Advantage Bengal – The New Growth Engine of India

Bengal has multiple advantages as an investment destination – be it strategic location, robust physical infrastructure, economic power or culture. Listed below are the factors linked to each of these aspects.

Strategic Location

· Gateway to eastern and south-eastern Asia and north-eastern India

· Shares international borders with Bangladesh, Nepal and Bhutan

· Well-connected with the booming hubs of Asia such as Singapore, Thailand and Malaysia

· Hinterland comprises mineral-rich states such as Jharkhand, Odisha and Chhattisgarh

· Encompasses a wide range of landscapes, from mountains (Himalayas) and their foothill regions (Dooars) to plains to deltaic region (Sundarbans) to sea beaches (coast of Bay of Bengal)

Infrastructure

· Roads: Third largest road network in India – more than 3,15,404 km

· Marine: Richly endowed with natural maritime advantages, has 950 km of waterfront

· Air connectivity: Three airports – one international (Kolkata) and three domestic (Kolkata, Andal, Bagdogra)

· Inland waterways: Leading in the country in terms of spread, density and reach of National Inland Waterways

· Railway: About 4,000 km of railway tracks

· Metro railway: Second largest Metro railway network in India

Leading Growth Engine of the Country

· Power: Largest power distributor in the country, both in terms of quality and quantity

· MSME (value): At US$ 15 billion, Bengal is the recipient of India’s highest bank credit flow to micro, small and medium enterprises (MSME) from 2011-12 (when Trinamool Congress came to power) to 2015-16

· MSME (quantity): State with second largest number of MSMEs (worth US$ 3.7 million enterprises)

· Vegetable production: Highest producer of vegetables

· Tea production: Second highest tea producer; home to the GI-registered world-famous Darjeeling Tea

· Mineral production: Third largest mineral producer, accounting for about one-fifth of the total mineral production

· Man-days lost: Zero man-days lost during the last six years

· Wi-Fi connectivity: Kolkata is the first metro city in India with Wi-Fi connectivity on 4G

Rich Culture

· Birthplace of modern Indian literary and artistic thought

· Kolkata is referred to as the ‘Cultural Capital of India’

· Pioneer of cosmopolitan culture in the country

· Land of Mother Teresa, Rabindranath Tagore, Satyajit Ray and many more icons

 

এগিয়ে বাংলা – বিনিয়োগের আদর্শ গন্তব্য

বাংলাই এখন বিনিয়োগের আদর্শ গন্তব্য। সে ভৌগলিক অবস্থানই হোক, কিংবা পরিকাঠামোই হোক, অর্থনৈতিক অবস্থানই হোক বা সংস্কৃতিই হোক।

ভৌগলিক অবস্থান
• পূর্ব, দক্ষিন-পূর্ব এশিয়া তথা উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার
• আন্তর্জাতিক সীমানা বাংলাদেশ, নেপাল ও ভুটানের সঙ্গে
• সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডের মত এশিয়ার বুমিং হাবগুলির সঙ্গে সুন্দর যোগাযোগ
• ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিসগড়ের মত খনিজ পদার্থে সমৃদ্ধ প্রতিবেশী রাজ্য
• নানা ধরনের ভৌগলিক বৈচিত্র – হিমালয় থেকে ডুয়ার্স, সুন্দরবন থেকে সমুদ্রতট।
পরিকাঠামো
• রাস্তাঃ সড়ক যোগাযোগ ব্যবস্থায় দেশের মধ্যে তৃতীয় – ৩১৫৪০৪ কিঃ মিঃ এরও বেশী
• জলপথঃ ৯৫০ কিঃ মিঃ দীর্ঘ জলপথ
• উড়ান ব্যবস্থাঃ তিনটি বিমানবন্দর, একটি আন্তর্জাতিক (কলকাতা) ও তিনটি আন্তরদেশীয় (কলকাতা, অন্ডাল, বাগডোগরা)
• আন্তরদেশীয় জলপথঃ আন্তরদেশীয় জলপথে দেশে প্রথম স্থানে, জলপথের দৈর্ঘ্য, ঘনত্ব ও প্রসারের দিক থেকে
• রেলপথঃ ৪০০০ কিঃ মিঃ রেলপথ
• মেট্রো রেলঃ দেশের প্রথম ও বর্তমানের দ্বিতীয় দীর্ঘতম মেট্রো রেল পথ

দেশের অন্যতম বেড়ে চলা অর্থনীতি
• বিদ্যুত দেশের সর্ববৃহৎ বিদ্যুৎ সরবরাহকারী, গুনগত ও পরিমাণগত দুদিক দিয়েই।
• ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প (মুল্য)ঃ ২০১১-১২ থেকে ২০১৫-১৬ পর্যন্ত ভারতের সব থেকে বেশী ব্যাঙ্ক ক্রেডিট ফ্লো এই রাজ্যে যার মুল্য ১৫ বিলিয়ন মার্কিন ডলার
• ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প (পরিমান)ঃ দেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প এই রাজ্যে, ৩৭ লক্ষ
• সবজি উৎপাদনঃ দেশের এক নম্বর সবজি উৎপাদক
• চা উৎপাদনঃ দেশের দুই নম্বর চা উৎপাদক, এখানকার দার্জিলিং চায়ের আছে জিআই ট্যাগ
• খনিজ উৎপাদনঃ দেশের তিন নম্বর খনিজ পদার্থ উৎপাদক, প্রায় এক পঞ্চমাংশ খনিজ পদার্থ উৎপাদন হয় এরাজ্যে
• শ্রম দিবস: গত সাড়ে ছয় বছরে একটিও শ্রম দিবস নষ্ট হয় নি।
• ওয়াই ফাই সংযোগঃ কলকাতা দেশের প্রথম শহর যেখানে 4G ওয়াই ফাই সংযোগ আছে

গৌরবময় সংস্কৃতি
• আধুনিক ভারতীয় শিক্ষা ও শৈল্পিক ধ্যানধারনার জন্মস্থল
• কলকাতাকে ভারতের সাংস্কৃতিক রাজধানী বলা হয়
• বহুজাতিক সংস্কৃতির পথপ্রদর্শক
• রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিত রায়, মাদার টেরিজার ভুমি

Bengal means business – Economy surges ahead

Bengal is the fourth largest economy in India, and on many economic parameters, is ahead of the all-India average.

During 2016-17, before demonetisation, that is, for the period from April to September 2016, the growth rate of the State Index of Industrial Production (IIP) was (+)4.8 per cent as compared to (–)0.1 per cent for India.

