Bengal CM to begin her 5-day tour of Paschimanchal today

Chief Minister Mamata Banerjee is expected to announce the bifurcation of West Midnapore and Burdwan into the much-awaited two more districts during her five-day long tour to Paschimanchal starting today.

Jhargram district will be carved out of West Midnapore and it will be announced as the 22nd district of the state on April 4. Further, Burdwan district will be bifurcated into Burdwan East and Burdwan West. Burdwan West will be the 23rd district that will start functioning as a new district on April 7 in the presence of the Chief Minister.

The CM will chair an administrative review meeting of West Midnapore district at Kharagpur today. She will be present in the programme on Tuesday when Jhargram will start functioning as a new district. The CM will be holding the administrative review meeting of Purulia and Bankura districts respectively on April 5 and 6. From Bankura, she will be going to Asansol to attend the programme from where another new district will be announced.

 

আজ থেকে পশ্চিমাঞ্চলের জেলা সফর শুরু মুখ্যমন্ত্রীর

আজ থেকে পাঁচ দিনের পশ্চিমাঞ্চলের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নববর্ষের উপহার হিসেবে দুটি জেলা রাজ্যবাসীকে উপহার দেবেন মুখ্যমন্ত্রী। একটি ঝাড়গ্রাম ও অন্যটি বর্ধমান পশ্চিম।

পশ্চিম মেদিনীপুর জেলা ভেঙে তৈরী হচ্ছে ঝাড়গ্রাম জেলা যা আগামী ৪ এপ্রিল ২২ তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করবে। অন্যদিকে বর্ধমান ভেঙে তৈরী হচ্ছে ২৩ তম জেলা বর্ধমান যা ৭ এপ্রিল থেকে প্রশাসনিক কাজকর্ম শুরু করবে।

আজ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে একটি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। আগামী মঙ্গলবার একটি অনুষ্ঠানে ঝাড়গ্রামকে জেলা হিসেবে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। আগামী ৫ ও ৬ এপ্রিল পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় প্রশাসনিক বৈঠক করবেন তিনি। অন্য নতুন জেলাটির আনুষ্ঠানিক ঘোষণার জন্য আসানসোলের একটি কর্মসূচীতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

Jhargram to become Bengal’s 22nd district on April 4

Bengal Chief Minister Mamata Banerjee will declare Jhargram as a new district on April 4, 2017. It will become the 22nd district of the State. The occasion will be marked by cultural functions across the newly-formed district.

If everything goes as planned, the CM is scheduled to arrive in Jhargram on April 2 and attend an administrative meeting at Kharagpur of April 3. She will attend a public function at Jhargram Raj College grounds on April 4 at 1 PM where she will make the announcement. She will also inaugurate several projects on the occasion.

Currently, there are 21 districts in the state. The last district to be formed was Kalimpong (carved out of Darjeeling district). Asansol (carved out of Bardhaman) will be declared a new district before Poila Boishakh (April 15, 2017) as well.

The state government has also planned two separate districts of Basirhat by dividing North 24-Parganas and Sunderbans comprising parts from North 24-Parganas and South 24Parganas.

 

৪ঠা এপ্রিল জেলা হিসেবে আত্মপ্রকাশ করবে ঝাড়গ্রাম

আগামী ৪ এপ্রিল ঝাড়গ্রামকে নতুন জেলা হিসেবে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ২২ তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করবে ঝাড়গ্রাম। এই উপলক্ষে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

আগামী ২ এপ্রিল ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামী ৩ এপ্রিল খড়গপুরে একটি প্রশাসনিক বৈঠক করবেন তিনি। আগামী ৪ এপ্রিল ঝাড়গ্রাম রাজ কলেজ মাঠে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি এবং সেখানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন।

বর্তমানে রাজ্যে মোট ২১টি জেলা রয়েছে। কয়েকদিন আগে নতুন জেলা হয়েছে কালিম্পং। পয়লা বৈশাখের আগেই আসানসোলকে নতুন জেলা ঘোষণা করা হবে।

আরও দুটি নতুন জেলা তৈরীর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। উত্তর ২৪ পরগনাকে ভাগ করে বসিরহাট এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশ নিয়ে তৈরী হবে সুন্দরবন জেলা।

 

Jangalmahal to become a major tourism hub

After being known for long as a Maoist hotbed, Jangalmahal in Bengal is finally trying to shed off its ill-repute by promoting the unexplored locales as tourist attractions. The Bengal Government is creating tourism packages covering the Jangalmahal circuit, that includes areas of Paschim Medinipur, Purulia and Bankura districts, by not only putting up infrastructural facilities like cable cars, heritage hotels and lodges but also inviting private investors to be a part of the endeavour.

The development of the tourism circuit would take off with Jhargram and the heritage spots around the area. “We have our detailed project report ready. The project would involve investments to the tune of Rs65 crores which are awaited for approvals from the central government,” said the State Tourism Department principal secretary.

The West Bengal Tourism Development Corporation (WBTDC) has already started overnight packages which take tourists around unexplored areas of Jhargram. The places include Belpahari, Khagra Falls, Kakrajhor, Laljal and others.

WBTDC is also promoting trekking and other adventure tourism in Kakrajhor. There are places in Jhargram like Rameshwar Mandir, the banks of the river Subarnarekha and Tapavan, which is Rishi Valmiki’s burial place, which have not been promoted.

The tourists are put up at the year-old Jhargram lodge and given access to the Jahrgram Rajbari. The package comes with a discount on accommodation.

Alongside the tourist lodge that has 22 cottages, and is been expanded, WBTDC is also putting up another eight tourist facilitation centres, each of which would consist of a cafeteria, restrooms and four rooms for boarding. There’s more in the pipeline for the area. Negotiation with the owners of Chilkigarh Rajbari is on for developing a heritage hotel project at the royal palace, located 15 km from Jhargram. It will soon become a palace resort with 10 rooms for guests.

