Today, Bengal Chief Minister Mamata Banerjee attended a Bijoya Sammilani function organised by the police at Jhargram.
Greeting people on the occasion, she expressed happiness that people of Bengal set an example of communal harmony during the festive season.
Excerpts of her speech:
Congratulations to everyone for ensuring a peaceful Durga Puja. This year, Muharram and Durga Puja happened at the same time, just like in 1982. For the last four to five years, the people of Bengal have been celebrating Durga Puja and Muharram at the same time. This year, the celebrations were totally incident-free, for which I congratulate the people of Bengal.
We all follow some religion or the other, but we all celebrate festivals together. A celebration is transformed into a festival only when everyone comes together.
A lot of conspiracies were hatched, but to the credit of you all, no untoward incident happened during the happy festival. I convey my ‘pranam’ and my ‘salam’ to everyone. Remember, it is because of you all standing together that Bengal is as united as it is today.
We have been holding the Durga Puja Carnival for the last two years. Nobody can do it the way Bengal does it. From next year, the day before or after the carnival in Kolkata, similar carnivals would be held in all the districts. As a result, all Biswa Bangla Sharad Samman award winners, be they from Kolkata or from anywhere in Bengal, would be able to participate in a grand carnival en route to their immersions.
I say it with conviction that the way Durga Puja and Muharram are held together, Ganapati Puja and Muharram can never be. What Bengal can do none can. In Bihar and Uttar Pradesh, immersions were on put hold on the day of Muharram, but nobody said anything. Here, even a case was filed. We abided by the court’s decision. But the biggest judgement was delivered by the people.
It is because of the people’s patience and deep creativity that you have been able to do what you did. We are very happy that the festival of football has started in Kolkata.
It is to Bengal’s credit that FIFA officials are coming here to conduct meetings, where they have said Salt Lake Stadium has the potential to become the world’s best stadium. This is our pride.
The kind of promotion that I have seen in Kolkata, ZI am seeing in Jhargram too. I am feeling very happy, and happiness is meant to be shared with all. This is the season of festivals.
In Jangalmahal, 30,000 boys and girls are getting the opportunity now to play football. One the occasion of the Un-17 World Cup, we are giving away 1.5 lakh footballs. The footballs are branded ‘Joyee’, each of which costs Rs 2,500. These have been made by village girls, and the State Refugee Relief and Rehabilitation Department is in charge of the manufacturing. We are giving five footballs each to every school, college and club committee.
The philosophy by which we can all live together happily should be the basis of our religion. The best religion is the one which talks of including all humanity within its ambit. The interpretation of religion is loving and uniting all of humanity. The true religion is about dousing fires, and not setting fire to.
উৎসবের সময় বাংলার মানুষ কোন চক্রান্তে পা দেয়নিঃ মমতা বন্দ্যোপাধ্যায়
আজ ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের আয়োজিত বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন। সেখানে তিনি জনসাধারণকে বিজয়ার শুভেচ্ছা জানান।
তাঁর বক্তব্যের কিছু অংশঃ-
আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে পুজোর দিনগুলো সুন্দর ভাবে, শান্তিপূর্ণ ভাবে আপনারা পালন করেছেন। মহরম ও পুজো একসঙ্গে ছিল। ১৯৮২ সালে একই সাথে মহরম ও পুজো পড়েছিল। গত ৪/৫ বছর ধরে পুজো-মহরম একসাথে বাংলার মানুষ করে এসেছে সারা দেশের সাথে। কিন্তু, মনে রাখবেন, এবার কোনও ঘটনা ঘটেনি, টোটাল ইন্সিডেন্ট ফ্রি। এই পুজো-মহরম বাংলার মানুষ একসাথে পালন করেছে, এর কৃতিত্ব সকল মানুষের।
ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। সব মানুষ মিলিত হতে পারলে, তবেই তো উৎসব উৎসারে উৎসারিত হয়।
অনেক চক্রান্ত হয়েছিল, অনেক ষড়যন্ত্র হয়েছিল, আমি কৃতজ্ঞ বাংলার মানুষ এই খেলায় পা দেয়নি, বাংলার মানুষ এই চক্রান্তে পা দেয়নি। আমি প্রতিটা মানুষকে আমার সালাম জানাই, প্রণাম জানাই। মনে রাখবেন, আপনারা আছেন বলেই বাংলার এই শক্তি।
দুর্গাপুজোর কার্নিভাল গত দুবছর ধরে আমরা করছি। এবার থেকে আমরা যেদিন বিশ্ববাংলা কার্নিভাল করব, তার পরের দিন, অথবা তার আগের দিন, জেলাগুলোও একটা করে কার্নিভাল করবে। অর্থাৎ জেলায় যে ঠাকুরগুলো বিশ্ব বাংলা পুরস্কার পাবে তারা একসাথে লাইন দিয়ে বিসর্জন দিতে যাবে।
আমি চ্যালেঞ্জ করে বলি, গণপতি বিসর্জন ও মহরম কেউ একসঙ্গে করে দেখাতে পারবে না। বাংলা যা পারে, অন্য কেউ তা পারে না। বিহারে মহরমের দিন বিসর্জন বন্ধ ছিল, উত্তরপ্রদেশেও ছিল, সেখানে তো কেউ কিছু বলেনি। এখানে কোর্টে কেস পর্যন্ত করা হয়েছে। কোর্টের অর্ডারও আমরা মেনেছি। কিন্তু মানুষ যেটা মানে সেটাই সবচেয়ে বড় বিচার।
মানুষ ধৈর্য, সহনশীলতা, সৃজনশীলতা দেখিয়েছে; তাই আজ আপনারা এটা করতে পেরেছেন যা আর কেউ করতে পারবে না।
সকলকে ভালো রাখার ও ভালোবাসার নামই ধর্ম। যে ধর্ম মানবিকতার কথা বলে সেটাই সবচেয়ে বড় ধর্ম। একতাই সম্প্রীতি, ধর্ম আমাদের এটাই শেখায়। ধর্মের অপর নাম মানুষকে ভালোবাসা, মানুষকে এক করে রাখা, ধর্ম মানে আগুন লাগানো নয়, আগুন নিভিয়ে দেওয়া।
কলকাতায় ফুটবল উৎসব শুরু হয়েছে, আমরা খুব খুশি। আজ ফিফার লোকেরা বাংলায় এসে বৈঠক করছে, এটা বাংলার কৃতিত্ব। তারা বলেছে কলকাতার সল্টলেক স্টেডিয়াম বিশ্বের এক নম্বর স্টেডিয়ামে পরিণত হতে পারে। এটা আমাদের গর্ব।
কলকাতায় যে প্রচার দেখেছি ঝাড়গ্রামে এসেও আমি একই প্রচার দেখছি। আমার খুব ভালো লাগছে; আনন্দ ভাগ করে নিতে হয়।
জঙ্গলমহলের ৩০ হাজার ছেলেমেয়ে এখন ফুটবল খেলায় অংশগ্রহণ করে। এবার বিশ্ব ফুটবল উৎসব উপলক্ষে আমরা প্রায় দেড় লক্ষ ফুটবল দেওয়ার ব্যবস্থা করেছি। ফুটবলটির নাম ‘জয়ী’, যার মূল্য আড়াই হাজার টাকা। এগুলি তৈরি করছে গ্রামের মেয়েরা, দায়িত্বে আছে পুনর্বাসন দপ্তর। প্রতিটি স্কুল, কলেজ, ক্লাব কমিটিকে আমরা ৫ টি করে বল দিয়েছি।