And the growth rate of the State Index of Industrial Production (General) for the period from April 2016 to January 2017 was 6.97 per cent, when that for the period from April 2016 to even March 2017 was just 4.8 per cent.

As compared to 2010-11, the State Plan of Expenditure in 2016-17 is expected to be four times. Similarly, the Capital Expenditure in 2016-17 as compared to 2010-11 is expected to be seven times.

Under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) Scheme, the State Government has achieved employment generation to the tune of 128 per cent of proportionate labour budget. Expenditure incurred by the State Government in the scheme of more than Rs 5,600 crore was the highest in the country.

The revenue of the state in 2015-16 as compared to 2010-11, has grown by 103 per cent. This increase is unprecedented in the country.

In the area of e-taxation and reforms, Bengal has achieved number one position in the country on the basis of comparative valuation of performance with other states.

In spite of the tsunami of demonetisation, Bengal was able to create employment opportunities for 13,27,000 people during financial year 2016-17.

 

এগিয়ে চলেছে বাংলার অর্থনীতি

বাংলা দেশের চতুর্থ বৃহত্তম অর্থনীতি, এছাড়া আরও অনেক অর্থনৈতিক ক্ষেত্রে দেশের গড়কে পেছনে ফেলে দিয়েছে এই রাজ্য।

২০১৬-১৭ অর্থবর্ষে সর্বনাশা নোটবাতিলের আগে, মানে এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত রাজ্যের স্টেট ইনডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন (আইআইপি) ছিল (+)৪.৮ শতাংশ, যেখানে দেশের এই পরিসংখ্যান ছিল (-) ০.১ শতাংশ।

এপ্রিল ২০১৬ থেকে জানুয়ারি ২০১৭ পর্যন্ত স্টেট ইনডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন (জেনারেল)-এর বৃদ্ধির হার ছিল ৬.৯৭ শতাংশ, এপ্রিল ২০১৬ থেকে মার্চ ২০১৭ তে যা হয় ৪.৮ শতাংশ।

স্টেট প্ল্যান এক্সপেন্ডিচার ২০১০-১১ সালের তুলনায় ২০১৬-১৭ সালে প্রায় চার গুন বেড়েছে। পাশাপাশি ক্যাপিটাল এক্সপেন্ডিচার ২০১০-১১ সালের তুলনায় ২০১৬-১৭ তে বেড়েছে প্রায় সাত গুন।

১০০ দিনের কাজের অন্তর্গত, রাজ্য সরকার ১২৮ শতাংশ কর্মসংস্থান করেছে। এই খাতে রাজ্য ব্যয় করেছে ৫৬০০ কোটি টাকা যা দেশে সর্বোচ্চ।
২০১০-১১ সালের তুলনায় ২০১৫-১৬ সালে রাজস্ব বেড়েছে ১০৩ শতাংশ। এই পরিমান রাজস্ব বৃদ্ধি দেশে অভূতপূর্ব।

ই-ট্যাক্সেশন ও সংস্কারের ক্ষেত্রে বাকি রাজ্যের তুলনায় এরাজ্য প্রথম স্থান অধিকার করেছে।

নোটবাতিলের কালো প্রভাব থাকা সত্বেও ২০১৬-১৭ সালে রাজ্য ১৩,২৭,০০০ টি কর্মসংস্থান তৈরীতে সক্ষম হয়েছে।

 

10 French companies to participate in BGBS

France is the partner country at the 2018 Bengal Global Business Summit (BGBS). As a result, 10 leading French have confirmed participation the international business summit.

The big 10 are Capgemini, Matière, Dassault Systèmes, Fives Stein, JCDecaux, Kernoes, Decathlon, Schneider, Suez and Accor. This is a major gain for Bengal as the ten represent some of the biggest names in the consultancy, manufacturing, defence, advertising, construction, sports, energy and hospitality sectors.

This year, more than 3,000 delegates from the US, France, Japan, Germany, China, Italy, Russia and the UK.

১০টি ফরাসি কোম্পানি আসছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে

চতুর্থ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ফ্রান্সের প্রথম সারির ১০টি কোম্পানি আসছে। এ বছরের সম্মেলনে ফ্রান্স হল পার্টনার রাষ্ট্র।
ফ্রান্সের কনসালট্যান্ট জেনারেল বলেন, সংস্কৃতি ও অর্থনীতি একে ওপরের সঙ্গে জড়িত। আমরা গর্বিত ১০টি কোম্পানি যারা বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণ করবে, তাদের নাম ঘোষণা করে। ফ্রান্স এই সম্মেলনের পার্টনার রাষ্ট্র হওয়ায় আমরা আনন্দিত।

যে দশটি কোম্পানির প্রতিনিধি আসবেন, তারা হল, ক্যাপজেমিনি, ম্যাটায়ার, ড্যাসল সিস্টেমেস, ফাইভসস্টেন, জেসিদিই-কক্স, কার্নিওস, ডেকাথলন, স্নেইডার, সুয়েজ, অ্যাকর।

গত বছর সম্মেলনে ফ্রান্সের কনসালট্যান্ট জেনারেল ফ্রান্সের প্রতিনিধিত্ব করেন। এবারে ফরাসি প্রতিনিধিরা আসবেন।
এবারে আমেরিকা, ফ্রান্স, জাপান, জার্মানি, চীন, ইটালি, রাশিয়া ও ব্রিটেন থেকে ৩০০০ এর বেশী প্রতিনিধি আসবেন।

Source: The Times of India

Entrepreneurs, industry leaders shower praises on Bengal

Ever since attending the first Bengal Global Business Summits a few years back, entrepreneurs and leaders of industry have showered praises on Bengal and its and its industrial climate. They have reacted with a lot of positivity to the Bengal Government’s attitude and have highly appreciated Chief Minister Mamata Banerjee’s honest efforts to bring industry back to the state. They have enthusiastically participated in the Bengal Global Business Summits.

Here are a few samples of comments after the successful 2017 summit (held in January):

It (Bengal) is an incredible success story. (Lord Davies of Abersoch, Chair, UK India Business Council)

This Summit is an excellent platform to not just showcase Bengal’s potential but to understand the vast opportunities that lie in the region as well. I’ve been struck by the many similarities between Bengal’s vision for its eco-system and Bhutan’s vision of development that is guided by its philosophy of Gross National Happiness. (His Excellency Tshering Tobgay, the Honourable Prime Minister of Bhutan)

It (Bengal Global Business Summit) is a platform to bring together all of us who have a stake in the development of the state. The platform is to build a true partnership to serve all the people of Bengal. Bengal has achieved significant all-round economic and social progress and has focussed on improving the quality of life of over 90 million citizens. (Mukesh Ambani, CMD, Reliance Industries Ltd.)

