Model farm by MSME Dept to help tribal population in Jhargram

The State Micro, Small and Medium Enterprise (MSME) Department is going to set up a model farm in Jhargram district to help the tribal population there gain financial independence. The over-20-acre farm will produce vetiver, lemongrass and essential oils. A distillation unit will also be established there.

Over 50,000 people are already associated with the aroma industry in this district. This venture will be a blueprint for more such ventures, which will help in employment generation as well as in making many of the tribals self-sufficient. The State Government will actively encourage and provide financial and technical help for setting up the farms.

Chief Minister Mamata Banerjee has done a lot since she came to power in 2011 to help the tribal population of the Jangalmahal region get back on their feet. She also made Jhargram into a separate district in order to bring about focussed developmental activities.

 

আদিবাসীদের উন্নয়নে ঝাড়গ্রামে তৈরী হবে মডেল ফার্ম

রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দপ্তর নবনির্মিত ঝাড়গ্রাম জেলায় তৈরী করতে চলেছে একটি মডেল ফার্ম। এই ফার্মটি তৈরি করা হবে আদিবাসীদের আর্থিকভাবে আরও স্বচ্ছল করে তোলার লক্ষ্যে। ২০ একর জমির ওপর গড়ে উঠবে এই ফার্ম। এখানে উৎপাদন করা হবে ভেটিভার, লেমনগ্রাস ও অন্যান্য তেল। পরিশোধন ব্যবস্থাও থাকবে এখানে।

এই অঞ্চলের প্রায় ৫০,০০০ মানুষ সুগন্ধি শিল্পের সঙ্গে জড়িত। এই মডেল ফার্মের উদ্যোগের ফলে এলাকায় কর্মসংস্থান বাড়ার সঙ্গে সঙ্গে আদিবাসীরা আর্থিক ভাবেও স্বনির্ভর হবেন। এই ফার্ম তৈরীতে রাজ্য সরকার আর্থিক ও প্রযুক্তিগত সবরকম সাহায্য করবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে শাসনভার গ্রহণ করার পর থেকেই আদিবাসীদের উন্নয়নের লক্ষ্যে অনেক পদক্ষেপ নিয়েছেন। ঝাড়গ্রামকে পৃথক জেলার স্বীকৃতিও দিয়েছেন তিনি।

 

Source: Millennium Post

State Govt making Purulia, Bankura major hubs of grape cultivation

The Bengal Government is taking up cultivation of grapes in a big way in Purulia and Bankura districts. It is taking the help of the National Research Centre for Grapes (NRCG) to make the state a major hub of grape production.

Experts have found that the soil and the climate condition in these two districts are congenial for large-scale grape cultivation. Taldangra and parts of Chatna in Bankura, and areas adjacent to the Ayodhya Hills and parts of Balarampur in Purulia are being used for the cultivation.

Recently, the State Government’s Paschimanchal Unnayan Affairs Department, for the first time, took up an initiative for pomegranate cultivation in Purulia, Bankura and Jhargram districts.

Source: Millennium Post

পুরুলিয়া ও বাঁকুড়ায় আঙুর চাষের ওপর জোর রাজ্য সরকার

বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় আঙুর চাষের উদ্যোগ নিচ্ছে রাক্য সরকার। এই দুই জেলাকে আঙুর চাষের বড় হাবে পরিণত করতে রাজ্য সরকার সাহায্য নেবে ন্যাশানাল রিসার্চ সেন্টার ফর গ্রেপস-এর।

বিশেষজ্ঞদের মতে, এই দুই জেলার আবহাওয়া আঙুর চাষের জন্য উপযোগী। বাঁকুড়া জেলার তালড্যাংরা ও ছাতনার কিছু অংশ এবং পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় ও বলরামপুরের কিছু জায়গায় হচ্ছে আঙুর চাষে।

ইতিমধ্যেই পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তর উদ্যোগ নিয়েছে বেদানা চাষের।

Rural roads infrastructure has undergone a sea-change under Trinamool rule

Ever since the Trinamool Congress Government came to power in 2011, led by Mamata Banerjee, there has been huge improvement in the rural roads infrastructure of Bengal. The Chief Minister has ensured the construction of 13, 571 km of rural roads over the last six years (as a comparison, the Left Front Government, over a period of 11 years – from 2000 to 2011 – constructed 10, 239 km of roads).

Currently, the State Panchayats and Rural Development Department is carrying out upgrading of the existing rural roads in Paschim Medinipur, Jhargram, Bankura and Purulia districts. In Jhargram, which has become a new district recently, massive work is on to construct new roads as well as upgrade existing ones.

Over and above that, the department has submitted a detailed project report (DPR) for a 3,300 km stretch to the Centre. In all the 23 districts and 341 blocks, the construction of rural roads is in full swing.

Chief Minister Mamata Banerjee has repeatedly asked her officials to ensure that there is an improvement in rural connectivity and drinking water is made available in every household of rural Bengal. Accordingly, the Panchayats and Rural Development Minister, along with senior officials and engineers of the department, chalked out a blueprint for the construction of rural roads.

Source: Millennium Post

তৃণমূল সরকারের আমলে গ্রামীণ রাস্তা নির্মাণ পেয়েছে এক নতুন মাত্রা

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ২০১১ সালে রাজ্যের শাসনভার হাতে নেওয়ার পর গ্রামীণ রাস্তা তৈরীর পরিকাঠামোতে এসেছে আমুল পরিবর্তন। মুখ্যমন্ত্রীর উদ্যোগে গত ৬ বছরে ১৩,৫৭১ কিঃমিঃ গ্রামীণ রাস্তা তৈরী হয়েছে (তুলনামূলক ভাবে দেখলে, বামফ্রন্ট সরকার ২০০০-১১ সাল পর্যন্ত তৈরী করেছিল ১০,২৩৯ কিঃ মিঃ রাস্তা)।
বর্তমানে, রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পুরনো গ্রামীণ রাস্তার সংস্কার করছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। ঝাড়গ্রাম, যা সদ্য নতুন জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে, সেখানে নতুন রাস্তা তৈরীর পাশাপাশি পুরনো রাস্তার সংস্কারও চলছে।
এর পাশাপাশি দপ্তর ৩৩০০কিঃ মিঃ নতুন রাস্তা তৈরীর ডিপিআর তৈরী করে কেন্দ্রের কাছে পাঠিয়েছে। ২৩টি জেলার ৩৪১টি ব্লকে রাস্তা তৈরির কাজ জোর কদমে চলছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার আধিকারিকদের বলেছেন গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা ও প্রতি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছনোর কাজে জোর দিতে। সেই অনুযায়ী, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী অন্যান্য আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে গ্রামীণ রাস্তা তৈরীর ব্লুপ্রিন্ট তৈরী করেছে।

