Bengal Govt to overhaul bus connectivity in Jangalmahal

The State Transport Department has decided to overhaul the bus connectivity in Jangalmahal. This is the latest of the many services that Chief Minister Mamata Banerjee has brought to the region, as a result of which the people of the region are in a much better state than during the Left Front years. She even created the district of Jhargram to better target developmental work.

Jhargram, Silda, Belpahari, Nayagram, Binpur, Jamboni, Jhalda, Baghmundi and Balarampur will be part of the new service structure. The first six places are in Jhargram district while the other three are in Purulia district. The Transport Department will spend Rs 12 crore to overhaul the structure.

New bus routes will be opened from Esplanade to Jamboni, Silda, Belpahari, Baghmundi, Jhalda and Balarampur.

A new bus terminus will come up near Jhargram town, and new bus services will be introduced between it and various places in the Jangalmahal region, and also Kolkata. A night shelter will also come up at this bus stand. After being made the district headquarters of Jhargram district, the place has become a very busy one. New bus terminuses will come up in Silda, Belpahari and Nayagram.

Besides for benefitting the regional populace, these new services are also aimed at enabling more tourist activities. In recent years, the State Government has been developing the region into a major tourist hub. The mostly forested Jangalmahal has a lot of tourist potential, and an effective transport system is a must for tourism to flourish. The government has constructed many guest houses and bungalows, and has modernised many of the guest houses belonging to the Forest Department. Home stay tourism is another area that the State Government has been laying a lot of stress on.

Source: The Statesman

জঙ্গলমহলে পরিবহন ব্যবস্থা ঢেলে সাজাবে রাজ্য

জঙ্গলমহলে যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। এই অঞ্চলের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার ইতিমধ্যেই নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে এই অঞ্চলের মানুষ বাম আমলের তুলনায় এখন অনেক ভালো আছেন। ঝাড়গ্রামকে পৃথক জেলা ঘোষণা করা হয়েছে উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে।

ঝাড়গ্রাম, শিলদা, বেলপাহাড়ি, নয়াগ্রাম, বিনপুর, জাম্বনী, ঝালদা, বাঘমুন্ডি ও বলরামপুর এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবে পরিবহন দপ্তর। প্রথম ছটি জায়গা ঝাড়গ্রামে বাকি তিনটি জায়গা পুরুলিয়াতে। পরিকাঠামো তৈরীতে খরচ হবে ১২কোটি টাকা।
এসপ্ল্যানেড থেকে জাম্বনী, শিলদা, বেলপাহাড়ি, ঝালদা, বাঘমুন্ডি, বলরামপুর অবধি নতুন বাস রুট শুরু হবে।

ঝাড়গ্রাম টাউনের কাছে তৈরী হবে নতুন বাস টার্মিনাস। এই টার্মিনাস থেকে জঙ্গলমহলের বিভিন্ন অঞ্চলে ও কলকাতায় বাস চালু করা হবে। এই টার্মিনাসে একটি নাইট শেল্টারও তৈরী করা হবে। শিলদা, বেলপাহাড়ি, নয়াগ্রামেও নতুন বাস টার্মিনাস তৈরী হবে।

স্থানীয় মানুষদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এই নতুন সার্ভিসের ফলে এই অঞ্চলে পর্যটনেরও প্রসার হবে। গত কয়েক বছরে রাজ্য সরকার এই অঞ্চলটিকে গুরুত্বপূর্ণ পর্যটন হাব হিসেবে তৈরী করছে। ঘন জঙ্গলে ভরা জঙ্গলমহলে পর্যটনের বিপুল সম্ভাবনা আছে। এই নতুন বাস পরিষেবা নিঃসন্দেহে পর্যটন শিল্পকে আরও সাহায্য করবে।

We are developing Purulia as a tourism hub: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today declared Manbazar and Jhalda as the new sub-divisions of Purulia district. She also inaugurated a slew of developmental projects at Belkuri Hat Maidan in Purulia.

The CM laid the foundation stone for a medical college and hospital at Purulia. To boost the health infrastructure in Jangalmahal, she also inaugurated a 20-bedded SNCU at Raghunathpur Sub-Divisional Hospital in Purulia.