Bengal is a very attractive market with skilled manpower – the reform process is led with a great degree of vision. (YC Deveshwar, Chairman, ITC Ltd.)

The last six years have seen a sea-change, the leadership has been dynamic and decisive and the government machinery has been completely professional; they are quick to respond. (Sanjiv Goenka, Chairman, RP-Sanjiv Goenka Group)

Bengal is our ‘karmabhoomi’. It is the love and affection of the people of Bengal, and the encouragement of the government which have helped us to grow and prosper in the state. In Bengal we have found a very sensitive and supportive government. (Kishore Biyani, MD, Future Group)

I feel optimistic that Bengal will play a part in the resurgence of the Indian economy. (Harshvardhan Neotia
Chairman, Ambuja Neotia Group)

The Bengal Global Business Summit has evolved as an annual flagship event for the State Government for showcasing Bengal’s potential and inviting investment proposals. Apart from highlighting all the achievements, the State Government should also utilise this platform to initiate a regular dialogue with the business community in order to improve the ‘ease of doing business’ in the state so that a cadre of empowered entrepreneurs can be groomed for the future, which can guarantee job creation. (Sunil Kanoria, Vice-Chairman, Srei Infrastructure Finance Ltd.)

We have a large presence in Bengal and the total investment in the state is about Rs 20,000 crore. We have been in this state for a number of years and we continue to invest in this state. (Bikram Dasgupta
Founder and Executive Chairman, Globsyn Group)

Bengal Global Business Summit 2015 was a milestone event which gathered a very positive response from the investors and we are looking forward to the next Summit to carry this momentum forward. (Gaurav Swarup, Chairman, FICCI West Bengal State Council and MD, Paharpur Cooling Towers)

Bengal’s economy has impressively withstood the continuing slowdown in economic growth in previous years and currently is on a high-growth trajectory. We want to grow in Bengal to create a market-enduring goodwill by benefitting both our buyers and investors. The current boost in industrialisation in the state has prompted us to replicate our success of Rajgangpur and Cuttack, in Salboni. We plan to scale up our presence in the Bengal market by completing the first phase of investment in the plant. Our high-capacity plant located strategically will ensure timely and faster delivery of cement across the state, a significant emerging market for infrastructure development and thereby, the cement industry. (Puneet Dalmia, MD, Dalmia Bharat and Group Director, OCL India Ltd.)

Bengal really offers tremendous opportunities in manufacturing – we have an abundance of natural resources, skilled manpower and advantages of location. (Sumit Mazumder, CMD, TIL Ltd.)

We are in this state for the last 12 years and have invested around Rs 1,600 crore. Looking at the ease of doing business here, both the political and administrative systems are extremely quick to resolve issues. (YK Modi, Executive Chairman, Great Eastern Energy Corporation Ltd.)

I am confident that the Bengal Global Business Summit will presage a new era of entrepreneurship and development in West Bengal. The overall spirit is positive and I am optimistic. (Viresh Oberoi, Former CEO and MD, Mjunction Services Ltd.)

The dynamic Chief Minister supported by her extremely able team has brought a transformational change in the state which is attracting investors like never before. (Dr Jyotsna Suri, CMD, Bharat Hotels Ltd.)

In the context to competitive agility, I want to talk about why Bengal matters today. Three major reasons why Bengal matters the most in location decisions – speed (that means distance and logistics), competitive access to talent and support of government machineries. (Dr Purnendu Chatterjee, Founder and Chairman, The Chatterjee Group)

It was a landmark event. We have signed some major investment proposals, including the MRTS hub. It will add to the rejuvenation of manufacturing in Bengal.This will also bring additional foreign direct investment in the state that we already got through the airport. (Partho Ghosh, MD, Bengal Aerotropolis Projects Ltd.)

It was a splendid effort by the state and my compliments to the Chief Minister and her team. This has sent a very positive message to the world and has also shown that the Indian leaders are giving priority to economic development over political ideologies. (Umesh Chowdhary, Vice-Chairman and MD, Titagarh Wagons Ltd.)

 

বিনিয়োগকারী ও শিল্পপতিদের দ্বারা প্রশংসিত বাংলা

প্রথম বারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে অংশগ্রহনের সময় থেকেই শিল্পপতিরা বাংলার তথা বাংলার শিল্পমুখী বাতাবরণের প্রশংসা করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনিয়োগ আনার প্রয়াসের প্রশংসা করেছেন। তাঁরা খুব আগ্রহের সঙ্গে সম্মেলনে অংশগ্রহণও করেছেন।

২০১৭ সালের সম্মেলনের পর কিছু শিল্পপতির মন্তব্য তুলে ধরা হলঃ-

এ এক অনবদ্য সাফল্যের কাহিনী (লর্ড ডেভিস অফ এবারসোচ, চেয়ার, ইউকে ইন্ডিয়া বিজনেস কাউন্সিল)

এই মঞ্চে শুধু বাংলার সম্ভাবনা নয়, পাশাপাশি এ রাজ্যে আর কি কি বিশাল সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে তাও দেখানো হয় । ভুটানের উন্নয়ন গ্রস ন্যাশনাল হ্যাপিনেস দর্শনের দ্বারা পরিচালিত হয়। আমি বাংলা এবং ভুটানের উন্নয়নের দৃষ্টিভঙ্গির মধ্যে অনেক মিল খুঁজে পেয়েছি (হিজ এক্সেলেন্সি শেরিং তোবগে, ভুটানের প্রধান মন্ত্রী)

এই সম্মেলন একটি মঞ্চ যেখানে এই রাজ্যের উন্নতির জন্য বিভিন্ন কাণ্ডারিদের ডাকা হয়। এই সম্মেলনে একটি সফল অংশীদারিত্বের মাধ্যমে বাংলার উন্নয়নের প্রচেষ্টা করা হয়। বাংলা উল্লেখযোগ্য ভাবে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন করেছে ও সর্বতোভাবে প্রচেষ্টা করছে ৯ কোটি মানুষের জীবনধারার উন্নয়নের জন্য (মুকেশ আম্বানি, সিএমডি, রিলায়েন্স ইন্ডাস্ত্রিজ)

দক্ষ শ্রমিক সমৃদ্ধ বাংলা একটি আকর্ষণীয় স্থান, এখানে সংস্কার প্রক্রিয়া একটি মহান দৃষ্টিভঙ্গি দিয়ে পরিচালিত হয় (ওয়াই সি দেভেশ্বর,আইটিসি লিমিটেড)

