Agriculture or industry, Bengal is right ahead

Whether it is agriculture or industry, Bengal is right ahead in every sphere.

From disbursing Kisan Credit Cards to setting Kisan Bazaars and giving pattas to landless individuals, the government has always stood by the farmers of the State.

Even in industry, Bengal is performing better than the rest. In the Bengal Global Business Summit in 2016, investment proposals worth Rs 2.5 lakh crores were received.

Here are the FIVE biggest achievements in the agriculture and industry:

Agriculture:

Increase in Agriculture, Forestry and Fishery in 2014-15: West Bengal 6.49% India 1.1%

Production of foodgrains has increased to 17.4 million tonnes (2014) from 14.8 million tonnes (2011)

More than 6.9 million farmers have received the Kisan Credit Card

121 Krishak Bazars, out of 176, have been set up

300,000 landless individuals have received pattas

Whether it is agriculture or industry, Bengal is right ahead in every sphere.

From disbursing Kisan Credit Cards to setting Kisan Bazaars and giving pattas to landless individuals, the government has always stood by the farmers of the State.

Even in industry, Bengal is performing better than the rest. In the Bengal Global Business Summit in 2016, investment proposals worth Rs 2.5 lakh crores were received.

Here are the FIVE biggest achievements in the agriculture and industry:

 

Industry:

Increase in Industry – Bengal grew at 10.59% whereas India grew at 7.3% in 2015-16

Core Committee and Task Force on Industry : Sector Committees have been set up for industries with a mix of senior bureaucrats and business leaders, who deliberate on sector challenges, recommend policy initiatives, and suggest streamlining of processes and report to a Steering Committee

Unique Clearance Centre (UCC) : Set up in Howrah, Jalpaiguri, Burdwan, Purulia, Hooghly and Bankura districts. It is a dedicated
set up for fast tracking mutation and conversion of land for industry purpose. More than 1000 acres of land mutation and conversion has happened at these UCCs during the last one and a half years.

64% growth in export:The total export from the IT Industry of the State is estimated at Rs. 13,686 crore in 2013-14 as compared to Rs. 8335 crore of 2010-11 showing a growth of about 64% in only 3 (three) years or more than 20% year-on-year.

West Bengal MSME Venture Capital Fund : With a corpus of Rs. 200 crore launched in 2015 with an aim to provide equity support to
potential and innovative small and medium enterprises in the State.

 

কৃষি এবং শিল্পে এগিয়ে বাংলা

কৃষিই হোক বা শিল্প, আজ সর্বক্ষেত্রে এগিয়ে বাংলা।

কিষাণ ক্রেডিট কার্ড বিতরণ থেকে শুরু করে কিষাণ বাজার তৈরী করা – সব ব্যাপারেই কৃষকদের পাশে দাঁড়িয়েছে সরকার। শিল্পেও বাংলা অভূতপূর্ব অগ্রগতি আনতে পেরেছে। ২০১৬ বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে ২.৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে। কৃষি এবং শিল্পে ৫টি সবচেয়ে বড় সাফল্যগুলি হল এইগুলি:-

কৃষি:

কৃষি, বন্যসম্পদ উন্নয়ন এবং মাছচাষে সারা দেশে বৃদ্ধির হার ১.১%, পশ্চিমবঙ্গে সেখানে ৬.৪৯%।

খাদ্যশস্যের উৎপাদন ২০১১-তে ১৪.৮ মিলিয়ন টন থেকে বেড়ে ২০১৪ সালে হয়েছে ১৭.৪ মিলিয়ন টন।

৬৯ লক্ষেরও বেশি চাষী আজ কিষাণ ক্রেডিট কার্ড পেয়েছেন।

১৭৬ কৃষক বাজারের মধ্যে ১২১টি ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে।

৩ লক্ষ ভূমিহীন কৃষকরা পাট্টা পেয়েছেন।

শিল্প:

শিল্পে বৃদ্ধি: বাংলায় ২০১৫-১৬ সালে শিল্পে বৃদ্ধির হার ১০.৫৯%, যেখানে সারা দেশে সেটি মাত্র ৭.৩%।

শিল্পে কোর কমিটি এবং টাস্ক ফোর্স: শিল্পপতি ও উচ্চপদস্থ আমলাদের নিয়ে সেক্টর কমিটি গঠন করা হয়েছে যা শিল্পক্ষেত্রে সমস্যা খুঁজে, তার সঠিক নীতি নির্ধারণ করে, সমাধান বার করে স্টিয়ারিং কমিটির কাছে রিপোর্ট পাঠাবে।

ইউনিক ক্লিয়ারেন্স সেন্টার (UCC): এগুলি গড়ে তোলা হয়েছে হাওড়া, জলপাইগুড়ি, বর্ধমান, পুরুলিয়া, হুগলি, এবং বাঁকুড়া জেলায়ে। জমি মিউটেশনের কাজ ও শিল্পের জন্য জমি রূপান্তরের কাজ তরান্বিত করতে এগুলি গড়ে তোলা হয়েছে, যার ফলে গত দেড় বছরে এক হাজার একর জমির উপর এই কাজ করা সম্ভব হয়েছে।

রপ্তানিতে ৬৪% বৃদ্ধি: আই টি শিল্পে রপ্তানি ২০১০-১১ সালের ৮,৩৩৫ কোটি টাকা থেকে বেড়ে মাত্র তিন বছরের মাথায়ে ২০১৩-১৪ সালে হয়েছে ১৩,৬৮৬ কোটি টাকা যা হল বছরে প্রায় ২০% বৃদ্ধি।

পশ্চিমবঙ্গ MSME ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড: রাজ্যে সম্ভাব্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের শিল্পকে স্বাগত জানাতে এটি ২০০ কোটি টাকা মূলধন নিয়ে গড়ে তোলা হয়েছে।

 

Highlights of 2016 Assembly election Manifesto

Here are the salient points from the 2016 Assembly election Manifesto of Trinamool Congress, which was released by Mamata Banerjee on March 11 at the party office in Kalighat.

 

Good Governance and Law & Order

  • Housing projects like ‘Akanksha’ and ‘Pratyasha’ will expand the housing capacity for police personnel
  • The family members of workers who die while on duty will be given jobs
  • Protecting the minority and backward classes is our pledge
  • There has been, and will be a further, increase in the number female police personnel
  • A new police commissionerate will be created
  • Six new districts (Sundarbans, Bashirhat, Bardhaman-Industrial, Bardhaman-Rural and Jhargram) and three new sub-districts (Mirik, Jhalda and Manbazar) will be created to facilitate administration
  • Keeping Bengal free of communal violence is our pledge
  • There are plans to increase interactions between the people and the Government

 

Heath

  • Web-based reporting and video-conferencing-enabled HMIS-enhancing policies are being taken up
  • Mobile health units planned in the hills, forests and mining zones
  • PPP mode-based development of medical facilities in suburban areas is under process
  • To maintain a healthy gender ratio, ‘Save the Girl Child’ programme is being implemented
  • Plan to open a medical college in every district

 

Education

  • Sanskrit Board to be set up with the help of Ramakrishna Mission
  • School shoes are being distributed to students of classes I-IV. There are further plans to distribute shoes to students from Classes V-VIII
  • Plans are there to introduce Wi-Fi across colleges and universities
  • More ITIs and polytechnic institutes will be opened. This is already underway in many blocks. Besides, to ensure jobs to skilled workers and individuals, an annual mega event, ‘Utkarsh Bangla,’ has been arranged, which will ensure employment opportunities to six lakh people every year.
  • All the blocks will have at least one ITI

 

Industry

  • Work has already started for the Amritsar-Kolkata Industrial Corridor. Raghunathpur has been marked as the location for an industrial park to be constructed soon. The prospect of building a park cluster will also be looked into.
  • Through the Rasoolpur and Bhor Sea Port projects, port management and construction activities will be taken up. The Government plans to increase sea trade substantially through the new ports.
  • This will support the Kolkata Port Trust and improve the economy of the people of Bengal.
  • An Industrial Investment Fund will be maintained to promote and regulate industrialisation. Private investors will be encouraged so that we can quickly build roads and other facilities near these industrial parks.
  • Once we obtain a steady supply of natural gas, industries based on it can be started. The suburban areas of Kolkata and other adjoining areas will be provided with gas distribution and supply networks. CNG-driven transportation will be implemented extensively.
  • We will consider plans for knowledge-based industries, like in the IT sector, and industries that depend on intellectual resources.
  • We are coming up with special policies and schemes to prioritise the development of such industries.

