Bengal CM announces bravery awards for 57 Kanyashree clubs

Chief Minister Mamata Banerjee, during the inauguration programme of Mati Utsav on January 2 announced bravery awards for 57 Kanyashree clubs in Purba Bardhaman district that helped stop around 116 child marriages in the last five months.

She also handed over appreciation certificates to 10 such clubs.

According to district administration officials, the Kanyashree beneficiaries played a crucial role in combating child marriage in the district.

Clubs have been formed in 781 schools in the district. The members, who are all girls, act as the eyes and ears of the district administration and alert the authorities whenever a child marriage is about to happen. They also help the officials counsel the parents of minors against child marriages.

Source: The Times of India

 

১১৬টি নাবালিকা বিয়ে আটকে মুখ্যমন্ত্রীর প্রশংসা পেল কন্যাশ্রী ক্লাব

পূর্ব বর্ধমানে মাটি উৎসব উদ্বোধনের মঞ্চে জেলায় পাঁচ মাসে ১১৬টি নাবালিকা বিয়ে আটকানোর জন্য কন্যাশ্রী ক্লাবের সদস্যদের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কত সাহস নিয়ে কন্যাশ্রীর মেয়েরা বাল্যবিবাহ রুখেছে। ওদের প্রতি আমার ভালবাসা ও আশীর্বাদ রইল। পুলিশকে ওদের সাহসিকতার জন্য পুরস্কার দিতে বলব।”

আগে পড়াশোনা, পরে বিয়ে— পুরুলিয়ার রেখা কালিন্দী, বীণা কালিন্দী, আফসানা খাতুনদের এই লড়াই এখন ছড়িয়ে পড়েছে রাজ্যে। এই সব মেয়েদের হাত আরও শক্ত করছে স্কুলে-স্কুলে গড়ে ওঠা ‘কন্যাশ্রী ক্লাব’। সহপাঠীরা সবাই স্কুলে আসছে কি না, নিয়মিত খোঁজ রাখে পূর্ব বর্ধমানের কন্যাশ্রী ক্লাব। কেউ টানা দিন কয়েক না এলেই বাড়িতে হাজির হয় তারা।

এই কাজের জন্য এ দিন দশটি কন্যাশ্রী ক্লাবের সভানেত্রীর হাতে শংসাপত্র তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী প্রকল্পের পূর্ব বর্ধমান জেলা আধিকারিক বলেন, “আমাদের চোখ ও কান হচ্ছে কন্যাশ্রী মেয়েরা। সহপাঠীর বিয়ে রোখার পাশাপাশি, কন্যাশ্রীরা সংশ্লিষ্ট অভিভাবকদের কাউন্সেলিংও করছে।”

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ২০১৩ সালের ১লা অক্টোবর এই প্রকল্প চালু হয়। এই প্রকল্পের উদ্দেশ্য বাল্যবিবাহ রোধ করা। রাজ্যের প্রতি অঞ্চলের প্রায় ১৫,৫০০ প্রতিষ্ঠান–প্রথা বহির্ভূত বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ, মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বিশ্ব বিদ্যালয় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, শিল্প প্রশিক্ষণ, এমনকি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় ৪০লক্ষ কিশোরীকে এই প্রকল্পের অধীনে আনা হয়েছে।

৫০০০-এরও বেশী মেয়েকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাষ্ট্রপুঞ্জে জনপরিষেবা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বাংলার প্রকল্প ‘কন্যাশ্রী’ প্রথম পুরস্কার পায়। ৬৩টি দেশের ৫৫২ প্রকল্পকে হারিয়ে সেরার শিরোপা পায় কন্যাশ্রী। এর ফলে অসাধারন ভাবে কমেছে স্কুলছুটের হার। এখন স্কুল ও কলেজের গণ্ডী পেরিয়ে বিশ্ববিদ্যালয়েও পাড়ি দিয়েছে কন্যাশ্রী।

WB Govt sets up Kanyashree Clubs and creates career guidance programme

After the stupendous success of the Kanyashree Scheme for the girl child, conceived by West Bengal Chief Minister Ms Mamata Banerjee, the State Government has now taken the idea forward and created Kanyashree Clubs in schools.

The members of a club are the Kanyashree recipients of that school. Already, six schools in East Medinipur district have set up such clubs.

Along with the clubs, the State Government is also starting a special career guidance programme for the benefit of Kanyashree recipients. Among other things, the recipients would be guided on how to join the police.

In the almost two-and-a-half years of its existence, the Kanyashree Scheme has created a massive wave of awareness among girl children in West Bengal on the need for a proper education. Education ensures that these children have the wherewithal to fight social evils like child marriage and trafficking in women.

 

কন্যাশ্রী ক্লাব তৈরি করছে রাজ্য সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কন্যাশ্রী’ প্রকল্পের অসামান্য সাফল্যের পর রাজ্য সরকারের নতুন উদ্যোগ বিদ্যালয় গুলিতে কন্যাশ্রী ক্লাব তৈরি করা।

কন্যাশ্রী সুবিধাপ্রাপ্ত ছাত্রীদের নিয়ে বিদ্যালয়গুলিতে কন্যাশ্রী ক্লাব তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার ৬টি বিদ্যালয়ে কন্যাশ্রী ক্লাব গড়ে তোলা হয়েছে।

রাজ্য সরকার কন্যাশ্রী প্রকল্পে বিদ্যালয়গুলিতে কেরিয়ার গাইডেন্স প্রোগ্রামও শুরু হতে চলেছে। এই কেরিয়ার গাইডেন্সের মাধ্যমে কন্যাশ্রী সুবিধাপ্রাপ্ত ছাত্রীদের পুলিশে নিয়োগের বিষয়ে সচেতনতা বাড়ানো হবে।

বিগত আড়াই বছরে কন্যাশ্রী প্রকল্প রাজ্যের মেয়েদের মধ্যে শিক্ষার প্রসারে সফল হয়েছে। শিক্ষার মাধ্যমে মেয়েরা স্বাবলম্বী হয়েছে এবং নারী পাচার, শিশুবিবাহের মত সামাজিক কুব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারছে।