Bengal is rising to make its mark globally: Mamata Banerjee

To highlight the progress made by West Bengal over the five and a half years, Chief Minister Mamata Banerjee today released a video of about seven minutes on her Facebook Page.

The video showcases the landmark successes in fields such as agriculture and farming, industries, urban development, tourism, education and research and various other social sector projects.

It must be noted that Bengal is higher placed than many other states in several parameters and developmental statistics show Bengal performing better than India as a whole.

Chief Minister Mamata Banerjee’s Facebook post:

We have showcased the best of Bengal to the rest of the world.

From agriculture to industry to service sector to social sector, Bengal is now ahead of the country as a whole in several key growth parameters.

Bengal is rising, to make its mark globally.

You can enjoy this video to get a glimpse of Bengal’s success, by clicking here: goo.gl/3khPMx

 

বিশ্বসেরা হওয়ার পথে এগিয়ে চলেছে বাংলা: মমতা বন্দ্যোপাধ্যায়

গত পাঁচ বছরে বিভিন্ন ক্ষেত্রে বাংলার সাফল্য তুলে ধরতে আজ ফেসবুকে একটি ৭ মিনিটের ভিডিও পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভিডিওটিতে কৃষি, শিল্প, নগর উন্নয়ন, পর্যটন, শিক্ষা ও অন্যান্য সামাজিক প্রকল্পের কথা তুলে ধরা হয়েছে।

বিভিন্ন মাপকাঠি দিয়ে বিচার করলে অনেক ক্ষেত্রেই দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অনেক এগিয়ে বাংলা। উন্নয়নের নিরিখে বাংলা সামগ্রিকভাবে সারা দেশকেও অনেক পিছনে ফেলে দিয়েছে।

তাঁর ফেসবুকে লেখা পোস্টটি –

আমরা বাংলার সেরা দিকগুলি বিশ্বের সামনে তুলে ধরলাম।

কৃষি থেকে শিল্প, পরিষেবা ক্ষেত্র থেকে সামাজিক ক্ষেত্র – সব দিক দিয়েই বাংলা এখন সারা দেশের থেকে এগিয়ে আছে।

বিশ্বসেরা হওয়ার পথে এগিয়ে চলেছে বাংলা।

 

 

 

Bengal showed exceptional development in last 3 years: Assocham

Bengal showed an exceptional development in last three years, which was never seen before in this state, feels the president of The Associated Chambers of Commerce of India (ASSOCHAM).

The negative image which was hampering in bringing in industry here has gone under the leadership of Chief Minister Mamata Banerjee. The ASSOCHAM President was one of the invited industry guests at the third edition of Bengal Global Business Summit.

He felt that the Bengal government’s focus on MSME is really a great step. MSME will garner huge revenue and profit. It will generate employment in large scale, which big industry could not do at a time.

The Bengal government is ready to give away land, they are industry friendly and the state is bringing reforms to do business easily. The investments will follow the state now, he said.

 

 

গত ৩ বছরে অভূতপূর্ব উন্নতি করেছে বাংলাঃ অ্যাসোচাম

গত ৩ বছরে অভূতপূর্ব উন্নতি করেছে বাংলা, এমনটাই মনে করেন ASSOCHAM এর সভাপতি।

তিনি বলেন, “অতীতে এরাজ্যের যে শিল্পবিরুপ ভাবমূর্তি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তা দূর হয়েছে, এখন সময় এসেছে এগিয়ে চলার।”

তিনি আরও বলেন, ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের ওপর জোর দেওয়া খুব ভালো পদক্ষেপ। কারণ ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প থেকে প্রচুর লাভ হয় ও এর ফলে খুব বেশি পরিমান কর্মসংস্থান হয় যা ভারি শিল্পেও হয় না।

তিনি এও বলেন যে রাজ্য সরকার শিল্পবান্ধব এবং নানা সংস্কারের মাধ্যমে রাজ্যে বিনিয়োগের পথ প্রশস্ত করে দিয়েছে।

 

 

PricewaterhouseCoopers to set up Cyber Security Excellence Centre in Kolkata

PricewaterhouseCoopers (PwC) announced setting up its first global cyber security excellence centre in Kolkata. The announcement was made by a top official of PwC at the third edition of Bengal Global Business Summit.

It would be the first cyber security excellence centre of PwC across the globe. It will be set up at Salt Lake’s Sector V at the company’s Kolkata unit.

The government has decided to set up a centre of excellence in cyber security, which the state Cabinet approved recently. The universities will soon include the subject of cyber safety management in their curriculum.

The government has been taking up different measures to combat threats from cyber attacks. Many such research and development (R&D) are going on at present. The state data centre has been upgraded. The state owned cyber excellence centre will have experts equipped with the best and most sophisticated instruments.

 

কলকাতায় ‘গ্লোবাল সাইবার সিকিউরিটি এক্সেলেন্স’ কেন্দ্র গড়তে চলেছে প্রাইসওয়াটারহাউস কুপার

বিশ্ববিখ্যাত সংস্থা প্রাইসওয়াটারহাউস কুপার (PWC) কলকাতায় একটি ‘গ্লোবাল সাইবার সিকিউরিটি এক্সেলেন্স’ কেন্দ্র গড়তে চলেছে। গত শনিবার মিলন মেলা প্রাঙ্গনে আয়োজিত তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ওই সংস্থার এক উচ্চপদস্থ আধিকারিক একথা ঘোষণা করেন।

বিশ্বে এই প্রথম এমন একটি কেন্দ্র গড়তে চলেছে PWC। কেন্দ্রটি তৈরী হবে সল্ট লেকের সেক্টর ফাইভে সংস্থার দপ্তরে।

রাজ্য সরকার ইতিমধ্যেই সাইবার সিকিউরিটির এক্সেলেন্স কেন্দ্র গড়ার সিদ্ধান্ত নিয়েছে; রাজ্য মন্ত্রিসভা ইতিপূর্বেই অনুমোদন করেছে এই উদ্যোগকে। বিশ্ববিদ্যালয়গুলির পাঠ্যক্রমে সাইবার সেফটি ম্যানেজমেন্টও সংযোজিত হবে, সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

সাইবার সিকিউরিটির জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই অনেক পদক্ষেপ গ্রহন করেছে। এই বিষয়ে গবেষণাও চলছে। রাজ্যের ডাটা সেন্টারকে আরও উন্নত করা হয়েছে। রাজ্য সরকারের সাইবার এক্সেলেন্স কেন্দ্রেটিকে আরও উন্নত করার লক্ষ্যে নানা অত্যাধুনিক যন্ত্রপাতি আনা হচ্ছে।

Rs 2.35 lakh crore investment proposals received at Bengal Global Business Summit 2017: Bengal CM

Speaking at the Plenary Session of the Day 2 of Bengal Global Business Summit, Bengal Chief Minister Mamata Banerjee announced that the Summit has received an investment proposal to the tune of Rs 2 lakh 35,200 crore (US$ 36 billion).

 

 

The Chief Minister announced that the investments in the major sectors as follows:

  •         Manufacturing sector: Rs 61,765 crore
  •         MSME sector: Rs 50,710 crore
  •         Urban Development sector: Rs 46,600 crore
  •         Transport sector: Rs 36,801 crore

The Chief Minister said that China will invest Rs 27,200 crore in the State while South Korea will be investing in Green City project and MoU has been signed with HIDCO in this regard

The Bengal Chief Minister said that this was the first time 29 countries participated in the Bengal Global Business Summit. In the previous two years Bengal received investment proposals worth Rs 4.93 lakh crore, she informed.

For detailed sector-wise report click here.

২.৩৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৭য়: মমতা বন্দ্যোপাধ্যায়

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৭র দ্বিতীয় দিনে প্লেনারি সেশনে বক্তব্য রাখতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এবারের সম্মেলনে ২ লক্ষ ৩৫ হাজার ২০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে।

প্রধান খাতে বিনিয়োগ:

নির্মাণ শিল্প: ৬১,৭৬৫ কোটি

ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প: ৫০,৭১০ কোটি

নগর উন্নয়ন: ৪৬,৬০০ কোটি

পরিবহণ: ৩৬,৮০১ কোটি

রাজ্যে চিন ২৭,২০০ কোটি টাকা বিনিয়োগ করবে, দক্ষিণ কোরিয়া বিনিয়োগ করবে গ্রীন সিটি প্রকল্পে। এই বিষয়ে হিডকো’র সঙ্গে মৌ সাক্ষরিত হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, এই প্রথম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ২৯টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগের দু’টি বাণিজ্য সম্মেলনে মোট ৪.৯৩ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছিল বাংলা।

 

 

 

‘Advantage Bengal’ campaign to be highlighted at Bengal Global Business Summit 2017

With less than three weeks left for the commencement of the third edition of Bengal Global Business Summit (BGBS), the state government is ready with its ‘Advantage Bengal’ campaign.

