Kanyashree girls are our pride: Mamata Banerjee

Bengal Government celebrated the international recognition and appreciation received by Kanyashree Prakalpa at a function today at Netaji Indoor Stadium in Kolkata.

Kanyashree Prakalpa was awarded the First Prize at United Nations Public Service Award Ceremony this year.

Representatives from all corners of the State at today’s function. Successful Kanyashree girls were felicitated by the Bengal Chief Minister Mamata Banerjee.

 

Excerpts from the Chief Minister’s speech:

Today is a day of pride for girls. This is the first time a scheme of a State from India won the first prize at United Nations Public Service Day. We dedicate this award to all the Kanyashree girls. We are indebted and grateful to UNICEF, United Nations, DFID. In the past, Kanyashree received several awards for e-governance. The award from UN was the cherry on top.

I had designed the logo and named this scheme. We have also composed a theme song for Kanyashree scheme. Today’s Kanyashree will shape the future. They will run the society. Kanyashree girls are our pride. They are our inspiration.

More and more girls are pursuing higher education now. Now we have K1 (for school girls) and K2 (for college students). We will now launch K3 programme for university students. We will give monthly stipend of Rs 2500 to girl students who score 45% marks.

We provide a sapling to families of newborn babies under Sabuj Shree scheme. We provide scholarships, mid-day meals, school uniforms, bags, shoes. We provide Sabuj Sathi cycles, Siksha Shree, Kanyashree. We have initiated Swami Vivekananda scholarship for meritorious students. We have also set up a fund for research scholars whose stipends have been stopped by UGC.

Poverty is not crime. Jonmo hok jotha totha, kormo hok bhalo. I struggled all my life but never bowed my head before anyone. This is just the beginning; whole life lies ahead. Do not be bogged down by failures. Let there be a competition on merit not money. Let there be a competition about culture, harmony, and humanity. A man is nothing without his character.

Rabindranath and Nazrul are our inspirations. Let them act as your guides in your life. Remember Tagore’s words: “Where the mind is without fear”. Remember what Nazrul wrote, “Samyer gaan gahi”. Swami Vivekananda said, “Na jagile Bharat lolona, ei Bharat jage na jage na.” Do not forget Netaji’s slogan “Jai Hind” or Bankim’s song “Vande Mataram”.

There is no difference between Maa, Mother and Amma. We are humans first, religion comes later. We expect our students to follow the path of humanity, culture and education.

What Bengal thinks today, India thinks tomorrow. Bengal will become the best in the world.

 

 

কন্যাশ্রীর মেয়েরা আমাদের গর্বঃ মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প-‘কন্যাশ্রী’ আজ বিশ্বসেরা। আজ এই আন্তর্জাতিক স্বীকৃতি ও সম্মান উদযাপন করা হল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।

এবছর সারা বিশ্বের ৬২টি দেশের ৫৫২টি সামাজিক প্রকল্পের মধ্যে বাংলার কন্যাশ্রীকে সেরা ঘোষণা করে রাষ্ট্রসংঘ। প্রথম পুরস্কার পায় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প “কন্যাশ্রী”।

রাজ্যের সকল প্রান্ত থেকে কন্যাশ্রীদের সম্মানিত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু অংশ:

আজ মেয়েদের গর্বের দিন। রাষ্ট্রপুঞ্জ থেকে প্রথম পুরস্কার পেয়েছে কন্যাশ্রী। কন্যাশ্রী এখন বিশ্বশ্রী। আমরা UNICEF, United Nations, DFID এর কাছে কৃতজ্ঞ। এছাড়াও কন্যাশ্রী e-governance এর জন্য বিভিন্ন পুরস্কার পেয়েছে।

কন্যাশ্রীর লোগো আমার আঁকা, প্রকল্পের নামও আমার দেওয়া। এই প্রকল্পের জন্য আমরা একটি থিম সং করেছি। আজকের কন্যাশ্রীরাই আগামীদিনের ভবিষ্যৎ। কন্যাশ্রী মেয়েরাই আমাদের গর্ব। ওরাই আমাদের অনুপ্রেরণা।

এখন অনেক মেয়েরা উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে। স্কুলের মেয়েদের জন্য আমাদের রয়েছে K1 এবং কলেজের মেয়েদের জন্য রয়েছে K2। বিশ্ববিদ্যালয়ের মেয়েদের জন্য আমরা K3 চালু করব। যারা ৪৫% নম্বর পাবে তাদের ২৫০০০ টাকা স্কলারশিপ দেওয়া হবে।

