Organic colours made by Adivasi women of Jangalmahal to be available for Holi

The Bengal State Government, in collaboration with Jadavpur University, is training Adivasi women of Purulia district (part of the Jangalmahal region) to create organic red, blue and yellow-coloured powders for Holi (abir), from palash (flame-of-the-forest), aparajita (butterfly pea) and genda (marigold) flowers, respectively. These are going to be sold under the Biswa Bangla brand in bamboo containers of two sizes – 250 g (to be priced at Rs 90) and 500 g – from State Government stalls across the State.

Presently, 60 Adivasi women from seven gram panchayats of Purulia have been selected for the project, for which the West Bengal SC ST Development and Finance Corporation (WBSCSTDFC) is spending Rs 15.5 crore. This project has also fulfilled a long-standing demand of the State flower growers’ and flower sellers’ association.

These coloured powders would not be just like any ordinary ones – essential oils derived from these flowers would be mixed with them to create scented abir. The bamboo containers would be manufactured by members of the Kalindi family, traditionally famous in the Jangalmahal region for bamboo crafts.

 

 

জঙ্গলমহলের আদিবাসীদের তৈরি ভেষজ আবিরে রঙিন হবে এবছরের দোল উ९সব

এবার বাংলার দোল যাত্রাকে রাঙিয়ে দেবে পুরুলিয়ার আদিবাসীদের তৈরি ভেষজ আবির ‘বনপলাশী’।পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগে সাহায্য করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ। তাঁদের প্রশিক্ষণেই আবির তৈরির পদ্ধতি শিখছেন আদিবাসী মহিলারা।

পলাশ, অপরাজিতা, গাঁদা ফুল থেকে তৈরি এই আবির দোলের আগেই চলে আসবে প্রত্যেক সরকারি স্টলে। সব ঠিক থাকলে বিশ্ববাংলা ব্র্যান্ডের নামেই বাঁশের তৈরি পাত্র করে বিক্রি করা হবে এই ভেষজ আবির। আড়াইশো গ্রামের ছোট পাত্রের দাম হবে মাত্র নব্বই টাকা। আর বড় পাত্রে থাকবে ৫০০ গ্রাম আবির।

বর্তমানে সাতটি গ্রাম পঞ্চায়েতের ষাট জন আদিবাসী মহিলাকে প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ তফশিলি জাতি, তফশিলি উপজাতি উন্নয়ন ও অর্থ নিগমের প্রায় সাড়ে পনেরো লক্ষ টাকায় সূচনা হয়েছে এই প্রকল্প। এই প্রকল্প ফুলচাষিদের দীর্ঘদিনের চাহিদা ও পূরণ করবে।

এই আবির একেবারে পরিবেশবান্ধব।ফুলের নির্যাস থেকেই আবিরে সুগন্ধী মেশানো হবে। আর বাঁশের পাত্র তৈরি করবে জঙ্গলমহলের বাঁশের কাজ করার জন্য বিখ্যাত কালিন্দী পরিবার।

 

Bengal CM inaugurates the third edition of Jangalmahal Utsav

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated the third edition of Jangalmahal Utsav from the Medinipur College Ground in Paschim Medinipur district today. She also distributed prizes for the Jangalmahal Cup. The festival will be held from January 3 to 10.

The festival will showcase the region’s rich traditional cultural forms including dance forms like Chung, Rono-pa, Pata, Jhumur, Chhou, Bhadu-Tusu, Raibeshe and many others. Bengal’s folk music will add to the attractions. Dhamsa and madol, two popular folk percussion instruments of the State, were distributed among 480 cultural groups from 24 blocks.

Around 40 stalls and 4 pavillions will showcase and promote handicrafts from the Jangalmahal region.

The Jangalmahal Cup, organised by the State Youth Welfare Department in association with West Bengal Police, the  has been a tremendous success during the last few years. It was held in the districts of Paschim Medinipur, Bankura, Purulia and Birbhum, with competitions in sports like football, kabaddi and archery. The cultural competition included Chhou and other tribal dance forms.

 

Following are some of the key points from the Chief Minister’s speech:

  • The Jangalmahal Utsav starts today; it will showcase different forms of tribal culture.
  • I am happy that 45000 young sportspersons are participating in the Jangalmahal Cup.
  • We have allocated Rs 1 lakh per police station to organise sporting events in their areas.
  • I welcome the ruling of the Hon’ble Supreme Court banning politics of religion.
  • Life is about celebration and togetherness, not about politics and slander.
  • We do not support riots and disturbing the communal harmony. The Government will take strong action against this.
  • True religion is about respecting and loving all religions and standing by one another.
  • Bengal does not support anyone who incites violence among religions communities.
  • The Bengal Government will crack down heavily on anyone who tries to spread communal violence and disrupt peace.
  • Our Government provides benefits through Kanyashree, Sikhshashree, Yubashree, Sabuj Shree, Sabuj Sathi and many other schemes.
  • All the 553 people who received prizes today will be given jobs by the Government.
  • Kalimpong, Asansol and Jhargram will become new districts by Poila Boishakh.

