Bengal Govt to set up AYUSH hospital in Paschim Medinipur

A 50-bedded integrated hospital dedicated to AYUSH (ayurveda, yoga, unani, siddha and homeopathy) medications is going to be set up by the Bengal Government in Paschim Medinipur district.

Ever since coming to power, Chief Minister Mamata Banerjee has been laying emphasis on the building of infrastructure in AYUSH treatment methods. A separate department has been formed, headed by a minister, to accelerate various AYUSH projects.

The Chief Minister had inaugurated a similar facility in Alipurduar a few months ago.

The State Government’s stress on AYUSH stems from two facts: They comprise some of the oldest and traditional forms of treatment across Bengal and AYUSH treatments are cost-effective, hence advantageous to the economically challenged. As a result, the AYUSH system of medication has a significant role in delivering healthcare to the masses.

The government plans to make the hospital, to come up on a few acres, one of the finest AYUSH hospitals in the country. Doctors from both the state and outside the state will be invited to serve patients.

In another major development, the State Government has decided to open separate units of AYUSH in the subsidiary healthcare units in all the districts of the state. AYUSH units have already been set up in the districts of Darjeeling, Jalpaiguri, Birbhum, Paschim Medinipur, Nadia, North 24 Parganas and South 24 Parganas.

According to a senior official of the AYUSH Department, adequate number of medical officers will be recruited in all the subsidiary health centres and adequate medicines will be made available in all the units so that poor patients can avail them free of cost.

Mamata Banerjee has brought a sea change in the overall health infrastructure of Bengal through various new initiatives and revamping some of the old ones.

Source: Millennium Post

পশ্চিম মেদিনীপুরে আয়ুষ হাসপাতাল তৈরী করবে রাজ্য সরকার

রাজ্য সরকার পশ্চিম মেদিনীপুরে একটি ৫০ শয্যা বিশিষ্ট আয়ুষ (আয়ুর্বেদ, যোগ, উনানি, হোমিওপাথি ও সিদ্ধা) চিকিৎসার হাসপাতাল তৈরী করবে। কয়েকমাস আগেই আলিপুরদুয়ারে একটি আয়ুষ হাসপাতালের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।

২০১১ সালে রাজ্যের শাসনভার গ্রহণ করার পর থেকে মুখ্যমন্ত্রী আয়ুষ চিকিৎসার পরিকাঠামো তৈরীতে জোর দিয়েছেন। এর জন্য একটি পৃথক দপ্তর তৈরী করা হয়েছে।

আয়ুষ চিকিৎসা খুবই প্রাচীন এক পদ্ধতি এবং এই চিকিৎসা খুব কম খরচে হয়। তাই, আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য এই চিকিৎসা খুব উপযোগী। সেই কারণেই এই চিকিৎসা পদ্ধতির গুরুত্ব অপরিসীম।

এছাড়াও, সরকারি অনুদানপ্রাপ্ত স্বাস্থ্যকেন্দ্রগুলিতে আয়ুষ কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই দার্জিলিং, জলপাইগুড়ি, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় আয়ুষ কেন্দ্র তৈরী হয়েছে। এই কেন্দ্রগুলিতে মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে এবং যথেষ্ট পরিমাণে ওষুধ মজুত রাখা হবে। গরীব মানুষদের বিনামূল্যে এই ওষুধ দেওয়া হবে।

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ছবছরে এনেছেন যুগান্তকারী পরিবর্তন। নতুন পরিকাঠামো তৈরী করার পাশাপাশি বর্তমান হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলির আমূল সংস্কারও করেছেন তিনি।

Bengal Govt to return land to 52 owners in Kawakhali

After the Mamata Banerjee government’s immense success in returning land to farmers in Singur, it has decided to return the same to 52 families in Kawakhali who had their lands seized by the then-Left Front government to set up a residential township at Kawakhali in Siliguri.

It may be recalled that the Left Front government had acquired plots in the Kawakhali, Purajhar and Tikulikatha areas for the township. Despite opposition, the acquisition process continued till 2007. Most people who lost their land, were owners of small plots and they had raised slogans against the then-Chief Minister and the then-Urban Development minister.

