IMR in Bengal down to 25 under Trinamool, Bengal among top three States in India

Health has been one of the primary concerns of Chief Minister Mamata Banerjee ever since coming to power, so much so that she herself holds the Cabinet portfolio for the Health Department.

Soon after coming to power, she had instituted a task force to bring down the infant mortality rate (IMR) of Bengal, a move which has delivered significant results over the last six years. From 31 in 2011, when the Trinamool Congress came to power, the IMR came down to 26 in December 2016.

And now, as per the latest report of the Union Health Ministry, the number has further come down to 25. This was conveyed during the recently-held ‘Best Practices and Innovation in Public Health Service’ seminar.

The improved IMR number is primarily because of three reasons:

Higher number of institutional deliveries;
Setting up of new sick newborn care units (SNCU) in districts;
Significant improvement in the nutritional input for new mothers.

With respect to SNCU, the number of doctors and nurses trained in operating these has also been significantly improved. On the other hand, ASHA health workers are helping in bringing news about pregnant mothers and sick children to doctors and conveying back their advice, and also helping in bringing sick children (as well as mothers) immediately to the nearest health centres or hospitals on government-registered Matri Jaans and Nishchay Jaans, and if required, getting them admitted to SNCUs.

ASHA and aanganwadi workers are also helping in convincing pregnant mothers to go for institutional deliveries instead of depending on quacks, especially in rural areas, as well as delivering nutritious food free of cost to new mothers.

 

সদ্যোজাত শিশুমৃত্যু হার কমে ২৫, জানাল কেন্দ্রীয় রিপোর্ট

স্বাস্থ্যক্ষেত্রে ফের জাতীয় স্তরে কামাল করল বাংলা। ক্ষমতায় এসেই আলাদা টাস্ক ফোর্স গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলও পেলেন হাতেনাতে।

২০১১ সালে রাজ্যে সদ্যোজাত শিশুমৃত্যুর হার ছিল ৩১। অর্থাৎ প্রতি এক হাজার প্রসবে সদ্যোজাত থেকে এক বছর বয়স পর্যন্ত ৩১টি বাচ্চার মৃত্যু হত। তৃণমূল জমানায় ধাপে ধাপে তা কমে হয় ২৮ এবং ২০১৬ সালের ডিসেম্বরে প্রকাশিত কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী হয়ে দাঁড়ায় ২৬। এই সেপ্টেম্বরে প্রকাশিত কেন্দ্রীয় রিপোর্ট শোনাল নতুন সুখবর। সদ্যোজাত শিশুমৃত্যুর হার বা ইনফ্যান্ট মর্টালিটি রেট আরও কমেছে বাংলায়। তা হয়ে দাঁড়িয়েছে ২৫। গ্রামবাংলায় এই হার ২৫, শহরাঞ্চলে ২২।

এর প্রধান কারণ তিনটি:

এক, পশ্চিমবঙ্গে প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধি।

দুই, গুরুতর অসুস্থ সদ্যোজাত বাচ্চাদের জন্য হওয়া এসএনসিইউ বা সিক নিউ বর্ণ কেয়ার ইউনিট-এর সংখ্যা বৃদ্ধি।
তিন, মায়েদের সার্বিক পুষ্টির মান আগের থেকে ভালো হওয়া।

এসএনসিইউ-এর সংখ্যা বেড়ে যাওয়ায় এখন আগের থেকে অনেক বেশী যত্ন পাচ্ছে সদ্যোজাতরা। অধিকাংশ বড় মেডিক্যাল কলেজ হাসপাতালের এসএনসিইউ-তে এখন শ্বাসকষ্টের চিকিৎসায় সি প্যাপ, ভেন্টিলেটর ইত্যাদি যন্ত্র রয়েছে। প্রশিক্ষিত ডাক্তার ও নার্সের সংখ্যাও বেড়েছে।

এই সুফলের আরও কারণ হল আশা কর্মীদের মাধ্যমে আসন্নপ্রসবা মহিলাদের খবর জানা, ‘নিশ্চয় যান’ এর মাধ্যমে নিখরচায় অসুস্থ বাচ্চাকে নিয়ে দ্রুত হাসপাতালে চলে আসা এবং পরিকাঠামোগত উন্নতি। এখন বাচ্চা অসুস্থ হলে গ্রামবাংলাতেও মায়েরা তাকে বাড়িতে ফেলে রাখেন না। কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন।

প্রসঙ্গত, কিছুদিন আগেই ‘বেস্ট প্র্যাকটিসেস অ্যান্ড ইনোভেশনস ইন পাবলিক হেলথ সিস্টেম’ শীর্ষক জাতীয় সম্মেলনে শিশুমৃত্যুর হার দ্রুত কমানোর বিষয়ে রাজ্য সরকার উচ্চ প্রশংসিত হয়।

Source: Bartaman

Welfare of mothers – Always a priority for Maa, Mati, Manush Govt

A mother is the first, foremost and best friend of everyone’s life as no one can be true and real like her.

