State Govt inks MoU with UK body for skill development of healthcare professionals

For skill development of healthcare professionals employed with the Bengal Government, a Memorandum of Understanding (MoU) has been signed between the State Government’s Institute of Health and Family Welfare and the United Kingdom’s Department of Health’s Health Education England.

According to a communiqué, the initiative to sign the agreement was taken to ‘strengthen the collaborative relationship to support skill development of healthcare professionals in Bengal and the UK’, after ‘recognising the common healthcare challenges the two countries face and as well as the value of learning in a global context’.

The MoU will ensure sharing of expertise on education and training of healthcare professionals, including review, and upgradation, wherever required, of existing educational programmes, and development of new ones.

According to Health Department officials, the agreement will facilitate acquiring of best practices in healthcare education and practices by doctors of Bengal. in fact, it will be beneficial for both as it will be a continuous process of knowledge sharing.

Source: Millennium Post

 

স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বিকাশের লক্ষ্যে ইউকের সাথে মৌ স্বাক্ষর রাজ্যের

রাজ্য সরকারের স্বাস্থ্য কর্মীদের দক্ষতা বিকাশের জন্য ইউকের সাথে মৌ স্বাক্ষর করেছে রাজ্য সরকার। এই চুক্তিটি হয়েছে রাজ্যের ‘ইন্সটিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার’ এর সাথে  ইউকের স্বাস্থ্য দপ্তরের ‘স্বাস্থ্যশিক্ষা ইংল্যান্ড’ এর।

বাংলা ও ইউকের সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং স্বাস্থ্যক্ষেত্রের সাথে যুক্ত কর্মীদের দক্ষতা বিকাশের জন্যই এই উদ্যোগ। এই দুই দেশে স্বাস্থ্যপরিষেবা প্রদানের ক্ষেত্রে যে প্রতিকূলতা আছে তার মূল্যায়ন করে আন্তর্জাতিক স্তরে দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোও লক্ষ্য এই চুক্তির।

এই মউয়ের ফলে স্বাস্থ্যকর্মীদের দক্ষতা ও অভিজ্ঞতা আদান প্রদানের সুযোগ বাড়বে। এর ফলে বর্তমান স্বাস্থ্যশিক্ষার পরিকাঠামো যেমন উন্নীত করা যাবে তেমনই ভবিষ্যতে আরও নতুন কর্মসূচী চালু করার সুযোগও পাওয়া যাবে।

Overwhelming response from British, Scottish investors: Amit Mitra

Dr Amit Mitra, state Finance minister expressed immense satisfaction over the response of the British and Scottish businessmen who attended the meetings with the Chief Minister in the past one week.

Talking to newsmen here on Friday afternoon, Dr Mitra said: “There was an overwhelming response from the investors. We have invited them to come to Bengal Global Business Summit scheduled to be held in January, 2018. They have shown interest in education, water purification and healthcare.”

Dr Mitra said Presidency University has already shown interest to collaborate with Edinburgh University in Life Science. “The Vice-Chancellor of Presidency University called up and has shown keen interest to collaborate in various fields of Life Science like Genetics. There will be joint research programmes and scholar exchange programmes.”

Dr Mitra said some firms have shown interest in water management like generation of electricity from tidal waves and supply of clean drinking water. “We have exchanged our views with them and their response is highly satisfactory,” he maintained. Edinburgh is developed in healthcare system and in two areas the businessmen present at the meeting had shown keen interest.

“One is the training programme for nurses and the other is providing expertise through video conferencing of medical treatment and surgery. In remote areas, we can take help of this technology,” he added. The British and Scot businessmen had B2B meetings with their counterparts in India.

Mamata Banerjee had addressed the businessmen at FICCI UKIBC roundtable at St. James Court Hotel in London on Monday. Again on Thursday, she addressed Scottish businessmen who attended a meeting organised by the Scottish Development International in collaboration with Asia Scotland Institute and Edinburgh Chambers of Commerce.

Highlighting Bengal as an emerging business destination, recovering from the rigours of 34-years of misrule by the erstwhile Left Front government, the Chief Minister was extremely passionate and proficient in her case studies which projected the sea changes that have been brought about by her government since she came to power in 2011.

In both the meetings, Mamata Banerjee had argued strongly in favour of investing in Bengal. She had said that the economic scenario in Bengal had improved over the past few years and it is now the ideal destination for investment. She had explained to the businessmen and investors about the land use policies, industrial policies framed by Bengal government and assured that availability of land will not be a problem.