Dalits get beaten up for attending Dandiya in Gujarat, not Bengal: Mamata Banerjee

Speaking at a public meeting in Jhargram today, Bengal Chief Minister Mamata Banerjee said that in Gujarat, Dalits were beaten up for attending a dandiya function. However, such incidents of violence against Dalits are unheard of in Bengal

“Here we protect the minorities, the Dalits and the downtrodden. We respect all religions. Everyone lives in harmony,” the CM said.

She also highlighted the various welfare measures for Adivasis taken by the Bengal Government in the last six years. She said, “We are giving pattas to the Adivasi brothers and sisters. We give pension to Adivasis. We started a social security scheme for kendu leaf collectors. This is unprecedented in India.”

She also warned that a certain political party is playing divisive politics, driving a wedge between people.

“They are trying to create a rift between Hindus and Muslims, Sikhs and Christians. Dalits are being persecuted. The land of tribal people has been forcefully taken away in Jharkhand. We have protested against such incidents,” Mamata Banerjee commented.

The CM added, “We celebrate Tusu Utsav and Karam Puja with equal fervour, like other festivals. Now you can take the West Bengal Civil Service (WBCS) examination in Santhali language.”

“Textbooks in Ol Chiki script are available till class X. From now, we will allow Ol-Chiki to be the medium of instruction till graduation. In the future, a university would be opened where the medium of instruction will be Ol Chiki,” she said.

 

 

গুজরাত, ইউ পি, ঝাড়খণ্ডে দলিতরা আক্রান্ত, বাংলায় এসব হয় নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

আজ ঝাড়গ্রামে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গুজরাত, ইউ পি, ঝাড়খণ্ডে দলিতরা আক্রান্ত, কিন্তু বাংলায় এসব হয় না।

তিনি বলেন, “বাংলায় আদিবাসী দলিত ও সংখ্যালঘু সাধারণ মানুষদের আমরা বুকে আগলে রাখি, এখানে কোন ভেদাভেদ নেই।”

গত ছয় বছরে রাজ্য সরকার আদিবাসী উন্নয়নের জন্য যেসব পদক্ষেপ নিয়েছে, সেগুলিও তুলে ধরেন: “আমরা আদিবাসী ভাই বোনেদের পাট্টা প্রদান করছি। কেন্দু পাতা সংগ্রহকারীরা ৬০ বছর বয়স হলে পেনশন পায়। আদিবাসীদের আমরা পেনশন দিই যা আর কোন রাজ্যে দেওয়া হয় না।”

মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে সতর্ক করেন যে একটি রাজনৈতিক দল মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করার রাজনীতি করছে। তিনি মন্তব্য করেন, “ওরা হিন্দু-মুসলমান আলাদা করছে, শিখ-খ্রিষ্টান আলাদা করছে। আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছে ঝাড়খণ্ডে। আমরা এইসব ঘটনার নিন্দা করি।”

তিনি আরও বলেন, “আমরা টুসু, ভাদু, করম সব উৎসবই পালন করি। সাঁওতালি ভাষায় পড়ানো হচ্ছে, অল চিকি ভাষা স্কুলে পড়ানো হয়। অল চিকি ভাষায় সিভিল সার্ভিস পরীক্ষাও দেওয়া যায়। দশম শ্রেণী পর্যন্ত সমস্ত পাঠ্যপুস্তক অল চিকি ভাষায় পাওয়া যায়। এখন থেকে স্নাতক স্তর পর্যন্ত অল চিকি ভাষায় পড়ানো হবে।”

 

Jhargram will have a university soon: Bengal CM

Bengal Chief Minister inaugurated a slew of developmental projects at a public meeting in Jhargram today. She also laid the foundation stones for numerous projects and distributed benefits of various government schemes.

The CM announced that from students can pursue education in Ol-Chiki medium till graduation. She also said a university will be set up in Jhargram district. She also thanked everyone for maintaining peace and harmony during the festive season.

 

Highlights of the CM’s speech:

  • Jhargram is a new district. We have fulfilled a long-standing demand of the people. We are taking every measure possible for the development of this region.
  • Three multi-super-speciality hospitals have been formed in Jhargram, Gopiballavpur and Nayagram.
  • A nursing centre has also been opened along with a unit for children.
  • Three colleges have been set up. We have set up three it is at Binpur I, Binpur II and Nayagram blocks. Foundation stones have been laid for three more ITIs.
  • Our actions speak louder than words.
  • There was a time when fear ruled in this region because of the Maoists. In my tenure as Chief Minister, I I have come to Jangalmahal many times and restored peace.
  • Girls and youths have been empowered. Youths are taking interest in sports. We have started the Jangalmahal Cup; we are encouraging many cultural events in the region.
  • We are empowering folk artistes; we are giving them all cooperation. Our Lok Prasar Prakalpa covers 1.84 lakh folk artistes.
  • We celebrate Tusu Utsav and Karam Puja with equal fervour, like other festivals.
  • Now you can take the West Bengal Civil Service (WBCS) examination in Santhali language.
  • Textbooks in Ol Chiki script are available till class X. From now, we will allow Ol-Chiki to be the medium of instruction till graduation. In the future, a university would be opened where the medium of instruction will be Ol Chiki.
  • We will set up a university in Jhargram district soon.
  • We give loans worth Rs 20 lakh to students to pursue higher education in foreign countries.
  • We have initiated the Kanyashree Scheme which has empowered 41 lakh girls. My best wishes to all girl children on the occasion of International Day of the Girl Child.
  • Under Sabuj Sathi Scheme, 70 lakh bicycles will be distributed by the end of this year.
  • Among other schemes for the young, we have Yuvashree, Sabujshree and Chishyshree.
  • People receive the benefits of various schemes of our government are irrespective caste, creed and religion.
  • 60 lakh families have received direct benefits today. In this district, 90 per cent people have received some form of direct benefit from the government.
  • We have also hiked the remuneration for ICDS health workers even though the Centre had stopped funds for this scheme.
  • We have secured jobs for even contractual workers and have included them in the health insurance scheme, Swasthya Sathi.
  • I had conducted a ‘Janasanjog Yatra’ from Belpahari in 1993. I had seen people so poor that they ate insect eggs. After coming to power, we started giving rice at Rs 2 per kg to people.
  • Students in primary schools receive school uniforms, textbooks, exercise books, shoes and school bags for free.
  • We have the Sabujshree Scheme for newborn babies and on the other, Baitarani Scheme for conducting the last rites/burials of the deceased.
  • We are doing everything possible despite our heavy debt burden. Still some people engage in slander and conspiracies.
  • Where were they when people were afraid to even step out of their homes? Where were they when people didn’t have food to eat?
  • Constructive criticism is welcome, not negativity and slander.
  • Peace has been restored in the Hills. We won’t tolerate attempts to stoke up violence.
  • Students are our assets for the future. We must bring Adivasis to the mainstream. They have a role to play in getting Bengal back its glory, in making Bengal famous all over the world.
  • The administration must focus on reaching out to people. Listen to them and take their feedback, and serve them well.
  • I was always with you. I am with you. And I will continue to be on your side.

 

 

ঝাড়গ্রামে নতুন বিশ্ববিদ্যালয় হবেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

নতুন জেলা ঝাড়গ্রাম সফরের দ্বিতীয় দিনে আজ এক জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের রাজ কলেজ মাঠের এই জনসভা থেকে নানা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন তিনি।

মুখ্যমন্ত্রী আজ সবুজ সাথী সাইকেল প্রদানও করেন। এছাড়াও, কন্যাশ্রী, যুবশ্রী, বাংলার আবাস যোজনা, লোকপ্রসার সহ আরও অনেক পরিষেবা প্রদান করবেন।

 

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ-

  • ঝাড়গ্রাম নতুন জেলা হয়েছে এপ্রিল মাসে, মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই জেলা।
  • এখানে হাসপাতাল, আই টি আই, ৩ টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে,লালগড়ে নার্সিং সেন্টার, ৩ টি নতুন কলেজ তৈরি হয়েছে, ঝাড়গ্রাম রাজ মহিলা কলেজে পড়াশুনা শুরু হয়েছে। আজ প্রায় ৪৫০-৫০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করা হল।আমাদের সরকার কথা কম বলে কাজ করে বেশি।
  • আগে মানুষ জঙ্গলমহলে আসতে ভয় পেত, আমি নিজে আসতে চাইলে প্রশাসন থেকে বারণ করা হত। বলা হত মাওবাদিরা আছে মেরে ফেলবে।বিপদের দিনে যখন এখানে কেউ ছিল না তখন আমি এখানে বারবার এসেছি।
  • আমরা বলেছিলাম, আমাদের সরকার এলে আমরা শান্তি ফেরাব, আজ ঝাড়গ্রামে শান্তি ফিরে এসেছে। আজ ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে খেলাধুলো করে, নিরাপদে ঘুরে বেড়াতে পারে। আমরা জঙ্গলমহল কাপ শুরু করেছি। আদিবাসীদের জন্য এখন বিভিন্ন অনুষ্ঠান হয়।
  • আমরা টুসু, ভাদু, করম সব উৎসবই পালন করি। আদিবাসীদের আমরা পেনশন দিই যা আর কোন রাজ্যে দেওয়া হয় না। কেন্দু পাতা সংগ্রহকারীরা ৬০ বছর বয়স হলে পেনশন পায়। আদিবাসীদের ধামসা মাদল দেওয়া হয়েছে। সাঁওতালি ভাষায় পড়ানো হচ্ছে,অল চিকি ভাষা স্কুলে পড়ানো হয়। এখন থেকে স্নাতক স্তর পর্যন্ত অল চিকি ভাষাও পড়ানো হবে।
  • অনেকে অনেক কথা বলেছে, কিন্তু কোন কাজ করেনি। শিক্ষাশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী, যুবশ্রী প্রকল্প চালু হয়েছে
  • ৭০ লক্ষ সাইকেল দেওয়া হয়ে গেছে বিনামূল্যে।
  • আজ আন্তর্জাতিক শিশুকন্যা দিবস। সব কন্যা সন্তানদের অভিনন্দন জানাচ্ছি তারা আরও এগিয়ে যাক। প্রায় ৬০ হাজার পরিবার আজ বিভিন্ন সুবিধা পাবে, এই জেলার ৯০ ভাগ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছে এই সরকার।
  • কেন্দ্র আইসিডিএস, আশা’র টাকা বন্ধ করে দিয়েছে। ১৯৯৩ সালে বেলপাহাড়ি থেকে জন সংযোগ যাত্রা করেছিলাম, তখন মানুষের খাবার ছিল না। আমাদের সরকার ক্ষমতায় আসার পর ২ টাকা কিলো চাল দিচ্ছে, বাচ্চা জন্মালে তাকে একটা গাছ দেওয়া হচ্ছে সবুজশ্রী প্রকল্পে।
  • বিনামূল্যে জুতো,ব্যাগ,খাতা, ড্রেস দেওয়া হচ্ছে।সিপিএমের লক্ষ লক্ষ টাকার দেনা শোধ করতে হয় তা সত্ত্বেও আমরা এত কাজ করেছি। লোক শিল্পীদের কাজ দেওয়া হয়, তারা আর্থিক সাহায্য পায়।
  • বৈতরনি প্রকল্পে শেষকৃত্যের জন্য ২০০০ টাকা দেওয়া হচ্ছে, শশ্মান গুলির সংস্কার করা হচ্ছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প চালু করেছে এই সরকার। আজ মানুষের নুন্যতম প্রয়োজন সরকার মেটাচ্ছে।
  • তা সত্ত্বেও কিছু লোক মিথ্যা বলে, চক্রান্ত করে, কুৎসা করে। যখন মানুষ রাস্তায় বেরোতে পারেনি, মানুষ খেতে পেত না, তখন এনারা কোথায় ছিলেন?
  • গুজরাটে দলিতরা গিয়েছিল নাচ দেখতে তাদের পিটিয়ে মারা হয়েছে।
  • বাংলায় আদিবাসী দলিত ও সংখ্যালঘু সাধারণ মানুষদের আমরা বুকে আগলে রাখি, এখানে কোন ভেদাভেদ নেই।
  • আপনাদের এখানকার শান্তি রক্ষা করতে হবে আমি আপনাদের পাশে থাকব বন্ধু হিসেবে
    পাহাড় ও জঙ্গল মহল সব জায়গায় আমি যাই।
  • দিল্লির উস্কানিতে পাহাড় অশান্ত হয়েছিল, এখন পাহাড় শান্ত।
  • উস্কানি দিয়ে শান্তি নষ্ট করা যাবে না, আমরা তা মেনে নেব না।
  • আমি মনে করি আদিবাসী ছাত্রছাত্রীদের গুরুত্ব দিয়ে দেখা দরকার।
  • কাউকে চরিত্রহীন বলা, বদনাম করা, কুৎসা করা ঠিক নয়।
  • এই বাংলা মাথা নত করে না, মাথা উঁচু করে চলে; আজ সারা বিশ্বে আপনাদের কদর বেড়েছে এটা আমাদের গর্ব।
  • জঙ্গলমহলের ছেলেমেয়েরা সারা পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে; সেজন্য শান্তি চাই, অশান্তি নয়।
  • ভারতে একটা নতুন রাজনৈতিক দল এসেছে, গৈরিক পতাকা নিয়ে মানুষে মানুষে ভেদাভেদ করছে, হিন্দু মুসলমান আলাদা করছে। আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছে ঝাড়খণ্ডে।
  • মানুষের কাছে অনুরোধ কোনরকম সমস্যায় পড়লে প্রশাসন কে জানাবেন, প্রশাসনকে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে হবে।
  • যারা কাজ করে না তারা শুধু বড় বড় কথা বলে। কাজ করাটাই আমাদের কাজ।
  • সকল পুজো কমিটি সহ বাংলার সকল মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ তারা শান্তিপূর্ণ ভাবে পুজো ও মহরম পালন করেছে, সকলকে
  • শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা।
  • ঝাড়গ্রামে খুব তাড়াতাড়ি একটি বিশ্ববিদ্যালয় তৈরি করবে রাজ্য সরকার।
  • আমি সব সময় আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকব।

