State to set up green corridor in Jalpaiguri to create employment

The state government is planning to set up green corridor at Mal sub-division of Jalpaiguri district adjacent to Garumara sanctuary which will not only present pollution free environment but will also create employment in the area.
The district administration has a plan to start the work of setting up green corridor in various blocks of Jalpaiguri after Pujas.

Around 5 lakh people from across the state and abroad visit Dooars every year. The proposed green corridor would come up in the area like Lataguri, Moulani under Mal block and Batabari, Baradighi and Chalsa and other adjoining areas of Metli block.

Local families, hotels, resorts, schools would be included in the project. Various bio-degradable elements, kitchen produces collected from the hotels and resorts could be utilised for preparing organic manure.

জলপাইগুড়ি জেলায় সবুজ করিডোর বানানোর উদ্যোগ রাজ্যের

পশ্চিমবঙ্গ সরকার পরিকল্পনা নিয়েছে জলপাইগুড়ি জেলার মাল মাহকুমায় গরুমারা অভয়ারণ্য লাগোয়া অঞ্চলে একটি সবুজ করিডোর তৈরী করার। এর ফলে পরিবেশ দূষণ যেমন কমবে, তেমনি কর্মসংস্থানও তৈরী হবে।

দূর্গাপুজোর ঠিক পরেই এই সবুজ করিডোর তৈরীর কাজ শুরু করবে জেলা প্রশাসন। মাল ব্লকের লাটাগুড়ি, মৌলানি, মেটলী ব্লকের বাটাবাড়ি, বড়দিঘি, চালসা অঞ্চলে সবুজ করিডোর তৈরী হওয়ার কথা।

দেশি ও বিদেশি মিলিয়ে আনুমানিক পাঁচ লক্ষ পর্যটক প্রতি বছর জলপাইগুড়ি আসেন। এর ফলে তারাও উপকৃত হবে।

এই অঞ্চলের বিভিন্ন পরিবার, স্কুল, হোটেলগুলিকে এই সবুজ করিডোরে যুক্ত করা হবে। হোটেল বা বাড়িগুলি থেকে বিভিন্ন বায়ো-ডিগ্রেডেবল আবর্জনা সংগ্রহ করে জৈবিক সার উৎপাদন করা হবে।

New tourist destinations in north Bengal for the Pujas

Ratneswar Jheel, Sikiajhora, Bakla, West Damdim, Chamurchi, Chalsa, Meteli, Saktia, Khushiya Udyan, Lataguri Lake, Madhubani Park, Mangalbari, Ramsai, Maora Valley, Murti, Jalpesh Temple, Tilabari, Batabari, Jatileswar Temple – some new, some old, soon to get a touch of the new. These are going to be the hot destinations for the Puja holidays.

The West Bengal Tourism Department, under instructions from Chief Minister Mamata Banerjee, is developing these 19 destinations at a cost of Rs 25 crore. They are located in the districts of Jalpaiguri and Alipurduar. The infrastructure being readied would enable an average of 200 tourists at a time to enjoy the facilities at each of these resorts. Most of these would be inaugurated in September, after Viswakarma Puja. A few would be completed in October.

The projects would be implemented with the help of the local panchayat samitis, municipalities and district magistrates. The local bodies would keep 20% of the profits from these facilities. This would act as an incentive for the local bodies to take care of the maintenance of these resorts and related facilities.

 

পুজোয় উত্তরবঙ্গে পর্যটনের নতুন ঠিকানা

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পুজোর আগে উত্তরবঙ্গে পর্যটকদের জন্য ১৯টি নতুন পর্যটন কেন্দ্র চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর। এর জন্য খরচ হচ্ছে মোট ২৫ কোটি টাকা। পুরনো পর্যটন কেন্দ্রগুলি সংস্কারের পাশাপাশি বেশ কিছু আন্তর্জাতিক মানের নতুন পর্যটন কেন্দ্র তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। একদিনে একসঙ্গে ২০০ পর্যটক এই নতুন কেন্দ্রগুলির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