 

গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হতে চলেছে জঙ্গলমহল 

বহু বছর ধরে মাওবাদীদের অবাধ বিচরণভূমি হিসেবে পরিচিত জঙ্গলমহল ক্রমে তার ওই বদনাম মুছে নিজেকে পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি দিতে তৈরী হয়ে গেলো । পর্যটনের জন্য জঙ্গলমহল প্যাকেজ তৈরী হয়েছে যার মধ্যে আছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, রাজ্য সরকার যে শুধুমাত্র পরিকাঠামোগত সুযোগ সুবিধের বন্দোবস্ত করছে যেমন কেবল কার, ঐতিহ্যবাহী হোটেল তাই নয়, সঙ্গে সঙ্গে বেসরকারি বিনিয়োগকেও সদর আমন্ত্রণ জানানো হচ্ছে।

রাজ্য পর্যটন দপ্তরের মুখ্য সচিব জানান, ঝাড়গ্রাম ও তার পার্শবর্তী অঞ্চলকে কেন্দ্র করে এই পর্যটন কেন্দ্র তৈরী হতে চলেছে। এই প্রকল্পের বিশদ রিপোর্টও তৈরী হয়ে গেছে। কেন্দ্রীয় সরকারের অনুমোদন পেলেই ৬৫ কোটি টাকার এই প্রকল্পটি শুরু হয়ে যাবে।

রাজ্য পরিবহন দপ্তর ইতিমধ্যেই প্যাকেজ শুরু করে দিয়েছে যেখানে পর্যটকরা জঙ্গলমহলের নেদেখা সব জায়গায় যাওয়ার সুযোগ পাবেন যার মধ্যে আছে বেলপাহাড়ি, খাগড়া ঝর্ণা, কাঁকড়াঝড়, লালজাল প্রমুখ স্থান।

পরিবহন দপ্তর কাঁকড়াঝড় অঞ্চলে ট্রেকিং ও অন্যান্য নানারকম এডভেঞ্চার স্পোর্টসের বন্দোবস্ত করছে। রামেশ্বর মন্দির, সুবর্ণরেখা নদীর তীর, ঋষি বাল্মীকির সমাধিস্থল তপোবন এসব অঞ্চলকেও দর্শকদের সামনে তুলে ধরা হবে। পরিবহন দপ্তর এইসব ঐতিহাসিক স্থান গুলিকে চিহ্নিত ও জনপ্রিয় করে তলায় লেগে রয়েছে।

পর্যটকদের জন্য ঝাড়গ্রাম লজে থাকার ব্যবস্থা করা হচ্ছে ও তারা ঝাড়গ্রাম রাজবাড়ি ঘোরার সুযোগ পাবে ও তাদের ডিসকাউন্ট দেওয়া হবে।

Three new districts to come into existence on Poila Boishakh

The Bengal Government has got the approval of the Calcutta High Court for the formation of three new districts – Asansol, Kalimpong and Jhargram, informed Chief Minister Mamata Banerjee.

“We will immediately start the procedure for the creation of the three new districts. We are hopeful that the procedure will be completed and the districts will be inaugurated by April 2017,” the Chief Minister said at Nabanna.

Currently, there are 20 districts in the state. The last new district to be formed was Alipurduar in June 2014, which was created by dividing Jalpaiguri.

Asansol will be hived out of Burdwan. Similarly Kalimpong will be hived out of Darjeeling and Jhargram from West Midnapore.

The state government has also planned two separate districts of Basirhat by dividing North 24-Parganas and Sunderbans comprising parts from North 24-Parganas and South 24Parganas.

The Chief Minister also said a team of officials will start visiting the areas that will come under the jurisdiction of the three new districts of Asansol, Kalimpong and Jhargram.

“The team for Kalimpong will be head by the state chief secretary. A team lead by the state home secretary will visit Asansol. The team for Jhargram will be led by the state personnel & administrative reforms secretary, the state police director general and Kolkata police commissioner,” the Chief Minister said.

 

পয়লা বৈশাখে আত্মপ্রকাশ হবে বাংলার নতুন তিন জেলার

কলকাতা হাই কোর্ট অনুমোদন দেওয়াতে তিনটি নতুন জেলা তৈরির কাজ আরও গতি পেল। আদালত যে তিনটি নতুন জেলা তৈরী করার অনুমতি দিয়েছে, সেগুলি হল – আসানসোল, কালিম্পঙ ও ঝাড়গ্রাম। মুখ্যমন্ত্রী জানান আগামী পয়লা বৈশাখেই আত্মপ্রকাশ হবে নতুন তিন জেলার।

নবান্নে মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন “আমরা এখন নতুন তিনটি জেলা তৈরির কাজ আরও এগিয়ে নিয়ে যাবো। আমরা আশা করছি সমস্ত প্রয়োজনীয় কাজ ২০১৭ সালের এপ্রিল মাসের আগেই শেষ হয়ে যাবে।”

এই মুহূর্তে এই রাজ্যে ২০টি জেলা রয়েছে। সর্বশেষ জলপাইগুড়ি জেলা ভেঙে অলিপুরদুয়ার জেলা তৈরী হয় ২০১৪ সালের জুন মাসে।

বর্ধমান জেলা ভেঙে তৈরী হবে নতুন জেলা আসানসোল। দার্জিলিং জেলা ভেঙে তৈরী হবে কালিম্পঙ এবং পশ্চিম মেদিনীপুর জেলা ভেঙে তৈরী হবে ঝাড়গ্রাম।

রাজ্য সরকারের আরও পরিকল্পনা রয়েছে সুন্দরবন ও বসিরহাটকেও জেলা ঘোষণা করার।

মাননীয়া মুখ্যমন্ত্রী আরও জানান সংশ্লিষ্ট আধিকারিকরা এখন থেকে নতুন জেলা তৈরীর কাজ দেখতে পরিদর্শনে যাবেন।

মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যের মুখ্সচিবের নেতৃত্বে একটি দল যাবে কালিম্পঙে, রাজ্যের স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি দল যাবে আসানসোলে। ঝাড়গ্রামের দলটিকে নেতৃত্ব দেবে রাজ্য প্রশাসনিক সচিব, রাজ্য পুলিশ ডিরেক্টর ও কলকাতা পুলিশের কমিশানার।”

Smiling Jangalmahal is my biggest achievement: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today launched the distribution of 43,000 bicycles under Sabuj Sathi to the students of Class IX of state-run, aided and sponsored schools at a function at Jamboni, West Midnapore.