গত ছয় বছরে আমূল পরিবর্তন হয়েছে,প্রগতিশীল নেতৃত্বের জন্য সরকারি সংস্থাগুলি আরো পেশাদারিত্বের ও দ্রুততার সঙ্গে কাজ করতে সক্ষম হয়েছে (সঞ্জীব গোয়েঙ্কা, চেয়ারম্যান, আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ)

বাংলা আমাদের কর্মভূমি। বাংলার মানুষের ভালোবাসা ও সরকারের উৎসাহ, এ রাজ্যে আমাদের সমৃদ্ধিতে সাহায্য করেছে। বাংলায় আমরা খুব সংবেদনশীল এবং সহায়ক সরকার পেয়েছি (কিশোর বিয়ানি, এমডি, ফিউচার গ্রুপ)

আমি আশাবাদী যে বাংলা ভারতীয় অর্থনীতির পুনরূত্থানে কান্ডারি হবে (হর্ষবর্ধন নেওটিয়া, চেয়ারম্যান,অম্বুজা নেওটিয়া গ্রুপ)

বার্ষিক বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে সরকার বাংলার সম্ভাবনার কথা তুলে ধরে বিনিয়োগ আনতে চায়। সাফল্য তুলে ধরার পাশাপাশি রাজ্যের উচিত এই মঞ্চের মাধ্যমে বাণিজ্য গোষ্ঠীর সঙ্গে নিয়মিত বার্তালাপ করা যার ফলে “শিল্প গড়ার সুবিধা” আরও সহজ হয়, যাতে একজন বিনিয়োগকারী এমনভাবে নিজেকে তৈরী করতে পারে যাতে কর্মসংস্থান হবে (সুনিল কানোরিয়া, ভাইস চেয়ারম্যান, শ্রেয়ি ইনফ্রাস্ট্রাকচার ফিনান্স লিমিটেড)

আমাদের এ রাজ্যে মোট বিনিয়োগ ২০০০০ কোটি টাকার মত। আমরা অনেক বছর এ রাজ্যে আছি ও বিনিয়োগ করে চলেছি (বিক্রম দাসগুপ্ত, ফাউন্ডার ও এক্সিকিউটিভ চেয়ারম্যান, গ্লোবসিন গ্রুপ)

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৫ ছিল একটি মাইলস্টোন অনুষ্ঠান যেখানে বিনিয়োগকারীদের থেকে খুব আশাপ্রদ প্রতিক্রিয়া পাওয়া গেছে, আমরা আগামী সম্মেলনে যোগদান করার জন্য আগ্রহী (গৌরব স্বরুপ, চেয়ারম্যান, ফিকি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অ্যান্ড এমডি, পাহাড়পুর কুলিং টাওয়ার্স)

বাংলার অর্থনীতি পূর্ববর্তী বছরের ক্রমবর্ধমান মন্দার সফল ভাবে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে ও আজ বাংলা উন্নতির মুখে। আমরা বাংলায় উন্নতি করতে চাই যার ফলে ক্রেতা ও বিনিয়োগকারী উভয়ই সমৃদ্ধ হবে। এই রাজ্যের শিল্পায়নের গতির সাফল্যকে আমরা কটক ও রাজগঙ্গাপুরে অনুকরন করেছি, প্রথম দফার কাজ শেষ করে শালবনিতে আমরা আমাদের উপস্থিতি আরও বাড়াতে চাই, আমাদের উন্নত মেশিনের মাধ্যমে সারা রাজ্যে সিমেন্ট পৌঁছে যাবে, পরিকাঠামো উন্নয়নে উন্নতি আসবে (পুনিত ডালমিয়া, এমডি, ডালমিয়া ভারত অ্যান্ড গ্রুপ ডিরেক্টর, ওসিএল ইন্ডিয়া লিমিটেড)

নির্মাণক্ষেত্রে বাংলায় প্রচুর সুযোগ আছে-আমাদের ভৌগলিক সুবিধা, দক্ষ শ্রমিক ও প্রাকৃতিক সম্পদের সুবিধা আছে (সুমিত মজুমদার, সিএমডি, টিআইএল লিমিটেড)

আমরা ১২ বছর এ রাজ্যে আছি ও ১৬০০ কোটি টাকা বিনিয়োগ করেছি। এখানে শিল্প গড়ার সুবিধা আছে, রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় যেকোনো সমস্যার সহজে সমাধান হয় (ওয়াইকে মোদী,এক্সিকিউটিভ চেয়ারম্যান, গ্রেট ইস্টার্ন এনার্জি কর্পোরেশন লিমিটেড)

আমি নিশ্চিত রাজ্যের উন্নয়নের পাশাপাশি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন বিনিয়োগের এক নতুন যুগের সুচনা করবে।এখানকার বাতাবরন আশাপ্রদ এবং আমি আশাবাদী (ভিরেশ ওবেরয়, ফর্মার সিইও অ্যান্ড এমডি, এমজাঙ্কশন সার্ভিসেস লিমিটেড)

উন্নয়নশীল মুখ্যমন্ত্রী ও তাঁর দল রাজ্যে একটি রূপান্তরমূলক পরিবর্তন এনেছেন যা আগে কখনো এমনভাবে বিনিয়োগকারীদের আকৃষ্ট করেনি (ডঃ জ্যোৎস্না সুরি, সিএমডি, ভারত হোটেলস লিমিটেড)

এই প্রতিযোগিতার যুগে আমি প্রথমেই বলতে চাই কেন আজ বাংলা গুরুত্বপূর্ণ। এর তিনটি প্রধান কারণ- অবস্থানগত, গতি (দুরত্ব এবং সরবরাহ), প্রতিভার সহজলভ্যতা, সরকারের সহযোগিতা (ডঃ পূর্ণেন্দু চ্যাটার্জি, ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান দি চ্যাটার্জি গ্রুপ)

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন একটি বিশেষ অনুষ্ঠান। আমরা কয়েকটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছি, যেমন এম আর টি এস হাব। এতে বাংলার নির্মাণ শিল্প পুনরুজ্জীবিত হবে। এতে অতিরিক্ত বিদেশী বিনিয়োগ আসবে, যা আমরা ইতিমধ্যেই বিমানবন্দরের মাধ্যমে পেয়েছি (পার্থ ঘোষ, এমডি, বেঙ্গল এরোট্রোপলিস প্রোজেক্টস লিমিটেড)

এটি রাজ্যের এক অসাধারণ প্রয়াস, আমি মুখ্যমন্ত্রী ও তাঁর দলকে আমার শুভেচ্ছা জানাতে চাই। এর ফলে বিশ্বের কাছে খুব ভালো বার্তা গেছে এবং এও দেখা যাচ্ছে যে ভারতীয় নেতারা রাজনৈতিক আদর্শের থেকে অর্থনৈতিক উন্নয়নে বেশী গুরুত্ব দেন (উমেশ চৌধুরী ভাইস চেয়ারম্যান এন্ড এম ডি টিটাগড় ওয়াগনস লিমিটেড)

Bengal Govt to create more infrastructure at industrial parks

The Bengal Government has taken up a project to create additional infrastructure in the industrial parks in order to provide more amenities to micro, small and medium scale entrepreneurs.

