ্ডের প্রশিক্ষণ নিয়েছে (গোল ইন্ডিয়া নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় তিন মাসের এক প্রশিক্ষণ কর্মসূচীর মাধ্যমে)। তারা সকলেই বিভিন্ন টেলি-হাউসের কাজে যোগদান করেছেন।

৩. মুক্তির আলো

২০১৫ সালের ৪ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী কর্তৃক যৌনকর্মী ও পাচার থেকে উদ্ধার হওয়া মেয়েদের পুনর্বাসনের এই প্রকল্প চালু হয়।

উইমেন্স ইন্টারলিংক ফাউন্ডেশন-এর সহায়তায় ৫০ জনকে ব্লক প্রিন্টিং এবং মশ্লা গুঁড়ো করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

কলকাতার মুনশিগঞ্জ নিষিদ্ধ এলাকার ২৬জন পেশাদার যৌনকর্মীকে ডিভাইন স্ক্রিপ্ট সোসাইটি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় ‘টায়ারজাত দ্রব্যাদির পুনর্ব্যবহার’ এবং ‘ক্যাফেটেরিয়া পরিচালনা’-র প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদের মধ্যে ১২ জন স্ব-পরিচালিত কিয়স্ক-এ কাজ করছেন।

৪. কিশোরী মেয়েদের প্রকল্প (সবলা)

২০১১ সালের জুলাই মাস থেকে রাজ্যের সাতটি জেলা- কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, নদীয়া, কলকাতা এবং পুরুলিয়ায় পাইলট ভিত্তিতে ১৪১টি আইসিডিএস প্রজেক্ট থেকে ২৯৪৪৪টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সবলা প্রকল্পটি চলছে কিশোরী মেয়েদের জন্য (যার উদ্দেশ্যে ১১-১৮বছর বয়সী মেয়েদের পুষ্টিগত ও স্বাস্থ্যগত অবস্থার উন্নতি এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে তোলা)।

১১-১৮ বছর বয়সী ১২.৭২ লক্ষ কিশোরী মেয়ে সবলা প্রকল্পের মাধ্যমে সুবিধা পাচ্ছে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন এবং পরিবার কল্যাণ, স্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে জ্ঞান অর্জন, বর্তমান পরিষেবাগুলি সম্পর্কে তথ্য ও নির্দেশ পাচ্ছে।

প্রায় ১.৬ লক্ষ বিদ্যালয়-বহির্ভূত কিশোরী মেয়ে পরিপূরক পুষ্টি পাচ্ছে।

কিশোরী মেয়েদের মধ্যে বিদ্যালয় ছুটের সংখ্যা ২০১০-১১ সালে ২.৮লক্ষ থেকে কমে ২০১৬-১৭ সালে হয়েছে ৯২০০০।

গত ছয় বছরে বিভিন্ন জেলায় প্রায় ৪১ হাজার বিদ্যালয় বহির্ভূত কিশোরী মেয়ে যাদের বয়স ১৬ থেকে ১৮, বিভিন্ন বেসরকারি সংস্থা/স্বেচ্ছাসেবী প্রশিক্ষিত ব্যক্তিদের (ভিটিপিএস) মাধ্যমে বিউটিশিয়ান, হস্তশিল্প, সেলাই, ছাপাখানা এবং ডাইং, খাদ্য প্রক্রিয়াকরণ-এর মতো বিভিন্ন পেশার বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

২০১৫-১৬ অর্থবর্ষে কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সবলা ৯৮,৮২০ জন কন্যাশ্রী প্রকল্পের আওতাভুক্ত মেয়েকে সবলা দ্বারা পরিপূরক পুষ্টি কর্মসূচী (এসএনপি) প্রদান করা হয়েছে।

প্রায় ১৬০০ বিদ্যালয় বহির্ভূত মেয়ে প্রথাগত/প্রথাবহির্ভূত শিক্ষা ব্যবস্থায় পুনরায় যুক্ত (ভর্তি) হয়েছে এবং এদের মধ্যে ৫০শতাংশই কন্যাশ্রী প্রকল্পের আওতায় আছে।

৫. রূপশ্রী প্রকল্প

২০১৮-১৯ সালের রাজ্য বাজেটে ঘোষণা করা হয় এক নতুন প্রকল্পের। মাননীয়া মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্পের নাম ‘রূপশ্রী’।

অনেক গরীব পরিবার মেয়ের বিবাহের খরচ জোগাড় করতে অসুবিধায় পড়েন। রাজ্য সরকার সেইসব অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের ভার লাঘব করতে অঙ্গীকারবদ্ধ।

যে সকল পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম তাদের মেয়েদের ১৮ বছর বয়সের পর বিবাহ হলে আরও একাকালীন ২৫০০০ টাকা সহায়তা পাবে।

এই প্রকল্পের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল। এর মাধ্যমে ৬ লক্ষ পরিবার উপকৃত হবে।

এই জন্য স্থানীয় বিডিও অফিস থেকে ৩০শে মার্চ থেকে ফর্ম পাওয়া যাবে।

 

Welfare schemes for women – Bengal shows the way

In the last six and a half years, the Bengal Government has been committed to the welfare and development of women and children. From prevention of child marriages to rehabilitation of trafficked girls, steps have been taken aplenty by the government for social upliftment of women.