Recollecting the days when land was “forcibly” acquired by the erstwhile Left Front government, State Parliamentary Affairs Minister, Partha Chatterjee said: “There was protest against land acquisition in Kawakhali. We had raised our voices against it and faced several hurdles when we went to Siliguri at that time. Now, we are returning the land. They will be getting the land in the area under the jurisdiction of Siliguri Jalpaiguri Development Authority (SJDA).”

It may be recalled that Chief Minister Mamata Banerjee had kept her word of returning land to the farmers in Singur as it was forcefully acquired by the Left Front government “going against the will of land owners”. It was in September 2016 that the Supreme Court had directed the state government to return the land to the farmers after returning to its earlier condition. The apex court had observed the land acquisition as a “farce”.

Within the time set by the Supreme Court, the Mamata Banerjee government had once again turned the land to its previous condition and distributed it to its actual owners. The Chief Minister had said that Singur would be a model in the agriculture sector of the world. The people of Kawakhali have appreciated the move of the state government to return the land to those who had lost them to “forceful” acquisition.

 

সিঙ্গুরের পথেই কাওয়াখালিতে জমি ফেরত মানবিক রাজ্য সরকারের

সিঙ্গুরের পর উত্তরবঙ্গের কাওয়াখালি। জোর করে কৃষকদের কাছ থেকে অধিগ্রহণ করা জমি ফিরিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সোমবার এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রীসভা।

২০০৪ সালে বাম আমলে শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি দার্জিলিং-এর মাটিগাড়া ও জলপাইগুড়ির রাজগঞ্জে ৩০২একর জমি অধিগ্রহণ করে। এর মধ্যে ওখানকার ৫২টি পরিবার ক্ষতিপূরণের টাকা গ্রহণ করেনি। জমি ফেরতের জন্য মামলাও করেছিল। তৃণমূল ক্ষমতায় আসার পর সেই মামলা প্রত্যাহার করে নেন পরিবারগুলি। টাউনশিপ তৈরির নামে জমি নেওয়া হয়েছিল, কিন্তু, এই জমির বেশীর ভাগ ব্যাক্তিগত মালিকানায় চলে যায়।

ক্ষমতায় এসেই মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সিঙ্গুরের জমি ফেরত দেওয়ার কথা ঘোষণা করেছিলেন, তেমনই কাওয়াখালির জমি ফেরতের ব্যবস্থা করলেন। কাওয়াখালির জমিতে বেশ কিছু আইনি জটিলতা ছিল, তাই, সময় লাগে। কিন্তু, নিজের নীতিতে অনড় থাকেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী কখনোই শিল্পের বিরুদ্ধে ছিলেন না, তিনি বহু ফসলি জমি জোর করে ছিনিয়ে শিল্প করার বিরুদ্ধে। সব জায়গায় তৃণমূল এই জোর করে জমি অধিগ্রহণের বিরোধিতা করেছে।

ক্ষমতায় আসার পর রাজ্যের শিল্পায়নকে পাখির চোখ করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নিশ্চিন্ত করেছেন কোনও বলপূর্বক জমি অধিগ্রহণ হবে না। সিঙ্গুরে অধিগৃহীত জমি ইতিমধ্যে ফেরত পেয়েছেন কৃষকরা। সেখানে এখন চাষ আবাদ হচ্ছে। এদিন কাওয়াখালিতে জমি ফেরতের প্রস্তাবে সম্মতি দিয়ে মুখ্যমন্ত্রীর নীতিতেই সিলমোহর দিল মন্ত্রীসভা।

Image Source: betterphotography.in

Master plans to control floods in north Bengal

The state Irrigation department is preparing two master plans to give respite to the people of North Bengal from the devastating floods.

While replying to a question in the state Assembly on Thursday, state irrigation minister said: “Chief Minister Mamata Banerjee directed us to prepare the master plan and we have taken steps to develop the same to check floods or flood-like situation in North Bengal. The work for that has already begun.”