The campaign will specifically showcase advantages and opportunities for investment in Bengal to industry captains and foreign delegates at the summit.

‘Advantage Bengal’ will be promoted at different sessions, including the ‘inaugural plenary session’, multi-country interactions and B2B meetings.

The campaign will highlight the strategic location of the Bengal, which is advantageous for trade purposes. The campaign says that Bengal is the gateway to South-East Asia and North-East India. It shares international borders with Bangladesh, Nepal and Bhutan. Moreover, the state is well connected with Singapore, Thailand and Malaysia – which are part of the booming Asian economy.

All 10 members of ASEAN would be participating in the business summit. Delegations from Malaysia, Myanmar, Philippines, Singapore, Thailand and Vietnam have already confirmed their presence.

There are many other specialities that will be highlighted through the ‘Advantage Bengal’ campaign. Bengal has the third largest road network in the country, with more than 3,15,404 km of roads. Richly-endowed with natural maritime advantages, Bengal has 950 km of water front. It is the leading state in the country in terms of spread density and reach of National Inland Waterways. It has two international airports at Kolkata and Bagdogra. It has around 4,000 km of railway tracks, including the second largest Metro Rail network in the country.

‘Advantage Bengal’ will also underline the power scenario of the state. Bengal is leading in power generation, distribution, quality and availability in India. The feature which will be showcased prominently will be the fact that Bengal achieved India’s highest bank credit flow to the tune of $15 billion to MSMEs in the last five years since 2011-12, which Chief Minister Mamata Banerjee and Finance Minister Dr Amit Mitra will highlight to industrialists.

Port, mining and MSME will be the thrust areas at the BGBS 2017. The state government recently framed its Maritime Policy with the help of global analytical company CRISIL. Moreover, the government has also opened the door to widen ‘post-based industrialisation’ to add a sharp edge in Bengal’s trade scenario.

 

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৭-র থিম হবে “Advantage Bengal”

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৭ শুরুর মাত্র তিন সপ্তাহ আগে রাজ্য সরকার সর্বতভাবে প্রস্তুত। সম্মেলনের প্রচারের থিম “Advantage Bengal” বাংলায় বিনিয়োগ করার সুবিধা তুলে ধরা হবে দেশ ও বিদেশের বাণিজ্য প্রতিনিধি দলের সামনে।

এই প্রচারের মাধ্যমে তুলে ধরা হবে বাংলার উল্লেখযোগ্য ভৌগলিক অবস্থানকে যা বানিজ্যের ক্ষেত্রে সুবিধার। বাংলাই হচ্ছে দক্ষিন-পূর্ব এশিয়া ও উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার। বাংলাদেশ, নেপাল ও ভূটানের সঙ্গে যেমন বাংলা সীমান্ত ভাগ করে নেয়, তেমনই থাইল্যান্ড, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মত খুব প্রগতিশীল এশিয়ান দেশগুলির খুব কাছাকাছি অবস্থিত এই রাজ্য।

ASEAN কমিটির ১০জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনামের প্রতিনিধিরা ইতিমধ্যেই তাদের অংশ নেওয়ার কথা জানিয়ে দিয়েছে।

দেশের তৃতীয় দীর্ঘতম সড়কপথ আছে বাংলাতেই (৩,১৫,৪০৪ কিঃ মিঃ এর অধিক) যা বানিজ্যের জন্য খুব উপযোগী। রয়েছে ৯৫০ কিঃ মিঃ জলপথ। বাংলাতে দু’টি আন্তর্জাতিক বিমানবন্দর আছে কলকাতা ও বাগডোগরা’য়। আছে ৪০০০ কিঃ মিঃ রেলপথ, দেশের দ্বিতীয় দীর্ঘতম মেট্রো রেল।

বাংলার বিদ্যুৎ ভাণ্ডারের কথাও তুলে ধরা হবে সম্মেলনে। বিদ্যুৎ উৎপাদন, বণ্টন, গুনমান ও পরিমানে বাংলা দেশের মধ্যে অগ্রণী। ব্যাঙ্ক থেকে মাঝারি ও খুদ্র শিল্পে ঋণ পাওয়ার ক্ষেত্রেও গত পাঁচ বছর ধরে দেশের মধ্যে বাংলাই শীর্ষে, এ কথাও তুলে ধরা হবে।

বন্দর, খনি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পই মুল থিম হবে এবারের বাণিজ্য সম্মেলনের।

 

Bengal gets Rs 700 crore investment in Haldia

One the second day of the New Year Bengal received an investment to the tune of Rs 700 crore from Exide industries. Bengal Chief Minister Mamata Banrjee today inaugurated India’s first punch-grid storage battery plant at Haldia. She also inaugurated an IT Park at Haldia.

Speaking on the occasion, the Chief Minister said, “In Bengal no mandays are lost due to bandhs now. We have a new policy for industry. We have a land bank, land map.” She said that a new international convention centre will come up at Digha.

Highlighting the woes of demonetisation, the CM added: “The industrial scenario in the country has worsened in the last 2 months. The MSME sector is going through turmoil. Even in America, economy is only 40% cashless. In India, 92% rural areas have no banks.”

She said in a democracy the government is of the people, by the people and for the people.

 

হলদিয়ায় ৭০০ কোটি টাকা বিনিয়োগ করছে এক্সাইড 

ইংরেজি নববর্ষের দ্বিতীয় দিনে বাংলার জন্য সুখবর। হলদিয়াতে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করছে এক্সাইড। ভারতের প্রথম পাঞ্চ-গ্রিড স্টোরেজ ব্যাটারি প্লান্টের আজ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একটি তথ্যপ্রযুক্তি পার্কের উদ্বোধনও করেন।

মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্যে এখন বনধের কারণে শ্রম দিবস নষ্ট হয়না। রাজ্য সরকার নতুন শিল্প নীতি তৈরী করছে। ল্যান্ড ব্যাঙ্ক, ল্যান্ড ম্যাপও তৈরী করা হয়েছে। তিনি জানান দিঘায় একটি আন্তর্জাতিক কনভেনশন সেন্টার তৈরী হবে।

নোট বাতিলের ফলে দেশের মানুষের কষ্টের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশের শিল্প ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে টালমাটাল অবস্থা। আমেরিকাতেও ৪০% অর্থনীতি মাত্র নগদহীন। ভারতের ৯২% গ্রামাঞ্চলে ব্যাংক পরিষেবা পৌঁছায়নি।

তিনি আরও বলেন যে গণতন্ত্রে সরকার মানুষের প্রতি দায়বদ্ধ।

Amul set to invest Rs 200 crore in Bengal

Amul, a brand owned by Kaira District Cooperative Milk Producers’ Union is all set to invest in Bengal. The company will set up a ‘Centralised Milk Processing Plant’ at Sankrail Food Park in Howrah.

The project is worth about Rs 200 crore. Work on the plant would start in 2017 and is expected to be completed by 2018-end. The proposed plant will manufacture UHT milk, yoghurt and ghee besides normal milk.

The Kandua Food Park, at Howrah’s Sankrail, has been developed by WBIDC to cater to the needs of manufacturers and producers of food and agro products, in which dairy is an important inclusion. The Park, built on an industrial cluster concept, is an attempt to bring different agro processing units and their support facilities to a specific location where all users can benefit from shared infrastructure.

According to Food Agriculture Integrated Development Action (FAIDA) report of McKinsey, Bengal is one of the three leading states in India in the food and agro-processing sector.

 

আমুল বাংলায় বিনিয়োগ করবে ২০০ কোটি টাকা

 কাইরা ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ মিল্ক প্রোডিউসার্স এর কোম্পানি আমুল বাংলায় বিনিয়োগ করতে চলেছে। তারা হাওড়া জেলার সাঁকরাইলের ফুড পার্কে একটি দুগ্ধ প্রক্রিয়াকরন কেন্দ্র খুলতে চলেছে।
প্রকল্পটিতে আনুমানিক বিনিয়োগ হবে ২০০ কোটি টাকা। ২০১৭ সালে প্রকল্পের কাজ শুরু হয়ে ২০১৮ সালের শেষের দিকে এই প্রকল্পটি সম্পূর্ণ হওয়ার কথা। সাধারন দুধের পাশাপাশি ইউএইচটি দুধ, ঘী, দইও তৈরি হবে এখানে।
সাঁকরাইলের কেন্দুয়া ফুড পার্ক তৈরি করা হয়েছে খাদ্য ও কৃষিজাত পন্য তৈরি ও বিপণনের জন্য, যার মধ্যে ডেয়ারী শিল্প খুব গুরুত্বপূর্ণ। এই পার্কটি শিল্পাঞ্চলের আদলে তৈরি করা হয়েছে।
মাকিন্সের রিপোর্ট অনুযায়ী বাংলা এই মুহূর্তে দেশের মধ্যে কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরনে অগ্রণী রাজ্যগুলির মধ্যে একটি।

Trinamool showcases achievements of Bengal Govt at Commonwealth Parliamentary Association Conference in London

Trinamool Congress held up the achievements of transforming Bengal under the able leadership of Chief Minister Mamata Banerjee at the Commonwealth Parliamentary Association Conference, held in London earlier this week.

Trinamool’s Deputy Leader of Rajya Sabha, Sukhendu Sekhar Roy and Lok Sabha MP, Dr Kakoli Ghosh Dastidar, at different sessions during the meet, provided information regarding the development of Bengal in the last five years, to delegates from political parties of 53 nations.

The two Members of Parliament informed the delegates about schemes like Kanyashree and Yuvashree, and about measures taken for conserving the environmental by the Bengal Government.

Sukhendu Sekhar Roy participated in a seminar regarding environment where he pointed out that in the third world, policies regarding industrialisation should be taken keeping agriculture and farmers in mind.

Dr Kakoli Ghosh Dastidar held forward the vision of Mamata Banerjee at the inaugural session. She informed the delegates about the success of Kanyashree scheme which has brought down trafficking and under-age marriage.

 

লন্ডনে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনে বাংলার সাফল্য তুলে ধরল তৃণমূল কংগ্রেস

লন্ডনে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজিরবিহীন সাফল্য ও বাংলার পরিবর্তনের ছবি তুলে ধরল তৃণমূল কংগ্রেস।

রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায় ও লোকসভার সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার দুজনেই পৃথক সেশনে ৫৩ টি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের উপস্থিতিতে বাংলার গত ৫ বছরের সাফল্য ও উন্নয়নের কথা তুলে ধরেন।

বিশেষ করে কন্যাশ্রী ও যুবশ্রীর মত প্রকল্প এবং জলবায়ু ও পরিবেশ সংরক্ষণে রাজ্য সরকারের যে সদিচ্ছা ও বাস্তবায়নের পর উপকৃত লক্ষ লক্ষ মানুষের প্রতিক্রিয়া জানতে উৎসাহী হয়েছেন অন্য দেশের সাংসদরা।

জলবায়ু সংক্রান্ত সম্মেলনে দেশের তরফে বক্তব্য রাখেন সুখেন্দু শেখর রায়, তিনি উল্লেখ করেন, দূষণ রুখতে যে সমস্ত প্রযুক্তি প্রয়োজন তা তৃতীয় বিশ্বের দেশের নেই। শিল্প কারখানাকে অগ্রগতির সোপান ভাবলেও কৃষি ও কৃষকের কথা মাথায় রেখেই সরকারি কর্মসূচি নেওয়া উচিত।

উদ্বোধনী সম্মেলনে কন্যাশ্রী প্রকল্প ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিশন তুলে ধরেন ডাঃ কাকলি ঘোষ দস্তিদার। নারী ক্ষমতায়ন নিয়েও বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,  নারী শিক্ষা ও অগ্রগতিতে কন্যাশ্রী শুধু বাংলা নয় এখন গোটা বিশ্বের মডেল।

 

 

Bengal Finance Minister Amit Mitra slams note ban

“Only an authoritarian government can calmly cause such misery to people,” said Nobel Laureate Amartya Sen on the government’s demonetisation move. Concurring with this thought Amit Mitra, Finance Minister of Bengal said no democracy with a money market has withdrawn 86 percent money from the market.

Dr Mitra said FMCG sales have fallen by 35-40 percent. About 70 percent of secondary steel plants in Bengal are not working after demonetisation. India is seeing recessionary tendency due to this move, he added. It will take six months for the government to remonetise the economy, Dr Mitra said. Economists have also agreed that gross domestic product (GDP) will decline by 100-300 bps due to demonetisation.

Joining the crusade against the currency ban, Dr Mitra said the government was not prepared to implement this scheme. Due to the cash clean-up, informal sector in all states is in deep trouble, he said. On deposits made in Jan Dhan account, he said for political purposes government had leaked that West Bengal ranked number one when on the contrary, the state is ranked number 10.

Talking about the Income Tax Amendments Bill announced by the government on Monday, the economist said the government has admitted its failure by introducing an amnesty scheme for the black marketeers.

Dr Mitra, who is also the Chairman of the Goods and Services Tax (GST) Panel, said the indirect tax regime is the biggest fiscal reform in the country and it not a tax rate issue. Since the roll-out of the demonetisation scheme, there are serious concerns over GST rules. The scheme is a second whammy for the states, much bigger than GST process, Dr Mitra said.

Bengal is the gateway to south-east Asia: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee inaugurated US-based hospitality chain JW Marriott’s debut hotel in the city on Tuesday, reiterating her contention that the state had a conducive environment for businesses to flourish.

The opening of JW Marriott hotel in the city proves that Bengal is the destination for investment as it is the gateway to south-east Asian countries, she said while inaugurating the hotel on Eastern Metropolitan Bypass.

Stressing on the strategic importance of Bengal for business, she said, “Bengal is not just a destination for Kolkata. It is the gateway to countries like Nepal, Bhutan, Bangladesh, and accessible to Bangkok, Singapore and Myanmar.”

She thanked the authorities of the biggest hotel chain in the world for opening the hotel before the Bengal Global Business Summit scheduled to be held on January 20-21, 2017 where delegates from many foreign countries to the city will attend this conference.

The Bengal CM also informed about the company’s plan to invest in another hotel at Siliguri. The superstructure, spread over 1.3 acres of land on Hillcart Road, would comprise 138 rooms. It will be thrown open to the public by the end of 2017.

 

 

রাজ্যে লগ্নি বাড়ছে পর্যটন শিল্পে, খুশি মুখ্যমন্ত্রী

রাজ্যে পর্যটন শিল্প বাড়ছে৷ ভিনদেশের পর্যটকরা আসছেন৷ তাই হোটেল ব্যবসা বাড়ছে৷ একের পর এক বিলাসবহুল হোটেল খুলছে রাজ্যে৷ কলকাতায় জে ডবলিউ ম্যারিয়ট হোটেলের উদ্বোধনে এই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তিনি বলেন, “দীপাবলির আগে কলকাতাকে আলোকিত করল ম্যারিয়ট হোটেল৷ আপনারা এগিয়ে যান৷ আমরা সঙ্গে আছি৷” পাশাপাশি আগামী ২০-২১ জানুয়ারি বেঙ্গল গ্লোবাল সামিট হবে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “যে কোনও প্রকল্প যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য সরকার সবসময় সাহায্য করে৷ সহযোগিতা করে৷ কলকাতা হল নেপাল, ভুটান, বাংলাদেশ শুধু নয়, ব্যাংকক, সিঙ্গাপুর, মায়ানমারের গেটওয়ে৷ পর্যটকদেরও পছন্দের গন্তব্য৷ শিল্পও বাড়ছে৷ বহু হোটেল তো আছে৷ নতুন অনেকে আসছে৷ ব্যবসা না হলে তারা আসত?”

সায়েন্স সিটির কাছেই ম্যারিয়ট গোষ্ঠীর হোটেল দরজা খুলল মঙ্গলবার৷ যদিও পুরোপুরি পরিষেবা চালু হতে আরও কয়েকদিন লাগবে৷ কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু বুকিং হয়ে গিয়েছে৷ মনি গোষ্ঠী ও সত্ত্বা গোষ্ঠীর হাত ধরে কলকাতায় পা রাখল ম্যারিয়ট৷ ২৮১টি ঘর, মহানগরের সর্ববৃহৎ বলরুম, নিশি-উপভোগের জন্য নাইট ক্লাব ‘গোল্ড’, সুইমিং পুল, স্পা এবং আরও অনেক কিছু, যার জন্য সেপ্টেম্বর পর্যন্ত খরচ হয়েছে প্রায় ১২০০ কোটি টাকা৷ যে প্রকল্পের উদ্বোধনে চিফ অপারেটিং অফিসার রাজীব মেমন বলেছেন, “কলকাতা সম্পর্কে ধারণা বদলেছে৷ এক সময় সুনামে কিছুটা হলেও ঘুন ধরেছিল, এখন সেই অবস্থা বদলেছে৷” এজন্য মুখ্যমন্ত্রীর প্রশংসাও করেছেন তিনি৷ অর্থমন্ত্রীর সহযোগিতার কথা বলে তাঁর মন্তব্য, “উনিও এই প্রকল্প গড়ে তোলার জন্য নানাভাবে সাহায্য করেছেন, উৎসাহিত করেছেন৷”