Bengal Govt to start providing more facilities at tea gardens

The Bengal Government will soon start providing more facilities to the tea garden workers, who have been facing a lot of hardship because of the forced closure of the tea gardens till a few months back.

The situation has been improving steadily, and now the government has decided to extend further help in the form of opening a health centre, a modified ration shop (MR shop), which is essentially a fair-price shop, and a labour office in each tea garden.

The three will be housed in a three-storey building, for constructing which the State Government will give Rs 8.77 lakh to each tea garden. Foodgrains which could not be distributed due to the 104-day closure of the gardens would be distributed at the earliest.

The government will also construct four warehouses to stock foodgrains in Darjeeling, Kurseong, Mirik and Kalimpong. In case foodgrains fail to arrive from the plains during emergencies like natural calamities, the public distribution system (PDS) will continue to operate with the help of the existing stock in these four storages.

Over the last year or so, following the special initiative of Chief Minister Mamata Banerjee, the State Government has provided a lot of help to the tea garden workers, including providing foodgrains at special prices, lesser than the normal prices at ration shops under the public distribution system (PDS).

Source: Millennium Post

 

চা বাগান কর্মীদের জন্য একগুচ্ছ উদ্যোগ রাজ্যের

রাজ্যের চা বাগান কর্মীদের জন্য একগুচ্ছ নতুন উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। চা বাগান বন্ধ থাকার দরুন কর্মীদের যে সমস্যা হয়েছে তারই নিরসন করতে উদ্যোগী সরকার।

গত কয়েক মাসে কিছুটা হলেও অবস্থার উন্নতি হয়েছে এই বাগানগুলিতে। এদের আরও সাহায্য করতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে বাগানগুলিতে একটি করে স্বাস্থ্যকেন্দ্র, রেশনের দোকান, এবং লেবার অফিস খোলার।

এই তিনটি কেন্দ্রই খোলা হবে একটি ভবনে। এই ভবন নির্মাণের জন্য রাজ্য সরকার ৮.৭৭ লক্ষ টাকা করে দেবে প্রত্যেকটি চা বাগানকে।

অতি শীঘ্রই খাদ্যশস্যও বিতরণ করা হবে কর্মীদের মধ্যে। দার্জিলিং, কার্শিয়ং, মিরিক ও কালিম্পঙে খাদ্যশস্য যোগানের জন্য ৪টি গুদামও তৈরী করবে রাজ্য।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চা বাগান কর্মীদের দুটাকা কেজি চাল দেওয়া হয় খাদ্য দপ্তরের তরফে।

Bengal Govt allots Rs 500 cr for the development of the Hills region

The Bengal Government has allotted Rs 500 crore for the development of the Darjeeling and Kalimpong region.

After the 104-day strike in the Hills, this is a huge relief for the people of the region. All developmental work had been suspended due to the strike. Life in general had been crippled. The Darjeeling and Kalimpong district administrations had sent reports about the destruction of government property. Now things have started looking up.

The State Government has decided to start again all types of public like opening of ration shops, supply of drinking water, repair of roads and bridges, restoration of electricity services, etc. Rs 500 crore has been allotted for these activities, which is going to be released in phases. Activities under the 100 Days’ Work Scheme (MGNREGA Scheme) are being re-started.

The Hills region is an integral part of Bengal and the State Government would do everything possible to bring the situation back to normal.

পাহাড়ে উন্নয়নের জন্য রাজ্য সরকারের বরাদ্দ ৫০০ কোটি

পাহাড়ে ১০৪ দিন বন্ধ থাকায় সেখানকার অর্থনীতি একেবারে ভেঙে পড়েছিল। সমস্ত রকম নাগরিক পরিষেবা বন্ধ থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। অনেক সম্পত্তি ধ্বংস হয়ে গিয়েছে।

রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, অবিলম্বে নাগরিক পরিষেবা স্বাভাবিক করার কাজ যেমন – পানীয় জল সরবরাহ, রেশন দোকান খোলা, রাস্তা মেরামত, সেতু রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ সরবরাহ প্রভৃতির কাজ শুরু হবে। ফের শুরু করা হবে ১০০ দিনের কাজ। এই কাজের মাধ্যমে পাহাড়ের গরিব মানুষ কাজ পাবেন। তাদের আয় হবে।

