Bengal’s Fisheries Development Corporation to open restaurants in Jharkhand

Soon, fish and fish-based dishes from Bengal are going to delight people of Jharkhand too.

State Fisheries Development Corporation (SFDC) is signing a memorandum of understanding with the Jharkhand Government to open four fish restaurants – in the cities of Ranchi, Jamshedpur, Kodarma and Dhanbad.

In recent years, under directions from Chief Minister Mamata Banerjee, cultivation and export of fishes – both to other states and other countries – has increased manifold. Not just that, the SFDC is also setting up restaurants in various parts of the country. As a result of these, Bengal is the top state now in terms of generating income from selling fish.

Not just that, SFDC will also train people in Jharkhand on how to cut fish fillets, so that its restaurants can supply these to local restaurants. And of course, it also means generating employment opportunities.

It already does so in Bengal, where it trains people in South 24 Parganas district in this fine art. This ensures income for SFDC as it gets to supply these to restaurants and also creates employment.

 

ঝাড়খণ্ডে রেস্তোরাঁ খুলবে বাংলার মৎস্য উন্নয়ন নিগম

খুব শীঘ্রই বাংলার মাছ ও মাছের বিভিন্ন পদের স্বাদ পাবে ঝাড়খণ্ডবাসী।

মাছের ব্যবসাকে বৃদ্ধি করতে ঝাড়খণ্ডে নতুন ৪ টি রেস্তোরা তৈরি করছে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম। রাঁচি, জামসেদপুর, কোডারমা এবং ধানবাদে রেস্তোরা খুলবে রাজ্য সরকার। এই রাজ্য থেকে সামুদ্রিক মাছের সম্ভার যাবে ঝাড়খণ্ডে এবং ওই রাজ্য থেকেও কিছু মাছ আমদানি করা হবে।

মাছের ফিলে কিভাবে কাটা হয় তার জন্য ঝাড়খণ্ডের বাসিন্দাদের প্রশিক্ষণ দেবে এসএফডিসি। প্রসঙ্গত, এই নিগম ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা জেলার মহিলা ও পুরুষদের নিয়ে মাছের ফিলে কাটার প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছে। এর ফলে অনেক কর্মসংস্থানও হবে।

প্রচলিত একটি কথা আছে, ‘মাছে-ভাতে বাঙালি’। এখন সারা দেশের বিভিন্ন রাজ্যের জনগণের মাছের চাহিদা পূরণ করতে বাংলার দ্বারস্থ হচ্ছে সকলে।

 

Source: Khabar 365 Din

Bengal’s new ‘Health Bill’ is a model for the entire country: Mamata Banerjee

The historic West Bengal Clinical Establishments (Registration, Regulation and Transparency) Bill, 2017 was passed at the West Bengal Assembly today.

The Bill aims to regulate the private hospitals and bring in transparency in the manner in which they operate.

Bengal Chief Minister Mamata Banerjee spoke at length on the Bill during a discussion in the Assembly. She called the Bill ‘historic’ and “a model for the entire country”.

Highlights of Mamata Banerjee’s speech at the State Assembly:

  • Opposition for the sake of it had become a norm in Bengal. No more. We work for the people.
  • Those who are giving lectures today did not do any work for 34 years. Despite the huge debt burden, we are working for the people
  • We have increased number of beds by 27000. We provide healthcare for free in govt hospitals in Bengal
  • People from Bihar, Jharkhand, Odisha, North East, Bhutan, Nepal, Bangladesh come to Bengal for treatment
  • Procedures like MRI, Scan, X-Ray, blood tests and even dialysis are provided at much lower cost
  • 112 fair price medicine shops providing up to 70% discount have been set up
  • 16 Mother and Child Hubs, 70 SNCUs, 303 SNSUs have been set up
  • Institutional delivery has increased from 65% to 90% in last five years. Infant Mortality Rate (IMR) has been reduced from 32 to 26
  • Fair Price Diagnostic Centers and Dialysis Services have been set up at 46 State Run Facilities
  • We have set up 7 new health districts and 7 new medical colleges
  • Children receive free cardiac surgeries under Sishu Sathi scheme. We have started breast milk bank. We have initiated Swasthya Sathi scheme.
  • Seats have been increased at medical colleges
  • Health department conducted a survey for one year before bringing this Bill
  • Some hospitals are taking PAN cards and FD papers of patients. We never heard of things like this
  • Some hospitals are overcharging patients, making exaggerated bills. The greed is crossing all limits
  • This Bill aims at bringing transparency, ending harassment of patients and taking steps to stop medical negligence
  • This Bill makes provisions for proper compensation in case of negligence by hospitals
  • Hospitals have to start e-prescriptions and keep online medical records
  • Hospitals cannot charge more than the package for treatment. They must provide an estimate for additional cost
  • Hospitals must start ‘Public Grievance Cell’
  • Hospitals with more than 100 beds must start fair price medicine shops and diagnostic centres
  • Hospitals getting land from Govt must provide free treatment to 10% people
  • Hospitals must provide primary treatment to accident victims
  • Hospitals not following this law may lose license
  • 13-member West Bengal Clinical Establishment Regulatory Commission to be set up, headed by a former judge of the High Court
  • The regulatory commission can impose penalty up to Rs 50 lakh on hospitals
  • Life saving treatment and medicines cannot be stopped even if patient cannot give money
  • Deadbodies of patients cannot be held back due to non-payment of dues
  • We must provide service with a smile

