Bengal Finance Minister preparing ground for inviting ambassadors to BGBS 2018

Bengal’s Finance, Commerce and Industries Minister, Dr Amit Mitra will meet ambassadors of different countries in mid-September in Delhi to invite foreign delegates to the 2018 edition of Bengal Global Business Summit (BGBS), which is scheduled for January.

Few days ago, the minister also met a dozen honorary consuls asking them to invite their respective countries’ ambassadors to participate in the BGBS.

Dr Mitra asked them to concentrate on specific sectors for bringing business to Bengal and to be partners in the meet.

Source: The Times of India

 

 

২০১৮ বিশ্ববঙ্গ বাণিজ্যিক সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের আহ্বান জানাবেন অর্থমন্ত্রী

সেপ্টেম্বরের মাঝামাঝি দিল্লীতে রাজ্যের শিল্প ও অর্থমন্ত্রী অমিত মিত্র বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেই সব দেশের প্রতিনিধি দলকে আগামী বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ জানাবেন।

কয়েকদিন আগেই তিনি রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের অনুরোধ করেন তাদের নিজেদের দেশে বাংলার প্রতিনিধিত্ব করতে।

তাদের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণ করতেও অনুরোধ জানান। কিছু নির্দিষ্ট ক্ষেত্রে মনোনিবেশ করতে ও বাংলায় বাণিজ্য আনার ব্যাপারেও আর্জি জানানো হয়। বেশ কয়েকজন শিল্পপতি এই বৈঠকে অংশগ্রহণ করেন।

 

40% investment proposals of Bengal Global Business Summit being implemented: Dr Amit Mitra

Around 40 per cent of the total investment proposals in Bengal Global Business Summits (BGBS) in 2015 and 2016 were being implemented through various projects, state Finance Minister Dr Amit Mitra said in the Assembly on Tuesday. In reply to the questions of the MLAs of the Opposition parties, Dr Mitra on Tuesday told the House that nearly Rs 1.87 lakh crore worth of proposals have been implemented in the state during the two BGBS.

The State Government had received investment proposals of Rs 4.5 lakh crore. In terms of investment Bengal emerged to be the most of accepting destination, Dr Mitra said. The implementation rate of Bengal is 40 per cent while in the state like Gujarat, the implementation rate is 1 per cent. The Finance Minister has proposed planned expenditure of Rs 905 crore and non-planned expenditure of Rs 87.23 crore for the financial year 2017-18.

Dr Mitra also said that state government has already drafted a maritime policy which is going to be finalised soon. A land for setting up a port near Tajpur in West Midnapore has already been identified. The proposed site has a draft of 12 metre plus with tidal support of 3.9 channel length of 18 km which can harbour ships having capacity of Rs 1 lakh Dead Weight Tonnage (DWT). He also said that the state government has also given land of around 2,650 acre land for setting up industrial corridor which has already got approval from the Central government.

The Excise department has invested Rs 700 crore at Haldia. The minister also said that government has decided to simplify procedure for setting up industries in the state. Amongst all the states, West Bengal has been recognized for the introducing online solutions for registrations, payments and returns for VAT, CST, PT, Entertainment Tax, Entry Tax, Single window (Shilpa Sathi) for large industries and MSME Facilitation Centre (MFC) to monitor the progress and expedite clearance.

A Garment Park is being developed on 9.5 acres of land in Budge Budge. The State Government is also setting up a new Industrial Park in Goaltore in West Midnapore over an approximate are of 950 acres of land.

