Govt planning outlets in other states for popular fish dishes of Bengal

The West Bengal Fisheries Development Corporation Limited, a body under the Fisheries Department of the Bengal Government, is firming up plans to open outlets in other states for selling the legendary fish preparations of the State.

The list includes tasty dishes like rohu and katla kalia, prawn malaikari, bhetki paturi, pabdar jhal, bhapa ilish and various others.

The outlets are part of an effort towards branding and popularising Bengal outside Bengal. To begin with, a food festival is being planned in Bengaluru (in a Bengali-dominated area of the city) during this Durga Puja.

After that, outlets in that city will be opened through a franchisee system. Initially, chefs from Bengal would be sent to those outlets; later on, chefs hired there would be sent to Bengal for training.

If the model is successful in Bengaluru, it would be extended to other cities in the country.

The Corporation envisages to earn up to Rs 1.5 crore per month through this scheme.

Source: Bartaman

 

মাছের বাহারি পদ নিয়ে ভিনরাজ্যে দোকান খুলছে রাজ্য মৎস্য দপ্তর

বাংলার মাছের বাহারি স্বাদকে এবার ভিনরাজ্যে ছড়িয়ে দিতে চাইছে রাজ্যের মৎস্য দপ্তর। রুই-কাতলা’র কালিয়া, চিংড়ির মালাইকারি, ভেটকির পাতুরি, পাবদার ঝাল, ভাপা ইলিশ-কি না থাকছে এই তালিকায়। এই সুস্বাদু মাছের হাজারো পদ নিয়ে রাজ্যে রাজ্যে বিপণি খুলছে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম।

বাংলার রান্নার দেশজুড়ে ‘ব্র্যান্ডিং’ করাই তাদের উদ্দেশ্য। বেঙ্গালুরুর এক বাঙালি মহল্লায় দোকান খোলা হবে। এই প্রকল্প জনপ্রিয় হলে, অন্যান্য রাজ্যেও রান্না করা মাছের দোকান সাজিয়ে বসার ভাবনা রয়েছে নিগমের। বেঙ্গালুরুর ওই বাঙালি পাড়ায় আপাতত পুজোর সময় ফুড ফেস্টিভ্যালে মাছের বিভিন্ন পদ বিক্রি করবে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম। পরবর্তী পর্যায়ে বেঙ্গালুরুতেই স্থায়ী দোকান খোলা হবে।

এই নিগমের এক আধিকারিক বলেন, এই বিপণি থেকে মাসে অন্তত দেড় লক্ষ টাকা আয়ের সুযোগ তৈরি হবে। আগামী দিনে বেঙ্গালুরুর আরও বেশ কয়েকটি জায়গায় এরকম আরও ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে। বেঙ্গালুরুর আনসুলেত নামে আরেকটি জায়গায় আগামী আগস্ট মাসে তিনদিনের একটি খাদ্য উৎসবের তাঁরা অংশ নিচ্ছেন। এই পাড়াতে আসন্ন দুর্গাপুজোর সময় ফুড ফেস্টিভ্যালের আয়োজন করবে নিগম।

এই উৎসবের দিনগুলিতে কলকাতা থেকেই রাঁধুনি পাঠানো হবে সেখানে। পরবর্তী পর্যায়ে ফ্র্যাঞ্চাইজিরা তাদের রাঁধুনিদের কলকাতায় পাঠাবে প্রশিক্ষণের জন্য। তারপরে বেঙ্গালুরুতে চালু হবে স্থায়ী দোকান। ফ্র্যাঞ্চাইজির দোকান ডিসেম্বরে তৈরি হয়ে যাবে।

 

Bengal Finance Minister preparing ground for inviting ambassadors to BGBS 2018

Bengal’s Finance, Commerce and Industries Minister, Dr Amit Mitra will meet ambassadors of different countries in mid-September in Delhi to invite foreign delegates to the 2018 edition of Bengal Global Business Summit (BGBS), which is scheduled for January.

Few days ago, the minister also met a dozen honorary consuls asking them to invite their respective countries’ ambassadors to participate in the BGBS.