 

ঐতিহাসিক স্বাস্থ্য বিলকে সারা দেশের জন্য মডেল বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আজ বিধানসভায় ঐতিহাসিক ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্টস (রেজিস্ট্রেশন, রেগুলেশন অ্যান্ড ট্রান্সপেরেন্সি) বিল ২০১৭ পাশ হল।

স্বাস্থ্য পরিষেবায় স্বচ্ছতা আনতে, রোগীদের হয়রানি বন্ধ করতে ও  চিকিৎসায় গাফিলতি রুখতে এই বিল আনা হয়েছে।

বিধানসভায় এই বিল নিয়ে আলোচনার শেষে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিলকে ঐতিহাসিক আখ্যা দিয়ে তিনি বলেন সারা দেশের কাছে এটি একটি মডেল।

বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ

  • যারা আজ বড় বড় ভাষণ দিচ্ছেন ৩৪ বছরে তারা কোন কাজ করেনি
  • আমরা হাসপাতালে বেডের সংখ্যা ২৭০০০ বাড়িয়েছি। সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়
  • বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, NE ভারত, ভুটান, নেপাল, বাংলাদেশ থেকে মানুষ বাংলায় আসে চিকিৎসার জন্য
  • এম আর আই, স্ক্যান, এক্স-রে, রক্ত পরীক্ষা এমনকি ডায়ালিসিসও কম খরচে করা হয়
  • ১১২ টি ন্যায্য মূল্যের ওষুধের দোকানে ৭০ শতাংশ ছাড়ে ওষুধ পাওয়া যায়
  • ১৬টি মাদার চাইল্ড হাব, ৭০ টি এস এন সি ইউ, ৩০৩টি এস এন এস ইউ তৈরী করা হয়েছে
  • গত ৫ বছরে ইন্সটিটিউশন ডেলিভারি ৬৫% থেকে বেড়ে হয়েছে ৯০%
  • ৪৬ টি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ন্যায্যমূল্যের ডায়াগনস্টিক সেন্টার ও ডায়ালিসিস পরিষেবা দেওয়া হয়
  • শিশু মৃত্যুর হার ৩২ থেকে কমে ২৬ হয়েছে
  • ৭ টি নতুন স্বাস্থ্য জেলা ও ৭টি নতুন মেডিকেল কলেজ তৈরী করেছি আমরা
  • শিশু সাথীর আওতায় শিশুদের বিনামূল্যে হার্ট অপারেশন করা হয়। আমরা মাতৃ দুগ্ধ ব্যাঙ্ক চালু করেছি
  • স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করেছি
  • যারা আজ বড় বড় ভাষণ দিচ্ছেন ৩৪ বছরে তারা কোন কাজ করেনি
  • এত ঋণের বোঝা থাকা সত্ত্বেও আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি
  • অনেক বেসরকারি হাসপাতাল ভালো কাজ করে। যারা করে না তাদের নিয়ন্ত্রণ করতে হবে
  • এই বিলটি আনার আগে স্বাস্থ্য দপ্তর এক বছর ধরে একটি সমীক্ষা করে
  • কিছু হাসপাতাল রোগীদের থেকে এফ ডি পেপার ও প্যান কার্ড নিচ্ছে। এরকম ঘটনা আগে কখনো শুনিনি
  • কিছু কিছু হাসপাতালে বিল লাফিয়ে লাফিয়ে বাড়ছে, লোভের সীমা ছাড়িয়ে যাচ্ছে
  • ধৈর্যের বাঁধ ভাঙলে কড়া পদক্ষেপ নিতেই হয়
  • স্বাস্থ্য পরিষেবায় স্বচ্ছতা আনতে, রোগীদের হয়রানি বন্ধ করতে ও  চিকিৎসায় গাফিলতি রুখতে এই বিল
  • হাসপাতালের গাফিলতিতে রোগীর মৃত্যু হলে হাসপাতালকে তার ক্ষতিপূরণ দিতে হবে
  • ই-প্রেসক্রিপশন ও সব মেডিক্যাল রেকর্ডসের ই-কপি সব রোগীকে সরবরাহ করতে হবে
  • হাসপাতাল চিকিৎসার প্যাকেজের বাইরে অতিরিক্ত টাকা চার্জ করতে পারে না
  • অতিরিক্ত খরচের হিসেব আগেই দিতে হবে
  • হাসপাতালগুলিকে পাবলিক গ্রিভেন্স সেল চালু করতে হবে
  • ১০০ র বেশি বেড যে হাসপাতালে আছে সেখানে ন্যায্যমূল্যের ওষুধের দোকান ও ডায়াগনসটিক সেন্টার থাকতে হবে
  • ১০% মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালগুলিকে জমি দেবে রাজ্য সরকার
  • দুর্ঘটনাগ্রস্ত কোন রোগীকে অবশ্যই প্রাথমিক চিকিৎসা দিতে হবে
  • এই আইন মেনে না চললে হাসপাতালের  লাইসেন্স বাতিল হতে পারে
  • ১৩ জন সদস্য নিয়ে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্টস রেগুলেটরি কমিশন তৈরী করা হবে
  • রেগুলেটরি কমিশনের প্রধান হবেন হাই কোর্টের প্রাক্তন বিচারপতি
  • হাসপাতালের ওপর ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা চাপাতে পারে রেগুলেটরি কমিশন
  • জীবনদায়ী ওষুধ ও পরিষেবা বন্ধ করা যাবে না, টাকা না থাকলেও চালাতে হবে
  • টাকা না থাকলেও দেহ আটকে রাখা যাবে না
  • অনেক বেসরকারি স্কুল চড়া ডোনেশন চায়। বোর্ড পরীক্ষার পর আমরা এই বিষয়টি দেখব
  • হাসি মুখে আমাদের পরিষেবা দিতে হবে
  • আমরা আবারও বাংলার মা-মাটি-মানুষকে প্রণাম জানাই। আমরা মানুষের জন্য কাজ করে যাব