From today’s programme, the Chief Minister also inaugurated a nursing training college in Lalgarh, a number of Karma Tirthas, Government buildings, road projects, flood shelters, marketing hubs and a host of other projects.

She laid the foundation stones for many projects including the Medinipur Homeopathic College and Hospital and its women’s hostel, road projects, water projects, projects for forestry.

Besides cycles of Sabuj Sathi, the Chief Minister also distributed benefits including Kanyashree, Yuvashree, Geetanjali, land pattas, agricultural equipment, loans, computers and books.

Highlights of Chief Minister’s speech:

Jangalmahal smiling

Five years ago people in Jangalmahal were living in terror. Tides have turned. Smiles have replaced tears. Jangalmahal is smiling today. This is my biggest achievement. I can give my life but will never forget Jangalmahal.

Will always work for the people

It is our duty to work for people. Healthcare at government hospitals in Bengal is free. I do not support people who try to extort money by causing inconveniencing people. I do not believe in playing petty politics in matters of governance. I created Trinamool Congress to serve people. It is my pledge and commitment to continue to work for people.

Will work for people despite financial problems

We increased our revenue from Rs 20000 Cr to Rs 40000 Cr in 5 years. But we inherited a debt crisis from Left. Centre takes away our revenues to pay off debts incurred by the previous Govt. Still, we are working for people. Despite all financial problems, we will continue to work for people.

Bengal does not tolerate riots

There is an atmosphere of religious and political intolerance in the country. In Bengal we never discriminate between people. Bengal does not allow politics of communalism and riots. It will not be tolerated.

Pledge to take Bengal to new heights of glory

Youth from Jangamahal have been recruited in the police forces and as civic volunteers. Folk artistes are getting their due recognition now. We have to preserve our culture. I started Kanyashree scheme so that girls can pursue education. We are giving rice at Rs 2/kg to people under Khadya Sathi. It is our aim to help the needy.

We have started conducting WBCS exam in Ol Chiki language. We believe in respecting all languages, be it Urdu, Hindi, Gurmukhi, Santhali. The Tribal Development Ministry will soon form a development board for the welfare of people in Jangalmahal. We have initiated a major irrigation project for the districts of Bankura, Purulia, West Midnapore. I have instructed forest department to look into the problems faced by locals due to stray elephants.

Jhargram will soon become a new district. We are waiting for judicial clearances. We are redefining tourism in Jhargram. Earlier people were scared to come to these places.

 

আমি জঙ্গলমহলকে কোনদিন ভুলতে পারিনাঃ মুখ্যমন্ত্রী

আজ পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামের জামবনিতে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে সবুজ সাথী প্রকল্পের আওতায়  নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রায় ৪৩০০০ বাইসাইকেল বিতরণ করেন তিনি।

আজকের এই অনুষ্ঠান থেকে লালগড়ে একটি নার্সিং ট্রেনিং কলেজ, কর্মতীর্থ, সরকারি ভবন, রাস্তা, বন্যার সময় দুর্গতদের জন্য আশ্রয়স্থল,  মার্কেটিং হাব সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

মেদিনীপুরে হোমিওপ্যাথি কলেজ,হাসপাতাল এবং ছাত্রী আবাস সহ, রাস্তা, পানীয় জল সহ বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন তিনি।

সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিতরণের পাশাপাশি কন্যাশ্রী, যুবশ্রী, গীতাঞ্জলি, জমির পাট্টা, কৃষি যন্ত্রপাতি, লোন, কম্পিউটার এবং বইও বিতরণ করা হয় এই সভা মঞ্চ থেকে।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ 