Dr Mitra asked them to concentrate on specific sectors for bringing business to Bengal and to be partners in the meet.

Source: The Times of India

 

 

২০১৮ বিশ্ববঙ্গ বাণিজ্যিক সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের আহ্বান জানাবেন অর্থমন্ত্রী

সেপ্টেম্বরের মাঝামাঝি দিল্লীতে রাজ্যের শিল্প ও অর্থমন্ত্রী অমিত মিত্র বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেই সব দেশের প্রতিনিধি দলকে আগামী বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ জানাবেন।

কয়েকদিন আগেই তিনি রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের অনুরোধ করেন তাদের নিজেদের দেশে বাংলার প্রতিনিধিত্ব করতে।

তাদের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণ করতেও অনুরোধ জানান। কিছু নির্দিষ্ট ক্ষেত্রে মনোনিবেশ করতে ও বাংলায় বাণিজ্য আনার ব্যাপারেও আর্জি জানানো হয়। বেশ কয়েকজন শিল্পপতি এই বৈঠকে অংশগ্রহণ করেন।

 

Bengal Government takes major steps for a greener environment

Under the able leadership of Chief Minister Mamata Banerjee, the Bengal Government has taken numerous steps for a greener environment in the last six years.

Here are the most important achievements:

 

 

POLLUTION CONTROL/REGULATION

  • From May 2011 to May 2017, Air Quality Monitoring Systems have been installed at 80 places.

 

  • Water Quality Monitoring Systems have been installed at 102 points in the rivers Ganga, Damodar, Ichhamati, Rupnarayan, Tista and Mahananda for monitoring on a regular basis.

 

  • Forty projects have been completed under Rain Water Harvesting Structure at 40 educational institutions in Bankura, Purulia, Birbhum and Paschim Medinipur districts. In addition, 90 Wetland Ecological Conservation Projects have been completed in the wetlands of Kolkata, Howrah, Bidhannagar, North 24 Parganas, South 24 Parganas, Purba Medinipur and Cooch Behar with a financial involvement of Rs 29 crore.

 

  • Online Industrial Clearance System has since being introduced to make the process of giving permission for setting up industries simple, speedy and flawless.

 

  • In 2010, the Haldia, Howrah and Asansol had been declared as Critically Polluting Areas. But things are now in control and as a result, lots of industries have come up in these places – oil installation, gas installation, port activities and ferro-alloy manufacturing in Haldia, expansion of coal mines in Asansol and steel manufacturing in Howrah. In addition, twenty green (that is, non-polluting) buses have been introduced in the Durgapur-Asansol industrial area using coal bed methane as fuel.

 

  • Thirty-nine industries under the ‘Grossly Polluting Industries’ category in the Ganga river basin have installed Online Effluent Quality Monitoring Systems.

 

CLIMATE CHANGE

  • In order to achieve climate change mitigation, two hundred solar photovoltaic cells have been installed in educational institutions and health centres.

 

  • In collaboration with the Forest Department, intensive plantation has been done in the Durgapur-Asansol and Paschim Medinipur industrial areas with a financial involvement of Rs 10 crore.

 

  • One demonstrative model for Rooftop Rainwater Harvesting System has been installed in each of the 20 districts (except in the recently constituted districts of Kalimpong and Jhargram) to show their mitigative impact on climate change in the wetlands. Five other such fully functional units have been formally installed in the districts of Bankura, Hooghly and Purba Medinipur.

 

  • A mass-scale rooftop rainwater harvesting project has been started in Darjeeling Municipal Corporation to provide water to poorer sections of the hilly town to benefit an estimated 3,200 families directly and indirectly. A total of Rs 23.121 crore has been granted by the Ministry of Environment, Forest and Climate Change under the National Adaptation Fund for Climate Change (NAFCC) in 2016.

 

  • The project, Enhancing Adaptive Capacity and Increasing Resilience of Small and Marginal Farmers of Purulia and Bankura District, facilitated by DRCSC (Development Research Communication and Service Centre), had been sanctioned US$ 2.5 million (approx. Rs 15 crore) under the first Adaptation Fund Project of India in 2015.