One master plan is for Cooch Behar, Jalpaiguri, Alipurduar and Darjeeling districts while the other is for Malda, North and South Dinajpur. The Chief Minister mentioned that a consultant is being engaged to conduct a survey and prepare necessary assessment for the master plan for Malda, North and South Dinajpur.

The detailed project report (DPR) will be prepared after the assessment report is ready. The process to engage a consultant for the survey to prepare the master plan for the four other North Bengal districts has also already begun.

Execution of the master plan will ensure strengthening of the existing embankments where necessary, including building proper drainage channels t and other infrastructural enhancements for better irrigation. At the same time, all the 32 sluice gates in north Bengal will be upgraded.

The funding pattern has not been finalised yet, according to the minister: either the State Government will fully fund the master plans or it might approach the World Bank for part of the funding.

 

উত্তরবঙ্গে বন্যা নিয়ন্ত্রণে মাস্টার প্ল্যান রাজ্যের

উত্তরবঙ্গের বন্যা নিয়ন্ত্রণে দুটি বড় মাস্টার প্ল্যান হাতে নিয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত পরিকল্পনা বাস্তবায়নে সেচমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।

সেচমন্ত্রী বিধানসভায় বলেন, “১৯টি জেলার ১৪১১টি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে হিসাব, ৪১৩.১০ কোটি টাকার নদীবাঁধের ক্ষতি হয়েছে। মালদহে জল দেরিতে নামায় ক্ষতির পরিমাণ আরও কিছুটা বাড়বে। রাজ্য নিজেই টাকা দিয়ে কাজ শুরু করেছে।”

উত্তরবঙ্গের যে দুই মাস্টার প্ল্যান হাতে নেওয়া হয়েছে, তার মধ্যে একটি কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং ও জলপাইগুড়িকে নিয়ে। এই ক্ষেত্রে পরামর্শদাতা নিয়োগ করা হচ্ছে।

অন্যটি দুই দিনাজপুর ও মালদহকে নিয়ে। এক্ষেত্রে কন্সাল্ট্যান্ট বা পরামর্শদাতা সংস্থাকে দিয়ে কাজ করানো শুরু হয়েছে। পুর্নাঙ্গ প্রকল্প রিপোর্ট জমা দিলেই কাজ শুরু হবে।

ফুলহার, টাঙন, আত্রেয়ী-সহ এলাকার সব নদীকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। মুখ্যন্ত্রী নিজেই উত্তবঙ্গের বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী পরিকল্পনা নিতে বলেছেন। এক্ষেত্রে বিশ্ব ব্যাঙ্ক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক-এর থেকে টাকা নেওয়া হবে।

প্রসঙ্গত, রাজ্য নিজেই কান্দি মাস্টার প্ল্যানের ৭০ শতাংশ কাজ করে ফেলেছে। নিম্ন দামোদরের কাজ হলে বর্ধমান, হুগলী ও হাওড়ার বড় অংশের মানুষ উপকৃত হবেন। কাজ চলছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কংসাবতী প্রকল্পের।

Bengal CM targets Centre over the development of tea gardens

Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday made a scathing attack on the Centre for not taking up the issue of the tea gardens. She was speaking at the administrative review meeting of three districts — Alipurduar, Cooch Behar and Jalpaiguri — at Uttarkanya on Wednesday afternoon.

“What have they done to the tea gardens? Central ministers had assured before the election that seven tea gardens would be taken over. They won the polls but did not keep their word. We always keep our promises. We spent Rs 40,000 crore to repay loans. But despite financial constraint, we have taken up so many projects and successfully implemented them,” she said.

Mamata Banerjee asked the officials to take measures to end drinking water scarcity at the tea gardens. “We have always stood beside the tea garden workers and will continue to do so in future,” she maintained.

Two state ministers, Subrata Mukherjee (Panchayat and Rural Development) and Aroop Biswas (PWD and Youth Services and Sports) along with Chief Secretary and two additional Chief Secretaries along with a host of principal secretaries were present at the meeting. The Director General of Police and senior officials of these three districts and MLAs, Sabhadhipatis and Panchayat pradhans also attended the meeting.