Mamata Banerjee also distributed the benefits of various government schemes like Kanyashree, Yuvashree, Sikshashree, Sabuj Shree, Sabuj Sathi among others.

Highlights of the CM’s speech:

  • We have distributed benefits to 22,000 people in Purulia today. 91% people in the district have received some benefit
  • We distribute saplings to the families of newborns under Sabuj Shree scheme
  • We give various scholarships to students – from Kanyashree to Sikshashree
  • We have distributed 35 lakh cycles under Sabuj Sathi last year. We will distribute 30 lakh cycles more this year
  • We have laid the foundation stone for a medical college in Purulia today
  • We have inaugurated a new SNCU at Raghunathpur today
  • We have inaugurated 28 check dams in Purulia district today along with 2 power sub-stations
  • We have inaugurated 3 bridges and 2 eco-tourism projects in Purulia
  • We have allotted 8 SNCUs and 2 multi super speciality hospitals to Purulia district
  • Purulia has achieved 100% electrification
  • We have given recognition to Al Chiki language
  • We are providing education loans up to Rs 10 lakh to SC/ST students to pursue higher education
  • We have started an Integrated Jangalmahal Development Project although Centre has stopped funds for Jangalmahal
  • 33,000 local youths have received employment in police forces in Purulia
  • We have taken up a Rs 1200 crore water supply project in Purulia
  • We are sanctioning more funds for development of stadia in the district. We want to promote sports
  • We will set up West Bengal Mahato-Kurmi Development Board with HQ in Purulia
  • We will develop Purulia as granite hub without causing harm to environment, keeping the interests of tribals intact
  • Why should youths of Purulia seek employment outside the district? We will create employment here itself
  • We will help self-help groups in poultry farming and egg production
  • 82,000 folk artistes receive monthly stipends. We will register one lakh artistes more by Durga Pujo
  • We are providing rice at Rs 2 /kg to people. Health care is free in Bengal
  • During Left rule, govt hospitals were in shambles. Now people praise the service in govt hospitals
  • Our Govt pays the premium of farmers’ crop insurance. We have registered 16 lakh farmers in this scheme
  • We have started Samabyathi scheme to help poor people cremate/bury the dead
  • We are renovating crematoria and burial grounds under Baitarini scheme
  • We have started Samarthan scheme for people who lost their jobs due to demonetisation
  • We have given land pattas to 3 lakh people. We are providing houses under Geetanjali scheme
  • We have done away with khajna (tax) on agricultural land
  • The youths and students are our future. They will make Bengal the best in the world

 

ঝালদা ও মানবাজারকে মহকুমা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আজ ঝালদা ও মানবাজারকে পুরুলিয়া জেলার মহকুমা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলকুড়ি হাটের ময়দানে আজ বেলা তিনটের সময় একটি জনসভায় এই ঘোষণা করেন তিনি। এছাড়াও বেশকিছু প্রকল্প উদ্বোধন ও শিলান্যাসও করেন মুখ্যমন্ত্রী।

পুরুলিয়ায় একটি মেডিকেল কলেজ ও হাসপাতালের শুভ শিলান্যাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও জঙ্গলমহলে স্বাস্থ্য পরিকাঠামো আরও উন্নত করতে তিনি আজ ২০ শয্যার একটি এস যেন সি ইউ উদ্বোধন করেন রঘুনাথপুর মহকুমা হাসপাতালে।

আজকের সভামঞ্চ থেকে বিভিন্ন সরকারি পরিষেবাও প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আজ ২২ হাজার মানুষকে বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়েছে। এই জেলার ৯১ শতাংশ মানুষের কাছে সরকারী পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে
  • সদ্যোজাত শিশুদের পরিবারকে আমরা সবুজশ্রী প্রকল্পের আওতায় চারাগাছ দিচ্ছি
  • ছাত্রছাত্রীদের জন্য আমরা কন্যাশ্রী, শিক্ষাশ্রী স্কলারশিপ চালু করেছি
  • সবুজ সাথী প্রকল্পে ৩৫ লক্ষ সাইকেল দেওয়া হয়েছে। এই বছর আরও৩০ লক্ষ সাইকেল দেওয়া হবে
  • আজ পুরুলিয়ায় একটি মেডিকেল কলেজের শিলান্যাস করা হল
  • আজ রঘুনাথপুরে একটি নতুন এস এন সি ইউ- র উদ্বোধন করা হল
  • আজ এই জেলার জন্য ২৮টি চেক ড্যাম সহ ২টি বিদুতের সাব স্টেশনেরও উদ্বোধন করা হল
  • ৩টি ব্রিজ ও ২ টি ইকো-ট্যুরিজম প্রকল্পের উদ্বোধন হল আজ
  • পুরুলিয়া জেলায় ৮টি এস এন সি ইউ এবং ২ টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হবে
  • পুরুলিয়া জেলায় ১০০ শতাংশ বিদ্যুতায়ন হয়েছ গেছে
  • অল চিকি ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি
  • তপসিলি,  ট্রাইবাল ছাত্রছাত্রীর উচ্চ শিক্ষার জন্য আমরা ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছি
  • আমরা জঙ্গলমহলের উন্নয়নের জন্য ইন্টিগ্রেটেড জঙ্গলমহল ডেভেলপমেন্ট প্রজেক্ট চালু করেছি
  • কেন্দ্র জঙ্গলমহল উন্নয়নের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে
  • পুরুলিয়ার ৩৩ হাজার স্থানীয় ছেলেমেয়েদের পুলিশে চাকরি দেওয়া হয়েছে
  • পুরুলিয়ার জলসমস্যা মেটানোর জন্য জল সরবরাহ প্রকল্পে ১২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে
  • এই জেলার স্টেডিয়ামের উনয়নের জন্য আমরা আরও টাকা বরাদ্দ করেছি
  • পুরুলিয়ায় মাহাতো-কুর্মি উন্নয়ন পর্ষদ গঠন হবে
  • পরিবেশরক্ষা করে আর আদিবাসী ভাই বোনেদের স্বার্থ রক্ষা করে আমরা পুরুলিয়াকে গ্রানাইট হাব হিসেবে তৈরী করব
  • পুরুলিয়া জেলার ছেলেমেয়েরা কেন অন্য জেলায় যাবে চাকরির জন্য? আমরা এখানে কর্মসংস্থান করব
  • পোল্ট্রি চাষ ও ডিম উৎপাদনে আমরা স্বনির্ভর গোষ্ঠীদের সাহায্য করব
  • ৮২ হাজার লোকশিল্পীদের আমরা মাসিক ভাতা দিই, দুর্গা পুজোর আগেই আরও ১ লক্ষ লোকশিল্পীর নাম নথিভুক্ত হবে
  • আমরা ২ টাকা কিলো চাল দিচ্ছি মানুষকে, বাংলায় সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যায়
  • বাম আমলে সরকারী হাসপাতালগুলির অবস্থা ছিল শোচনীয়। এখন মানুষ সরকারী হাসপাতালের পরিষেবার প্রশংসা করে
  • ১৬ লক্ষ কৃষককে আমরা ফসল বীমা দিচ্ছি। বীমার প্রিমিয়াম সরকার দেয়
  • গরীব মানুষদের সৎকারের জন্য আমরা সমব্যাথী প্রকল্প চালু করেছি
  • বৈতরণী প্রকল্পের আওতায় আমরা শশ্মান ও কবর স্থানগুলির সংস্কার করেছি
  • নোট বাতিলের ফলে যারা কর্মহীন হয়েছেন তাদের জন্য আমরা ‘সমর্থন’ প্রকল্প চালু করেছি
  • ৩ লক্ষ মানুষকে আমরা পাট্টা দিয়েছি। গীতাঞ্জলী প্রকল্পের আওতায় আমরা বাড়ি দিচ্ছি মানুষকে
  • কৃষিজমির খাজনা আমরা মকুব করে দিয়েছি
  • যুব ও ছাত্ররাই আমাদের দেশের ভবিষ্যৎ। ওরাই বাংলাকে বিশ্বসেরা করবে