 

People of Bengal defeated all conspiracies during festive season: Mamata Banerjee

Today, Bengal Chief Minister Mamata Banerjee attended a Bijoya Sammilani function organised by the police at Jhargram.

Greeting people on the occasion, she expressed happiness that people of Bengal set an example of communal harmony during the festive season.

Excerpts of her speech:

Congratulations to everyone for ensuring a peaceful Durga Puja. This year, Muharram and Durga Puja happened at the same time, just like in 1982. For the last four to five years, the people of Bengal have been celebrating Durga Puja and Muharram at the same time. This year, the celebrations were totally incident-free, for which I congratulate the people of Bengal.

We all follow some religion or the other, but we all celebrate festivals together. A celebration is transformed into a festival only when everyone comes together.

A lot of conspiracies were hatched, but to the credit of you all, no untoward incident happened during the happy festival. I convey my ‘pranam’ and my ‘salam’ to everyone. Remember, it is because of you all standing together that Bengal is as united as it is today.

We have been holding the Durga Puja Carnival for the last two years. Nobody can do it the way Bengal does it. From next year, the day before or after the carnival in Kolkata, similar carnivals would be held in all the districts. As a result, all Biswa Bangla Sharad Samman award winners, be they from Kolkata or from anywhere in Bengal, would be able to participate in a grand carnival en route to their immersions.

I say it with conviction that the way Durga Puja and Muharram are held together, Ganapati Puja and Muharram can never be. What Bengal can do none can. In Bihar and Uttar Pradesh, immersions were on put hold on the day of Muharram, but nobody said anything. Here, even a case was filed. We abided by the court’s decision. But the biggest judgement was delivered by the people.

It is because of the people’s patience and deep creativity that you have been able to do what you did. We are very happy that the festival of football has started in Kolkata.

It is to Bengal’s credit that FIFA officials are coming here to conduct meetings, where they have said Salt Lake Stadium has the potential to become the world’s best stadium. This is our pride.

The kind of promotion that I have seen in Kolkata, ZI am seeing in Jhargram too. I am feeling very happy, and happiness is meant to be shared with all. This is the season of festivals.

In Jangalmahal, 30,000 boys and girls are getting the opportunity now to play football. One the occasion of the Un-17 World Cup, we are giving away 1.5 lakh footballs. The footballs are branded ‘Joyee’, each of which costs Rs 2,500. These have been made by village girls, and the State Refugee Relief and Rehabilitation Department is in charge of the manufacturing. We are giving five footballs each to every school, college and club committee.

The philosophy by which we can all live together happily should be the basis of our religion. The best religion is the one which talks of including all humanity within its ambit. The interpretation of religion is loving and uniting all of humanity. The true religion is about dousing fires, and not setting fire to.