This comes at the time when the state has witnessed a huge bank credit flow of Rs 1,30,825 crore to the micro, small and medium scale enterprises (MSME) between 2011-12 and 2016-17 fiscal, one of the highest on the country.

With this highly encouraging growth in the sector over the past six years, Chief Minister Mamata Banerjee has urged business-owners and industrialists to invest in the sector.

Among the improvements to be undertaken are the widened and strengthening of roads, installation of more streetlights, replacement of surface drainage systems with underground ones, wide pavements (for people to walk easily as mini-trucks and trucks always keep plying on the thoroughfares in the industrial parks) and the building of an administrative building in each of the parks, which would house banks, ATM counters, food courts and an office of the local body of the industrial park.

 

রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল পার্কের পরিকাঠামো উন্নয়ন করছে সরকার

ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প ক্ষেত্রে আরও সুযোগ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে রাজ্য সরকার নিয়েছে নতুন উদ্যোগ। রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলির পরিকাঠামো উন্নয়ন করছে রাজ্য শিল্পোন্নয়ন নিগম।

পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে এই পার্কগুলিতে রাস্তা চওড়া ও মজবুত করা হবে, উন্মুক্ত নিকাশি ব্যবস্থার পরিবর্তে মাটির তলা দিয়ে নিকাশি ব্যবস্থা গড়া হবে, চওড়া ফুটপাথ তৈরি করা হবে এবং প্রশাসনিক ভবন তৈরি করা হবে। এই ভবনে থাকবে ব্যাঙ্ক, এটিএম কাউন্টার, ফুড কোর্ট, এবং অফিস।

২০১১-১২ সাল থেকে ২০১৬-১৭ সাল অবধি, পাঁচ বছরে বাংলার ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পে ব্যাঙ্ক ক্রেডিট ফ্লো এসেছে ১,৩০,৮২৫ কোটি টাকা, যা দেশে সর্বোচ্চ। এই অভূতপূর্ব সাফল্যের পর মুখ্যমন্ত্রী এই ক্ষেত্রে আরও বিনিয়োগ টানতে উদ্যোগী হয়েছেন।
Source: Millennium Post

Bengal Fisheries Dept releases hatchlings of small fishes

To save several varieties of small fish, the State Government has taken to releasing their hatchlings across Bengal. One quintal of hatchlings was released by the Fisheries Minister at Sindrani in Bagda block in North 24 Parganas district, in the presence of almost 3,000 fishermen in November.

Among the varieties in danger are mourola, kholse, tangra, pnuti, folui, koi, singi, magur, lyatha, chang, etc.

These fishes grow naturally in water bodies like streams and lakes. But over-fishing in places is leading to their depletion. Hence, the department has also started programmes to educate fishermen to not to over-fish and to not to fish during two months of the rainy season to give the time for the fishes to grow.

 

লুপ্তপ্রায় ছোট মাছ বাঁচাতে উদ্যোগী রাজ্য মৎস্য দপ্তর

লুপ্তপ্রায় দেশী ছোট মাছ বাঁচাতে রাজ্যজুড়ে বিভিন্ন জলাশয়ে এলাকাভিত্তিক দেশী মাছের চারা ছাড়ার উদ্যোগ নিয়েছে রাজ্য মৎস্য দপ্তর। এরই অঙ্গ হিসেবে উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের সিন্দ্রানী এলাকায় প্রায় ১ কুইন্টাল দেশী মাছের চারা ছাড়া হল। এরপর বাকি ৩২ টি সমবায় সমিতির জলাশয়ে ৪৮ হাজার দেশী মাছের চারা ছাড়া হবে।

মৌরলা, খলসে, ট্যাংরা, পুঁটি, ফলুই, কই, শিঙি, মাগুর, ল্যাঠা, চ্যাং ইত্যাদির মত অঞ্চলভিত্তিক দেশী মাছ (স্থানীয়ভাবে যেগুলো রাণী মাছ হিসেবে পরিচিত) প্রায় হারিয়ে যেতে বসেছে। এই মাছ আলাদা করে চাষ করা যায় না, প্রাকৃতিকভাবে জলাশয়গুলিতে বেড়ে ওঠে।

এলাকাভিত্তিক এই মাছগুলির উৎপাদন বাড়াতে রাজ্যের প্রতি জেলার খাল বিল ও চুনোপুঁটি মেলার আয়োজনের মাধ্যমে এইসব মাছের চারা জলাশয়গুলিতে ছাড়া হচ্ছে। ছোট ইলিশ ধরার ক্ষেত্রে আইন করে বিধিনিষেধ আরোপ করে যেভাবে কিছুটা ফল পাওয়া গেছে, এক্ষেত্রেও আগামীদিনে ফল পাওয়া যাবে বলে মৎস্য দপ্তর আশাবাদী।

Source: Aajkal

Ease of doing business – Bengal rose from rank 30 to rank 3: Mamata Banerjee at Horasis Asia meet

Bengal Chief Minister Mamata Banerjee today addressed a special international session at the 2017 edition of Horasis Asia Meeting, Asia’s foremost gathering of senior leaders from businesses and governments.

It is being co-hosted by the Bengal Government and the Indian Chamber of Commerce (ICC).

This is the first time that this prestigious business summit is being held in India. Horasis is a Zurich-based think tank. About 350 delegates from 65 countries, other than from India are participating in the event.

Highlights of the Chief Minister’s speech:

Bengal is progressing like never before. It is emerging as the industrial destination.

Six and half years ago, the 34-year old Left Front rule came to an end. During their rule, perception about Bengal was not good; but now it has changed.

Our work culture has changed. Earlier, the mandays lost was about 78 lakh. Now it is absolutely zero. There are no strikes in Bengal. We maintain best of relations with the industry, working class and the people at large.

In Bengal, we have our own infrastructural facilities. We have built flyovers, bridges, power stations. From social sector to health, education sector to youth, agriculture to industry sector – we are surging ahead.

