Three new districts to come into existence on Poila Boishakh

The Bengal Government has got the approval of the Calcutta High Court for the formation of three new districts – Asansol, Kalimpong and Jhargram, informed Chief Minister Mamata Banerjee.

“We will immediately start the procedure for the creation of the three new districts. We are hopeful that the procedure will be completed and the districts will be inaugurated by April 2017,” the Chief Minister said at Nabanna.

Currently, there are 20 districts in the state. The last new district to be formed was Alipurduar in June 2014, which was created by dividing Jalpaiguri.

Asansol will be hived out of Burdwan. Similarly Kalimpong will be hived out of Darjeeling and Jhargram from West Midnapore.

The state government has also planned two separate districts of Basirhat by dividing North 24-Parganas and Sunderbans comprising parts from North 24-Parganas and South 24Parganas.

The Chief Minister also said a team of officials will start visiting the areas that will come under the jurisdiction of the three new districts of Asansol, Kalimpong and Jhargram.

“The team for Kalimpong will be head by the state chief secretary. A team lead by the state home secretary will visit Asansol. The team for Jhargram will be led by the state personnel & administrative reforms secretary, the state police director general and Kolkata police commissioner,” the Chief Minister said.

 

পয়লা বৈশাখে আত্মপ্রকাশ হবে বাংলার নতুন তিন জেলার

কলকাতা হাই কোর্ট অনুমোদন দেওয়াতে তিনটি নতুন জেলা তৈরির কাজ আরও গতি পেল। আদালত যে তিনটি নতুন জেলা তৈরী করার অনুমতি দিয়েছে, সেগুলি হল – আসানসোল, কালিম্পঙ ও ঝাড়গ্রাম। মুখ্যমন্ত্রী জানান আগামী পয়লা বৈশাখেই আত্মপ্রকাশ হবে নতুন তিন জেলার।

নবান্নে মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন “আমরা এখন নতুন তিনটি জেলা তৈরির কাজ আরও এগিয়ে নিয়ে যাবো। আমরা আশা করছি সমস্ত প্রয়োজনীয় কাজ ২০১৭ সালের এপ্রিল মাসের আগেই শেষ হয়ে যাবে।”

এই মুহূর্তে এই রাজ্যে ২০টি জেলা রয়েছে। সর্বশেষ জলপাইগুড়ি জেলা ভেঙে অলিপুরদুয়ার জেলা তৈরী হয় ২০১৪ সালের জুন মাসে।

বর্ধমান জেলা ভেঙে তৈরী হবে নতুন জেলা আসানসোল। দার্জিলিং জেলা ভেঙে তৈরী হবে কালিম্পঙ এবং পশ্চিম মেদিনীপুর জেলা ভেঙে তৈরী হবে ঝাড়গ্রাম।

রাজ্য সরকারের আরও পরিকল্পনা রয়েছে সুন্দরবন ও বসিরহাটকেও জেলা ঘোষণা করার।

মাননীয়া মুখ্যমন্ত্রী আরও জানান সংশ্লিষ্ট আধিকারিকরা এখন থেকে নতুন জেলা তৈরীর কাজ দেখতে পরিদর্শনে যাবেন।

মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যের মুখ্সচিবের নেতৃত্বে একটি দল যাবে কালিম্পঙে, রাজ্যের স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি দল যাবে আসানসোলে। ঝাড়গ্রামের দলটিকে নেতৃত্ব দেবে রাজ্য প্রশাসনিক সচিব, রাজ্য পুলিশ ডিরেক্টর ও কলকাতা পুলিশের কমিশানার।”

We will not tolerate any trouble in hills: Mamata Banerjee

In a stern warning to the Gorkha Janmukti Morcha (GJM), Bengal Chief Minister Mamata Banerjee on Friday said her government would not tolerate any attempt to foment trouble in the Darjeeling hills.

“Whenever there is an election, they talk of violence and bandhs. We will not tolerate this,” she said at a programme of Tamang development board.

The Chief Minister said that instead of working for development, they are indulging in politics. “We want peace in hills. We will not allow violence. Enough is enough. We must work for development. We have developed Lamahatta, Mirik, Tiger Hill, Lava Lolegaon. But they want to destroy it all by violence,” she said.