সবুজশ্রী প্রকল্পের আওতায় নবজাতকদের একটি করে চারাগাছ দেওয়া হচ্ছে। আমরা স্কুলের বাচ্চাদের স্কলারশিপ, মিড ডে মিল, স্কুল উনিফর্ম, ব্যাগ, জুতো দিচ্ছি। শিক্ষাশ্রী, সবুজ সাথী সাইকেল, কন্যাশ্রী দিচ্ছি আমরা। আমরা স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ চালু করেছি। UGC স্কলারশিপ দেওয়া বন্ধ করে দিয়েছে, যারা গবেষণা করেন তাদের জন্য আমরা একটি ফান্ড চালু করেছি।

দারিদ্র্য আমাদের জীবনের অপরাধ নয়। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আমি সারাজীবন অনেক কষ্ট করেছি কিন্তু কখনো মাথা নত করিনি। দারিদ্র্যকে জয় করতে হবে। জীবন সবে শুরু হয়েছে, এখনও সারা জীবন পরে আছে। হতাশা-চিন্তা-শঙ্কার কোন জায়গা নেই। আর্থিক নয় মেধার প্রতিযোগিতা হোক, সংস্কৃতির প্রতিযোগিতা হোক, মানবিকতার প্রতিযোগিতা হোক, সম্প্রীতির প্রতিযোগিতা হোক।

মানুষ শেষ হয়ে যায় যখন তার চরিত্র চলে যায়। শিক্ষা-সংস্কৃতি- সভ্যতার মেলবন্ধন, মানববন্ধনের মধ্য দিয়ে আমরা কাজ করি। মা মাটি-মানুষই আমাদের ধ্যান-জ্ঞান-মন-প্রাণ। কবিগুরু, নজ্রুল ইসলাম আমাদের অনুপ্রেরণা। কবিগুরুর একটা কথা মনে রাখবেন, ‘চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির’। মাথা উঁচু করে চলতে হবে। নজরুল বলেছিলেন, ‘সাম্যের গান গাই’। স্বামী বিবেকানন্দের কথা মনে রাখবেন, ‘না জাগিলে ভারত ললনা, এ ভারত জাগেনা’। যার আদর্শ-দর্শন-মনন-স্বার্থকতা আছে সেই বিশ্ব সেরা। নেতাজির ‘জয় হিন্দ’, বঙ্কিমের ‘বন্দেমাতরম’, কবিগুরুর ‘জনগণমন’ কখনো ভুলবেন না।

মা মাদার আম্মির মধ্যে কোন তফাত নেই। সবার আগে আমরা মানুষ। আমি আমার ছাত্রবন্ধুদের কাছে মানবিকতা আশা করি, শিক্ষা সভ্যতা-সংস্কৃতি-সম্প্রীতি-ভালবাসা প্রত্যাশা করি। ওরা জয়ী হোক।

বিশ্বজয় করেছ। আজ কন্যাশ্রী বিশ্ব সেরা পরিবার হয়েছে। বাংলাই আগামীদিনে পথ দেখাবে। What Bengal thinks today, India thinks tomorrow.

Kanyashree – Transforming lives of girls in Bengal

The Bengal Government’s landmark Kanyashree Scheme won the prestigious UN Public Service Award. Chief Minister Mamata Banerjee received the award at UN Public Service Day celebrations at The Hague on 23 June.

Chief Minister Mamata Banerjee launched the scheme on October 1, 2013. From 2014 onwards, August 14 has been celebrated as Kanyashree Dibas.

Kanyashree Prakalpa is a peerless initiative by the West Bengal Government. It is the State’s flagship project for the girl child. Nearly 40 lakh girls have been brought under this scheme. The scheme was introduced to arrest the drop-out rate in schools and prevent early marriage among girl students.

The scheme is end-to-end IT-enabled and completely transparent, and hence easily accessible to beneficiaries. The popularity of the scheme has grown manifold since its inception due to this ease of access and focus on empowering young girl and building their confidence and self-esteem.

The scheme has garnered recognitions at major international and national forums. The scheme was represented as one of the ‘best practices’ at the Girl Summit 2014, organised by Department for International Development, UK and UNICEF in London in July 2014.