 

 

তৃতীয় জঙ্গলমহল উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

আজ পশ্চিম মেদিনীপুরের কলেজ মাঠে তৃতীয় জঙ্গলমহল উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহল কাপ-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানও হল আজ। বিজয়ীদের হাতে জঙ্গলমহল কাপ তুলে দেন মুখ্যমন্ত্রী। জঙ্গলমহল উৎসব চলবে ৩-১০ জানুয়ারি পর্যন্ত।

পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর আয়োজিত এই অনুষ্ঠান থেকে মানুষের হাতে বিভিন্ন সরকারি পরিষেবাও তুলে দেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে জঙ্গলমহল অন্তর্ভুক্ত ২৪ টি ব্লকের ৪৮০ টি সাংস্কৃতিক গোষ্ঠীকে ধামসা-মাদল প্রদান করা হয়।

এই উৎসবে জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার আদিবাসী সাংস্কৃতিক গোষ্ঠীর নৃত্য গীত পরিবেশিত হবে – চাং নৃত্য, রণপা নৃত্য, পাতা নাচ, ঝুমুর গান, ছাপল নৃত্য, ভাদু-টুসু, ঘোড়া নাচ, নাটুয়া নাচ, ছৌ নাচ, সারপা নৃত্য, করম নৃত্য, বাহা নৃত্য, ভুয়াং নৃত্য, লোকসঙ্গীত, পাইক-ঢালি-রায়বেঁশে নৃত্য এবং অন্যান্য লোকসঙ্গীত ও নৃত্য, অন্যান্য লোকসঙ্গীত এবং ত্রিপুরা, মণিপুর ও ওড়িশার প্রাদেশিক লোকনৃত্য।

মেলা প্রাঙ্গনে রয়েছে বিভিন্ন দপ্তরের ৪০ টি স্টল, সঙ্গে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ, পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার ৪ টি সুদৃশ্য প্যাভিলিয়ন ও জঙ্গলমহলের ৬০ টি হস্তশিল্প বিক্রয় কেন্দ্র।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

আজ এখান থেকে শুরু জঙ্গলমহল উৎসবের; বিভিন্ন উপজাতির নাচ, লোকসঙ্গীত হবে এই উৎসবে

জঙ্গলমহলের ৪৫০০০ ছেলেমেয়েরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, এরাই ভারতবর্ষ গড়বে

আমরা প্রত্যেকটি থানাকে নিজেদের এলাকায় ক্রীড়া প্রতিযোগিতা করার জন্য ১ লক্ষ টাকা দিচ্ছি

ধর্মের নাম ভোট চাওয়ার রাজনীতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি

আমাদের সরকার সাধারণ মানুষের জন্য কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, সবুজশ্রী ও সবুজ সাথী সহ বিভিন্ন পরিষেবা চালু করেছে

যে ৫৫৩ জন আজ পুরস্কৃত হয়েছেন তাদের সরকারি চাকরি দেওয়া হবে

পয়লা বৈশাখ থেকে কালিম্পং, আসানসোল ও ঝাড়গ্রাম নতুন জেলা হবে

 

Smiling Jangalmahal is my biggest achievement: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today launched the distribution of 43,000 bicycles under Sabuj Sathi to the students of Class IX of state-run, aided and sponsored schools at a function at Jamboni, West Midnapore.

From today’s programme, the Chief Minister also inaugurated a nursing training college in Lalgarh, a number of Karma Tirthas, Government buildings, road projects, flood shelters, marketing hubs and a host of other projects.

She laid the foundation stones for many projects including the Medinipur Homeopathic College and Hospital and its women’s hostel, road projects, water projects, projects for forestry.

Besides cycles of Sabuj Sathi, the Chief Minister also distributed benefits including Kanyashree, Yuvashree, Geetanjali, land pattas, agricultural equipment, loans, computers and books.

Highlights of Chief Minister’s speech:

Jangalmahal smiling

Five years ago people in Jangalmahal were living in terror. Tides have turned. Smiles have replaced tears. Jangalmahal is smiling today. This is my biggest achievement. I can give my life but will never forget Jangalmahal.

Will always work for the people

It is our duty to work for people. Healthcare at government hospitals in Bengal is free. I do not support people who try to extort money by causing inconveniencing people. I do not believe in playing petty politics in matters of governance. I created Trinamool Congress to serve people. It is my pledge and commitment to continue to work for people.

Will work for people despite financial problems

We increased our revenue from Rs 20000 Cr to Rs 40000 Cr in 5 years. But we inherited a debt crisis from Left. Centre takes away our revenues to pay off debts incurred by the previous Govt. Still, we are working for people. Despite all financial problems, we will continue to work for people.

Bengal does not tolerate riots

There is an atmosphere of religious and political intolerance in the country. In Bengal we never discriminate between people. Bengal does not allow politics of communalism and riots. It will not be tolerated.