 

 

 

Day 2 of Trinamool’s countrywide protests against demonetisation and political vendetta

Today was the second day of Trinamool’s countrywide protests against demonetisation and political vendetta.

Trinamool MPs of Lok Sabha and Rajya Sabha held a sit-in demonstration at South Avenue for the second day. The dharna began with 2 minutes silence for the 120 people who lost their lives due to demonetisation. Several MPs – Saugata Roy, Kalyan Banerjee, Sukhendu Sekhar Roy, Kakoli Ghosh Dastidar, Sisir Adhikari, Sultan Ahmed – made short speeches highlighting the sufferings of people every hour.

A dharna was organised just three kilometres away from the office of the Central Bureau of Investigation (CBI) in Bhubaneswar. Senior Trinamool Congress leaders including Secretary General of the party Partha Chatterjee, All India General Secretary, Subrata Bakshi, Chandrima Bhattacharya and Manish Gupta  attended the dharna.

Dharnas were also organised in front of CGO complex and RBI headquarters in Kolkata. They will continue even today.

Protests are being organised in Punjab, Kishanganj (Bihar), Manipur, Tripura, Assam, and Jharkhand against the note ban and the suffering that is being caused to the people.

 

নোট বাতিলের বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদের আজ দ্বিতীয় দিন

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নোটবাতিলের সিদ্ধান্ত ও তার ফলে সাধারণ মানুষের ভোগান্তির বিরুদ্ধে  এবং কেন্দ্রের প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে তৃণমূলের দেশব্যাপী প্রতিবাদী আন্দোলনের আজ  দ্বিতীয় দিন।

দিল্লির সাউথ এভিনিউতে তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা ধর্ণা দেন। সকাল ১১টায় নোট বাতিলের ফলে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় ধর্ণা। এরপর প্রত্যেক ঘন্টায় বর্ষীয়ান সাংসদরা বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন সৌগত রায়, কল্যাণ ব্যানার্জি, কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দু শেখর রায়, শিশির অধিকারী, সুলতান আহমেদ।

