First state-wide survey of the rare fishing cat taking place in Bengal

With the help 50 cutting-edge trapping cameras, Calcutta University, Zoological Survey of India (ZSI) and conservation NGO, Nature Environment & Wildlife Society (NEWS) have started the first state-wide survey of the rare fishing cat, the state animal of Bengal.

The survey is being carried out in Howrah district, in Domjur, Jagatballavpur, Panchla and a few other places, which are some of the prime habitats of the animal. This is the first stage. Gradually, the survey would cover their entire habitat in the state. Surveys of fishing cats have been done before, but this is the first time a statewide survey is being conducted.

Besides footprint and testing of fecal matter, camera trapping method is the most reliable methods for determining the number of these animals.

Source: Ei Samay

৫০টি ট্র্যাপিং ক্যামেরা, শুরু বাঘরোল সমীক্ষা

অত্যাধুনিক ৫০টি ক্যামেরাকে হাতিয়ার করে ফিশিং ক্যাটের ওপর সমীক্ষা শুরু করা হল। কলকাতা বিশ্ববিদ্যালয়, জুলোজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে কর্মরত জনকল্যাণকারী সংস্থা নিউজ-এর উদ্যোগে হাওড়ার ডোমজুর, জগতবল্লভপুর, পাচলার মতো জায়গায় সমীক্ষা শুরু করল আট সদস্যের একটি দল।

সংরক্ষিত এলাকার বাইরে গোটা রাজ্যে ফিশিং ক্যাটের অবস্থা কি এবং সংখ্যা কত? তা নিয়ে নির্ভরযোগ্য সমীক্ষা এই প্রথম। পায়ের ছাপ ও মলের প্রকারভেদ বাদ দিয়ে প্রধানত ট্র্যাপ ক্যামেরার উপর নির্ভর করে সমীক্ষাও রাজ্যে এই প্রথম।

পোশাকি নাম বাঘরোল। এ ছাড়া মেছোবিড়াল, গোবাঘা বা বাঘডাশা নামেও পরিচিত এই প্রাণী। চেহারায় সাধারন বিড়ালের প্রায় দ্বিগুন, ছাই রঙের খরখরে লোমশ শরীর। মাথা থেকে কাদের দিকে লম্বা টানা ডোরা, শরীরের পাশের দিকটায় এবার ছোপ ছোপ। ডোরা আছে মুখে, পেটের দিকটা সাদাটে। সাধারনত নিশাচর এবং জলাশয়ের কাছাকাছি অঞ্চলে বসবাসকারী। এই প্রাণীই বাংলার ‘স্টেট অ্যানিম্যাল’।

বিভিন্ন অঞ্চলে এই প্রাণীর অস্তিত্ব ও সংখ্যা নির্ণয় করার কাজ হয়েছে ঠিকই, কিন্তু, গোটা রাজ্যের সংরক্ষিত এলাকার বাইরে এই প্রাণীর অবস্থা জানতে সর্বাঙ্গীণ সমীক্ষা এই প্রথম।

People have not forgotten the violence during Left rule: Didi in Howrah

Mamata Banerjee addressed four massive rallies today in Jagatballavpur, Amta, Uluberia and Sankrail in Howrah district today.At Amta the victims of Kandua were also present. In 1991, there wrists were chopped off by CPI(M) goons because they voted for the Congress. Mamata Banerjee had led a mass movement in Amta back then.

She has been holding three rallies daily, crisscrossing the State despite sweltering heat.

In all her rallies, she attacked the Congress and the CPI(M) for entering into an ideology-less alliance. She also attacked the BJP for insulting Bengal.

She also spoke of the developmental work done by her Government for the minority communities.

“We spent Rs 300 crore to build the Aliah University in Rajarhat. We gave 20 acres of land. Rs. 100 crores were spent to build the Haj Tower in Rajarhat. 59,000 students belonging to minority communities have got chance to pursue higher education in one year,” she said.

Didi added, “More than 1 crore students belonging to minority communities have received scholarships; this is the highest in India. Under the Kanyashree scheme, 33 lakh girls are receiving allowances, irrespective of which community they belong to. We are distributing rice at Rs2/kg and providing free healthcare. We have distributed around 25 lakh cycles under the Sabuj Sathi scheme. We will distribute 15 lakh more soon.”