Here are some notable schemes launched by the Bengal Government for the welfare of women:

KANYASHREE SCHEME

This brainchild of Chief Minister Mamata Banerjee was launched on October 1, 2013. The scheme for girls aims to curb child marriage through education. Recently the scholarship scheme was extended to those enrolled in post-graduation courses.

Achievements

· Bringing 40 lakh adolescent girls under its fold, covering over 15,500 institutions in every corner of the state – in formal schools, madrasahs, colleges, open schools, universities, institutes of vocational training, industrial training, and even sports institutes

· Training over 5,000 girls in self-defence techniques

· Implementing Kanyashree Dishari – a special educational and awareness exposure visit of Kanyashree-enrolled girls in North 24 Parganas district

· Providing vocational and other skill development training

· Implementing Kanyashree Swabalambi Scheme – skill development, communication and other personality training programmes for Kanyashree-enrolled girls, to make them self-sufficient with respect to making a living

· Awards received till date

A. United Nations Public Service Award for winning the first prize in the South Asia category
B. West Bengal Chief Minister’s Award for Empowerment of Girls, 2014
C. Manthan Award for Digital Inclusion for Development, 2014
D. National E-governance Award 2014-2015 awarded by the Government of India
E. Skoch Award and Order of Merit 2015 for Smart Governance
F. CSI-Nihilent Award for E-governance, 2014-15
G. United Nations WSIS Prize 2016 Champion in e-Government Category
H. Finalist in GEMTech Awards 2016 hosted by UNWOMEN and ITU

SWABALAMBAN

Implemented through with NGOs and companies, Swabalamban Scheme imparts vocational training to socially marginalised and distressed women, victims of trafficking, sex workers, members of the transgender community, and women in moral danger in the age group of 18-35 years. If necessary, the upper age limit for such categories of women is relaxed by up to 45 years.

Achievements

· Successfully placing beneficiaries at different renowned outlets like Wow Momo, Pantaloons, etc

· Training 30 Kanyashree-enrolled girls by Brainware for the role of unarmed security guards, of which 16 were placed in different organisations

MUKTIR ALO

Launched by the Chief Minister September 4, 2015, Muktir Alo is a scheme for rehabilitation of sex workers and trafficked victims.

Achievements

· Training 50 victims of human trafficking in block printing and spice grinding with the help of Women’s Interlink Foundation

· Training 26 commercial sex workers of Munsiganj red light area in Kolkata in the manufacturing of recycled tyre products and in cafeteria management, in collaboration with an NGO, Divine Script Society; 12 were placed in each category

SWABALAMBAN SPECIAL

Swabalamban Special was launched under the existing Swabalmban Scheme for providing vocational training to sex workers and their vulnerable children in Kolkata, with the aim of creating alternate means of livelihood and integrating them with mainstream society.

Achievements

· Training 25 beneficiaries on acting (for employment as well as junior artistes) as well as in activities related to production of television serials (for employment in production houses) through a three-month training program by an NGO, GOAL India, all of whom were absorbed successfully

SCHEME FOR ADOLESCENT GIRLS (SABLA)

The SABLA Scheme for adolescent girls (which aims to improve nutritional and health status of girls between 11 and 18 years and equip them with life skills training) is being implemented on a pilot basis in seven districts, viz., Cooch Behar, Jalpaiguri, Alipurduar, Malda, Nadia, Kolkata and Purulia.

Achievements

Providing 12.72 lakh adolescent girls (11-18 years) benefits of SABLA, equipping them with
life skills and knowledge on family welfare, health and hygiene, information and guidance on existing public services

Providing supplementary nutrition to 1.6 Lakh out-of-school adolescent girls

Reducing school dropout among adolescent from 2.8 lakh in 2010-11 to 92,000 in 2016-17

Giving vocational training to 41,000 out-of-school adolescent girls aged 16-18 years through NGOs/VTPs in beauty treatments, handicrafts, knitting, printing and dying, and food processing in all the districts

Bringing 98,000 girls during the last two years under Supplementary Nutrition Programme (SNP), in convergence with Kanyashree Scheme

Re-admitting 1,600 out-of-school girls to the formal and informal education systems and linking 50 per cent of them with the benefits of Kanyashree Scheme.

