Leopard safari in north Bengal

After the immense success of the Bengal Safari Park near Siliguri, the State Government has now planned to launch a leopard safari at Khairbari Eco Park, adjoining the Jaldapara forest in Madarihat.

The safari is going to take place in a 23-acre area. The area has already been identified. Only the permission of the Central Zoo Authority is awaited, which is expected soon. As of now there are eight leopards and a royal Bengal tiger at Khairbari Eco Park.
According to an officer of the Forest Department, which is implementing the project, one of the ideas behind creating the leopard safari is attracting visitors to north Bengal during the rainy season, when the core jungle areas remain shut.

According to sources in the Forest Department, there are plans to offer wildlife attractions in more areas in north Bengal.

Sources: The Telegraph and Sangbad Pratidin

জলদাপাড়ায় এবার লেপার্ড সাফারি পার্ক

বেঙ্গল সাফারি পার্কের ধাঁচে এবার জলদাপাড়ার জঙ্গল সংলগ্ন খয়েরবাড়িতে লেপার্ড সাফারি পার্ক তৈরির কথা ভাবছে রাজ্য বন দপ্তর। পার্কের জন্য জমি চিহ্নিতকরণের কাজ শেষ, শুধু প্রয়োজন জু অথরিটি অফ ইন্ডিয়ার অনুমোদন। বনমন্ত্রী এই কথা বলেন।

শিলিগুড়িতে বেঙ্গল সাফারি পার্ক ইতিমধ্যেই মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয় কেন্দ্রে পরিণত হয়েছে। খয়েরবাড়িকেও সেভাবেই তুলে ধরতে চান রাজ্য বন দপ্তর। খয়েরবাড়িকে নতুন করে সাজানোর জন্য ২৩ হেক্টর জমি চিহ্নিত করা হয়েছে।

আশা করা হচ্ছে জমে যাবে লেপার্ড সাফারি। মন্ত্রী বলেন, বনের প্রাণীদের খাদ্য বাসস্থান এবং নিরাপত্তার কথা চিন্তা করে একের পর এক পরিকল্পনা বাস্তবায়িত করা হচ্ছে।

ডুয়ার্সের দুই জঙ্গলে গণ্ডারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাদের জন্য আরও দুটি নতুন বাসস্থান খোঁজা হয়েছে। বনমন্ত্রী আরও বলেন, বর্ষায় জঙ্গলের আলাদা আকর্ষণ থাকে। বহু পর্যটক বর্ষায় বনসংলগ্ন এলাকায় থাকার জন্য আগ্রহ প্রকাশ করেন। কিন্তু, বর্ষাকাল বন্যপ্রাণীদের প্রজনন ঋতু হওয়ায়, বন্ধ রাখা হয় জঙ্গল। এই সময় জঙ্গল লাগোয়া কিছু

One-horned rhinos of Bengal to get two new homes

Many of the one-horned rhinoceros of Gorumara and Jaldapara national parks will soon get new homes as the state government has prepared natural habits by developing two other parks — one of which is situated close to Gorumara and the other at Patlakhawa in Cooch Behar.

There are currently more than 255 one-horned rhinos in Gorumara and Jaldapara. Bengal Forest Minister said that the department has a plan to shift around 50 one-horned rhinos to the new forest parks that are coming up in North Bengal.

Natural habitats are there in two new parks where the rhinos would be shifted. The department has also taken up various schemes to build infrastructure. The project aims at the promotion and conservation of the endangered species.

This project will also help in promoting tourism in north Bengal. Chief Minister Mamata Banerjee has laid great stress in promoting tourism in north Bengal besides other places.

 

এবার নতুন ঠিকানা পেতে চলেছে বাংলার এক শিংওয়ালা গন্ডার

গরুমারা ও জলদাপাড়া ন্যাশানাল পার্কের এক শিংওয়ালা গন্ডাররা শীঘ্রই নতুন ঠিকানা পেতে চলেছে। রাজ্য সরকার ২টি নতুন পার্ক তৈরি করেছে তাদের জন্য। একটি গরুমারার কাছে ও অন্যটি কোচবিহারের পাতলাখাওয়া’য় নতুন পার্ক তৈরি করেছে রাজ্য বন দপ্তর।

এই মুহূর্তে গরুমারা ও জলদাপাড়া জাতীয় অভয়ারণ্যে এক শিংওয়ালা গণ্ডারের সংখ্যা ২৫৫র বেশী। রাজ্যের বনমন্ত্রী বলেন, আনুমানিক ৫০টি এক শিংওয়ালা গন্ডারকে নতুন পার্ক দুটিতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর। পরিকাঠামো তৈরির জন্য নেওয়া হয়েছে অনেক পদক্ষেপ।

