10 more fire stations to come up across Bengal by end of 2018

To boost the firefighting infrastructure in the state, the Fire and Emergency Services Department will set up 10 more fire stations across the state by the end of 2018.

Some of the places where the fire stations would come up are Madhyamgram and Lalkuthi (Barrackpore) in North 24 Parganas district, Kakdwip in South 24 Parganas district, Contai in Purba Medinipur district and Dankuni in Hooghly district.

It may be mentioned that there are 131 fire stations in the 23 districts of the state. So, by the end of the year, the number would rise to 141.

 

 

২০১৮ সালের মধ্যে আরও ১০টি দমকল কেন্দ্র রাজ্যে

অগ্নি নির্বাপণ পরিকাঠামোকে আরও মজবুত করতে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস ডিপার্টমেন্ট আরও ১০টি দমকল কেন্দ্র তৈরী করবে রাজ্য জুড়ে।

এই ১০টি জায়গার মধ্যে আছে উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম, ব্যারাকপুরের লালকুঠি, দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ, পূর্ব মেদিনীপুরের কাঁথি, হুগলী জেলার ডানকুনি।

প্রসঙ্গত, রাজ্যের ২৩টি জেলায় ১৩১টি দমকল কেন্দ্র আছে। ২০১৮ সালের শেষে এই সংখ্যা ১৪১য়ে পৌঁছবে।

Source: Millennium Post

State Govt to make life jackets compulsory for passengers travelling on vessels

The State Government is soon going to make rules to ensure that wearing life jackets becomes compulsory for passengers on vessels criss-crossing the Hooghly.

Life-saving jackets have already been started to be handed to passengers at jetties. Another almost 5,000 life jackets are being bought by the State Government to implement the new rules.

The government has also banned the unstable small motor boats (called ‘bhutbhuti’ in Bengali) and is gradually bringing in launches. Twelve launches would be introduced by the first week of December.

Further, from January 1, 2018, every jetty along the Hooghly is going to have two certified and uniformed volunteers called ‘jalasathi’, armed with identity cards, to ensure that rules and regulations are being adhered to. They would be working in tandem with the local police stations.

In related developments, it needs mention that the State Transport Department is implementing a standard operating procedure (SOP) in 362 jetties across Bengal at a cost of Rs 36.2 crore. New RO-RO services are also being launched shortly between Kakdwip and Sagar Island, in time for the Sagar Mela this coming January.

Source: Bartaman

 

ভুটভুটি বা লঞ্চে গঙ্গা পারাপারে লাইফ সেভিং জ্যাকেট পরা বাধ্যতামূলক হচ্ছে

এবার গঙ্গাবক্ষে ভুটভুটি বা লঞ্চে পারাপারের সময় লাইফ সেভিং জ্যাকেট পরা বাধ্যতামূলক করতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই সমস্ত ফেরিঘাটে লাইফ সেভিং জ্যাকেট দেওয়া হয়েছে। আরও প্রায় পাঁচ হাজার লাইফ সেভিং জ্যাকেট কেনা হচ্ছে। চলতি মাসের মধ্যেই সেগুলি সমস্ত ফেরিঘাটে দিয়ে দেওয়া হবে। তারপর লাইফ সেভিং জ্যাকেট ছাড়া কাউকে নদী পারাপার করতে দেওয়া হবে না। এছাড়াও ভুটভুটি বন্ধ করতে তৎপরতা শুরু করেছে রাজ্য সরকার।

পরিবহণমন্ত্রী বলেন, ১ জানুয়ারি থেকে প্রতিটি ঘাটে দু’জন করে জলসাথি নিয়োগ করা হবে। তাঁদের পরিচয়পত্র থাকবে। তাঁরা নির্দিষ্ট পোশাক ও টুপি পরে থাকবেন। এই জলসাথিরা স্থানীয় থানার সঙ্গে সমন্বয় রেখে চলবেন। ঘাটের অপারেটররা অনেক সময় বিপদ সত্ত্বেও ফেরি সার্ভিস চালু রাখেন। এছাড়াও বেশি লোক চাপানো হয়। এতে বিপদের আশঙ্কা থাকে। এই জলসাথিরা সেই বিষয়টিতে নজরদারি চালাবেন।

মন্ত্রী আর বলেন, রাজ্যে ৩৬২টি জেটিতে ৩৬ কোটি ২০ লক্ষ টাকা খরচ করে স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিওর শুরু হয়েছে। এতে যাত্রীদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য আরও বাড়ানো যাবে। এছাড়াও জলপথে নিরাপত্তা বাড়াতে পুলিশও অনেকগুলি পদক্ষেপ নিয়েছে।

গঙ্গাসাগরে মেলার আগে সুন্দরবনের সমস্ত ঘাট পরিদর্শন করা হবে। সেই সময় ওই ঘাটগুলি ব্যাপকভাবে ব্যবহার করা হয়। সেগুলির মেরামতের জন্য টাকা বরাদ্দ হয়েছে। ওই কাজ কেমন হয়েছে, তা খতিয়ে দেখতেই সুন্দরবনের ঘাট দেখা হবে। এছাড়াও জলধারা প্রকল্পও জনপ্রিয় করে তুলতে আরও উদ্যোগ নেওয়া হচ্ছে।

Three more police districts to be set up in Bengal

The Bengal Government has decided upon setting up three more ‘police districts’ after Jhargram.  All the new police districts will be set up in South 24 Parganas, in Kakdwip, Diamond Harbour and Baruipur.

The decision was approved during the State Cabinet meeting at Nabanna on Tuesday.

The Kakdwip police district will be setup with 19 police stations including 9 in the Kakdwip sub-division. The Diamond Harbour police district will include all the police station of the sub-division and that of the Alipore sub-division. The Baruipur police-district will include all the police stations of the Baruipur sub-division.

The move will ensure better communication and fast response by the police force in case of any emergency regarding law and order situation.

 

ঝাড়গ্রামের পরে তৈরি হচ্ছে আরও তিনটি পুলিশ জেলা

ঝাড়গ্রামের পরে রাজ্যে আরও তিনটি পুলিশ জেলা তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সব ক’টিই হবে দক্ষিণ ২৪ পরগনায়। সেগুলি হল কাকদ্বীপ, ডায়মন্ড হারবার ও বারুইপুর।

মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে ওই তিন পুলিশ-জেলা অনুমোদন পেয়েছে। কাকদ্বীপ পুলিশ জেলা গড়া হচ্ছে কাকদ্বীপ মহকুমার ন’টিথানা-সহ ১৩টি থানা নিয়ে। ডায়মন্ড হারবার পুলিশজেলায় ওই মহকুমার সব থানা ছাড়াও থাকবে কলকাতার লাগোয়া আলিপুর মহকুমার থানাগুলি। আর বারুইপুর মহকুমার সব থানা নিয়ে হবে বারুইপুর পুলিশ জেলা।

প্রশাসনের একাংশ জানান, আইনশৃঙ্খলা সংক্রান্ত কোনও সমস্যা হলে পুলিশ যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারে, সেই জন্যই এই ব্যবস্থা।