Trinamool’s slogan in 2011 was Maa, Mati, Manush. Mothers have always been a pillar of support, and a source of strength for us.

Inspired by Mamata Banerjee, the Bengal Government has taken several steps in the last six years for the welfare of mothers.

Due to sustained effort of the State Government in improving the health infrastructure through its various programmes, noticeable improvements have been observed in health parameters of the State.

Here are some of the welfare measures for mothers by Trinamool Government:

  • The State Government has initiated a process of setting up of 13 Mother and Child Hubs (MCH).
  • Three new Waiting Huts have been set up for pregnant mothers in remote areas of Sunderbans.
  • 35 Nutritional Rehabilitation Centres (NRCs) have been operationalized for management of severely malnourished children with counselling of their mothers.
  • Eastern India’s first Human Milk Bank – ‘Madhur Sneha’ – and Cord Blood Bank have been set up at SSKM Hospital.
  • During the last five years, Infant Mortality Rate (IMR) has been reduced from 32 to 26 and Institutional Delivery in health centres and hospitals has increased from 65% to 90%.

 

মাতৃকল্যাণে নানা উদ্যোগ মা, মাটি, মানুষের সরকারের

সবার জীবনেই মায়ের গুরুত্ব অপরিসীম। মা হল আমাদের সবথেকে প্রিয় বন্ধু, কেউ তার জায়গা নিতে পারে না। ২০১১ সালের নির্বাচনে তৃণমূলের স্লোগান ছিল ‘মা মাটি মানুষ’ – মা, মাদার, আম্মা আমাদের প্রেরণা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গত ৬ বছরে রাজ্য সরকার মাতৃকল্যাণের জন্য নিয়েছে অনেক পদক্ষেপ। তারই ফলস্বরূপ অভূতপূর্ব পরিবর্তন এসেছে রাজ্যে।

রাজ্য সরকারের নেওয়া কিছু উদ্যোগ:

  • ১৩ টি মাদার এন্ড চাইল্ড হাব তৈরী করছে রাজ্য
  • সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে গর্ভবতী মায়েদের জন্যও তৈরি হয়েছে তিনটি ওয়েটিং হাব
  • অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য ৩৫টি নিউট্রিশ্যানাল রিহ্যাবিলিটেশন সেন্টার তৈরী করছে রাজ্য
  • এসএসকেএম হাসপাতালে নির্মিত হয়েছে পূর্ব ভারতের প্রথম মাতৃদুগ্ধ ব্যাঙ্ক “মধুর স্নেহ” ও কর্ড ব্লাড ব্যাঙ্ক
  • গত পাঁচ বছরে রাজ্যে শিশু মৃত্যুর ৩২ থেকে হার কমে হয়েছে ২৬, হেলথ সেন্টার ও হসপিটালে ইন্সটিট্যুশানাল ডেলিভারি ৬৫% বেড়ে হয়েছে থেকে ৯০%

Health for all: Bengal shows the way

Healthcare is one of the major factors that determine the progress of a State and its people. From the time Trinamool Congress came to power, the state of healthcare in Bengal has progressed by leaps and bounds. The best matrix to judge this would be to look at some of the targets set by the National Health Policy 2017 for the country and comparing it to West Bengal.

The Central Government target for Life Expectancy at Birth is to achieve 70 by the year 2025. The Life Expectancy at Birth in Bengal in 2014 was 70.2.

The total Fertility Rate the Central Government hopes to attain by 2025 is 2.1, whereas in Bengal it was 1.6 as early as 2013. The lower the Total Fertility Rate, the better it is.

It is the same if we look at Infant Mortality Rate, where the Centre hopes to reduce the rate to 28 by 2019. In Bengal we had already lowered it to 26 in 2016.

In the last six years, Institutional Delivery in health centres and hospitals has increased from 65% to 90%.

The State Government has also taken the path-breaking decision of withdrawing all user charges from all Government hospitals, including medical college hospitals. These user charges include those of drugs, surgical implants and usage of costly devices.

Under Mamata Banerjee, the Health Department has been one of the best-performing departments over the last five years in West Bengal. People all over the State are very happy with the overall developments in Healthcare.