ওড়িশার ভুবনেশ্বরের সিবিআই অফিসের মাত্র তিন কিঃ মিঃ দুরে আজ ধর্ণা দেওয়া হয়। এই কর্মসূচিতে অংশ নেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সর্বভারতীয় সাধারন সম্পাদক সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য, মনীশ গুপ্ত প্রমুখ।

ধর্ণা হয় কলকাতার সিজিও কমপ্লেক্স ও রিজার্ভ ব্যাংকের সামনেও। পাঞ্জাব, বিহারের কিষাণগঞ্জ, মনিপুর, ত্রিপুরা, আসাম ও ঝাড়খণ্ডেও চলবে প্রতিবাদ।

 

Trinamool is organising nationwide protests against Modi babu’s shameless flop-show: Mamata Banerjee

In a statement on Twitter, Bengal Chief Minister Mamata Banerjee said that the Trinamool Congress is organising nationwide protests against Narendra Modi’s “shameless flop-show” (implying the draconian policy of demonetisation).

She announced the staging of dharnas over the next three days, that is, Monday, Tuesday and Wednesday, in Bengal, Odisha (Bhubaneswar), Punjab, Bihar (Kishanganj), Manipur, Tripura, Assam, Jharkhand and Delhi.

Mamata Banerjee, through her statement, also demanded that “restrictions should be removed” on the withdrawal of cash from banks and ATMs because of the “hardships being faced by millions due to demonetisation”.

Today, about 35 Trinamool MPs have begun a peaceful protest, on South Avenue in New Delhi, against demonetisation and the resultant suffering caused to millions. It would continue till 6 pm.

 

মোদী বাবুর নির্লজ্জ ফ্লপ শোয়ের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদে নামল তৃণমূলঃ মমতা বন্দ্যোপাধ্যায়

টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “নরেন্দ্র মোদীর ‘নির্লজ্জ ফ্লপ শোয়ের’ (হঠকারী নোটবাতিলের সিদ্ধান্ত) বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ করছে তৃণমূল কংগ্রেস।

তিনি জানান, আজ থেকে আগামী বুধবার পর্যন্ত তিনদিন ব্যাপী বাংলা, ওড়িশা (ভুবনেশ্বর), পাঞ্জাব, বিহার (কিষাণগঞ্জ), মনিপুর, ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড ও দিল্লীতে ধর্ণা চলবে।

এদিন মুখ্যমন্ত্রী তার বক্তব্যে ব্যাঙ্ক ও এটিএম-এর মাধ্যমে টাকার লেনদেনের ক্ষেত্রে “বিধিনিষেধ বা ঊর্ধ্বসীমা” তুলে নেওয়ারও দাবি জানান।

এই প্রতিবাদে আজ দিল্লীর সাউথ অ্যাভিনিউতে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের সাংসদরা। সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে এই ধর্ণা।

 

 

 

Mamata Banerjee shows solidarity with land movement of tribals in Jharkhand

Trinamool Congress supremo Mamata Banerjee expressed solidarity with tribals in Jharkhand against forceful acquisition of land from tribals by the Bharatiya Janata Party-led Jharkhand government.

She said on Friday: “Around 1500 acres of land were forcefully acquired from tribals in Jharkhand and given to someone as it had happened in Singur.”

“They sought our support to build protest against such forceful acquisition of land and a team comprising the state Agriculture Minister Purnendu Basu and MLAs including Srikanto Mahato and Sadhyarani Tudu will go to Jharkhand to speak to the land losers. They will file a report after visiting the place and then I will visit the place,” the Chief Minister added.

She further said: “I would visit all the BJP-led states (to raise voice against the on-going dictatorship going on in the country).”

It may be mentioned that Banerjee had already given a call for demonstration against the use of different agencies by the Centre for political purpose. There will be demonstrations across Bengal and other States on January 9, 10 and 11.