রত্নেশ্বর ঝিল, সিকিয়া ঝোরা, বাকলা, পশ্চিম ডামডিম, চামুর্চি, চালসা, মেটেলি, সাকতিয়া, খুশিয়া উদ্যান, লাটাগুড়ি দীঘি, মধুবনি পার্ক, মঙ্গলবাড়ি, রামশাই, মাওরা ভ্যালি, মূর্তি, জল্পেশ মন্দির, তিলাবাড়ি, বাটাবাড়ি, জটিলেশ্বর মন্দির – কিঞ্ছু নতুন ও কিছু পুরনো মিলিয়ে উত্তরবঙ্গে অনেকগুলি নতুন পর্যটন কেন্দ্র আসছে। এগুলিই পুজোর প্রধান আকর্ষণ। এর মধ্যে অধিকাংশই বিশ্বকর্মা পুজোর পর সেপ্টেম্বরে উদ্বোধন হয়ে যাবে, বাকীগুলোর কাজ অক্টোবরে সম্পন্ন হয়ে যাবে। মেগা ট্যুরিজম হাবের যে ৪টি প্রকল্প রয়েছে সেগুলি পুজোর আগেই খুলে দেওয়া হবে।

এই প্রকল্পের কাজগুলি সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতি, পুরসভা ও জেলাশাসকের দফতরের মাধ্যমে করা হহবে। ২০% লাভ রেখে কাজের বরাত দেওয়া হবে। এর ফলে দপ্তর পরিচালনা ও পর্যটন কেন্দ্রগুলি রক্ষণাবেক্ষণ করা হবে।

 

Trinamool gains ascendancy in Maldah, Jalpaiguri Zilla Parishads

The Zilla Parishads in Maldah and Jalpaiguri came under the control of Trinamool on Monday.

In Maldah Zilla Parishad, eight Left Front members, along with six Congress and two Samajwadi Party members joined TMC at a function at the party’s headquarters at Trinamool Bhavan. Current strength of Trinamool in the Zilla Parishad thus became 22 out of a total 37.

In Jalpaiguri , six Left Front members joined Trinamool thus taking the party’s tally to 10 in the 19 member Zilla Parishad.

Opposition leaders in the State are joining Trinamool to become a part of the surge of development initiated by Mamata Banerjee in the Bengal.

 

মালদা ও জলপাইগুড়ি জেলা পরিষদ এল তৃণমূলের দখলে

সোমবার মালদা ও জলপাইগুড়ি জেলা পরিষদ এল তৃণমূল কংগ্রেসের দখলে।

সোমবার তৃণমূল ভবনে একসঙ্গে বামেদের আটজন, কংগ্রেসের ছয়জন এবং সমাজবাদী পার্টির দু’জন মিলিয়ে মোট ১৬ জন মালদা জেলা পরিষদ সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন৷ এর ফলে সেখানে মোট ৩৭টি সদস্যের জেলা পরিষদের মধ্যে ২২ জন সদস্য তৃণমূলের।

জলপাইগুড়ি জেলা পরিষদে ৬ জন বাম সদস্য তৃণমূলে যোগদান করলেন। এর ফলে ১৯ জন জেলা পরিষদ সদস্যের মধ্যে তৃণমূলের সদস্য সংখ্যা হল ১০।

বিরোধী দলের নেতারাও এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়নের শরিক হতে চলেছেন।

 

WB CM to felicitate policemen for their gallantry during Hill rescue operation

West Bengal Chief Minister Mamata Banerjee will felicitate policemen for their gallantry and bravery during the investiture programme of the State Police force on August 19.

Among those who will be felicitated on the day are the 10 policemen who risked their lives to rescue other colleagues when one of the cars in the convoy escorting the Hon’ble President of India while coming down from Darjeeling to Bagdogra, fell into a crevice. Five policemen were rescued that day as Chief Minister Mamata Banerjee supervised the rescue operation.

Among those who will be felicitated that day are two sub inspectors, one assistant sub inspector, four constables, two drivers from the Directorate of security and a constable from the Jalpaiguri Range.

