Soil Health Card Scheme: Towards sustainable agriculture

The Soil Health Card (SHC) Scheme is designed to provide information to farmers on soil acidity/salinity/alkalinity and nutrient content, and provide recommendations for nutrient management and the use of fertilizers. The State Agriculture

Department has been successfully implementing the since financial year (FY) 2014-15.

The data on soils is obtained after the testing of samples in government and government-accredited laboratories. The government laboratories in the state are located in Bankura, Bardhaman, Cooch Behar, Kalimpong, Kolkata (Tollygunge), Malda, Medinipur, Berhampore, Kandi, Purulia and Raiganj.

As part of the scheme, farmers are issued soil health cards (SHC) containing all soil-related information and advisories on crop-specific doses for fertilizers and micro-nutrients. SHCs are issued every three years.

Another aim of the scheme is to build capacities of staff and progressive farmers for the promotion of nutrient management practices.

The scheme is implemented in cycles of two years. During the first two-year cycle from 2015 to 2017, 13 lakh soil samples were collected and tested, and about 42 lakh SHCs generated and distributed to farmers. During FY 2018-19, a target of collecting and analysing 6.5 lakh soil samples and distributing 25 lakh SHC has been envisaged.

By maintaining data of the tests, a record of soil health may be built thus facilitating the effect of management practices on soil health. Maintaining soil health will undoubtedly increase the sustainability of farming in the future.

 

সয়েল হেলথ কার্ড প্রকল্প

 

২০১১ সালে ক্ষমতায় আসা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়েছেন কৃষিজ ক্ষেত্রে ধীরে ধীরে স্বয়ংসম্পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করা। এর জন্য দিয়েছেন কৃষিতে ব্যাপক গুরুত্ব। চাষযোগ্য জমিতে চাষ বাড়ানোর পাশাপাশি পতিত জমিকে সেচ যোগ্য করে তোলার চেষ্টাও করা হচ্ছে। এর পাশাপাশি জমির স্বাস্থ্যের যত্নও নেওয়া হচ্ছে

সয়েল হেলথ কার্ড প্রকল্প

২০১৪-১৫ সালে সয়েল হেলথ কার্ড প্রকল্প চালু করা হয় নিম্নলিখিত বিষয়গুলির ওপর নজর রেখেঃ-

  • প্রতি তিন বছরে সমস্ত কৃষককে সয়েল হেলথ কার্ড প্রদান করা।
  • ক্ষমতা উন্নয়নের মাধ্যমে মাটি পরীক্ষা কেন্দ্রগুলি শক্তিশালী করা।
  • মাটির উর্বরতা বিচার করে সেইমতো সার ব্যবহার করতে নিদান দেওয়া।
  • মাটির পরীক্ষা নির্ভর পুষ্টির ব্যবস্থাপনার প্রক্রিয়া তৈরী করা।
  • পুষ্টির ব্যবস্থাপনার কাজে চাষিদের ও কর্মীদের তৈরী করা।

কৃষি দপ্তর এই প্রকল্প সাফল্যের সঙ্গে বাস্তবায়িত করে চলেছে। এই প্রকল্প দুবছরের চক্রে হয়ে থাকে। ২০১৫-১৭ সালের প্রথম চক্রে আনুমানিক ১৩ লক্ষ মাটির নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। আনুমানিক ৪২ লক্ষ সয়েল হেলথ কার্ড, সঙ্গে শস্য বিশেষে পুষ্টি ও সার ও সঙ্গে অন্যান্য পরামর্শ সহ বিলি করা হয়ে গেছে। এর জন্য ব্যয় হয়েছে ২৮.১৯ কোটি টাকা, যার ৪০ শতাংশই দেবে রাজ্য সরকার। ২০১৮-১৯ সালে লক্ষ্য নেওয়া হয়েছে ৬.৫ লক্ষ মাটির নমুনা সংগ্রহ ও পরীক্ষা করার। পাশাপাশি আরও ২৫ লক্ষ কার্ড বিলির লক্ষ্য নেওয়া হয়েছে।

 

 

Mamata Banerjee attacks CPM-Congress alliance in Murshidabad & Nadia rallies

Mamata Banerjee addressed three rallies today in Nadia and Murshidabad districts.

The first rally was held at Karimpur. After that she addressed two more rallies at Jalangi and Kandi.

Mamata Banerjee today strongly criticised the BJP at an election rally in Kandi. She also came down heavily on the Congress and the CPI(M).

Here are the highlights of her speech:

  • While our government is working relentlessly, I would like to know from those who only spread lies on television, the list of development work they have done here in Kandi.
  • The Kandi master-plan was drawn up by our government.
  • A Kisan Bazar is nearly complete here.
  • We have given here land for starting a campus of the Aligarh University in Murshidabad.
  • We have started Fair Price Medicine Shops and free healthcare services in our state.
  • We have created a Mother and Child Hub (MCH) in Murshidabad on a budget of Rs 16 crore and several Sick Newborn Stabilisation Units (SNSUs).
  • 3 multi super-speciality hospitals have been started in the district at Jangipur, Domkal and Sagardighi.
  • New units at Sagardighi power plant have been started with Rs 6,000 crore.
  • An eco-tourism park has been set up here.
  • Our Muslim brothers and sisters have received reservation after coming under the OBC category. The minority students have got success in medical college entrance exams, WBCS and judicial service exams.
  • Our government also supports the imams and the muezzins. Reservation by including them in the OBC category. The minority students have got success in medical college entrance exams, WBCS and judicial service exams. Our government also supports the imams and the muezzins.
  • We have started women police stations, 50 courts for women, 88 fast-track courts, 19 human rights courts. 46 government colleges and 171 kisan bazars have been created. 300 polytechnics and Industrial Training Institutes (ITIs) have been set up.
  • Those who have only one ear fear of losing the other ear. But the CPI(M) and Congress here have lost both the ears and do not fear of losing anything more. They have lost their balance and and all senses.
  • The CPI(M) had once raised the slogan “Gali gali mein shor hai, Rajiv Gandhi chor hai”. Today the Congress is begging the CPI(M) for votes and the comrades are now Cong-reds. The Congress is like the uchchhe-pata, the CPI(M) is the neem-pata and the BJP is like the Babla-kata tree.
  • Some migratory birds are coming from Delhi for votes. Narendra Modi has come to Bengal and said that he could not see any signs of development here. We can get him treated for cataracts at our eye-hospitals here.
  • Other leaders look at things from a party point of view. But I do not believe in viewing things with a party bias . I do not attack others personally.
  • I do not fear these people from Delhi who try to give me lessons on Hindutva. I believe in respecting all religions and all religious places, unlike them.
  • The Prime Minister should not utter words that threaten the federal structure of this country. There have been threats from these leaders from the Centre to separate Cooch Behar and Darjeeling from West Bengal. The Prime Minister of our country is trying to divide our state and we strongly oppose this.
  • Those who are themselves mountains of corruption, should not give us moral lessons. We did not create the Saradha, it was created by the Left. We made the first arrests on this in 2012, and that is why other parties were angry with us.

 

আমি অন্যদের ব্যক্তিগত আক্রমণ করি না: দিদি

আজ কান্দিতে এক নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়  বিজেপি এবং কংগ্রেস-সিপিএম জোটকে তীব্র আক্রমণ করেন।

এখানে তার বক্তব্যের কিছু অংশঃ 

  • আমাদের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যারা টিভির পর্দায় বসে শুধু মিথ্যে বলে চলেছেন, তাদের উদ্যেশ্যে আমার প্রশ্ন – কান্দির জন্য আপনারা কী কাজ করেছেন?
  • আমাদের সরকার কান্দির জন্য মাস্টার প্ল্যান তৈরী করেছে।
  • কিষাণ বাজারের কাজ এখানে প্রায় শেষের মুখে।
  • মুর্শিদাবাদে আলিগর বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা ইতিমধ্যেই জমি দিয়েছি।
  • বাকি রাজ্যের মতো এই রাজ্যেও আমরা ন্যায্য মূল্যের ওষুধের দোকান আর সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা চালু করেছি।
  • মুর্শিদাবাদে আমরা ১৬ কোটি টাকা ব্যয়ে একটি Mother and Child Hub (MCH) শুরু করেছি। SNSU-ও চালু হয়েছে এখানে।
  • জেলার ৩টি মাল্টি সুপার-স্পেশালিটি হাসপাতাল শুরু হয়েছে জঙ্গিপুর, ডোমকল এবং সাগরদিঘীতে।
  • সাগরদিঘী বিদ্যুত কেন্দ্রে ৬,০০০ কোটি টাকায়ে নতুন ইউনিট চালু হয়েছে।
  • এখানে একটি eco-tourism উদ্যান তৈরি হয়েছে।
  • মুসলমান ভাইবোনেদের সংরক্ষণের ব্যবস্থা করা হয়ে গেছে তাদের OBC তালিকাভুক্ত করে। সংখ্যালঘু ছাত্রছাত্রীরা এখন মেডিকেল কলেজে, WBCS পরীক্ষায়ে এবং জুডিশিয়াল পরীক্ষায় বিপুল সংখ্যায় সাফল্য পাচ্ছে। আমাদের সরকার ইমাম ও মুএজিনদেরও সহায়তা দিচ্ছে।
  • আমরা প্রচুর মহিলা থানা, ৫০টি মহিলা আদালত, ৮৮টি ফাস্ট-ট্র্যাক আদালত, ১৯টি মানবাধিকার আদালত, ৪৬টি সরকারী কলেজ, ১৭১টি কিষান বাজার এবং ৩০০টি পলিটেকনিক ও ITI স্থাপন করেছি।
  • সিপিএম এবং কংগ্রেস-এর দুটি কানই কাটা। তাই ওদের আর কান কাটা যাওয়ার ভয় নেই।
  • সিপিএম একদা স্লোগান তুলেছিল “গলি গলি মে শোর হে, রাজীব গান্ধী চোর হে” আর আজ সেই কংগ্রেসই সিপিএম-এর কাছে ভোট ভিক্ষে করছে। কমরেডরা এখন হলো কং-রেড।  কংগ্রেস হল উচ্ছেপাতা, সিপিএম হল নিমপাতা আর বিজেপি হল বাবলা গাছের কাঁটা।
  • বসন্তের কোকিলের মত নরেন্দ্রবাবু পশ্চিমবঙ্গে আসেন আর এসে বলেন যে উনি উন্নয়নের কিছুই দেখতে পাচ্ছেন না এখানে। ওনার চোখে ছানি পরে থাকলে আমরা ওনার চিকিৎসা করে দিতে পারি।
  • আমি সবকিছু পার্টির চোখ দিয়ে দেখি না। আমি অন্যদের ব্যক্তিগত আক্রমণ করি না।
  • যারা দিল্লি থেকে এসে আমায়ে হিন্দুত্ব নিয়ে জ্ঞান দেওয়ার চেষ্টা করেন, আমি তাদের ভয় করিনা। আমি সব ধর্মকেই সমানভাবে শ্রদ্ধা করি।
  • দেশের প্রধানমন্ত্রীর এমন কিছু বলা উচিত নয় যা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত করতে পারে। এখানে ওরা কোচ বিহার ও দার্জিলিং-কে ভাগ করার কথা বলে। আমরা এর প্রতিবাদ করি।
  • যারা নিজেরাই দুর্নীতির পাহাড়ে চড়ে বসে আছেন, তারা আমাদের দিকে আঙ্গুল তুলবেন না। আমরা সারদা তৈরী করিনি। এটা তৈরী করেছিল বামেরা। আমরা যখন ২০১২ সালে প্রথম গ্রেপ্তার করা শুরু করলাম, তখন সবার অস্বস্তি বেড়ে গেল।