Bengal gets Rs 700 crore investment in Haldia

One the second day of the New Year Bengal received an investment to the tune of Rs 700 crore from Exide industries. Bengal Chief Minister Mamata Banrjee today inaugurated India’s first punch-grid storage battery plant at Haldia. She also inaugurated an IT Park at Haldia.

Speaking on the occasion, the Chief Minister said, “In Bengal no mandays are lost due to bandhs now. We have a new policy for industry. We have a land bank, land map.” She said that a new international convention centre will come up at Digha.

Highlighting the woes of demonetisation, the CM added: “The industrial scenario in the country has worsened in the last 2 months. The MSME sector is going through turmoil. Even in America, economy is only 40% cashless. In India, 92% rural areas have no banks.”

She said in a democracy the government is of the people, by the people and for the people.

 

হলদিয়ায় ৭০০ কোটি টাকা বিনিয়োগ করছে এক্সাইড 

ইংরেজি নববর্ষের দ্বিতীয় দিনে বাংলার জন্য সুখবর। হলদিয়াতে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করছে এক্সাইড। ভারতের প্রথম পাঞ্চ-গ্রিড স্টোরেজ ব্যাটারি প্লান্টের আজ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একটি তথ্যপ্রযুক্তি পার্কের উদ্বোধনও করেন।

মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্যে এখন বনধের কারণে শ্রম দিবস নষ্ট হয়না। রাজ্য সরকার নতুন শিল্প নীতি তৈরী করছে। ল্যান্ড ব্যাঙ্ক, ল্যান্ড ম্যাপও তৈরী করা হয়েছে। তিনি জানান দিঘায় একটি আন্তর্জাতিক কনভেনশন সেন্টার তৈরী হবে।

নোট বাতিলের ফলে দেশের মানুষের কষ্টের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশের শিল্প ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে টালমাটাল অবস্থা। আমেরিকাতেও ৪০% অর্থনীতি মাত্র নগদহীন। ভারতের ৯২% গ্রামাঞ্চলে ব্যাংক পরিষেবা পৌঁছায়নি।

তিনি আরও বলেন যে গণতন্ত্রে সরকার মানুষের প্রতি দায়বদ্ধ।

Mamata Banerjee inaugurates Bengal Information Technology Park at Haldia

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated the ‘Bengal Information Technology Park’ at Haldia. This is a project to facilitate IT industry by providing ‘plug and play’ facilities. 24X7 quality power supply, security and support services will also be provided.

The Bengal Government will open seven Information Technology parks in the state by 2017, the state IT minister had earlier said. He had said that three hardware parks were coming up in the state, besides setting up of an institute of data sciences and a cyber security centre of excellence for protection of data.

The Bengal Government is also keen on a start-up action plan, which will be targeted at the young population in the state.

 

হলদিয়ায় ‘বাংলা তথ্যপ্রযুক্তি পার্ক’ এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আজ হলদিয়ায় ‘বাংলা তথ্যপ্রযুক্তি পার্ক’ এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্যপ্রযুক্তি শিল্পের সহায়তার জন্য এই প্রকল্পে থাকছে প্লাগ এন্ড প্লে সুবিধা। এছাড়াও থাকছে ২৪X৭ উন্নতমানের বিদ্যুৎ সরবরাহ, নিরাপত্তা ও সহায়ক পরিষেবা।

তথ্য ও প্রযুক্তি মন্ত্রী এর আগে জানিয়েছেন যে ২০১৭র মধ্যে সাতটি তথ্যপ্রযুক্তি কেন্দ্র এই রাজ্যে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মন্ত্রী আরও বলেন, তিনটি হার্ডওয়্যার কেন্দ্র গড়ে তলা হচ্ছে পাশাপাশি একটি প্রতিষ্ঠান গড়ে তলা হবে যেখানে ডেটাসায়েন্স ও সাইবার সিকিউরিটির প্রশিক্ষণ দেওয়া হবে।

রাজ্য সরকার যুবক যুবতীদের কথা মাথায় রেখে কিছু কর্মসূচী গ্রহন করতে চলেছে।