চা বাগানের উন্নয়ন নিয়ে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

গতকাল উত্তরকন্যায় তিনটি জেলার – আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কুচবিহার – আধিকারিকদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে চা বাগানের উন্নয়ন নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, চা বাগানগুলির জন্য কি করেছে কেন্দ্র? নির্বাচনের আগে কেন্দ্রীয় মন্ত্রীরা বলেছিলেন সাতটি চা বাগান তারা অধিগ্রহণ করবেন। সেই প্রতিশ্রুতি তারা পূরণ করেননি। আমরা কথা দিয়ে কথা রাখি। বাম সরকারের ঋণ শোধ করতে আমাদের ৪০০০০ কোটি টাকা কেটে নিয়ে গেছে। কিন্তু আমরা কোনও প্রকল্প বন্ধ করিনি, উন্নয়নের কাজও বন্ধ হয়নি।

তিনি আধিকারিকদের নির্দেশ দেন চা বাগানে পানীয় জলের সমস্যা মেটানোর জন্য। “আমরা চা বাগানের কর্মীদের পাশে ছিলাম, এবং তাদের উন্নয়নের জন্য ভবিষ্যতেও কাজ করব,” বলেন মুখ্যমন্ত্রী।

এদিনকার বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, মুখ্যসচিব, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা, রাজ্যের ডিজি, তিন জেলার বিধায়ক, পঞ্চায়েত প্রধান, সভাধিপতি প্রমুখ।

State Govt opening 8 Sufal Bangla outlets in north Bengal

After the success of Sufal Bangla in the districts of south Bengal and in Kolkata, the State Agriculture Marketing Department is going to open Sufal Bangla outlets in Kurseong, Kalimpong and other parts of north Bengal.

Besides Kurseong and Kalimpong, Sufal Bangla stalls will also come up in Siliguri (two stalls), Jalpaiguri, Raiganj, Cooch Behar, and Alipurduar. All the stalls in north Bengal are expected to become operational by November.

It may be mentioned that the Sufal Bangla stalls have been introduced to ensure that common people get fresh vegetables at the correct price. The stalls are mainly run by different farmers’ producers’ organisations (FPOs), who collect the vegetables directly from farmers. Thus the stalls benefit farmers as well as the common people – the former because they do not need to depend on middlemen and hence get to keep the entire amount from selling their produce.

At present, there are 19 permanent Sufal Bangla stalls and 48 mobile stalls, 22 of the latter having been introduced just ahead of Durga Puja. According to an official of the Agriculture Marketing Department, during the days of the Durga Puja, the total turnover of the Sufal Bangla stalls had gone up, so much so that operators had to stock vegetables twice a day.

The Agriculture Marketing Department has set a target of establishing 100 Sufal Bangla stalls all across the state by the end of the current financial year, that is, March 2018.

 

‘সুফল বাংলা’ এবার পাড়ি দেবে উত্তরবঙ্গে

 

দক্ষিণবঙ্গে অভূতপূর্ব সাফল্যের পর রাজ্যের কৃষি বিপণন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে কার্শিয়ং, কালিম্পং ও উত্তরবঙ্গের অন্যান্য জায়গায় সুফল বাংলার স্টল খোলার। স্টল খোলার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিচ্ছে কৃষি বিপণন দপ্তর।

কার্শিয়ং, কালিম্পং-এর পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ি, রায়গঞ্জ, কোচবিহার, আলিপুরদুয়ারেও খুলবে সুফল বাংলা বিপণি। শিলিগুড়িতে খুলবে দু’টি স্টল। পরিকল্পনা অনুযায়ী নভেম্বরে এই স্টলগুলির খুলে যাওয়ার কথা।

প্রসঙ্গত, সুফল বাংলা বিপণি খোলা হয় সাধারন মানুষকে ন্যায্য মূল্যে তাজা সবজি বিক্রি করার জন্য। সরাসরি চাষিদের থেকে সবজি কিনে সুফল বাংলা কেন্দ্রে তা বিক্রি করা হয়। এর ফলে কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্যও পান।

এই মুহূর্তে, দক্ষিণবঙ্গে মোট ১৯ টি স্থায়ী এবং ৪৮ টি ভ্রাম্যমাণ সুফল বাংলা স্টল আছে। এর মধ্যে পুজোর আগে ২২ টি ভ্রাম্যমাণ স্টল শুরু করা হয়। দপ্তরের লক্ষ্য আগামী বছর মার্চ মাসের মধ্যে এই সংখ্যা ১০০ তে নিয়ে যাওয়ার।

Source: Millennium Post

Bengal Govt creating policy for comprehensive telecom coverage

The Bengal Information Technology and Electronics (IT&E) Department has started preparations for coverage of telecom services in the farthest corners of the state.