“We will not stop the process of development in the hills. We want people to get employment. We are here to address the issues of the hills. If the hills smile, we will smile,” she said.

Referring to her frequent visit to the hills which some Opposition parties had objected to, the Chief Minister expressed surprise why they are “angry” over her visits to the hills. “We never feel angry if they visit Siliguri,” she pointed out.

She said that bandh politics should stop in the hills as it would stall all the development projects. Praising the work done by Lepcha board she said that the board had worked for the development of the Lepchas and asked why the GTA hadn’t done anything.

The CM said she wanted the hills to develop and youth to get employment. She made it clear that if the boards worked for the people then more assistance would be made available.

 

পাহাড়ের শান্তি নষ্ট হতে দেব না: মমতা বন্দ্যোপাধ্যায়

আবারও গোর্খা জনমুক্তি মোর্চাকে সতর্ক করে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পাহাড়ে কেউ কোনরকম সমস্যা সৃষ্টি করলে রাজ্য সরকার তা বরদাস্ত করবে না।

এদিন তামাং উন্নয়ন পর্ষদের বর্ষপূর্তি  অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “যখনই নির্বাচন আসে তখনই ওরা বনধ্‌ ও হিংসার রাজনীতি শুরু করে, আমরা এসব সহ্য করব না”।

মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নমূলক কাজের বদলে তারা রাজনীতি করছে। তিনি বলেন, “আমরা পাহাড়ে শান্তি চাই। হিংসা আমরা বরদাস্ত করব না। যথেষ্ট হয়েছে। উন্নয়নমূলক কাজ করতে হবে আমাদের। লামাহাটা, মিরিক, টাইগার হিল, লাভা, লোলেগাঁও  এর উন্নয়ন করেছি আমরা। কিন্তু ওরা এসব নষ্ট করে দিচ্ছে”।

তিনি আরও জানান, “পাহাড়ের উন্নয়নের কাজ আমরা বন্ধ হতে দেব না। আমরা চাই পাহাড়ের মানুষের কর্মসংস্থান হোক। পাহাড়ের সব সমস্যা সমাধান করতে প্রস্তুত সরকার”।

“যদি আমি পাহাড়ে আসি তাতে ওদের রাগ কিসের? ওরা শিলিগুড়ি গেলে আমরা তো রাগ করি না”। তিনি বলেন, “পাহাড়ে বনধে্‌র রাজনীতি বন্ধ হওয়া উচিত, এতে পাহাড়ের উন্নয়নের কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে।

এদিন তিনি লেপচা বোর্ডের কাজের জন্য অনেক প্রশংসা করেন। তিনি আরও বলেন, সরকার পাহাড়ের উন্নয়নের জন্য অনেক কাজ করেছে, কিন্তু জিটিএ কোনও কাজ করেনি কেন।

মুখ্যমন্ত্রী জানান, তিনি চান পাহাড়ে আরও উন্নয়নমূলক কাজ হোক, এবং সেজন্য সরকার সবরকম সহযোগিতা করতে প্রস্তুত।

 

 

No politics over development: Bengal CM in Kalimpong

On the second day of her three-day trip to the Hills, Bengal Chief Minister Mamata Banerjee inaugurated a number of developmental projects.

Among the projects inaugurated today were the eight new cottages of the Kalimpong Tourist Lodge at Morgan House, a treasury building in Kalimpong, a marketing hub at Suruk-Samther in Kalimpong Block –I, the HDU unit at Kalimpong sub-divisional hospital, the office of DSP (Traffic) and police barracks in Vimbore (Bidhannagar), police station and force barracks in Sukhiapokhri, a hall at the Darjeeling minority centre, roads in Phansidewa, beautification project around Jalpaiguri Sadar Hospital, and the office of the Tea Directorate on Hill Cart Road.

The Chief Minister also laid the foundation stones of the New Jalpaiguri police station and the community hall at Lorungdhura in Jorbungalow .

She also distributed services like cheques for Geetanjali scheme and scholarships for Kanyashree, among others.

The Chief Minister began her speech by extending her greetings to the members of the development boards of the various Hills communities. She congratulated the Lepcha Board, whose foundation day it was today, for its great work in the last four years.  She mentioned the 3,000 homes for the poor which have been built by the Lepcha Board, adding that another 1,000 would be built.