  • সবুজ সাথী প্রকল্পের আওতায় আরও ৪০০০০ সাইকেল বিতরণ করা হবে
  • আমরা কথা দিয়ে কথা রাখি
  • আগের সরকারের ঋণের বোঝা বয়ে বেড়াতে হচ্ছে আমাদের। কেন্দ্র সব টাকা কেটে নিয়ে যাচ্ছে, তাও আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি
  • গত ৫ বছরে আমাদের রাজস্ব ২০০০০ কোটি থেকে বেড়ে ৪০০০০ কোটি টাকা হয়েছে
  • পাঁচ বছর আগে জঙ্গলমহলে মানুষ আতঙ্কে বাস করত, সময় পাল্টেছে। কান্না এখন হাসিতে পরিণত হয়েছে
  • আজ জঙ্গলমহল হাসছে। এটা আমার সবচেয়ে বড় সাফল্য
  • আমি সব জেলা বিশেষত জঙ্গলমহল এবং পাহাড় আমি নিয়মিত পরিদর্শন করি
  • আজ ২২০০০ মানুষ সরাসরি সরকারি পরিষেবা পাচ্ছেন
  • কাজ করাটাই আমাদের কাজ
  • আজ বাংলার মানুষ বিনামূল্যে সরকারি হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন
  • মানুষকে কষ্ট দিয়ে টাকা তোলাকে আমি সমর্থন করি না
  • মানুষের কাজ করতে কোনো সংকীর্ণ রাজনীতির জায়গা নেই
  • মানুষের সেবা করার জন্য আমি তৃণমূল কংগ্রেস গঠন করেছি
  • মানুষের জন্য কাজ করাই আমার কর্তব্য
  • বাংলা কখনো দাঙ্গাকে প্রশ্রয় দেয় না, যে দাঙ্গা করবে তাঁকে সরকার শাস্তি দেবে
  • নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান
  • পুলিশ ফোর্স ও  সিভিক ভলেনটিয়ার পদে সুযোগ পেয়েছে জঙ্গলমহলের যুব সম্প্রদায়
  • বাউল শিল্পীদের সরকার থেকে সাহায্য করা হচ্ছে। আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে
  • মেয়েদের উচ্চ শিক্ষার জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করেছি
  • খাদ্য সাথী প্রকল্পের আওতায় ২ টাকা কেজি দরে চাল পাচ্ছে সাধারণ মানুষ। মানুষকে সাহায্য করাই আমাদের লক্ষ
  • আমরা অল চিকি ভাষায় ডবলু বি সি এস পরীক্ষা চালু করেছি
  • আমরা সব ভাষাকেই সম্মান করি, সে উর্দু, হিন্দি, গুরুমুখী, সাঁওতালি যাই হোক
  • জঙ্গলমহলের মানুষদের উন্নয়নের জন্য শীঘ্রই একটি উন্নয়ন পর্ষদ গঠন করবে আদিবাসী উন্নয়ন মন্ত্রক
  • বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলায় জলসেচ প্রকল্পের কাজ নেওয়া হয়েছে
  • খুব শীঘ্রই ঝাড়গ্রাম নতুন জেলা হবে, আমরা কোর্টের অনুমোদনের অপেক্ষায় রয়েছি
  • আমরা ঝাড়গ্রামের পর্যটন ঢেলে সাজাচ্ছি। আগে মানুষ এখানে আসতে ভয় পেত
  • আর্থিক অনটন সত্ত্বেও আমরা মানুষের জন্য কাজ করে যাব
  • হাতির কারণে যাতে সাধারণ মানুষের কোন সমস্যা না হয় সেদিকে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বনকর্মীদের
  • আমি নিজেকে ভুলতে পারি কিন্তু জঙ্গলমহলকে ভুলতে পারি না
  • সারা দেশে ধর্মীয় ও রাজনৈতিক অসহিষ্ণুতার পরিবেশ তৈরী হয়েছে। বাংলায় আমরা কখনোও বিভেদ করি না মানুষের মধ্যে
  • বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের লক্ষ্য

 

 

 

Bengal shows the way for communal harmony: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday urged the people to continue upholding the state’s tradition of secularism and communal harmony during the coming festivities.

Addressing a public meeting in Jhargram in West Bengal’s West Midnapore district, Banerjee thanked the people for maintaining communal harmony throughout the state during the festive season.

“I thank the people of all the religions living in Bengal to celebrate the festivities with peace, love and togetherness. Bengal has always been a pinnacle of secularism and we shall keep it that way,” Banerjee said.

Referring to the clash of dates this year between Durga Puja, the biggest Hindu festival in Bengal and Muharram, the occasion of mourning for the Muslims, she said it is only Bengal that can celebrate both the occasions with such poise and grace.

“Nowhere else in India such religious occasions of two different communities are observed with so much harmony. Bengalis always enjoy the occasions of festivity without caring about its religious origin,” she said.

Banerjee referred to some sporadic incidents of violence in the state as ‘exceptions’ and cautioned people of the ill effects of communal violence.

“People don’t want riots. Anyone who tries to spark communal tension, would be given stern punishment,” she said.

“I thank the people of Bengal for showing religious tolerance and maintaining an environment of peace and harmony in the state. I hope we will celebrate Chath-Puja, Christmas and other coming festivals too in the same mood,” the Chief Minister said.

 

সম্প্রীতির আদর্শ বাংলা:‌ মমতা

বাংলায় দুই সম্প্রদায়ের মানুষ একসঙ্গে উৎসব পালন করতে পারে। পুজো আর মহরম একসঙ্গে হয়। বুধবার ঝাড়গ্রামে এসে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন ঝাড়গ্রাম স্টেডিয়ামে ছিল মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিজয়া সম্মিলনী।

সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌এই বাংলায় পুজো আর মহরম একসঙ্গে অনুষ্ঠিত হয়। একমাত্র বাংলাতেই হয়, এমনটা অন্য কোথাও দেখতে পাবেন না। এটা গর্বের বিষয়। এত ভাল শান্তি-‌সংহতির জায়গা দু‌টো দেখতে পাবেন না।’‌

তিনি আরও জানান, কলকাতায় আমরা পুজোর আগে ও পুজোর পরে সবাই একসঙ্গে মিলিত হতে পারি। জেলার পুলিস সুপার ও জেলাশাসকরা এই কাজটা খুব ভাল করে করছেন। আমি সবসময় জেলার ওপর গুরুত্ব দিতে বলি‌‌। সে দুর্গাপুজো হোক কিংবা কালীপুজো, জগদ্ধাত্রী পুজো হোক কিংবা আদিবাসীদের করম পুজো। সব উৎসবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা উৎসবের মাঝে বেঁচে আছি। উৎসবের মধ্যে প্রাণ আছে। উৎসবই সবার ধর্ম, সবার কর্ম।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‌আদিবাসী ভাইবোনেরা তাঁদের উৎসব পালন করেন। আমরা তাঁদের সেই ঠাকুরের স্থানটার পাট্টা দিচ্ছি। জাহের স্থানেরও পাট্টা দিচ্ছি। গ্রামের শ্মশানগুলোকে সুন্দর করে গড়ে তোলা হবে’।

তাঁর সংযোজন, “ভ্যাটিকান সিটিতে মাদার টেরিজার সন্ত অনুষ্ঠানে গিয়েছিলাম।  ৪ নভেম্বর শান্তিধামও যাব। একটা অনুষ্ঠান আছে। সর্বধর্ম সমন্বয়ের মধ্যে দিয়ে সুন্দর সমাজ গড়ে ওঠে। ভারতবর্ষ ঐক্যবদ্ধ থাকবে, যতদিন সর্বধর্ম সমন্বয় থাকবে।’‌

তিনি বলেন, ‘কলকাতায় যেমন ভিন রাজ্যের লোক আসেন পুজো দেখতে, তেমন বিদেশ থেকেও দর্শনার্থীরা আসেন’। তাঁর সংযোজন, জেলার পুজোগুলিকে বিশেষ দৃষ্টি দিয়ে দেখতে হয়। পরপর পাঁচ বছর দুর্গাপুজো-‌বকরি ইদ একসঙ্গে হয়েছে। মনে রাখবেন সকলে সব ধর্ম নিয়ে এটা বজায় রেখেছেন।

 

Bengal CM inaugurates more than 300 projects in Jangalmahal

During her first visit to Jangalmahal today, in her second innings as Bengal Chief Minister, Mamata Banerjee inaugurated and laid the foundation stones for more than 300 projects.