It has also received the Manthan Award 2014 for e-governance in the category of ‘Women and Empowerment’ covering South Asia and Asia Pacific region. At the national level, it won a silver prize in the National Award for e-Governance 2014-15 under the category of ‘Outstanding Performance in Citizen-Centric Service.’

 

মেয়েদের উন্নয়নে বাংলার যুগান্তকারী প্রকল্প ‘কন্যাশ্রী’

পশ্চিমবঙ্গ সরকারের একটি যুগান্তকারী প্রকল্প হল ‘কন্যাশ্রী’ প্রকল্প। প্রায় ৪০ লক্ষ মেয়েদের এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এর ফলে কমেছে স্কুলছুটের সংখ্যা, কমানো গেছে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার প্রবণতাও।

শুধু স্বনির্ভর করাই লক্ষ্য নয়। সবদিক থেকেই পারদর্শী হবে কন্যাশ্রীর কন্যারা। পিছিয়ে থাকবে না খেলাধূলা থেকেও।

কন্যাশ্রীর সাফল্যের জন্য ইউকে এবং ইউনিসেফের আন্তর্জাতিক উন্নয়ন দফতর আয়োজিত ‘গার্ল সামিট’-এ সেরা নির্বাচিত হয়েছে কন্যাশ্রী। মন্থন পুরস্কারও পেয়েছে এই প্রকল্প। রাষ্ট্রসংঘের তরফে বাংলাকে দেওয়া হয়েছে পাবলিক সার্ভিস আওয়ার্ডে ফার্স্ট প্রাইজ। ৬৩টি দেশের ৫৫২ প্রকল্পকে হারিয়ে প্রথম স্থান পেয়েছে বাংলার কন্যাশ্রী।

১৪ই আগস্ট রাজ্য সরকার কন্যাশ্রী দিবস হিসেবে পালন করে। প্রতি বছর এই দিনটি পালন করে রাজ্য সরকার।

Bengal launches ‘Kanyshree Mobile App’

In a bid to help girl students obtain benefits under the Kanyashree scheme within the shortest possible time after submitting their application, the state government has introduced internet-based platforms on the third Kanyashree Divas.

The mobile app on Kanyashree scheme will enable a user to know the status of their application. One can also lodge their grievances through the app. At the same time, a user can also view activities and events related to Kanyashree.

On Sunday, the third Kanyashree Divas was celebrated. The celebrations are being held at all levels across the state, where already 34 lakh girl students have received benefits under the scheme.

Dr Amit Mitra, the state finance minister, launched the Kanyashree App  and an internet-based facility called Kanyashree Online 4.0. An SMS service was also introduced on Sunday. Dr Sashi Panja, the state women and child development minister was also present at the event.

The Kanysahree Online 4.0 internet service has been introduced to help students get detailed information related to the scheme and certificates of more than three lakh girls who received the one-time grant of Rs 25,000 was generated online on Sunday itself.

Till date, funds have been directly transferred to the bank accounts of more than seven lakh girls – who received the Rs 25,000 grant – and 31 lakh girls – whose have got the annual scholarship of Rs 750.

Lauding the project, Foroogh Foyouzat, Chief of Field Services, UNICEF India, said: “The initiative is close to my heart. Kanyashree has contributed in reducing the cases of child marriages. It is also helping in reducing the dropout rates in the schools. Educating people is an effective way to reduce child marriage and it will help in taking the country forward.”

 

‘কন্যাশ্রী মোবাইল অ্যাপ’ চালু করল রাজ্য সরকার

মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘কন্যাশ্রী’ প্রকল্প এবার আরও এক ধাপ এগিয়ে গেল। ১৪ই আগস্ট উত্তরণ ঘটল ‘কন্যাশ্রী অ্যাপ’-এর। ইতিমধ্যেই কন্যাশ্রী প্রকল্পের সুফল ছড়িয়ে পড়েছে রাজ্যের সর্বত্র৷ পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্রীরা আর্থিক সাহায্য পাচ্ছেন৷ বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়েছে৷

‘কন্যাশ্রী অ্যাপ’-এর মাধ্যমে এই প্রকল্পের অধীন ছাত্রীরা আবেদনপত্রের পরিস্থিতি জানতে পারবেন ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঠিকমতো পড়েছে কি না, আবেদনপত্রের বর্তমান অবস্থান, ফর্মে কোনও ত্রুটি ছিল কি না, পরবর্তী অনুষ্ঠানের দিন ও সময়– এ যাবতীয় বিষয় এবার অ্যাপসের মাধ্যমে জানতে পারবে ছাত্রীরা৷