She said that the various development boards must promote cultural activities and make Darjeeling clean and green. “We want the Darjeeling Hills region to prosper and become the best”.

Mamata Banerjee has always supported holistic development, to bring about changes both on the social and infrastructural fronts. She reminded people that “the more you work for development, the more funds we will allocate.” She promised to bring “more tribes under SC/ST list and set up more development boards”.

Keeping the impending municipal elections in the region in mind, she added, “Those who win must work for development”.

She mentioned the fact that her Government has sanctioned “ITIs, polytechnic colleges, medical college and education hub for Darjeeling Hills”.

On shoring up the tourism infrastructure in the Hills too, the Trinamool Congress Government has done a lot: as she said, “We want the tourism industry in the Hills to flourish”. Tourism infrastructure at Tiger Hill and its surrounding areas would be given a boost too.

She pointed out her Government’s efforts towards the welfare of all those linked with the crucial tea industry, the lifeline of the economy of the Hills, too: “We have set a separate tea directorate for north Bengal”. 

She made a crucial announcement during her speech. She announced that Kalimpong will become a new district, adding, her Government has “allotted Rs 6 crore for building infrastructure” for the new district.

The many splendid missionary schools in the Hills region have always attracted students from far and wide. She said, “We are proud of them”.

All-round development of Bengal, taking everyone along – be it her supporters or those opposed to her – has been the fulcrum of Chief Minister Mamata Banerjee’s message of development ever since she came to power in 2011. She made it clear that it is not to change when she said, “So what if you did not vote for us in the elections? We will keep working for the development of Hills”.

She said the development of the Hills region is integral to the development of the State: “If the Hills do not progress, Bengal cannot progress”. 

The Chief Minister turned on her famous charm, that immediately draws everyone towards her, by saying “I am like your sister. We have to live in harmony in the Hills. I will keep coming here”.

She concluded her speech by calling everyone once again to work for the development of the Hills, reminding everyone that “there is no substitute for good work”, and not forgetting to add, “Keep working and we will extend all cooperation”.

 

উন্নয়ন নিয়ে কোন রাজনীতি নয়ঃ কালিম্পঙে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজ পাহাড় ও সমতল জুড়ে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা হল।

কালিম্পঙের মরগ্যান হাউস ট্যুরিস্ট লজ কম্পাউন্ডের আটটি কটেজের, কালিম্পঙের ট্রেজারি বিল্ডিং, কালিম্পং-১ ব্লকের সুরুক সাম্থারে মার্কেটিং হাব, কালিম্পং মহকুমা হাসপাতালে এইচ ডি এউ, সুখিয়াপোখরিতে পুলিশ স্টেশন ও ফোর্স ব্যারাক, ভিম্বরে বিধাননগর ইনভেস্টিগেশন সেন্টারে ডি এস পি ট্রাফিকের কার্যালয় ও পুলিশ ফোর্স ব্যারাক, দার্জিলিঙে সংখ্যালঘু ভবনের সভাকক্ষ, ফাঁসিদেওয়া ব্লকের রাস্তা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

জলপাইগুড়ি সদর হাসপাতাল সংলগ্ন এলাকার সৌন্দর্যায়ন প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি। এছাড়া শিলান্যাস করেন নিউ জলপাইগুড়ি থানা ও জোড়বাংলো সুখিয়াপোখরির লোবুংধুরায় কমিউনিটি হলের।এছাড়াও তিনি নানা পরিষেবা প্রদান করেন। যেমন, গীতাঞ্জলি প্রকল্পের আওতায় গৃহ নির্মাণের জন্য চেক এবং কন্যাশ্রী প্রকল্পের আওতায় ছাত্রীদের বৃত্তি।

বিভিন্ন বোর্ডের সকল সদস্যদের শুভেচ্ছা জানিয়ে তিনি তাঁর বক্তব্য শুরু করেন।

মুখ্যমন্ত্রী বলেন, “গত ৪ বছরে লেপচা বোর্ড অনেক ভালো কাজ করেছে, তাই তাদের আমার অভিনন্দন। লেপচা উন্নয়ন বোর্ড প্রায় ৩০০০ বাড়ি তৈরি করেছে, গরীবদের জন্য আরও ১০০০ টি বাড়ি তৈরি করা হবে।বিভিন্ন উন্নয়ন পর্ষদ গুলির উচিত সাংস্কৃতিক বিকাশে জোর দেওয়া এবং দার্জিলিং- কে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ বানাতে হবে। আমরা চাই দার্জিলিঙের আরও উন্নয়ন হোক এবং দার্জিলিং সেরা হোক। উন্নয়নমূলক কাজ করলে আমরা বরাদ্দ অর্থের পরিমাণ আরও বৃদ্ধি করব”।