She also said that when results of the elections will be declared, it will be Trinamool all the way. “CPI(M)-Congress-BJP will be decimated democratically after the election results on May 19,” the Chairperson added.

Slamming the Opposition for continued slander campaign, Mamata Banerjee said their only work from dusk to dawn is to abuse her and insult Bengal. She challenged the opposition to compete with her on the plank of development.

Citing that the sources of 82.5% of Congress’ income, 73% of BJP’s income and 53% of CPI(M)’s income are unknown, Mamata Banerjee said the Opposition should not point fingers at Trinamool.

বাম আমলের হিংসাত্মক রাজনীতি মানুষ আজও ভোলেনি: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ হাওড়া জেলার জগ९বল্লভপুর, আমতা, উলুবেড়িয়া ও সাঁকরাইলে ৪টি বিশাল জনসভায় বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সিপিএমের আমলে বর্বরতার শিকার কান্দুয়ার দুই ব্যক্তি আমতার জনসভায় আজ দিদির সঙ্গে উপস্থিত ছিলেন।  ১৯৯১ সালে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য সিপিএমের দুষ্কৃতিরা তাদের হাত কেটে নিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কান্দুয়ায় গিয়ে এই ঘটনার প্রতিবাদ করেন বেশ কিছুদিন ধরে।
তীব্র তাপদাহকে উপেক্ষা করেও তিনি বাংলার জেলায়ে জেলায়ে গিয়ে মানুষের কাছে বক্তৃতা রেখে চলেছেন। আজ সবকটি জনসভাতেই তিনি প্রবলভাবে আক্রমণ করেন কংগ্রেস-সিপিএম-এর আদর্শহীন জোটকে। তিনি বিজেপিরও কড়া ভাষায় নিন্দা করেন বাংলাকে অবমাননা করার জন্য।
মমতা বন্দ্যোপাধ্যায় পরিসংখ্যান দিয়ে তুলে ধরেন সরকারের দ্বারা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য করা উন্নয়নমূলক কাজ। তিনি বলেন “৩০০ কোটি টাকা ব্যয়ে রাজারহাটে আলিয়া বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছি আমরা। সরকার এজন্য ২০ একর জমি দিয়েছে। রাজারহাটে হাজ টাওয়ার তৈরী হয়েছে ১০০ কোটি টাকা ব্যয়ে। এক বছরের মধ্যে ৫৯ হাজার সংখ্যালঘু  ছাত্রছাত্রী উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।”
দিদি আরো বলেন, “১ কোটিরও বেশি সংখ্যালঘু  ছাত্রছাত্রী স্কলারশিপ পেয়েছেন এ  রাজ্যে, যা সারা দেশের মধ্যে সর্বোচ্চ। কন্যাশ্রী প্রকল্পে ৩৩ লক্ষ ছাত্রীরা অনুদান পাচ্ছেন জাতিধর্ম নির্বিশেষে। ২ টাকা কেজি দরে চাল দেওয়া হচ্ছে এবং সরকারী হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা এখন পাওয়া যাচ্ছে বিনামূল্যে। সবুজ সাথী প্রকল্পে প্রায় ২৫ লক্ষ সাইকেল প্রদান করেছি আমরা এবং আরো ১৫ লক্ষ প্রদান করা হবে খুব শীঘ্রই”।
তিনি বলেন যে যখন ভোটের ফলাফল বেরোবে দিকে দিকে শুধু থাকবে তৃণমূল। তিনি আরো বলেন, “১৯শে মে-র পর সিপিএম-কংগ্রেস-বিজেপি চোখে সরষে ফুল দেখবে।”
বিরোধীদের অপপ্রচারের নিন্দা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে সকাল থেকে সন্ধ্যা অবধি ওদের একমাত্র কাজ হল তাঁর বিষয়ে কটুক্তি করা ও বাংলাকে অপমান করা।  তিনি বিরোধীদের পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন উন্নয়নের নিরিখে তাঁর সঙ্গে পাল্লা দেওয়ার জন্য।
মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের কড়া বার্তা দিয়ে বলেন যে তৃণমূলের দিকে আঙ্গুল তোলা তাদের শোভা পায় না কারণ কংগ্রেসের আয়-এর ৮২.৫%, বিজেপির আয়-এর ৭৩% এবং সিপিএম-এর আয়-এর ৫৩%-র উৎস একেবারেই গোপন এখন অবধি।