 

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রস্তাবিত বিনিয়োগের ৪০ শতাংশ বাস্তবায়িত হয়েছেঃ ডঃ অমিত মিত্র

২০১৫ এবং ২০১৬ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রস্তাবিত মোট বিনিয়োগের ৪০ শতাংশ বাস্তবায়িত হয়েছে। বিরোধী দলের বিধায়কদের প্রশ্নের উত্তরে মঙ্গলবার অর্থমন্ত্রী অমিত মিত্র জানান, ২০১৫ থেকে ২০১৭-য় এ রাজ্যে যে বিনিয়োগ প্রস্তাব এসেছে তার মধ্যে ১ লক্ষ ৮৭ হাজার কোটি টাকার লগ্নি বাস্তবায়িত হওয়ার পথে।

রাজ্য সরকার ৪.৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পেয়েছে। বিনিয়োগ বাস্তবায়নের নিরিখে পশ্চিমবঙ্গ এগিয়ে আছে। ডঃ মিত্র বলেন গুজরাতে শিল্প সম্মেলনে আসা লগ্নি-প্রস্তাবের মধ্যে ১% বাস্তবায়িত হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে সেই হার প্রায় ৪০%। ২০১৭-১৮ আর্থিক বছরে পরিকল্পনা খাতে ব্যয়ের জন্য ৯০৫ কোটি টাকা এবং ‘নন-প্ল্যান’ খাতে ৮৭.২৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

অর্থমন্ত্রী আরও জানান, রাজ্য সরকার ইতিমধ্যেই সামুদ্রিক নীতির খসড়া তৈরী করেছে যা শীঘ্রই চূড়ান্ত হবে। পশ্চিম মেদিনীপুরের তাজপুরে একটি বন্দর স্থাপনের জন্য ইতিমধ্যেই জমি চিহ্নিত করা হয়েছে। শিল্প করিডোর তৈরীর জন্য রাজ্য সরকার প্রায় ২,৬৫০ একর জমি দিয়েছে, কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে অনুমোদনও দিয়ে দিয়েছে।

আবগারি বিভাগ হলদিয়ায় ৭০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। মন্ত্রী আরও বলেন, রাজ্যের শিল্প কারখানা স্থাপনের জন্য পদ্ধতি সহজতর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। VAT, CST, PT ও অন্যান্য ট্যাক্স এর ক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থা চালুর জন্য পশ্চিমবঙ্গ সবজায়গায় সমাদৃত হয়েছে। বৃহৎ,ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সিঙ্গল উইন্ডো সিস্টেম ও শিল্পা সাথীর মাধ্যমে অতি সহজেই শিল্পে লগ্নির ছাড়পত্র হচ্ছে।

বজবজে ৯.৫ একর জমির ওপর একটি বস্ত্র পার্ক তৈরী হচ্ছে। এছাড়া পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে ৯৫০ একর জমির ওপর একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরী করছে রাজ্য সরকার।

Chinese envoy meets Bengal CM to explore business possibilities

Chinese Ambassador to India Luo Zhaohu on Thursday extended an invitation to West Bengal Chief Minister Mamata Banerjee to visit his country for exploring business possibilities in manufacturing and other key sectors of the two countries.

The Ambassador, heading a five-member delegation including Chinese Consul-Genral in Kolkata Ma Zhanwu, called on Banerjee at the state secretariat Nabanna.

“Ambassador of the People’s Republic of China to India and the Consul-General of China in Kolkata had a meeting with me at the state secretariat today (Thursday).

“He extended an invitation to us to visit China to explore Bengal-China business possibilities in manufacturing and other key sectors,” Banerjee said in a Facebook post.

Zhaohu and Banerjee had elaborate discussions about the business possibilities in many areas.

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করলেন চীনের রাষ্ট্রদূত

বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন চীনের রাষ্ট্রদূত লিও জং হুই। পাঁচ সদস্যের এক চীনা প্রতিনিধি দল এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এ রাজ্যে বিনিয়োগ করতে আগ্রহী চীন।

মুখ্যমন্ত্রী তাঁর ফেসবুক পেজে লেখেন, “আজ (বৃহস্পতিবার) নবান্নে চীনের রাষ্ট্রদূত লিও জং হুই আমার সঙ্গে দেখা করেন। বাংলা-চীনের বাণিজ্য সম্পর্ক আরও দৃঢ় করার জন্য উনি আমায় চীন সফরে যাওয়ার আমন্ত্রণ জানান”।

বিভিন্ন জায়গায় বিনিয়োগের সম্ভাবনা নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয় তাদের মধ্যে।

 

 

Bengal showed exceptional development in last 3 years: Assocham

Bengal showed an exceptional development in last three years, which was never seen before in this state, feels the president of The Associated Chambers of Commerce of India (ASSOCHAM).