তিনি আরও জানান যে অন্যান্য উপজাতিদের তপসিলি জাতি ও উপজাতি তালিকাভুক্ত করা হবে এবং আরও উন্নয়ন পর্ষদ গঠন করা হবে। সামনেই পাহাড়ের কর্পোরেশন নির্বাচন, যারা জিতবে তাদের অবশ্যই উন্নয়নমূলক কাজ করতে হবে।

ইতিমধ্যেই পাহাড়ের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছে সরকার। পাহাড়ের জন্য আই টি আই, পলিটেকনিক কলেজ, মেডিক্যাল কলেজ, এডুকেশন হাব তৈরি করা হয়েছে।

আমরা চাই পাহাড়ে পর্যটন শিল্পের আরও প্রসার ঘটুক। উত্তরবঙ্গের জন্য একটি আলাদা টি ডিক্টেটরেট তৈরি করা হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, “কালিম্পং নতুন জেলা হবে এবং নতুন জেলার পরিকাঠামো তৈরির জন্য ৬ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। টাইগার হিলের পর্যটন পরিকাঠামোকে আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে।  পাহাড়ের উন্নয়ন না হলে বাংলার উন্নয়ন সম্ভব নয়। পাহাড়ে আমাদের শান্তি বজায় রাখতে হবে, আমি বার বার এখানে আসব।আপনারা আমাদের ভোট দেননি তো কি হয়েছে? তা সত্ত্বেও আমরা দার্জিলিঙের উন্নয়নের জন্য কাজ করে যাব। ভালো কাজের কোন বিকল্প নেই। কাজ করে যান, আমরা আপনাদের সহযোগিতা করব”।

 

Hills must keep smiling: Mamata Banerjee at Kalimpong

On her third trip to north Bengal since she was re-elected as chief minister, Mamata Banerjee, welcomed as ‘Pahari Ma’, spoke of “development for the hills”.

“We have always wanted development for the hills. Previous governments have failed in this, but our government’s focus is clear — development for the hills. Hills must keep smiling,” said Mamata Banerjee as she reached Kalimpong last evening.

The chief minister met representatives of different tribes in the hills after her arrival. People from all walks of life gathered on the way to welcome her. Banners, festoons and hoardings were put up at every street corner in her honour.

 

পাহাড়ের হাসি অটুট থাকুক: মুখ্যমন্ত্রী

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তৃতীয় উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী বললেন পাহাড়ের উন্নয়ন আগামীদিনেও চলবে।

“আমরা চিরকাল পাহাড়ের উন্নয়নের পক্ষে ছিলাম। আগের সরকার সেটা করতে ব্যর্থ হয়েছিল কিন্তু আমাদের একটাই লক্ষ্য – উন্নয়ন। পাহাড়ের হাসি অটুট থাকুক,” তিনি বলেন।

এদিন বিকেলে কালিম্পঙ পৌঁছে মুখ্যমন্ত্রী নানা গোষ্ঠীর প্রতিনিধিদের সাথে দেখা করেন। ওনাকে অভ্যর্থনা করতে রাস্তার মোড়ে মোড়ে মানুষের ঢল নেমেছিল।

 

Bengal CM launches Shreshtarghya – a cooperative for journalists in north Bengal

Bengal Chief Minister Mamata Banerjee today launched a unique cooperative for the journalists of north Bengal, at Siliguri. She has christened the cooperative as Shreshtarghya.

The Chief Minister handed over the land documents for the Siliguri Journalists’ Club. She has allotted 5 kathas of land for the SJC at Kawakhali in the outskirts of Siliguri.

West Bengal Government  has already announced a health insurance scheme for journalists. The scheme has been named Mabhoi by the Chief Minister herself. The formal name of the scheme is West Bengal Health Scheme for Journalists, 2016. The scheme is applicable for all West Bengal Government-accredited journalists till the age of 65, including those who have retired.