 

পাহাড়ে রাষ্ট্রপতির কনভয় দুর্ঘটনায় উদ্ধারকারীদের পুরস্কৃত করবেন মুখ্যমন্ত্রী

পাহাড়ে রাষ্ট্রপতির কনভয়ের দুর্ঘটনায় অসাধারণ তৎপরতা ও অদম্য সাহসিকতার নিয়ে উদ্ধারকাজ করায় উদ্ধারকারীদের সম্মান জানাবেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৯ আগস্ট কলকাতা পুলিশের সংবর্ধনা অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

বাগডোগরা থেকে ফেরার পথে রাষ্ট্রপতির কনভয়ের একটি গাড়ি খাদে পড়ে যাওয়ার পর যে দশ জন পুলিশ সেদিন তাদের জীবনের ঝুঁকি নিয়ে তাদের সহকর্মীদের উদ্ধার করেছিলেন তাদের পুরস্কৃত করা হবে। মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে সেদিন সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে থাকা পাঁচজন পুলিশকেই উদ্ধার করা হয়েছিল।

যারা সেদিন সংবর্ধিত করা হবে মধ্যে দুজন সাব ইন্সপেক্টর, এক জন সহকারী সাব ইন্সপেক্টর, চার জন কনস্টেবল, নিরাপত্তা অধিদপ্তরের দুই জন ড্রাইভার ও জলপাইগুড়ি রেঞ্জের একজন কনস্টেবল কে এদিন সংবর্ধিত করা হবে।

State provides relief material to 1.20 lakh flood affected people

The state government has provided relief materials to around 1.20 lakh people who are affected due to heavy inundation in four districts in North Bengal.

According to the sources in the state disaster management department, around 20 blocks and areas under three municipalities were affected due to heavy inundation in Cooch Behar, Jalpaiguri, Alipurduar as well as the plain lands in Darjeeling district.

Around 84,000 people were affected in ten blocks in Cooch Behar. The blocks in Cooch Behar where around 7,000 houses were partly and fully damaged include Dinhata, Mekhliganj and Mathabhanga, sources said. The only block in Alipurduar that is affected is Kumargram where around 200 people were affected and to whom the relief of the state government has reached, sources said.

The seven blocks including Mal, Mainaguri and Dhupguri were the worst affected in Jalpaiguri district where the state government has provided relief materials to around 28,000 people. Around 5,627 people in the plain land in Darjeeling district were affected and necessary initiatives have been taken to ensure safety and security of the residents in the area. At present there are around 23,000 people who have been taken to safe places that include relief camps set up by the state government.

It includes around 20,000 people only from Cooch Behar district who were given shelter in 77 rescue camps. 5 and 6 relief camps were set up in Jalpaiguri and Alipurduar districts respectively.

45 boats were deployed in Cooch Behar to rescue the people and cattle. The rescue workers have brought 19,000 cattle in safe places. Around 15 medical teams were deployed in Cooch Behar. Besides distributing food among the affected people, the state government has also distributed around 30,000 water pouches to ensure sufficient supply of safe drinking water.

The state government has distributed around 292.5 quintal rice among people in Jalpaiguri. Tarpaulins were also distributed.

 

Image is representative

 

 

১.২০ লক্ষ বন্যা দুর্গতদের ত্রাণসামগ্রী দিয়েছে রাজ্য সরকার

উত্তরবঙ্গের চার জেলায় বন্যার ফলে ক্ষতিগ্রস্ত প্রায় ১.২০ লক্ষ মানুষকে ত্রাণসামগ্রী দিয়েছে রাজ্য সরকার।

রাজ্য দুর্যোগ মোকাবিলা দপ্তরের সূত্র অনুযায়ী, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার ৩টি পুরসভার অধীনস্ত ২০ টি ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভারী প্লাবনে, সেইসঙ্গে দার্জিলিঙের সমতল এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

কোচবিহার জেলার ১০টি ব্লকে প্রায় ৮৪,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কোচবিহারের যে ব্লকে দিনহাটা, মেখলিগঞ্জ এবং মাথাভাঙ্গা অন্তর্ভুক্ত সেখানে প্রায় ৭০০০ ঘর সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। আলিপুরদুয়ারের একমাত্র ব্লক কুমারগ্রামে প্রায় ২০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।  রাজ্য সরকার ইতিমধ্যেই সেখানে ত্রাণ পৌঁছে দিয়েছে।

জলপাইগুড়ি জেলার ম্যাল, ময়নাগুড়ি এবং ধুপগুড়ি সহ সাতটি ব্লকের অবস্থা অত্যন্ত সংকটজনক, সেখানেও রাজ্য সরকারের ত্রাণ সামগ্রী পউছেছে। দার্জিলিং জেলার সমতলে প্রায় ৫,৬২৭ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকায় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবরকম প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে একটি ত্রাণ শিবির তৈরি করা হয়েছে যেখানে প্রায় ২৩,০০০ মানুষ নিরাপদে রয়েছেন।