 

লন্ডন এবং স্কটল্যান্ডের বাণিজ্য সফরে প্রাপ্তি অনেক: শিল্পমন্ত্রী

লন্ডন এবং স্কটল্যান্ডের বাণিজ্য সফর সফল। লগ্নির একাধিক ইতিবাচক সম্ভাবনা নিয়েই রাজ্যে ফিরছেন মুখ্যমন্ত্রী এবং তাঁর বাণিজ্য প্রতিনিধিদল। সাতদিনের সফরে এগুলিই প্রাপ্তি বলে শনিবার এডিনবরারহোটেলে জানালেন রাজ্যের শিল্প-বাণিজ্যমন্ত্রী অমিত মিত্র।

সফরের শেষদিন দুপুরে গোটা সফরের সারসংক্ষেপ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অমিত মিত্র। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে এই সফরে যে ৩০ জন শিল্পপতি এসেছেন, তাঁরা প্রত্যেকেই রাজ্যের বাণিজ্যেসবস্তরের  প্রতিনিধিত্ব করেন। ব্রিটেন-ভারত বিজনেস কাউন্সিলের বৈঠকে যে ব্রিটেনের সবচেয়ে বড় সংস্থা ব্রিটিশ টেলিকম সহ এত বড় বড় সংস্থার কর্ণধাররা উপস্থিত ছিলেন, সেটা অবশ্যই বড় প্রাপ্তি। কারণ, আমরা ভেবেছিলাম, ক্ষুদ্র এবং মাঝারি সারির সীমিত কিছু সংস্থা ওই বৈঠকে উপস্থিত থাকবে।”

“এছাড়া আরও বড় প্রাপ্তি হল, ওই সভায় স্বয়ং ব্রিটেনের প্রাক্তন বাণিজ্যমন্ত্রী তথা স্ট্যান্ডার্ড চাটার্ডের প্রাক্তন চেয়ারম্যান ও সিইও লর্ড ডেভিসের উপস্থিতি এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি আলোচনা। এই প্রথমভারতের কোনও অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তিনি। এটা অবশ্যই স্পেশাল। শিল্পমহলের এই উচ্ছ্বসিত সাড়ায় আমরা অভিভূত। আমরা এখন বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে তাঁদের স্বাগত জানানোর জন্যঅপেক্ষা করছি,” বলেন অমিত মিত্র।

স্কটল্যান্ড সফরের ক্ষেত্রেও নিজেদের সাফল্য তুলে ধরতে মন্ত্রী বলেন, “আমরা ভেবেছিলাম এডিনবরার শিল্পবৈঠকে ২০-২৫টি সংস্থা থাকবে। কিন্তু বৃহস্পতিবার সেখানে ৮০টি সংস্থা উপস্থিত ছিল। এখান থেকেআমাদের তিনটি নতুন প্রাপ্তি। প্রথম, জল পরিশোধনের গবেষণাপ্রাপ্ত ফল স্কটল্যান্ড রাজ্যের সঙ্গে বিনিময় করতে রাজি হয়েছে। দ্বিতীয়ত, জোয়ার-ভাটা কাজে লাগিয়ে কীভাবে বিদ্যুৎ তৈরি হয়, তাতে সিদ্ধহস্তস্কটল্যান্ড। সেই প্রযুক্তিও আমাদের সঙ্গে তারা বিনিময় করবে বলে জানিয়েছে। তৃতীয়ত, ডান্ডির নার্সিং স্কুলে যাতে রাজ্যের পড়ুয়ারা নিজেদের উন্নত করতে আসতে পারে, সেজন্য ইতিবাচক কথাবার্তা হয়েছে।”

তিনি আরও বলেন, “এখানে শিল্পসংস্থাগুলির সঙ্গে রাজ্য সরকারের মুখোমুখি আলোচনা হয়েছে। এবার পালা, সংশ্লিষ্ট ক্ষেত্রে যে সব সংস্থা রাজ্যে কাজ করছে, তাদের সঙ্গে এই কোম্পানিগুলিকে মুখোমুখিআলোচনার রাস্তা তৈরি করে দেওয়া। আশা করছি, আসন্ন বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনেই সেই ব্যবস্থা করে ফেলতে পারব আমরা। কারণ, ইতিমধ্যে ডব্লুবিআইডিসি সেই তালিকা তৈরি করে ফেলেছে।”

Bengal CM returns to Kolkata after winning UK citizens’ and investors’ hearts

Chief Minister Mamata Banerjee returned to Kolkata from her England- Scotland tour on Saturday evening. She had left for England on November 10.