The negative image which was hampering in bringing in industry here has gone under the leadership of Chief Minister Mamata Banerjee. The ASSOCHAM President was one of the invited industry guests at the third edition of Bengal Global Business Summit.

He felt that the Bengal government’s focus on MSME is really a great step. MSME will garner huge revenue and profit. It will generate employment in large scale, which big industry could not do at a time.

The Bengal government is ready to give away land, they are industry friendly and the state is bringing reforms to do business easily. The investments will follow the state now, he said.

 

 

গত ৩ বছরে অভূতপূর্ব উন্নতি করেছে বাংলাঃ অ্যাসোচাম

গত ৩ বছরে অভূতপূর্ব উন্নতি করেছে বাংলা, এমনটাই মনে করেন ASSOCHAM এর সভাপতি।

তিনি বলেন, “অতীতে এরাজ্যের যে শিল্পবিরুপ ভাবমূর্তি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তা দূর হয়েছে, এখন সময় এসেছে এগিয়ে চলার।”

তিনি আরও বলেন, ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের ওপর জোর দেওয়া খুব ভালো পদক্ষেপ। কারণ ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প থেকে প্রচুর লাভ হয় ও এর ফলে খুব বেশি পরিমান কর্মসংস্থান হয় যা ভারি শিল্পেও হয় না।

তিনি এও বলেন যে রাজ্য সরকার শিল্পবান্ধব এবং নানা সংস্কারের মাধ্যমে রাজ্যে বিনিয়োগের পথ প্রশস্ত করে দিয়েছে।

 

 

PricewaterhouseCoopers to set up Cyber Security Excellence Centre in Kolkata

PricewaterhouseCoopers (PwC) announced setting up its first global cyber security excellence centre in Kolkata. The announcement was made by a top official of PwC at the third edition of Bengal Global Business Summit.

It would be the first cyber security excellence centre of PwC across the globe. It will be set up at Salt Lake’s Sector V at the company’s Kolkata unit.

The government has decided to set up a centre of excellence in cyber security, which the state Cabinet approved recently. The universities will soon include the subject of cyber safety management in their curriculum.

The government has been taking up different measures to combat threats from cyber attacks. Many such research and development (R&D) are going on at present. The state data centre has been upgraded. The state owned cyber excellence centre will have experts equipped with the best and most sophisticated instruments.

 

কলকাতায় ‘গ্লোবাল সাইবার সিকিউরিটি এক্সেলেন্স’ কেন্দ্র গড়তে চলেছে প্রাইসওয়াটারহাউস কুপার

বিশ্ববিখ্যাত সংস্থা প্রাইসওয়াটারহাউস কুপার (PWC) কলকাতায় একটি ‘গ্লোবাল সাইবার সিকিউরিটি এক্সেলেন্স’ কেন্দ্র গড়তে চলেছে। গত শনিবার মিলন মেলা প্রাঙ্গনে আয়োজিত তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ওই সংস্থার এক উচ্চপদস্থ আধিকারিক একথা ঘোষণা করেন।

বিশ্বে এই প্রথম এমন একটি কেন্দ্র গড়তে চলেছে PWC। কেন্দ্রটি তৈরী হবে সল্ট লেকের সেক্টর ফাইভে সংস্থার দপ্তরে।

