Bengal Irrigation Dept takes numerous steps to avoid flood-like situations 

The state Irrigation and Waterways department has taken a slew of measures to avoid even flood-like situations during the forthcoming monsoon. Rajib Banerjee, the state Irrigation minister, has decided to hold meetings separately with district magistrates of each of the flood-prone districts to take stock of the situation and to know whether any further work needs to be done to ensure that not a single person gets affected if any flood-like situation arises.

On Monday, the State Irrigation Minister held a meeting with District Magistrates of Howrah, Hooghly, North and South 24 Parganas. Soon, he will be going to other districts including Burdwan to assess the situation.

This is the first time when the state Irrigation department is planning to install big screens at five different places on which live video footages of water level in different reservoirs will be shown. At the same time, different data related to those reservoirs will also be made available on the screens. Plans have been made so that the screens could be at places including Nabanna, Jalosampad Bhavan and Malda. CCTV cameras will be installed at all the reservoirs in the state from where live footages will be made available on the screens so that people can easily realise the situation at a particular time.

One round-the-clock control room each in North and South Bengal has already started functioning. There are toll free numbers in which people can contact for any queries. Separate groups comprising officials of the department have been formed and they are keeping watch on the dams. Moreover, a system has been developed using which 333 officials of the department including junior level engineers will keep getting updates on the situation at different reservoirs through SMSs in every 15 minutes. The step has been taken to ensure better communication among the officials and fast execution of the needed task at a moment of emergency.

The state Irrigation department has also developed a cell phone app to help people get related information. Since some parts of North Bengal get more affected due to floods, the state Irrigation department has taken all necessary steps. During Monday’s meeting, the Irrigation minister has also taken stock of the present preparation to check flood-like situations from the respective District Magistrates.

 

বন্যার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু পদক্ষেপ নিল সেচ দপ্তর

আগামী বর্ষায় যাতে রাজ্যের কোথাও বন্যার পরিস্থিতি না হয়, সেজন্য বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে রাজ্য সেচ দপ্তর।

তার জন্য নিয়েছে প্রচুর পদক্ষেপ। রাজ্যের যে সমস্ত অঞ্চলে বন্যার পরিস্থিতি সাধারণত হয়, সেসব অঞ্চলের জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন সেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। সোমবার হাওড়া, হুগলী ও দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসকদের সঙ্গে মন্ত্রী বৈঠক করেন। পরিস্থতির সরেজমিনে তদন্ত করতে শীঘ্রই তিনি বর্ধমান সহ অন্যান্য জেলায় যাবেন।

এই প্রথম পাঁচটি জায়গায় পাঁচটি বড় স্ক্রিন লাগানোর পরিকল্পনা নিয়েছে সেচ দপ্তর। যেখানে বিভিন্ন রিজার্ভারের জলের স্তরের ভিডিও ফুটেজ দেখানো হবে। এ ছাড়া ওই রিজার্ভার সংক্রান্ত আর যাবতীয় তথ্যও দেখানো হবে ওই স্ক্রিনে। ওই স্ক্রিনগুলি লাগানো হবে নবান্ন, জলসম্পদ ভবন ও মালদায়। প্রতিটি রিজার্ভারে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে।

ইতিমধ্যেই ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে উত্তর ও দক্ষিণ বঙ্গে। জনসাধারণের সুবিধার্থে রয়েছে টোল ফ্রি নম্বর, যেখানে তাঁরা যাবতীয় তথ্য পেতে পারবেন। দপ্তরের আধিকারিকদের নিয়ে আলাদা টীম তৈরি হয়েছে যারা বাঁধের পরিস্থিতির ওপর নজর রাখবেন। একটি সিস্টেমও তৈরি হয়েছে যেখানে আধিকারিক ও নতুন ইঞ্জিনিয়র নিয়ে ৩৩৩ জনের একটি দল প্রতি ১৫ মিনিটে এসএমএসের মাধ্যমে পরিস্থিতির খবর পাবেন। বিপদের সময় যাতে সব আধিকারিকরা নিজেদের মধ্যে খুব সহজে যোগাযোগ রাখতে পারেন ও খুব শীঘ্রই সব প্রতিকূল অবস্থার সমাধান করতে পারেন, তাঁর জন্যও নেওয়া হয়েছে প্রচুর পদক্ষেপ।

একটি মোবাইল অ্যাপ তৈরী করা হয়েছে যাতে সাধারন মানুষ সব ধরনের তথ্য পেতে পারেন। যেহেতু উত্তরবঙ্গের কিছু অঞ্চল অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হয়, তার জন্যও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

Bengal Govt initiates steps to ensure water supply till ‘tail end’

The state Irrigation and Waterways department has initiated taking all necessary steps to ensure supply of water till the “tail end” of Purulia district for cultivation of crops. The state Irrigation department has decided to bring in 35,000 acre of agricultural land in Purulia, which is a drought-prone district, under the irrigation project.

In a bid to make this huge challenge of providing water to this drought-prone district a reality, the state Irrigation and Waterways department has decided to carry out different projects worth Rs 30 crore this year. It includes the crucial task of restoration of canals. At the same time, the embankments of different canals will also be repaired.

It may be mentioned that once Purulia used to suffer immensely as agriculture was almost impossible due to lack of water. The scenario has changed a lot with several steps being taken in the past five-and-a-half years after the change of guard took place in the state. Now, the present government is aiming supply of water to each and every part of the district.

The Irrigation and Waterways department has already created 89 check dams only in Bankura and the work to construct another eight is going on in full swing.  It may be mentioned that the state government has brought in more 3 lakh acre of agricultural land under the irrigation programme in the current fiscal and as a result there was no shortage of water either for Rabi or Boro crops. Moreover, one lakh out of the three lakh acre comes under Jangalmahal area.

 

রাজ্যের প্রত্যন্ত অঞ্চলেও জল সরবরাহ করার উদ্যোগ নিল রাজ্য সরকার

পুরুলিয়া জেলার মত প্রত্যন্ত অঞ্চলেও যাতে পর্যাপ্ত জলের জোগান দিয়ে চাষবাস করা যায়, তার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে রাজ্যের সেচ ও জলপথ দপ্তর। পুরুলিয়া জেলার ৩৫,০০০ একর চাষের জমিকে এই সেচ প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে ওই দপ্তর।

পুরুলিয়ার মত খরা প্রবণ অঞ্চলে জল পৌঁছে দেওয়া খুব কঠিন কাজ। তাই, সেচ ও জলপথ দপ্তর ৩০ কোটি টাকা ব্যায়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে, খাল সংস্কার, খালগুলির বাঁধ মেরামত করা, ইত্যাদি।

উল্লেক্ষ্য, সাড়ে পাঁচ বছর আগে জলের অভাবের জন্য পুরুলিয়ায় চাষবাস ছিল প্রায় অসম্ভব। কিন্তু ২০১১ সালে পরিবর্তনের পর রাজ্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। সেচ ও জলপথ দপ্তর শুধু বাঁকুড়া জেলাতেই ৮৯ টি চেক ড্যাম তৈরি করেছে; আরও ৮ টি তৈরীর কাজ জোর কদমে চলছে।

রাজ্য সরকার চলতি আর্থিক বর্ষে ৩ লক্ষ একর জমিকে সেচ প্রকল্পের আওতায় নিয়ে এসেছে। এর ফলে রবি ও বোরো চাষের জন্য জলের অভাব হবে না। এই তিন লক্ষ একর জমির মধ্যে এক লক্ষ একর জমি জঙ্গলমহলে।