 

  • State Action Plan on Climate Change (SAPCC) had been prepared in 2012 and follow-up actions with regard to adaptation/implementation are going on.

 

  • A vulnerability assessment project in the context of climate change has been started in 2016 for Darjeeling and Kalimpong districts at a cost of Rs 2.16 crore as part of the National Mission for Sustaining Himalayan Ecosystem (NMSHE), under the Department of Science & Technology.

 

  • West Bengal is the first State in India to implement the project of ‘Downscaling of Global Climate Change Model (GCM)’ to district-level projections in 2017 through the expertise of IIT Bombay.

 

ENVIRONMENT CLEARANCE STATUS

  • From May 2011 to May 2017, the State Environment Impact Assessment Authority (SEIAA) has given environmental clearance to 230 industrial, thermal power, mining, infrastructure and building construction, and township and area development projects.

 

INTEGRATED COASTAL ZONE MANAGEMENT PROJECT (ICZMP) (A WORLD BANK-funded project):

  • 100% electrification of Sagar Island.

 

  • Construction of Nat Mandir at Sagar Island as part of the ‘Eco-Tourism Project in Sagar Island’ project.

 

  • Laying of 11.33 km sewer line and a 6.7 MLD sewage treatment plant as part of the ‘Sanitary Sewerage Scheme for Digha’ project for providing efficient municipal/public health services. Treated effluents will be discharged into the sea, which in turn will reduce coastal pollution.

 

  • Under the ‘Beachfront Development in Digha’ project, beach beautification Phase-I for improving facilities and reducing the pollution level has been completed, which includes two watch towers, an open-air theatre, rehabilitation of 219 hawkers through temporary and permanent kiosks.

 

  • Under the ‘Multipurpose Cyclone Shelter in Five Coastal Blocks’ project, 25 multipurpose cyclone shelters have been constructed.

 

EAST KOLKATA WETLAND MANAGEMENT

  • From May 2011 to May 2017, the State Department of Environment has done 15.575 km of canal desiltation, 6 km of road renovation, plantation of 6,000 seedlings and excavation of a bheri (fish cultivation farm) in the East Kolkata Wetland.

 

 

Picture courtesy: thebeaconkolkata.co.in

 

Bengal flying ahead on the industrial front – latest data say it all

Going by statistics for the last six years, Chief Minister Mamata Banerjee-led Bengal has indeed come a long way since the dark days of the Left Front. Be it general production or manufacturing, in all areas of industry, indices of production have shown significant improvement.

The manufacturing index for financial year 2011-12 was 0.94 per cent, which rose to 6.6 per cent during 2016-17 (April-January period). In general industrial production, corresponding figures were 2.14 per cent 6.97 per cent, respectively. During 2015-16, when the percentage increase in industrial production in India was 7.3, that for Bengal was 10.6.

These data have been have been published in the book, Let’s Unite to Grow Together, published by the Trinamool Congress Government to commemorate its sixth anniversary.

Among the projects being currently implemented in the State by big companies include a Rs 40,000 crore project by public sector unit SAIL, Rs 6,600 crore by Matix Fertilisers, Rs 4,600 by Aditya Birla Group, Rs 4,000 crore by ITC (Integrated Food Park and Infotech Park), Rs 700 crore each by OCL Cement and JSW Cement, Rs 700 crore by Exide, Rs 378 crore by Coca-Cola, Rs 350 crore by PepsiCo and Rs 250 crore by Amul Diary.

The Left Front Government had, till March 31, 2011, set up 89 industrial clusters. This number has shot up to 343 (till March 31, 2017) during the six-year tenure of the Trinamool Congress Government. Besides industrial clusters, Mamata Banerjee led initiatives to set up some unique clusters like Rural Haat, Urban Haat and Karma Tirtha. Till March 31, 2017, 31 such haats or markets have been established.

 

 

তৃণমূলের জমানায় শিল্পোৎপাদনের সূচক প্রায় ৬ শতাংশ বেড়েছে

অতীতের তুলনায় শিল্পোৎপাদনের সূচক অনেকটাই বেড়েছে। তা জেনারেল প্রোডাকশন বা ম্যানুফাকচারিং ক্ষেত্র যাই হোক না কেন, সব ক্ষেত্রে শিল্পোৎপাদনের সূচক বেড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর ২০১১-১২ সালে ম্যানুফাকচারিংয়ের সূচক ছিল ০.৯৪ শতাংশ। সেখানে ২০১৬-১৭ সালে (এপ্রিল-জানুয়ারি পর্যন্ত) তা বেড়ে হয়েছে ৬.৬ শতাংশ। জেনারেল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের ক্ষেত্রে ২০১১-১২ সালের সূচক ছিল ২.১৪ শতাংশ। ২০১৬-১৭ সালে (এপ্রিল-জানুয়ারি পর্যন্ত) তা বেড়ে হয়েছে ৬.৯৭ শতাংশ। গোটা দেশে ২০১৫-১৬ সালে যেখানে শিল্পোৎপাদনের বৃদ্ধি ৭.৩ শতাংশ, সেখানে রাজ্যের বৃদ্ধি হল ১০.৬ শতাংশ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ষষ্ঠ বর্ষপূর্তিতে প্রকাশিত বই, ‘লেট’স ইউনাইট টু গ্রো টুগেদার’-এ তথ্য সহকারে শিল্পোৎপাদনের সূচকের মাধ্যমে রাজ্যের শিল্পে অগ্রগতির কথা উল্লেখ করা হয়েছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, পেপসিকো ইন্ডিয়া ৩৫০ কোটি টাকা বিনিয়োগ করে ফুডপার্ক তৈরি করছে। ম্যাটিক্স ফার্টিলাইজার ৬৬০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। তাদের সংস্থার প্রথম পর্যায়ের কাজ শুরু হয়ে গিয়েছে। ওসিএল সিমেন্ট ৭০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। জেএসডব্লু সংস্থা ৭০০ কোটি টাকা দিয়ে সিমেন্ট কারখানা তৈরি করেছে। যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে উদ্বোধন করেছেন। আমূল ডেয়ারি ২৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে। আদিত্য বিড়লা গ্রুপ ৪৬০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। অন্যতম সেরা জুতোর কোম্পানি ফরিদা গ্রুপ গয়েশপুরে জুতোর কারখানা তৈরি করেছে। সেইল ৪০ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে। আইটিসি চার হাজার কোটি টাকা খরচ করে ইন্টিগ্রেটেড ফুড পার্ক এবং ইনফোটেক পার্ক তৈরি করছে। কোকাকোলা ৩৭৮ কোটি টাকা বিনিয়োগ করছে। হলদিয়ায় ৭০০ কোটি টাকা বিনিয়োগ করেছে এক্সাইড। ইতিমধ্যে যার উদ্বোধন করেছেন মমতা।

শিল্পের প্রসারে ২০১১ সালের ৩১ মার্চ পযর্ন্ত ৪৯টি ক্লাস্টার তৈরি হয়েছিল। এ বছরের ৩১ মার্চ পর্যন্ত সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৩টি। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর রুরাল হাট, আরবান হাট বা কর্মতীর্থ তৈরির পরিকল্পনা করেন। এ বছর ৩১ মার্চ পর্যন্ত ১৬টি এ ধরনের হাট তৈরি হয়েছে।

 

Kara Utsav in June by inmates of Bengal correctional homes

On two of the days within June 6 to June 8, Kara Utsav (‘jail festival’) is going to be organised by the Department of Correctional Administration of the Bengal Government. The festival would take place at Rabindra Sadan in Kolkata. This festival was started last year.

The prime attraction of the festival would be the food stalls to be set up by some of the inmates of the correctional homes. This year 12 types of foods and cookies would be sold by inmates of the Dum Dum, Alipore and Presidency Correctional Homes.

Biryani, mutton and chicken cutlets and dahi vada made by Presidency inmates would be available at Kara Utsav. Eight to ten items made by the inmates of the Dum Dum and Alipore Correctional Homes.