 

 

উৎসবের সময় বাংলার মানুষ কোন চক্রান্তে পা দেয়নিঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

আজ ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের আয়োজিত বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন। সেখানে তিনি জনসাধারণকে বিজয়ার শুভেচ্ছা জানান।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ-

আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে পুজোর দিনগুলো সুন্দর ভাবে, শান্তিপূর্ণ ভাবে আপনারা পালন করেছেন। মহরম ও পুজো একসঙ্গে ছিল। ১৯৮২ সালে একই সাথে মহরম ও পুজো পড়েছিল। গত ৪/৫ বছর ধরে পুজো-মহরম একসাথে বাংলার মানুষ করে এসেছে সারা দেশের সাথে। কিন্তু, মনে রাখবেন, এবার কোনও ঘটনা ঘটেনি, টোটাল ইন্সিডেন্ট ফ্রি। এই পুজো-মহরম বাংলার মানুষ একসাথে পালন করেছে, এর কৃতিত্ব সকল মানুষের।

ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। সব মানুষ মিলিত হতে পারলে, তবেই তো উৎসব উৎসারে উৎসারিত হয়।

অনেক চক্রান্ত হয়েছিল, অনেক ষড়যন্ত্র হয়েছিল, আমি কৃতজ্ঞ বাংলার মানুষ এই খেলায় পা দেয়নি, বাংলার মানুষ এই চক্রান্তে পা দেয়নি। আমি প্রতিটা মানুষকে আমার সালাম জানাই, প্রণাম জানাই। মনে রাখবেন, আপনারা আছেন বলেই বাংলার এই শক্তি।

দুর্গাপুজোর কার্নিভাল গত দুবছর ধরে আমরা করছি। এবার থেকে আমরা যেদিন বিশ্ববাংলা কার্নিভাল করব, তার পরের দিন, অথবা তার আগের দিন, জেলাগুলোও একটা করে কার্নিভাল করবে। অর্থাৎ জেলায় যে ঠাকুরগুলো বিশ্ব বাংলা পুরস্কার পাবে তারা একসাথে লাইন দিয়ে বিসর্জন দিতে যাবে।

আমি চ্যালেঞ্জ করে বলি, গণপতি বিসর্জন ও মহরম কেউ একসঙ্গে করে দেখাতে পারবে না। বাংলা যা পারে, অন্য কেউ তা পারে না। বিহারে মহরমের দিন বিসর্জন বন্ধ ছিল, উত্তরপ্রদেশেও ছিল, সেখানে তো কেউ কিছু বলেনি। এখানে কোর্টে কেস পর্যন্ত করা হয়েছে। কোর্টের অর্ডারও আমরা মেনেছি। কিন্তু মানুষ যেটা মানে সেটাই সবচেয়ে বড় বিচার।

মানুষ ধৈর্য, সহনশীলতা, সৃজনশীলতা দেখিয়েছে; তাই আজ আপনারা এটা করতে পেরেছেন যা আর কেউ করতে পারবে না।

সকলকে ভালো রাখার ও ভালোবাসার নামই ধর্ম। যে ধর্ম মানবিকতার কথা বলে সেটাই সবচেয়ে বড় ধর্ম। একতাই সম্প্রীতি, ধর্ম আমাদের এটাই শেখায়। ধর্মের অপর নাম মানুষকে ভালোবাসা, মানুষকে এক করে রাখা, ধর্ম মানে আগুন লাগানো নয়, আগুন নিভিয়ে দেওয়া।

কলকাতায় ফুটবল উৎসব শুরু হয়েছে, আমরা খুব খুশি। আজ ফিফার লোকেরা বাংলায় এসে বৈঠক করছে, এটা বাংলার কৃতিত্ব। তারা বলেছে কলকাতার সল্টলেক স্টেডিয়াম বিশ্বের এক নম্বর স্টেডিয়ামে পরিণত হতে পারে। এটা আমাদের গর্ব।

কলকাতায় যে প্রচার দেখেছি ঝাড়গ্রামে এসেও আমি একই প্রচার দেখছি। আমার খুব ভালো লাগছে; আনন্দ ভাগ করে নিতে হয়।

জঙ্গলমহলের ৩০ হাজার ছেলেমেয়ে এখন ফুটবল খেলায় অংশগ্রহণ করে। এবার বিশ্ব ফুটবল উৎসব উপলক্ষে আমরা প্রায় দেড় লক্ষ ফুটবল দেওয়ার ব্যবস্থা করেছি। ফুটবলটির নাম ‘জয়ী’, যার মূল্য আড়াই হাজার টাকা। এগুলি তৈরি করছে গ্রামের মেয়েরা, দায়িত্বে আছে পুনর্বাসন দপ্তর। প্রতিটি স্কুল, কলেজ, ক্লাব কমিটিকে আমরা ৫ টি করে বল দিয়েছি।

 

 

Purulia, Jhargram districts, along with Bankura, to become major alphonso hubs

Purulia and Jhargram districts will become major hubs for alphonso mangoes in the near future. Already in Bankura district 2,500 alphonso saplings have been planted. The fruits from some of these trees were brought to the mango festival held at Kolkata’s City Centre I recently, where they turned out to be a huge hit.

The State Paschimanchal Unnayan Affairs Department will spend Rs 32 lakh to grow this variety of mango. This will also help the local people to become self reliant, as the work will be done by members of Self-Help Groups (SHGs) under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) scheme. The department, along with the district administration, will train the SHG members for three years about the maintenance of the gardens.

The District Magistrates of Purulia and Jhargram will be given 5,000 saplings, which will be grown in four gardens in Purulia and seven gardens in Jhargram.

According to the Paschimanchal Unnayan Affairs minister, agricultural scientists from Maharashtra, which is the original alphonso-growing region, have given strong recommendations in favour of growing alphonso in the districts of Bankura, Purulia and Jhargram.It may be mentioned that the lepers of Bankura who are fully cured have been growing vegetables and fruits under MGNREGA to earn their livelihood.

It may be mentioned that the lepers of Bankura who are fully cured have been growing vegetables and fruits under MGNREGA to earn their livelihood.