 

নারী ও শিশু কল্যাণে দিশারী বাংলা

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিটি ক্ষেত্রে বাংলা এগিয়ে চলেছে উল্লেখযোগ্য ভাবে।

একদিকে সারা দেশে নারী ও শিশু বিরুদ্ধে অপরাধ যেখানে বেড়েই চলেছে, সেখানে এ রাজ্যে সরকার নারী ও শিশুদের উন্নয়নে শুরু করেছে একগুচ্ছ প্রকল্প। এই প্রকল্পগুলির সাফল্যও এই ছ’বছরে হাতেনাতেই পাওয়া গেছে।

গত ছয় বছরে নারী ও শিশু কল্যাণ দপ্তরেরর উল্লেখযোগ্য সাফল্য:

১. কন্যাশ্রী প্রকল্প

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ২০১৩ সালের ১লা অক্টোবর এই প্রকল্প চালু হয়। এই প্রকল্পের উদ্দেশ্য বাল্যবিবাহ রোধ করা

· রাজ্যের প্রতি অঞ্চলের প্রায় ১৫,৫০০ প্রতিষ্ঠান – প্রথা বহির্ভূত বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ, মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বিশ্ব বিদ্যালয় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, শিল্প প্রশিক্ষণ, এমনকি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় ৪০লক্ষ কিশোরীকে এই প্রকল্পের অধীনে আনা হয়েছে।

· ৫০০০-এরও বেশী মেয়েকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

· ‘কন্যাশ্রী দিশারি’ নামে উত্তর ২৪ পরগনা জেলায় কন্যাশ্রী প্রকল্পভুক্ত মেয়েদের একটি বিশেষ শিক্ষামূলক এবং সচেতনতামূলক প্রচার কর্মসূচী চালু করা হয়েছে।

· বহু সংখ্যক কন্যাশ্রী প্রকল্পভুক্ত মেয়েকে বৃত্তিমূলক এবং অন্যান্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

· আজ পর্যন্ত কন্যাশ্রী প্রকল্পটি যে যে পুরস্কার অর্জন করেছেঃ-

নারী ক্ষমতায়নের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কর্তৃক প্রদত্ত পুরস্কার, ২০১৪

ই-উইমেন অ্যান্ড এমপাওয়ারমেন্টের বিভাগে মন্থন অ্যাওয়ার্ড ফর ডিজিটাল ইনক্লুসন ফর ডেভেলপমেন্ট (সাউথ এশিয়া অ্যান্ড এশিয়া প্যাসিফিক) ২০১৪

ভারত সরকারের প্রশাসনিক সংস্কার এবং জন-অভিযোগ দপ্তর কর্তৃক প্রদত্ত জাতীয় ই-গভর্ন্যান্স পুরস্কার ২০১৪-১৫

স্মার্ট গভর্ন্যান্সের জন্য স্কচ উইনার অ্যাওয়ার্ড এবং অ্যাওয়ার্ড অফ মেরিট ২০১৫

ই-গভর্ন্যান্সের জন্য সিএসআই নিহিলেন্ট অ্যাওয়ার্ড ২০১৪-১৫

ই-গভর্মেন্ট ক্যাটেগরিতে ইউনাইটেড নেশনস ডব্লিউএসআইএস পুরস্কার ২০১৬ চ্যাম্পিয়ন (ডব্লিউএসআইএস অ্যাকশন লাইন সি-৭)

ইউএনডব্লিউএমইএন অ্যান্ড আইটি ইউ প্রদত্ত ফাইনালিস্ট ইন জেমটেক (GEM Tech) পুরস্কার ২০১৬
২. স্বাবলম্বন প্রকল্প

এই প্রকল্পটি বেসরকারি সংস্থা (এনজিও) অথবা কোম্পানির মাধ্যমে রূপায়িত হচ্ছে। স্বাবলম্বন সমাজের প্রান্তিক, অসহায় মহিলা, নারীপ্রচার চক্র থেকে উদ্ধার হওয়া মহিলা, যৌনকর্মী, রূপান্তরকামী সম্প্রদায় এবং ১৮ থেকে ৩৫ বছর বয়সী ও নৈতিক বিপদের সম্মুখীন মহিলাদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিচ্ছে। প্রয়োজনে অবশ্য বয়স ৪৫বছর পর্যন্ত শিথিলযোগ্য।

· প্রশিক্ষণ প্রাপকেরা ওয়াও মোমো, প্যান্টালুন্স, কোঠারি, অউ বোঁ পে প্রভৃতি বিভিন্ন প্রখ্যাত বিপণিতে সফলভাবে কাজ করছেন।

· ৩০ জন কন্যাশ্রী মেয়েকে ব্রেইনওয়্যার-এর ব্যবস্থাপনায় এই স্বাবলম্বন প্রকল্পের অধীন আনআর্মড সিকিউরিটি গার্ড-এর প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাদের মধ্যে ১৬জন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত।
৩. মুক্তির আলো

২০১৫ সালের ৪ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী কর্তৃক যৌনকর্মী ও পাচার থেকে উদ্ধার হওয়া মেয়েদের পুনর্বাসনের এই প্রকল্প চালু হয়।

· উইমেন্স ইন্টারলিংক ফাউন্ডেশন-এর সহায়তায় ৫০ জনকে ব্লক প্রিন্টিং এবং মশ্লা গুঁড়ো করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

· কলকাতার মুনশিগঞ্জ নিষিদ্ধ এলাকার ২৬জন পেশাদার যৌনকর্মীকে ডিভাইন স্ক্রিপ্ট সোসাইটি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় ‘টায়ারজাত দ্রব্যাদির পুনর্ব্যবহার’ এবং ‘ক্যাফেটেরিয়া পরিচালনা’-র প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদের মধ্যে ১২ জন স্ব-পরিচালিত কিয়স্ক-এ কাজ করছেন।
৪. স্বাবলম্বন স্পেশ্যাল