 

Small Industry

  • We will provide support to start-ups under our Start-up Policy.
  • Texpro: Under this programme, within a period of three years, a number of textile parks and garment hubs will be erected. A few thousand crores will be invested in this programme, which will provide employment to lakhs.
  • Government-approved industrial hubs: Under the scheme of Approved Industrial Park, many industrial hubs will be constructed, occupying thousands of acres of land.
    Ornamental craft, leather craft, foundry, and processed and packaged food will have special industrial parks (‘Shilpa Tirtha’) constructed for them.
  • A few crores will be invested in constructing a silk park in Malda.
  • A multi-million eco-tourism park will be inaugurated in Banarhat.
  • Godapiasal, Vidyasagar, Shalbani, Sahachak, Raghunathpur, Haldia and Borjora will get industrial parks.

 

Women & Child Welfare 

  • ‘Kanyasree Plus’ is going to be implemented. Under this programme, girls under the Kanyasree Scheme would receive higher education and jobs. The programme, meant to ensure that more girls are benefitted, and family incomes are also raised, will be expanded in the future.
  • A special helpline will be started to help women across the state.
  • A state-wide mission will be established to see that women and children receive proper nutrition. We will receive help from nodal departments and UNICEF.
    Women empowerment centres will be strengthened.

 

Rural Development 

  • We will focus on the ‘House for All’ programme
  • The rural development programmes would have farmer welfare programmes integrated into them. The TMC government will achieve this through advanced IT systems.
  • Drought-affected areas – Purulia, Bankura and adjacent regions – will have efficient water-distribution systems.

 

Urban Development

  • We are building Biswa Bangla Convention Centre, with a magnificent hotel also coming up beside it. Thousands can seat at the convention centre.
  • Wi-Fi connectivity is going to be extended to Durgapur, Asansol, Bardhaman, Siliguri, Malda, places in North 24-Parganas district, Dum Dum, Barrackpore, Bolpur, Krishnanagar, Chandannagar, Chinsurah and other places
  • Exhibition-cum-mela ground and convention centre to be built at Milan Mela
  • Massive work is underway in the IT sector. Sector VI, similar to Sector V, is under construction, and rapid progress is being made. An IT Bhavan is also being built.
  • Many schemes aimed to facilitate the IT sector are being planned and implemented
  • A large number of towns and cities are getting world-class infrastructure to ensure employment opportunities for lakhs

 

Culture, Sports & Youth Welfare 

  • The heritage arts will be revived, and the livelihoods of rural artistes will be ensured. We will rejuvenate our dying art forms and cultures like muslin and silk crafts, jari music, shari music and others.
  • To locate talents, a talent search scheme will be put in place. Biswa Bangla Youth Centres would be established across the state.
  • In the next five years, the following places would have a stadium and sporting infrastructure: Bolpur, Bhatar, Memari, Buniyadpur, Anda, Islampur, Amta, Shantipur, Ranaghta and Khatra. Stadiums would be built in other places as well.
  • Special attention would be paid to female sportspersons, and to the development of women’s sports
  • A special academy would be constructed for culture, youth welfare and sports

 

Agriculture, Land Development, Horticulture, Fisheries & Animal Husbandry 

  • We plan to increase agricultural production to such a degree that farmers’ incomes double within the next five years. Seed Village programmes and certifications would be expanded.
  • Sufal Bangla: In association with Livestock Development Corporation, Mother Dairy and fishery units, Sufal Bangla outlets would be opened in Kolkata and other districts
    Kisan Portal Service would be started to enable farmers with information and technology
  • The Sundarbans and Digha would be developed as Special Fishery Zones. The TMC government wants to farm sufficient amounts of fish for consumption and would thus promote the farming of big fishes.
  • Health cards for dairy animals would be distributed.
  • The programme ‘Krishi Kothar Ashor’ would be brought to farmers through mobile and electronic media. Training would be provided to farmers to increase the production of crops, fishes, onions and other edibles, as well as to teach them techniques for preservation.
  • An agricultural university would be established in North Bengal
  • Krishi Bhavans would be constructed across districts

 

Minority Development 

  • Bicycles would be distributed to all minority-community students of classes IX-XII
  • A new campus of Aliah University will be opened in North Bengal, in a minority-inhabited area
  • Medical colleges would be established under Aliah University
  • Employment centres would be established for backward classes and for women of minority communities

 

Jangalmahal, Hills, Tea and Estates

  • Through general welfare and tourism, Jangalmahal would be brought back into the mainstream
  • The preservation of the scenic beauty and welfare of the people are our top priority. Welfare boards are being established for our fellow brothers and sisters. We will support anyone who wishes to help the Hills.
  • TMC is absolutely focussed on making tea a major cash crop

 

Backward Sections & Tribal Welfare 

  • Reservation for the eligible communities would be taken care of
  • Special educational and training programmes, as well as employment opportunities, would be arranged for students of backward communities, and scholarships would be arranged for them as well.
  • A special drive would be initiated to provide caste certificates and scholarships for tribal people
  • Special attention will be paid to the girl child – her safety, welfare and education. Social security for the weak is the TMC party’s aim

 

Housing

  • More than 5 lakh flats/apartments would be built for government employees
  • 25 night shelters for people accompanying critical patients have been constructed
  • 100 Pather Sathi structures with multiple amenities for the aid of passengers and travellers would be constructed
  • Rental housing projects would be initiated for people with limited resources

 

Public Works & Transport

  • Integration and expansion of the Kolkata, Andal and Bagdogra airports is being planned to increase national and international flight traffic.
  • Beautification of the banks of the Ganga and the increasing of water crafts traversing it are being realised.
  • Bhor Sagar Deep-Sea Port project is under process, which will aid our socio-economic growth significantly.
  • Metro rail projects in Kolkata and associated areas will be completed.
  • By employing thousands of new buses and taxis, the TMC Government is earnestly trying to satisfy transportation needs, with more emphasis being paid to e-rickshaw project.

 

Tourism

  • A number of branded hotels would be established in the State.
  • Coastal regions like Digha, Mandarmoni, Shankarpur, Bakkhali, and Henry Island would be extensively improved.
  • Beautification, introduction of adventure sports, cleanliness, strengthening of security, food kiosks, footpaths, changing rooms, toilets, tree plantation and many other plans would be put in place.
  • Incentive schemes would be provided to film-makers to shoot in Bengal, to make good use of its beautiful landscape, and to promote Bengal as an economical filming site.
  • Leisure tourism would be promoted by introducing houseboats in tourist destinations along river banks.
  • Bengal Travel Mart will be promoted as the only State-sponsored tourism event. It will be a part of the State’s ‘Tourism, Fair and Festivals’ list.