পাহাড়ের হাল ফেরানোর জন্য ৫০০ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই টাকা ক্ষেপে ক্ষেপে দেওয়া হবে। প্রতিটি কাজের পর ইউটিলাইজেশন সার্টিফিকেটও (ইউ সি) চাওয়া হয়েছে।

জেলা প্রশাসন থেকে রিপোর্ট পাঠিয়ে বলা হয়েছে, পাহাড় স্বাভাবিক হয়ে উঠছে। পর্যটকরা যেতে শুরু করেছেন। দপ্তরে সরকারি কর্মচারীরা ফিরে এসেছেন। নাগরিক পরিষেবার কাজ স্বাভাবিক করার জন্য জিটিএ কে বলা হয়েছে। তার জন্য প্রয়োজনীয় টাকা স্বরাষ্ট্র দপ্তরের অধীনে পার্বত্য বিষয়ক দপ্তরের তহবিল থেকে দেওয়া হবে।

পাহাড় পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অঙ্গ। তার উন্নয়নের জন্য রাজ্য সরকার সবরকম সহযোগিতা করবে।

Source: Bartaman

State Govt opening 8 Sufal Bangla outlets in north Bengal

After the success of Sufal Bangla in the districts of south Bengal and in Kolkata, the State Agriculture Marketing Department is going to open Sufal Bangla outlets in Kurseong, Kalimpong and other parts of north Bengal.

Besides Kurseong and Kalimpong, Sufal Bangla stalls will also come up in Siliguri (two stalls), Jalpaiguri, Raiganj, Cooch Behar, and Alipurduar. All the stalls in north Bengal are expected to become operational by November.

It may be mentioned that the Sufal Bangla stalls have been introduced to ensure that common people get fresh vegetables at the correct price. The stalls are mainly run by different farmers’ producers’ organisations (FPOs), who collect the vegetables directly from farmers. Thus the stalls benefit farmers as well as the common people – the former because they do not need to depend on middlemen and hence get to keep the entire amount from selling their produce.

At present, there are 19 permanent Sufal Bangla stalls and 48 mobile stalls, 22 of the latter having been introduced just ahead of Durga Puja. According to an official of the Agriculture Marketing Department, during the days of the Durga Puja, the total turnover of the Sufal Bangla stalls had gone up, so much so that operators had to stock vegetables twice a day.

The Agriculture Marketing Department has set a target of establishing 100 Sufal Bangla stalls all across the state by the end of the current financial year, that is, March 2018.

 

‘সুফল বাংলা’ এবার পাড়ি দেবে উত্তরবঙ্গে

 

দক্ষিণবঙ্গে অভূতপূর্ব সাফল্যের পর রাজ্যের কৃষি বিপণন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে কার্শিয়ং, কালিম্পং ও উত্তরবঙ্গের অন্যান্য জায়গায় সুফল বাংলার স্টল খোলার। স্টল খোলার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিচ্ছে কৃষি বিপণন দপ্তর।

কার্শিয়ং, কালিম্পং-এর পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ি, রায়গঞ্জ, কোচবিহার, আলিপুরদুয়ারেও খুলবে সুফল বাংলা বিপণি। শিলিগুড়িতে খুলবে দু’টি স্টল। পরিকল্পনা অনুযায়ী নভেম্বরে এই স্টলগুলির খুলে যাওয়ার কথা।

প্রসঙ্গত, সুফল বাংলা বিপণি খোলা হয় সাধারন মানুষকে ন্যায্য মূল্যে তাজা সবজি বিক্রি করার জন্য। সরাসরি চাষিদের থেকে সবজি কিনে সুফল বাংলা কেন্দ্রে তা বিক্রি করা হয়। এর ফলে কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্যও পান।

এই মুহূর্তে, দক্ষিণবঙ্গে মোট ১৯ টি স্থায়ী এবং ৪৮ টি ভ্রাম্যমাণ সুফল বাংলা স্টল আছে। এর মধ্যে পুজোর আগে ২২ টি ভ্রাম্যমাণ স্টল শুরু করা হয়। দপ্তরের লক্ষ্য আগামী বছর মার্চ মাসের মধ্যে এই সংখ্যা ১০০ তে নিয়ে যাওয়ার।

Source: Millennium Post

Bengal Govt creating policy for comprehensive telecom coverage

The Bengal Information Technology and Electronics (IT&E) Department has started preparations for coverage of telecom services in the farthest corners of the state.