· বর্তমানে চালু থাকা স্বাবলম্বন প্রকল্পের অধীন আর একটি প্রকল্প হল স্বাবলম্বন স্পেশ্যাল, যার উদ্দেশ্যে কলকাতা অঞ্চলের যৌনকর্মী এবং তাদের ঝুঁকি-নির্ভর সন্তানদের বিকল্প জীবিকার মাধ্যমে সমাজের মূলস্রোতে নিয়ে আসতে বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা।

· এই প্রকল্পের ২৫ জন সুবিধাপ্রাপক ইতিমধ্যে ‘জুনিয়র আর্টিস্ট’ হিসেবে অভিনয়ে প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন টেলিভিশন প্রোডাকশন হাউসের টেলিসিরিয়াল প্রোডাকশনের নানা কর্মকাণ্ডের প্রশিক্ষণ নিয়েছে (গোল ইন্ডিয়া নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় তিন মাসের এক প্রশিক্ষণ কর্মসূচীর মাধ্যমে)। তারা সকলেই বিভিন্ন টেলি-হাউসের কাজে যোগদান করেছেন।
৫. কিশোরী মেয়েদের প্রকল্প (সবলা)

২০১১ সালের জুলাই মাস থেকে রাজ্যের সাতটি জেলা- কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, নদীয়া, কলকাতা এবং পুরুলিয়ায় পাইলট ভিত্তিতে ১৪১টি আইসিডিএস প্রজেক্ট থেকে ২৯৪৪৪টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সবলা প্রকল্পটি চলছে কিশোরী মেয়েদের জন্য (যার উদ্দেশ্যে ১১-১৮বছর বয়সী মেয়েদের পুষ্টিগত ও স্বাস্থ্যগত অবস্থার উন্নতি এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে তোলা)।

· ১১-১৮ বছর বয়সী ১২.৭২ লক্ষ কিশোরী মেয়ে সবলা প্রকল্পের মাধ্যমে সুবিধা পাচ্ছে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন এবং পরিবার কল্যাণ, স্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে জ্ঞান অর্জন, বর্তমান পরিষেবাগুলি সম্পর্কে তথ্য ও নির্দেশ পাচ্ছে।

· প্রায় ১.৬ লক্ষ বিদ্যালয়-বহির্ভূত কিশোরী মেয়ে পরিপূরক পুষ্টি পাচ্ছে।

· কিশোরী মেয়েদের মধ্যে বিদ্যালয় ছুটের সংখ্যা ২০১০-১১ সালে ২.৮লক্ষ থেকে কমে ২০১৬-১৭ সালে হয়েছে ৯২০০০।

· গত ছয় বছরে বিভিন্ন জেলায় প্রায় ৪১ হাজার বিদ্যালয় বহির্ভূত কিশোরী মেয়ে যাদের বয়স ১৬ থেকে ১৮, বিভিন্ন বেসরকারি সংস্থা/স্বেচ্ছাসেবী প্রশিক্ষিত ব্যক্তিদের (ভিটিপিএস) মাধ্যমে বিউটিশিয়ান, হস্তশিল্প, সেলাই, ছাপাখানা এবং ডাইং, খাদ্য প্রক্রিয়াকরণ-এর মতো বিভিন্ন পেশার বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

· ২০১৫-১৬ অর্থবর্ষে কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সবলা ৯৮,৮২০ জন কন্যাশ্রী প্রকল্পের আওতাভুক্ত মেয়েকে সবলা দ্বারা পরিপূরক পুষ্টি কর্মসূচী (এসএনপি) প্রদান করা হয়েছে।

· প্রায় ১৬০০ বিদ্যালয় বহির্ভূত মেয়ে প্রথাগত/প্রথাবহির্ভূত শিক্ষা ব্যবস্থায় পুনরায় যুক্ত (ভর্তি) হয়েছে এবং এদের মধ্যে ৫০শতাংশই কন্যাশ্রী প্রকল্পের আওতায় আছে।

Film on Kanyashree Scheme earns praise at KIFF

After all the international honours, now a short film on the Kanyashree Scheme has become a big hit at the 23rd Kolkata International Film Festival (KIFF). It was screened on November 13.

The 15-minute film – Kanyashree Samman – projects the struggle of 15 young girls from Howrah against adverse circumstances and financial constraints. It has been directed by Mallika Roychowdhury.

A brainchild of Mamata Banerjee, the Kanyashree Prakalpa, launched in 2013, is a cash transfer scheme aimed at retaining girls in schools and preventing their early marriage. In July 2017, Kanyashree Prakalpa won the first prize at United Nations Public Service Awards in Hague.