রাজ্য সরকার ইতিমধ্যেই সাইবার সিকিউরিটির এক্সেলেন্স কেন্দ্র গড়ার সিদ্ধান্ত নিয়েছে; রাজ্য মন্ত্রিসভা ইতিপূর্বেই অনুমোদন করেছে এই উদ্যোগকে। বিশ্ববিদ্যালয়গুলির পাঠ্যক্রমে সাইবার সেফটি ম্যানেজমেন্টও সংযোজিত হবে, সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

সাইবার সিকিউরিটির জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই অনেক পদক্ষেপ গ্রহন করেছে। এই বিষয়ে গবেষণাও চলছে। রাজ্যের ডাটা সেন্টারকে আরও উন্নত করা হয়েছে। রাজ্য সরকারের সাইবার এক্সেলেন্স কেন্দ্রেটিকে আরও উন্নত করার লক্ষ্যে নানা অত্যাধুনিক যন্ত্রপাতি আনা হচ্ছে।

Rs 2.35 lakh crore investment proposals received at Bengal Global Business Summit 2017: Bengal CM

Speaking at the Plenary Session of the Day 2 of Bengal Global Business Summit, Bengal Chief Minister Mamata Banerjee announced that the Summit has received an investment proposal to the tune of Rs 2 lakh 35,200 crore (US$ 36 billion).

 

 

The Chief Minister announced that the investments in the major sectors as follows:

  •         Manufacturing sector: Rs 61,765 crore
  •         MSME sector: Rs 50,710 crore
  •         Urban Development sector: Rs 46,600 crore
  •         Transport sector: Rs 36,801 crore

The Chief Minister said that China will invest Rs 27,200 crore in the State while South Korea will be investing in Green City project and MoU has been signed with HIDCO in this regard

The Bengal Chief Minister said that this was the first time 29 countries participated in the Bengal Global Business Summit. In the previous two years Bengal received investment proposals worth Rs 4.93 lakh crore, she informed.

For detailed sector-wise report click here.

২.৩৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৭য়: মমতা বন্দ্যোপাধ্যায়

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৭র দ্বিতীয় দিনে প্লেনারি সেশনে বক্তব্য রাখতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এবারের সম্মেলনে ২ লক্ষ ৩৫ হাজার ২০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে।

প্রধান খাতে বিনিয়োগ:

নির্মাণ শিল্প: ৬১,৭৬৫ কোটি

ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প: ৫০,৭১০ কোটি

নগর উন্নয়ন: ৪৬,৬০০ কোটি

পরিবহণ: ৩৬,৮০১ কোটি

রাজ্যে চিন ২৭,২০০ কোটি টাকা বিনিয়োগ করবে, দক্ষিণ কোরিয়া বিনিয়োগ করবে গ্রীন সিটি প্রকল্পে। এই বিষয়ে হিডকো’র সঙ্গে মৌ সাক্ষরিত হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, এই প্রথম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ২৯টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগের দু’টি বাণিজ্য সম্মেলনে মোট ৪.৯৩ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছিল বাংলা।

 

 

 

‘Advantage Bengal’ campaign to be highlighted at Bengal Global Business Summit 2017

With less than three weeks left for the commencement of the third edition of Bengal Global Business Summit (BGBS), the state government is ready with its ‘Advantage Bengal’ campaign.

The campaign will specifically showcase advantages and opportunities for investment in Bengal to industry captains and foreign delegates at the summit.

‘Advantage Bengal’ will be promoted at different sessions, including the ‘inaugural plenary session’, multi-country interactions and B2B meetings.

The campaign will highlight the strategic location of the Bengal, which is advantageous for trade purposes. The campaign says that Bengal is the gateway to South-East Asia and North-East India. It shares international borders with Bangladesh, Nepal and Bhutan. Moreover, the state is well connected with Singapore, Thailand and Malaysia – which are part of the booming Asian economy.

All 10 members of ASEAN would be participating in the business summit. Delegations from Malaysia, Myanmar, Philippines, Singapore, Thailand and Vietnam have already confirmed their presence.