The Chief Minister will then visit Kalimpong where a number of Government programmes are lined up for the next day.

 

মুখ্যমন্ত্রীর হাতে আজ সূচনা হল ‘শ্রেষ্টার্ঘ্য’-র

উত্তরবঙ্গের সাংবাদিকদের জন্য সুখবর। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঐকান্তিক অনুপ্রেরণায় একটি অনন্য সমবায়ের সূচনা হল আজ শিলিগুড়িতে, মমতা বন্দোপাধ্যায় যার নাম রেখেছেন “শ্রেষ্টার্ঘ্য”।

শিলিগুড়ি থেকে অনতিদূরে একটি পাঁচ কাঠা জমির দলিল তিনি আজ উত্তরবঙ্গের সাংবাদিকদের হাতে তুলে দেন; এখানে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব তৈরী করা হবে।

ইতিপূর্বেই সরকার সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বীমার কথা ঘোষণা করেন, যে উদ্যোগটির নামকরণ করা হয়েছে মাভৈ। এই প্রকল্পটির সরকারি নাম অবশ্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ফর জার্নালিস্টস, ২০১৬। ৬৫ বছর বয়স পর্যন্ত কাজে নিযুক্ত ও অবসরপ্রাপ্ত সকল সরকারি প্রতিষ্ঠানে নিযুক্ত সাংবাদিকরা এই প্রকল্পের আওতায় পড়বেন।

এরপর মুখ্যমন্ত্রী কালিম্পঙ যাবেন যেখানে কাল তিনি একগুচ্ছ সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন।

Mamata Banerjee to go on third north Bengal visit

Bengal Chief Minister Mamata Banerjee will set out for her three-day tour of north Bengal on Wednesday.

This is the third time Mamata Banerjee will be visiting north Bengal, after Trinamool Congress came to power for the second time with a land slide victory in the Assembly election in May.

The Chief Minister will attend a programme at Siliguri where she will be distributing bicycles among school goers under the Sabuj Sathi project.

After attending the programme in Siliguri, she will go to Kalimpong, and will be attending two separate programmes of the Tamang Board and Lepcha Board.

The people of Siliguri and Kalimpong are very eager to welcome the Chief Minister.

 

উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর তৃতীয়বারের জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। তিন দিনের সফরে তিনি শিলিগুড়ি ও কালিম্পঙে যাবেন।

উনি বুধবার বিকেলবেলা শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে অংশ নেবেন যেখানে তিনি স্কুলপড়ুয়াদের সবুজ সাথীর সাইকেল বিলি করবেন। তারপর তিনি কালিম্পঙ যাবেন।

কালিম্পঙে তিনি তামাং ও লেপ্চা বোর্ডের অনুষ্ঠানে অংশ নেবেন। শিলিগুড়ি ও কালিম্পঙের মানুষরা মুখ্যমন্ত্রীকে সাদর আমন্ত্রণ জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

 

Bengal to set up three biotechnology hubs

The West Bengal Government has taken up a project to set up three biotechnology hubs across the State, which is aimed to bring in more biotechnology innovations to the State, thereby improving the socio-economic life of the people.

The Biotechnology Department of the State has already taken up an elaborate scheme to not only tie up with other departments like Agriculture, Fisheries and Food Processing to increase the productivity and quality of various products, but to also provide germ-free food to the common people.

The three proposed biotechnology hubs will come in Bardhaman, Kalimpong and Medinipur districts; they will help in the co-ordination of various departments with the Biotechnology Department in a better way.

West Bengal has a rich biodiversity of crops, vegetables, fruits, flowers and other plant resources.