 

চলচ্চিত্র উৎসবেও কন্যাশ্রীর জয়জয়কার, ভিড় বিদেশী দর্শকদের

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের কন্যাশ্রী প্রকল্প সারা পৃথিবীতে প্রশংসিত। রাষ্ট্রসংঘের কাছ থেকে তিনি স্বয়ং ‘পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড’ পেয়েছেন।  এই বিষয় নিয়ে যদি কোনও তথ্যচিত্র বানানো হয়, নিঃসন্দেহে সেটি মানুষের মধ্যে আগ্রহের সৃষ্টি করবে।

অমিত ব্যানার্জি এবং মল্লিকা রায় চৌধুরীর পরিচালনায় তাই ‘কন্যাশ্রী সম্মান’ একটি স্বার্থক তথ্যচিত্র হয়ে উঠল, যা দেখানো হল শিশির মঞ্চে। এদের মধ্যে একজন চিত্র সাংবাদিক।

অডিও ভিস্যুয়ালে যাদের টেস্টিমনি নেওয়া হয়েছে, সবাই হাওড়ার বাসিন্দা। গরীব ঘরের কিশোরী কন্যারা যখন একের পর এক বলে যাচ্ছে কীভাবে তাঁরা এই প্রকল্পের সাহায্য পেয়ে উপকৃত হয়েছে, তখন বলতেই হয় এত কন্যা এই বাংলায় কন্যাশ্রী প্রকল্পের ফলে পড়াশোনা করে বড় হয়ে ভালো ফলাফল করবে।

Source: Khabar 365 Din

 

Kanyashree Scheme inspires themes at Durga Puja pandals 

The Kanyashree Scheme, which recently won the United Nations Public Service Award for its huge success in promoting education and empowerment for girl children and preventing child marriage, has inspired Durga Puja organisers across the State to adopt it as their themes for lighting and decorations at the pandals this year.

This will enable the further spread of the knowledge of and benefits from the scheme, and expansion of the various collateral social advantages that are helping in overcoming ills, many of which have become woven into the social and cultural fabric of the country, not just the State.

While searching for positive themes, many Puja organisers in Kolkata and the districts chose the Kanyashree Scheme. It will be used in various ways, both in the lighting and decoration that adorn the pandals during the Puja, which is a major attraction for visitors from outside the State as well. Thousands of people will now get to know the different aspects of the scheme, leading to its replication in other areas.

Not just Kanyashree, but other schemes and programmes like Sabuj Sathi, Shishu Sathi and Safe Drive Save Life are also being planned as themes for decorations and lighting during Durga Puja this year.

This is being actively encouraged by the State Government. It wants to spread information about its award-winning schemes and programmes to the farthest corners of the State and beyond.

For the famous lighting artistes from Chandannagar, and the pandal decorators from other places, these new themes are a welcome challenge. According to some, the organisers of Sreebhumi Sporting Club, Baranagar Lowland, Budge Budge DN Ghosh Road and a club from Howrah have already decided on the Kanyashree Scheme as a theme. Ten more clubs from Kolkata have shown interest, they said.

A sample of the lighting skills is likely to be on display during the Kanyashree Utsav programme at Netaji Indoor Stadium on July 28, the lighting artistes added.

Source: Bartaman

 

এবার পুজোর আলোয় মমতার হাতে বিশ্বসেরা কন্যাশ্রী সম্মান

রাষ্ট্রসংঘের একটি অনুষ্ঠানে ৬৩টি দেশের মধ্যে জনপরিষেবার জন্য মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘কন্যাশ্রী’ সেরার পুরস্কার আদায় করে নিয়েছে। মুখ্যমন্ত্রী নিজের হাতে সেই পুরস্কার নিয়েছেন। তার পরেই শুধু দলীয় স্তরে প্রচারই নয়, আসন্ন দুর্গাপুজোতে কলকাতার নামী পুজোগুলিতে সবুজসাথি, শিশুসাথি, সেফ ড্রাইভ, সেভ লাইফসহ রাজ্য সরকারি প্রকল্পগুলিকে ছাপিয়ে গিয়েছে ‘কন্যাশ্রী’র চাহিদা।

রাষ্ট্রসংঘের অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রীর পুরস্কার নেওয়ার মুহূর্তকে প্রায় ২০ হাজার এলইডি দিয়ে ৮ ফুট বাই ১২ ফুটের একটি নীল-সাদা ও সবুজ আলোর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন চন্দননগরের বিখ্যাত আলোকশিল্পী বাবু পাল।

বাবু বাবু বলেন, প্রতি বছর দুর্গাপুজোয় চন্দননগরের আলো মানেই নতুন চমক। যা দেখার জন্য পুজোর কয়েকটা দিন দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষ কলকাতায় হাজির হন। তাই মুখ্যমন্ত্রীর ‘কন্যাশ্রী’ নিয়ে এই সাফল্যকে আলোর মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য খবরটা শোনার পর থেকেই চিন্তাভাবনা শুরু করেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় দি হেগ শহরে পুরস্কার নিতে যাওয়ার আগেই আমরা এলইডির মাধ্যমে তাঁর ছবি আলোর বোর্ডে মকশো করে রেখেছিলাম। পুরস্কার নেওয়ার দৃশ্য দেখার পর থেকেই আমরা তা বোর্ডে ফুটিয়ে তোলার কাজ শুরু করি। ইতিমধ্যেই আমরা একটি বোর্ড সাজিয়ে তোলার কাজ শেষ করেছি। সামনে বিশ্ববাংলার প্রতীক গোলকটিকে রেখে মুখ্যমন্ত্রীর কন্যাশ্রীর জন্য রাষ্ট্রসংঘের অনুষ্ঠানে পুরস্কার প্রদানের দৃশ্যটি আলোর মাধ্যমে ফুটিয়ে তুলেছি।