There are many other specialities that will be highlighted through the ‘Advantage Bengal’ campaign. Bengal has the third largest road network in the country, with more than 3,15,404 km of roads. Richly-endowed with natural maritime advantages, Bengal has 950 km of water front. It is the leading state in the country in terms of spread density and reach of National Inland Waterways. It has two international airports at Kolkata and Bagdogra. It has around 4,000 km of railway tracks, including the second largest Metro Rail network in the country.

‘Advantage Bengal’ will also underline the power scenario of the state. Bengal is leading in power generation, distribution, quality and availability in India. The feature which will be showcased prominently will be the fact that Bengal achieved India’s highest bank credit flow to the tune of $15 billion to MSMEs in the last five years since 2011-12, which Chief Minister Mamata Banerjee and Finance Minister Dr Amit Mitra will highlight to industrialists.

Port, mining and MSME will be the thrust areas at the BGBS 2017. The state government recently framed its Maritime Policy with the help of global analytical company CRISIL. Moreover, the government has also opened the door to widen ‘post-based industrialisation’ to add a sharp edge in Bengal’s trade scenario.

 

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৭-র থিম হবে “Advantage Bengal”

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৭ শুরুর মাত্র তিন সপ্তাহ আগে রাজ্য সরকার সর্বতভাবে প্রস্তুত। সম্মেলনের প্রচারের থিম “Advantage Bengal” বাংলায় বিনিয়োগ করার সুবিধা তুলে ধরা হবে দেশ ও বিদেশের বাণিজ্য প্রতিনিধি দলের সামনে।

এই প্রচারের মাধ্যমে তুলে ধরা হবে বাংলার উল্লেখযোগ্য ভৌগলিক অবস্থানকে যা বানিজ্যের ক্ষেত্রে সুবিধার। বাংলাই হচ্ছে দক্ষিন-পূর্ব এশিয়া ও উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার। বাংলাদেশ, নেপাল ও ভূটানের সঙ্গে যেমন বাংলা সীমান্ত ভাগ করে নেয়, তেমনই থাইল্যান্ড, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মত খুব প্রগতিশীল এশিয়ান দেশগুলির খুব কাছাকাছি অবস্থিত এই রাজ্য।

ASEAN কমিটির ১০জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনামের প্রতিনিধিরা ইতিমধ্যেই তাদের অংশ নেওয়ার কথা জানিয়ে দিয়েছে।

দেশের তৃতীয় দীর্ঘতম সড়কপথ আছে বাংলাতেই (৩,১৫,৪০৪ কিঃ মিঃ এর অধিক) যা বানিজ্যের জন্য খুব উপযোগী। রয়েছে ৯৫০ কিঃ মিঃ জলপথ। বাংলাতে দু’টি আন্তর্জাতিক বিমানবন্দর আছে কলকাতা ও বাগডোগরা’য়। আছে ৪০০০ কিঃ মিঃ রেলপথ, দেশের দ্বিতীয় দীর্ঘতম মেট্রো রেল।

বাংলার বিদ্যুৎ ভাণ্ডারের কথাও তুলে ধরা হবে সম্মেলনে। বিদ্যুৎ উৎপাদন, বণ্টন, গুনমান ও পরিমানে বাংলা দেশের মধ্যে অগ্রণী। ব্যাঙ্ক থেকে মাঝারি ও খুদ্র শিল্পে ঋণ পাওয়ার ক্ষেত্রেও গত পাঁচ বছর ধরে দেশের মধ্যে বাংলাই শীর্ষে, এ কথাও তুলে ধরা হবে।

বন্দর, খনি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পই মুল থিম হবে এবারের বাণিজ্য সম্মেলনের।

 

Bengal gets Rs 700 crore investment in Haldia

One the second day of the New Year Bengal received an investment to the tune of Rs 700 crore from Exide industries. Bengal Chief Minister Mamata Banrjee today inaugurated India’s first punch-grid storage battery plant at Haldia. She also inaugurated an IT Park at Haldia.