এই উদ্যোগের ফলে উত্তরবঙ্গে পর্যটনেরও বিকাশ হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই উত্তরবঙ্গে পর্যটনের ওপর জোর দিয়েছেন।

Bengal Govt to introduce royal Bengal tigers in Buxa and Jaldapara

Buxa and Jaldapara in North Bengal are gearing up to welcome the big cat. In the initial phase, six royal Bengal tigers would be released – three each in Buxa Tiger Reserve and Jaldapara National Park. Later, sic more would be released.

The programme for releasing the felines was recently finalised at a meeting of the Bengal Government, represented by the Forest Minister, with the local people at the Rajabhatkhawa Nature Interpretation Centre in Buxa Tiger Reserve. The Minister said that the locals had no issues with the introduction of tigers. The meeting was also attended by representatives of the National Tiger Conservation Authority.

Since a large population of people resides in the area of Buxa, it was necessary to consult them. The State Government, though, will remove the people from the area only after making adequate provisions for their rehabilitation.

The tigers would be brought in from Assam. Helicopters would be used to transport them so that they remain in good physical shape. Of the six to be released in the first phase, four would be females and two would be males.

 

বক্সা ও জলদাপাড়া রিজার্ভ ফরেস্টে আসছে নতুন অতিথি

উত্তরবঙ্গের বক্সা ও জলদাপাড়ায় রিজার্ভ ফরেস্টে আনা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। বক্সা টাইগার রিজার্ভ ও জলদাপাড়া অভয়ারন্যে মোট ১২টি বাঘ ছাড়া হবে ।প্রথম পর্যায়ে ছয়টি বাঘ ছাড়া হবে – তার মধ্যে তিনটি বক্সাতে আর তিনটি জলদাপাড়াতে। পরবর্তী পর্যায়ে আনা হবে আরো ছয়টি বাঘ। প্রথম ছয়টি বাঘের মধ্যে চারটি মহিলা ও দুটি পুরুষ বাঘ।

সম্প্রতি বক্সা ব্যাঘ্র প্রকল্পে রাজাভাতখাওয়ার ইন্টারপিটিশান সেন্টারে বাঘ ছাড়া নিয়ে গ্রামবাসীদের সাথে বৈঠক করেছে রাজ্য সরকার। বৈঠকে উপস্থিত ছিলেন বন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন । বৈঠক শেষে মন্ত্রী জানান, এলাকাবাসী এই সিদ্ধান্তের সঙ্গে সহমত। বাঘ আনার ব্যাপারের সব রকমের ছাড়পত্র এসে গেছে। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির সদস্যও উপস্থিত ছিলেন এই বৈঠকে।

বাঘ গুলোকে হোলিকপ্টারে করে নিয়ে আসা হবে আসাম থেকে। এভাবে আনলে আনলে বাঘের কোন শারীরিক সমস্যা হবে না।

 

 

Forest Dept plans two new homes for Bengal rhinos

The rhinos of Bengal will soon get two new homes in the northern part of the state. Owing to “excess“ population of the one-horned rhino in two national parks of north Bengal – Jaldapara and Gorumara – the State is planning to relocate a few animals to two new locations.

State Forest Mnister said they have identified two areas in Buxa Tiger Reserve and Cooch Behar’s Patlakhawa, which can be developed as rhino reserves. The state is waiting for a clearance from the Centre before finalizing the plan.

“We have more than 255 rhinos in Jaldapara and Gorumara. The number is more than the carrying capacity of both parks. Hence, we are planning to relocate a few rhinos,“ the minister said.

While Jaldapara is home to about 200 of these rhinos, Gorumara has more than 50 of them.

