Holistic development of the youth – Key focus of Bengal Govt

The Department of Youth Services & Sports (Youth Wing) has undertaken many programmes regarding the education, health, employment, and holistic mental and physical development of the students and youth of Bengal.

The major achievements of the Youth Wing of the department are as follows:

  • Youth Hostel: 18 youth hostels renovated, 3 constructed and operational, another 23 being constructed. Online booking made possible at www.youthhostelbooking.wb.gov.in
  • Grants to 5,800 clubs and organisations for development of sports infrastructure
  • Financial assistance to 331 institutions and organisations for development of playgrounds
  • Financial assistance to 2,244 institutions and organisations for setting up multi-gyms
  • Financial assistance to 635 institutions and organisations for construction of mini indoor games facilities
  • Organisation of annual Youth Festivals, Rakhibandhan Utsav, Vivek Chetana Utsav, Subhas Utsav and Jangalmahal Cup, and the implementation of Safe Drive Save Life programme.
  • Initiative to help 1,000 poor but meritorious students preparing for various jobs (WBCS) and professional courses (medical & engineering)
  • Organisation of vocational training jointly with the Technical Education, Training and Skill Development
  • Department, under the guidelines of the National Council of Vocational Training (NCVT); so far, 40,00 youths have been given training
  • Under the auspices of the West Bengal Mountaineering and Adventure Sports Foundation (WBMASF), encouraging more youths to take up mountaineering and adventure sports activities; since independence, till May 2011, only four mountaineers from Bengal conquered Mt Everest whereas 18 did so in the last six years, till May 2017
  • Framing of stringent rules for the selection of climbers for Mt Everest and other 8,000 m-plus peaks and introduction of Radhanath Sikdar-Tenzing Norgay Adventure Award and Chhanda Gayen Bravery Award
  • Organising two annual events – Student’s Science Seminar and West Bengal State Student Youth Science Fair (with assistance from Birla Industrial & Technical Museum (BITM)) – to eradicate blind faith, superstitions and prejudices, and inculcate a scientific approach among the students and the youth
  • To create a healthy socio-cultural ambience, setting up a three-tier organisation styled as ‘Bangla Yuba Kendra’ set up to coordinate programmes in this regard, for which 462 volunteers at the block and municipal levels and 24 coordinators at the district-level work
  • Running about 1,000 Youth Computer Training Centres throughout the state for providing low-cost computer training to students and youths to make them employable; at these centres, online examinations and third party assessments have been introduced
  • The Plan expenditure under the head of Youth Wing rose to Rs 185.3 crore during financial year 2016-17, from only Rs 5.52 crore during 2010-11.

ছাত্র-যুব উন্নয়নের অঙ্গীকার মা, মাটি, মানুষের সরকারের

গত ৬ বছরে বাংলার ছাত্রছাত্রী এবং যুবক যুবতীদেরদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সামগ্রিক মানসিক ও শারীরিক বিকাশের জন্য বেশ কিছু ইতিবাচক কর্মসূচী গ্রহণ করেছে মা, মাটি, মানুষের সরকার।

কিছু উল্লেখযোগ্য সাফল্য:

  • যুব হোস্টেল – ১৮টি পুরনো হোস্টেলকে সংস্কার করে চালু করা হয়েছে। ৩টি নতুন যুব হোস্টেলও চালু হয়েছে। আরও ২৩টি নতুন যুব হোস্টেলের নির্মাণকাজ চলছে এবং তা শীঘ্রই শেষ হবে। www.youthhostelbooking.wb.gov.in -এর মাধ্যমে অনলাইনে যুব হোস্টেল বুক করা যায়।
  • ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নের জন্য ক্লাবগুলিতে আর্থিক সহায়তাঃ এই প্রকল্পের অধীনে ৫৮০০টি ক্লাব/সংস্থাকে অনুদান প্রদান করা হয়েছে।
  • খেলার মাঠের উন্নয়নঃ ৩৩১টি প্রতিষ্ঠান/সংস্থাকে আর্থিক সহায়তা প্রদান।
  • মাল্টিজিম প্রতিষ্ঠাঃ ২২৪৪টি প্রতিষ্ঠান/সংস্থাকে আর্থিক সহায়তা প্রদান।
  • মিনি ইনডোর গেমস নির্মাণঃ ৬৩৫টি প্রতিষ্ঠান/সংস্থাকে আর্থিক সহায়তা প্রদান।
  • আমাদের রাজ্যের ছাত্রছাত্রী ও যুবক যুবতীদের উন্নয়নে এই দপ্তর আয়োজন করছেঃ- ‘বার্ষিক যুব উৎসব, সাবধানে চালাও জীবন বাঁচাও, রাখিবন্ধন উৎসব, বিবেক চেতনা উৎসব, সুভাষ উৎসব, জঙ্গলমেলা কাপ’।
  • এই দপ্তর ১০০০ গরীব অথচ মেধাবী ছাত্রছাত্রীকে বিভিন্ন কর্মসংস্থান (ডবলুবিসিএস) এবং পেশাদার কোর্সের (মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং) জন্য প্রস্তুতির উদ্যোগ গ্রহণ করেছে।
  • স্বনিযুক্তির পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এই দপ্তর, ন্যাশানাল কাউন্সিল অব ভোকেশানাল ট্রেনিং গাইডলাইনের আওতায়, টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টসহ ভোকেশানাল ট্রেনিং-এর আয়োজন করছে। এ পর্যন্ত ৪০০০ যুবাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
  • ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস ফাউন্ডেশন-এর অধীনে এই দপ্তর বেশী সংখ্যক যুবাদের পর্বতারোহণ এবং অ্যাডভেঞ্চার স্পোর্টস-এর মতো খেলাধুলোয় অংশগ্রহণের জন্য উৎসাহ জুগিয়ে চলেছে। রাধানাথ শিকদার-তেনজিং নোরগে অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড এবং ছন্দা গায়েন সাহসিকতা পুরস্কার চালু করা হয়েছে এবং প্রতি বছর তা প্রদান করা হয়।
  • রাজ্যের ছাত্রছাত্রী এবং যুবাদের মধ্যে অন্ধবিশ্বাস, কুসংস্কার ও ভ্রান্ত ধারণা দূর করতে এবং তাদের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি জারিত করার লক্ষ্যে এই বিভাগ বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনিকাল মিউজিয়ামের সহায়তায় দুটি বার্ষিক কর্মসূচী চালু করেছে। ১. স্টুডেন্টস সায়েন্স সেমিনার এবং ২. ওয়েস্ট বেঙ্গল স্টেট স্টুডেন্ট ইয়ুথ সায়েন্স ফেয়ার।
  • এই দপ্তরের বিভিন্ন কর্মসূচীর সঙ্গে সাযুজ্য বিধানের জন্য সুস্থ সামাজিক সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ‘বঙ্গ যুব কেন্দ্র’ রূপে একটি ত্রিস্তরীয় প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। ব্লক/পৌরসভা পর্যায়ে ৪৬২জন স্বেচ্ছাসেবক এবং জেলা পর্যায়ে ২৪জন কোঅর্ডিনেটর এই উদ্দেশ্যে কাজ করছেন।
  • সারা রাজ্যে ছাত্রছাত্রী ও যুবাদের কাজের জন্য উপযুক্ত করে তোলার লক্ষ্যে প্রায় ১০০০ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র কাজ করে চলেছে, তাদের কম মুল্যে কম্পিউটার প্রশিক্ষণ দানের জন্য। অনলাইন পরীক্ষা এবং থার্ড পার্টি অ্যাসেসমেন্ট চালু করা হয়েছে।
  • ২০১০-১১ সালে পরিকল্পনা খাতে ব্যয় হত মাত্র ৫.৫২ কোটি টাকা, যা ২০১৬-১৭ সালে বাড়িয়ে করা হয়েছে ১৮৫.৩ কোটি টাকা।

 

 

Bengal CM inaugurates the third edition of Jangalmahal Utsav

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated the third edition of Jangalmahal Utsav from the Medinipur College Ground in Paschim Medinipur district today. She also distributed prizes for the Jangalmahal Cup. The festival will be held from January 3 to 10.

The festival will showcase the region’s rich traditional cultural forms including dance forms like Chung, Rono-pa, Pata, Jhumur, Chhou, Bhadu-Tusu, Raibeshe and many others. Bengal’s folk music will add to the attractions. Dhamsa and madol, two popular folk percussion instruments of the State, were distributed among 480 cultural groups from 24 blocks.

Around 40 stalls and 4 pavillions will showcase and promote handicrafts from the Jangalmahal region.

The Jangalmahal Cup, organised by the State Youth Welfare Department in association with West Bengal Police, the  has been a tremendous success during the last few years. It was held in the districts of Paschim Medinipur, Bankura, Purulia and Birbhum, with competitions in sports like football, kabaddi and archery. The cultural competition included Chhou and other tribal dance forms.

 

Following are some of the key points from the Chief Minister’s speech:

  • The Jangalmahal Utsav starts today; it will showcase different forms of tribal culture.
  • I am happy that 45000 young sportspersons are participating in the Jangalmahal Cup.
  • We have allocated Rs 1 lakh per police station to organise sporting events in their areas.
  • I welcome the ruling of the Hon’ble Supreme Court banning politics of religion.
  • Life is about celebration and togetherness, not about politics and slander.
  • We do not support riots and disturbing the communal harmony. The Government will take strong action against this.
  • True religion is about respecting and loving all religions and standing by one another.
  • Bengal does not support anyone who incites violence among religions communities.
  • The Bengal Government will crack down heavily on anyone who tries to spread communal violence and disrupt peace.
  • Our Government provides benefits through Kanyashree, Sikhshashree, Yubashree, Sabuj Shree, Sabuj Sathi and many other schemes.
  • All the 553 people who received prizes today will be given jobs by the Government.
  • Kalimpong, Asansol and Jhargram will become new districts by Poila Boishakh.

 

 

তৃতীয় জঙ্গলমহল উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

আজ পশ্চিম মেদিনীপুরের কলেজ মাঠে তৃতীয় জঙ্গলমহল উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহল কাপ-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানও হল আজ। বিজয়ীদের হাতে জঙ্গলমহল কাপ তুলে দেন মুখ্যমন্ত্রী। জঙ্গলমহল উৎসব চলবে ৩-১০ জানুয়ারি পর্যন্ত।

পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর আয়োজিত এই অনুষ্ঠান থেকে মানুষের হাতে বিভিন্ন সরকারি পরিষেবাও তুলে দেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে জঙ্গলমহল অন্তর্ভুক্ত ২৪ টি ব্লকের ৪৮০ টি সাংস্কৃতিক গোষ্ঠীকে ধামসা-মাদল প্রদান করা হয়।

এই উৎসবে জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার আদিবাসী সাংস্কৃতিক গোষ্ঠীর নৃত্য গীত পরিবেশিত হবে – চাং নৃত্য, রণপা নৃত্য, পাতা নাচ, ঝুমুর গান, ছাপল নৃত্য, ভাদু-টুসু, ঘোড়া নাচ, নাটুয়া নাচ, ছৌ নাচ, সারপা নৃত্য, করম নৃত্য, বাহা নৃত্য, ভুয়াং নৃত্য, লোকসঙ্গীত, পাইক-ঢালি-রায়বেঁশে নৃত্য এবং অন্যান্য লোকসঙ্গীত ও নৃত্য, অন্যান্য লোকসঙ্গীত এবং ত্রিপুরা, মণিপুর ও ওড়িশার প্রাদেশিক লোকনৃত্য।

মেলা প্রাঙ্গনে রয়েছে বিভিন্ন দপ্তরের ৪০ টি স্টল, সঙ্গে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ, পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার ৪ টি সুদৃশ্য প্যাভিলিয়ন ও জঙ্গলমহলের ৬০ টি হস্তশিল্প বিক্রয় কেন্দ্র।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

আজ এখান থেকে শুরু জঙ্গলমহল উৎসবের; বিভিন্ন উপজাতির নাচ, লোকসঙ্গীত হবে এই উৎসবে

জঙ্গলমহলের ৪৫০০০ ছেলেমেয়েরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, এরাই ভারতবর্ষ গড়বে

আমরা প্রত্যেকটি থানাকে নিজেদের এলাকায় ক্রীড়া প্রতিযোগিতা করার জন্য ১ লক্ষ টাকা দিচ্ছি

ধর্মের নাম ভোট চাওয়ার রাজনীতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি

আমাদের সরকার সাধারণ মানুষের জন্য কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, সবুজশ্রী ও সবুজ সাথী সহ বিভিন্ন পরিষেবা চালু করেছে

যে ৫৫৩ জন আজ পুরস্কৃত হয়েছেন তাদের সরকারি চাকরি দেওয়া হবে

পয়লা বৈশাখ থেকে কালিম্পং, আসানসোল ও ঝাড়গ্রাম নতুন জেলা হবে