IT sector growing rapidly in Bangla

The information technology (IT) sector in Bangla is growing at a fast pace. Under the leadership of Chief Minister Mamata Banerjee, there has been a lot of growth in the sector, and the Information Technology & Electronics Department is the department driving this growth.

Almost 80% overall growth in IT business: The State now has a presence of about 894 IT companies, up from nearly 500 in 2010-11, showing a rise of almost 80 per cent in the IT business.

Many of the leading IT software companies are operating and expanding their facilities in the State at the moment.

The vision: The vision of the State Government, as described in its ICT Policy 2012, is to become one of the leading States in India in the IT and ITeS, and ESDM sectors and to enable Bangla to transform into a knowledge-driven welfare society.

67 per cent growth in employment: From the financial year (FY) 2010-11 figure of 90,000, the IT sector today employs more than 1,50,000 IT professionals – a growth of about 67 per cent. The projected figure for employment for FY 2018-19 is at least 1.8 lakh, of which almost 50,000 will be covered through the IT parks developed by the State Government.

Almost 150 per cent growth in export: The total export by the IT industry of the State was Rs 21,000 crore during FY 2017-18, compared to Rs 8,500 crore during 2010-11, showing a growth of about 150 per cent in seven years.

Bengalathon 2018 to focus on apps for day-to-day needs

State Information Technology and Electronics (IT&E) Minister on Friday launched Bengalathon 2018, inviting software-based solutions from students, technical professionals and common citizens, particularly for the day-to-day problems of common people.

The minister also announced that Chief Minister Mamata Banerjee will lay the foundation stone for her dream Silicon Valley project in New Town on August 13.

“We are looking for app-based solutions in a number of areas that include financial advisory app for senior citizens and game-based app for sensitisation of common people so that they do not get fleeced by fraudsters who pose as bank representatives, know the bank details and siphon money from accounts. We are also looking for an app to have a toto on call,” said a senior official of the IT&E department.

The details for registration along with other details of Bengalathon has been made available in the website of the state IT department and a Facebook page titled Bengalathon has also been introduced.

“Bengalathon” is a technology based competition to recognise innovative ideas that would culminate into path-breaking viable solutions for any of the industry sectors or citizen services and at the same time, provide a platform for them to showcase the innovative skills/ideas of the state resources at the national and international arena. The best solutions will be awarded.

Talking about the Silicon Valley project, the minister said: “We will put up IT&E infrastructure here in such a way that the entire country will look towards this place for solutions in these areas.”

The IT&E department also organised a day-long knowledge based workshop on ‘Internet of Things’ (IOT) involving the academia and the industry to work out a strategy for the state on how to embrace this modern technology, at Biswa Bangla Convention Centre.

‘Synergy’ meet organised to boost MSMEs in Hills

On the heels of the two-day long Hill Business Summit, a “Synergy” meet was organised in Darjeeling by the Micro Small and Medium Enterprises (MSME) department in collaboration with the Confederation of Indian Industries (CII).

Proposals amounting to a sum of around Rs 9 crore have been submitted by different enterprisers in the micro and small sector.

“Synergy”, a one stop destination provides logistical support to MSMEs by providing single point contact; scheme procedures; schemes for startups; upgradation of existing old industries; know how on formation of industrial cooperatives and market access.

Stalls were put up by different departments under the State Government and the Gorkhaland Territorial Administration including MSME, Land, Labour, Power, Fire and Emergency Services, Finance, Tourism, Horticulture. Around 200 entrepreneurs visited.

 

পাহাড়ে অনুষ্ঠিত হল ‘সিনার্জি’ বৈঠক

দার্জিলিং পাহাড়ে উত্পাদিত চকোলেট, নুডলস, ঝাড়ু সহ অন্যান্য সামগ্রী বিশ্ব বাংলা স্টলের পাশাপাশি বিভিন্ন শপিংমলের বিপণনকেন্দ্রে রেখে বিক্রিতে রাজ্য সরকার ব্যবস্থা নেবে। এরই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ পেতে যে সমস্ত সমস্যা তৈরি হচ্ছে সেগুলিরও দ্রুত সমাধান করা হবে বলে জানিয়েছেন ক্ষুদ্র ও কুটিরশিল্প বিভাগের ডিরেক্টর।

দার্জিলিঙে স্থানীয় উদ্যোগপতিদের নিয়ে ‘সিনার্জি’ নামে আলোচনা সভায় তিনি জানান, পাহাড়ের ছোটো উদ্যোগপতিদের তৈরি জিনিসপত্র বিক্রিতে ‘এক জানালা’ ব্যবস্থা চালুর চেষ্টা চলছে। এই বৈঠকে ৯ কোটি টাকার লগ্নি প্রস্তাব এসেছে।

ক্ষুদ্র-মাঝারি শিল্পের জন্য ‘এক জানালা’ ব্যবস্থার মাধ্যমে সব পরিষেবা প্রদানই হল সিনার্জি বৈঠকের লক্ষ্য। বিভিন্ন প্রকল্পের প্রক্রিয়া সম্বন্ধে তথ্য থেকে শুরু করে, স্টার্টআপগুলির জন্য কি কি প্রকল্প আছে সেই সম্বন্ধে তথ্য দেওয়া হয় সিনার্জিতে। তাছাড়া, পুরোনো শিল্পের আপগ্রেড, শিল্প সমবায় তথা মার্কেট এক্সেস সম্বন্ধেও জানা যায় এখানে।

পাহাড়ের ‘সিনার্জি’’ বৈঠকে রাজ্য সরকার ও জিটিয়ের বিভিন্ন দপ্তর স্টল দিয়েছিল। উপস্থিত ছিলেন প্রায় ২০০ জন উদ্যোগপতি।

You give us peace, we will give you prosperity: Mamata Banerjee at Hill Business Summit

Chief Minister Mamata Banerjee today inaugurated a two-day industrial meet in Darjeeling. In her speech, she highlighted the potential of the region in the eco-friendly sectors of IT, tourism, horticulture, agro industries, medicinal plants, food processing and education.

There will be sessions from 11 AM to 3 PM tomorrow. The Chief Minister will be present during the sessions on the second day also. Finance Minister Dr Amit Mitra is also present at the meet.

This is for the first time that such a meeting is taking place in the Hills.

Highlights of the Chief Minister’s speech:

It is our proud privilege that we are organising this kind of summit in the Hills for the first time

Darjeeling Hills have a huge potential. Tea, trade, tourism, transport are its mainstay. Horticulture, food processing, skill development and software industry sectors can also be explored.

This kind of initiative (business summit) will go a long way in job creation.

Arrangements were made for this summit within a month. We thank GTA for all the cooperation.

Bengal is going ahead. Bengal means business.

We are No. 1 in India in ease of doing business, e-reforms, e-governance, skill development, agriculture and other sectors.

You give us peace, we will give you prosperity.

Darjeeling lost more than Rs 1000 crore in the strike last year. People of Darjeeling were the biggest sufferers.

Let us make a new beginning. Let us prepare a plan of action. Government will provide all support and cooperation.

The young generation has immense potential. The youth of Darjeeling are very skilled, and can be used in any industry.

Two IT Parks are coming up in Kalimpong and Darjeeling.

We are coming up with proper plan regarding harnessing the horticulture sector – orchids, herbs, even cinchona medicine plant.

An education hub is coming at Kurseong. A new medical college will be set up.

A lot can be done for the development of Darjeeling. We are developing some cottages at Tiger Hill. There are plans for the development of Sandakphu, Kurseong, Mirik and Kalimpong also.

We want to set up industry and folk centre at Mirik. Steel hub, horticulture hub, health hub – a lot can be done in the Hills.

We must ensure Darjeeling is green and clean.

We must shun violence. Political leaders might gain from violence, not the common people.

There is enough scope in tourism sector. In Bengal, we have hill, forest and even sea.

Earlier, Darjeeling was neglected and not taken care of. Now, I come to the Hills every two or three months.

Our government will give you Rs 100 crore for promotional development and job-oriented industries.

Let us compete on the agenda of development.

We want the people of Darjeeling to prosper. I would request the Centre not to play divisive politics in the Hills for the sake of one Lok Sabha seat.

I thank my industry friends for taking interest and coming to the Hills. After the rains yesterday, Kanchenjunga is smiling today.

 

শান্তি থাকলেই সমৃদ্ধি, পাহাড়ে বাণিজ্য সম্মেলনে বললেন মুখ্যমন্ত্রী

আজ দার্জিলিঙে দুদিন ব্যাপী বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কাল এই সম্মেলন চলবে সকাল ১১টা থেকে ৩টে পর্যন্ত, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।

এই প্রথম পাহাড়ে এরকম একটি সম্মেলন হচ্ছে।

তাঁর বক্তব্যে মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে – তথ্যপ্রযুক্তি, পর্যটন, উদ্যানপালন, কৃষি শিল্প, ঔষধি গাছ, খাদ্য প্রক্রিয়াকরণ ও শিক্ষা – পাহাড়ের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ-

এই প্রথমবার পাহাড়ে এই ধরনের বাণিজ্য সম্মেলন আয়োজন করতে পেরে আমরা গর্বিত। দার্জিলিংবাসীকে অভিনন্দন জানাই।

দার্জিলিংএ বিনিয়োগের অনেক সম্ভাবনা আছে। চা, বাণিজ্য, পর্যটন, পরিবহণ এগুলোতে তো সুযোগ আছেই। এছাড়া, উদ্যানপালন, খাদ্য প্রক্রিয়াকরণ, কৃষি, দক্ষতা উন্নয়ন, সফটওয়্যার এগুলোতেও সম্ভাবনা আছে।

এখানকার বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য এরকম উদ্যোগ খুব প্রয়োজন।

জিটিএ এই সম্মেলন করার আবেদন করেছিল, আমরা তার এক মাসের মধ্যে এই সম্মেলন করেছি। জিটিএ কে ধন্যবাদ সবরকম সহযোগিতা করার জন্য।

বাংলা নিজেকে প্রমাণ করেছে, বাংলা এগিয়ে চলেছে। বাংলা মানেই বাণিজ্য।

শিল্প করার সুবিধা, দক্ষতা বিকাশ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে, কৃষিতে, ই-টেন্ডার, ই-রিফর্ম, ই-গভর্নেন্স – সবেতেই আমরা দেশে শীর্ষে।

পাহাড়ে শান্তি থাকলেই সমৃদ্ধি আসবে।

গত বছর ৬ মাসের বন্ধে দার্জিলিঙের ১০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। জনগণের সব থেকে বেশী ভোগান্তি হয়।

আসুন নতুন করে শুরু করি, শান্তিতে শুরু করি। আমাদের সরকার সবরকম ভাবে সাহায্য করবে।

দার্জিলিঙের যুব সম্প্রদায়ের দক্ষতা আছে। তাদের মধ্যে প্রচুর সম্ভাবনা আছে। বিভিন্ন শিল্পে তাদের কাজে লাগানো যেতে পারে।

আমরা দার্জিলিং ও কালিম্পঙে দুটি আইটিপার্ক তৈরী করছি।

আমরা কৃষি ও উদ্যানপালনের জন্য পরিকল্পনা করছি। অর্কিড, ফুল, সিঙ্কোনা মেডিসিন প্ল্যান্ট কীভাবে কাজে লাগানো যায়, দেখা হচ্ছে।

কার্শিয়ঙে এডুকেশন হাব তৈরী করা হচ্ছে। নতুন মেডিক্যাল কলেজও তৈরী হচ্ছে।

দার্জিলিঙের অনেক জায়গার আরও উন্নয়ন করা যায়, টাইগার হিলেও কয়েকটা কটেজ তৈরীর পরিকল্পনা আছে। সান্দাকফু, কার্শিয়ং, মিরিক, কালিম্পঙের উন্নয়ন করা যায়।

আমরা মিরিকে শিল্প ও লোককেন্দ্র গড়তে চাইছি। স্টীল হাব, উদ্যানপালন হাব, হেলথ হাব, এখনও অনেক কিছু করা বাকি আছে।

দার্জিলিঙকে স্বচ্ছ এবং সবুজ রাখতে হবে।

এখানে যেন আর কোনও অশান্তি না হয়। এই অশান্তিতে কিছু রাজনৈতিক নেতার ফায়দা হয়, সাধারন মানুষের না।

পর্যটনে আমাদের অনেক সুযোগ আছে। আমাদের পাহাড়, জঙ্গল, সমুদ্র সব আছে।

আগে দার্জিলিঙকে অনেক উপেক্ষা ও অবহেলা করা হত। এখন তো আমি দু-তিন মাসে একবার পাহাড়ে আসি।

দার্জিলিঙে কর্মসংস্থান-মুখী শিল্প গড়ে তোলার জন্য আমাদের সরকার ১০০ কোটি টাকা দেবে।

উন্নয়নের কাজে প্রতিযোগিতা করুন।

দিল্লীর কাছে একটাই অনুরোধ, দার্জিলিংকে সুস্থ থাকতে দিন, দার্জিলিংকে টুকরো করতে কাউকে সাহায্য করবেন না। রাজনীতির জন্য দার্জিলিংকে ভাগ হতে দেব না।

সকল শিল্পপতিকে ধন্যবাদ এখানে আসার জন্য, গতকাল শিলাবৃষ্টির পরও আজ কাঞ্চনজঙ্ঘা হাসছে।

 

 

Bengal Govt increases earnings due to adoption of IT

The Bengal Government has been successful in increasing its earnings due to the adoption of information technology (IT) across the board.

According to data available with the State Finance Department, the earnings from stamp duty and registration have risen by 17 per cent, from customs duty, by a massive 93 per cent, from transport tax, by 26 per cent and from electricity duty, by 39 per cent. And from entry tax, during the current financial year, till date, the earning has been more than Rs 1,500 crore, which is also a big increase.

The Finance Department, under the helm of Dr Amit Mitra, with due encouragement from Chief Minister Mamata Banerjee, has set an example for the rest of the country in financial management.

According to Dr Mitra, the following of sound economic policies has enabled the State Government to steadily repay its massive debt, a legacy of the erstwhile Left Front Government.

Unlike for the Centre and many other State Governments, the adoption of the Goods and Services Tax (GST) has not led to any major shortfall in the collection of taxes by the Bengal Government. The major reason for this is again the IT-friendly tax collection structure.

Another big amount of money is due to the State Government, which would further boost the revenue – payment by the Centre to cover the losses borne by the states due to the adoption of Inter-State GST (IGST) and GST.

This highly successful integration of IT with the financial structure of the State Government has been acknowledged and appreciated by the Central Government through various awards in categories like e-taxation, e-tendering, e-governance, etc.

Comparing a few relevant numbers, the capital expenditure of Bengal has increased from Rs 2,225 crroe in 2010-11 to Rs 11,336 in 2016-17, and the plan expenditure has increased from Rs 14,615 crore to Rs 49,090 crore, during the same respective periods.

 

তথ্যপ্রযুক্তি ব্যবহারে আয় বাড়ল রাজস্বে

রাজস্বে তথ্যপ্রযুক্তি ব্যবহারে বিপ্লব ঘটিয়ে উল্লেখযোগ্যভাবে আয় বাড়িয়েছে রাজ্য সরকার। অর্থ দপ্তরের তথ্য বলছে, গত অর্থবর্ষে এপ্রিল থেকে ডিসেম্বরের তুলনায় চলতি আর্থিক বছরে একই সময়ে স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফি–তে ১৭ শতাংশ, আবগারি শুল্কে ৯৩, পরিবহণ কর ২৬ শতাংশ এবং বিদ্যুৎ শুল্কে ৩৯ শতাংশ আয় বেড়েছে।

অন্যদিকে, প্রবেশ কর হিসেবে চলতি অর্থবছরে এখনও পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ১ হাজার ৫০০ কোটি টাকার বেশি। রাজস্বে খাতে এই বিপুল পরিমাণ আয় বৃদ্ধি হওয়ার ফলে রাজ্য এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের নির্ধারিত ঋণ গ্রহণের সীমা ছাড়ায়নি। চলতি অর্থবর্ষে নভেম্বর পর্যন্ত রাজ্য সরকার ঋণ নিয়েছে ১৮ হাজার কোটি টাকা। যেখানে ঋণ নেওয়ার ক্ষমতা ২৯ হাজার কোটি টাকা। তথ্য বলছে, চলতি অর্থবর্ষের বাকি সময়ে রাজ্যের ঋণ নেওয়ার সুযোগ রয়েছে ১১ হাজার কোটি টাকা। নির্দিষ্ট নিয়ম মেনে চলার ফলে আর্থিক শৃঙ্খলার নজির তৈরি করতে পেরেছে রাজ্য।

এই শৃঙ্খলা তৈরি হওয়ায় রাজ্য সরকার ঋণের ওপর নিয়ন্ত্রণ তো রাখতে পেরেছেই, পাশপাশি আগের ঋণ শোধ করতে পারার ক্ষমতা তৈরি করেছে। অন্যদিকে, রাজ্য সরকার চলতি অর্থবর্ষে একবার ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্স নিয়েছে। একবারও ওভারড্রাফট নেয়নি। রাজ্যের অর্থমন্ত্রী বলেন, ‘রাজ্য সরকার যে ঋণ নিয়েছে তার ৩০ শতাংশ খরচ করেছে রাজ্যের উন্নয়নে।’

সুষম ঋণনীতির ফলে উচ্চ সুদের হারে নেওয়া আগের ঋণ শোধ করে দিতে পেরেছে। জিএসটি আদায়ের ক্ষেত্রে যখন কেন্দ্র, বিভিন্ন রাজ্য সরকারের আয় উল্লেখযোগ্যভাবে কমছে তখন এ রাজ্যে তার প্রভাব বেশ কম। এর কারণ তথ্যপ্রযুক্তিবান্ধব কর পরিষেবা। রাজ্যের আয় বাড়ার আরও একটি পথ এখনও খোলা। সেটি হল আইজিএসটি এবং জিএসটি বাবদ কেন্দ্রের থেকে ক্ষতিপূরণের একটি বড় অঙ্কের অর্থ পাওনা রয়েছে। বড় ব্যবসায়ীরা চটজলদি নতুন কর ব্যবস্থায় (জিএসটি) নিজেদের খাপ খাইয়ে নিয়ে নাম নথিভুক্ত করাতে পেরেছেন। ছোট ব্যবসায়ীরা তা করতে গিয়ে ধাক্কা খাচ্ছেন। এই বিষয়টি অনেক আগেই বুঝতে পেরেছিল রাজ্য। আরও সময় নিয়ে জিএসটি চালুর পক্ষে সওয়াল করেছিল।

এদিকে, রাজ্য সরকার আর্থিক অপচয় যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখেছে। বিভিন্ন দপ্তরে পড়ে থাকা টাকা ফিরে এসেছে অর্থ দপ্তরে। তার পরিমাণ ২ হাজার কোটি ছাড়িয়েছে। আরও ২–৩ হাজার কোটি টাকা ফেরত আসার সম্ভাবনা। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে রাজ্যের ভাল কাজের স্বীকৃতি দিয়েছে কেন্দ্র। অনেকগুলি ক্ষেত্রে পুরস্কৃতও করেছে। এর মধ্যে রয়েছে ই–ট্যাক্সেশন, ই–টেন্ডারিং, সুসংহত আর্থিক ব্যবস্থাপনা–সহ আরও কয়েকটি ক্ষেত্র। ২০১০–১১ সালে রাজ্য সরকারের মূলধনী ব্যয় ছিল ২ হাজার ২২৫ কোটি টাকা। ২০১৬–১৭ সালে তা বেড়ে হয়েছে ১১ হাজার ৩৩৬ কোটি। অন্যদিকে, ২০১০–১১ সালে পরিকল্পনা খাতে ব্যয় ছিল ১৪ হাজার ৬১৫ কোটি টাকা। বেড়ে হয়েছে ৪৯ হাজার ৯০ কোটি টাকা।

Source: Aajkaal

I-T Dept to set up digital depository to store important documents

State Information Technology and Electronics department will set up a digital depository in which government departments and educational institutions will be able to store important documents such as school leaving certificates, college degrees, academic awards, mark-sheets and licenses and other important testimonials.

This will make administration transparent and the files will be properly preserved. To ensure that only the authentic documents are uploaded in the system, the issuer departments, private agencies will be given the right to upload the documents whereas government to citizen services will be made available for viewing and downloading the documents.

The digital depository will benefit the people immensely. Firstly, the issuer departments will directly upload necessary citizen testimonials and also departmental documents onto a secure online platform after digitally signing the same.

Secondly, the depository will ease validation of the authenticity of documents as they will be issued directly and will be digitally signed by the registered issuers.

Thirdly, it will help create a highly secured centralised depository of digitally signed e documents with easy update, retrieval and administration facilities for departments and organisations with the state.

It will eliminate administrative overhead of government and private entities by minimising the use of paper and by uploading digital documents. Authorised people can request for access to important citizen records and digital documents anytime and anywhere.

 

ডিজিটাল ডিপোজিটোরি তৈরি করতে চলেছে রাজ্য সরকার

রাজ্য তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তর একটি Digital Depository তৈরি করতে চলেছে যেখানে সরকারি দপ্তরগুলি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি নানা গুরুত্বপূর্ণ নথি জমা রাখতে পারবেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছাত্র ছাত্রীদের স্কুল ছাড়ার সার্টিফিকেট, ডিগ্রী, বিভিন্ন পুরস্কারের নথি যেমন রাখতে পারবে, তেমনই সরকারি দপ্তরগুলি বিভিন্ন লাইসেন্সের ডিজিটাল প্রতিলিপিও জমা করে রাখতে পারবে এই ডিজিটাল ডিপোজিটোরিতে।

এই উদ্যোগের ফলে সরকারি কাজে যেমন স্বচ্ছতা আসবে, তেমনই পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিও যথাযথ ভাবে সংরক্ষিত হবে।

এই উদ্যোগের ফলে জনসাধারন খুব উপকৃত হবেন কারণ তারা যেকোনো সময় যেকোনো জায়গা থেকে তার প্রয়োজনীয় নথি দেখতে ও প্রয়োজন হলে ডাউনলোড করতে পারবেন।

 

Bengal Govt to set up seven IT parks by 2017

The Bengal Government will open seven Information Technology parks in the state by 2017, with an aim to make it a preferred IT destination in the country, a state minister said on Thursday.

“Seven IT parks will be ready by 2017 and will provide job opportunities to around 20,000 people,” the Bengal IT Minister said today.

The minister said the state is offering the best incentive policies for IT and ITeS (Information Technology enabled Services) companies ranging from interest to training subsidies.

The State Government plans to create infrastructure ahead of demand.

The Minister said three hardware parks were coming up in the state, besides setting up of an institute of data sciences and a cyber security centre of excellence for protection of data.

The Bengal Government is also keen on a start-up action plan, which will be targeted at the youth population in the state.

 

২০১৭-র মধ্যে সাতটি তথ্যপ্রযুক্তি পার্ক তৈরি করতে চলেছে রাজ্য সরকার

তথ্য ও প্রযুক্তি মন্ত্রী জানালেন ২০১৭র মধ্যে দেশের সব থেকে সেরা সাতটি তথ্যপ্রযুক্তি কেন্দ্র এই রাজ্যে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

তিনি আরও জানান, এই তথ্যপ্রযুক্তি কেন্দ্রগুলি ২০১৭র মধ্যে তৈরি হয়ে যাবে ও প্রায় ২০,০০০ মানুষের কর্মসংস্থান হবে এখানে।
তিনি বলেন, রাজ্য সরকার তথ্যপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি নির্ভর পরিষেবাগুলোয় সবধরনের সহায়তা করছে রাজ্য সরকার সে সুদের ক্ষেত্রেই হোক বা প্রশিক্ষণের ক্ষেত্রে ভর্তুকিই হোক।

চাহিদার থেকেও বেশী পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

মন্ত্রী আরও বলেন, তিনটি হার্ডওয়্যার কেন্দ্র গড়ে তলা হচ্ছে পাশাপাশি একটি প্রতিষ্ঠান গড়ে তলা হবে যেখানে ডেটাসায়েন্স ও সাইবার সিকিউরিটির প্রশিক্ষণ দেওয়া হবে।

রাজ্য সরকার যুবক যুবতীদের কথা মাথায় রেখে কিছু কর্মসূচী গ্রহন করতে চলেছে।

 

State IT Department starts construction of EMCs

The West Bengal Information Technology (IT) Department is constructing Electronics Manufacturing Clusters (EMC) in Falta and Naihati, at a cost of Rs 12,000 crore. These would lead to the generation of around 37,000 jobs, and also give a boost to the electronics sector of the State.

Chief Minister Mamata Banerjee has given a lot of emphasis on information technology, electronics and telecommunication. Accordingly, the IT Department has initiated these two EMCs.

According to an official of the IT Department, Bengal has some of the best talents for manufacturing electronic goods and ancillary parts. State-made electronic goods will hit the market in the future.

The permission for the Falta EMC, on 58 acres, has already arrived from the Department of Electronics and Information Technology, a division of the Ministry of Communication and Information Technology, and the one for the Naihati EMC, to be built on 70 acres, is expected soon. Both the EMCs are strategically located – the Falta EMC is on the shore of the river Hooghly and approximately 27 km from Haldia Port, and the Naihati EMC is located off Kalyani Expressway.

The State Government’s well-laid out IT and electronics policy has reaped rich dividends. Among the prominent achievements have been the construction of eight software parks (with seven more planned for the future), convincing NASSCOM to set up a start-up warehouse in Rajarhat, which is an incubation centre for IT-based companies, and setting up a seed fund for IT start-ups.

The IT arm of the State Government – West Bengal Electronics Industry Development Corporation – has also proposed to set up a venture capital fund.

Most of the IT firms in West Bengal, which are based in Salt Lake’s Sector V and Rajarhat, feel the State Government’s industry-friendly policy structure and supportive nature would help the industry to grow by leaps and bounds.

 

ইলেকট্রনিকস্ ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার নির্মাণ করছে রাজ্য তথ্য ও প্রযুক্তি বিভাগ

পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি (আইটি) বিভাগের ফলতা এবং নৈহাটিতে ১২০০০ কোটি টাকা ব্যয়ে ইলেকট্রনিকস্ ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার ( EMC) নির্মাণ করছে। এর ফলে প্রায় ৩৭০০০ কর্মসংস্থান হবে।

ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন উপর জোর দিয়েছেন। তদানুসারে, আইটি বিভাগ এই দুইটি EMCs চালু করেছে।

আইটি বিভাগের একজন কর্মকর্তার তথ্য অনুসারে, বাংলা ইলেকট্রনিক পণ্য ও আনুষঙ্গিক অংশ উৎপাদনের জন্য সবার ওপরে রয়েছে। ভবিষ্যতে রাজ্যের তৈরি ইলেকট্রনিকস পণ্য শীঘ্রই বাজারে আসবে।

ইতিমধ্যেই ইলেক্ট্রনিক্স বিভাগ, তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ মন্ত্রণালয় বিভাগ ফলতার EMC-এর জন্য ৫৮ একর জমি এবং নৈহাটির EMC-এর জন্য ৭০ একর জমির অনুমোদন দিয়েছে। ২টি EMC গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত – একটি ফলতায়, নদী হুগলি তীরে এবং হলদিয়া বন্দর থেকে প্রায় ২৭ কিলোমিটার  এবং অপরটি নৈহাটির  কল্যাণী এক্সপ্রেসওয়েতে অবস্থিত।

রাজ্য সরকারের তথ্য প্রযুক্তি কেন্দ্রের শাখা – পশ্চিমবঙ্গ ইলেকট্রনিক্স শিল্প উন্নয়ন কর্পোরেশন – একটি ক্যাপিটাল ফান্ড গঠনের প্রস্তাব দিয়েছে।

সরকারের শিল্প বান্ধব নীতি ও পরিকাঠামো পশ্চিমবঙ্গের বেশিরভাগ আইটি সংস্থাগুলো, যা সল্টলেকের সেক্টর ফাইভ ও রাজারহাটে তৈরি হয়েছে সেগুলিকে শিল্পবান্ধব পরিবেশ পেতে আরও সহায়তা করবে।

Bengal Govt to formulate action plan for fostering start-ups

The newly-elected Mamata Banerjee Government is planning to formulate an action plan for fostering start-ups in the State.

“By 2020, we aim to make West Bengal one of the top three States in IT and IT-enabled services,” the state’s newly-appointed IT Minister Bratya Basu said during an interactive session with the National Association of Software and Services Companies (NASSCOM) on Wednesday. NASSCOM is the representative body of IT industries in India.

He called upon industry to join the Government to help dispel the negative perceptions that the State suffers from. “It cannot be the Government’s job alone…you have to join us too,” he said echoing a point made by Chief Minister Mamata Banerjee on Tuesday at her meeting with nine chambers of commerce.

The Government is determined to make the State a front runner in the IT space, Mr. Basu said.

The discussions ranged from possible Government-supported product-development centric incubation centres to the creation of a database of start-ups for larger companies as well as the Government.

 

স্টার্ট-আপ প্রসারে উদ্যোগী পশ্চিমবঙ্গ সরকার

নবনির্বাচিত মমতা ব্যানার্জী পরিচালিত সরকার রাজ্যে স্টার্ট আপগুলির বিকাশের জন্য একটি সক্রিয় প্ল্যান প্রণয়ন করার পরিকল্পনা করেছে।

“২০২০ সালের মধ্যে তথ্য–‌প্রযুক্তিতে দেশের প্রথম ৩ রাজ্যের তালিকায় মধ্যে পশ্চিমবঙ্গের নাম যুক্ত করা আমাদের লক্ষ্য”, বুধবার এক আলোচনাচক্রে এ কথা জানান রাজ্যের তথ্য–‌প্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রী ব্রাত্য বসু। তথ্য–‌প্রযুক্তি সংস্থাগুলির সংগঠন ‘‌ন্যাসকম’‌ এই আলোচনার আয়োজন করেছিল।

আলচনার পর মন্ত্রী জানান, “ তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে একজানালা পরিষেবা চালু করা হবে, এর জন্য একটি অ্যাপও তৈরি করা হচ্ছে, যে কোনও লাইসেন্স, সব রকম আবেদন এর মাধ্যমেই করা যাবে”।

মন্ত্রী আরও জানান, “অনেকেই তথ্য–‌প্রযুক্তিতে নতুন বিনিয়োগ করেছেন বা ছোট সংস্থা খুলেছেন।রাজ্য সরকার তাদের পাশে থাকবে।তথ্য প্রযুক্তিতে রাজ্যকে সামনে আনার জন্য সরকার দৃঢ়প্রতিজ্ঞ”।

ইনকিউবেশন সেন্টার থেকে শুরু করে সরকারি সাহায্য ও স্টার্ট আপ এর ডাটাবেস তৈরির ব্যাপারেও আলোচনা হয়েছে এই বৈঠকে।

State Govt passes Bill to boost investment

The West Bengal Municipal (fourth amendment) Bill 2015 was passed in the Assembly on Monday where the time period of tax benefit to Information Technology Industry and Information Technology Enabled Services (IT and ITes) companies has been extended from five years to 11 years.

Unit Area Assessment system of valuation for the purpose of property tax will also be introduced at the industrial townships of Nabadiganta, Kalyani, Bantala and Durgapur, it was said.

Previously, the time frame for providing tax benefit for the IT and ITES companies was five years. Now, six more years has been extended to the IT and ITES companies for providing tax to the state government.

While placing the Bill, Firhad Hakim, state urban development and municipal affairs minister said that the decision has been taken in order to give some benefit to IT and ITES companies so that they could set up their unit in the state.

The Bill mentions that the final base unit area value of land comprising building or any vacant land or covered space of building or portion thereof, shall remain in force for a period of five years from the date of publication of the scheme, if not directed by the state government otherwise.

The Bill also mentions the time period and modalities of exemption from payment of the property tax on any land or building, which is exclusively used for Information Technology Industry or Information Technology Enabled Services.

Also, they can enjoy higher floor area ratio, the Bill mentioned. It also mentions that the unit area assessment system of valuation for the purpose of property tax will be included in industrial townships.