During her earlier visits, too, the Bengal Chief Minister had inaugurated and laid the foundation stones of a number of projects in this sensitive belt of Bengal. During today’s visit, the Chief Minister inaugurated exactly 167 projects and laid the foundation stones for 139 schemes.

She attended a Bijaya Sammilani in Jhargram. She also attended a programme to uphold communal harmony at Ghoradhara Stadium in Jhargram, where she addressed the crowd. The Milan Utsav, as it was called, was attended by 200 Durga Puja committees, 134 Kali Puja committees, 750 clubs, 70 Muslim committees and representatives of Christian, Jain, Buddhist and other religious sects.

Tomorrow she is scheduled to attend an administrative meeting at Jamboni where she will inaugurate and lay foundation stones for more projects.

During her visit to Narayangarh after becoming Chief Minister for the second time, she had inaugurated 32 projects and laid the foundation stones for 14 projects.

A Karma Tirtha, the new building of Silda college, some roads and bridges are waiting to be inaugurated by the Bengal Chief Minister during the meeting at Jamboni High School ground on Thursday.

 

রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আজ অনুষ্ঠিত হল মুখ্যমন্ত্রীর সর্বধর্ম সম্মেলন

আজ বুধবার জঙ্গলমহল সফরে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর আগে গত জুন মাসে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে এসেছিলেন৷ তবে দ্বিতীয়বারের সরকারে এই প্রথমবার তিনি ঝাড়গ্রাম মহকুমার জামবনি ব্লকে প্রশাসনিক জনসভা করবেন বৃহস্পতিবার৷ এর আগে বুধবার ঝাড়গ্রামের ঘোড়াধরা স্টেডিয়ামে ‘মিলন অনুষ্ঠানে’ যোগ দিলেন৷

বুধবার ঘোড়াধরা স্টেডিয়ামে পুলিশের পক্ষ থেকে ঝাড়গ্রাম পুলিশ জেলার ২০০টি দুর্গাপুজো কমিটি, ১৩৪টি কালীপুজো কমিটি, ৭৫০টি ক্লাব, ৭০টি মুসলিম কমিটি, ৩৪টি চার্চের প্রতিনিধি, জৈন, বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের ডাকা হয়েছিল৷ আমন্ত্রণ জানানো হয়েছিল রামকৃষ্ণ মঠ ও মিশনের আইন ও গণমাধ্যমের ভারপ্রাপ্ত স্বামী শুভকরানন্দকে৷ তবে চার্চের ফাদাররা উপস্থিত থাকতে পারেন নি৷ কারণ, আজ ছিল আন্তর্জাতিক সোলস ডে (বিদায়ী আত্মার প্রতি শ্রদ্ধা)৷

বুধবারের মিলন অনুষ্ঠান সেজে উঠছিল নানা রঙের লোকসংস্কৃতির অনুষ্ঠানের মধ্য দিয়ে৷ অন্যদিকে বুধবারের অনুষ্ঠানের পর বৃহস্পতিবার জামবনি ব্লকের জামবনি থানার উল্টোদিকে বাণী বিদ্যাপীঠ হাইস্কুল মাঠে দ্বিতীয় ইনিংসের জঙ্গলমহলের প্রথম প্রশাসনিক জনসভা করবেন মমতা৷ এই জনসভায় মুখ্যমন্ত্রীর হাত ধরে ঝাড়গ্রাম মহকুমার প্রায় ২৫ হাজার মানুষ নানা পরিষেবা পাবেন৷

মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন মোট ১৬৬টি প্রকল্পের, যার ব্যয় প্রায় ২৮০ কোটি টাকা৷ ১৩৮টি প্রকল্পের শিলান্যাস করবেন যার প্রকল্প ব্যয় প্রায় ১৯৯ কোটি টাকা৷ ইতিমধ্যে জেলায় ২ লক্ষ সাইকেল দেওয়া হয়েছে৷ প্রশাসনিক সভা থেকে সাইকেল দেওয়া হবে ৫ হাজার ১০ জনকে৷ পাট্টা প্রদান করা হবে ১২৩৯টি৷ ৪০০ লোকশিল্পীকে পরিচয়পত্র প্রদান করা হবে৷ কন্যাশ্রী প্রকল্পে ২০১০ জন পরিষেবা পাবে৷ আটটি এমন প্রকল্প যেগুলি উদ্বোধন হবে তার প্রকল্প ব্যয় ৫ কোটি টাকার উপরে৷ এর মধ্যে উল্লেখযোগ্য হল বিনপুরে ১৭ কোটি টাকা ব্যয়ে নার্সিং কলেজ, গোপীবল্লভপুর-২ ব্লকের পোড়াকুসুমে ১১ কোটি ২৭ লক্ষ টাকা ব্যয়ে মডেল স্কুল, কাঁথি থেকে বেলদা রাস্তা সম্প্রসারণ ৬৩ কোটি টাকা ব্যয়ে৷ গড়বেতায় আইটিআই কলেজ নির্মাণে ৫২ কোটি, খড়গপুর-কেশিয়াড়ি রাস্তা সম্প্রসারণে ৫ কোটি ৩৬ লক্ষ টাকা সহ আরও অন্যান্য প্রকল্প৷ ঝাড়গ্রাম ঘোড়াধরা স্টেডিয়ামে এদিনের মিলন উত্সবের জন্য ৫০ হাজার বর্গফুট এলাকা ঘেরা হয়েছে৷ মূল মঞ্চ ১৪শো বর্গফুট৷ প্রায় তিন হাজার মানুষের বসার ব্যবস্থা হয়েছে৷ থাকবেন শাসক দলের বিভিন্ন জনপ্রতিনিধি৷

 

Jhargram will become a new district soon: WB CM after the first administrative review meeting

After returning to power for the second term, the first block-level administrative review meeting of the West Bengal Government led by Mamata Banerjee took place today. The status of ongoing projects and future action plans were discussed at the meeting.