 

স্বাস্থ্যে মমতার ছোঁয়া মা-মাটি-মানুষ সরকারের

মমতা বন্দোপাধ্যায়-এর নেতৃত্বে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর বিগত পাঁচ বছরে ব্যাপক সাফল্য অর্জন করেছে। নায্যমূল্যের ওষুধের দোকান, নায্যমূল্যের ডায়াগনস্টিক কেন্দ্র এবং মাল্টি -সুপার স্পেশালিটি হাসপাতাল স্বাস্থ্য ক্ষেত্রে অসাধারণ পরিবর্তন এনেছে। আর তার সবচেয়ে বড় উদাহরণ হল জাতীয় স্বাস্থ্য নীতি, ২০১৭-র রিপোর্ট।

জাতীয় স্বাস্থ্য নীতি, ২০১৭ অনুযায়ী,

Life expectancy at birth:

২০২৫ সালের মধ্যে ভারতবর্ষের টার্গেট – ৭০
২০১৪ পশ্চিমবঙ্গ – ৭০.২

Total Fertility rate:

২০২৫ সালের মধ্যে ভারতবর্ষের টার্গেট ২.১ শতাংশ। ২০১৩ সালে রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে এই হার ১.৬ শতাংশ।

শিশু মৃত্যুর হারঃ

২০২৫ সালের মধ্যে ভারতবর্ষের টার্গেট ২৮। ২০১৬ সালে রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে শিশু মৃত্যুর সংখ্যা কমে হয়েছে ২৬।

ইন্সটিটিউশন ডেলিভারিঃ

বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে ইন্সটিটিউশন ডেলিভারির হার ৬৫ শতাংশ(২০১১) থেকে বৃদ্ধি পেয়ে ৯০ হয়েছে।

 

বর্তমানে রাজ্যের সব সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়। এর পাশাপাশি, রাজ্যে সরকারী হাসপাতালগুলিতে ভর্তি সকল রোগীদের বিনমূল্যে ওষুধপত্র ও অনান্য সুযোগ সুবিধেও দেওয়া হচ্ছে। সরকারী হাসপাতালের শয্যা সংখ্যা বেড়ে হয়েছে ২৭,০০০। সব মিলিয়ে সার্বিক উন্নয়নে রাজ্যের সমস্ত মানুষ খুব খুশি।

 

 

Bengal’s new ‘Health Bill’ is a model for the entire country: Mamata Banerjee

The historic West Bengal Clinical Establishments (Registration, Regulation and Transparency) Bill, 2017 was passed at the West Bengal Assembly today.

The Bill aims to regulate the private hospitals and bring in transparency in the manner in which they operate.

Bengal Chief Minister Mamata Banerjee spoke at length on the Bill during a discussion in the Assembly. She called the Bill ‘historic’ and “a model for the entire country”.

Highlights of Mamata Banerjee’s speech at the State Assembly:

  • Opposition for the sake of it had become a norm in Bengal. No more. We work for the people.
  • Those who are giving lectures today did not do any work for 34 years. Despite the huge debt burden, we are working for the people
  • We have increased number of beds by 27000. We provide healthcare for free in govt hospitals in Bengal
  • People from Bihar, Jharkhand, Odisha, North East, Bhutan, Nepal, Bangladesh come to Bengal for treatment
  • Procedures like MRI, Scan, X-Ray, blood tests and even dialysis are provided at much lower cost
  • 112 fair price medicine shops providing up to 70% discount have been set up
  • 16 Mother and Child Hubs, 70 SNCUs, 303 SNSUs have been set up
  • Institutional delivery has increased from 65% to 90% in last five years. Infant Mortality Rate (IMR) has been reduced from 32 to 26
  • Fair Price Diagnostic Centers and Dialysis Services have been set up at 46 State Run Facilities
  • We have set up 7 new health districts and 7 new medical colleges
  • Children receive free cardiac surgeries under Sishu Sathi scheme. We have started breast milk bank. We have initiated Swasthya Sathi scheme.
  • Seats have been increased at medical colleges
  • Health department conducted a survey for one year before bringing this Bill
  • Some hospitals are taking PAN cards and FD papers of patients. We never heard of things like this
  • Some hospitals are overcharging patients, making exaggerated bills. The greed is crossing all limits
  • This Bill aims at bringing transparency, ending harassment of patients and taking steps to stop medical negligence
  • This Bill makes provisions for proper compensation in case of negligence by hospitals
  • Hospitals have to start e-prescriptions and keep online medical records
  • Hospitals cannot charge more than the package for treatment. They must provide an estimate for additional cost
  • Hospitals must start ‘Public Grievance Cell’
  • Hospitals with more than 100 beds must start fair price medicine shops and diagnostic centres
  • Hospitals getting land from Govt must provide free treatment to 10% people
  • Hospitals must provide primary treatment to accident victims
  • Hospitals not following this law may lose license
  • 13-member West Bengal Clinical Establishment Regulatory Commission to be set up, headed by a former judge of the High Court
  • The regulatory commission can impose penalty up to Rs 50 lakh on hospitals
  • Life saving treatment and medicines cannot be stopped even if patient cannot give money
  • Deadbodies of patients cannot be held back due to non-payment of dues
  • We must provide service with a smile