Around 263 administrative units/villages in the nine districts of Alipurduar, Jalpaiguri, Kalimpong, Uttar and Dakshin Dinajpur, Murshidabad, Nadia, Paschim Medinipur and Jhargram are left to be covered. Not just the inhabitants, but tourists to these regions also suffer because of poor telecom connectivity.

A right-of-way policy and an incentive framework along with a uniform fee structure are being prepared by the IT&E Department officials, in discussion with telecom operators.

Other things being considered are a single-window approval mechanism, the holding of regular meetings with the district committees and quarterly review meetings.

On the equipment front, officials are looking at environment-friendly solutions like using solar power to charge tower transmission equipment.

 

রাজ্যের সব জায়গায় টেলিকম পরিষেবা পৌঁছে দেবে রাজ্য তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তর

রাজ্যের প্রতিটি কোনে টেলিকম পরিষেবা পৌঁছে দেওয়ার পদক্ষেপ নিয়েছে রাজ্য তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তর। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদীয়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় আনুমানিক ২৬৩টি প্রশাসনিক কেন্দ্র/গ্রাম আছে যেখানে মোবাইল বা ইন্টারনেট পরিষেবা নেই। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারি কাজ। এখানে বেড়াতে আসা পর্যটকরাও অসুবিধার সম্মুখীন হন।

এই দীর্ঘ দিনের অভিযোগের কথা মাথায় রেখে মঙ্গলবার অতিরিক্ত মুখ্য সচিব দেবাশিস সেনের নেতৃত্বে রাজ্য তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তর ও টেলিকম পরিষেবা প্রদানকারীদের মধ্যে বৈঠক হয়। আগামী বৈঠক হবে চলতি মাসের ২৪ তারিখ।

এ ব্যাপারে কি কি পদক্ষেপ নেওয়া উচিত ও ইউনিফর্ম ফি স্ট্রাকচার নিয়েও আলোচনা হয়। রাজ্য তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তরের কর্তারা প্রস্তাব দিয়েছেন লিথিয়াম ব্যাটারির সঙ্গে সৌরবিদ্যুৎ দিয়ে ডিসি আউটপুট সোজাসুজি টাওয়ার ট্রান্সমিশন যন্ত্রে দিলে এই সমস্যার সমাধান হবে।

 

 

Verdict of Bengal: Trinamool all the way

Trinamool Congress swept the municipal polls held in seven municipalities, winning in Mirik , Domkal, Pujali and Raiganj. People of Bengal have yet again reposed their faith on the development initiatives of Mamata Banerjee.

For the first time in decades, a party which is not based in the Hills has won majority in a municipality of the Hills. Trinamool won Mirik municipality and won several seats in Kurseong, Darjeeling and Kalimpong.

Trinamool retained their hold on Pujali municipality and wrested Raiganj municipality from Congress. Domkal, which is a new municipality, also came this way.

The people of Bengal have yet again rejected the opposition forces and ploys to play divisive politics.

 

After the results were declared Mamata Banerjee tweeted:

Congratulations to Ma Mati Manush for again & again putting their trust in us. We are honored, privileged & humbled.

Congratulations to my brothers/sisters in hill areas of Darjeeling Kurseong Kalimpong Mirik for participating in the democratic process.

Special thanks to Mirik for reposing faith in us. We will work sincerely for you.After so many decades we begin a new era in the hills.

The hills are smiling.

 

সাত পুরসভার ভোটেও তৃণমূলের জয়যাত্রা অব্যাহত

সাতটি পুরসভার ভোটের ফলাফল বেরোতেই পাহাড় থেকে সমতল সব জায়গাতেই তৃণমূলের জয়জয়কার। সাতটির মধ্যে ৪টি পুরসভায় বিপুল ব্যবধানে জয়ী তৃণমূল। সমতলে পূজালি, রায়গঞ্জ ও ডোমকলে জয়ী দল।

পাহাড়ে এই প্রথম খাতা খুলল তৃণমূল। মিরিক পুরসভার দখল নিল দল। কার্শিয়ং, দার্জিলিং ও কালিম্পঙেও খাতা খুলেছে তৃণমূল।

বাংলার মা, মাটি, মানুষ আবারও বিরোধীদের কুৎসার রাজনীতিকে নস্যাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকেই বেছে নিলেন।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী টুইট করে মা-মাটি-মানুষকে অভিনন্দন জানান।