There would be two new attractions this time – a fashion show under the direction of famous designer Abhishek Dutta by inmates of the Presidency Correctional Home and an exhibition of saris by inmates of the same place.

 

কারা উৎসবের প্রধান আকর্ষণ বন্দিদের বানানো বিরিয়ানী

জুনের প্রথম সপ্তাহের শেষের দিকে রবীন্দ্রসদনে দুদিনের ‘কারা উৎসব ‘ অনুষ্ঠিত হবে। ওই উৎসবের অন্যতম আকর্ষণ সাজাপ্রাপ্ত বন্দিদের বানানো খাবারের স্টল। দমদম ,আলিপুর এবং প্রেসিডেন্সি সেন্ট্রাল জেলের (যেখানে ক্যান্টিন রয়েছে )বন্দিদের বানানো প্রায় ১২ রকমের খাবার এবং কুকিজ বিক্রি হবে এই উৎসবে।

প্রেসিডেন্সি জেলের ক্যান্টিনে বন্দিরা খুব ভালো বিরিয়ানী ,মটন – চিকেন কাটলেট এবং দই বাড়া বানায়। তাদের বানানো ওই খাবারগুলি করা উৎসবের স্টলে বিক্রি করা হবে । তেমনই আলিপুর এবং দমদম জেলের ক্যান্টিনে তৈরি বাছাই করা ৮ – ১০ টি খাবারও পাওয়া যাবে স্টলে।

এবার উৎসবে দুটি নতুন আকর্ষণ হল ফ্যাশন ডিজাইনার অভিষেক দত্তের তত্বাবধানে প্রেসিডেন্সি জেলের বন্দিদের তৈরি পোশাকের প্রদর্শনী।এক শিল্পীর উদ্যোগে প্রেসিডেন্সি জেলের কয়েকজন বন্দি ডিজাইনার শাড়ির কাজও করছে। সেই শাড়ির প্রদর্শনীও হবে উৎসবে।

গত বছর থেকে রাজ্যে কারা উৎসব শুরু হয়েছে। আগামী ৬,৭এবং ৮ জুনের মধ্যে যেকোনোও দুদিন ওই উৎসব হবে। এবারও বন্দিরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

 

 

Bengal to export 1,000 MW power to Nepal, Bhutan

The Bengal Government will soon export 1,000 Mega Watt (MW) electricity to various neighbouring countries including Nepal and Bhutan. Meanwhile, the capacity of the export of electricity to Bangladesh will also be increased.

The power plants in Bengal have been generating nearly around 7,000 MW of electricity every day on an average and private power plants around 11,000 MW.  During peak hours, the state needs nearly 9,000 MW a day. Bengal ranks second after Maharashtra in terms of production of electricity without the assistance of the Centre.

Bengal is among the few Indian states to have surplus power which is a major achievement as it has been viewed by many. Production of power in the State has gone up in the last few years.

 

নেপাল, ভুটানে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে বাংলা

শীঘ্রই নেপাল ও ভুটান সহ বিভিন্ন প্রতিবেশী দেশগুলোকে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে রাজ্য সরকার। এর পাশাপাশি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের পরিমাণও বৃদ্ধি করা হবে।

বাংলার সরকারী পাওয়ার প্ল্যান্ট গুলি প্রতিদিনে প্রায় ৭০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে এবং বেসরকারী পাওয়ার প্ল্যান্ট গুলি প্রতিদিনে প্রায় ১১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। একটি কর্মব্যস্ত দিনে প্রায় ৯০০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন রাজ্যের।  কেন্দ্রের সহযোগিতা ছাড়া বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বাংলার স্থান (দ্বিতীয়) মহারাষ্ট্রের পরেই।

ভারতবর্ষের কয়েকটি মাত্র রাজ্যের মধ্যে বাংলা একটি যেখানে পাওয়ার সারপ্লাস আছে যা নিঃসন্দেহে একটি বড় অ্যাচিভমেন্ট। গত কয়েক বছরে রাজ্যের বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে।

 

New factories can now be set up on lands of defunct ones

The West Bengal Land Reforms (Amendment) Bill was passed in the Assembly on Friday that will allow the use of lands of closed or partly-closed factories to set up new ones. The main aim of introducing the amendments in the Bill was “unlocking the closed factories, value addition by creating necessary infrastructure that will attract investment and improve the socio-economic condition as it will generate job opportunities.”