 

২০১৬ বিধানসভা নির্বাচনের ইস্তাহারের বিশেষ কিছু অংশ

গতকাল তৃণমূল কংগ্রেসের ২০১৬ বিধানসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশিত হল। সেই ইস্তাহারের কিছু বিশেষ অংশঃ

 

সুশাসন ও আইনশৃঙ্খলা

  • পুলিশকর্মীদের জন্য বাড়ির (‘প্রত্যাশা’ ও ‘আকাঙ্ক্ষা’ দিয়ে শুরু) সংখ্যা আরও বৃদ্ধি করা হবে।
  • কাজ করতে করতে মৃত কর্মীর পরিবারের নিকট সদস্যরা চাকরি পাবেন।
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘু সুরক্ষার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
  • মহিলা পুলিশকর্মীর সংখ্যা বাড়ানো হবে। নতুন পুলিশ কমিশনারেট তৈরি করা হবে। এছাড়া ৬টি নতুন জেলা (সুন্দরবন, কালিম্পং, বসিরহাট, বর্ধমান-শিল্প, বর্ধমান-গ্রামীণ ও ঝাড়গ্রাম) এবং ৩ টি নতুন মহকুমা (মিরিক, ঝালদা ও মালবাজার) গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
  • রাজ্যে শান্তির শাসন আরও বেশি করে সুপ্রতিষ্ঠিত করা হবে। বাংলা হবে দাঙ্গামুক্ত। প্রশাসনিক স্তরে স্বচ্ছতা এবং দায়িত্ববোধের সঙ্গে আমরা আপামর জনসাধারণের জন্য সুশাসন দিতে প্রতিজ্ঞাবদ্ধ থাকব।

 

স্বাস্থ্য

  • ওয়েব-বেসড রিপোর্টিং, ভিডিও কনফারেন্সিং ইত্যাদি যুক্ত এইচএমআইএস-এর শক্তি বৃদ্ধি।
  • জঙ্গলমহল, সুন্দরবন, চা-বাগান, বনবহুল এবং কয়লাখনি এলাকায় ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিটের ব্যবস্থা করা।
  • রাজ্যের শহরতলিতে স্বাস্থ্যের উন্নতির জন্য পিপিপি মডেলের আরও প্রয়োগ।
  • জেলা হাসপাতালগুলিতে আরও বিশেষজ্ঞ ক্লিনিক স্থাপন করা।
  • সেক্স-অনুপাত বজায় রাখতে ‘সেভ দ্য গার্ল চাইল্ড’ প্রকল্প আরও প্রচার করা।

 

শিক্ষা

  • রামকৃষ্ণ মিশনের সহায়তায় সংস্কৃত বোর্ড শুরু করা হবে।
  • প্রথম থেকে চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীদের জুতো দেওয়া হচ্ছে। ২০১৬-১৭ তে পঞ্চম থেকে অষ্টম শ্রেনি পর্যন্ত ছাত্রছাত্রীদের জুতো দেওয়ার চেষ্টা চলছে।
  • বাংলার সমস্ত স্কুলে ধাপে ধাপে কম্পিউটার দেওয়া হবে।
  • কারিগরি শিক্ষা ও প্রযুক্তিবিদ্যা প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির জন্যও চালু হয়েছে ‘উ९কর্ষ বাংলা’ যা প্রতিবছর ৬ লক্ষ যুবক-যুবতীকে দেবে নিশ্চিত চাকরি লাভের সুযোগ।
  • বিভিন্ন কলেজে ধাপে ধাপে wifi সুবিধা দেওয়া হবে।

 

শিল্প

  • রসুলপুর ও ভোরসাগর বন্দর নির্মাণের মাধ্যমে বন্দর নির্মাণের বিষয়ে বিশেষভাবে দৃষ্টিপাত করা হবে। এই বন্দরগুলি পূর্ব ভারত থেকে বাইরে এবং বাইরে থেকে পূর্ব ভারতে নৌবাহিত মাল সরবরাহের ব্যবস্থা আরও দৃঢ় করবে। এই বন্দরগুলি কলকাতা পোর্ট ট্রাস্টের পরিপূরক হিসেবে কাজ করবে। উপকূলবর্তী অঞ্চলের উন্নয়ন সাধিত হবে।
  • বহু টাকার ইন্ডাস্ট্রিয়াল ফান্ড তৈরির মাধ্যমে শিল্পের পরিকাঠামো নির্মাণের কাজ সহজ করার ব্যবস্থা করা হবে। এরফলে ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলির এলাকায় রাস্তাঘাট, বিদ্যু९, জলসরবরাহ ইত্যাদি পরিকাঠামো সুষ্ঠুভাবে নির্মিত হবে।
  • প্রাকৃতিক গ্যাসের যথেষ্ট যোগান এই রাজ্যে এলে গ্যাস চালিত শিল্প নির্মাণের ব্যবস্থা করা হবে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল, শহরতলি এবং পড়শি জেলাগুলিতে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন সিস্টেম তৈরি করা হবে। সিএনজি চালিত জনপরিবহণ ব্যবস্থা প্রবর্তিত হবে।
  • আইটি বা এ ধরনের মেধাসম্পদজনিত শিল্পের প্রসারের জন্য আমরা সর্বাধিক প্রচেষ্টা নেব এবং তার জন্য বিশেষ সুবিধা দেওয়ার কথা আগ্রহের সঙ্গে বিবেচনা করব।

 

ক্ষুদ্র শিল্প

  • আগামী পাঁচ বছরে এই সব সেক্টরগুলির ব্যপক আর্থিক লাভ হবে।
  • সদ্যপ্রণীত স্টার্ট আপ পলিসির সাহায্যে বহু স্টার্ট আপ কোম্পানিকে সহায়তা প্রদান করা হবে।
  • টেক্সপ্রো : এই প্রকল্পের অধীনে তিন বছরের মধ্যে পিপিপি মডেলে গঠিত বেশ কয়েকটি টেক্সটাইল পার্ক এবং গার্মেন্ট হাব স্থাপিত হবে। এই প্রকল্পে বহু হাজার কোটি টাকা বিনিয়োগ হবে এবং বহু লক্ষ মানুষের কর্মসংস্থান হবে।
  • সরকারি অনুমোদনপ্রাপ্ত ইন্ডাস্ট্রিয়াল হাব: স্কিম অফ অ্যাপ্রুভড ইন্ডাস্ট্রিয়াল পার্কের অধীনে অনেকগুলি ইন্ডাস্ট্রিয়াল হাব স্থাপিত হবে। এতে বহু হাজার একর শিল্পের জন্য নির্দিষ্ট জমির ব্যবহার হবে। গোদাপিয়াশাল, বিদ্যাসাগর, শালবনি, সাহাচক, রঘুনাথপুর, হলদিয়া এবং বড়জোড়ায় সমস্ত ইন্ডাস্ট্রিয়াল হাব নির্মাণকাজ সমাপ্ত হবে।
  • শান্তিনিকেতনে স্থাপিত বিশ্ব ক্ষুদ্র বাজারে বহু কোটি টাকা বিনিয়োগ করা হবে।
  • রুরাল ক্রাফট অ্যান্ড কালচার হাব: ইউনেস্কো সমর্থিত বহু কোটি টাকা মূল্যের এই প্রকল্পের ফলে কয়েক হাজার লোকশিল্পীর উপার্জন বাড়বে। দেশে ও বিদেশে নতুন বিশ্ব বাংলা শোরুম স্থাপিত হবে।

 

নারী ও শিশুকল্যাণ

  • কন্যাশ্রী প্লাস প্রবর্তিত হবে। এই প্রকল্পের মাধ্যমে কন্যাশ্রীর আওতায় থাকা বালিকারা উচ্চশিক্ষা এবং চাকরির সুবিধা অর্জন করবে। প্রকল্পটি আরও বর্ধিত ও প্রসারিত করা হবে। যাতে আরও অনেক মেয়েরা সুযোগ পায়, তার জন্যও পারিবারিক আয়ের মাত্রা বাড়ানো হবে।
  • মহিলাদের জন্যও রাজ্যব্যাপী একটি বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হবে।
  • শিশু ও তাদের মায়েদের জন্য পুষ্টিকর খাদ্যের সুবন্দোবস্ত করা হবে এবং তার জন্যও রাজ্যব্যাপী একটি মিশন প্রবর্তন করা হবে। এতে সমস্ত নোডাল বিভাগ ও ইউনিসেফের ভূমিকা থাকবে।
  • Women Empowerment Centre গুলিকে আরও শক্তিশালী করা হবে।

 

গ্রামোন্নয়ন 

  • House for all প্রকল্পটিতে জোর দেওয়া হবে।
  • ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় আইএসজিপি প্রোগ্রামের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতগুলির বহু হাজার সদস্য ও কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হবে। গ্রাম পঞ্চায়েতগুলির সম্পদ বৃদ্ধি করা হবে। জিও-ট্যাগিং পদ্ধতিতে মোবাইল ফোনের মাধ্যমে পঞ্চায়েতগুলির সমস্ত কার্যকলাপ নথিভুক্ত করা হবে।
  • গ্রাম উন্নয়ন প্রকল্প এবং কৃষি উন্নয়ন প্রকল্পকে ভালো ফল লাভের উদ্দেশ্যে সমকেন্দ্রিক করা হবে। তথ্যপ্রযুক্তির ব্যবহার এই সমকেন্দ্রিকরণের কেন্দ্রবিন্দু।
  • পুরুলিয়ায় জলসরবরাহ প্রকল্প সম্পূর্ণভাবে নিশ্চিত করা হবে।

 

নগরোন্নয়ন

  • দিল্লির বিজ্ঞান ভবনের আদলে আধুনিক বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার গড়ে তোলা হচ্ছে। সঙ্গে থাকছে বিশাল একটি হোটেলও। কনভেনশন সেন্টারে হাজার হাজার মানুষ আসন গ্রহণ করতে পারবেন।
  • ইকো পার্কে গড়ে তোলা হচ্ছে সোলার ডোম। ইকো পার্কের নিকটবর্তী স্থানে নির্মিত হচ্ছে হেলিপোর্ট। ইকো পার্কের আইফেল টাওয়ার সহ সাতটি আশ্চর্যের প্রতিরূপ তৈরি হচ্ছে।
  • Wifi connection বাড়ানো হবে দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, শিলিগুড়ি, মালদা, উত্তর ২৪ পরগণা, দমদম, ব্যারাকপুর, বোলপুর, কৃষ্ণনগর, চন্দননগর, চুঁচুড়া ইত্যাদি জায়গায়।
  • প্রগতি ময়দানের মতো মিলন মেলায় তৈরি হবে exhibition – cum – mela ground and convention centre.
  • ঢাকুরিয়া ব্রিজ থেকে সুকান্ত সেতু অবধি রাজা সুবোধ চন্দ্র মল্লিক রোড বরাবর একটি উড়ালপুল নির্মাণ করা হবে।
  • সেক্টর সিক্স নির্মাণের কাজ চলছে। অনেক ছোট শহর ও উপনগরী তৈরি করা হবে যাতে প্রভূত কর্মসংস্থান হয়। তা নিশ্চিত করতে পরিকাঠামোর ওপর জোর দেওয়া হবে।

 

সংস্কৃতি, ক্রীড়া ও যুবকল্যাণ

  • মসলিন, সিল্ক, তাঁত প্রভৃতি লুপ্তপ্রায় শিল্পগুলির পুনরুদ্ধার করা হবে। পট শিল্প, কাঁথাশিল্প, হাপু গান, জারি গান, সারি গান ইত্যাদিকে লোকশিল্প প্রসারের আওতায় নিয়ে আসা হবে।
  • ক্রীড়াক্ষেত্রে Talent Search Scheme  তৈরি করা হবে। জেলায় জেলায় বিশ্ব বাংলা যুবকেন্দ্র ও ব্লক পর্যন্ত তার প্রসার ঘটানোর প্রচেষ্টা করা হবে।
  • পরবর্তী পাঁচ বছরে নিম্নলিখিত স্থানগুলিতে স্টেডিয়াম ও ক্রীড়া পরিকাঠামো তৈরি করা হবে: বোলপুর, ভাতার, মেমারি, বুনিয়াদপুর, অণ্ডা, ইসলামপুর, আমতা, শান্তিপুর, রানাঘাট ও খাতরা।
  • মহিলাদের খেলাধুলোর দিকে বিশেষ নজর দেওয়া হবে।
  • যুবকল্যাণ, ক্রীড়া ও সংস্কৃতি নিয়ে এক উ९কর্ষ কেন্দ্র গড়ে তোলা হবে।

 

কৃষি, ভূমিসংস্কার, উদ্যান পালন, ম९স্যচাষ ও প্রাণি সম্পদ বিকাশ 

  • আগামী পাঁচ বছরে আমাদের মূল লক্ষ্য কৃষিক্ষেত্রে বৃদ্ধির হার পর্যাপ্ত পরিমাণে বাড়িয়ে কৃষকদের আয় অন্তত দুইগুন বাড়ানো।
  • কো-অপারেটিভ ক্রেডিট, মার্কেটিং এবং প্রসেসিং ইন্সটিটিউশনগুলির শক্তি বৃদ্ধি করা হবে। সিড ভিলেজ প্রকল্প এবং সার্টিফিকেশন ব্যবস্থার বিস্তার ঘটানো হবে।
  • ই-ট্রেডিং-এর মাধ্যমে জাতীয় কৃষি বাজারে প্রবেশ করব।
  • সুফল বাংলা প্রকল্প: কলকাতা সহ অন্যান্য জেলায় মাদার ডেয়ারি, লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং ফিশারিস বিভাগের সঙ্গে সহযোগিতাপূর্ণ বিপণন কেন্দ্র গঠন করব।
  • সুন্দরবন ও দিঘাকে স্পেশাল ফিশারি জোন গড়ে তোলা হবে। গবাধি পশুর জন্য স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। উত্তরবঙ্গে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে। জেলায় জেলায় কৃষি ভবন তৈরি হবে।
  • ‘কৃষিকথার আসর’ মোবাইল ও বৈদ্যুতিন মাধ্যমে মানুষের আরও কাছে নিয়ে এসে বহুফসলি বীজ বপণ এবং মাছ, পেঁয়াজ ইত্যাদির উন্নত ফলনের ব্যাপারে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হবে। প্রয়োজনীয় তথ্য কৃষকদের জানাবার জন্য কিষাণ পোর্টাল সার্ভিস চালু করব।

 

সংখ্যালঘু উন্নয়ন

  • মাদ্রাসার নবম থেকে দ্বাদশ শ্রেণির সমস্ত ছাত্রীকে সাইকেল প্রদান করা হবে।
  • ২০২০ সালের মধ্যে সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত মাদ্রাসার ছাত্রছাত্রীকে প্রাথমিক কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে।
  • উত্তরবঙ্গে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন করা হবে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে মেডিকেল কলেজ স্থাপন করার পরিকল্পনা আছে।
  • বহু কর্মতীর্থের নির্মাণ সম্পূর্ণ করা হবে। সংখ্যালঘু মহিলাদের জন্য আরও কয়েকশো কর্মতীর্থ গঠিত হবে।

 

জঙ্গলমহল, পাহাড় ও চা-বাগান

  • সার্বিক উন্নয়নের ও পর্যটন প্রসারের মাধ্যমে জঙ্গলমহলকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।
  • পাহাড়ে অনেক উন্নয়ন পর্ষদ বোর্ড তৈরি করা হয়েছে। পাহাড়ে উন্নতির এই ধারাবাহিকতা বজায় থাকবে – এ ব্যাপারে আরও কেউ এগিয়ে এলে তাদের সাহায্য করা হবে।
  • চা- বাগানের উন্নয়নের জন্য আমরা সর্বদাই সচেষ্ট। পেনশন, খাদ্য সরবরাহ, স্বাস্থ্য, শিক্ষা সুনিশ্চিত করার উদ্যোগে আমরা বদ্ধ পরিকর। শ্রমিকদের মঞ্জুরি ও বকেয়া পাওনা যাতে সময়মতো দেওয়া হয় সেদিকেও বিশেষ নজর দেওয়া হবে।

 

অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন 

  • যোগ্য অনগ্রসর শ্রেণিগুলি যাতে সংরক্ষণের আওতায় আসে তার ব্যবস্থা করা হবে।
  • স্পেশ্যাল রিক্রুটমেন্ট ড্রাইভে সরকারি বিভাগের সংরক্ষণের মাধ্যমে নিযুক্ত কর্মীসংখ্যা হ্রাসের সমস্যা সমাধান করা হবে।
  • অনগ্রসর শ্রেণিভুক্ত সমস্ত যোগ্য ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করা হবে এবং প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।
  • মেয়েদের সামাজিক সুরক্ষার বিষয়টিতে নজর দেওয়া হবে।
  • আম্বেদকার সেন্টার অফ এক্সসেলেন্স অনগ্রসর মানুষের সুযোগ সুবিধার জন্য মাল্টি ডাইমেনশনাল প্রোগ্রামে সংযোগ ও পারস্পরিক সহযোগিতা নিয়ে যে কাজ করছে, তা বিভিন্ন জেলায় প্রচার করা হবে।

 

আবাসন

  • আগামী ৫ বছরে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৫০,০০০ ফ্ল্যাট/ বাড়ি নির্মাণ করা হবে।
  • রোগীদের জন্য যাদের রাত্রে হাসপাতালে থাকা আবশ্যিক হয়, তাদের জন্য ২৫টি ‘রাত্রিকালীন প্রতীক্ষালয়’ গড়ে তোলা হবে।
  • পথিকদের চলার পথে সুবিধার জন্য আগামী ৫ বছরে বিভিন্ন সুবিধাযুক্ত পরিষেবা প্রদানের জন্য ১০০টি ‘পথসাথী’ গড়ে তোলা হবে।
  • সীমিত আর্থিক ক্ষমতাসম্পন্ন মানুষের জন্য অনেক rental housing তৈরি করা হবে।

 

পূর্ত ও পরিবহণ

  • কলকাতা-অণ্ডাল-বাগডোগরাকে সমন্বয় করে expansion-এর জন্য সচেষ্ট পদক্ষেপ নেওয়া হবে, যাতে আরও বেশি বিমান জাতীয় ও আন্তর্জাতিক স্তরে এই জায়গাগুলিতে যাতায়াত করতে পারে।
  • গঙ্গার সৌন্দর্যায়ন ও জলযান বাড়ানোর প্রচেষ্টা করা হবে।
  • ‘ভোর সাগর’ – এর গভীর সমুদ্র বন্দর আমাদের রাজ্যের আর্থ-সামাজিক উন্নতিতে সাহায্য করবে।
  • কলকাতা ও নিকটবর্তী অঞ্চলে মেট্রোরেল প্রকল্পগুলি সুসম্পন্ন হবে।
  • কয়েক হাজার নতুন বাস ও নতুন ট্যাক্সি দিয়ে পরিবহণ চাহিদা মেটানোর চেষ্টা করা হবে।। E-rickshaw project এর অপর আরও নজর দেওয়া হবে।

 

পর্যটন

  • রাজ্যে বেশ কয়েক হাজার ব্র্যান্ডেড হোটেল রুম সৃষ্টি করা হবে।
  • চলচ্চিত্র নির্মাতারা যাতে এই রাজ্যে আরও বেশি করে চলচ্চিত্র নির্মাণ করতে আসেন, তার জন্যও বিশেষ ইনসেনটিভ স্কিমের ব্যবস্থা করা হবে।
  • সুন্দরবন, গঙ্গা এবং উপকূলবর্তী এলাকায় হাউস বোট চালু করা হবে, এতে লেজার ট্যুরিজমের অগ্রগতি হবে।
  • রাজ্য দ্বারা স্পন্সর করা একমাত্র পর্যটন অনুষ্ঠান হিসেবে ‘বেঙ্গল ট্র্যাভেল মার্ট’-কে একটি ক্যালেন্ডার প্রোগ্রাম হিসেবে প্রতিষ্ঠা করা হবে এবং ট্যুরিজম ফেয়ার ও ফেস্টিভাল তালিকায় সেটি অন্তর্ভুক্ত করা হবে।

 

 

Manifesto for the 2016 Assembly election released by Mamata Banerjee

Mamata Banerjee released the Manifesto for the 2016 Assembly election today from Kalighat.

The ideology of Trinamool Congress is fundamentally ‘pro-people’ – a Government of the people, by the people and for the people. As a result, the central idea behind its governance has been ‘development.’ And it has been eminently successful in bringing about the development of West Bengal over the last five years, a development in all sectors of governance.

The State is now one of the top performers in India in many aspects. Some of its schemes have won recognition at prominent international forums as well, besides being recognised as the best in India.

Trinamool Congress believes in policies which are necessarily people-friendly, industry-friendly and farmer-friendly, and which serve the aspirations of all people, irrespective of caste, creed and religion.

Here are the excerpts from Mamata Banerjee’s speech during the release of the 2016 Manifesto:

  • We have published manifesto in five languages, Bangla, Hindi, English, Urdu and Alchiki script. We give equal importance to all languages.
  • We have done so much work, it has not been possible to accommodate all in one book. We have newer ideas in the coming does.
  • We have outlined our vision for the future. We will work for the people of all castes, creed, and religion. We talk less, work more।
  • We will work for harmony, progress and development. Despite inheriting immense financial burden, we have performed extremely well. Several projects which are underway will be completed.
  • Making Bengal best in the world is our dream. Our focus is on youth. We have given equal importance to agriculture and industry.
  • Our achievements in the socio-economic sector are exemplary. We have performed over and above what we promised in 2011.
  • We fulfilled our commitment regarding Singur by bringing a Bill. But it has been challenged in court and is sub-judice. It is our pledge to return the land to farmers of Singur.
  • We set up over 300 clusters in the MSME sector. We started schemes like Kanyashree not mentioned in Manifesto 2011.
  • We walked out of Congress in 1998 because they were handing over the party to CPI(M). Today we have been proven right. All ideologies and principles have been sacrificed for opportunism.
  • Our party will organise rallies across the State to observe Nandigram Dibas.

 

Here is the link to the 2016 Manifesto

 

আজ তৃণমূলের ইস্তাহার প্রকাশিত হল

আজ আসন্ন বিধানসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সাংবাদিক সম্মেলন করে তিনি ইস্তেহার প্রকাশ করলেন।

তৃণমূল কংগ্রেস মানুষের সরকার- By the people, for the people and of the people. তৃণমূল সরকারের মূল মন্ত্র ‘উন্নয়ন’। গত পাঁচ বছর ধরে উন্নয়ন, সুশাসন সব খাতে মাত্রাতিরিক্তভাবে সফল হয়েছে পশ্চিমবঙ্গ।

ভারতের অন্য রাজ্যের তুলনায় বিভিন্ন ক্ষেত্রে এখন পশ্চিমবঙ্গ অনেক এগিয়ে। বিভিন্ন ক্ষেত্রে ভারত সেরা স্বীকৃতি ছাড়া আন্তর্জাতিক ফোরামেও স্বীকৃতি লাভ করেছে পশ্চিমবঙ্গ।

তৃণমূলের নীতি মানুষের জন্য কাজ করা – তৃণমূলের নীতি কৃষক বান্ধব, শিল্প বান্ধব। জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষের আকাঙ্খা পূর্ণ করার অঙ্গীকার তৃণমূল কংগ্রেসের।

এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু বিষয়ঃ 

  • আমরা আমাদের ইস্তাহার পাঁচটি ভাষায় প্রকাশ করেছি। বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু এবং অল চিকি
  • আমরা সব ভাষাকে সমান গুরুত্ব দিই
  • আমারা অনেক কাজ করেছি। সব একটি বইতে প্রকাশ করা সম্ভব নয়
  • আমরা প্রগতি,উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যও কাজ করি
  • আমাদের স্বপ্ন ও অঙ্গীকার সেরা বাংলার তৈরি করার
  • আমরা উন্নয়নের যে গতিধারা দেখিয়েছি, প্রগতির যে চিন্তাধারা দেখিয়েছি তা অতুলনীয়
  • বাংলাই আগামীদিনের পথ প্রদর্শক
  • ২০১১ সালে যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তার চেয়ে অনেক বেশি কাজ আমরা করছি
  • সিঙ্গুরের জন্য আমরা বিল এনেছি, এখন শুধু বিচারের জন্যও অপেক্ষা করছি
  • আমরা ৩০০টি ক্লাস্টার তৈরি করেছি, কন্যাশ্রী প্রকল্প চালু করেছি যা ২০১১-র ইস্তাহারে উল্লিখিত ছিল না
  • রাজনীতিতে স্বচ্ছতা একটি বড় ব্যাপার। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি
  • বাংলার মা-মাটি-মানুষের জন্য আমি ২০১৬-র এই ইস্তাহার উ९সর্গ করছি

 

 

Industrial growth observes a new horizon in West Bengal under Trinamool Congress

West Bengal under the Trinamool Congress Government has seen a revival in the industrial scenario. Industries had subsided and almost become non-existent during the three decades of Left Front rule.

Let us see what the real picture of West Bengal is at the present moment.

 

Comparative figures

  • Gross Value-Added Growth: West Bengal – 12.02% ; India – 7.3% *
  • Growth in Per Capita Income: West Bengal – 12.84% ; India – 6.2 *
  • Growth in Industry: West Bengal – 10.59% ; India – 7.3% *
    * All figures 2015-16 figures

 

INVESTMENT SCENARIO IN BENGAL

Industries set up

435 manufacturing units with a declared investment of Rs.84,923.86 crore, employing 2,29,346 people, have been set up (already operational or under construction).

Investment intentions

In addition, intentions for investment have been filed by entrepreneurs, through Industrial Entrepreneur’s Memorandum (for large-scale industries) filed with the DIPP-GoI and through Entrepreneur’s Memorandum (for medium-scale industries) filed with the Directorate of Industries, for 221 large and medium manufacturing units, with a proposed investment of Rs 70,587.15 crore, to employ 86,725 people.

Investment proposals at the 2015 Bengal Global Business Summit

Proposals for investment worth Rs 2,43,100 crore were received at the 2015 Bengal Global Business Summit.

Andal Airport

An airport in Andal, developed by Bengal Aerotropolis Pvt Ltd (BAPL), has been commissioned and has started flying operations. It is the first greenfield airport in the private sector in the country.

Shilpa Sathi for ease of doing business

The West Bengal Government has launched Shilpa Sathi, a single-window cell, which is a task force and relationship manager rolled into one, to assist investors in setting up industries in the State and to minimise the hassles of getting clearances and no-objection certificates (NOCs) from Government departments.

Deep-sea port in Sagar Island

An initiative for developing a deep-sea port in Sagar Island, jointly with the Central government organisation, Kolkata Port Trust (KoPT), has been taken up, with cost participation of the State as 26%.

Conclusion

The industrial growth that West Bengal has seen under the Trinamool Congress is unprecedented. In a first, as recounted above, the State’s industrial performance on many parameters is better than that of the country’s. Major industries have been and are being set up, collaborations with foreign companies are coming up, and much more – all because of the proactive nature with which the Trinamool Congress Government has taken up to the task of ensuring a bright future for West Bengal.

 

পশ্চিমবঙ্গের শিল্পায়নে নতুন দিগন্ত

তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আমলে পশ্চিমবঙ্গে শিল্পক্ষেত্রে নবজাগরণ এসেছে।

২০১৫-১৬ সালে পশ্চিমবঙ্গের GVA বৃদ্ধির হার ছিল ১২.০২% যখন সর্বভারতীয় ক্ষেত্রে বৃদ্ধির হার ৭.৩%। রাজ্যের মাথা পিছু ব্যয় ১২.৪৮%, সর্বভারতীয় ক্ষেত্রে বৃদ্ধির হার ৬.২%। GVA-র হিসেব অনুযায়ীশিল্পক্ষেত্রে বৃদ্ধির হার ১০.৫৯% যেখানে সর্বভারতীয় ক্ষেত্রে বৃদ্ধির হার ৭.৩%। প্রতিটি ক্ষেত্রেই এগিয়ে আছে বাংলা।

ক্ষুদ্র শিল্প উ९পাদন বৃদ্ধির জন্যও ৩৩১টি MSME ক্লাস্টার তৈরি হয়েছে।

৪৩৫টি উ९পাদন কেন্দ্র তৈরি করা হয়েছে, এর জন্যও বরাদ্দ অর্থের পরিমাণ ৮৪, ৯২৩,৮৬ কোটি টাকা। এর ফলে প্রায় ২,২৯,৩৪৬ জন লোকের কর্মসংস্থান হয়েছে।

২০১৫ সালের গ্লোবাল বিজনেস সামিটে ২,৪৩,১০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। আর ২০১৬ চলতি বছরে গ্লোবাল বিজনেস সামিটে ২,৫০,২৪৫ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে।

দেশের মধ্যে প্রথম গ্রীন ফিল্ড এয়ারপোর্ট হিসেবে অণ্ডাল বিমানবন্দর চালু হয়েছে । রাজ্য সরকার ‘ওয়েস্ট বেঙ্গল মেরিটাইম বোর্ড’ গঠন করেছে এটি।

রাজ্যের শিল্পকে ত্বরান্বিত করতে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে ‘শিল্পসাথী’ প্রকল্প। এটি একটি সিঙ্গল উইন্ডো সিস্টেম যার ফলে প্রত্যেক বিনিয়োগকারীর জন্য বরাদ্দ করা হবে একজন অফিসার। এর ফলে বিভিন্ন দপ্তরে ছাড় পেতে সুবিধা হবে বিনিয়োগকারীদের।

সাগর দ্বীপে গভীর সমুদ্র বন্দর উন্নয়নের কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংস্থা কলকাতা পোর্ট ট্রাস্ট এর যৌথ উদ্যোগে  ‘ভোর সাগর বন্দর’ তৈরির চুক্তি হয়েছে। এর মধ্যে রাজ্য সরকারের বরাদ্দ ২৬%।

 

West Bengal polling dates announced

The polling dates for the 2016 Assembly elections in West Bengal were announced by the Election Commission at a press conference in New Delhi today. The current Assembly session ends on May 29.

The polling dates for all the 294 seats was announced by the Election Commission. As per the schedule announced, the election would be held in six phases.

The details of the phases are as follows:

Assembly_2016_Dates_Ed

 

According to the West Bengal State Election Commission, the State has over 6.5 crore voters. There has been a net addition of over 20.5 lakh voters, resulting in a 3.23% increase in their number.

The percentage of new voters in the 18-19 year age group is 3.17.

Significantly, the gender ratio in West Bengal has improved to 933, that is, 933 female voters for every 1000 male voters. The population-voter ratio stands at 0.68%.

The total number of polling stations to be set up is 77,247.

 

পশ্চিমবঙ্গের ২০১৬ বিধানসভার নির্বাচনের দিন ঘোষণা হল

পশ্চিমবঙ্গের ২০১৬ বিধানসভার নির্বাচনের দিন ঘোষিত হল। আজ নয়া দিল্লিতে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন ইলেকশন কমিশনার। ২৯শে মে শেষ হবে বিধানসভা নির্বাচন।

২৯৪ টি আসনের নির্বাচনী তারিখ ঘোষণা করলেন ইলেকশন কমিশনার। ৬ দফায় নির্বাচন হবে পশ্চিমবাংলায়।

তালিকাটি নিম্নলিখিত:

Assembly 2016_Dates_Bengali_Ed

 

ইলেকশন কমিশনের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবাংলায় মোট ভোটার সংখ্যা ৬.৫ কোটি। এবার ভোটার সংখ্যা বেড়েছে ৩.২৩% বা নতুন ভোটার সংখ্যা ২০.৫ লাখ। ১৮-১৯ বছর বয়সী নতুন ভোটার ৩.১৭ শতাংশ।

তাৎপর্যপূর্ণভাবে, পশ্চিমবঙ্গে নারী- পুরুষ অনুপাত এখন বেড়ে দাঁড়িয়েছে ৯৩৩:১০০০ এবং জনসংখ্যা ও ভোটার অনুপাত এখন ০.৬৮%।

মোট ৭৭,২৪৭টি নির্বাচনী বুথ তৈরি করা হবে।

 

WB Govt takes over Jessop and Dunlop

The West Bengal Finance and Commerce & Industries Minister, Dr Amit Mitra spoke at a press conference today at Nabanna regarding the State Government’s taking over of the engineering company, Jessop and the tyre and rubber products manufacturer, Dunlop.

Dr Mitra emphasised the fact that this decision was a humanitarian gesture of the West Bengal Chief Minister Mamata Banerjee towards the employees of the two organisations. Employees of both Jessop and Dunlop, who are in the master rolls, will get a monthly ex gratia of Rs 10,000. The whole process of takeover is being overseen by the State’s Industrial Reconstruction Department.

The Ministers of Education, Labour, Rural Development and Agriculture were also present at the press conference.

The salient points of Dr Mitra’s press conference:

  • Employees of Jessop and Dunlop, who are in the master rolls, will be given an monthly ex gratia of Rs 10,000.
  • Around 1,000 workers from both the companies will get this benefit.
  • The process is being overseen by the State’s Industrial Reconstruction Department.
  • This step is being taken by Chief Minister Mamata Banerjee as a humanitarian gesture towards the employees.

 

জেসপ ও ডানলপ কারখানা অধিগ্রহণ করল রাজ্য সরকার  

আজ নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেন অর্থমন্ত্রী অমিত মিত্র। ডানলপ এর উপর রাজ্য সরকারের গৃহীত তথ্য ঘোষণা করলেন তিনি।

অমিত মিত্র জানান, শ্রমিকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটি মানবিক সিদ্ধান্ত নেন। সরকারি আইন না হওয়া পর্যন্ত ডানলপ ও জেসপের মাস্টার রোলে থাকা শ্রমিকদের প্রতি মাসে ১০০০০ টাকা এক্স গ্রাসিয়া দেবে রাজ্য সরকার।  ২টি কোম্পানির প্রায় ১০০০ শ্রমিক এর মাধ্যমে উপকৃত হবেন। শিল্প পুনর্গঠন দপ্তর এটি কার্যকরী করছে।

শিক্ষামন্ত্রী,শ্রমমন্ত্রী এবং পঞ্চায়েতমন্ত্রী ও উপস্থিত ছিলেন সাংবাদিক বৈঠকে।

অমিত মিত্রর বক্তব্যর কিছু বিষয়ঃ

  • ডানলপ ও জেসফের মাস্টার রোলে থাকা শ্রমিকদের জন্য প্রতি মাসে এক্স গ্রাসিয়া ১০০০০ টাকা দেওয়া হবে
  • ২টি কোম্পানির প্রায় ১০০০ শ্রমিক ের মাধ্যমে উপকৃত হবেন, শিল্প পুনর্গঠন দপ্তর এটি কার্যকরী করছে
  • এটি শ্রমিকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেওয়া একটি মানবিক সিদ্ধান্ত

 

 

Bengal surges ahead in macroeconomic parameters

West Bengal under the Trinamool Congress Government has seen an unprecedented surge in the revival of industries. Industries had subsided and almost become non-existent during the three decades of Left Front rule. Chief Minister Mamata Banerjee’s efforts over the last five years have been very successful. The Bengal Global Business Summits in 2015 and 2016 have brought in lakhs of crores of rupees worth of investments. The Chief Minister’s foreign trips have also been highly successful in this regard.

Comparatively, in terms of the major indices of economic growth, West Bengal is ahead of India.

Let us see what the real picture of West Bengal is at the present moment.

 

COMPARATIVE FIGURES

 

West Bengal

India

Gross value-vdded growth

10.48% 7.5% *
Per capita income  12.84%

6.1% *

Increase in industry  8.34%

5.6% *

                      * 2014-15 figures

 

INVESTMENT SCENARIO IN BENGAL

  • Manufacturing units numbering 435, with a declared investment of Rs.84,923.86 crore, employing 2,29,346 people, have been set up (already operational or under construction).
  • In addition, intentions for investment have been filed by entrepreneurs through entrepreneur’s memoranda filed with the DIPP-GoI (for large-scale industries) and with the Directorate of Industries (for medium-scale industries), for 221 large and medium manufacturing units, with a proposed investment of Rs 70,587.15 crore, with a capacity to employ 86,725 people.
  • Rs 2,50,253.74 crore worth of business announcements, business document exchanges, expressions of interest and investment proposals were received at the Bengal Global Business Summit 2016.
  • An greenfield airport in Andal, the first such airport in the private sector in the country, developed by Bengal Aerotropolis Pvt Ltd (BAPL), has been commissioned and has started flying operations.
  • The West Bengal Government has launched Shilpa Sathi, a single-window cell, to assist investors in setting up industries and to minimise the hassles of getting government clearances.
  • West Bengal Industrial Development Corporation (WBIDC) is actively engaged in catalysing investment through the promotion and showcasing of West Bengal as an investment destination.

 

West Bengal’s economy on the path of revival

Until recently the billboard slogan “Come to Bengal – Ride the Growth” that adorns the streets of Kolkata would have seemed like a bad joke to the few big investors still active in the city and its hinterland in West Bengal.

Better known abroad as Calcutta, this metropolis of 18 mn people was once the manufacturing and administrative hub of British India. But a Maoist insurgency and a hardline, Communist-led State Government elected in the late 1970s ushered in three decades of industrial decline, urban decay and official hostility to capitalism.

Investors, many of them commercially-minded Marwaris originally from western India, were plagued with death threats and strikes. The mood was so sour, according to West Bengal finance minister Amit Mitra, that 56,000 factories shut down. Abhirup Sarkar, an economics professor, says the state’s share of all Indian manufacturing fell from 12% to just 2%.

In the past three years, however, West Bengal’s government says it has been outperforming the Indian economy as a whole. Even private entrepreneurs see signs of a tentative industrial revival in a state that is home to 91 mn people – more than Germany – and is the main cargo hub for north-east India and the independent Himalayan nations of Nepal and Bhutan.

“For the first time in many years – in 35 years – you see a genuinely serious intent of the entire administration to become attractive for investors and investment,” says Sanjiv Goenka, chairman of RP-Sanjiv Goenka Group, a conglomerate with interests in electricity generation and distribution. “That’s a huge change.”

Among her first moves after winning power in 2011 was to appoint Mr Mitra to run the economy. He had previously headed one of India’s main business groups – the Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI) – and now holds no less than six economic portfolios in the State Government.

State tax collection has doubled in four years, while spending on infrastructure has tripled and deficits are down, he says. The statistics show that per capita income grew nearly 13% in real terms last year in West Bengal, compared with an all-India increase of 6%.

 West Bengal economy revival path_1

West Bengal economy revival path_2

 

Around his own constituency, Mr Mitra says he found only one big factory when he was elected, down from more than 30 in the 1970s. Now there are half-a-dozen making steel pipes and chemicals and processing jute. “I see a resurgence of industry,” he says. “I see all the different ingredients which will probably now allow West Bengal’s economy to take off, which will allow us to compete with the top people.”

Ms Banerjee hosted a business summit in Kolkata at the start of this year that attracted investment promises of $37 bn in sectors ranging from mining and infrastructure to industry, IT services, real estate and tourism.

West Bengal economy revival path_3i_Ed

 

SK Birla, of the Birla conglomerate, describes Ms Banerjee as “a well-meaning lady” and says that after four years in office she understands much of what needs to be done to revive confidence. “She’s now honestly trying very hard to restore Bengal,” he says.

 

Excerpted from an article which first appeared in Financial Times on January 31, 2016

Graphs courtesy WBIDC and  Financial Times

Rural Craft Hubs of West Bengal help artisans double their incomes

Rural Craft Hubs, set up under the initiative of West Bengal Chief Minister Ms Mamata Banerjee, have helped artisans increase their incomes significantly.

Thanks to this State Government initiative, the average monthly incomes of artisans have almost doubled over the last year.

The average monthly income of artisans of West Medinipur, which is famous for patachitra, now stands at Rs 10,000, against Rs 4,000 in 2014. Dokra artisans of Bardhaman district took home Rs 4,140 a month on an average, against only Rs 2,300 in 2014. Dokra artisans of Bankura too doubled their income from the Rs 4,000 they drew every month in 2014.

In September 2013, the Department of Micro, Small & Medium Enterprises and Textiles and UNESCO had taken up a joint initiative of developing 10 Rural Craft Hubs at 11 locations in nine districts; they now employ 3,000 rural handicraft artists.

Rural Craft Hub of West Bengal has received international recognition as well. It was selected by UNESCO to showcase the artwork of West Bengal, at its headquarters in Paris on July 28, 2015.

Now there is more good news for artisans. Apart from the existing sitalpati, clay doll making, kantha stitching and terracotta art, five more arts are going to be added to the list. The first in the new series would be the masks of Bengal, under the Biswa Bangla initiative. There would be 15 kinds of masks from different parts of West Bengal, all with a history and story of its own, including rabankata mask, chhau dance mask of Purulia, gilded masks of Kushmundi and masks of bagpa dance.

The Rural Craft Hubs have been a significant contributor in building capacity, creating direct market linkage, creating exposure for rural artisans to national and international markets and, in the process, helping them getting rid of middlemen, making the villages cultural destinations, and strengthening grassroots entrepreneurship.

 

পশ্চিমবঙ্গের হস্তশিল্পীদের মাসিক আয় দ্বিগুন হয়েছে

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৈরি হয়েছে রুরাল ক্রাফট হাব, এর ফলে শিল্পীদের মাসিক আয় বৃদ্ধি পাচ্ছে। গত বছরের থেকে এবছর শিল্পীদের মাসিক আয় প্রায় দ্বিগুন হয়ে গেছে।

পশ্চিম মেদিনীপুরের পটশিল্পীদের বর্তমান মাসিক আয় ১০০০০ টাকা, ২০১৪ সালে এর পরিমাণ ছিল ৪০০০ টাকা। বর্ধমানের ডোকরা শিল্পীদের মাসিক আয় এখন ৪,১৪০ টাকা, ২০১৪ এ ছিল ২,৩০০ টাকা। বাঁকুড়ার ডোকরা শিল্পীদের মাসিক আয়ও ২০১৪ সালের তুলনায় বেড়ে দ্বিগুন হয়ে গেছে।

২০১৩ সালের সেপ্টেম্বর মাসে ৯টি জেলায় ১০টি রুরাল ক্রাফট হাব তৈরি করেছে ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তর এবং UNESCO। সেখানে ৩০০০ গ্রামীণ হস্তশিল্পি কারিগরকে চাকরি দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের রুরাল ক্রাফট হাব আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।

আরও কিছু সুখবর আছে শিল্পীদের জন্য। শীতলপাটি, পুতুল তৈরি, কাঁথা সেলাই, টেরাকোটা ছাড়াও আরও ৫টি শিল্প যুক্ত হতে চলছে এই তালিকায়। বিশ্ব বাংলার উদ্যোগে প্রথমে তৈরি হবে মুখোশ।  ১৫ রকমের মুখোশ তৈরি হবে, এর মধ্যে পুরুলিয়ার ছৌ নাচের মুখোশ, কুশমুণ্ডির সোনালি মুখোশ ছাড়াও বাগপা নাচের মুখোশও তৈরি হবে।

Huge investments announced at BGBS 2016

A lot of investments were announced by top industrialists at the Bengal Global Business Summit 2016.

Here is a list of some of the big investment decisions announced.

However, this is just a partial list. There will be thousands of crores more worth of industrial investments, many of which are on the way to being finalised.

 

Sector-wise investment break-ups:

  • Manufacturing and infrastructure development – Rs 1,16,958 crore (TCG – Rs 20,000 crore, Zhongtong Bus – Rs 1500 crore, Sree Cement – Rs 500 crore, Ambuja Cement – Rs 350 crore, Great Eastern – Rs 1700 crore, and others)
  • Power – Rs 8462 crore
  • Animal Research Development – Rs 45 crore
  • Fisheries – Rs 115 crore
  • Transport – Rs 9384 crore (logistics park in Baidyabati – Rs 5000 crore, Howrah freight terminal – Rs 2000 crore, and others)
  • Tourism – Rs 450 crore
  • Food Processing – Rs 230 crore
  • Urban Development – Rs 29,000 crore (Ambuja Township near Baruipur and 16 other townships)
  • Higher Education – Rs 2150 crore (Amity University – Rs 2000 crore, and others) IT and Telecom– Rs 8650 crore (Airtel – Rs 3500 crore, ITC Infotech – Rs 1650 crore, and others)
  • MSME – Rs 50,000 crore
  • Healthcare – Rs 1360 crore
  • Technical Education – Rs 2500 crore
  • Textile – Rs 50,000 crore
  • Transport – Rs 9384 crore

 

Other investments

  • Deep sea port at Sagar Island (Bhor Sagar) – Rs 40,000 crore
  • SAIL – Rs 40,000 cr expansion project
  • Druk Air will soon start flights from Bhutan linking Andal and Durgapur
  • Zhongtong Bus & Holding Company of China signed its first anchor investment deal with WBIDC, where each would have an 11% stake; it will start manufacturing buses in Bengal.
  • MoU between Calcutta Goods Transport Association and the State Transport Department for a Rs 5000 crore project in Baidyabati, which would employ 10,000 people. It would be the biggest metropolitan logistics hub in greater Kolkata
  • MoU between WBMDTC and KIOCL for exploration, extraction and benefication of iron ore in West Bengal to invest Rs 850 crore
  • Bosch will crowdfund technology to decongest traffic
  • MoU between business consulting firm, Dynamics Fortunes of the UK and the State Agriculture Ministry to promote rice from West Bengal. It would benefit one lakh farmers
  • The Department of Technical Education signed six agreements – with Iron and Steel Council, Tata Steel, Maruti Suzuki, Leather Sector Skill Council and Tourism & Hospitality Skill Council – to benefit two lakh people
  • Hotels at the eco-tourism of Gajaldoba: Three-star resort by Sterling Holiday and two budget hotels by Summit Group and Seal Group
  • Shapoorji Pallonji & Co. Ltd. will make 2000 dwelling units for the weaker sections of society in Durgapur, their largest such project. Three thousand more such units would be constructed in the future
  • Mahindra & Mahindra will invest for the first time in West Bengal, in Vidyasagar area of Kharagpur
  • Joint venture between HP and WBHIDCO to set up two telemedicine hubs via remote consulting. This would be a part of HP’s CSR activities
  • MoU between the National Institute of Electronics and Information Technology (Government of India) and WEBEL in order to train two lakh youth in six centres over a period of three years