রবিবার তৃতীয় কন্যাশ্রী দিবস পালিত হল। শুধু কলকাতায় নয়, সারা রাজ্য জুড়ে সমস্ত জেলায় পালিত হয়েছে এই দিনটি যেখানে সারা রাজ্যে মোট ৩৪ লক্ষ কন্যা এই প্রকল্পের সুবিধা পেয়েছে।

রবিবার ‘কন্যাশ্রী অ্যাপ’-এর উদ্বোধন করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র৷ রবিবার থেকে এসএমএস পরিষেবাও চালু হল। রাজ্যের নারী ও শিশুকল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা ও এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কন্যাশ্রীর কে-ওয়ান প্রকল্পে ইতিমধ্যে ৩১ লক্ষ ছাত্রী বার্ষিক ৭৫০ টাকা করে পাচ্ছে৷ কে-টু প্রকল্পে এককালীন ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে ৭ লক্ষ ছাত্রীকে৷ অনলাইনে ৪.০ ইন্টারনেট পরিষেবার মাধ্যমে শিক্ষার্থীরা প্রকল্প সম্বন্ধে ও সার্টিফিকেট সমস্ত তথ্য পাবে।

এ বছর কন্যাশ্রী প্রকল্পে প্রথম হয়েছে নদিয়া জেলা৷ দ্বিতীয় স্থান বীরভূম ও তৃতীয় স্থান পেয়েছে কলকাতা৷ ভাল কাজের জন্য বিশেষ পুরস্কার পেয়েছে বাঁকুড়া ও মালদহ জেলা৷

ইউনিসেফের কর্মকর্তারা জানালেন, কন্যাশ্রী প্রকল্পের সুফল মিলেছে৷ স্কুলছুটের সংখ্যাও অনেক কমেছে৷ বাল্যবিবাহের সংখ্যাও কমেছে। এর মাধমে আগামী দিনে নারী শিক্ষার অনেক প্রসার ঘটবে।

Mamata Banerjee’s dream project Kanyashree scheme receives yet another international recognition

Kanyashree Prakalpa, which is a dream project of Mamata Banerjee, has once again received international recognition for its best practices in e-governance, this time from the World Summit on the Information Society (WSIS), a UN led multi-stakeholder platform for ICT supported development initiatives.

Kanyashree Online 3.0, the scheme’s e-governance mechanism is amongst one of the first five most voted projects nominated for WSIS Prizes, 2016 under the category of ICT Applications-e-governance’, and has been recognized as a ‘WSIS Prize Champion’.

It is one of 88 success stories selected among 404 projects submitted for the competition from across the world.

The Award will be presented at WSIS 2016 Forum in Geneva on 3rd May, 2016.

 

মমতা বন্দোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী পেল আরো একটি আন্তর্জাতিক স্বীকৃতি

মমতা বন্দোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী, ই-গভর্নেন্স-এর জন্য আরো একবার আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করল।  আরও একবার বিশ্বের দরবারে পুরস্কৃত হতে চলেছে এই প্রকল্প।

এই স্বীকৃতি মিলেছে World Summit on the Information Society (WSIS)-র তরফ থেকে যার পিছনে নেতৃত্ব রয়েছে স্বয়ং রাষ্ট্রসঙ্ঘের।

ICT Applications ই-গভর্নেন্স-এর অধীনে ‘কন্যাশ্রী অনলাইন ৩.০’ প্রক্রিয়া WSIS Prizes, 2016-র অন্তর্গত প্রথম পাঁচটি সর্বাধিক ভোটপ্রাপ্ত প্রকল্পগুলির একটা। কন্যাশ্রী স্বীকৃত হয়েছে WSIS পুরস্কার বিজয়ী হিসেবে।

সারা বিশ্ব থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পেশ করা ৪০৪টি  প্রকল্পের মধ্যে কন্যাশ্রী নির্বাচিত হয়েছে ৮৮টি সফল নিদর্শনের মধ্যে।

‘কন্যাশ্রী’ প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের এক যুগান্তকারী পদক্ষেপ। এটি এ রাজ্যে যথেষ্ট সফল এবং এই সফলতার জন্যও এর আগে এই প্রকল্প ইউনিসেফের পুরস্কার পায়। সমগ্র বিশ্বে এটি একটি মডেল।

আগামী মে মাসের ৩ তারিখে, WSIS ২০১৬ ফোরামে রাজ্য সরকারের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

WB Govt sets up Kanyashree Clubs and creates career guidance programme

After the stupendous success of the Kanyashree Scheme for the girl child, conceived by West Bengal Chief Minister Ms Mamata Banerjee, the State Government has now taken the idea forward and created Kanyashree Clubs in schools.