 

বাংলায় তিনটি বায়োটেকনোলজি হাব স্থাপনের পরিকল্পনা রাজ্যের

রাজ্য সরকার তিনটি বায়োটেকনোলজি হাব স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। এর প্রধান উদ্দেশ্য হল রাজ্যের জৈবপ্রযুক্তি জনগণের আর্থ-সামাজিক জীবন উন্নত করা।

রাজ্যের বায়োটেকনোলজি বিভাগ ইতিমধ্যে একটি বিশদ প্রকল্প গ্রহণ করেছে। শুধুমাত্র কৃষি, মৎস্যচাষ, খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগকে একসাথে করার জন্যও নয় খাদ্যের গুনগত মান ও পরিমান বৃদ্ধি করতে এবং মানুষকে জীবাণু মুক্ত খাদ্য প্রদান করার জন্য এইসব প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তিনটি প্রস্তাবিত বায়োটেকনোলজি হাব তৈরি হওয়ার প্রস্তাব এসেছে। এগুলি তৈরি হবে বর্ধমান, কালিম্পং এবং মেদিনীপুরে। এর ফলে বায়োটেকনোলজির সঙ্গে বিভিন্ন বিভাগের সমন্বয় তৈরি হবে।

পশ্চিমবঙ্গ ফসল, সবজি, ফল, ফুল এবং অন্যান্য উদ্ভিদ সহ জীববৈচিত্র্য সমৃদ্ধ।

West Bengal to get five new districts

West Bengal Cabinet led by Mamata Banerjee on Friday cleared the deck for setting up five new districts – Kalimpong, Basirhat, Sunderbans, Jhargram and Burdwan industrial, as it was announced by Chief Minister Mamata Banerjee.

By bifurcating Midnapore (west), Jhargram will be formed. From South 24-Parganas, Sunderbans is to be curved out, similarly Basirhat will be formed from North 24-Parganas. Burdwan will be bifurcated into Burdwan Rural and Burdwan Industrial. Kalimpong will be carved out of Darjeeling district.

Mamata Banerjee, after becoming chief minister, had promised about setting up new districts for better administrative control and so that public service can be delivered at the door steps of the people staying at remote areas.

The five new districts will increase the number of districts of Bengal to 25. Earlier on June 25, Alipuduar became the 20th district of the state after it was curved out of Jalpaiguri.

 

WB CM forms a development board for Mangar community

West Bengal Chief Minister on Wednesday announced formation of a development board for the Mangar community residing in the state and sanctioned funds for the Lepcha Board.

“The Hill communities are very close to my heart. Today I have announced setting up of a development board for the Mangar community,” Ms Banerjee said on a Facebook post during her tour to Darjeeling district.

She said funds have been sanctioned for construction of night schools, hostels for girls, jhora improvement schemes, apart from several other projects for the Lepcha Board, which would now be known as the West Bengal Mayal Lyang Lepcha Development Board.

“Today, I have handed over to them a cheque of Rs 10 crore for construction of ‘Rong Lee’ houses for Lepcha families. 2,000 such houses have already been completed and (work on) 1,000 more are going on, which will be completed very soon,” the chief minister said.

Since its formation, the Lepcha Board has actively worked for development of housing, education, livelihood, sanitation, tourism and preservation and propagation of heritage, arts and crafts and language of the community, she said.

As a part of the ‘Clean Darjeeling, Green Darjeeling’ mission, the government has sanctioned 22,500 toilets for various Hill communities involving a substantial funding.

“We have taken a decision to build two 100-seater Youth Hostels – one for Lepcha Board and another for Tamang Board at Rs. 5 crore each. The hostels will be equipped with solar lighting, solar heating, rainwater harvesting and other modern eco-friendly amenities,” Ms Banerjee added.

Tamang community confers the title ‘Nalsang Dolma’ (Goddess of Light) on WB CM

On the invitation of the Tamang Development and Cultural Board, West Bengal Chief Minister Ms Mamata Banerjee was present in their First Foundation Day Celebration in Kalimpong on September 15, 2015.

The Board was formed by West Bengal Government in July, 2014.

It was a very colourful show with thousands of participants comprising various indigenous people of the hills turning out in their traditional attire and performing their traditional arts.

The Tamang community conferred on WB CM the title “Nalsang Dolma” (The Goddess of Light).

“I feel humbled with their love and affection,” WB CM tweeted in response.

“Our government is providing support for building houses, livelihood, preservation of language and culture and development of handicrafts and traditional art forms of these people of the hills,” she further wrote on her Facebook page.

On the occasion, WB CM handed over a cheque of Rs 10 crore to Tamang Board as first installment for construction of 1000 houses.

The Chief Minister also released funds to Sherpa Board and to Bhutia Board for construction of houses for Sherpa and Bhutia communities, respectively.