You will be happy to know, in the parameter of ‘ease of doing business’, Bengal was earlier ranked 30. Three years ago, the rank improved to 15. Now, we are third in India. Out of 372 parameters, we have fulfilled 336 and in a few months we will fulfill the rest.

We are facing a legacy and it takes time to undo it. I believe, there is no substitute to hard work, dedication, devotion, sincerity, punctuality. We have the vision, the mission and we show it in our action.

We met the Chairman of Horasis in Munich and they had made a commitment to come to India. But why will you choose Bengal? Strategically, geographically, economically, politically, Bengal is safe and sound.

Bengal is a gateway to south-east Asia. From here you can expand your business to Bangladesh – our neighbouring country, who we love so much. From Bengal you can expand to the eight north-eastern States. You can reach Bhutan and Nepal also. They are just half-an-hour away via flight from Bengal. There is easy access to Thailand, Malaysia and Kuala Lumpur.

Bengal believes in unity and togetherness – people of all castes, creed, religions live here in peace. We believe there can never be any geographical boundary for art or culture.

Advantage of Bengal is our skill, our talented young generation. The new generation is our asset. I am proud of our young generation. In skill development, we are No. 1 for four years. In small scale industries, we are No. 1 in India. We have started e-services in every sphere.

Our industrial growth is not bad. We are trying. GDP growth rate of India for 2016-17 was 7.1%. The GSDP growth of Bengal was 9.1%. In the industry sector also, India’s growth rate was 5.6%, and that of Bengal was 7.2%.

Bengal has the potential. We have lent investable capital to the tune of Rs 1.82 lakh crore. When we came in our GDP was 4.5 lakh crores. It has doubled. Our revenue earnings has doubled now. We have created 81 lakh new employment in six years and more than 100 crore mandays.

Bengal has several advantages – a strategic location, geographical advantage, peaceful situation in the State. We have best of relations with bordering countries. In Bengal, we are all united. We do not believe in divisive politics.

We have the land bank. We do not capture land forcefully. We have land map and land use policy. We have a surplus power bank. We give all facilities and support to the industry.

We have recently hosted the Under-17 FIFA World Cup football. The quarter final, semi final and final matches were held in Kolkata. FIFA showered us with praises for the superb and excellent arrangement.

In Bengal, we are committed to social empowerment also. Ninety per cent people in the State receive direct benefits from the State. We take care of the poor and disadvantaged people. This year, our flagship ‘Kanyashree’ scheme for the empowerment of girls, received the first prize at UN Public Service Award.

We have set up 46 new multi super speciality hospitals within six years. We have set up Mother and Child Hubs. We give free cycles, books and scholarships to the students.

If you want to invest, enough scope is there in every sector – engineering, jute, textile, servicing, IT, mining, transportation, agricultural marketing, manufacturing. We have deep forests, deep sea, even the Hills. There is enough scope for tourism. If you invest in Bengal, you will definitely go for re-investment.

I will request all the delegates present here to come and join the Bengal Global Business Summit on 16-17 January 2018. More than 30 countries are coming to this summit. We have set up an international convention centre, an eco-tourism park. Even a Financial Hub has been set up.

We believe in sweet relations with the industry. Our captains of industry will tell you the advantages of doing business in Bengal. We can take concrete decisions for investments in Bengal at the Bengal Global Business Summit in January.

My earnest request to you is that do not forget Bengal. Make this State your ultimate destination.

 

শিল্প গড়ার সুবিধা – ৩০ থেকে ৩ নম্বরে উঠে এসেছে বাংলা: মুখ্যমন্ত্রী

শিল্পের বিষয়ে সুইজারল্যান্ডের আন্তর্জাতিক ‘থিঙ্ক ট্যাঙ্ক’, হোরাসিস ভারতে তাদের প্রথম এশিয়া সম্মেলন করছে। এই সম্মেলন শুরু হয় কাল। এই বৈঠক হচ্ছে কলকাতায়, যা নিঃসন্দেহে রাজ্যের শিল্পে লগ্নি সম্ভাবনার ক্ষেত্রে এক বিরাট উদ্দীপকের কাজ করবে। বিশেষ করে আর দেড় মাস পরেই যখন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন।

সম্মেলনের দ্বিতীয় দিনে আজ একটি বিশেষ সেশনে মূল বক্তা ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই সম্মেলনে ৬৫টি দেশের ৩৫০র বেশী কর্পোরেট লিডাররা যোগ দিচ্ছেন, যারা প্রতিষ্ঠাতা, মালিক, ম্যানেজিং ডিরেক্টর, প্রেসিডেন্টের মত মর্যাদাসম্পন্ন।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

বাংলায় এখন পরিবর্তন এসেছে। শিল্পের গন্তব্য হয়ে উঠেছে বাংলা – এখানে রয়েছে শিল্পের জন্য উন্নততর পরিকাঠামো।

৩৪ বছরের বাম শাসনের পর বাংলায় পরিবর্তন এসেছে। বাম আমলে শিল্প নিয়ে দৃষ্টি ভঙ্গিতে গলদ ছিল, এখন তার পরিবর্তন হয়েছে।

আমাদের কর্মসংস্কৃতির পরিবর্তন হয়েছে। আগে ৭৮ লক্ষ শ্রম দিবস নষ্ট হয়েছে, এখন এই সংখ্যা শূন্য। এখন বাংলায় কোন বনধ হয়না। আমরা শিল্পপতি থেকে শ্রমিক – সব শ্রেণির মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলি।

বাংলায় আমাদের সবরকম পরিকাঠামো রয়েছে। আমরা ফ্লাইওভার, সেতু, পাওয়ার স্টেশন নির্মাণ করেছি। সামাজিক খাত থেকে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, শিল্প – সব ক্ষেত্রেই আমরা এগিয়ে চলেছি।

শিল্প গড়ার সুবিধার মাপকাঠিতে(ease of doing business) দেশের মধ্যে আগে বাংলার স্থান ছিল ৩০ নম্বরে। তিন বছর আগেও বাংলার স্থান ছিল ১৫ নম্বরে। আপনারা জেনে খুশি হবেন, এখন দেশের মধ্যে বাংলার স্থান তৃতীয়। ৩৭২টি প্যারামিটারের মধ্যে আমরা ৩৩৬টি পূরণ করেছি, কয়েক মাসের মধ্যেই আমরা বাকিগুলোও পূরণ করব।

আমি বিশ্বাস করি কঠোর পরিশ্রম, ডেডিকেশন, নিষ্ঠা, আন্তরিকতার কোন বিকল্প হয় না। আমাদের ভিশন ও মিশন আমরা আমাদের কাজের মাধ্যমে দেখাই।