Pledge to take Bengal to new heights of glory

Youth from Jangamahal have been recruited in the police forces and as civic volunteers. Folk artistes are getting their due recognition now. We have to preserve our culture. I started Kanyashree scheme so that girls can pursue education. We are giving rice at Rs 2/kg to people under Khadya Sathi. It is our aim to help the needy.

We have started conducting WBCS exam in Ol Chiki language. We believe in respecting all languages, be it Urdu, Hindi, Gurmukhi, Santhali. The Tribal Development Ministry will soon form a development board for the welfare of people in Jangalmahal. We have initiated a major irrigation project for the districts of Bankura, Purulia, West Midnapore. I have instructed forest department to look into the problems faced by locals due to stray elephants.

Jhargram will soon become a new district. We are waiting for judicial clearances. We are redefining tourism in Jhargram. Earlier people were scared to come to these places.

 

আমি জঙ্গলমহলকে কোনদিন ভুলতে পারিনাঃ মুখ্যমন্ত্রী

আজ পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামের জামবনিতে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে সবুজ সাথী প্রকল্পের আওতায়  নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রায় ৪৩০০০ বাইসাইকেল বিতরণ করেন তিনি।

আজকের এই অনুষ্ঠান থেকে লালগড়ে একটি নার্সিং ট্রেনিং কলেজ, কর্মতীর্থ, সরকারি ভবন, রাস্তা, বন্যার সময় দুর্গতদের জন্য আশ্রয়স্থল,  মার্কেটিং হাব সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

মেদিনীপুরে হোমিওপ্যাথি কলেজ,হাসপাতাল এবং ছাত্রী আবাস সহ, রাস্তা, পানীয় জল সহ বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন তিনি।

সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিতরণের পাশাপাশি কন্যাশ্রী, যুবশ্রী, গীতাঞ্জলি, জমির পাট্টা, কৃষি যন্ত্রপাতি, লোন, কম্পিউটার এবং বইও বিতরণ করা হয় এই সভা মঞ্চ থেকে।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ 

  • সবুজ সাথী প্রকল্পের আওতায় আরও ৪০০০০ সাইকেল বিতরণ করা হবে
  • আমরা কথা দিয়ে কথা রাখি
  • আগের সরকারের ঋণের বোঝা বয়ে বেড়াতে হচ্ছে আমাদের। কেন্দ্র সব টাকা কেটে নিয়ে যাচ্ছে, তাও আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি
  • গত ৫ বছরে আমাদের রাজস্ব ২০০০০ কোটি থেকে বেড়ে ৪০০০০ কোটি টাকা হয়েছে
  • পাঁচ বছর আগে জঙ্গলমহলে মানুষ আতঙ্কে বাস করত, সময় পাল্টেছে। কান্না এখন হাসিতে পরিণত হয়েছে
  • আজ জঙ্গলমহল হাসছে। এটা আমার সবচেয়ে বড় সাফল্য
  • আমি সব জেলা বিশেষত জঙ্গলমহল এবং পাহাড় আমি নিয়মিত পরিদর্শন করি
  • আজ ২২০০০ মানুষ সরাসরি সরকারি পরিষেবা পাচ্ছেন
  • কাজ করাটাই আমাদের কাজ
  • আজ বাংলার মানুষ বিনামূল্যে সরকারি হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন
  • মানুষকে কষ্ট দিয়ে টাকা তোলাকে আমি সমর্থন করি না
  • মানুষের কাজ করতে কোনো সংকীর্ণ রাজনীতির জায়গা নেই
  • মানুষের সেবা করার জন্য আমি তৃণমূল কংগ্রেস গঠন করেছি
  • মানুষের জন্য কাজ করাই আমার কর্তব্য
  • বাংলা কখনো দাঙ্গাকে প্রশ্রয় দেয় না, যে দাঙ্গা করবে তাঁকে সরকার শাস্তি দেবে
  • নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান
  • পুলিশ ফোর্স ও  সিভিক ভলেনটিয়ার পদে সুযোগ পেয়েছে জঙ্গলমহলের যুব সম্প্রদায়
  • বাউল শিল্পীদের সরকার থেকে সাহায্য করা হচ্ছে। আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে
  • মেয়েদের উচ্চ শিক্ষার জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করেছি
  • খাদ্য সাথী প্রকল্পের আওতায় ২ টাকা কেজি দরে চাল পাচ্ছে সাধারণ মানুষ। মানুষকে সাহায্য করাই আমাদের লক্ষ
  • আমরা অল চিকি ভাষায় ডবলু বি সি এস পরীক্ষা চালু করেছি
  • আমরা সব ভাষাকেই সম্মান করি, সে উর্দু, হিন্দি, গুরুমুখী, সাঁওতালি যাই হোক
  • জঙ্গলমহলের মানুষদের উন্নয়নের জন্য শীঘ্রই একটি উন্নয়ন পর্ষদ গঠন করবে আদিবাসী উন্নয়ন মন্ত্রক
  • বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলায় জলসেচ প্রকল্পের কাজ নেওয়া হয়েছে
  • খুব শীঘ্রই ঝাড়গ্রাম নতুন জেলা হবে, আমরা কোর্টের অনুমোদনের অপেক্ষায় রয়েছি
  • আমরা ঝাড়গ্রামের পর্যটন ঢেলে সাজাচ্ছি। আগে মানুষ এখানে আসতে ভয় পেত
  • আর্থিক অনটন সত্ত্বেও আমরা মানুষের জন্য কাজ করে যাব
  • হাতির কারণে যাতে সাধারণ মানুষের কোন সমস্যা না হয় সেদিকে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বনকর্মীদের
  • আমি নিজেকে ভুলতে পারি কিন্তু জঙ্গলমহলকে ভুলতে পারি না
  • সারা দেশে ধর্মীয় ও রাজনৈতিক অসহিষ্ণুতার পরিবেশ তৈরী হয়েছে। বাংলায় আমরা কখনোও বিভেদ করি না মানুষের মধ্যে
  • বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের লক্ষ্য

 

 

 

Bengal shows the way for communal harmony: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday urged the people to continue upholding the state’s tradition of secularism and communal harmony during the coming festivities.

Addressing a public meeting in Jhargram in West Bengal’s West Midnapore district, Banerjee thanked the people for maintaining communal harmony throughout the state during the festive season.

“I thank the people of all the religions living in Bengal to celebrate the festivities with peace, love and togetherness. Bengal has always been a pinnacle of secularism and we shall keep it that way,” Banerjee said.

Referring to the clash of dates this year between Durga Puja, the biggest Hindu festival in Bengal and Muharram, the occasion of mourning for the Muslims, she said it is only Bengal that can celebrate both the occasions with such poise and grace.

“Nowhere else in India such religious occasions of two different communities are observed with so much harmony. Bengalis always enjoy the occasions of festivity without caring about its religious origin,” she said.

Banerjee referred to some sporadic incidents of violence in the state as ‘exceptions’ and cautioned people of the ill effects of communal violence.

“People don’t want riots. Anyone who tries to spark communal tension, would be given stern punishment,” she said.

“I thank the people of Bengal for showing religious tolerance and maintaining an environment of peace and harmony in the state. I hope we will celebrate Chath-Puja, Christmas and other coming festivals too in the same mood,” the Chief Minister said.

 

সম্প্রীতির আদর্শ বাংলা:‌ মমতা

বাংলায় দুই সম্প্রদায়ের মানুষ একসঙ্গে উৎসব পালন করতে পারে। পুজো আর মহরম একসঙ্গে হয়। বুধবার ঝাড়গ্রামে এসে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন ঝাড়গ্রাম স্টেডিয়ামে ছিল মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিজয়া সম্মিলনী।

সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌এই বাংলায় পুজো আর মহরম একসঙ্গে অনুষ্ঠিত হয়। একমাত্র বাংলাতেই হয়, এমনটা অন্য কোথাও দেখতে পাবেন না। এটা গর্বের বিষয়। এত ভাল শান্তি-‌সংহতির জায়গা দু‌টো দেখতে পাবেন না।’‌

তিনি আরও জানান, কলকাতায় আমরা পুজোর আগে ও পুজোর পরে সবাই একসঙ্গে মিলিত হতে পারি। জেলার পুলিস সুপার ও জেলাশাসকরা এই কাজটা খুব ভাল করে করছেন। আমি সবসময় জেলার ওপর গুরুত্ব দিতে বলি‌‌। সে দুর্গাপুজো হোক কিংবা কালীপুজো, জগদ্ধাত্রী পুজো হোক কিংবা আদিবাসীদের করম পুজো। সব উৎসবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা উৎসবের মাঝে বেঁচে আছি। উৎসবের মধ্যে প্রাণ আছে। উৎসবই সবার ধর্ম, সবার কর্ম।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‌আদিবাসী ভাইবোনেরা তাঁদের উৎসব পালন করেন। আমরা তাঁদের সেই ঠাকুরের স্থানটার পাট্টা দিচ্ছি। জাহের স্থানেরও পাট্টা দিচ্ছি। গ্রামের শ্মশানগুলোকে সুন্দর করে গড়ে তোলা হবে’।

তাঁর সংযোজন, “ভ্যাটিকান সিটিতে মাদার টেরিজার সন্ত অনুষ্ঠানে গিয়েছিলাম।  ৪ নভেম্বর শান্তিধামও যাব। একটা অনুষ্ঠান আছে। সর্বধর্ম সমন্বয়ের মধ্যে দিয়ে সুন্দর সমাজ গড়ে ওঠে। ভারতবর্ষ ঐক্যবদ্ধ থাকবে, যতদিন সর্বধর্ম সমন্বয় থাকবে।’‌

তিনি বলেন, ‘কলকাতায় যেমন ভিন রাজ্যের লোক আসেন পুজো দেখতে, তেমন বিদেশ থেকেও দর্শনার্থীরা আসেন’। তাঁর সংযোজন, জেলার পুজোগুলিকে বিশেষ দৃষ্টি দিয়ে দেখতে হয়। পরপর পাঁচ বছর দুর্গাপুজো-‌বকরি ইদ একসঙ্গে হয়েছে। মনে রাখবেন সকলে সব ধর্ম নিয়ে এটা বজায় রেখেছেন।

 

Bengal CM inaugurates more than 300 projects in Jangalmahal

During her first visit to Jangalmahal today, in her second innings as Bengal Chief Minister, Mamata Banerjee inaugurated and laid the foundation stones for more than 300 projects.

During her earlier visits, too, the Bengal Chief Minister had inaugurated and laid the foundation stones of a number of projects in this sensitive belt of Bengal. During today’s visit, the Chief Minister inaugurated exactly 167 projects and laid the foundation stones for 139 schemes.

She attended a Bijaya Sammilani in Jhargram. She also attended a programme to uphold communal harmony at Ghoradhara Stadium in Jhargram, where she addressed the crowd. The Milan Utsav, as it was called, was attended by 200 Durga Puja committees, 134 Kali Puja committees, 750 clubs, 70 Muslim committees and representatives of Christian, Jain, Buddhist and other religious sects.

Tomorrow she is scheduled to attend an administrative meeting at Jamboni where she will inaugurate and lay foundation stones for more projects.

During her visit to Narayangarh after becoming Chief Minister for the second time, she had inaugurated 32 projects and laid the foundation stones for 14 projects.

A Karma Tirtha, the new building of Silda college, some roads and bridges are waiting to be inaugurated by the Bengal Chief Minister during the meeting at Jamboni High School ground on Thursday.

 

রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আজ অনুষ্ঠিত হল মুখ্যমন্ত্রীর সর্বধর্ম সম্মেলন

আজ বুধবার জঙ্গলমহল সফরে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর আগে গত জুন মাসে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে এসেছিলেন৷ তবে দ্বিতীয়বারের সরকারে এই প্রথমবার তিনি ঝাড়গ্রাম মহকুমার জামবনি ব্লকে প্রশাসনিক জনসভা করবেন বৃহস্পতিবার৷ এর আগে বুধবার ঝাড়গ্রামের ঘোড়াধরা স্টেডিয়ামে ‘মিলন অনুষ্ঠানে’ যোগ দিলেন৷

বুধবার ঘোড়াধরা স্টেডিয়ামে পুলিশের পক্ষ থেকে ঝাড়গ্রাম পুলিশ জেলার ২০০টি দুর্গাপুজো কমিটি, ১৩৪টি কালীপুজো কমিটি, ৭৫০টি ক্লাব, ৭০টি মুসলিম কমিটি, ৩৪টি চার্চের প্রতিনিধি, জৈন, বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের ডাকা হয়েছিল৷ আমন্ত্রণ জানানো হয়েছিল রামকৃষ্ণ মঠ ও মিশনের আইন ও গণমাধ্যমের ভারপ্রাপ্ত স্বামী শুভকরানন্দকে৷ তবে চার্চের ফাদাররা উপস্থিত থাকতে পারেন নি৷ কারণ, আজ ছিল আন্তর্জাতিক সোলস ডে (বিদায়ী আত্মার প্রতি শ্রদ্ধা)৷

বুধবারের মিলন অনুষ্ঠান সেজে উঠছিল নানা রঙের লোকসংস্কৃতির অনুষ্ঠানের মধ্য দিয়ে৷ অন্যদিকে বুধবারের অনুষ্ঠানের পর বৃহস্পতিবার জামবনি ব্লকের জামবনি থানার উল্টোদিকে বাণী বিদ্যাপীঠ হাইস্কুল মাঠে দ্বিতীয় ইনিংসের জঙ্গলমহলের প্রথম প্রশাসনিক জনসভা করবেন মমতা৷ এই জনসভায় মুখ্যমন্ত্রীর হাত ধরে ঝাড়গ্রাম মহকুমার প্রায় ২৫ হাজার মানুষ নানা পরিষেবা পাবেন৷

মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন মোট ১৬৬টি প্রকল্পের, যার ব্যয় প্রায় ২৮০ কোটি টাকা৷ ১৩৮টি প্রকল্পের শিলান্যাস করবেন যার প্রকল্প ব্যয় প্রায় ১৯৯ কোটি টাকা৷ ইতিমধ্যে জেলায় ২ লক্ষ সাইকেল দেওয়া হয়েছে৷ প্রশাসনিক সভা থেকে সাইকেল দেওয়া হবে ৫ হাজার ১০ জনকে৷ পাট্টা প্রদান করা হবে ১২৩৯টি৷ ৪০০ লোকশিল্পীকে পরিচয়পত্র প্রদান করা হবে৷ কন্যাশ্রী প্রকল্পে ২০১০ জন পরিষেবা পাবে৷ আটটি এমন প্রকল্প যেগুলি উদ্বোধন হবে তার প্রকল্প ব্যয় ৫ কোটি টাকার উপরে৷ এর মধ্যে উল্লেখযোগ্য হল বিনপুরে ১৭ কোটি টাকা ব্যয়ে নার্সিং কলেজ, গোপীবল্লভপুর-২ ব্লকের পোড়াকুসুমে ১১ কোটি ২৭ লক্ষ টাকা ব্যয়ে মডেল স্কুল, কাঁথি থেকে বেলদা রাস্তা সম্প্রসারণ ৬৩ কোটি টাকা ব্যয়ে৷ গড়বেতায় আইটিআই কলেজ নির্মাণে ৫২ কোটি, খড়গপুর-কেশিয়াড়ি রাস্তা সম্প্রসারণে ৫ কোটি ৩৬ লক্ষ টাকা সহ আরও অন্যান্য প্রকল্প৷ ঝাড়গ্রাম ঘোড়াধরা স্টেডিয়ামে এদিনের মিলন উত্সবের জন্য ৫০ হাজার বর্গফুট এলাকা ঘেরা হয়েছে৷ মূল মঞ্চ ১৪শো বর্গফুট৷ প্রায় তিন হাজার মানুষের বসার ব্যবস্থা হয়েছে৷ থাকবেন শাসক দলের বিভিন্ন জনপ্রতিনিধি৷

 

Bengal ranks fifth in preferred tourist states

Ranking fifth among the states in terms of foreign tourists’ destination, Bengal is climbing up in the tourism sector.

The State has turned out to be a preferred destination among foreign tourists than domestic tourists. Recording a higher percentage of foreign tourists, Bengal has drawn 6.4 per cent of foreign tourists compared to 4.9 per cent of domestic tourists, according to a report published by the Ministry of Tourism.

Of the 2.06 crore foreign tourists that the country has recorded in a year, 14.8 lakh came to Bengal. Among the top five states, Tamil Nadu has drawn the maximum number of 20.1 per cent foreign tourists.

It has ranked eighth among the top 10 states with 7.01 scrore with Indian tourists visiting Bengal out of the total 119.7 crore domestic tourists visiting the 10 states.

Stressing on the various initiatives that are being taken for promoting Bengal as a prospective destination for tourism in the domestic market, the State Tourism Minister said that roadshows are being conducted regularly in other states.

It is a sustained effort and it will take some more time to get the outcome, the State Tourism Minister said adding that the law and order situation in the state is an added advantage for tourism. Along with promoting Bengal tourism through the website and social networking sites, a series of advertisements featuring brand ambassador Shah Rukh Khan will be released during the Bengal Global Business Summit in January 2017, he said.

The Tourism Department has also prepared pamphlets on 20 prominent tourist spots along with detailed information on accommodation, booking and other essentials. The list of places to visit include the Himalayan delights of Darjeeling, the verdant Dooars, the historic midland of Murshidabad and Malda, colonial structures of Kolkata, mangrove forests of Sundarbans, tribal hinterland of ‘Jangalmahal’.

 

পর্যটনে বাংলা এখন পঞ্চম স্থানে

পর্যটনে রাজ্য এখন দেশের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে। ভারতীয় পর্যটকদের থেকেও বিদেশী পর্যটকদের কাছে বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে আমাদের রাজ্য। পর্যটন মন্ত্রক থেকে পেশ করা এক রিপোর্ট অনুযায়ী বাংলায় বিদেশী পর্যটক আসেন ৬.৪ শতাংশ আর ভারতীয় পর্যটক আসেন ৪.৯ শতাংশ।

এই তালিকার শীর্ষে আছে তামিলনাড়ু যেখানে ২০.১ শতাংশ বিদেশী পর্যটক যায়।

ভারতীয় পর্যটকদের হিসেবে বিচার করলে বাংলার স্থান অষ্টম। ভারতীয় পর্যটকদের এখানে আসার জন্য আরো উত্সাহিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজ্যের পর্যটন মন্ত্রী জানান পর্যটকদের আরও উত্সাহিত করতে বিভিন্ন রাজ্যে রোড-শো করা হচ্ছে।

তিনি আরও জানান, পর্যটনের উন্নতির জন্য রাজ্যের শান্তি শৃঙ্খলা একটি অন্যতম কারণ। ওয়েবসাইট ও সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে বিজ্ঞাপনের পাশাপাশি ২০১৭ সালের জানুয়ারী মাসে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সময় বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খানের ফটো সম্বলিত আরো অনেক বিজ্ঞাপনও প্রকাশ করা হবে।

পর্যটন দফতরের বাছাই করা ২০টি জনপ্রিয় পর্যটন কেন্দ্রের ওপর যাবতীয় সব তথ্য দিয়ে প্যামফ্লেটও তৈরী করা হয়েছে।

 

Aparupa Poddar speaks during Zero Hour on the issue of funds for police modernisation

Thank you Deputy Speaker Sir.

Police modernization has been taken out from the list of centrally-funded schemes because of which West Bengal will suffer, specially in Jangalmahal and Hill areas. Chandrakona in Paschim Medinipur district partly comes in Jangalmahal area which falls under my parliamentary constituency of Arambagh; it consists of people from weaker sections of the society.

Since national security is dependent on police modernisation, central government has to allocate funds to the State Government. Bengal should be given full A category status, Hon’ble Chief Minister has already written to Centre regarding the allocation of funds. Hence I urge the Hon’ble  Prime Minister to instruct the Home ministry to act upon this demand and do the needful for the betterment of the public.

 

State-level Hool Utsav to begin in Jhargram today

For the first time, the state level Hool Utsav will be organised at Jhargram in West Midnapore, giving the people of Jangalmahal an opportunity to witness the programme on a large scale. Around 22 teams of different tribal art forms will be participating in the programme.

Hool Utsav is organised every year to commemorate the fight of the tribal people against the British Raj in 1885. The three-day-long Hool Utsav will begin on June 30 at the ground of Kumud Kumari Institution at Jhargram in West Midnapore.

There will be programmes in all districts, including Kolkata on the same day.

The programmes in the districts other than West Midnapore will last two day s. On the other hand, the state level programme at Jhargram will be three-days long.

Tribal dances, including Pata and Karam, will be performed in the Hul Utsav. Artists from four districts – Purulia, Burdwan, Murshidabad and Nadia – will be performing in the state level programme. The programme will be inaugurated at 4 pm on June 30. State tribal Development Minister James Kujur and Backward Classes Welfare Minister Churamoni Mahata will be present in the programme.

Besides cultural programmes, camps of different departments of the West Bengal government – including MSME, Panchayat and Rural Development, Agriculture Marketing and Fisheries – will be set up in the premises of Hul Utsav. Awareness will be spread among people about the different facilities and schemes taken up the departments for their benefits in the camps.

Women from different self help groups will also be participating in the programme. Goods and other products prepared by them will be exhibited and available for sale.

The State Government will also showcase its achievements in bringing an overall development of Jangalmahal in the past five years. In other districts, two-day long programmes will be held, in which folk and tribal artists will be performing to celebrate the occasion.

 

আজ ঝাড়গ্রামে শুরু হবে হুল দিবস অনুষ্ঠান   

এই প্রথমবার রাজ্যস্তরের হুল দিবসের অনুষ্ঠান হবে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে। ১৮৮৫ সালে ব্রিটিশ রাজের বিরুদ্ধে উপজাতীয়দের যুদ্ধ স্মৃতিরক্ষার্থে প্রতি বছর হূল উৎসবের আয়োজন করা হয়। তিন দিনব্যাপী এই উৎসব হবে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম এ কুমুদ কুমারীর ইনস্টিটিউশনের মাঠে।

কলকাতা সহ বিভিন্ন জেলায় ওই দিনেই এই উৎসব পালিত হবে।  পশ্চিম মেদিনীপুরসহ অন্যান্য জেলায় দু-দিন ধরে এই অনুষ্ঠান চলবে এবং ঝাড়গ্রামে তিন দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে।

প্রতি বছরই রাজ্যস্তরের হুল উৎসব পালিত হয় কলকাতায়।  এ বার রাজ্যস্তরের হুল দিবসের অনুষ্ঠান হবে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে। এর ফলে জঙ্গলমহলের মানুষজন এই উৎসবে অংশগ্রহণ করতে পারবেন। বিভিন্ন উপজাতী শিল্পীদের ২২ টি দল এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে।

পাতা, করম এইসব আদিবাসী নাচ হবে হুল উতসবে। রাজ্যস্তরের এই অনুষ্ঠানে পুরুলিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ার শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।। ৩০ জুন বিকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আদিবাসী উন্নয়ন মন্ত্রী জেমস কুজুর, অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী চূড়ামণি মাহাতো প্রমুখ।উৎসব চলবে ৩০ জুন-২ জুলাই পর্যন্ত।

বিভিন্ন স্ব-নির্ভর গোষ্ঠীর মহিলারাও অংশগ্রহণ করবে এই প্রোগ্রামে। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের তৈরি হস্তশিল্পের প্রদর্শনী ও বিক্রয়-সহ অন্য অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। গত পাঁচ বছরে জঙ্গলমহলের সামগ্রিক উন্নয়ন করেছে রাজ্য সরকার।

উল্লেখ্য, ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি পৃথক আদিবাসী উন্নয়ন পর্ষদ গঠন করেছে। এই পর্ষদ গঠনের পর আদিবাসী বিভাগের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, তাঁরা অনেক উপকৃত হয়েছেন। গত হূল উৎসবে মুখ্যমন্ত্রী শিল্পীদের বাদ্যযন্ত্র বিতরণ করেছেন। রাজ্য সরকারের এই পদক্ষেপ এইসব শিল্পীদের উৎসাহ দিয়েছে।

রাজ্য সরকারের সহযোগিতায়, শিল্পী, খুব, এখন তাদের সেরা দিচ্ছেন উচ্চ মাত্রার শিল্প ফর্ম নিতে তাছাড়া, বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে হূল উৎসব  রাজ্য স্তরের একটি জনপ্রিয় অনুষ্ঠানে পরিণত হয়েছে।

Jangalmahal on the way to prosperity

The Trinamool Congress Government created the Paschimanchal Unnayan Affairs Department to enable the benefits of developmental work to reach the people of the Jangalmahal region.

Over the five years of its being in existence, the department has taken up developmental work in 74 backward blocks, including in 23 left wing extremism (LWE)-affected blocks spread over five districts in south Bengal.

A total of Rs 608.69 crore has been spent on the region during 2011-15, compared to only Rs 160.37 crore during 2007-11.

Here are some of the developmental projects undertaken:

Urban development

  • Construction of RCC (reinforced cement concrete) bridge in Jharukhamar over the Purulia-Barakar road at an estimated cost of Rs.2.53 crore
  • Drinking water schemes in 11 LWE blocks in Paschim Medinipur
  • Strengthening of five roads – from Rampurhat to Dumka, from Suri to Mohammad Bazar, from Khagra to Joydev, from Bolpur to Illambazar and from Suri to Rajnagar
  • Mini barrage over Kana Ajoy River in Bolpur block, Birbhum district
  • Nine water purifier plants in different BPHC/RH in Paschim Medinipur at an estimated cost of Rs 2,48,10,939

 

Education

  • Construction of a vocational training centre and a men’s hostel in Sarenga in Bankura district, for the poor people of the area
  • Infrastructure development of Silda Chandra Sekhar College in Paschim Medinipur district at a cost of Rs 2.37 crore

 

Healthcare

  • Upgrading of Raipur Rural Hospital in Raipur block, Bankura district at an estimated cost of Rs.3.84 crore
  • Three nutrition rehabilitation centres (NRC) in Bari, Bandwan and Sirkabad block primary health centres (BPHC) in Purulia district
  • Extension of sick newborn care unit (SNCU) and gynaecology and maternity ward at Deben Mahato Sadar Hospital
  • Scheme for conducting regular medical camps in Paschim Medinipur, Purulia and Bankura district
  • Construction of blood bank at Khatra SD Hospital complex in Bankura district, at a cost of Rs 75.87 lakh

 

The way the region has developed over the last almost five years has never been achieved before. The people of Jangalmahal are smiling as they are now at par with the rest of West Bengal in terms of all types of schemes and projects being made available for them.

 

Image source

 

It is our achievement that peace has returned in Jangalmahal: Mamata Banerjee in Purulia

After three days of campaigning in Paschim Medinipur, Mamata Banerjee today kickstarted her campaign with two rallies and two padaytra in Purulia district.

The rallies were held in Baghmundi and Bandwan. Like in Kurseong, Medinipur, Howrah and Kolkata earlier, Mamata Banerjee led two padayatra today – through Balarampur and Purulia.

In her speech Mamata Banerjee said that before 2011 people lived under fear and even trains did not run at night in Jangalmahal. But now filmmakers from across the country are coming to Jangalmahal to shoot, she added. Mamata Banerjee also said it was because of the cooperation and resilience of the people that peace has returned to the region.

The Trinamool Chairperson slammed the Left for neglecting the development of Jangalmahal. She highlighted the ‘Khadya Sathi’ scheme under which 8 crore people are getting rice at Rs 2/kg.

Jangalmahal has made huge strides in the development of infrastructure and social sectors which has reinforced the faith of the people in her.

 

IMG_0884

IMG_1049

 

11

12

DSC00527

 

DSC00567

 

জঙ্গলমহলে শান্তি ফিরেছে, এটা আমাদের অ্যাচিভমেন্ট: পুরুলিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিম মেদিনীপুরে তিনদিনের প্রচার পর্ব সেরে আজ জনসভার মাধ্যমে পুরুলিয়ায় তার প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঘমুন্ডি, ও বান্দোয়ানে একটি করে জনসভা করেন তৃণমূলনেত্রী। এছাড়া বলরামপুর ও পুরুলিয়া শহরে পদযাত্রা করেন তিনি।

বাঘ্মুন্ডির জনসভাতে তিনি বলেন যে ২০১১-র আগে মানুষ ভয়ে দিন কাটাতেন, এমনকি রাতেও জঙ্গলমহল এলাকায় রেল পরিষেবা বন্ধ থাকত। তিনি এও বলেন যে এখন জঙ্গলমহলে বাইরে থেকে সিনেমা বানাতে লোক আসছে। শান্তি ফেরার কৃতিত্ব এলাকার মানুষকেই দেন জননেত্রী।

তিনি এও বলেন যে বামফ্রন্টের আমলে এলাকার উন্নয়ন হয়নি, কিন্তু এখন ৮ কোটি মানুষ দু টাকা কেজি চাল পাচ্ছেন।

জঙ্গলমহলের পরিকাঠামো উন্নয়ন ও সামাজিক উন্নতির ফলে মানুষের হৃদয়ে পাকাপাকি স্থান বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।