While introducing the Bill in the Assembly, Partha Chatterjee, the state Parliamentary Affairs minister, took a dig at the erstwhile Left Front government for their policy of taking away lands from people in the name of industrialisation. He said when that when the Left Front government was grabbing land from farmers, it was Mamata Banerjee who led the movement against such acquisition.

Partha Chatterjee clearly stated that his government’s policy is not to take away land from people for any project. “It was the Left Front government who acquired the multi-crop land,” he said. He said that it leads to a question that where new factories will be set up if no land is acquired.

“The Chief Minister had started a process to identify land that was lying unused for years. It could be either of closed factories, partly open or sick factories. “New factories could be set up in the unused land,” he said. However, tea gardens have been kept out of its ambit.

Infrastructure for poultry farm diary, warehouses, logistic hub, bio-technology park, agro industry, industrial park and financial hub could up in the land lying unused of other closed industries. Most importantly, there will be no real estate development in the unused land of the closed factories.

 

বন্ধ কারখানার জমিতে শিল্প গড়তে পাশ হল বিল

শিল্পের জন্য জমির সংস্থান করতে বন্ধ কলকারখানার জমিকেই হাতিয়ার করতে চলেছে রাজ্য সরকার। এ ব্যাপারে আইনি বাধা কাটাতে বিধানসভার চলতি অধিবেশনে একটি সংশোধনী বিল পাশ হল শুক্রবার।

মালিক ও শ্রমিকের স্বার্থ অক্ষুন্ন রেখে বন্ধ রুগ্ন কারখানার জমিতে নতুন শিল্প স্থাপনের রাস্তা খুঁজতে একটি মন্ত্ৰীগোষ্ঠী (জিওএম) গড়েন মমতা।
এই বিলে শিল্পের পরিকাঠামো গড়তে ও বন্ধ কারখানার জমি ব্যবহারের রাস্তা খোলা হচ্ছে। শিল্প ও শিল্প পরিকাঠামো সংক্রান্ত ১২টি ক্ষেত্রের জন্য বন্ধ কারখানার জমি বিনিয়োগকারীদের লিজ দেওয়ার ব্যবস্থা হচ্ছে।

এই বিলে ১২টি বিষয়কে চিহ্নিত করেছে সরকার। এগুলি হল ,মিল ,ফ্যাক্টরি অথবা ওয়ার্কশপ ,গোশালা ,পোলট্ট্রি ,ফিনান্সিয়াল হাব ,গুদাম ,ইন্ডাস্ট্রিয়াল পার্ক অথবা হাব অথবা এস্টেট , কৃষিজ শিল্প , বায়োটেক পার্ক,বিদ্যুৎকেন্দ্র অথবা ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন স্টেশন / সাব স্টেশন ,ফিল্মসিটি ,পর্যটন প্রকল্প ,ফুডপার্ক , পোর্ট ,এয়ারপোর্ট ও শিপইয়ার্ড , এবং ইঞ্জিনিয়ারিং , মেডিকেল,ম্যানেজমেন্ট কলেজ /বিশ্ববিদ্যালয়। ভূমি আইনের ১৪-জেড ধারাটি সংশোধন করে দু-বছর আগেই এই ১২টি ক্ষেত্রকে আইনের অন্তৰ্ভুক্ত করা হয়েছে।

40% investment proposals of Bengal Global Business Summit being implemented: Dr Amit Mitra

Around 40 per cent of the total investment proposals in Bengal Global Business Summits (BGBS) in 2015 and 2016 were being implemented through various projects, state Finance Minister Dr Amit Mitra said in the Assembly on Tuesday. In reply to the questions of the MLAs of the Opposition parties, Dr Mitra on Tuesday told the House that nearly Rs 1.87 lakh crore worth of proposals have been implemented in the state during the two BGBS.