আমরা মিউনিখে হোরেসিসের সভাপতির সাথে সাক্ষাত করেছিলাম এবং তারা ভারতে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কেন আপনারা বাংলাকে বেছে নেবেন? কারণ, কৌশলগতভাবে, ভৌগোলিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে বাংলা সেফ অ্যান্ড সাউণ্ড।

বাংলার দক্ষিণ-পূর্ব এশিয়ার গেটওয়ে। এখান থেকে বাংলাদেশে ব্যবসা প্রসারিত করতে পারবেন। বাংলা থেকে উত্তর পূর্বের ৮ টি রাজ্যে ব্যবসা প্রসারিত করতে পারবেন। এমনকি নেপাল ও ভুটানেও ফ্লাইটের মাধ্যমে মাত্র আধ ঘণ্টায় পৌঁছে যাওয়া যায়। বাংলা থেকে থাইল্যান্ড, মালয়েশিয়া এবং কুয়ালালামপুরে সহজেই পৌঁছে যেতে পারবেন।

বাংলা একতা ও ঐক্যবদ্ধতায় বিশ্বাস করে – সকল সম্প্রদায়ের মানুষ এখানে শান্তিতে বাস করে। আমরা বিশ্বাস করি শিল্প বা সংস্কৃতির কোনও ভৌগোলিক সীমানা নেই।

দক্ষতা বিকাশে এক নম্বরে বাংলা। বাংলায় অনেক মেধা আছে। তরুণ প্রজন্ম আমাদের সম্পদ, ওদের জন্য আমি গর্বিত। গত ৪ বছরে দক্ষতা বিকাশে বাংলা ১ নম্বরে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাংলা ১ নম্বরে। আমরা প্রতিটি ক্ষেত্রে ই-পরিষেবা চালু করেছি।

আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ খারাপ নয়। আমরা চেষ্টা করছি। ২০১৬-১৭ তে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল ৭.১% আর বাংলার জিএসডিপি বৃদ্ধির হার ছিল ৯.১%। শিল্পের ক্ষেত্রেও, ভারতের বৃদ্ধির হার ছিল ৫.৬% এবং বাংলার বৃদ্ধির হার ছিল ৭.২%।

বাংলায় প্রচুর সম্ভাবনা রয়েছে। আমরা ১.৮২ লক্ষ কোটি টাকা বিনিয়োগযোগ্য মূলধন ঋণ দিয়েছি। আমরা যখন ক্ষমতায় আসি, রাজ্যের জিডিপি ছিল ৪.৫ লক্ষ কোটি টাকা, এখন তা দ্বিগুন হয়েছে। আমাদের রাজস্ব আয় দ্বিগুন বেড়েছে। আমরা ৬ বছরে ৮১ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি করেছি, ১০০ কোটির বেশী শ্রমদিবস তৈরি করেছি।

বিনিয়োগের জন্য বাংলার অনেক সুবিধা আছে – অবস্থানগত এবং ভৌগলিক সুবিধা, শিল্পবান্ধব ও শান্তিপূর্ণ পরিবেশ, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক। আমরা বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী না।

আমাদের ল্যান্ড ব্যাঙ্ক আছে। আমরা বলপূর্বক জমি অধিগ্রহণ করি না। আমাদের ল্যান্ড ম্যাপ ও সুনির্দিষ্ট জমি নীতি আছে। আমাদের অতিরিক্ত বিদ্যুৎ ব্যাঙ্ক আছে। আমরা পরিকাঠামোগত সবরকম সাহায্য করতে প্রস্তুত।

কিছুদিন আগেই ফিফার অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হল কলকাতায়। কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচ কলকাতায় হয়। ফিফা কর্তৃপক্ষ আমাদের আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন।

শিল্পের পাশাপাশি বাংলায় আমরা সামাজিক ক্ষেত্রেও নজর দিই। রাজ্যের ৯০ শতাংশ মানুষ বিভিন্ন প্রকল্পের সরাসরি সুবিধা পান। গরীব ও পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নের প্রতি আমরা দায়বদ্ধ। মেয়েদের উন্নয়নের জন্য আমাদের চালু করা কন্যাশ্রী প্রকল্প এবছর জন পরিষেবার জন্য রাষ্ট্রসংঘের প্রথম পুরস্কার পেয়েছে।

গত ৬ বছরে ৪৬টি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল গড়েছি আমরা। মাদার ও চাইল্ড হাব তৈরী করেছি। আমরা বিনামূল্যে সাইকেল, বই দিই ছাত্রছাত্রীদের। বিভিন্ন স্কলারশিপের সুবিধাও পায় তারা।

এখানে উপস্থিত সকল অতিথিকে আগামী ১৬-১৭ই জানুয়ারী ২০১৮য় অনুষ্ঠিত হতে চলা বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ৩০টিরও বেশি দেশ থেকে অতিথিরা আসবেন। আমরা একটি আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার গড়েছি। একটি ইকো-ট্যুরিজম পার্ক তৈরী হয়েছে এখানে। একটি ফিনান্সিয়াল হাবও তৈরী করা হয়েছে।

বাংলায় বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা বিপুল। কারিগরি, পাট, বস্ত্র, পরিষেবা, তথ্যপ্রযুক্তি, খনি, পরিবহন, কৃষি বিপণন – সব ক্ষেত্রেই অনেক সম্ভাবনা। আমাদের জঙ্গল, সমুদ্র, পাহাড় – সব আছে। পর্যটন ক্ষেত্রেও বিশাল সুযোগ। একবার বাংলায় বিনিয়োগ করলে, নিজেরাই পুনরায় বিনিয়োগ করবেন।

আমরা শিল্পপতিদের সাথে সুসম্পর্ক রেখে চলি। এখানে উপস্থিত আমার ‘ক্যাপ্টেন্স অফ ইনডাস্ট্রি’রাই আপনাদের বলবেন তাদের বাংলায় ব্যবসা করার অভিজ্ঞতা। আগামী বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে আসুন, সেখানেই বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

আপনাদের প্রতি আমার আবেদন, বাংলাকে ভুলবেন না। বাংলায় আসুন, শিল্প গড়ুন। বাংলাই হোক বিনিয়োগের গন্তব্য।

 

Bengal FM hits out at Centre for not releasing any funds for flood relief

State Finance and Industry Minister Amit Mitra on Tuesday alleged that the Centre has not released any fund for the flood-like situation in the state.