কোচবিহার জেলার ৭৭টি রেসকিউ ক্যাম্পে ২০,০০০ মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় যথাক্রমে ৫ টি ও ৬ টি ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে।

প্রায় ১৫ টি মেডিকেল টিম কুচবিহার জেলায় মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য বিতরণ করা ছাড়াও পর্যাপ্ত ও নিরাপদ পানিয় জল সরবরাহ নিশ্চিত করতে প্রায় ৩০,০০০ জলের  প্যাকেটে বিতরণ করা হয়েছে।

রাজ্য সরকার জলপাইগুড়ি জেলারমানুষের মধ্যে প্রায় ২৯২.৫ কুইন্টাল চাল বিতরণ করা হয়েছে. এছাড়া ত্রিপলও বিতরণ করা হয়েছে।

Didi slams the ‘unethical’ alliance in Alipurduar & Jalpaiguri

Mamata Banerjee Tuesday slammed the Congress and the CPI(M) for their “unethical alliance” at two rallies in Alipurduar and Jalpaiguri.

She also slammed the Centre for the plight of tea garden workers.

“The Prime Minister comes here and speaks at length. He talks about selling tea. Ask him… three months back, the central government had said it would take over seven tea estates. Nothing has happened till date… he has made such comments for votes. Under whose jurisdiction are the tea estates? He will not do anything,” she said.

The Chairperson added that  tea garden workers would starve if she didn’t provide food grains to them. “If I do not provide it to you, you can’t have food. I will always do your work. But you please strengthen my party. Please vote for us,” she said, referring to the supply of subsidised food grains to tea gardens.

“I have come to the Hills and the Dooars at least 100 times. I love you,” she said in Alipurduar

“The situation had become tense in the Terai and the Dooars because of the movement in the hills. We could pacify all of them and there is peace across the region now. I want to make it clear to the BJP that to be courageous is good, but over-confidence is not good,” she told the audience in Jalpaiguri.

We worked for the welfare of tea workers: Mamata Banerjee at Birpara

On the fourth day of her poll campaign in north Bengal, Trinamool Congress Chairperson Mamata Banerjee addressed two rallies today – in Birpara (in Alipurduar district) and in Mainaguri (Jalpaiguri district).

The firebrand leader embarked on her campaign in north Bengal with a rally at Phansidewa on March 14 followed by a padyatra from Matigara to Siliguri to mark Nandigram Divas. She also addressed public meetings in Kurseong on March 15 and in Kalchini-Nagrakata on March 16. She also attended a padyatra in Malbazar yesterday.

Slamming the “unholy nexus” between the CPI(M) and the Congress in her speeches, Mamata Banerjee has said she has the support of the people.

She also challenged the Opposition to fight her politically and compete on the plank of development. She came down heavily on the smear campaign started by the Opposition and a section of the media to tarnish the image of Trinamool.

Salient points of Mamata Banerjee’s speech at the Birpara rally: 

On north Bengal

I have come to Birpara often in the past. I love this place. I love coming to north Bengal in general. We have showered our love on the people of the Hills. In the past no government worked for the Hills so much.

We will never allow Bengal to be divided. We will maintain peace and harmony.

On development

We created the district of Alipurduar for better development. We fulfilled your long-standing demand. From ITIs, polytechnic colleges to fair price medicine shops and Kisan Mandis, we are working for all-round development.

Eight crore out of the nine crore people in Bengal are getting rice at Rs 2/kg. We have started insurance schemes for the press, and for the ASHA and ICDS workers. We have given second language status to Hindi, Urdu, Nepali, Gurmukhi and Ol Chiki.

We have distributed three lakh land pattas in the last four years. We have distributed Kisan Credit Cards and houses under the Gitanjali Scheme. We have electrified rural households. We took over Dunlop and Jessop because we care for the welfare of workers. We will not allow innocent workers and labourers to suffer because of the Central government.

The Centre stopped funds for the ICDS scheme. We are now funding the scheme.

On the Opposition

Those who took the State back by decades are spreading hate, falsehoods and negativity now.