At Wimbledon she had unveiled a Blue Plaque at the house where Sister Nivedita lived before she had left for India at the end of 1897.

Mamata Banerjee also addressed a meeting which was attended by businessmen, bankers and educationists in London. It was organized by Ficci- UKIBC.

Steel baron LN Mittal invited her to his house and the two had a highly fruitful meeting. Mamata Banerjee invited Mittal to the Bengal Global Business Summit ( BGBS) which scheduled to be held in January 2018.

The CM also addressed a meeting organised by Scottish Development International in Edinburgh, Scotland where she pitched strongly in favour of investing in Bengal. She was accompanied on her United Kingdom trip by state Finance Minister Dr Amit Mitra, Chief Secretary and a team of industrialists.

 

বিলেত সফরের পর কলকাতা ফিরলেন মুখ্যমন্ত্রী

ইংল্যান্ড এন্ড স্কটল্যান্ড সফর সেরে কলকাতা ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১০ই নভেম্বর তিনি বিলেত সফরে যান।

এই সফরে তিনি উইম্বলডনে সিস্টার নিবেদিতার বাড়িতে ‘ব্লু প্লাক’ এর উন্মোচন করেন। লন্ডনে ফিকি ও উইকেআইবিসির উদ্যোগে আয়োজিত একটি বণিকসভায় বক্তব্যও রাখেন মুখ্যমন্ত্রী।

স্টিল শিল্পের কর্ণধার লক্ষ্মী মিত্তলের সাথেও বৈঠক করেন তিনি। তাকে ২০১৮র বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী।

এরপর এডিনবরায় স্কটিশ ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনাল আয়োজিত একটি বাণিজ্য বৈঠকে অংশগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন শিল্প-বাণিজ্য মন্ত্রী অমিত মিত্র, মুখ্যসচিব এবং একঝাঁক শিল্পপতি।

Bengal is the ultimate investment destination: Mamata Banerjee in Scotland

Bengal Chief Minister Mamata Banerjee today attended a Business Meet organised by Scottish Development International with the support of Asia Scotland Institute and Edinburgh Chamber of Commerce, at Edinburgh.

Top business houses of Scotland were present. The CM held a fine round of interaction with business leaders from Bengal on prospects of investment and doing business in the state.

Potential areas of collaboration included engineering, services, healthcare, education, tourism and hospitality, power and energy, life sciences and research, food processing, IT and ITeS.

 

Highlights of her speech:

  • Bengal and Scotland have a long history of cultural ties. Just like our past ties, I invite you to come to Bengal in future and invest in the State. We are trying to create an even more investment- friendly atmosphere.
  • I extend a warm welcome to you all to attend the Bengal Global Business Summit on 16-17 January, 2018. More than 30 countries are participating. Japan is our partner country.
  • There is a lot of scope for collaboration in various sectors – health, education, tourism, power and energy, life science and research, IT & ITES.
  • Bengal is the ultimate business destination. We have the economic potential, political stability. Bengal is the gateway to the North-Eastern States. You can also expand to Bangladesh, Nepal, Bhutan, Myanmar, Thailand, and Malaysia.
  • Our captains of industries have spoken already about their experience of doing business in Bengal. I need not blow the trumpet of my own government.
  • We have a legacy of 34 years of misrule by the Left. We ushered in political, economic, administrative and social reforms. Bengal’s Kanyashree – a scheme for the empowerment of the girl child – has won the United Nations Public Service Award.
  • England recently won the U-17 World Cup Football. Kolkata was the proud host of the quarter final, semi final and final matches. I was lucky to hand over the prizes to the winners.
  • GDP growth of Bengal is higher than the national growth rate in India. Our growth in industry, agro and services sector is also higher than the national average.
  • Edinburgh is an educational hub. We want you to collaborate with our universities. The talent in Bengal is unmatched.
  • Bengal has the land bank and land map. We have MSME policy, Textile policy, Tourism Policy. Bengal is No. 1 in skill development. We are the cultural capital of India.