The West Bengal Chief Minister had announced on June 3, after holding the first State-level administrative review meeting at Town Hall in Kolkata, that she would start her district tours to hold the block-level administrative review meetings from Jangalmahal.

This meeting was held at Jhargram in Paschim Medinipur district. Senior district officials had prepared all documents and reports.

Senior officials of the State Government including the Chief Secretary and the Home Secretary were present during the meeting. Starting from construction of bridges, that had been a long-standing demand of the local people, to setting up of super-speciality hospitals, development on all fronts had brought about a sea change in the lives of the people during the past five years.

People had to travel a long distances to access better treatment facilities, but with the setting up of the super-speciality hospital, it is no longer a problem. Krishak bazaars, ITI colleges and model schools have also come up. Moreover, projects like Khadya Sathi, Kanyashree and Sabuj Sathi have also being implemented.

After the meeting today, the Chief Minister addressed a press conference. She said, “Good work has happened in Paschim Medinipur district. The process of development must continue.”

She promised that all ongoing projects would be completed. The work towards the creation of the district of Jhargram is progressing at a rapid pace.

Regarding the menace of elephants destroying crops, the Chief Minister said, “We have asked the Forest Department to take measures to stop the attacks by elephants in the district.” About the issue of flood control and water conservation, she said, “We have started a project worth Rs 500 crore to construct check dams and other water harvesting measures.”

 

ঝাড়গ্রাম হবে নতুন জেলা: প্রশাসনিক বৈঠকের পর বললেন মুখ্যমন্ত্রী

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকারের জেলা স্তরের প্রথম প্রশাসনিক বৈঠক ছিল আজ। চলতি প্রকল্প এবং ভবিষ্যতে কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় এই বৈঠকে।

গত ৩ জুন কলকাতার টাউন হলে প্রশাসনিক বৈঠকের পরই তিনি এই বৈঠকের কথা ঘোষণা করেন। তিনি জানান যে জঙ্গলমহল থেকেই তিনি তার জেলা সফর শুরু করবেন।বৈঠকটি হয় পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে।

বিভিন্ন দপ্তরের প্রশাসনিক প্রধান, সাংসদ, বিধায়ক ও জেলার মন্ত্রীদের সঙ্গে ঝাড়গ্রাম পুলিস সুপারের  বৈঠকের উপস্থিত ছিলেন এই বৈঠকে। সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী দীর্ঘ সেতু এবং মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল তৈরির কাজ এখানে সম্পন্ন হয়ে গেছে, যা এখানকার সাধারণ মানুষের জীবনযাত্রাকে অনেক সহজ করে তুলেছে। এর ফলে মানুষকে চিকিৎসার জন্য আর অতদূর যেতে হবে না।

এখানে কিষাণ বাজার, আইটিআই কলেজ , মডেল স্কুল তৈরি হচ্ছে। বিভিন্ন সরকারি প্রকল্প যেমন খাদ্য সাথী, কন্যাশ্রী, সবুজসাথী ইত্যাদির সহায়তা পাচ্ছে এলাকার মানুষ।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “পশ্চিম মেদিনীপুরে অনেক ভালো কাজ হয়েছে। উন্নয়নের কাজ অব্যাহত থাকবে। যে প্রকল্পগুলির কাজ চলছে সেগুলি দ্রুত শেষ করা হবে।খুব শীঘ্রই ঝাড়গ্রাম নতুন জেলা তৈরি হবে”।

তিনি আরও জানান, জেলায় হাতির হানা রুখতে বন দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া চেক ড্যাম তৈরি ও সেচ ব্যবস্থার জন্য ৫০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে।

 

 

Jhargram Zoological Park – New feather in Jangalmahal’s cap

Jhargram in Paschim Medinipur district, in the Jangalmahal region, is all set to become a tourists’ paradise.

West Bengal Chief Minister Mamata Banerjee laid the foundation stone for a zoo there recently, which has been named Jangalmahal Zoological Park.

The already-existing mini zoo, about three kilometres from the town, will be converted into this full-fledged zoo. It will be located on about 23 hectares and would be the largest zoo in South Bengal.

The mini zoo has animals like barking deer, bears, peacocks, jungle cats, crocodiles, spotted turtles, snakes as well as different species of birds. Many more species would join them after the formation of the full-fledged zoo, including tigers, leopards, monkeys and other animals.

There would also be a sanctuary for birds and even an animal hospital. Roads would also be constructed inside the zoo for people to move around comfortably.