 

Image source

 

গণ্ডারদের থাকার জন্য দুটি নতুন জায়গা তৈরির পরিকল্পনা করছে বন বিভাগ

রাজ্যের উত্তর অংশে গণ্ডারদের জন্য শীঘ্রই দুটি থাকার জায়গা তৈরি করা হচ্ছে। উত্তরবঙ্গের জলদাপাড়া এবং গোরুমারায় একশৃঙ্গ গণ্ডারের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে রাজ্যের বনদপ্তর তাদের অন্য জায়গায় স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে।

রাজ্যের বন মন্ত্রী বলেন, তারা বক্সা টাইগার রিজার্ভ এবং কোচবিহারের পাতলাখাওয়ায় দুটি জায়গা চিহ্নিত করেছে, যেখানে গণ্ডার সংরক্ষণ করা সম্ভব হবে। রাজ্য এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার আগে এখন কেন্দ্রের অনুমোদনের জন্য অপেক্ষা করছে।

মন্ত্রী বলেন, “জলদাপাড়া এবং গোরুমারায় ২৫৫ টি গণ্ডার রয়েছে। এলাকা অনুযায়ী গণ্ডারের সংখ্যা অনেক বেড়ে গেছে। সেজন্য আমরা গণ্ডারগুলিকে স্থানান্তরিত করার পরিকল্পনা করেছি”।

জলদাপাড়ায় গণ্ডারের সংখ্যা ২০০ হলে গোরুমারার গণ্ডারের সংখ্যা আরও ৫০টি বেশি।

 

Bengal Tourism launches new tour packages

West Bengal Tourism Development Corporation has come up with two new tour packages. One is for Kolkata, called ‘New City Tour’ and the other is for the Dooars region.

The ‘New City Tour’ is exactly that – a day trip through some of the newer places of interest. The spots include Nicco Park, Arts Acre, Mother’s Wax Museum and Eco Park (Prakriti Tirtha). It would start from and end at the Tourism Centre in BBD Bag. The tour is priced at Rs 1050 per head (including vegetarian lunch and tax).

The Dooars tour – named ‘Dooars Package Tour’ – is a two nights-three days package for Rs 9200 per heard (including tax). It would start and end in Siliguri, covering the wildlife havens of Jaldapara, Gorumara and Buxa, and Cooch Behar.

 

পশ্চিমবঙ্গ পর্যটনে নতুন দিগন্ত

পশ্চিমবঙ্গ পর্যটন নিগম ২ টি নতুন ভ্রমণ ব্যবস্থা চালু করতে চলেছে। একটি কলকাতার জন্য যার নাম ‘নিউ সিটি ট্যুর’ এবং দ্বিতীয়টি ডুয়ার্স এর জন্য।

‘নিউ সিটি ট্যুর’ হল একদিনের একটি প্যাকেজ যেখানে নতুন কিছু জায়গা দেখানো হবে। এখানে নিকো পার্ক,আর্টস একর, মাদার ওয়াক্স মিউজিয়াম এবং ইকো পার্ক ঘোরানো হবে। এই ভ্রমণ যাত্রা শুরু এবং শেষ হবে বিবাদী বাগে। মাথাপিছু ১০৫০ টাকা ধার্য (কর এবং নিরামিষ মধ্যাহ্নভোজ সমেত)।

‘ডুয়ার্স ভ্রমণ ব্যবস্থা’ এটি ২ রাত ৩ দিনের একটি প্যাকেজ, মাথাপিছু ৯২০০ টাকা (কর সমেত)। এই ভ্রমণ যাত্রার  শুরু এবং শেষ হবে শিলিগুড়িতেই। জলদাপারা, গরুমারা, বক্সা ও কুচবিহার ভ্রমণও রয়েছে এই প্যাকেজের মধ্যেই।

 

100 new motels to give tourism in Bengal a boost

The West Bengal Tourism Department has decided to associate with the Public Works and Forest departments in order to modernize and expand infrastructural facilities and give a boost to tourism in the State.

While the PWD will construct more than 100 ‘Pather Sathis’ (attractive motels) alongside almost all the national and state highways across the state at a cost of more than Rs 20 crore, all forest ‘rest houses’ will be upgraded with essential gadgets like air-conditioners, LED television sets, geysers and refrigerators.

Motels facilitating pleasant connectivity to tourist spots would be handed over to the Tourism department by the PWD on completion for maintenance and formation of joint ventures wherever possible for quick recovery of costs.

Revenues earned by the Forest department would be shared by all stakeholders, including private partners, who would promote sales and guarantee upkeep of the facilities for weekend travelers.

Yet another novel method of attracting travelers– both domestic and foreign, would be the arrangement of short ‘home-stays’ deep inside forests with picturesque surroundings.

Promoted through enterprising ‘Forest Protection Committee’ members, these cosy nooks mostly in North Bengal, Dooars and Darjeeling (in places like Tagda, Chimney and Pokriata) would give private entrepreneurs, especially tea garden owners, a run for their money.

However, the most frequented facilities like Mirik, Jaldapara, Gorumara, Holong, Digha and Gangasagar will not be given lesser importance.