On education

We have set up a Hindi College in Banarhat. We are setting up model schools in the district. 33 lakh girls are receiving Kanyashree scholarships. They are now pursuing higher education. We have also started Shikshashree scholarships for SC/ST students; 22 lakh have already benefitted. Under the Sabuj Sathi Scheme, 25 lakh cycles have been distributed and another 15 lakh students will receive them by July. Minority scholarships have been given to 1.05 crore students. This is the highest number for such scholarships in the country.

The Centre has stopped funding Sarva Siksha Abhiyan but we are continuing to fund the scheme.

The new generation of youth in Bengal will take the State forward. Bengal is turning around.

On tea workers

We are working for the welfare of tea garden workers. We are providing water, electricity and rice at 47 paisa/kg to tea garden workers.

On Trinamool

Trinamool works for the common people. We are here to serve the poor irrespective of caste, creed, colour or political allegiance. Trinamool is a party of the people; our government is a humane government. We have come to seek your support, blessings and cooperation based on the work we have done in the last four years.

 

 

চা বাগানের উন্নয়ন করেছে তৃণমূল: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের চতুর্থ দিন। আজ আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায় এবং ময়নাগুড়িতে জনসভা করলেন তৃণমূল নেত্রী।

গত ১৪ই মার্চ ফাঁসিদেওয়ায় একটি জনসভার মাধ্যমে উত্তরবঙ্গে তৃণমূলনেত্রী প্রচার শুরু করেন। এরপর ওইদিনই নন্দীগ্রাম দিবস উপলক্ষে মাটিগাড়ায় একটি পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ই মার্চ কার্শিয়াঙে এবং ১৬ই মার্চ কালচিনি ও নাগরাকাটায় জনসভা করেন তিনি। গতকাল মালবাজারে একটি পদযাত্রায় অংশগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সিপিএম-কংগ্রেসের জোটকে ‘অনৈতিক ঘোঁট’ আখ্যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূল মানুষের সঙ্গে জোট করেছে।

তিনি বিরোধীদের চ্যালেঞ্জ করেন তার সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করার জন্য। তিনি বিরোধীদের আহ্বান জানান উন্নয়ন ও কাজের মাপকাঠিতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য। বিরোধীদের সঙ্গে মিডিয়ার একাংশ একযোগে তৃণমূলের বিরুদ্ধে ক্রমাগত চক্রান্ত, কুৎসা ও নিন্দার রাজনীতি শুরু করেছে।

বীরপাড়ায় তৃণমূল নেত্রীর বক্তব্যের কিছু অংশঃ 

আমি আগে অনেকবার এসেছি বীরপাড়ায়। আমি এই জায়গাটাকে ভালোবাসি এবং আমি বারবার আসব উত্তরবঙ্গে। আমরা বাংলাকে কখনো ভাগ হতে দেব না। আমরা বাংলার শান্তি ও সম্প্রীতি রক্ষা করব।

উন্নয়ন

আমরা নতুন জেলা আলিপুরদুয়ার তৈরি করেছি, মানুষের বহুদিনের চাহিদা পূর্ণ করেছি। পানীয় জল, বিদ্যুৎ পৌঁছে গেছে ঘরে ঘরে। আইটিআই,পলিটেকনিক কলেজ, ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে কিষাণ মাণ্ডি সবকিছু দিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। বাংলার ৯ কোটি মানুষের মধ্যে ৮ কোটি মানুষ ২টাকা কেজি চাল পাচ্ছে। কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দেওয়া সত্ত্বেও আমরা আইসিডিএস প্রকল্প চালু রেখেছি। গত সাড়ে চার বছরে ৩ লক্ষ পাট্টা প্রদান করা হয়েছে। আমরা কিষাণ ক্রেডিট কার্ড দিয়েছি, গীতাঞ্জলি প্রকল্পের আওতায় আবাসন তৈরি করেছি গরীবদের জন্য।অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের কাজের নিরাপত্তা দিয়েছি।

বিরোধীদের উদ্দেশ্যে

৩৪ বছরে কোন উন্নয়ন হয়নি। যারা বছরের পর বছর রাজ্যকে পিছিয়ে নিয়ে গেছে তারা আজ কুৎসা, অপপ্রচারে মেতেছে। আইসিডিএস প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার। মানুষের স্বার্থে আমাদের সরকার সেই প্রকল্পগুলি চালু রেখেছে। সর্ব শিক্ষা অভিযানের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার, আমরা চালু রেখেছি সেই প্রকল্প।