 

পুরুলিয়া ও ঝাড়গ্রামের আলফান্সো আম কুড়োচ্ছে প্রশংসা

আলফান্সো আম প্রধানত মহারাষ্ট্রে পাওয়া যায়; এর খ্যাতি জগৎজোড়া। কিন্তু এবার পুরুলিয়া ও ঝাড়গ্রামের আলফান্সো আমও কুড়োচ্ছে প্রশংসা। বাঁকুড়ায় ইতিমধ্যেই ২৫০০ আলফান্সো আমের চারা বসানো হয়েছে। কয়েক সপ্তাহ আগে এক আম উৎসবে পুরুলিয়া ও ঝাড়গ্রামের আলফান্সো আম নজর কাড়ে।

পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর এই আমের ফলনের জন্য ৩২ লক্ষ টাকা ব্যয় করবে। ওই দুই জেলায় ১১টি বাগান করা হয়েছে। ড্রিপ পদ্ধতিতে জল সেচ করার সমস্ত আয়োজন সেখানে করা হয়েছে। দপ্তরের উচ্চাধিকারিকরা চারা আনতে ওই বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন। এই উদ্যোগের ফলে ওই অঞ্চলের লোকজন স্বনির্ভরও হতে পারবে।

পুরুলিয়া ও ঝাড়গ্রামের জেলাশাসকদের ৫,০০০ করে চারা গাছ তুলে দেওয়া হবে। এই চারাগুলি পুরুলিয়ার ৪টি বাগান ও ঝাড়গ্রামের ৭টি বাগানে রোপণ করা হবে। ১০০ দিনের কাজের মধ্যে এই চারগুলির দেখাশোনা করবে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠী। জেলা প্রসাশনের সহযোগিতায় পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর তিন বছর ব্যাপী স্বনির্ভর গোষ্ঠীদের প্রশিক্ষণ দেবে এই বাগান গুলির পরিচর্যার ক্ষেত্রে।

এই প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যেরা আত্মনির্ভর হয়ে উঠেছে। ওই দপ্তরের উচ্চাধিকারিকরা বলেন, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় আলফান্সো আমের ফলনের বিপুল সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত বাঁকুড়া জেলার কুষ্ঠরোগীরা যারা সম্পূর্ণ ভাবে সেরে উঠেছেন, তারা ১০০ দিনের কাজের অন্তর্গত সবজি ও ফলের চাষ করছেন জীবিকা নির্বাহের জন্য।

Source: Millennium Post

Bengal CM writes slogan for Van Mahotsav

Chief Minister Mamata Banerjee has written a new slogan for Van Mahotsav, the week-long forest festival to be celebrated by the Government all over the state from July 14.

The slogan – ‘Sabuj Bangla, Biswa Bangla/ Mayer hate chara-gach, poth dekhabe Bangla aaj’ – pays tribute to the greenery of Bengal and how it will help Bengal show the way.

The festival, which will continue till July 20, will be centred around two places – Malbazar in the north of the state and Jhargram in the south. Both places are situated in the midst of forested regions and so are ideal for celebrating Van Mahotsav.

According to the State Forest Minister, 50 lakh saplings would be planted all over the state as part of this festival. All types of trees would be planted. He also said that the aim of the State Government was to plant 3 crore trees in the state every year.

The Forest Department has appealed to schools, colleges, universities, hospitals and health centres to plant trees to enable a green resurgence across the state.

MLAs would be given 1,000 saplings each for distribution among the people of their respective regions. Each person would get five saplings for planting. Those who plant trees and look after them properly would be rewarded as part of the festival by the West Bengal Forest Development Corporation Limited, with first, second and third prize-winners to be given Rs 1 lakh, Rs 75,000 and Rs 50,000 respectively.

During the festival week, State Government forestry products like haldi, triphala, citronella oil, honey, among other items, would be available at a 10 per cent discount.

With global warming occurring all over the world, it is specially important to lay stress on the planting and taking care of trees, which are effective combat weapons against ozone depletion. The State Government is also laying a lot of stress on solar power.

Source: Aajkal

বনমহোৎসবের স্লোগান লিখলেন মুখ্যমন্ত্রী

বনমহোৎসবের স্লোগান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪ জুলাই রাজ্যে পালন করা হবে বন মহোৎসব। উৎসব চলবে আগামী ২০ জুলাই পর্যন্ত।

স্লোগানটি হল-‘সবুজ বাংলা, বিশ্ব বাংলা। মায়ের হাতে চারা গাছ, পথ দেখাবে বাংলা আজ।’ দুটি অনুষ্ঠানের একটি হবে উত্তরবঙ্গের মালবাজারে, অন্যটি হবে নতুন জেলা ঝাড়গ্রামে।

বনমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী গোটা রাজ্যকে সবুজের মলাটে ঢেকে দিতে চান। এই বন মহোৎসবে আমরা রাজ্যজুড়ে ৫০ লক্ষ গাছ লাগাব। এখানে ফল, ফুল–সহ বিভিন্ন ধরনের গাছ থাকছে। যেখানে গাছ কম সেখানে বেশি করে লাগানো হবে। লক্ষ্য রাজ্যে এই বছরে তিন কোটি গাছ লাগানো।

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র যাদের জায়গা আছে তারা গাছ লাগানোর জন্য বন দপ্তরে আবেদন করতে পারেন।

প্রত্যেক বিধায়ককে ১ হাজার করে গাছের চারা দেওয়া হচ্ছে। প্রতি চারার দাম নেওয়া হবে ২ টাকা। ১৪ থেকে ২০ জুলাই, বনজ জিনিসের ওপর ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। হলুদ, ত্রিফলা, সিট্রেনোলা অয়েল–সহ আরও নানান জিনিস। যারা ভাল গাছ লাগাবেন এবং পরিচর্যা করবেন তাঁদের পশ্চিমবঙ্গ বনোন্নয়ন নিগম পুরস্কৃত করবে। প্রথম পুরস্কার ১ লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার ৭৫ হাজার। তৃতীয় পুরস্কার ৫০ হাজার। সঙ্গে দেওয়া হবে একটি স্মারক।

বিশ্ব উষ্ণায়নের প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। ফলে গোটা দুনিয়া গাছ লাগানোর ওপর ও সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপর বিশেষ জোর দিয়েছে। রাজ্য সরকারও এই পদক্ষেপ ইতিমধ্যেই নিয়ে ফেলেছে।

 

 

 

 

We want development of the Hills: Mamata Banerjee

After holding administrative meetings in different districts across the State, the Bengal Government today held its first Cabinet meeting in the Hills region, in Darjeeling.

