11,000 Dhara Sevaks to be inducted for irrigation in Paschimanchal districts

The Bengal Government has taken yet another step for irrigation in places which are naturally dry. Around 11,000 people will be inducted as Dhara Sevaks under the Ushar Mukti Scheme in six districts, mainly in convergence with the 100 Days’ Work Scheme.

These 11,000 people will be taking up irrigational work in the districts of Paschim Medinipur, Jhargram, Purulia, Bankura, Paschim Bardhaman and Birbhum. These districts get little rainfall; hence unavailability of proper water resources hampers agricultural work.

It has been planned to make watersheds using the rivers Ajay, Damodar, Mayurakshi, Kansabati and Subarnarekha. Rainwater will also be harvested in these watersheds.

The State Government has planned to build around 105 micro-watersheds which will help in irrigating around 84,000 hectares.

 

Source: Bartaman

Irrigation Dept’s mega water supply project – 13 lakh acres over 12 districts

The State Irrigation Department, in the largest project of its kind in two decades, is going to supply water for crops in 13 lakh acres for both rabi and boro cropping seasons. Last year, the number was 10 lakh acres.

The roadmap for the project was prepared at a recent meeting of the Irrigation Minister, senior officials of the department, sabhadhipatis and irrigation karmadhyakshyas at Jalasampad Bhawan in Salt Lake.

Twelve districts will be covered. Of them, Birbhum, Bankura, Hooghly, Purba Bardhaman and Paschim Bardhaman will be supplied more water. The other districts where water will be released are Howrah, Paschim Medinipur, Parba Medinipur, Jhargram, Jalpaiguri and Purulia.

For the rabi season, the water will be released in the last week of December and for the boro season, the water will be released in the third week of January. The water will be supplied from DVC, and from check dams on Kansabati, Mayurakshi, Teesta and 28 other small and medium-sized rivers.

সাড়ে ১৩ লক্ষ একর জমিতে জল পৌঁছে দেবে রাজ্য

আগামী রবি ও খরিফ মরশুমে ১২টি জেলার প্রায় সাড়ে ১৩ লক্ষ একর জমিতে সেচের জল পৌঁছে দেবে রাজ্য সরকার। গত দু’দশকের মধ্যে যা রেকর্ড বলে দাবি করেন সেচমন্ত্রী।

সল্টলেকে জলসম্পদ ভবনে সেচ দপ্তরের আধিকারিক ও জেলার সভাধিপতিদের নিয়ে বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর ১০ লক্ষ একরের কাছাকাছি জমিতে সেচের জল পৌঁছে দেওয়া হয়েছিল।

এবার বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলী, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলায় অতিরিক্ত পরিমাণ জমিতে জল দেওয়া হবে। রবি চাষের জন্য ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ ও বোরো চাষের জন্য জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে জল ছাড়া হবে। অন্য যে জেলাগুলিতে জল পাঠানো হবে, সেগুলি হল, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি ও পুরুলিয়া।

মন্ত্রী জানান, ডিভিসি, কংসাবতী, ময়ূরাক্ষী, তিস্তা ও ২৮টি ছোট ও মাঝারি জলাধার প্রকল্প (চেক ড্যাম) থেকে জল দেওয়া হবে। এর মধ্যে বর্ধমানে ডিভিসি থেকে, বাঁকুড়ায় ডিভিসি ও কংসাবতী জলাধার প্রকল্প থেকে, হুগলিতে ডিভিসি ও কংসাবতী থেকে, হাওড়ায় ডিভিসি ও নিকাশি খাল থেকে, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে কংসাবতী থেকে, পূর্ব মেদিনীপুরে নিকাশি খালের জোয়ারের কারণে প্রাপ্ত ব্যাকওয়াটার থেকে, বীরভূমে ময়ূরাক্ষী জলাধার প্রকল্প, জলপাইগুড়িতে তিস্তা ব্যারেজ প্রকল্প থেকে এবং পুরুলিয়ায় ২৮টি ছোট ও মাঝারি জলাধার থেকে জল দেওয়া হবে।

Source: Bartaman, Millennium Post

Bengal’s largest fisheries hub to come up at Moyna in Purba Medinipur district

Moyna in Purba Medinipur district is being developed as Bengal’s largest fisheries hub. This will bring down to a large extent the quantity of fish which Bengal imports from other states.

This is another of Chief Minister Mamata Banerjee’s ideas. The Chief Minister, during the recent administrative review meeting in Digha, had urged the administration to conduct a study on fish farming.

For this particular fisheries hub, the State Irrigation and Waterways Department will prepare a detailed project report (DPR) to find out ways and means to bring water from the rivers Rupnarayan and Kansabati through canals.

According to officials who visited Moyna, the area has a potential to produce 60,000 to 70,000 metric tonnes of fish annually. Now, fish farming in the area is carried out for only seven to eight months. At the proposed fisheries hub, with water from the rivers to be supplied throughout the year, fish can be cultivated through the year, providing scope for their full growth (size and weight).

রাজ্যের সর্ববৃহৎ ফিশারি হাব তৈরি হচ্ছে পূর্ব মেদিনীপুরের ময়নায়

 

পূর্ব মেদিনীপুর জেলার ময়না অঞ্চলকে তৈরী করা হচ্ছে রাজ্যের সর্ববৃহৎ ফিশারি হাব হিসেবে। এটি তৈরি হলে বাংলার মাছ রপ্তানির পরিমানে আসবে অনেক পরিবর্তন।

এই ফিশারি তৈরী করার পরিকল্পনাটিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সদ্য দীঘায় অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক। এই বৈঠকেই মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে মৎস্য চাষের ওপর জোর দিতে নির্দেশ দেন।

এই বিশেষ ফিশারি হাবের জন্য রাজ্য সেচ ও জলপথ দপ্তর একটি ডিপিআর তৈরী করবেন। এই রিপোর্টের মাধ্যমে রুপনারায়ণ ও কংসাবতী নদী থেকে খালের মাধ্যমে এই হাবে জল আনার রাস্তা বেরোবে।

যেসকল আধিকারিক ময়না পরিদর্শন করেছেন, তাদের মতে এই অঞ্চলটি বছরে ৬০,০০০ থেকে ৭০,০০০ মেট্রিক টন মাছ উৎপাদনের ক্ষমতা সম্পন্ন। এই অঞ্চলে মাছ চাষ মাত্র সাত আট মাস ধরে শুরু করা হয়েছে। নদীর থেকে জল এনে সারা বছর মাছ চাষ করা যায়। এখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা যায় ও মাছ গুলির ওজনও হয় পরিমাণ মতো।

আগামী কয়েক বছরের মধ্যে ময়নার এই ফিশারি হাব হয়ে উঠতে চলেছে রাজ্যের সর্ববৃহৎ ফিশারি হাব।
Source: Millenium Post