 

ঝাড়গ্রাম জুলজিকাল পার্ক – জঙ্গলমহলের শিরোপায় নতুন পালক

পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল এলাকার ঝাড়গ্রাম এখন একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র।

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, কয়েকদিন আগেই জঙ্গলমহলে একটি চিড়িয়াখানার শিলান্যাস করেন যার নাম ‘জঙ্গলমহল জুলজিকাল পার্ক”।

দক্ষিণবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানাটি ২৩ হেক্টর জমির ওপর তৈরি হবে।

এই ছোট চিড়িয়াখানাটিতে বার্কিং ডিয়ার, ভালুক, ময়ূর, জংলী বিড়াল, কুমীর, কচ্ছপ, সাপ ও বিভিন্ন ধরনের পাখি আছে। চিড়িয়াখানা পুনর্নির্মাণের পর আরও কিছু প্রজাতির পশু পাখি যেমন- বাঘ, চিতাবাঘ, বাঁদর ও অন্যান্য পশু পাখি আনা হবে।

সেখানে একটি বার্ড স্যাংচুয়ারিও হবে যেখানে পশু-পাখি চিকিৎসালয়ও থাকবে। চিড়িয়াখানার ভেতরে রাস্তাও তৈরি হবে যাতে মানুষ ঘুরে তা দেখতে পারেন।

WB CM inaugurates developmental projects in Jangalmahal

West Bengal Chief Minister Ms Mamata Banerjee inaugurated a host of developmental projects in Nayagram, Paschim Medinipur district.

Two bridges were inaugurated – one over the Subarnarekha River at Bhasraghat in Nayagram, named Jangal Kanya, connecting Keshiary and Nayagram block, and the other, Lalgarh Bridge, over the Kansabati River at Aamkala Ghat in Lalgarh, connecting Medinipur and Jhargram.

The Chief Minister also inaugurated six super-speciality hospitals and other health projects from Nayagram. The six are Jhargram Super-speciality Hospital, Kakdwip Super-speciality Hospital, Bishnupur Super-speciality Hospital, Panskura Super-speciality Hospital, Baruipur Super-speciality Hospital and Gopiballavpur Super-speciality Hospital.

The other health projects are a Mother & Child Hub at Krishnanagar District Hospital, Critical Care Units at Bankura and Burdwan Medical College & Hospitals, a High-Dependency Unit at Kakdwip Sub-divisional Hospital, an SNCU at Alipurduar, Digital X-Ray Units at Rampurhat and Raiganj District Hospitals, and Canning Sub-divisional Hospital, Nutrition Rehabilitation Centres at Tapsia Rural Hospital in Gopiballavpur Block-II, Mohanpur Block Primary Health Centre (BPHC) in Jhargram Block, Salboni Rural Hospital in Salboni Block, Kewakole BPHC in Garbeta Block-II and Depara BPHC in Medinipur Sadar Block.

Foundation stones of two health units – Trauma Care Unit and High-Dependency Unit at Amtala Rural Hospital, South 24-Parganas – were laid.

Two wildlife projects were also inaugurated by Chief Minister Mamata Banerjee – naturalistic enclosures of Jangalmahal Zoological Park in Jhargram and the State Forest Training Institute in Hijli.

Jangalmahal under the Trinamool Congress has seen a huge surge of developmental activities. The dark days of Amlasole are over. Now, the picture of plenty is eye-catching. Various schemes on food security, health, irrigation and drinking water have put smiles on the faces of all the people of Jangalmahal.

 

The salient points of the Chief Minister’s speech at the inauguration ceremony:

  • I feel proud that I am able to be present with you here in Nayagram.
  • I convey my best wishes to all the Madhyamik and Higher Secondary examinees this year.
  • I have named the new bridge over the Subarnarekha river inaugurated today ‘Jangal Kanya.’
  • This is the longest bridge in West Bengal.
  • We have spent Rs 170 cr to build the Jangal Kanya Bridge. It will benefit the people on both sides.
  • Nayagram Stadium is going to be built soon.
  • Of 25 lakh bicycles to be distributed, 20 lakh have already been given, 2 lakh are being given today, and the rest 3 lakh are going to be given soon.
  • Jhargram is to be made into a district, within the next six months. Now it is a subdivision.
  • Six super-speciality hospitals have also been inaugurated from Nayagram today.
  • In the first six months, only the out-patients department (OPD) would operate; after that would the hospitals become fully operational.
  • Many other health projects have been inaugurated today.
  • A Forest Training Institute has come, and renovations have been done to two zoological parks.
  • We are extending benefits of Government programmes to 93% of the people of the district.
  • Within the next 6 months, Jhargram will become a new district.
  • Two Kisan Mandis have come up in Paschim Medinipur district – in Binpur-2 and Garbeta-2 blocks.
  • This district has seen all-around development.
  • The earlier Government did nothing for Jangalmahal for 34 yrs, and transformed it into a land of bloodshed.
  • We have brought the smiles back to the people of Jangalmahal, we have brought back peace.
  • What did those people, who are making so much of noise now, do in the 34 yrs that they had?
  • This Government has been under a huge debt, but the work that has been done has reached the people in the grassroots.
  • The good work that has been done is only due to the blessings of ‘Maa, Mati, Manush.’
  • I do not want the ICDS to close down, I want it to function smoothly for the benefit of the people.
  • That is why the State is funding the programme; the Central Government has stopped its funding.
  • Those who are doing politics with the Sabuj Sathi programme today did not think of anything close to it in the 34 years.
  • We have allotted Rs 500 crore for the areas which are dry, so that water can be conserved.
  • Rs 700 crore has been spent for a programme to safeguard Purba and Paschim Medinipur districts from flooding.
  • We have put in place a mechanism so that the police constables are recruited from the civic volunteers and Home Guards; there is a 15% quota in those two forces.
  • We have worked for all people irrespective of their status.
  • We have distributed livestock to the people to support their livelihood.
  • We have introduced a security programme for the kendu leaf collectors.
  • We love the people of Jangalmahal and we love the soil of this region which has stood through so much.
  • We answer all the slander from the Opposition through development.
  • Bengal will show the way forward in the future.
  • Jangalmahal zindabad. Jai Hind.