শিক্ষা

আমরা বানারহাটে একটি হিন্দী কলেজ স্থাপন করা হয়েছে। আলিপুরদুয়ার জেলায় মডেল স্কুল চালু হয়েছে। ৩৩ লক্ষ ছাত্রী কন্যাশ্রী স্কলারশিপ পেয়েছে, এর মাধ্যমে তারা পড়াশোনার সুযোগ পাচ্ছে। আইটিআই,পলিটেকনিক কলেজ তৈরি হয়েছে। তফশিলি জাতি-উপজাতি ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাশ্রী চালু করেছি আমরা। ২২ লক্ষ ছাত্রছাত্রী এর মাধ্যমে উপকৃত হয়েছে।সবুজসাথী প্রকল্পে ২৫ লক্ষ সাইকেল দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের। বাকি ১৫ লক্ষ ছাত্রছাত্রী জুন মাসের মধ্যে সাইকেল পেয়ে যাবে। ১ কোটি ৫ লক্ষ সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ।

চা–শ্রমিক

চা শ্রমিকদের উন্নতিসাধনে ১০০ কোটি টাকার একটি ফান্ড তৈরি করা হয়েছে। চা শ্রমিকরা এখন ৪৭ পয়সা কেজি দরে চাল পাচ্ছে।

তৃণমূল মানুষের সরকার, মানবিক সরকার। আমরা মানুষের জন্য কাজ করি। আমরা পাহাড়ের ভাই-বোনেদের ভালোবাসি, এর আগে কোন সরকার তাদের জন্যও এত কাজ করেনি।

আমাদের কাজের ওপর নির্ভর করে আমরা আপনাদের সমর্থন ও আশীর্বাদ প্রার্থনা করি।

 

 

 

 

 

WB Govt to give food grains at 47 paise per kg to tea garden workers

Under the aegis of West Bengal Chief Minister Ms Mamata Banerjee, the State Government has decided to give rice and wheat at 47 paise per kg to 12 lakh 9 thousand tea garden workers (including their families).

During the inauguration of the Khadya Sathi Scheme for food security a few days back, Chief Minister Ms Mamata Banerjee had announced that more than 7 crore of the State’s population would get rice and wheat at Rs 2 per kg. Among this 7 crore, for the tea garden workers and their families in Darjeeling, Jalpaiguri and Alipurduar districts, totaling 12 lakh 9 thousand, the State would give an additional subsidy of Rs 1.53. Thus, they would need to pay only 47 paise per kg for rice and wheat. Each family can get a maximum of 35 kg of subsidised food grains per month.

The decision was taken at a meeting involving the State’s Labour and Food Commissions yesterday evening. Food Minister Jyotipriya Mullick said, “Under the aegis of our Chief Minister Mamata Banerjee, the Government has taken this unprecedented decision. No other State could have even thought of taking such a decision. The way the Food Security Scheme has been implemented by West Bengal has become a model for other States.”

 

চা বাগানের শ্রমিকদের ৪৭ পয়সা কেজি দরে চাল দেবে রাজ্য সরকার

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চা বাগানের শ্রমিক পরিবারের সদস্যদের ৪৭ পয়সা কিলো দরে চাল, গম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর ফলে প্রায় ১২ লক্ষ ৯ হাজার শ্রমিক উপকৃত হবেন।

কয়েকদিন আগেই মাননীয়া মুখ্যমন্ত্রী ‘খাদ্য সাথী’ প্রকল্পের সূচনা করেছেন। সেখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, রাজ্যের ৭ কোটির বেশি মানুষকে ২ টাকা কিলো দরে চাল ও গম দেওয়া হবে। ৪৯ লক্ষ মানুষ ১৩ টাকা দরে চাল ও ৯ টাকা দরে গম পাবেন। সেক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের চা বাগান অধ্যুষিত ১২ লক্ষ ৯ হাজার মানুষের জন্য প্রতি কেজিতে বাড়তি ১ টাকা ৩৫ পয়সা দেবে রাজ্য সরকার। প্রতি মাসে পরিবার পিছু মিলবে ৩৫ কেজি খাদ্যশস্য।

গতকাল এই সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারের শ্রম দপ্তর ও খাদ্য দপ্তর। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। আর কোনও রাজ্য এরকম সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবতেই পারে না। রাজ্যে যেভাবে খাদ্য সুরক্ষা প্রকল্প নেওয়া হয়েছে তা অন্য রাজ্যের কাছে মডেল”।

WB CM inaugurates safari park near Siliguri

West Bengal Chief Minister Ms Mamata Banerjee inaugurated the North Bengal Wild Animals Park, a safari park near Siliguri, today. She had laid the foundation stone for the park in 2014.