The members of a club are the Kanyashree recipients of that school. Already, six schools in East Medinipur district have set up such clubs.

Along with the clubs, the State Government is also starting a special career guidance programme for the benefit of Kanyashree recipients. Among other things, the recipients would be guided on how to join the police.

In the almost two-and-a-half years of its existence, the Kanyashree Scheme has created a massive wave of awareness among girl children in West Bengal on the need for a proper education. Education ensures that these children have the wherewithal to fight social evils like child marriage and trafficking in women.

 

কন্যাশ্রী ক্লাব তৈরি করছে রাজ্য সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কন্যাশ্রী’ প্রকল্পের অসামান্য সাফল্যের পর রাজ্য সরকারের নতুন উদ্যোগ বিদ্যালয় গুলিতে কন্যাশ্রী ক্লাব তৈরি করা।

কন্যাশ্রী সুবিধাপ্রাপ্ত ছাত্রীদের নিয়ে বিদ্যালয়গুলিতে কন্যাশ্রী ক্লাব তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার ৬টি বিদ্যালয়ে কন্যাশ্রী ক্লাব গড়ে তোলা হয়েছে।

রাজ্য সরকার কন্যাশ্রী প্রকল্পে বিদ্যালয়গুলিতে কেরিয়ার গাইডেন্স প্রোগ্রামও শুরু হতে চলেছে। এই কেরিয়ার গাইডেন্সের মাধ্যমে কন্যাশ্রী সুবিধাপ্রাপ্ত ছাত্রীদের পুলিশে নিয়োগের বিষয়ে সচেতনতা বাড়ানো হবে।

বিগত আড়াই বছরে কন্যাশ্রী প্রকল্প রাজ্যের মেয়েদের মধ্যে শিক্ষার প্রসারে সফল হয়েছে। শিক্ষার মাধ্যমে মেয়েরা স্বাবলম্বী হয়েছে এবং নারী পাচার, শিশুবিবাহের মত সামাজিক কুব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারছে।

WB Govt spends Rs 67 crore on Kanyashree recipients in East Medinipur in FY 2015-16

In the current financial year, under the Kanyashree Scheme, Rs 67 crore has been given out to 2,68,234 girl students of East Medinipur district.

Among these, 2,46,219 are in the Kanyashree Scheme 1 category, for whom Rs 12,30,00,000 has been spent. This category is for those between 1 and 18 years, who get Rs 500 a year.

In the Kanyashree Scheme 2 category, 22,015 girl students have received Rs 54,70,00,000 in total. This category is for those between 18 and 19 years, who get Rs 25,000 as a one-tine amount.

East Medinipur district has 921 schools in all – including junior high schools, Madhyamik schools and Higher Secondary schools.

 

২০১৫-১৬ আর্থিক বর্ষে পশ্চিম মেদিনীপুরে কন্যাশ্রীতে ৬৭ কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার

চলতি আর্থিক বছরে পূর্ব মেদিনীপুরের ২ লক্ষ ৬৮ হাজার ২৩৪ জন পড়ুয়াকে কন্যাশ্রী প্রকল্পের অধীনে ৬৭ কোটি টাকা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী কন্যাশ্রী প্রকল্প-১ এর সুবিধা পেয়েছে ২ লক্ষ ৪৬ হাজার ২১৯ জন, এদের মোট ১২ কোটি ৩০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। এই প্রকল্পের অন্তর্গত যে সমস্ত ছাত্রীর বয়স ১৮ বছরের মধ্যে তাদেরকে বছরে ৫০০ টাকা করে দেওয়া হয়েছে।

কন্যাশ্রী প্রকল্প-২ এর অধীনে ২২ হাজার ১৫ জন ছাত্রীকে মোট ৫৪ লক্ষ ৭০ কোটি টাকা দেওয়া হয়েছে। ১৮-১৯ বছর বয়সীরা এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত এবং এদের এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে।

পূর্ব মেদিনীপুর জেলায় জুনিয়র হাই স্কুল, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক মিলিয়ে ৯২১ টি বিদ্যালয় আছে।