Speaking on the occasion, the Chief Minister said, “In Bengal no mandays are lost due to bandhs now. We have a new policy for industry. We have a land bank, land map.” She said that a new international convention centre will come up at Digha.

Highlighting the woes of demonetisation, the CM added: “The industrial scenario in the country has worsened in the last 2 months. The MSME sector is going through turmoil. Even in America, economy is only 40% cashless. In India, 92% rural areas have no banks.”

She said in a democracy the government is of the people, by the people and for the people.

 

হলদিয়ায় ৭০০ কোটি টাকা বিনিয়োগ করছে এক্সাইড 

ইংরেজি নববর্ষের দ্বিতীয় দিনে বাংলার জন্য সুখবর। হলদিয়াতে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করছে এক্সাইড। ভারতের প্রথম পাঞ্চ-গ্রিড স্টোরেজ ব্যাটারি প্লান্টের আজ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একটি তথ্যপ্রযুক্তি পার্কের উদ্বোধনও করেন।

মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্যে এখন বনধের কারণে শ্রম দিবস নষ্ট হয়না। রাজ্য সরকার নতুন শিল্প নীতি তৈরী করছে। ল্যান্ড ব্যাঙ্ক, ল্যান্ড ম্যাপও তৈরী করা হয়েছে। তিনি জানান দিঘায় একটি আন্তর্জাতিক কনভেনশন সেন্টার তৈরী হবে।

নোট বাতিলের ফলে দেশের মানুষের কষ্টের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশের শিল্প ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে টালমাটাল অবস্থা। আমেরিকাতেও ৪০% অর্থনীতি মাত্র নগদহীন। ভারতের ৯২% গ্রামাঞ্চলে ব্যাংক পরিষেবা পৌঁছায়নি।

তিনি আরও বলেন যে গণতন্ত্রে সরকার মানুষের প্রতি দায়বদ্ধ।

Amul set to invest Rs 200 crore in Bengal

Amul, a brand owned by Kaira District Cooperative Milk Producers’ Union is all set to invest in Bengal. The company will set up a ‘Centralised Milk Processing Plant’ at Sankrail Food Park in Howrah.

The project is worth about Rs 200 crore. Work on the plant would start in 2017 and is expected to be completed by 2018-end. The proposed plant will manufacture UHT milk, yoghurt and ghee besides normal milk.

The Kandua Food Park, at Howrah’s Sankrail, has been developed by WBIDC to cater to the needs of manufacturers and producers of food and agro products, in which dairy is an important inclusion. The Park, built on an industrial cluster concept, is an attempt to bring different agro processing units and their support facilities to a specific location where all users can benefit from shared infrastructure.

According to Food Agriculture Integrated Development Action (FAIDA) report of McKinsey, Bengal is one of the three leading states in India in the food and agro-processing sector.

 

আমুল বাংলায় বিনিয়োগ করবে ২০০ কোটি টাকা

 কাইরা ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ মিল্ক প্রোডিউসার্স এর কোম্পানি আমুল বাংলায় বিনিয়োগ করতে চলেছে। তারা হাওড়া জেলার সাঁকরাইলের ফুড পার্কে একটি দুগ্ধ প্রক্রিয়াকরন কেন্দ্র খুলতে চলেছে।
প্রকল্পটিতে আনুমানিক বিনিয়োগ হবে ২০০ কোটি টাকা। ২০১৭ সালে প্রকল্পের কাজ শুরু হয়ে ২০১৮ সালের শেষের দিকে এই প্রকল্পটি সম্পূর্ণ হওয়ার কথা। সাধারন দুধের পাশাপাশি ইউএইচটি দুধ, ঘী, দইও তৈরি হবে এখানে।
সাঁকরাইলের কেন্দুয়া ফুড পার্ক তৈরি করা হয়েছে খাদ্য ও কৃষিজাত পন্য তৈরি ও বিপণনের জন্য, যার মধ্যে ডেয়ারী শিল্প খুব গুরুত্বপূর্ণ। এই পার্কটি শিল্পাঞ্চলের আদলে তৈরি করা হয়েছে।
মাকিন্সের রিপোর্ট অনুযায়ী বাংলা এই মুহূর্তে দেশের মধ্যে কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরনে অগ্রণী রাজ্যগুলির মধ্যে একটি।

Bengal offers huge investment prospects in mining: Amit Mitra

Bengal today invited companies to invest in coal mining and exploration activities in the state as it highlighted huge opportunities in the sector.