The State Government had received investment proposals of Rs 4.5 lakh crore. In terms of investment Bengal emerged to be the most of accepting destination, Dr Mitra said. The implementation rate of Bengal is 40 per cent while in the state like Gujarat, the implementation rate is 1 per cent. The Finance Minister has proposed planned expenditure of Rs 905 crore and non-planned expenditure of Rs 87.23 crore for the financial year 2017-18.

Dr Mitra also said that state government has already drafted a maritime policy which is going to be finalised soon. A land for setting up a port near Tajpur in West Midnapore has already been identified. The proposed site has a draft of 12 metre plus with tidal support of 3.9 channel length of 18 km which can harbour ships having capacity of Rs 1 lakh Dead Weight Tonnage (DWT). He also said that the state government has also given land of around 2,650 acre land for setting up industrial corridor which has already got approval from the Central government.

The Excise department has invested Rs 700 crore at Haldia. The minister also said that government has decided to simplify procedure for setting up industries in the state. Amongst all the states, West Bengal has been recognized for the introducing online solutions for registrations, payments and returns for VAT, CST, PT, Entertainment Tax, Entry Tax, Single window (Shilpa Sathi) for large industries and MSME Facilitation Centre (MFC) to monitor the progress and expedite clearance.

A Garment Park is being developed on 9.5 acres of land in Budge Budge. The State Government is also setting up a new Industrial Park in Goaltore in West Midnapore over an approximate are of 950 acres of land.

 

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রস্তাবিত বিনিয়োগের ৪০ শতাংশ বাস্তবায়িত হয়েছেঃ ডঃ অমিত মিত্র

২০১৫ এবং ২০১৬ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রস্তাবিত মোট বিনিয়োগের ৪০ শতাংশ বাস্তবায়িত হয়েছে। বিরোধী দলের বিধায়কদের প্রশ্নের উত্তরে মঙ্গলবার অর্থমন্ত্রী অমিত মিত্র জানান, ২০১৫ থেকে ২০১৭-য় এ রাজ্যে যে বিনিয়োগ প্রস্তাব এসেছে তার মধ্যে ১ লক্ষ ৮৭ হাজার কোটি টাকার লগ্নি বাস্তবায়িত হওয়ার পথে।

রাজ্য সরকার ৪.৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পেয়েছে। বিনিয়োগ বাস্তবায়নের নিরিখে পশ্চিমবঙ্গ এগিয়ে আছে। ডঃ মিত্র বলেন গুজরাতে শিল্প সম্মেলনে আসা লগ্নি-প্রস্তাবের মধ্যে ১% বাস্তবায়িত হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে সেই হার প্রায় ৪০%। ২০১৭-১৮ আর্থিক বছরে পরিকল্পনা খাতে ব্যয়ের জন্য ৯০৫ কোটি টাকা এবং ‘নন-প্ল্যান’ খাতে ৮৭.২৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

অর্থমন্ত্রী আরও জানান, রাজ্য সরকার ইতিমধ্যেই সামুদ্রিক নীতির খসড়া তৈরী করেছে যা শীঘ্রই চূড়ান্ত হবে। পশ্চিম মেদিনীপুরের তাজপুরে একটি বন্দর স্থাপনের জন্য ইতিমধ্যেই জমি চিহ্নিত করা হয়েছে। শিল্প করিডোর তৈরীর জন্য রাজ্য সরকার প্রায় ২,৬৫০ একর জমি দিয়েছে, কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে অনুমোদনও দিয়ে দিয়েছে।

আবগারি বিভাগ হলদিয়ায় ৭০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। মন্ত্রী আরও বলেন, রাজ্যের শিল্প কারখানা স্থাপনের জন্য পদ্ধতি সহজতর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। VAT, CST, PT ও অন্যান্য ট্যাক্স এর ক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থা চালুর জন্য পশ্চিমবঙ্গ সবজায়গায় সমাদৃত হয়েছে। বৃহৎ,ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সিঙ্গল উইন্ডো সিস্টেম ও শিল্পা সাথীর মাধ্যমে অতি সহজেই শিল্পে লগ্নির ছাড়পত্র হচ্ছে।