আলোকশিল্পী আরও বলেন, ২৫ জুলাই নেতাজি ইনডোর স্টেডিয়ামে কন্যাশ্রী উৎসবেও কন্যাশ্রীদের স্কুলে যাওয়া, প্রতিবেশীদের স্কুলে যেতে উৎসাহদানসহ আরও কিছু কর্মসূচি আলোর মাধ্যমে তুলে ধরা হবে।

 

 

Kanyashree – Transforming lives of girls in Bengal

The Bengal Government’s landmark Kanyashree Scheme won the prestigious UN Public Service Award. Chief Minister Mamata Banerjee received the award at UN Public Service Day celebrations at The Hague on 23 June.

Chief Minister Mamata Banerjee launched the scheme on October 1, 2013. From 2014 onwards, August 14 has been celebrated as Kanyashree Dibas.

Kanyashree Prakalpa is a peerless initiative by the West Bengal Government. It is the State’s flagship project for the girl child. Nearly 40 lakh girls have been brought under this scheme. The scheme was introduced to arrest the drop-out rate in schools and prevent early marriage among girl students.

The scheme is end-to-end IT-enabled and completely transparent, and hence easily accessible to beneficiaries. The popularity of the scheme has grown manifold since its inception due to this ease of access and focus on empowering young girl and building their confidence and self-esteem.

The scheme has garnered recognitions at major international and national forums. The scheme was represented as one of the ‘best practices’ at the Girl Summit 2014, organised by Department for International Development, UK and UNICEF in London in July 2014.

It has also received the Manthan Award 2014 for e-governance in the category of ‘Women and Empowerment’ covering South Asia and Asia Pacific region. At the national level, it won a silver prize in the National Award for e-Governance 2014-15 under the category of ‘Outstanding Performance in Citizen-Centric Service.’

 

মেয়েদের উন্নয়নে বাংলার যুগান্তকারী প্রকল্প ‘কন্যাশ্রী’

পশ্চিমবঙ্গ সরকারের একটি যুগান্তকারী প্রকল্প হল ‘কন্যাশ্রী’ প্রকল্প। প্রায় ৪০ লক্ষ মেয়েদের এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এর ফলে কমেছে স্কুলছুটের সংখ্যা, কমানো গেছে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার প্রবণতাও।

শুধু স্বনির্ভর করাই লক্ষ্য নয়। সবদিক থেকেই পারদর্শী হবে কন্যাশ্রীর কন্যারা। পিছিয়ে থাকবে না খেলাধূলা থেকেও।

কন্যাশ্রীর সাফল্যের জন্য ইউকে এবং ইউনিসেফের আন্তর্জাতিক উন্নয়ন দফতর আয়োজিত ‘গার্ল সামিট’-এ সেরা নির্বাচিত হয়েছে কন্যাশ্রী। মন্থন পুরস্কারও পেয়েছে এই প্রকল্প। রাষ্ট্রসংঘের তরফে বাংলাকে দেওয়া হয়েছে পাবলিক সার্ভিস আওয়ার্ডে ফার্স্ট প্রাইজ। ৬৩টি দেশের ৫৫২ প্রকল্পকে হারিয়ে প্রথম স্থান পেয়েছে বাংলার কন্যাশ্রী।

১৪ই আগস্ট রাজ্য সরকার কন্যাশ্রী দিবস হিসেবে পালন করে। প্রতি বছর এই দিনটি পালন করে রাজ্য সরকার।

Kanyashree: Empowering girls in Bengal

On the International Day of the Girl Child, Bengal Chief Minister Mamata Banerjee sent her best wishes to all the Kanyashree girls. “Girls are our assets. They are our future,” her message said.

Mamata Banerjee led Trinamool Congress Government had launched a scheme “Kanyashree” for the upliftment of girl child in 2013. Since then August 14 has been celebrated as Kanyashree Dibas.

The scheme aims to promote higher education and secure the future of our girl child and transform them to responsible women of tomorrow. So far 22 lakh girls have been registered under the scheme.

Earlier girls enrolled in Class VIII – XII in schools used to receive an annual scholarship of Rs 500. The scholarship amount was increased to Rs 750 from FY 2015-16. One-time grant of Rs 25000 is provided to each of the unmarried girl student on attaining 18 years of age.

UNICEF has partnered West Bengal Government after scanning the feasibility of the scheme. Department for International Development, United Kingdom and UNICEF selected the scheme for presentation at the ‘Girl Summit 2014’ held at London. West Bengal government won the Silver Medal for the “Kanyasshree Prakalpo” in the Category of “Outstanding Service in Citizen-Centric Service.”