 

বাংলাই এখন শিল্পের গন্তব্য: স্কটল্যান্ডে মুখ্যমন্ত্রী

আজ এডিনবরাতে শিল্প বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি বাংলায় লগ্নির আহ্বান জানান। তুলে ধরেন রাজ্যের শিল্প সম্ভাবনার নানা দিক।

কি বললেন তিনি এই বৈঠকে? দেখে নিন মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

  • স্কটল্যান্ড ও বাংলার সম্পর্ক বহু পুরোনো। ভারতে যখন ব্রিটিশ রাজ ছিল তখন কলকাতা ছিল তাদের রাজধানী। আপনাদের আহ্বান জানাই, ভবিষ্যতেও বাংলায় আসুন, শিল্প গড়ুন।
  • বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন ২০১৮ তে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। ১৬-১৭ জানুয়ারী হবে এই সম্মেলন। ৩০টিরও বেশি দেশ আসবে এই সম্মেলনে। জাপান আমাদের পার্টনার দেশ।
  • বাংলায় লগ্নির সম্ভাবনা বিপুল। স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, পর্যটন, জীব বিদ্যা ও গবেষণা, তথ্যপ্রযুক্তি সহ নানা ক্ষেত্রে লগ্নি করতে পারেন আপনারা।
  • বাংলাই এখন শিল্পের গন্তব্য। আমাদের অর্থনৈতিক সম্ভাবনা বিপুল। রাজ্যে রাজনৈতিক স্থিতিশীলতাও রয়েছে। উত্তর-পূর্ব ভারত সহ বাংলাদেশ, নেপাল, ভূটান, মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়ার গেটওয়ে বাংলা।
  • আমি নিজেই নিজের সরকারের প্রশংসা করবো না। আমাদের ‘ক্যাপ্টেনস অফ ইন্ডাস্ট্রি’রা ইতিমধ্যেই বাংলায় বাণিজ্যের অভিজ্ঞতার কথা বলেছেন।
  • বাংলায় ৩৪ বছরের বাম অপশাসনের পর রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক, সামাজিক সংস্কারের কাজ হয়েছে। মেয়েদের ক্ষমতায়নের জন্য বাংলার কন্যাশ্রী প্রকল্প পেয়েছে রাষ্ট্রসংঘের পাবলিক সার্ভিস পুরস্কার।
  • সদ্যসমাপ্ত অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবল জিতেছে ইংল্যান্ড। এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনাল খেলা কলকাতায় হয়েছে। আমি নিজে বিজয়ীদের পুরস্কার তুলে দিতে পেরেছি বলে গর্ব বোধ করছি।
  •  বাংলার জিডিপি গ্রোথ ভারতের জাতীয় হারের থেকে বেশি। শিল্প, কৃষি, পরিষেবা – সব ক্ষেত্রেই বাংলার বৃদ্ধির হার জাতীয় হারের চেয়ে বেশি।
  • এডিনবরা একটি জনপ্রিয় শিক্ষার হাব। আমরা চাই আপনারা বাংলার বিশ্ববিদ্যালয়গুলির সাথে কোলাবোরেট করুন। বাংলার মেধা বিশ্ব বিখ্যাত।
  • বাংলার ল্যান্ড ম্যাপ ও ল্যান্ড ব্যাঙ্ক আছে।  আমাদের ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি আছে, বস্ত্রশিল্প নীতি আছে, পর্যটন নীতি আছে। দক্ষতা বিকাশে বাংলা এক নম্বরে। বাংলাই ভারতের সাংস্কৃতিক রাজধানী।

Mitsubishi Chemicals to invest Rs 5,000 cr in textile plant in Bengal: Dr Amit Mitra

Bengal Finance and Industries Minister Dr Amit Mitra made a major announcement yesterday from the UK, where he has gone as part of Chief Minister Mamata Banerjee’s entourage for meeting potential investors for Bengal as well as for inviting prominent industrialists to the upcoming Bengal Global Business Summit.

He announced that Mitsubishi Chemicals is going to set up a large-capacity plant for manufacturing components required in the textile industry.

Explaining the process, he said that the PTA (purified terephthalic acid) made by the company would be converted through the process of continuous polymerisation in the plant to fibre, which would then be converted by spinning mills into the textile components.

The plant is going to provide employment opportunities for 50,000 to 1 lakh people. This number would be gradually upped to 5 lakh. The minister said that work is going to start on a priority basis.

The initial investment amount would be Rs 5,000 crore, which would be scaled up to Rs 10,000 crore in due course.

Dr Mitra said that Bengal would soon be at the forefront of the textile sector in the country.

 

রাজ্যে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে মিৎসুবিশি: অমিত মিত্র

রাজ্যের বস্ত্রশিল্পে এবার বিনিয়োগ আসছে মিৎসুবিশির হাত ধরে। এ বার রাজ্যে পলিয়েস্টার ফ্যাব্রিক তৈরি করবে মিৎসুবিশি। এর জন্য ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে তারা। ফলে ৫০ হাজার থেকে ১ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে।

মিৎসুবিশি কেমিক্যাল কর্পোরেশন ইন্ডিয়া এই প্রথম একটি বাইপ্রডোক্ট তৈরি করবে। নাম পিটিএ অর্থাৎ পিউরিফায়েড টেরিপ্যাথিলিক অ্যাসিড। এই বাইপ্রোডাক্ট থেকেই পলিয়েস্টার ফ্যাব্রিক তৈরি করা যাবে।

এতদিন রাজ্যে এধরনের ফ্যাব্রিক তৈরি হত না। মিৎসুবিসি তা তৈরি করা শুরু করলে বাংলাদেশে রফতানিও বিপুল বাড়বে বলে আশাবাদী শিল্পমন্ত্রী। রাজ্যে বস্ত্রশিল্পের নবদিগন্ত খুলতে চলেছে।

মঙ্গলবার রাতে লন্ডনে বৈঠক সেরে ট্রেনে করে এডিনবরার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী।বৃহস্পতিবার এডিনবরায় বসছে রাজ্যের বাণিজ্য সম্মেলন। সেখানে বাংলার সাম্প্রতিক উন্নয়নের খতিয়ান শিল্পপতিদের জানানো হবে।

তার আগে মিৎসুবিসির এই বিনিয়োগের আশ্বাস রাজ্যের বাড়তি পাওনা বলেই মনে করছে শিল্পমহলের একাংশ।

 

 

Digha to get its own convention centre in 2018

New Digha will soon have a first-of-its-kind convention centre with facilities for organising international conventions, exhibitions and business meet to promote tourism, commerce, trade and industry in the state’s coastal areas. The project work has already begun.

Chief minister Mamata Banerjee had laid the foundation stone of the project in July 11, 2017.

The project has been planned on a 5.5 acre land in New Digha comprising a 1000 sq/mt exhibition centre, a 300 capacity seminar hall, a conference room and a modern auditorium with a seating capacity of 1000 people. It will be a four-storey building with each floor planned to have an area of 1722 sq/mt.

 

২০১৮-য় দিঘায় কনভেনশন সেন্টার

নিউটাউনের পাশাপাশি সৈকত নগরী দিঘাতেও আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার তৈরি করছে রাজ্য সরকার। যা আগামী বছর উদ্বোধন হবে।

বাণিজ্য ও পর্যটনের মেলবন্ধন ঘটিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বণিকমহলকে আরও একটি কনভেনশন সেন্টার উপহার দিতে চান। নিউটাউনের অত্যাধুনিক কনভেনশন সেন্টারের পর এটি হবে আরও একটি চমক। এই সেন্টারটি তৈরি করতে খরচ হচ্ছে আনুমানিক ৩৫০ কোটি টাকা। আনুমানিক ১০০০ জনের বসার জায়গা থাকবে।

কার্যত বাণিজ্যিক সম্মেলনের দরজা খুলে দিতেই পূর্ব মেদিনীপুর জেলার পর্যটননগরীতে এমন প্রাসাদপ্রমাণ বাণিজ্য সেন্টার খোলা হচ্ছে, যা রাজ্যের উন্নয়নের সঙ্গে সঙ্গে লগ্নিকারীদেরও আকর্ষণ করবে।

Come to Bengal, invest in Bengal: Dr Amit Mitra to representatives of 31 countries

Come to Bengal, invest in Bengal – this was the gist of the message given by the Bengal Finance and Industry Minister, Dr Amit Mitra to top representatives from 31 advanced nations, including 15 ambassadors, in Delhi recently.

The message he carried from Chief Minister Mamata Banerjee was one of golden opportunities for people wanting to invest in Bengal to set up facilities in any category of industry. Bengal is already a leader in the micro, small and medium enterprises (MSME) sector, and is gradually drawing bigger investors.

This conference was in preparation for the fourth Bengal Global Business Summit (BGBS), scheduled for January 16-17, 2018. Over the years, the BGBS summits, a brainchild of Mamata Banerjee for attracting investment in Bengal, after the 34-year industrial drought during the Left Front era, have been a huge hit, with memoranda of understanding (MoU) worth hundreds of crores of rupees signed every year.

Towards that aim, the State Government is also going to organise a road show in Delhi soon.

At the 2017 BGBS, representatives from 29 countries in Europe, USA and Asia attended. The 2018 summit is going to be jointly organised by the Bengal government and the industry body, Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI).

At the Delhi summit, Dr Mitra offered a bouquet of opportunities for anyone wanting to set up, singly or jointly, industrial facilities in any sector. Among the ambassadors were those from Singapore, the Netherlands, Russia, Finland, Saudi Arabia, Indonesia, Hungary, Israel, Bulgaria, Bhutan and Norway, and among the other countries senior representatives were those from Australia and Thailand.

All of them became very interested after learning of the multiple opportunities being offered by the Bengal Government, and showed a keen interest in investing in the state.

 

৩১ দেশের প্রতিনিধিদের সামনে বাংলায় বিনিয়োগের সম্ভাবনা

 

‘বাংলায় আসুন। বাংলায় বিনিয়োগ করুন’। এই বার্তা নিয়ে দিল্লীতে বিশ্বের প্রথম সারির ৩১দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সামনে বক্তব্য রাখেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। এরপরে দিল্লীতে একটি রোড শো-র আয়োজন করা হয় রাজ্যের তরফে।

মূলত আগামী ১৬-১৭ জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বর্তমান সরকারের আমলে এ রাজ্যে কীভাবে বিনিয়োগের বহু সম্ভাবনা তৈরি হয়েছে সেগুলিই তুলে ধরেন অমিত মিত্র। প্রসঙ্গত, ২০১৭ সালের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে ইউরোপ, আমেরিকা এবং এবং এশিয়া মহাদেশের মোট ২৯টি দেশ অংশ নিয়েছিল। দিল্লীতে যে ৩১ দেশের প্রতিনিধিদের সঙ্গে অমিত মিত্র বৈঠক করেন তাঁদের মধ্যে অন্তত ১৫জন রাষ্ট্রদূত পদমর্যাদার প্রতিনিধি।

সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, রাশিয়া, ফিনল্যান্ড, সৌদি আরব, ইন্দোনেশিয়া, হাঙ্গেরি, ইজরায়েল, বুলগেরিয়া, ভুটান এবং নরওয়ের মতো দেশগুলি বাংলায় বিনিয়োগ নিয়ে এতটাই উৎসাহিত যে ভারতে নিযুক্ত তাঁদের রাষ্ট্রদূতদেরই এদিন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে আসার নির্দেশ দিয়েছিল। এ ছাড়াও অস্ট্রেলিয়া, থাইল্যান্ডের মতো দেশগুলি পাঠিয়েছিল তাঁদের উচ্চপদস্থ আধিকারিকদের।

এদিনের বৈঠকে অমিত মিত্র তুলে ধরেন বাংলায় বিনিয়োগ করলে রাজ্য সরকারের তরফে কি কি ক্ষেত্রে কি ধরনের সুযোগসুবিধে প্রদান করা হবে তা নিয়ে। সেই সঙ্গে তিনি তুলে ধরেন রাজ্যে কোন কোন ক্ষেত্রে বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে। এর পর ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর রাজ্যে বিনিয়োগের ক্ষেত্র, তার সম্ভাবনা এবং রাজ্যের তরফে সাহায্য ও যাবতীয় পরিকাঠামোগত সুবিধে নিয়ে বানানো একটি প্রেজেন্টেশনও দেখান সকলকে।

২০১৮ সালের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে রাজ্য সরকারের পাশাপাশি বণিক সংগঠন ফিকি-ও যৌথভাবে উদ্যোক্তার ভূমিকায় রয়েছে। উপস্থিত ছিলেন ফিকি’র সেক্রেটারি জেনারেল। পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্য সচিবও বিদেশী প্রতিনিধিদের কাছে তার দপ্তরের সহযোগিতার কথা তুলে ধরেন। দেশের অন্যান্য বহু শহরে যেখানে শিল্পবান্ধব পরিবেশের যথেষ্ট অভাব রয়েছে, সেখানে বাংলার তরফে সমস্ত ধরনের সুযোগসুবিধের ডালি নিয়ে বিদেশী রাষ্ট্রগুলির প্রতিনিধিদের কাছে উপস্থাপনের ফলে তারাও যথেষ্ট উৎসাহ পেয়েছেন।
Source: Khabar 365 Din

Bengal Govt providing 6 acres for jewellery hub

A jewellery hub is coming up in Bonhooghly near Kolkata on a 6-acre plot. It is going to be developed by the State Government in collaboration with the Gems and Jewellery Export Promotion Council (GJEPC). This was announced on August 29 by the Bengal Commerce & Industry and Finance Minister, Dr Amit Mitra.

Most of the jewellers who have workshops in the traditional jewellery hub of Bowbazar in Kolkata would be allotted plots there. This is a major effort by the State Government to bring down the level of pollution in Kolkata.

Plans are also on to build two common facility centres (CFC) in the state, which would house costly, state-of-the-art instruments for crafting jewellery. Smaller jewellers who would not be able to afford the cost to make use of the instruments can make parts of their jewellery there.

In this connection, it must be mentioned that the State Government, in collaboration with the GJEPC, has initiated the process of getting a geographical indication (GI) registration, conventionally known as a GI tag, for Kolkata-made jewellery, under the brand name of ‘Kolkatti’.

The reasons for going for the GI registration of such jewellery are that these fine, hand-crafted jewellery are in big demand in the Middle East, US and UK, and, precisely because of this big demand, many people are selling jewellery, improperly branding them as Kolkata jewellery.

গয়নার হাব গড়তে ৬ একর জমি দিচ্ছে রাজ্য

 

কলকাতার বনহুগলিতে তৈরি হচ্ছে গয়না হাব। রাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগে এটি তৈরি করবে জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (জিজেইপিসি)।

মঙ্গলবার জিজেইপিসি আয়োজিত সভায় রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র জানান, এই প্রকল্পের জন্য রাজ্য ৬ একর জমি দেবে।

বিশেষত বৌবাজারের কারিগররা গয়না তৈরির জায়গা পাবেন হাবে। কলকাতাকে দূষণমুক্ত করার অন্যতম প্রয়াস এটি।

রাজ্যে নতুন দুটি কমন ফেসিলিটি সেন্টার গড়ার পকিকল্পনাও আছে। ওই কেন্দ্রে গয়না তৈরির দামী যন্ত্রপাতি রাখা হবে। যে-সব কারিগরের সেগুলি কেনার ক্ষমতা নেই, তাঁরা সেখানে গিয়ে গয়নার অংশ তৈরি করাতে পারেন।

কলকাতার নিজস্ব গয়না ‘কলকাত্তি’র পেটেন্ট নিতে রাজ্য উদ্যোগী হয়েছে বলে জানান অমিতবাবু। ভৌগোলিক ভাবে যে-সব পণ্য তৈরি কোনও রাজ্যের নিজস্ব বৈশিষ্ট্য, সেগুলির জন্য ডব্লিউটিও-র কাছ থেকে তা নিতে হয়।

Source: Anandabazar Patrika

Bengal Govt creating food processing and agri-horti-logistics policies

The Bengal Government will soon come up with a food processing policy intended to create a host of incentives for investors.

The Government is also preparing a study on agri-horti-logistics infrastructure, the idea being to identify and narrow certain gaps which hinder the growth of this sector.

The State Government has already taken some measures to boost the food processing sector. It is providing subsidy for setting up packhouses (warehouses where produce are cleaned, graded and stored temporarily) and cold storage modification, and focusing on providing better safety of products by setting up of irradiation facilities. One such has already been set up in Chinsurah.

Fruits and vegetables grown in Bengal have the potential to hit markets in the US and Europe. A consignment of mangoes has recently been sent to the European Union.

Another idea with a big potential, being considered actively by the Government, is the processing of grapes. Already, good-quality grapes are being grown in Bankura and Purulia.

হিমঘর ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উপযোগী পরিকাঠামো তৈরি করতে উদ্যোগী রাজ্য সরকার

খুব শীঘ্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের জন্য লগ্নি-সহায়ক নীতি তৈরি করছে রাজ্য সরকার।
কৃষি ও উদ্যানপালন ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন করতে যা যা প্রয়োজন, তার ওপর গবেষণা করা হচ্ছে। যাতে এই ক্ষেত্রে যা অল্প বিস্তর ত্রুটি আছে, তা সংশোধন করে এই ক্ষেত্র আরও উন্নতি করতে পারে।

খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের জন্য ইতিমধ্যেই সরকার অনেক পদক্ষেপ নিয়েছে।
হিমঘর ও প্যাকহাউসের তৈরির জন্য সরকার ভর্তুকি দিচ্ছে। খাদ্য দ্রব্য ভালো ও তাজা রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। এইরকম একটি কেন্দ্র চুঁচুড়া’য় ইতিমধ্যে এরম একটি কেন্দ্র তৈরি করা হয়েছে।

ফল ও আনাজের বেশ ভালো সম্ভবনা আছে আমেরিকা ও ইউরোপের বাজারে। ইতিমধ্যেই ইউরোপিয়ান দেশগুলিতে বাংলার আম পাঠানো হয়েছে।
বিদেশে বাংলার আঙ্গুরেরও ভালো চাহিদা আছে। ইতিমধ্যেই বাঁকুড়া ও পুরুলিয়া’তে ভালো আঙ্গুর চাষ করা হচ্ছে।

Source: Millennium Post

Govt planning outlets in other states for popular fish dishes of Bengal

The West Bengal Fisheries Development Corporation Limited, a body under the Fisheries Department of the Bengal Government, is firming up plans to open outlets in other states for selling the legendary fish preparations of the State.

The list includes tasty dishes like rohu and katla kalia, prawn malaikari, bhetki paturi, pabdar jhal, bhapa ilish and various others.

The outlets are part of an effort towards branding and popularising Bengal outside Bengal. To begin with, a food festival is being planned in Bengaluru (in a Bengali-dominated area of the city) during this Durga Puja.

After that, outlets in that city will be opened through a franchisee system. Initially, chefs from Bengal would be sent to those outlets; later on, chefs hired there would be sent to Bengal for training.

If the model is successful in Bengaluru, it would be extended to other cities in the country.

The Corporation envisages to earn up to Rs 1.5 crore per month through this scheme.

Source: Bartaman

 

মাছের বাহারি পদ নিয়ে ভিনরাজ্যে দোকান খুলছে রাজ্য মৎস্য দপ্তর

বাংলার মাছের বাহারি স্বাদকে এবার ভিনরাজ্যে ছড়িয়ে দিতে চাইছে রাজ্যের মৎস্য দপ্তর। রুই-কাতলা’র কালিয়া, চিংড়ির মালাইকারি, ভেটকির পাতুরি, পাবদার ঝাল, ভাপা ইলিশ-কি না থাকছে এই তালিকায়। এই সুস্বাদু মাছের হাজারো পদ নিয়ে রাজ্যে রাজ্যে বিপণি খুলছে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম।

বাংলার রান্নার দেশজুড়ে ‘ব্র্যান্ডিং’ করাই তাদের উদ্দেশ্য। বেঙ্গালুরুর এক বাঙালি মহল্লায় দোকান খোলা হবে। এই প্রকল্প জনপ্রিয় হলে, অন্যান্য রাজ্যেও রান্না করা মাছের দোকান সাজিয়ে বসার ভাবনা রয়েছে নিগমের। বেঙ্গালুরুর ওই বাঙালি পাড়ায় আপাতত পুজোর সময় ফুড ফেস্টিভ্যালে মাছের বিভিন্ন পদ বিক্রি করবে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম। পরবর্তী পর্যায়ে বেঙ্গালুরুতেই স্থায়ী দোকান খোলা হবে।

এই নিগমের এক আধিকারিক বলেন, এই বিপণি থেকে মাসে অন্তত দেড় লক্ষ টাকা আয়ের সুযোগ তৈরি হবে। আগামী দিনে বেঙ্গালুরুর আরও বেশ কয়েকটি জায়গায় এরকম আরও ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে। বেঙ্গালুরুর আনসুলেত নামে আরেকটি জায়গায় আগামী আগস্ট মাসে তিনদিনের একটি খাদ্য উৎসবের তাঁরা অংশ নিচ্ছেন। এই পাড়াতে আসন্ন দুর্গাপুজোর সময় ফুড ফেস্টিভ্যালের আয়োজন করবে নিগম।

এই উৎসবের দিনগুলিতে কলকাতা থেকেই রাঁধুনি পাঠানো হবে সেখানে। পরবর্তী পর্যায়ে ফ্র্যাঞ্চাইজিরা তাদের রাঁধুনিদের কলকাতায় পাঠাবে প্রশিক্ষণের জন্য। তারপরে বেঙ্গালুরুতে চালু হবে স্থায়ী দোকান। ফ্র্যাঞ্চাইজির দোকান ডিসেম্বরে তৈরি হয়ে যাবে।