The Rs 250 crore-project – adjacent to the populous city of Siliguri, which is the gateway to the entire north-eastern India – presently houses 15 sambar deer, 15 barking deer, 120 spotted deer (chital), one male rhino, wild boars, jungle fowl, jungle cats, and golden and silver pheasants. Ten swamp deer, one female rhino and bisons would be brought in soon. By the end of this year, the park would house about 250 herbivores and carnivores.

The safari park, spread over an area of 700 acres, has animals in the open, and the tourists would be taken on trips in covered vehicles.

Elephant rides will also be arranged, said a wildlife official.

The salient points of her speech are as follows:

  • We are giving a piece of land to the Press Club along with a grant of Rs 20 lakh.
  • A new health insurance scheme is being started for the journalists, it will be effective from March 1.
  • The safari park, North Bengal Wild Animals Park, has been set up on 300 hectares.
  • This project is worth Rs 250 crore out of which Rs 80 crore has already been spent.
  • The safari park is a new feather in the cap of Siliguri which is just 8 km away.
  • A veterinary, environment and fishery science college is being built in Jalpaiguri on 114 acres at an expenditure of Rs 200 crore.
  • A broiler is being built in Jalpaiguri at a cost of Rs 13 crore. 20 lakh broiler chickens will be produced there.
  • We are building the smart cities Teesta City in North Bengal, Gitabitan in Bolpur and Agnibeena in Asansol.
  • We have conserved Sister Nivedita’s house in Darjeeling as a heritage structure.
  • We have started a massive road project that will connect India, Nepal, Bangladesh and Bhutan.
  • We will provide free passes for those visiting the safari park in the first month.
  • Come, see a Bengal of communal harmony, a progressive Bengal.
  • Come, see a Bengal that fulfills the promises she makes, come see a Bengal surging ahead.

 

শিলিগুড়িতে সাফারি পার্কের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শিলিগুড়ির কাছে একটি সাফারি পার্কের উদ্বোধন করেন। ২০১৪ সালে তিনি এই পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

২৫০ কোটি টাকার এই প্রকল্প- সমস্ত উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ির খু ব কাছেই অবস্থিত। বর্তমানে এই সাফারি পার্কে ১৫টি সম্বর হরিণ, ১৫টি বার্কিং ডিয়ার, ১২০টি চিতল হরিণ, একটি ছেলে গণ্ডার, বন্য বিড়াল, বন্য শুয়োর, বন্য পাখি, সোনালি ও রুপোলি ফেজেন্ট আছে। আরও ১০টি হরিণ, একটি মেয়ে গণ্ডার এবং বাইসন শীঘ্র আনা হবে।

এই বছরের মধ্যে এই সাফারি পার্কে মাংসাশী ও তৃণভোজী প্রাণী মিলিয়ে প্রায় ২৫০ টি পশু এসে যাবে।

প্রায় ৭০০ একর জমির ওপর তৈরি হচ্ছে এই সাফারি পার্ক তৈরি হচ্ছে। পশুপাখিরা থাকবে উন্মুক্ত স্থানে এবং পর্যটকদের জন্যও থাকবে জাল দিয়ে ঘেরা গাড়ি।

বনদপ্তরের অফিসার জানান, এখানে হাতি সাফারিরও বন্দোবস্ত করা হয়েছে।

মুক্ষমন্ত্রীর বক্ত্রিতার মূল বক্তব্য:

  • প্রেস ক্লাবকে আমরা একটি জমি দিচ্ছি এবং আমরা তাদের ২০ লক্ষ টাকা অনুদান দিচ্ছি
  • সাংবাদিকদের জন্যও নতুন স্বাস্থ্য বিমা করছে রাজ্য সরকার, এবছরের ১ মার্চ থেকে এটি কার্যকরী হবে
  • ৩০০ হেক্টর জমিতে তৈরি হয়েছে এই বেঙ্গল সাফারি পার্ক
  • এটি ২৫০ কোটি টাকার প্রকল্প, ইতিমধ্যেই ৮০ কোটি টাকা খরচ হয়ে গেছে
  • শিলিগুড়ি থেকে মাত্র ৮ কিলমিটার দুরত্বে এই সাফারি পার্ক
  • ‘বেঙ্গল সাফারি পার্ক’ শিলিগুড়ির একটি নতুন পালঙ্ক
  • ১৩ কোটি টাকা দিয়ে জলপাইগুড়িতে একটি ব্রয়লার তৈরি হচ্ছে, যেখানে ২০ লক্ষ ব্রয়লার মুরগী উত্পন্ন হবে
  • উত্তরবঙ্গ ভুটান নেপাল এবং বাংলাদেশের প্রবেশপথ
  • ভুটান নেপাল এবং বাংলাদেশকে যুক্ত করতে আমরা একটি রাস্তা তৈরি করছি,এর জন্যও আমরা ২ টি প্রকল্প চালু করছি
  • শিলিগুড়ি ও জলপাইগুড়ির সাথে সড়কপথে যুক্ত হবে বাংলাদেশ
  • উত্তরবঙ্গে তিস্তা সিটি, বোলপুরে গীতবিতান সিটি এবং আসানসোলে তৈরি হচ্ছে অগ্নিবীণা সিটি
  • জলপাইগুড়ি ভেঙে আলিপুরদুয়ার নতুন জেলা হয়েছে সেখানে প্রচুর কাজ হচ্ছে
  • আমরা কথা ও কাজে সামঞ্জস্য বজায় রেখেছি
  • দার্জিলিং এ সিস্টার নিবেদিতার বাড়ি আমরা সংরক্ষণ করেছি
  • প্রথম এক মাস সাফারি পার্ক ভ্রমণের জন্য বিনামূল্যে পাস দেওয়া হবে
  • ২৩ তারিখ আমরা নেতাজির জন্মদিন পালন করব
  • পাহাড়কে বাদ দিয়ে আমার বাংলা সম্পূর্ণ হয় না
  • অলস্য নয়, কুঁড়েমি নয়, হতাশা নয়, এগিয়ে যেতে হবে
  • দেখ সম্প্রীতির বাংলা, দেখ প্রগতির বাংলা
  • দেখ করে দেখানোর বাংলা, দেখ এগিয়ে যাওয়ার বাংলা

 

WB CM’s north Bengal visit begins

West Bengal Chief Minister Ms Mamata Banerjee has reached north Bengal for a four-day visit.

The Chief Minister is scheduled to inaugurate ‘Bengal Safari’ Park today on her way up to Darjeeling.

On January 22, she will be present at the foundation day celebration of the Sherpa Cultural Board and the prize distribution ceremony of the Himal Terai Dooars Sports Festival. Both the programmes will be held at St Joseph’s School in Singamari, Darjeeling.

On January 23, the Chief Minister will attend the 119th birth anniversary programme of Netaji Subhas Chandra Bose at Darjeeling Chowrastha, like previous years. The programme is organised by the Information and Cultural Affairs Department.

She will then leave for Sukna on January 24 to flag off a bicycle rally of students. The Chief Minister will return to Kolkata on the same day.

 

উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

২১ শে জানুয়ারি পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ পরিদর্শনে যাচ্ছেন।

২১ শে জানুয়ারি বেঙ্গল সাফারি পার্ক উদ্বোধন করবেন  মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা হবেন।

২২ শে জানুয়ারি শেরপা পর্ষদ বোর্ড-এর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান এবং হিমাল-তরাই-ডুয়ার্স ক্রীড়া উত্সবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। ২ টি অনুষ্ঠানই হবে দার্জিলিং-এর শিঙ্গামারির সেন্ট জোসেফ স্কুলে।

গত বছরের মত এ বছরও ২৩ শে জানুয়ারি তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত নেতাজির জন্মবার্ষিকী অনুষ্ঠানে দার্জিলিং এর চৌরাস্তায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। এর পর তিনি শুকনার উদ্দেশ্যে রওনা দেবেন। ২৪ শে জানুয়ারি শুকনায় একটি বাইসাইকেল র‍্যালির পতাকা উত্তোলন করবেন তিনি।

একই দিনে মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরবেন।