New concrete bridges coming up in Jangalmahal

Continuing with the extensive development of the Jangalmahal region, spread over the western districts, the State Government has decided to construct permanent concrete bridges there.

There are many small streams in the region which can be crossed easily during the dry season but which become impossible to cross during the rainy season, when these streams and small rivers become filled or are often in full spate. Some of these are traversable over bridges, but only wooden ones.

Permanent concrete bridges thus would be a great boon for the people of the region during these times.

A total of 935 wooden bridges have been identified for replacement by concrete bridges. In the first phase, 534 would be built. The testing of soil for constructing 100 more is complete.

Construction would start with bridges in the districts of Purba Medinipur, Paschim Medinipur and Jhargram. A few such bridges would be built in Paschim Bardhaman and Birbhum too.

The Irrigation Department would be building the bridges and the money would be spent from a special fund. The full work is scheduled to be completed within three years.

Major administrative reforms by the Irrigation Department

The State Irrigation and Waterways Department has undertaken important administrative reforms and is about to start work on a major project, to benefit the South Damodar Sub-basin.

West Bengal Major Irrigation and Flood Management Project (WBMIFMP)

The State Government is on course for implementing the West Bengal Major Irrigation and Flood Management Project (WBMIFMP). It is meant for rehabilitation and rejuvenation of the DVC canal system and the improvement of flood management infrastructure in the Lower Damodar Sub-basin. It is going to be majorly funded by the World Bank and the Asian Infrastructure Investment Bank.

 

E-Governance

The Irrigation and Waterways Department has introduced the e-office application to achieve transparency and efficiency in decision-making. Now exchange of files and other communications are being done in electronic mode.

Major administrative reforms undertaken

  • Bringing out Unified Schedule of Rates with effect from January 19, 2018-04-21
  • Periodical scrutiny of Plan projects by internal Technical Assessment Teams (TET)
  • Commissioning of three departmental Quality Control Laboratories at the zonal level, and continuation of execution work for four more introduction of biometric assessment system at Jalasampad Bhaban, the departmental headquarters
  • Major restructuring of the civil wing of directorate-level offices, including redeployment of manpower, and creation of new setup for the newly created Jhargram and Paschim Medinipur districts
  • Organising short-term training programmes for departmental officers at River Research Institute (RRI) and submitting proposals to Higher Education Department for starting post-graduate courses on Hydrology and Hydroinformatics during financial year (FY) 2018-19
  • Organising State-Level Bidders Conference before commencement of working season for clearance of doubts and sharing of information regarding implications of the newly-promulgated Goods and Services Tax on work contracts

 

Thus, under the leadership of Chief Minister Mamata Banerjee, the Irrigation Department has undertaken and fulfilled a lot of projects, be it for the people or administrative reforms on how the department functions. Adoption of e-governance has enabled much smoother and quicker functioning of communication needs.

 

 

প্রশাসনিক সংস্কার – সেচ ও জলপথ বিভাগের কিছু পদক্ষেপ

 

গত কয়েক বছরে প্রশাসনিক সংস্কারের জন্য নানা পদক্ষেপ নিয়েছে রাজ্য সেচ ও জলপথ বিভাগ। সাথে, দক্ষিণ দামোদর বেসিনে বন্যা নিয়ন্ত্রণের জন্য চালু হয়েছে এক গুরুত্বপূর্ণ প্রকল্প। আসুন দেখে নিই এক নজরে।

বিশ্ব ব্যাঙ্ক ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্কের আর্থিক সহায়তায় গত বাজেটে ঘোষিত ডিভিসি খালের পুনর্বাসন ও পুনরুজ্জীবনের প্রকল্প পাশাপাশি দক্ষিণ দামোদর অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণ পরিকাঠামোর উন্নয়ন করা হয়েছে।

 

ই-গভর্ন্যান্স

২০১৮ সালের জানুয়ারি থেকে এই দপ্তর কাজে স্বচ্ছতা ও গতি আনতে ই-অফিস ব্যবস্থা শুরু করেছে। এখন সমস্ত ফাইলের আদান প্রদান হয় ইলেক্ট্রনিক মাধ্যমে।

প্রশাসনিক সংস্কার

  • আগের বাজেটে ঘোষণা করা ইউনিফায়েড শিডিউল্ড রেট ১৯শে জানুয়ারি ২০১৮ থেকে চালু করা হয়েছে।
  • অভ্যন্তরীণ টেকনিক্যাল অ্যাসেসমেন্ট টিমগুলি দ্বারা পরিকল্পনা খাতের প্রকল্পগুলির পর্যায়ক্রমিক পরীক্ষা করা হয়েছে।
  • জোন স্তরে তিনটি কোয়ালিটি কন্ট্রোল গবেষণাগারের কাজ শুরু হয়েছে, এবং আরও চারটি গবেষণাগারের কাজ সম্পন্ন করা হবে ২০১৮-১৯ সালের মধ্যে।
  • ২০১৭ সালের সেপ্টেম্বর মাস থেকে জলসম্পদ ভবনের সমস্ত কর্মচারীদের জন্য বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করা হয়েছে এবং জেলাস্তরেও একইরকম ব্যবস্থা করা চালু করা হচ্ছে।
  • ডিরেক্টরেট স্তরের অফিসগুলোর সিভিল উইঙে পুনর্গঠন করা হয়েছে। ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান জেলায় নতুন পরিকাঠামো তৈরী করা হয়েছে।
  • নদী গবেষণা কেন্দ্রেগুলির কর্মীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচীর ব্যবস্থা করা হয়েছে
  • ২০১৮-১৯ সালে হাইড্রোলজি ও হাইড্রোইনফরমেটিক্স নিয়ে স্নাতকোত্তর পাঠ্যক্রম চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে উচ্চ শিক্ষা দপ্তরকে।
  • সবরকম তথ্য আদানপ্রদান করতে রাজ্য স্তরে একটি দরদাতাদের নিয়ে সম্মেলন করেছে দপ্তর।

Irrigation Dept setting up 7 quality control labs

In a bid to ensure timely completion of work, the State Irrigation and Waterways Department is setting up seven quality control laboratories across Bengal. The laboratories are equipped with all sorts of modern gadgets necessary to carry out the required tests.

This is the first initiative by any State Government department that carries out infrastructural development work. The move to set up the laboratories will ensure minimum time and investment for proper quality tests of materials.

The first-of-its-kind was set up at the department’s Haringhata, Nadia-based River Research Institute (RRI) in October. Two more, in the Purba and Paschim Medinipur districts, were inaugurated in mid-December. The centre in Nadia district will cater to both Nadia and North 24 Parganas.

The four more in the pipeline will come up in Kolkata (Salt Lake), Bankura, Bardhaman and in north Bengal. The quality control centre at Salt Lake will also serve Kolkata while the one in Bankura will also serve the district of Purulia.

The state-of-the-art quality control centres will facilitate error-free reports after testing samples of materials including sand, steel and concrete.

In a related development, the Irrigation Department is going to start degree courses on ‘River Engineering’ and ‘Hydrology and Hydro-informatics’, and short-term courses for departmental engineers and other employees in order to update themselves, at the River Research Institute.

 

৭টি ‘কোয়ালিটি কন্ট্রোল’ কেন্দ্র খুলবে সেচ দপ্তর

সময়মত কাজ সম্পন্ন করার লক্ষ্যে রাজ্য সেচ ও জলপথ দপ্তর সারা রাজ্যে ৭টি ‘কোয়ালিটি কন্ট্রোল’ কেন্দ্র খুলবে। এই কেন্দ্রগুলিতে অত্যাধুনিক যন্ত্রপাতি থাকবে যার মাধ্যমে প্রয়োজনীয় পরীক্ষা করা সম্ভব হবে।

পরিকাঠামো উন্নয়নের জন্য এই ধরনের উদ্যোগ এই প্রথম। এই উদ্যোগের ফলে কম খরচে ও সময়ে গুনমান পরীক্ষা করা সম্ভব হবে।
এই ধরনের প্রথম কেন্দ্র গড়া হয় হরিণঘাটায়, যার নাম নদীয়া রিভার রিসার্চ ইনস্টিটিউট। ডিসেম্বরের মাঝামাঝি আরও দুটি কেন্দ্র পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে উদ্বোধন হয়।