বজবজে ৯.৫ একর জমির ওপর একটি বস্ত্র পার্ক তৈরী হচ্ছে। এছাড়া পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে ৯৫০ একর জমির ওপর একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরী করছে রাজ্য সরকার।

Chinese envoy meets Bengal CM to explore business possibilities

Chinese Ambassador to India Luo Zhaohu on Thursday extended an invitation to West Bengal Chief Minister Mamata Banerjee to visit his country for exploring business possibilities in manufacturing and other key sectors of the two countries.

The Ambassador, heading a five-member delegation including Chinese Consul-Genral in Kolkata Ma Zhanwu, called on Banerjee at the state secretariat Nabanna.

“Ambassador of the People’s Republic of China to India and the Consul-General of China in Kolkata had a meeting with me at the state secretariat today (Thursday).

“He extended an invitation to us to visit China to explore Bengal-China business possibilities in manufacturing and other key sectors,” Banerjee said in a Facebook post.

Zhaohu and Banerjee had elaborate discussions about the business possibilities in many areas.

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করলেন চীনের রাষ্ট্রদূত

বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন চীনের রাষ্ট্রদূত লিও জং হুই। পাঁচ সদস্যের এক চীনা প্রতিনিধি দল এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এ রাজ্যে বিনিয়োগ করতে আগ্রহী চীন।

মুখ্যমন্ত্রী তাঁর ফেসবুক পেজে লেখেন, “আজ (বৃহস্পতিবার) নবান্নে চীনের রাষ্ট্রদূত লিও জং হুই আমার সঙ্গে দেখা করেন। বাংলা-চীনের বাণিজ্য সম্পর্ক আরও দৃঢ় করার জন্য উনি আমায় চীন সফরে যাওয়ার আমন্ত্রণ জানান”।

বিভিন্ন জায়গায় বিনিয়োগের সম্ভাবনা নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয় তাদের মধ্যে।

 

 

Bengal Govt allocates Rs 300 crore to aid demonetisation-hit workers

The state government has allocated a fund of Rs 300 crore to provide financial assistance to those who have lost their jobs due to demonetisation in other states and have come back home. The scheme to provide financial assistance has been named “Samarthan”.

It may be mentioned that state Finance Minister Amit Mitra had announced the unique step of providing financial assistance to “stand beside the skilled workers” while presenting the Budget in the Assembly on February 10. Bengal is the only State in the country to take such a step for demonetisation-hit workers.

On Monday, the state government has decided to allocate Rs 300 crore for the scheme initially in nine districts. Under the scheme, Rs 50,000 each will be given to 50,000 such workers to start their own business so that they can earn their livelihood and don’t have to suffer after losing their jobs due to the hasty decision of the Central government to demonetise high value notes.

 

নোটবন্দির ফলে ক্ষতিগ্রস্ত কর্মীদের পাশে দাঁড়াল রাজ্য সরকার

নোটবন্দীর ফলে ভিন রাজ্যে কর্মচ্যুতদের নতুন ব্যবসা শুরু করার জন্য  আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই প্রকল্পের নাম ‘সমর্থন’।

উল্লেখ্য, গত ১০ই ফেব্রুয়ারি বাজেট পেশ করার সময়ই অর্থমন্ত্রী অমিত মিত্র নোটবাতিলের ফলে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানের কথা ঘোষণা করেছিলেন।

এই প্রকল্পের জন্য ৯টি জেলা বেছে নেওয়া হয়েছে। সোমবার ৯ টি জেলায় এই প্রকল্পে ৩০০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের স্বনিযুক্তিকরণের জন্য মাথাপিছু ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার যাতে তারা তাদের নিজেদের ব্যবসা শুরু করতে পারেন। প্রতিটি জেলায় এই ধরনের কর্মহীনদের শনাক্ত করতে একটি কমিটিও গঠন করা হয়েছে।