আমাদের ওপর আস্থা রাখার জন্য মা-মাটি-মানুষকে ধন্যবাদ। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিকের ভাই বোনেদেরও আমার শুভেচ্ছা। আমাদের ওপর বিশ্বাস রাখার জন্য মিরিককে বিশেষ ধন্যবাদ। আমরা আপনাদের জন্য কাজ করব। কয়েক দশক পর পাহাড়ে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। পাহাড় হাসছে।

 

We will set up a university in Jhargram district in the future: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee declared Jhargram the 22nd district of the State today.

On November 28, 2016, the Calcutta High Court had given the necessary permissions to set up three new districts — Kalimpong, Jhargram and Asansol. On the same day, the Chief Minister had announced that the new districts will be “officially” created before Poila Boishakh – the Bengali New Year – which falls on April 15.

Earlier, the Chief Minister had declared Kalimpong as the 21st district of the State, on February 14. A new district, Paschim Bardhaman, comprising the industrial zone of Bardhaman, will be declared the 23rd district of the State on April 7, 2017.

Mamata Banerjee addressed a large crowd during the inauguration ceremony today. The salient points of her speech are sas follows:

  • A long-standing demand of the people have been fulfilled today.
  • The days of violence are gone. Peace reigns in Jhargram now.
  • April 4 will be celebrated as Jhargram Dibas from now.
  • We organise sports tournaments involving the people of Jangalmahal every year.
  • 35,000 youths have been given jobs by the police.
  • 32 lakh SC/ST students receive scholarship under the Shikshashree Scheme.
  • We will set up a university in Jhargram district in the future.
  • We have set up 9 colleges, 6 multi super-speciality hospitals in Jhargram district.
  • One lakh artistes get a monthly stipend of Rs 1,000. We will register one lakh more artistes.
  • We have registered 14,000 new people under the scheme for giving pensions to widows.
  • We have started a pension scheme for kendu leaf collectors.
  • From birth to death, we have a scheme for every phase of life.
  • We have given recognition to the Ol Chiki language.
  • We have distributed 35 lakh bicycles under the Sabuj Sathi Scheme. This year 35 lakh more bicycles will be distributed.
  • We have made healthcare free at Government hospitals. ICDS and ASHA workers have been brought under the coverage of health insurance.
  • We started the scheme of providing rice at Rs 2 per kg from Jangalmahal. Eight crore people are now covered under the Khadya Sathi Scheme.
  • We have done away with khajna (tax) on agricultural land.
  • I again urge the Centre to waive farmers’ loans.
  • We have given land pattas to 3 lakh people.
  • People of Jangalmahal are famous across the country for the chhau dance and for archery.
  • We will set up an archery academy in Jhargram.
  • We have taken up a project worth Rs 500 crore to build check dams.
  • The major share of our revenue is taken away by the Centre to pay off the debt incurred by the Left Front Government.
  • Our youths and students are the future of our country.
  • We will make Bengal the best in the world.

 

 

ভবিষ্যতে ঝাড়গ্রামে বিশ্ববিদ্যালয় তৈরী হবেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় জায়গা জঙ্গলমহল। সেই জঙ্গলমহলের ৮টি ব্লককে নিয়ে পশ্চিম মেদিনীপুর ভেঙে গঠিত হচ্ছে ৩০২৪.৩৮ বর্গ কিলোমিটার আয়তনের পৃথক ঝাড়গ্রাম জেলা। ঝাড়গ্রাম জেলায় রয়েছে ৪ টি বিধানসভাকেন্দ্র- ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, নয়াগ্রাম ও বিনপুর।

আজ, মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম রাজ কলেজের মাঠে প্রশাসনিক সভার মঞ্চ থেকে ঝাড়গ্রাম জেলার সূচনা করলেন মুখ্যমন্ত্রী।