The mission of West Bengal Government is to proactively encourage education among girl child.

 

 

আন্তর্জাতিক কন্যাদিবসে কন্যাশ্রীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আজ আন্তর্জাতিক কন্যাদিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সব কন্যাশ্রীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘মেয়েরাই আমাদের সম্পদ, তারাই দেশের ভবিষ্যৎ’।

মমতা ব্যানার্জী নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার ২০১৩ সালে কন্যা সন্তানদের জন্য ‘কন্যাশ্রী’ প্রকল্প চালু করেন। প্রতি বছর ১৪ আগস্ট ‘কন্যাশ্রী দিবস’ উদযাপন করে রাজ্য সরকার।

মেয়েদের উচ্চ শিক্ষা এবং তাদের ভবিষ্যৎ নিরাপদ ও সুনিশ্চিত করতে রাজ্য সরকারের এই প্রয়াস। এখনও পর্যন্ত ২২ লাখ কন্যা সন্তান এই প্রকল্পের আওতায় রয়েছে। আগে ক্লাস থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রীদের ৫০০ টাকা বৃত্তি প্রদান করা হত। ২০১৫-১৬ অর্থবর্ষে এর পরিমান বৃদ্ধি করে ৭৫০ টাকা করা হয়েছে।

১৮ বছর বয়সের পর অবিবাহিত মেয়েদের উচ্চ শিক্ষার জন্য এককালীন ২৫০০০ টাকা দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বপ্নের প্রকল্প ইউনিসেফের থেকে অনেক প্রশংসিত হয়েছ।

 

Saris to promote West Bengal’s acclaimed Kanyashree Scheme

West Bengal Chief Minister Ms Mamata Banerjee’s personal initiative, Kanyashree Scheme, would now appear in sari designs.

The Minister for Micro, Small & Medium Enterprises and Textiles has appointed an award-winning weaver from Fulia in Nadia district to come up with the designs.

Fulia is famous for Jamdani saris and so, naturally, the designs would be created on such saris. The saris will be displayed at Biswa Bangla stalls in Kolkata’s Dakshinapan, in Darjeeling and at the various airports.

The saris will showcase the rigorous crafting and delicate details that Jamdani saris are known for. The design consists of a collage of schoolgirls, Bengali alphabets and verses by Kazi Nazrul Islam woven on them, along with the Kanyashree logo.

Through these saris, not only would the Chief Minister’s pioneering initiative for the welfare of schoolgirls be held up, but also the glory of the exquisite craftsmanship that the hand-woven Jamdani sari is known for.

 

এবার শাড়ির মাধ্যমে কনাশ্রী প্রকল্পের প্রচার

মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত উদ্যোগে এবার ডিজাইনার শাড়ির মাধ্যমে কনাশ্রী প্রকল্পের প্রচার করা হবে।

এই কাজের জন্য নদিয়ার ফুলিয়া থেকে একজন পুরস্কার প্রাপ্ত ডিজাইনারকে নির্ধারণ করেছেন ক্ষুদ্র-মাঝারি কুটির ও বস্ত্রশিল্প উন্নয়ন দপ্তরের মন্ত্রী।

নদিয়ার ফুলিয়া জামদানি শাড়ির জন্য বিখ্যাত; সুতরাং স্বাভাবিক ভাবেই এই ধরনের শাড়ির ওপর ডিজাইন করা হবে। কলকাতার দক্ষিণাপন, দার্জিলিংসহ বিভিন্ন বিমানবন্দরে বিশ্ব বাংলা স্টলে এই শাড়ি প্রদর্শিত হবে।

শাড়ির ডিজাইনের মধ্যে থাকবে স্কুল ছাত্রীদের ছবির কোলাজ, বাংলা বর্ণমালা, কাজী নজরুলের কবিতা এবং কন্যাশ্রী লোগো।

এই ধরনের শাড়ির মাধ্যমে শুধুমাত্র স্কুলছাত্রীদের কল্যাণে মুখ্যমন্ত্রীর পথিকৃত উদ্যোগ বাস্তবায়িত হবে তা নয় তার সাথে সাথে সূক্ষ্ম কাজের জন্য খ্যাত জামদানি শাড়ির গৌরব ও খ্যাতির প্রসার ঘটবে।

WB Govt sets up Kanyashree Clubs and creates career guidance programme

After the stupendous success of the Kanyashree Scheme for the girl child, conceived by West Bengal Chief Minister Ms Mamata Banerjee, the State Government has now taken the idea forward and created Kanyashree Clubs in schools.

The members of a club are the Kanyashree recipients of that school. Already, six schools in East Medinipur district have set up such clubs.

Along with the clubs, the State Government is also starting a special career guidance programme for the benefit of Kanyashree recipients. Among other things, the recipients would be guided on how to join the police.

In the almost two-and-a-half years of its existence, the Kanyashree Scheme has created a massive wave of awareness among girl children in West Bengal on the need for a proper education. Education ensures that these children have the wherewithal to fight social evils like child marriage and trafficking in women.