“Deaocha Pachami coal block is the world’s second largest reserves with two billion tonnes and shared by six entities including Bengal. Along with that, Bengal has tied up with Kudurmukh for iron ore deposit exploration in the state,” state Finance Minister Dr Amit Mitra said.

Bengal has identified six granite prospective blocks and exploration has begun in three through competitive bidding, Dr Mitra said while addressing the IMME and Global Mining Summit 2016. He informed that mining would be carried out shortly in four blocks held by West Bengal Power Development Corporation. All these will offer huge investment opportunities and urged companies to take advantage of the same, he said.

At the same time, the minister said, mining activity should be socially responsible and done in dialogue with people where the projects would take off.

 

খনি-শিল্পে বাংলার লগ্নি সম্ভাবনা বিপুল: অমিত মিত্র

বুধবার কলকাতায় সিআইআইয়ের আইএমএমই অ্যান্ড গ্লোবাল মাইনিং সামিট ২০১৬-র অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

এ দিন পশ্চিমবঙ্গে খনি শিল্পে লগ্নি করতে বিনিয়োগকারীদের আহ্বান জানান রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

তিনি জানান, রাজ্যে শিল্পের উপযুক্ত পরিবেশ তৈরি আছে। শিল্পপতিরা চাইলেই বিনিয়োগ করতে পারেন। বীরভূমে দেউচা-পাচামি কয়লা ব্লক দেশের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি। এখানে প্রায় ২ বিলিয়ন টন মজুত করা যায়। পশ্চিমবঙ্গ-সহ ছ’টি রাজ্য কয়লা পাবে এই খনি থেকে।

তিনি আরও বলেন, ইতিমধ্যেই বাংলা ছয়টি গ্রানাইট ব্লক চিহ্নিত করেছে এবং তিনটিতে খনন কাজ শুরু হয়ে গেছে। তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম খুব শীঘ্রই চারটি ব্লকের খনন কাজ সম্পন্ন করবে। এর ফলে বিনিয়োগের অনেক সুযোগ তৈরি হবে।

 

 

 

খনি-শিল্পে বাংলার লগ্নি সম্ভাবনা বিপুল: অমিত মিত্র

বুধবার কলকাতায় সিআইআইয়ের আইএমএমই অ্যান্ড গ্লোবাল মাইনিং সামিট ২০১৬-র অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

এ দিন পশ্চিমবঙ্গে খনি শিল্পে লগ্নি করতে বিনিয়োগকারীদের আহ্বান জানান রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

তিনি জানান, রাজ্যে শিল্পের উপযুক্ত পরিবেশ তৈরি আছে। শিল্পপতিরা চাইলেই বিনিয়োগ করতে পারেন। বীরভূমে দেউচা-পাচামি কয়লা ব্লক দেশের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি। এখানে প্রায় ২ বিলিয়ন টন মজুত করা যায়। পশ্চিমবঙ্গ-সহ ছ’টি রাজ্য কয়লা পাবে এই খনি থেকে।

তিনি আরও বলেন, ইতিমধ্যেই বাংলা ছয়টি গ্রানাইট ব্লক চিহ্নিত করেছে এবং তিনটিতে খনন কাজ শুরু হয়ে গেছে। তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম খুব শীঘ্রই চারটি ব্লকের খনন কাজ সম্পন্ন করবে। এর ফলে বিনিয়োগের অনেক সুযোগ তৈরি হবে।