From now on, every year, four Cabinet meetings would be held outside Kolkata – two in the Hills and two in Jangalmahal

On May 29, Chief Minister Mamata Banerjee, during a press meet in Nabanna, had said, “Every year, two Cabinet meetings will be held in the Hills and two in different districts of Jangalmahal. Therefore, both the northern and the southern districts will be covered,” she told.

“In Jangalmahal, we will hold the meetings in Birbhum, Bankura, Purulia, Jhargram and Paschim Medinipur districts.”

She met the press after the Cabinet meeting ended.

 

Salient points from the press meet:

  • Today is a historic day – the first Cabinet meeting in the Hills was held today.
  • Every year, two Cabinet meets would be held in the Hills and two in Jangalmahal. The next is in Jangalmahal.
  • A secretariat like the Uttarkanya would be built in the Hills, to be named Tenzing Norgay Bhawan.
  • From now on, all Cabinet meetings in the Hills would be held here.
  • The people of the Hills have been neglected for a long time.
  • The people of the Hills are very nice; we want development of the Hills.
  • A polytechnic college would be built in Mirik.
  • A Skill Development Centre would come up in Mirik, which would train 3,000 youths.
  • A police commissionerate is being set up in Chandannagar; this was finalised today.
  • The period for getting promotion in civil service has been decreased to every eight years.
  • We want that the people of the Hills to live well.
  • We want that Jangalmahal keeps smiling, the whole of Bengal keeps smiling.
  • Today’s Cabinet meeting was the first of the two meetings to be held in the Hills.
  • No one can stop good work from happening.
  • For 34 years nothing was done for the Hills. We should be given respect for the work we have re-started.
  • Students of the Hills can study whatever they want. Bengali has not been made compulsory.
  • The people of the Hills want that we come back again and again.

 

 

আমরা পাহাড়ের উন্নয়ন চাইঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ পাহাড়ে মন্ত্রীসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিদ্ধার্থশঙ্কর রায়ের আমলে ১৯৭৪ সালে দার্জিলিঙে রাজ্য মন্ত্রীসভার বৈঠক হয়েছিল। ৩৩ বছর পর আবার শৈলশহরে মন্ত্রীসভার বৈঠক হল।

গত ২৯ মে নবান্নে সাংবাদিক বৈঠকে পাহাড় ও জঙ্গলমহলে মন্ত্রীসভার বৈঠকের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বছরে ২ টি বৈঠক হবে। এছাড়া জঙ্গল্মহলের বিভিন্ন জেলায় প্রশাসনিক বৈঠকও হবে।

আজ দুপুরে দার্জিলিঙের রাজভবনে হয় এই বৈঠক। বিভিন্ন মন্ত্রীসহ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন এই বৈঠকে।

গত ৫ জুন উত্তরেবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী। সেদিন মিরিকে একটি জনসভা করেন মুখ্যমন্ত্রী, সেখানে বিভিন্ন সরকারী পরিষেবা তুলে দেন সাধারণ মানুষের হাতে। আগামী ৯ জুন কলকাতা ফেরার কথা মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আজ পাহাড়ে প্রথম মন্ত্রীসভার বৈঠক হল। আজকের দিনটি ঐতিহাসিক দিন
  • এখন থেকে বছরে পাহাড়ে ২টি এবং জঙ্গলমহলে ২টি বৈঠক হবে, পরবর্তী বৈঠক হবে জঙ্গলমহলে
  • উত্তরকন্যার মত পাহাড়ে নতুন সচিবালয় তৈরি হবে যার নাম হবে তেনজিং নোরগে ভবন
  • এবার থেকে এখানেই মন্ত্রী সভার বৈঠক হবে
  • দীর্ঘদিন ধরে পাহাড়ের মানুষ অবহেলিত
  • পাহাড়ের মানুষ খুব ভাল, আমরা পাহাড়ের উন্নয়ন চাই
  • মিরিকে পলিটেকনিক কলেজ তৈরী হবে
  • মিরিকে একটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরী হচ্ছে যেখানে, ৩০০০ যুবক যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হবে
  • চন্দননগরে পুলিশ কমিশনারেট হবে – আজকের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হল
  • সিভিল সার্ভিস পরীক্ষায় পদন্নোতির সময়সীমা কমানো হল। এখন থেকে ৮ বছরেই পদন্নোতি হবে
  • প্রতিযোগিতা হোক উন্নয়নের মধ্যে দিয়ে, কাজের মধ্যে দিয়ে
  • আমরা কোন বিরোধ চাই না, আমরা চাই পাহাড়ের মানুষ ভালো ভাবে থাকুক
  • আমি চাই জঙ্গলমহল ভালো থাকুক, সারা বাংলা ভালো থাকুক
  • আজকের এই বৈঠক দার্জিলিঙের গর্ব
  • ভালো কাজ কেউ রুখতে পারে না
  • ৩৪ বছর কোন কাজ করেনি, আমরা যা কাজ করছি, সেজন্য ওদের তো আমাদের সম্মান করা উচিত
  • পাহাড়ের লোকজনের যা ইচ্ছে তাই নিয়ে পড়াশোনা করবে, বাংলা আবশ্যক করা হয়নি
  • পাহাড়ের মানুষ চায় আমরা বারবার পাহাড়ে আসি

 

 

 

We will set up a university in Jhargram district in the future: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee declared Jhargram the 22nd district of the State today.

On November 28, 2016, the Calcutta High Court had given the necessary permissions to set up three new districts — Kalimpong, Jhargram and Asansol. On the same day, the Chief Minister had announced that the new districts will be “officially” created before Poila Boishakh – the Bengali New Year – which falls on April 15.

Earlier, the Chief Minister had declared Kalimpong as the 21st district of the State, on February 14. A new district, Paschim Bardhaman, comprising the industrial zone of Bardhaman, will be declared the 23rd district of the State on April 7, 2017.