 

ঐতিহাসিক স্বাস্থ্য বিলকে সারা দেশের জন্য মডেল বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আজ বিধানসভায় ঐতিহাসিক ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্টস (রেজিস্ট্রেশন, রেগুলেশন অ্যান্ড ট্রান্সপেরেন্সি) বিল ২০১৭ পাশ হল।

স্বাস্থ্য পরিষেবায় স্বচ্ছতা আনতে, রোগীদের হয়রানি বন্ধ করতে ও  চিকিৎসায় গাফিলতি রুখতে এই বিল আনা হয়েছে।

বিধানসভায় এই বিল নিয়ে আলোচনার শেষে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিলকে ঐতিহাসিক আখ্যা দিয়ে তিনি বলেন সারা দেশের কাছে এটি একটি মডেল।

বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ

  • যারা আজ বড় বড় ভাষণ দিচ্ছেন ৩৪ বছরে তারা কোন কাজ করেনি
  • আমরা হাসপাতালে বেডের সংখ্যা ২৭০০০ বাড়িয়েছি। সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়
  • বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, NE ভারত, ভুটান, নেপাল, বাংলাদেশ থেকে মানুষ বাংলায় আসে চিকিৎসার জন্য
  • এম আর আই, স্ক্যান, এক্স-রে, রক্ত পরীক্ষা এমনকি ডায়ালিসিসও কম খরচে করা হয়
  • ১১২ টি ন্যায্য মূল্যের ওষুধের দোকানে ৭০ শতাংশ ছাড়ে ওষুধ পাওয়া যায়
  • ১৬টি মাদার চাইল্ড হাব, ৭০ টি এস এন সি ইউ, ৩০৩টি এস এন এস ইউ তৈরী করা হয়েছে
  • গত ৫ বছরে ইন্সটিটিউশন ডেলিভারি ৬৫% থেকে বেড়ে হয়েছে ৯০%
  • ৪৬ টি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ন্যায্যমূল্যের ডায়াগনস্টিক সেন্টার ও ডায়ালিসিস পরিষেবা দেওয়া হয়
  • শিশু মৃত্যুর হার ৩২ থেকে কমে ২৬ হয়েছে
  • ৭ টি নতুন স্বাস্থ্য জেলা ও ৭টি নতুন মেডিকেল কলেজ তৈরী করেছি আমরা
  • শিশু সাথীর আওতায় শিশুদের বিনামূল্যে হার্ট অপারেশন করা হয়। আমরা মাতৃ দুগ্ধ ব্যাঙ্ক চালু করেছি
  • স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করেছি
  • যারা আজ বড় বড় ভাষণ দিচ্ছেন ৩৪ বছরে তারা কোন কাজ করেনি
  • এত ঋণের বোঝা থাকা সত্ত্বেও আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি
  • অনেক বেসরকারি হাসপাতাল ভালো কাজ করে। যারা করে না তাদের নিয়ন্ত্রণ করতে হবে
  • এই বিলটি আনার আগে স্বাস্থ্য দপ্তর এক বছর ধরে একটি সমীক্ষা করে
  • কিছু হাসপাতাল রোগীদের থেকে এফ ডি পেপার ও প্যান কার্ড নিচ্ছে। এরকম ঘটনা আগে কখনো শুনিনি
  • কিছু কিছু হাসপাতালে বিল লাফিয়ে লাফিয়ে বাড়ছে, লোভের সীমা ছাড়িয়ে যাচ্ছে
  • ধৈর্যের বাঁধ ভাঙলে কড়া পদক্ষেপ নিতেই হয়
  • স্বাস্থ্য পরিষেবায় স্বচ্ছতা আনতে, রোগীদের হয়রানি বন্ধ করতে ও  চিকিৎসায় গাফিলতি রুখতে এই বিল
  • হাসপাতালের গাফিলতিতে রোগীর মৃত্যু হলে হাসপাতালকে তার ক্ষতিপূরণ দিতে হবে
  • ই-প্রেসক্রিপশন ও সব মেডিক্যাল রেকর্ডসের ই-কপি সব রোগীকে সরবরাহ করতে হবে
  • হাসপাতাল চিকিৎসার প্যাকেজের বাইরে অতিরিক্ত টাকা চার্জ করতে পারে না
  • অতিরিক্ত খরচের হিসেব আগেই দিতে হবে
  • হাসপাতালগুলিকে পাবলিক গ্রিভেন্স সেল চালু করতে হবে
  • ১০০ র বেশি বেড যে হাসপাতালে আছে সেখানে ন্যায্যমূল্যের ওষুধের দোকান ও ডায়াগনসটিক সেন্টার থাকতে হবে
  • ১০% মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালগুলিকে জমি দেবে রাজ্য সরকার
  • দুর্ঘটনাগ্রস্ত কোন রোগীকে অবশ্যই প্রাথমিক চিকিৎসা দিতে হবে
  • এই আইন মেনে না চললে হাসপাতালের  লাইসেন্স বাতিল হতে পারে
  • ১৩ জন সদস্য নিয়ে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্টস রেগুলেটরি কমিশন তৈরী করা হবে
  • রেগুলেটরি কমিশনের প্রধান হবেন হাই কোর্টের প্রাক্তন বিচারপতি
  • হাসপাতালের ওপর ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা চাপাতে পারে রেগুলেটরি কমিশন
  • জীবনদায়ী ওষুধ ও পরিষেবা বন্ধ করা যাবে না, টাকা না থাকলেও চালাতে হবে
  • টাকা না থাকলেও দেহ আটকে রাখা যাবে না
  • অনেক বেসরকারি স্কুল চড়া ডোনেশন চায়। বোর্ড পরীক্ষার পর আমরা এই বিষয়টি দেখব
  • হাসি মুখে আমাদের পরিষেবা দিতে হবে
  • আমরা আবারও বাংলার মা-মাটি-মানুষকে প্রণাম জানাই। আমরা মানুষের জন্য কাজ করে যাব

 

 

 

Bengal achieves social revolution in child health care system: Mamata Banerjee

Bengal has achieved a social revolution in child care sector under the state’s health system.

Infant Mortality Rate (IMR) in Bengal, which was 32 in 2011, has declined to 28 in 2014, as per the recent SRS data published in July, 2016.

Bengal has achieved the highest decline in the country in IMR as a big state, and has been appreciated with Trophy and Certificate of Merit in the National Summit on Best Practices and Innovations in Public Healthcare Systems in India, organized by the Ministry of Health and Family Welfare, Government of India at Tirupati during 29-31st August, 2016.

The corresponding figures of IMR of the country as a whole are 44 in 2011 and 39 in 2014. Thus, Bengal is far ahead of the country as a whole in terms of this critical health parameter.

“This achievement is due to the hard work and dedication of Doctors, officials and workers of our health sector. We are committed to do much more work for the society. I congratulate my Health and other related departments,” Chief Minister Mamata Banerjee said in the Facebook post.

 

শিশু কল্যাণের ক্ষেত্রে বাংলার মুকুটে নতুন পালক

শিশু কল্যাণে বাংলার মুকুটে নতুন পালক। ২০১১ সালে বাংলায় শিশু মৃত্যুর হার (আই এম আর) ছিল ৩২, সম্প্রতি ২০১৬ সালের জুলাই মাসে প্রকাশিত এসআরএস তথ্য অনুযায়ী, ২০১৪ সালে এই হার কমে দাঁড়িয়েছে ২৮য়ে।

শিশু মৃত্যুর হার কমার প্রবণতায় দেশের বড় রাজ্যগুলির মধ্যে শীর্ষে বাংলা। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয় দ্বারা আয়োজিত National Summit on Best Practices and Innovations in Public Healthcare Systems in India তে, যা ২৯-৩১ শে আগস্ট তিরুপতিতে অনুষ্ঠিত হবে, বাংলার এই কৃতিত্বকে সম্মানিত করা হবে।

সামগ্রিকভাবে দেশের আই এম আর ২০১১ সালে এই সংখ্যা ছিল ৪৪ এবং ২০১৪ সালে ছিল ৩৯। বাংলা এই ক্ষেত্রে অনেকটাই এগিয়ে।

“ডাক্তার, স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন কর্মী ও অফিসারদের কঠোর পরিশ্রমের ফলে রাজ্য এই কৃতিত্ব অর্জন করেছে। আমরা সমাজের জন্য আরও অনেক বেশি কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি স্বাস্থ্য দপ্তর সহ অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের সকলকে অভিনন্দন জানাচ্ছি,” মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুক পোস্টে একথা জানান।