জঙ্গলমহলের আদিবাসী-মূলবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল, অনুন্নত এলাকার সুংসহত উন্নয়নের জন্য পশ্চিম মেদিনীপুর জেলার উত্তর-পশ্চিম অংশকে নিয়ে আলাদা জেলা করা হোক। সেই দাবিকেই মান্যতা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগে ফেব্রুয়ারী মাসে কালিম্পঙকে রাজ্যের ২১তম জেলা হিসেবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আগামী ৭ই এপ্রিল বর্ধমান শিল্পাঞ্চল এলাকাকে গঠিত নিয়ে ‘বর্ধমান পশ্চিম’ জেলার সূচনা করবেন মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আজ আমরা গর্বের সাথে বলি আমাদের নতুন জেলা ঝাড়গ্রাম যা দীর্ঘদিনের মানুষের স্বপ্ন
  • অনেক সাধারণ মানুষ খুন হয়েছেন ঝাড়গ্রাম, লালপাহাড়ি তে। আজ জঙ্গলমহলে শান্তি ফিরিয়ে দিতে পেরে আমি গর্বিত
  • আজ থেকে প্রতি বছর ৪ এপ্রিল ঝাড়গ্রাম দিবস পালন করা হবে
  • জঙ্গলমহলের মানুষদের জন্য প্রতি বছর স্পোর্টস টুর্নামেন্টের আয়োজন করা হয়
  • জঙ্গলমহলের ৩৫ হাজার ছেলেমেয়ে পুলিশে চাকরি পেয়েছে
  • ৩২ লক্ষ তপশিলি ভাই বোনেরা শিক্ষাশ্রীর স্কলারশিপের টাকা পায়
  • ভবিষ্যতে ঝাড়গ্রামের জন্য আমরা নতুন বিশ্ববিদ্যালয় তৈরী করব
  • ঝাড়গ্রাম জেলায় ৯ টি কলেজ, ৬ টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হয়েছে
  • এক লক্ষ লোকশিল্পী ১০০০ টাকা মাসিক ভাতা পায়। আরও ১ লক্ষ শিল্পীকে আমরা এই প্রকল্পের আওতায় আনব
  • বিধবা ভাতা প্রকল্পের আওতায় ১৪০০০ মানুষের নাম নথিভুক্ত হয়েছে
  • কেন্দু পাতা সংগ্রহকারীদের জন্য আমরা পেনশন প্রকল্প চালু করেছি
  • জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের প্রকল্প আছে
  • অল চিকি ভাষা কে আমরা স্বীকৃতি দিয়েছি
  • সবুজ সাথী প্রকল্পে ৩৫ লক্ষ সাইকেল দিয়েছি। এই বছর আরও ৩৫ লক্ষ সাইকেল দেওয়া হবে
  • সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যায়। আইসিডিএস ও আশা কর্মীদের আমরা স্বাস্থ্য বীমার আওতায় এনেছি
  • দু টাকা কেজি চাল প্রকল্প আমরা জঙ্গলমহল থেকেই শুরু করেছিলাম। রাজ্যের ৮ কোটি মানুষ এখন খাদ্য সাথী প্রকল্পের আওতায়
  • কৃষিজমির খাজনা আমরা মুকুব করে দিয়েছি
  • ৩ লক্ষ মানুষকে আমরা জমির পাট্টা দিয়েছি
  • ছৌ নাচ ও তীরন্দাজির জন্য জঙ্গলমহলের মানুষ সারা দেশে জনপ্রিয়
  • ঝাড়গ্রামে আমরা তীরন্দাজির অ্যাকাডেমি তৈরী করব
  • চেক ড্যাম তৈরীর জন্য ৫০০ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে
  • ছাত্র ও যুবরাই আমাদের দেশের সম্পদ
  • বাংলাকে আমরা বিশ্ব সেরা তৈরী করব

 

 

We want peace and development in the Hills: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee has instructed Information Technology, agriculture, horticulture and floriculture sectors to generate employment and economically uplift the people of Darjeeling and Kalimpong. The Tea Park in New Jalpaiguri will also become operational soon, she said.

An administrative review meeting of Kalimpong and Darjeeling districts was held at the Pintail Village on Wednesday. Addressing media persons after the meet, the Chief Minister stated: “Along with the circuit-wise review of tourism projects in great detail, we also feel that IT sector, agriculture, floriculture, horticulture and food processing have great prospects in employment generation and economic upsurge in the Hills.

I have asked the Agriculture, Animal Resource Development and Industries department to look into this. I have also instructed the Secretary of the Information Technology department to prepare IT projects for the Hills.”

The Chief Minister stated that tourism projects including the ones at Gajaldoba and Tiger Hill were discussed in detail in the presence of Tourism Minister Gautam Deb and the Chief Secretary.