 

জঙ্গলমহলে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রাম ও অন্যান্য জায়গায় বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন।

২টি সেতুর উদ্বোধন হল – একটি নয়াগ্রামের ভসরাঘাটে সুবর্ণরেখা নদীর ওপর, যার নাম জঙ্গলকন্যা এটি খড়গপুর। এই সেতুটি কেশিয়াড়ি ও নয়াগ্রামের মধ্যে সংযোগ স্থাপন করেছে। অপরটি লালগড় সেতু, আমকলা ঘাটে কংসাবতী নদীর ওপর অবস্থিত, এর মাধ্যমে মেদিনীপুর ও ঝাড়গ্রামের মধ্যে সংযোগ স্থাপন করেছে।

আজ নয়াগ্রামে ৬ টি সুপার স্পেশালিটি হসপিটালেরও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এগুলি হল, ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হসপিটাল, কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটাল,বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হসপিটাল, পাঁশকুঁড়া সুপার স্পেশালিটি হসপিটাল, বারুইপুর সুপার স্পেশালিটি হসপিটাল এবং গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হসপিটাল।

কৃষ্ণনগর জেলা হাসপাতালে মাদার ও চাইল্ড হাব, বাঁকুড়া ও বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, কাকদ্বীপ মহকুমা হাসপাতালে এস.এন.সি.ইউ, রামপুরহাট জেলা হাসপাতালে, ক্যানিং মহকুমা হাসপাতালে এবং রায়গঞ্জ জেলা হাসপাতালে ডিজিটাল এক্স-রে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এছাড়া, গোপীবল্লভপুর-২ ব্লকের তপসিয়া গ্রামীণ হাসপাতাল, ঝাড়গ্রাম ব্লকের মোহনপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, শালবনি গ্রামীণ হাসপাতালেরও উদ্বোধন করলেন।

আমতলা গ্রামীণ হাসপাতালে (দক্ষিণ ২৪ পরগণা) ট্রমা কেয়ার ইউনিট ও হাই-ডিপেনডেন্সি ইউনিটের শুভ শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী।

জঙ্গলমহলের ঝাড়গ্রামে প্রকৃতি পরিবেষ্টিত চিড়িয়াখানা এবং খড়গপুরের হিজলিতে রাজ্য বোন প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

আমলাশোল থেকে শুরু করে সমগ্র জঙ্গলমহলে উন্নয়নের জোয়ার বইছে, তৃণমূল সরকারের আমলে। শিক্ষা, খাদ্য সুরক্ষা, পানীয় জল, স্বাস্থ্য, সেচ সব ক্ষেত্রেই নতুন প্রকল্প চালু হয়েছে। জঙ্গলমহলের সর্বত্র শান্তি বিরাজ করছে।

মুখ্যমন্ত্রীর বক্তব্যর কিছু বিষয়ঃ

  • মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার অনেক অভিননদন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার অনেক শুভেচ্ছা
  • নয়াগ্রামের ভসরাঘাটে সুবর্ণরেখা নদীর ওপর বাংলার বৃহত্তম সেতুর উদ্বোধন হল
  • আমি এই সেতুর নাম দিয়েছি ‘জঙ্গলকন্যা’, জঙ্গলমহলের মানুষদের কাছে আজ আমি ‘জঙ্গলকন্যা’ নিবেদন করলাম
  • লালগড়ে আমকলা ঘাটে কংসাবতী নদীর ওপর আর একটু সেতুর উদ্বোধন হল আজ
  • জঙ্গলমহল থেকে আমি কাজ শুরু করেছিলাম, জঙ্গলমহলে আসতে পেরে আমি গর্বিত
  • ৬ টি সুপার স্পেশালিটি হসপিটালেরও উদ্বোধন হল আজ
  • ৯৩ শতাংশ লোকের কাছে আমরা সরকারি পরিষেবা পৌঁছে দিয়েছি
  • এই জঙ্গল্কন্যা সেতু তৈরি করতে মোট ১৭০ কোটি টাকা খরচ হয়েছে
  • আগামী ৬ মাসের মধ্যে নয়াগ্রাম নতুন জেলায় পরিণত হবে
  • বাঁকুড়া ও বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, কাকদ্বীপ মহকুমা হাসপাতালে এস.এন.সি.ইউ উদ্বোধন করা হল
  • ১১ কোটি টাকা ব্যয়ে ২ টি কিষান মাণ্ডির উদ্বোধন করা হল
  • আমতলা গ্রামীণ হাসপাতালে (দক্ষিণ ২৪ পরগণা) ট্রমা কেয়ার ইউনিট ও হাই-ডিপেনডেন্সি ইউনিটের শিলান্যাস হল
  • আমরা সাড়ে চার বছরের প্রত্যাশা পূরণ করেছি
  • আমরা জঙ্গলমহলে শান্তি ফিরিয়ে এনেছি আপনাদের আশীর্বাদে
  • জঙ্গলমহলের প্রতিটি পরিবার ৩৫ কেজি করে ২ টাকা কিলো চাল গম পায়
  • আমাদের সরকার আমাদের গর্ব
  • খড়গপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক ,ঝাড়গ্রাম কটেজ তৈরি হয়েছে
  • যারা কাজ করে না তারা শুধু কথা বলে, ৩৪ বছরে জঙ্গলমহলকে রক্তাক্ত করেছেন
  • ৫৯ হাজার সংখ্যালঘু ছেলেমেয়ে উচ্চ শিক্ষায় সুযোগ পেয়েছে
  • ৭০০ কোটি টাকা প্রকল্পের একটি কাজ হচ্ছে এর ফলে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বন্যার হাত থেকে রক্ষা পাবে
  • কেন্দু পাতা সংগ্রহকারীদের আমরা সামাজিক সুরক্ষা দিয়েছি
  • আমরা কু९সার জবাব দিই উন্নয়নের মাধমে
  • কু९সা করে উন্নয়ন রোধ করা যাবেনা
  • আমাদের স্লোগান হল ‘বিশ্ববাংলা’
  • বিনামূল্যে চিকি९সার সুযোগ দেওয়া হচ্ছে মানুষকে, মা মাটি মানুষের সরকারের পক্ষেই এটা সম্ভব
  • বল বল বল সবে, শত বীণা বেণু রবে, বাংলা আবার বিশ্বসভায় শ্রেষ্ঠ আসন লবে