Around 263 administrative units/villages in the nine districts of Alipurduar, Jalpaiguri, Kalimpong, Uttar and Dakshin Dinajpur, Murshidabad, Nadia, Paschim Medinipur and Jhargram are left to be covered. Not just the inhabitants, but tourists to these regions also suffer because of poor telecom connectivity.

A right-of-way policy and an incentive framework along with a uniform fee structure are being prepared by the IT&E Department officials, in discussion with telecom operators.

Other things being considered are a single-window approval mechanism, the holding of regular meetings with the district committees and quarterly review meetings.

On the equipment front, officials are looking at environment-friendly solutions like using solar power to charge tower transmission equipment.

 

রাজ্যের সব জায়গায় টেলিকম পরিষেবা পৌঁছে দেবে রাজ্য তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তর

রাজ্যের প্রতিটি কোনে টেলিকম পরিষেবা পৌঁছে দেওয়ার পদক্ষেপ নিয়েছে রাজ্য তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তর। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদীয়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় আনুমানিক ২৬৩টি প্রশাসনিক কেন্দ্র/গ্রাম আছে যেখানে মোবাইল বা ইন্টারনেট পরিষেবা নেই। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারি কাজ। এখানে বেড়াতে আসা পর্যটকরাও অসুবিধার সম্মুখীন হন।

এই দীর্ঘ দিনের অভিযোগের কথা মাথায় রেখে মঙ্গলবার অতিরিক্ত মুখ্য সচিব দেবাশিস সেনের নেতৃত্বে রাজ্য তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তর ও টেলিকম পরিষেবা প্রদানকারীদের মধ্যে বৈঠক হয়। আগামী বৈঠক হবে চলতি মাসের ২৪ তারিখ।

এ ব্যাপারে কি কি পদক্ষেপ নেওয়া উচিত ও ইউনিফর্ম ফি স্ট্রাকচার নিয়েও আলোচনা হয়। রাজ্য তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তরের কর্তারা প্রস্তাব দিয়েছেন লিথিয়াম ব্যাটারির সঙ্গে সৌরবিদ্যুৎ দিয়ে ডিসি আউটপুট সোজাসুজি টাওয়ার ট্রান্সমিশন যন্ত্রে দিলে এই সমস্যার সমাধান হবে।

 

 

Bengal Govt to set up NSOU unit in Jalpaiguri

The Bengal government has decided to set up a unit of Netaji Subhas Open University (NSOU) in Jalpaiguri to cater to large number of the students in various districts in north Bengal.

State Finance Minister Dr Amit Mitra announced that a branch of the NSOU will soon be opened in north Bengal which will help the students there.

The state government is taking proactive steps to ensure that the new branch of the NSOU is opened as early as possible. The step was taken by the government keeping in the mind that large number of students from various parts of north Bengal seek higher studies and apply in other branches of the university.

 

জলপাইগুড়িতে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের শাখা গড়বে রাজ্য সরকার

উত্তর বঙ্গের বিভিন্ন জেলার ছাত্র ছাত্রীদের জন্য জলপাইগুড়িতে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি শাখা খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র এ কথা ঘোষণা করেন।

এই শাখাটি যথা সম্ভব তাড়াতাড়ি খোলার চেষ্টা করছে রাজ্য সরকার। এই পদক্ষেপ নেওয়ার মূল উদ্দেশ্য হল উত্তর বঙ্গের বিভিন্ন জেলার বিপুল সংখ্যক উৎসাহী ছাত্র ছাত্রী অন্যান্য জেলায় পড়ার জন্য আবেদন করছে।

 

Jalpaiguri to have a medical college soon: Bengal CM

Bengal Chief Minister chaired an administrative review meeting for Jalpaiguri district at Sarojendra Deb Raykat Kala Kendra today where she took stock of various development projects.