 

The image is representative

 

ঝাড়খণ্ডের আদিবাসীদের পাশে মমতা

ঝাড়খণ্ডের জমি আন্দোলনে আদিবাসীদের পাশে আছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার ৩ জনকে পাঠাচ্ছেন তিনি। তাঁরা হলেন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু, শান্তিরাম মাহাতো, সন্ধ্যা টুডু এবং শ্রীকান্ত মাহাতো। তাঁরা ফিরে এসে মুখ্যমন্ত্রীকে ঘটনার রিপোর্ট দেবেন। তারপর মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডে যাবেন।

এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বললেন, ‘‌বিজেপি বলেছে আমাকে মারবে। রিপোর্ট পাওয়ার পর আমি ওদের রাজ্যে যাব। ঝাড়খণ্ডে দেড় হাজার একর জমি নিয়ে আদিবাসীরা লড়াই শুরু করেছে। ৯,‌ ১০, ‌১১ জানুয়ারি তৃণমূলের ধর্না আছে।’‌‌‌

 

WB CM personally monitors flood relief operations from Nabanna

The excessive rain for the past two days coupled with high tide and water released from Jharkhand and Odisha has rendered the flood situation in West Bengal “beyond control”, Chief Minister Mamata Banerjee said on Sunday.

She advised people in vulnerable areas to take shelter in relief camps to avoid “untoward incidents”.

“In the last four years, there has been no flood like this year’s. So far, we have witnessed man-made floods and we have restricted them quite successfully. But the situation at present is rendered beyond control,” Banerjee told reporters at the state secretariat Nabanna on Sunday.

“I know that it is difficult to stay out of home but life is priority. So you must stay in relief camps for two, three days,” Banerjee said, advising people in vulnerable areas to take shelter at relief camps.

Yesterday, I had said that there was 61 percent excess rainfall. Today, it’s 70 percent excess rainfall, she said.

Holding the Damodar Valley Corporation (DVC) responsible for releasing excess water resulting in floods in the state, Banerjee said, “DVC is doing business…We love them but that does not mean they will submerge Bengal.”

“Two years ago, we had written to the Centre that more than two lakh cusecs of water can be reserved in DVC reservoir only if dredging is done. I will again write to them,” she said.

The Chief Minister earlier held a meeting with Chief Secretary, DGP, IG Law and Order, IG Police and Disaster Management Secretary.

ADB loan push for state corridor

The Mamata Banerjee government has got another big boost before the chief minister’s London visit on July.

The screening committee of the Department of Economic Affairs under the union Finance Ministry has cleared loan approval of receiving $500 million Asian Development Bank (ADB) loan to the West Bengal government for setting up the 231 km long North South corridor from East Midnapore to Murshidabad that will cross six districts and move parallel to NH-34.

This is the highest amount of ADB loan granted for any ADB-assisted single project in the country. The total cost of the project, to be executed by the West Bengal Highway Development Corporation Limited (WBHDCL) is estimated as Rs 4,696 crore.

The corridor would help to remove the critical bottlenecks in freight movement not only from the northern parts of the state and north eastern states of the country but also from the neighbouring countries like Bhutan and Nepal to Haldia and Paradeep.

About the corridor

According to the plan, the corridor will run across six districts on the western side of the Ganges parallel to NH-34 and would serve at least 40% of the total population of the state, connecting a 231 km stretch from Mechogram near Haldia in East Midnapore to Morgram near Jangipur in Murshidabad.

The corridor will connect the important national highways of NH-6, NH-2, NH-60 and NH-34. The corridor will also reduce travel distance of Morgramm – Haldia port for about 60 km and will reduce about three hours of travel time in comparison to NH-34.

Kharagpur and the south west part of the country will get shorter connectivity to north east in addition to the faster connectivity to Haldia from states like Bihar, Jharkhand and the north eastern states along with Nepal and Bhutan.

 

The story was originally published in The Times of India on 10 June, 2015

Bengal leads among States in Clean Ganga Mission

The West Bengal Government has another reason to smile. A recent meeting held in Delhi shows that Bengal tops in executing the clean Ganga mission schemes among the five states through which the Ganges flows. The other four states are Uttarakhand, Uttar Pradesh, Bihar and Jharkhand.

The meeting was held by officials of the ministry of water resources to review the performance of the five Ganga states in implementing National Ganga River Basin Authority (NGRBA) schemes.

According to officials, the data shows that Bengal, which also has the highest number of sanctioned projects, has completed 23 out of the 30 sanctioned projects that are being implemented in 24 towns across the state, with a sanctioned cost of Rs 1352 crore.

Uttarakhand comes next, completing two projects out of the 16 sanctioned projects being implemented in 11 towns there, with a sanctioned cost of Rs 251.21 crore. Uttar Pradesh is yet to complete any of the 15 sanctioned and ongoing projects. Bihar is implementing 12 schemes and Jharkhand one.

It was discussed in the meeting that a more Ganga-centric multi-pronged strategy would be followed to prevent river pollution.

Selected stretches will be properly monitored with CCTVs to check activities on the river side and the quality of water.