Bengal Chief Minister Mamata Banerjee inaugurated the 21st edition of ‘Jatra Utsav’ today. The inaugural ceremony was held at Kachhari Maidan, Barasat. The 32 day-long festival will be held in Barasat on January 13 and 14 and then from January 15 till February 13 in Baghbazar.
The Bengal Government, under the initiative of the Chief Minister has been instrumental in providing jatra artistes with several facilities including bringing them under mediclaim.
Setting up of a data bank on jatra is also under process. The Government had also increased the annual remuneration of poor jatra artistes from to Rs 9,000, from Rs 8,000, in 2015.
The State Government has come up with ‘Jatra Darpan’ – a booklet containing information on jatra groups – and has given a copy to all district magistrates and superintendents of police in the districts in an effort to rejuvenate the jatra culture in the State.
Salient points from the Chief Minister’s speech at the inauguration:
- This is the 21st year of Jatra Utsav. I extend my greetings to all jatra artistes and people of Barasat.
- The theme of Jatra Utsav is ‘Banglar Jibon Jatra’. It is a part of our lives.
- We give financial aid (Rs 9,000) to 399 Jatra artistes every year.
- We give Rs 1,000 per month to 80,000 folk artistes. They also perform in Government functions.
- It is our aim to protect the heritage and culture of Bengal.
- We have honoured Makhanlal Natto with Banga Bibhushan.
- Different districts have different fairs and festivals that reflect their cultures.
- In Birbhum, Baul Utsav is held; in Bardhaman, Mati Utsav is celebrated; and in the Jangalmahal region, we organise Jangalmahal Utsav.
- We organise Himal-Terai-Dooars Utsav in Darjeeling; we organise North Bengal Utsav too.
- I salute the jatra artistes as they reach out to people so beautifully through their art.
২১তম যাত্রা উ९সবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী
আজ একুশতম যাত্রা উ९সবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারাসাতের কাছারি ময়দানে হয় এই উদ্বোধনী অনুষ্ঠান।
৩২ দিন ব্যাপী এই অনুষ্ঠানটি প্রথমে ১৩-১৪ জানুয়ারী বারাসাতে অনুষ্ঠিত হবে। তারপর, ১৫ জানুয়ারী থেকে ১৩ ফেব্রুয়ারী বাগবাজারে চলবে যাত্রা উ९সব।
মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যাত্রা শিল্পীদের কল্যানে নানা প্রকল্প গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। স্বাস্থ্যবীমার ব্যবস্থাও করা হবে তাদের জন্য। একটি যাত্রা ডাটা ব্যাংক তৈরিরও কাজ চলছে। ২০১৫ সাল থেকে রাজ্য সরকার গরিব যাত্রা শিল্পীদের বার্ষিক ভাতা ৮০০০ থেকে বাড়িয়ে ৯০০০ করে দিয়েছে।
যাত্রা শিল্পের পুনরুদ্ধারের জন্য রাজ্য সরকার ‘যাত্রা দর্পন’ নামক একটি পুস্তিকাও তৈরী করেছে। নোট বাতিলের ফলে যাত্রা শিল্পীরা চরম সমস্যার সম্মুখীন এদিন সভামঞ্চ থেকে সেকথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
তাঁর বক্তব্যের কিছু অংশঃ
- এটা ২১ তম যাত্রা উ९সব, আমি যাত্রাশিল্পীদের ও বারাসাতের মানুষকে আমার শুভেচ্ছা জানাই
- যাত্রা উ९সবের থিম হল ‘বাংলার জীবনযাত্রা’। এটা আমাদের জীবনের অঙ্গ
- আমরা প্রতি বছর ৩৯৯ জন যাত্রা শিল্পীদের ৯০০০ টাকা দিয়ে সাহায্য করি
- ৮০০০০ লোক শিল্পীকে আমরা মাসে ১০০০ টাকা করে দিই, তাদেরকে সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগও দেওয়া হয়
- বাংলার ঐতিহ্য, সংস্কৃতি রক্ষা করা, শিল্পীদের প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য
- মাখনলাল নট্টকে আমরা বঙ্গ বিভূষণ সম্মানে সম্মানিত করেছি
- বিভিন্ন জেলায় উ९সব, মেলার মাধ্যমে তাদের ঐতিহ্যকে ধরা হয়
- বীরভূমে বাউল উ९সব, বর্ধমানে মাটি উ९সব, জঙ্গলমহলে জঙ্গলমহল উ९সব হয়
- দার্জিলিঙে আমরা হিমাল-তরাই-ডুয়ার্স উ९সবের পাশাপাশি উত্তরবঙ্গ উৎসবের আয়োজন করি
- আমি আমাদের যাত্রা শিল্পীদের স্যালুট জানাই, তাদের অভিনয় ও গানের মাধ্যমে মানুষের কাছে সহজেই পৌঁছে যান যাত্রা আপনারা