Mamata Banerjee addressed a large crowd during the inauguration ceremony today. The salient points of her speech are sas follows:

  • A long-standing demand of the people have been fulfilled today.
  • The days of violence are gone. Peace reigns in Jhargram now.
  • April 4 will be celebrated as Jhargram Dibas from now.
  • We organise sports tournaments involving the people of Jangalmahal every year.
  • 35,000 youths have been given jobs by the police.
  • 32 lakh SC/ST students receive scholarship under the Shikshashree Scheme.
  • We will set up a university in Jhargram district in the future.
  • We have set up 9 colleges, 6 multi super-speciality hospitals in Jhargram district.
  • One lakh artistes get a monthly stipend of Rs 1,000. We will register one lakh more artistes.
  • We have registered 14,000 new people under the scheme for giving pensions to widows.
  • We have started a pension scheme for kendu leaf collectors.
  • From birth to death, we have a scheme for every phase of life.
  • We have given recognition to the Ol Chiki language.
  • We have distributed 35 lakh bicycles under the Sabuj Sathi Scheme. This year 35 lakh more bicycles will be distributed.
  • We have made healthcare free at Government hospitals. ICDS and ASHA workers have been brought under the coverage of health insurance.
  • We started the scheme of providing rice at Rs 2 per kg from Jangalmahal. Eight crore people are now covered under the Khadya Sathi Scheme.
  • We have done away with khajna (tax) on agricultural land.
  • I again urge the Centre to waive farmers’ loans.
  • We have given land pattas to 3 lakh people.
  • People of Jangalmahal are famous across the country for the chhau dance and for archery.
  • We will set up an archery academy in Jhargram.
  • We have taken up a project worth Rs 500 crore to build check dams.
  • The major share of our revenue is taken away by the Centre to pay off the debt incurred by the Left Front Government.
  • Our youths and students are the future of our country.
  • We will make Bengal the best in the world.

 

 

ভবিষ্যতে ঝাড়গ্রামে বিশ্ববিদ্যালয় তৈরী হবেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় জায়গা জঙ্গলমহল। সেই জঙ্গলমহলের ৮টি ব্লককে নিয়ে পশ্চিম মেদিনীপুর ভেঙে গঠিত হচ্ছে ৩০২৪.৩৮ বর্গ কিলোমিটার আয়তনের পৃথক ঝাড়গ্রাম জেলা। ঝাড়গ্রাম জেলায় রয়েছে ৪ টি বিধানসভাকেন্দ্র- ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, নয়াগ্রাম ও বিনপুর।

আজ, মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম রাজ কলেজের মাঠে প্রশাসনিক সভার মঞ্চ থেকে ঝাড়গ্রাম জেলার সূচনা করলেন মুখ্যমন্ত্রী।

জঙ্গলমহলের আদিবাসী-মূলবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল, অনুন্নত এলাকার সুংসহত উন্নয়নের জন্য পশ্চিম মেদিনীপুর জেলার উত্তর-পশ্চিম অংশকে নিয়ে আলাদা জেলা করা হোক। সেই দাবিকেই মান্যতা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগে ফেব্রুয়ারী মাসে কালিম্পঙকে রাজ্যের ২১তম জেলা হিসেবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আগামী ৭ই এপ্রিল বর্ধমান শিল্পাঞ্চল এলাকাকে গঠিত নিয়ে ‘বর্ধমান পশ্চিম’ জেলার সূচনা করবেন মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আজ আমরা গর্বের সাথে বলি আমাদের নতুন জেলা ঝাড়গ্রাম যা দীর্ঘদিনের মানুষের স্বপ্ন
  • অনেক সাধারণ মানুষ খুন হয়েছেন ঝাড়গ্রাম, লালপাহাড়ি তে। আজ জঙ্গলমহলে শান্তি ফিরিয়ে দিতে পেরে আমি গর্বিত
  • আজ থেকে প্রতি বছর ৪ এপ্রিল ঝাড়গ্রাম দিবস পালন করা হবে
  • জঙ্গলমহলের মানুষদের জন্য প্রতি বছর স্পোর্টস টুর্নামেন্টের আয়োজন করা হয়
  • জঙ্গলমহলের ৩৫ হাজার ছেলেমেয়ে পুলিশে চাকরি পেয়েছে
  • ৩২ লক্ষ তপশিলি ভাই বোনেরা শিক্ষাশ্রীর স্কলারশিপের টাকা পায়
  • ভবিষ্যতে ঝাড়গ্রামের জন্য আমরা নতুন বিশ্ববিদ্যালয় তৈরী করব
  • ঝাড়গ্রাম জেলায় ৯ টি কলেজ, ৬ টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হয়েছে
  • এক লক্ষ লোকশিল্পী ১০০০ টাকা মাসিক ভাতা পায়। আরও ১ লক্ষ শিল্পীকে আমরা এই প্রকল্পের আওতায় আনব
  • বিধবা ভাতা প্রকল্পের আওতায় ১৪০০০ মানুষের নাম নথিভুক্ত হয়েছে
  • কেন্দু পাতা সংগ্রহকারীদের জন্য আমরা পেনশন প্রকল্প চালু করেছি
  • জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের প্রকল্প আছে
  • অল চিকি ভাষা কে আমরা স্বীকৃতি দিয়েছি
  • সবুজ সাথী প্রকল্পে ৩৫ লক্ষ সাইকেল দিয়েছি। এই বছর আরও ৩৫ লক্ষ সাইকেল দেওয়া হবে
  • সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যায়। আইসিডিএস ও আশা কর্মীদের আমরা স্বাস্থ্য বীমার আওতায় এনেছি
  • দু টাকা কেজি চাল প্রকল্প আমরা জঙ্গলমহল থেকেই শুরু করেছিলাম। রাজ্যের ৮ কোটি মানুষ এখন খাদ্য সাথী প্রকল্পের আওতায়
  • কৃষিজমির খাজনা আমরা মুকুব করে দিয়েছি
  • ৩ লক্ষ মানুষকে আমরা জমির পাট্টা দিয়েছি
  • ছৌ নাচ ও তীরন্দাজির জন্য জঙ্গলমহলের মানুষ সারা দেশে জনপ্রিয়
  • ঝাড়গ্রামে আমরা তীরন্দাজির অ্যাকাডেমি তৈরী করব
  • চেক ড্যাম তৈরীর জন্য ৫০০ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে
  • ছাত্র ও যুবরাই আমাদের দেশের সম্পদ
  • বাংলাকে আমরা বিশ্ব সেরা তৈরী করব