Later in the day, the Chief Minister inaugurated and laid the foundation stones for several projects during a public meeting. She also distributed benefits among people of the district. She announced the formation of a medical college in Jalpaiguri.

The projects inaugurated by the CM include a mobile animal treatment unit, seven long-distance buses of North Bengal State Transport Corporation (NBSTC), a women’s police station and a residential complex for sub-inspectors. The newly constructed building of Banarhat police station and barrack was also inaugurated by the Chief Minister.

During her speech, the CM said that the natural beauty of Jalpaiguri was unmatched. She laid stress on tourism in the district and said Gajoldoba was a ‘dream project’ that would attract tourists from all over the world.  She said once complete, the various road projects in the district would help cut down the time to travel to Kolkata.

Mamata Banerjee said the aim of her government was to turn Bengal around and make the State the best in the world.

 

জলপাইগুড়িতে গড়া হবে একটি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আজ জলপাইগুড়ি সরোজেন্দ্রদেব রায়কত কলাকেন্দ্রে একটি প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন প্রাঙ্গণে একটি সরকারি অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন করলেন তিনি।

জলপাইগুড়ি শহরে একটি মহিলা থানার উদ্বোধন করলেনমুখ্যমন্ত্রী। এছাড়া বানারহাট থানার নতুন ভবন এবং জলপাইগুড়ি ও বানারহাটে নতুন পুলিস ব্যারাকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠান থেকেই ৭টি অত্যাধুনিক রকেট বাস চালু করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এছাড়া কৃষকদের মধ্যে বিতরণ করা হয় ট্রাক্টর, পাওয়ার টিলার ও কৃষি সরঞ্জাম। পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয় কয়েক হাজার সাইকেল। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কয়েকশো মানুষকে চেকের মাধ্যমে অনুদানও তুলে দেন মুখ্যমন্ত্রী।

বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন, জলপাইগুড়ি জেলার যেমন আছে প্রাকৃতিক সৌন্দর্য, তেমনই আছে কৃষ্টি ও সংস্কৃতি। এদিন গাজলডোবা- ড্রিম প্রজেক্ট প্রসঙ্গে তিনি বলেন এই প্রজেক্ট হলে আগামী দিনে সারা বিশ্বের লোক এখানে আসবে। তিনি আরও বলেন অন্যান্য সড়ক প্রকল্পগুলির কাজ শেষ হয়ে গেলে কম সময়ে কলকাতা পৌঁছানো যাবে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন বাংলাকে ঘুরে দাঁড় করানো এবং বাংলাকে বিশ্ব সেরা করাই তাঁর সরকারের একমাত্র লক্ষ্য।

 

Bengal CM on a five-day visit to north Bengal

Chief Minister Mamata Banerjee began her north Bengal tour today.

On Tuesday, the Chief Minister will hold the administrative review meeting for Jalpaiguri district at Sarojendra Deb Raykat Kala Kendra. The CM will inaugurate several projects and lay the foundation stones of some new projects.  She will also be distributing benefits among people of the district.

The CM will attend the administrative review meeting for Darjeeling and Kalimpong districts on Wednesday. On Thursday she will declare Mirik as a new sub-division.

 

পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

আজ থেকে পাঁচ দিনের সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পৌঁছলেন উত্তরবঙ্গে।

মঙ্গলবার জলপাইগুড়ি সরোজেন্দ্রদেব রায়কত কলাকেন্দ্রে একটি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এরপর জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন প্রাঙ্গণে একটি সরকারি অনুষ্ঠান রয়েছে। বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়েই বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।

আগামী ৩০ মার্চ মিরিকের মেলা গ্রাউন্ডে আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মিরিককে মহকুমা হিসেবে ঘোষণা করার কথাও রয়েছে মুখ্যমন্ত্রীর। এর আগের দিন পাহাড়ের উন্নয়নমূলক বিষয় নিয়ে শিলিগুড়িতে একটি প্রশাসনিক বৈঠকও করতে পারেন তিনি। ‌‌

Bengal Govt starts new schemes to augment fish cultivation in north Bengal

Bengal government has started some new schemes to augment fish production in north Bengal where pisciculture could not be done in large scale.