“We have discussed different projects in connection to roads, drinking water and electricity,” stated the CM. As many as five road-over bridges will come up in Jalpaiguri and four in Siliguri. New electricity sub-stations will be constructed at Sonada, Bagdogra, Kawakhali and Purbo Karaibari.  “We are also improving road connectivity with bordering countries — Bhutan and Nepal. We have already spent Rs 750 crore on a four-lane highway,” she further stated.

 

আমরা পাহাড়ে শান্তি ও উন্নয়ন চাইঃ মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবার দার্জিলিং জেলার পিন্টাইল ভিলেজে দার্জিলিং ও কালিম্পঙ জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য প্রযুক্তি, কৃষি, উদ্যান পালন ও ফুল চাষে জোর দেন যাতে মানুষের কর্মসংস্থান হয়। নিউ জলপাইগুড়িতে টি-পার্কেও কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে বলে তিনি জানান।

বৈঠকের শেষে সাংবাদিকের তিনি বলেন, “পর্যটনের ওপরেও জোর দেওয়া হচ্ছে। বিভিন্ন পর্যটন সার্কিট গড়ার ভাবনা রয়েছে রাজ্যের। এ ছাড়াও, তথ্য প্রযুক্তি, কৃষি, ফুল চাষ, উদ্যান পালন ও খাদ্য প্রক্রিয়াকরন এই সকল ক্ষেত্রে কর্মসংস্থানের মাধ্যমে পাহাড়ের অর্থনৈতিক উন্নয়নের সুযোগ রয়েছে।”

গাজোলডোবা ও টাইগার হিলের পর্যটন প্রকল্পগুলি নিয়েও আলোচনা হয় বৈঠকে।

“আমরা সড়ক যোগাযোগ, পানীয় জল ও বিদ্যুতের প্রকল্পগুলি নিয়েও আলোচনা করেছি” মুখ্যমন্ত্রী বলেন। সোনাদা, বাগডোগরা, কাওাখালি ও পূর্ব করাইবাড়িতে গড়া হবে ইলেকট্রিক সাব-স্টেশন। প্রতিবেশী দেশগুলির সাথেও সড়ক যোগাযোগে জোর দেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।

 

Jhargram to become Bengal’s 22nd district on April 4

Bengal Chief Minister Mamata Banerjee will declare Jhargram as a new district on April 4, 2017. It will become the 22nd district of the State. The occasion will be marked by cultural functions across the newly-formed district.

If everything goes as planned, the CM is scheduled to arrive in Jhargram on April 2 and attend an administrative meeting at Kharagpur of April 3. She will attend a public function at Jhargram Raj College grounds on April 4 at 1 PM where she will make the announcement. She will also inaugurate several projects on the occasion.

Currently, there are 21 districts in the state. The last district to be formed was Kalimpong (carved out of Darjeeling district). Asansol (carved out of Bardhaman) will be declared a new district before Poila Boishakh (April 15, 2017) as well.

The state government has also planned two separate districts of Basirhat by dividing North 24-Parganas and Sunderbans comprising parts from North 24-Parganas and South 24Parganas.

 

৪ঠা এপ্রিল জেলা হিসেবে আত্মপ্রকাশ করবে ঝাড়গ্রাম

আগামী ৪ এপ্রিল ঝাড়গ্রামকে নতুন জেলা হিসেবে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ২২ তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করবে ঝাড়গ্রাম। এই উপলক্ষে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

আগামী ২ এপ্রিল ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামী ৩ এপ্রিল খড়গপুরে একটি প্রশাসনিক বৈঠক করবেন তিনি। আগামী ৪ এপ্রিল ঝাড়গ্রাম রাজ কলেজ মাঠে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি এবং সেখানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন।

বর্তমানে রাজ্যে মোট ২১টি জেলা রয়েছে। কয়েকদিন আগে নতুন জেলা হয়েছে কালিম্পং। পয়লা বৈশাখের আগেই আসানসোলকে নতুন জেলা ঘোষণা করা হবে।

আরও দুটি নতুন জেলা তৈরীর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। উত্তর ২৪ পরগনাকে ভাগ করে বসিরহাট এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশ নিয়ে তৈরী হবে সুন্দরবন জেলা।

 

Bengal CM conducts her first administrative review meeting at new district Kalimpong

Bengal CM Mamata Banerjee conducted the first administrative review meeting at new district Kalimpong on Wednesday. On 14 February, Kalimpong was declared as the 21st district of the State. She said that her government would showcase it on the lines of Darjeeling.

“Everyone is very happy with the new district. All officials were present and participated at the meeting.” she told reporters after the administrative meeting.

“We had positive discussions regarding developmental projects that will be taken up in the new district,” she said.

She said that many tourists visit Darjeeling. But Kalimpong also has a number of tourist spots which would be showcased.

The CM had announced a slew of development projects for the newly-created district and said that a Rs 220 crore road link project would be taken up to connect Kalimpong with Sikkim via the old Silk Route.

She had said that a Rs 50 crore water supply project by the public health engineering department will be taken up soon to address Kalimpong’s water scarcity problem.

After the meeting the Bengal CM announced that the two existing task forces, the Terai-Dooars Unnayan Parishad and the Terai-Dooars Adivasi Unnayan Parishad, will be transformed into separate development boards.

 

নতুন জেলা কালিম্পঙে প্রথম প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

বুধবার নতুন জেলা কালিম্পঙে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাজ্যের ২১তম জেলা হিসাবে মানচিত্রে জায়গা করে নেয় কালিম্পং৷

নতুন ১৫টি বোর্ডের কাজকর্ম নিয়ে সবিস্তারে আলোচনা হয় বুধবার৷ কীভাবে সাধারণ মানুষের উন্নয়নের জন্য বোর্ডগুলি কাজ করবে, তার রূপরেখাও তৈরি করে দেন মুখ্যমন্ত্রী।

প্রশাসনিক বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান, “সকলে নতুন জেলা পেয়ে খুব খুশি। সব কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন”।

তিনি আরও জানান, “নতুন জেলার জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে এবং আলোচনা ফলপ্রসূ। দার্জিলিং-এ অনেক পর্যটক আসেন কিন্তু কালিম্পঙেও অনেক ট্যুরিস্ট স্পট রয়েছে”।

ইতিমধ্যেই নতুন জেলার জন্য বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কালিম্পং-সিকিম সিল্ক রুটের উন্নয়নের জন্য ২২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। খুব শীঘ্রই কালিম্পঙের জন্য একটি জল সরবরাহ প্রকল্প চালু করবে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৫০ কোটি টাকা।

এছাড়া অতীতে গঠিত দুটি টাস্ক ফোর্সকে বোর্ডে রূপান্তরিত করা হবে। এগুলি হল – তরাই-ডুয়ার্স উন্নয়ন পরিষদ ও তরাই-ডুয়ার্স আদিবাসী উন্নয়ন পরিষদ।

 

 

Bengal CM declares Kalimpong as 21st district of the State

Today Bengal Chief Minister Mamata Banerjee announced Kalimpong as 21st district of the State.

“I am in the Hills because Kalimpong is becoming a new district. In April, Jhargram and Asansol will become districts,” she said on Monday.

The State Government recently created 15 development and cultural boards for different hill communities. The boards are to ensure all-round development of these communities.

On December 18, 2015, the West Bengal Cabinet gave a nod to the formation of Kalimpong district and Mirik sub-division.

At today’s public meeting, the CM laid the foundation stones several developmental projects including the development of Nature Interpretation Centre at Kalimpong, renovation of roads, Anjuman-E-Islamia Community Hall in Kurseong, Subhas Ghising Memorial Community Hall in Dow Hill, renovation of Raj Rajeshwari Hall in Kurseong, renovation of infrastructure in Naxalbari.

 

Excerpts of her speech:

  • Today is Kalimpong Day. I congratulate all of you
  • People of Kalimpong wanted a new ray of light. Valentine’s Day has become Kalimpong Day now
  • Five years ago when I started coming to the Hills, I wanted to develop the Hills. We formed the GTA
  • GTA and local municipalities have the power to carry out development in the Hills. I wanted to give extra support
  • We formed 15 developmental boards. We have taken initiatives to promote tourism
  • We developed Morgan House, Hill Top tourism circuit. We have done a lot of work and will continue to do so
  • Kalimpong did not have full administrative support. People had to go all the way to Darjeeling for work
  • We are proud of our students. They are our assets. They are our future
  • We will take up a new water supply project for Kalimpong
  • We will develop the Kalimpong-Sikkim Silk Route at a cost of Rs 220 crore
  • Those who indulge in violence do not want peace in the Hills
  • We don’t want violence in Hills.We believe unity is strength.Will not tolerate if someone tries to incite violence
  • Those who cannot fight us politically try to incite violence. We will not allow any violence between any community
  • Hum Kalimpong ka unnati chahanche. Hum Maa-Behen ka izzat chahanche. Hum naujawan ke liye naukri chahanche

 

২১তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করল কালিম্পঙ

আজ কালিম্পঙের মেলা গ্রাউন্ডে মঞ্চে দাঁড়িয়ে মমতা কালিম্পংকে নতুন জেলা হিসেবে ঘোষণা করলেন। শহর আবেগে ভাসছে। চারদিকে পতাকা–‌ফেস্টুন যেন উৎসব শুরু হয়েছে।

সোমবার সন্ধ্যায় কালিম্পঙে ঢোকার মুখে মুখ্যমন্ত্রীকে অনেকেই অভিনন্দন জানান। মুখ্যমন্ত্রী হাত নাড়িয়ে তাঁদেরও পাল্টা অভিনন্দন জানান। রাস্তার দু’‌ধারে ছিলেন অসংখ্য মানুষ। শহরকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। চারদিকে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া হোর্ডিং, তোরণ।

মহকুমা শাসকের অফিসে বসেই আপাতত নতুন জেলার কাজ হবে। এই বাড়িটি সংস্কারের কাজ হচ্ছে। ২০১১–‌য় ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী বহুবার কালিম্পঙে এসেছেন। চারিদিকে ঘুরেছেন। কালিম্পংকে আরও সাজিয়ে তোলার ইচ্ছে আছে তাঁর।

মুখ্যমন্ত্রী বহুবার বলেছেন তিনি পাহাড়কে কিছুতেই ভাগ হতে দেবেন না। ২০১১–‌র পর থেকে এ পর্যন্ত মুখ্যমন্ত্রী ১৫টি বোর্ড তৈরি করেছেন।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আজ কালিম্পং দিবস। আমি সকলকে অভিনন্দন জানাই
  • কালিম্পঙের মানুষ একটি নতুন আশার আলো চেয়েছিল। ভ্যালেনটাইনস ডে এখন কালিম্পং ডে
  • পাঁচ বছর আগে আমি পাহাড়ে আসা শুরু করেছিলাম, আমি পাহাড়ের উন্নয়ন চাই। আমরা জিটিএ তৈরি করেছি
  • জিটিএ এবং লোকাল কর্পোরেশনের হাতেই পাহাড়ের উন্নয়নের ক্ষমতা। রাজ্য সরকার যথাসাধ্য সাহায্য করেছে
  • আমরা ১৫টি উন্নয়ন পর্ষদ গঠন করেছি। পর্যটন বিকাশের জন্য আমরা অনেক পদক্ষেপ নিয়েছি
  • আমরা হিল টপ ট্যুরিজম সার্কিট, মরগ্যান হাউসের উন্নয়ন করেছি।আমরা অনেক কাজ করেছি আর ভবিষ্যতেও করব
  • কালিম্পঙের মানুষকে সব কাজের জন্য দার্জিলিং যেতে হত
  • আমরা আমদের ছাত্রছাত্রীদের জন্য গর্বিত। ওরা আমাদের সম্পদ, ওরাই দেশের ভবিষ্যৎ
  • কালিম্পঙে নতুন জল সরবরাহ প্রকল্প হবে
  • ২২০ কোটি টাকা খরচ করে আমরা কালিম্পং-সিকিম সিল্ক রুটের উন্নয়ন করব
  • যারা পাহাড়ে হিংসা ছড়াচ্ছে, তারা পাহাড়ে শান্তি চায় না
  • আমরা পাহাড়ে কোনরকম অশান্তি চাই না। আমরা বিশ্বাস করি একতাই বল
  • আমাদের সঙ্গে রাজনৈতিক ভাবে লড়াই করতে না পেরে অশান্তি ছড়াচ্ছে। সরকার কোন অশান্তি বরদাস্ত করব না
  • আমরা কালিম্পঙের উন্নতি চাই, মা-বোনেদের সম্মান চাই, যুব সম্পদায়ের জন্য কর্মসংস্থান চাই