নদীয়া জেলার কেন্দ্রটি নদীয়া ও উত্তর ২৪ পরগনা জেলার সমস্ত পরীক্ষা করবে। আরও চারটি কেন্দ্র হবে বিধাননগরে, বাঁকুড়া, বর্ধমান ও উত্তরবঙ্গে। বাঁকুড়ার কেন্দ্রে পুরুলিয়ার কাজও হবে।

অত্যাধুনিক গুনমান নির্ণয় গবেষণাগারগুলি নির্ভুল রিপোর্ট দেবে। মূলত পরীক্ষা করা হবে বালি, ষ্টীল ও কংক্রিট।এর পাশাপাশি সেচ দপ্তর নদী গবেষণা কেন্দ্রে ডিগ্রী কোর্স চালু করেছে ‘রিভার ইঞ্জিনিয়ারিং’ ও ‘হাইড্রোলজি অ্যান্ড হাইড্রো-ইনফরমেটিক্স’ এর ওপর। এছাড়া দপ্তরের ইঞ্জিনিয়ারদের জন্য স্বল্প মেয়াদী কোর্সও থাকবে।

Source: Millennium Post

Bengal’s largest fisheries hub to come up at Moyna in Purba Medinipur district

Moyna in Purba Medinipur district is being developed as Bengal’s largest fisheries hub. This will bring down to a large extent the quantity of fish which Bengal imports from other states.

This is another of Chief Minister Mamata Banerjee’s ideas. The Chief Minister, during the recent administrative review meeting in Digha, had urged the administration to conduct a study on fish farming.

For this particular fisheries hub, the State Irrigation and Waterways Department will prepare a detailed project report (DPR) to find out ways and means to bring water from the rivers Rupnarayan and Kansabati through canals.

According to officials who visited Moyna, the area has a potential to produce 60,000 to 70,000 metric tonnes of fish annually. Now, fish farming in the area is carried out for only seven to eight months. At the proposed fisheries hub, with water from the rivers to be supplied throughout the year, fish can be cultivated through the year, providing scope for their full growth (size and weight).

রাজ্যের সর্ববৃহৎ ফিশারি হাব তৈরি হচ্ছে পূর্ব মেদিনীপুরের ময়নায়

 

পূর্ব মেদিনীপুর জেলার ময়না অঞ্চলকে তৈরী করা হচ্ছে রাজ্যের সর্ববৃহৎ ফিশারি হাব হিসেবে। এটি তৈরি হলে বাংলার মাছ রপ্তানির পরিমানে আসবে অনেক পরিবর্তন।

এই ফিশারি তৈরী করার পরিকল্পনাটিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সদ্য দীঘায় অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক। এই বৈঠকেই মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে মৎস্য চাষের ওপর জোর দিতে নির্দেশ দেন।

এই বিশেষ ফিশারি হাবের জন্য রাজ্য সেচ ও জলপথ দপ্তর একটি ডিপিআর তৈরী করবেন। এই রিপোর্টের মাধ্যমে রুপনারায়ণ ও কংসাবতী নদী থেকে খালের মাধ্যমে এই হাবে জল আনার রাস্তা বেরোবে।

যেসকল আধিকারিক ময়না পরিদর্শন করেছেন, তাদের মতে এই অঞ্চলটি বছরে ৬০,০০০ থেকে ৭০,০০০ মেট্রিক টন মাছ উৎপাদনের ক্ষমতা সম্পন্ন। এই অঞ্চলে মাছ চাষ মাত্র সাত আট মাস ধরে শুরু করা হয়েছে। নদীর থেকে জল এনে সারা বছর মাছ চাষ করা যায়। এখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা যায় ও মাছ গুলির ওজনও হয় পরিমাণ মতো।

আগামী কয়েক বছরের মধ্যে ময়নার এই ফিশারি হাব হয়ে উঠতে চলেছে রাজ্যের সর্ববৃহৎ ফিশারি হাব।
Source: Millenium Post