 

কন্যাশ্রী ক্লাব তৈরি করছে রাজ্য সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কন্যাশ্রী’ প্রকল্পের অসামান্য সাফল্যের পর রাজ্য সরকারের নতুন উদ্যোগ বিদ্যালয় গুলিতে কন্যাশ্রী ক্লাব তৈরি করা।

কন্যাশ্রী সুবিধাপ্রাপ্ত ছাত্রীদের নিয়ে বিদ্যালয়গুলিতে কন্যাশ্রী ক্লাব তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার ৬টি বিদ্যালয়ে কন্যাশ্রী ক্লাব গড়ে তোলা হয়েছে।

রাজ্য সরকার কন্যাশ্রী প্রকল্পে বিদ্যালয়গুলিতে কেরিয়ার গাইডেন্স প্রোগ্রামও শুরু হতে চলেছে। এই কেরিয়ার গাইডেন্সের মাধ্যমে কন্যাশ্রী সুবিধাপ্রাপ্ত ছাত্রীদের পুলিশে নিয়োগের বিষয়ে সচেতনতা বাড়ানো হবে।

বিগত আড়াই বছরে কন্যাশ্রী প্রকল্প রাজ্যের মেয়েদের মধ্যে শিক্ষার প্রসারে সফল হয়েছে। শিক্ষার মাধ্যমে মেয়েরা স্বাবলম্বী হয়েছে এবং নারী পাচার, শিশুবিবাহের মত সামাজিক কুব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারছে।

WB Govt spends Rs 67 crore on Kanyashree recipients in East Medinipur in FY 2015-16

In the current financial year, under the Kanyashree Scheme, Rs 67 crore has been given out to 2,68,234 girl students of East Medinipur district.

Among these, 2,46,219 are in the Kanyashree Scheme 1 category, for whom Rs 12,30,00,000 has been spent. This category is for those between 1 and 18 years, who get Rs 500 a year.

In the Kanyashree Scheme 2 category, 22,015 girl students have received Rs 54,70,00,000 in total. This category is for those between 18 and 19 years, who get Rs 25,000 as a one-tine amount.

East Medinipur district has 921 schools in all – including junior high schools, Madhyamik schools and Higher Secondary schools.

 

২০১৫-১৬ আর্থিক বর্ষে পশ্চিম মেদিনীপুরে কন্যাশ্রীতে ৬৭ কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার

চলতি আর্থিক বছরে পূর্ব মেদিনীপুরের ২ লক্ষ ৬৮ হাজার ২৩৪ জন পড়ুয়াকে কন্যাশ্রী প্রকল্পের অধীনে ৬৭ কোটি টাকা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী কন্যাশ্রী প্রকল্প-১ এর সুবিধা পেয়েছে ২ লক্ষ ৪৬ হাজার ২১৯ জন, এদের মোট ১২ কোটি ৩০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। এই প্রকল্পের অন্তর্গত যে সমস্ত ছাত্রীর বয়স ১৮ বছরের মধ্যে তাদেরকে বছরে ৫০০ টাকা করে দেওয়া হয়েছে।

কন্যাশ্রী প্রকল্প-২ এর অধীনে ২২ হাজার ১৫ জন ছাত্রীকে মোট ৫৪ লক্ষ ৭০ কোটি টাকা দেওয়া হয়েছে। ১৮-১৯ বছর বয়সীরা এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত এবং এদের এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে।

পূর্ব মেদিনীপুর জেলায় জুনিয়র হাই স্কুল, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক মিলিয়ে ৯২১ টি বিদ্যালয় আছে।

Girls are our pride, they are our asset: WB CM on Kanyashree Dibas

West Bengal Chief Minister Ms Mamata Banerjee today transferred financial assistance to 27 lakh girls enrolled under Kanyashree scheme at the click of a button, during the third anniversary celebrations of the historic scheme at Nazrul Manch, Kolkata.

“Girls are our pride. They are our asset. They are our future,” she said while adding that all those who are enrolled under Kanyashree scheme will get a certificate at the age of 18 years.

WB CM was accompanied by UNICEF’s representative to India Louis-Georges Arsenault and a galaxy of stars from the cultural world, including filmmakers, actors and singers. The ceremony began with the cutting of a ‘cake sondesh’ followed by cultural performances by students.

Coochbehar, Murshidabad and Birbhum were declared as the Best Performing Districts in implementing Kanyashree scheme while Purulia and South Dinajpur received Special Awards.

Mr Louis-Georges Arsenault lauded the efforts of the West Bengal Government and said this scheme could become a model for India.

“Isn’t it incredible that 27 lakh girls have been enrolled today under this scheme at the pressing of a button?,” said WB CM while speaking at the ceremony.

“I am proud to say Kanyashree scheme was highlighted at World Girls’ Summit, 2014 in London. We are still fighting for 33% reservation for women in Parliament. Proud to say TMC has 35% women MPs in Lok Sabha,” WB CM added.

She announced that 40 lakh girls and boys, studying in Class VIII-X will receive bicycles in the next few years.