In addition to these schemes, the state Fisheries department is also procuring the most advanced satellite images through which the department officials will be able to assess the condition of various water bodies across the state.

Water quality mapping is an important factor in the production of fishes. An increase in fish production depends on the water quality. A host of parameters such as dissolved oxygen content in water, chlorophyll, water turbidity, water depth etc plays a vital role.

Fish production in north Bengal has comparatively been low and hence several steps have been taken to boost the pisciculture there. The department has started to put fishlings into rivers and government ponds. They were distributing free food for feeding small fishes. Fish farmers are being provided training on how to apply scientific methods to cultivate fishes. Food is being distributed for feeding small fishes completely free of cost.

After carrying out a study, it has been observed that most of the fish cultivators do not feed the fish sufficiently and as a result of this, the growth of the fishes is not up to the mark. The state government is conducting awareness camps to inform the farmers how to detect diseases of the fishes and boost fish growth. The department has already chosen some government ponds for cultivating fish.

Fishlings have been put into different ponds across North Bengal and also in rivers like Teesta, Torsha, Kalijani, Karla, Jaldhaka, Sankosh and others. Awareness campaigns in local areas has been started where tea gardens exist, so that people learn to avoid using the river water to clean the spray machines after using them for pest control purposes. It was learnt that around 6,000 ton of fish are currently produced in Jalpaiguri and Alipurduar districts annually.

To increase the fish production, the satellite images would help the department in many ways. The department will procure current satellite data to know the exact contents of a particular waterbody. It will also help understand the nature and quality of each waterbody.

 

উত্তরবঙ্গে মাছচাষ বৃদ্ধির উদ্যোগ রাজ্য সরকারের

উত্তরবঙ্গের যেসব অঞ্চলে বড় আকারে মাছ চাষ সম্ভব নয়, সেই সব অঞ্চলে মাছচাষ বাড়ানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

এই প্রকল্পে রাজ্য ম९স্য দপ্তরের তরফে আধুনিক প্রযুক্তি ব্যাবহার করছে। এই প্রযুক্তিতে সারা রাজ্যে যত জলাশয় আছে তার স্যাটেলাইট মারফত ছবি ম९স্য দপ্তরের আধিকারিকদের কাছে চলে যাবে। এছাড়াও জলাশয়গুলির জলের গুনমানও জানা যাবে প্রযুক্তির সাহায্যে।

মাছ চাষের জন্য জলের গুনমান বিচার খুব জরুরি বিষয়। জলাশয়ের অনেক গুরুত্বপূর্ণ মাপকাঠির ওপর নির্ভর করে মাছচাষ। যেমন, জলে অক্সিজেনের পরিমান, ক্লোরোফিলের মাত্রা, জলের গভীরতা ইত্যাদি।

মাছ উ९পাদন উত্তরবঙ্গে তুলনামূলকভাবে কম। তাই, সেখানে মাছ উ९পাদন বৃদ্ধি করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। মৎস্য দপ্তর তিস্তা, তোর্সা, কালিজানি, কারলা, জলঢাকা, সঙ্কশ নদী ও রাজ্য সরকারের অধীন পুকুরগুলোতে চারা মাছ ছাড়ছে। মাছ চাষে অত্যাধুনিক পদ্ধতি ব্যাবহার করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মাছচাষিদের।

একটি সমীক্ষার মাধ্যমে জানা গেছে মাছ চাষিরা বেশির ভাগ ক্ষেত্রেই মাছেদের উপযুক্ত পরিমানে খাবার দেয় না। তাই, ছোট মাছের খাদ্যও বিনামূল্যে বিতরণ করছে। মাছের রোগ চিহ্নিত করার তালিমও দেওয়া হবে এই প্রশিক্ষণে। এর ফলে ফলন বাড়বে।