“The state had demanded Rs 6,068 crore but the Centre has not made any financial assistance for undertaking flood relief work. The state alone had spent Rs 772.6 crore from the State Disaster Relief Fund but the National Disaster Relief Fund has not allocated a penny,” Dr Mitra said.

The state Finance minister also hit out at the centre alleging that sending a team from Delhi to the districts having flood-like situation was a mere eyewash.

Dr Mitra reiterated that a total of 254 blocks, 51 municipalities, 1,691 gram panchayats and 15,702 villagers received the state’s aid. “This is testimony to the fact that there has been no discrimination was made on political grounds,” he added.

Two other ministers also raised their voices against the Centre for ignoring the state by not responding to the demands of their respective departments at the state Assembly’s question answer session.

State Law Minister was vocal against stoppage of matching grants for the Centre in the last few years that has posed a hindrance in the setting up of court buildings. State Consumer Affairs and Self Help Group Minister was vocal against the non co-operation of the banks in providing loans to the SHGs.

 

বন্যাত্রাণে এক টাকাও দেয়নি কেন্দ্র, বিধানসভায় সরব অমিত মিত্র 

বন্যাত্রাণে ৬০৬৮ কোটি টাকা কেন্দ্রের কাছে চাওয়া হয়েছিল। কিন্তু ‘ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড’ থেকে এক টাকাও মেলেনি। কেন্দ্রীয় পর্যবেক্ষক দল রাজ্যে এসেছে। চারদিন ধরে ঘুরে বেড়িয়েছে। ওই পর্যন্তই। পুরোটাই ভেল্কি! কোনও উত্তর কেন্দ্রের তরফে রাজ্যকে দেওয়া হয়েনি। মঙ্গলবার বিধানসভায় ফের কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হলেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

তিনি জানিয়ে দিলেন, “কেন্দ্র না দিলেও, ওই খাতে রাজ্য ইতিমধ্যিই ৭৮২ কোটি টাকা খরচ করে ফেলেছে।”

এদিন অমিতবাবু ব্লক, পুরসভা ও পঞ্চায়েত ধরে অর্থ খরচের ব্যাখ্যা দেন।বলেন “২৪৫ টি ব্লক, ৫১ টি পুরসভা, ১৬৯৮ টি গ্রাম পঞ্চায়েতকে এই ত্রাণ দেওয়া হয়েছে। প্রায় ১৬ হাজার গ্রামের ৮৪ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন। বন্যায় অনেক বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছিল। আমরা ৪ লক্ষ ৯৭ হাজার ৩৬২ টি বাড়ি সংস্কারের জন্য অর্থ দিয়েছি। ৭ লক্ষ ১৯ হাজার ৫২৪ টি ত্রাণশিবির করা হয়েছে।”

তৃণমূলের বঙ্কিমচন্দ্র হাজরার প্রশ্নের উত্তরে অমিতবাবু এদিন এই তথ্য তুলে ধরেন। তিনি স্পষ্ট বলেন, “রাজ্যের সঙ্গে প্রতারণা করেছে কেন্দ্র।”

Come to Bengal, invest in Bengal: Dr Amit Mitra to representatives of 31 countries

Come to Bengal, invest in Bengal – this was the gist of the message given by the Bengal Finance and Industry Minister, Dr Amit Mitra to top representatives from 31 advanced nations, including 15 ambassadors, in Delhi recently.

The message he carried from Chief Minister Mamata Banerjee was one of golden opportunities for people wanting to invest in Bengal to set up facilities in any category of industry. Bengal is already a leader in the micro, small and medium enterprises (MSME) sector, and is gradually drawing bigger investors.

This conference was in preparation for the fourth Bengal Global Business Summit (BGBS), scheduled for January 16-17, 2018. Over the years, the BGBS summits, a brainchild of Mamata Banerjee for attracting investment in Bengal, after the 34-year industrial drought during the Left Front era, have been a huge hit, with memoranda of understanding (MoU) worth hundreds of crores of rupees signed every year.

Towards that aim, the State Government is also going to organise a road show in Delhi soon.

At the 2017 BGBS, representatives from 29 countries in Europe, USA and Asia attended. The 2018 summit is going to be jointly organised by the Bengal government and the industry body, Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI).

At the Delhi summit, Dr Mitra offered a bouquet of opportunities for anyone wanting to set up, singly or jointly, industrial facilities in any sector. Among the ambassadors were those from Singapore, the Netherlands, Russia, Finland, Saudi Arabia, Indonesia, Hungary, Israel, Bulgaria, Bhutan and Norway, and among the other countries senior representatives were those from Australia and Thailand.

All of them became very interested after learning of the multiple opportunities being offered by the Bengal Government, and showed a keen interest in investing in the state.

 

৩১ দেশের প্রতিনিধিদের সামনে বাংলায় বিনিয়োগের সম্ভাবনা

 

‘বাংলায় আসুন। বাংলায় বিনিয়োগ করুন’। এই বার্তা নিয়ে দিল্লীতে বিশ্বের প্রথম সারির ৩১দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সামনে বক্তব্য রাখেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। এরপরে দিল্লীতে একটি রোড শো-র আয়োজন করা হয় রাজ্যের তরফে।

মূলত আগামী ১৬-১৭ জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বর্তমান সরকারের আমলে এ রাজ্যে কীভাবে বিনিয়োগের বহু সম্ভাবনা তৈরি হয়েছে সেগুলিই তুলে ধরেন অমিত মিত্র। প্রসঙ্গত, ২০১৭ সালের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে ইউরোপ, আমেরিকা এবং এবং এশিয়া মহাদেশের মোট ২৯টি দেশ অংশ নিয়েছিল। দিল্লীতে যে ৩১ দেশের প্রতিনিধিদের সঙ্গে অমিত মিত্র বৈঠক করেন তাঁদের মধ্যে অন্তত ১৫জন রাষ্ট্রদূত পদমর্যাদার প্রতিনিধি।

সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, রাশিয়া, ফিনল্যান্ড, সৌদি আরব, ইন্দোনেশিয়া, হাঙ্গেরি, ইজরায়েল, বুলগেরিয়া, ভুটান এবং নরওয়ের মতো দেশগুলি বাংলায় বিনিয়োগ নিয়ে এতটাই উৎসাহিত যে ভারতে নিযুক্ত তাঁদের রাষ্ট্রদূতদেরই এদিন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে আসার নির্দেশ দিয়েছিল। এ ছাড়াও অস্ট্রেলিয়া, থাইল্যান্ডের মতো দেশগুলি পাঠিয়েছিল তাঁদের উচ্চপদস্থ আধিকারিকদের।

এদিনের বৈঠকে অমিত মিত্র তুলে ধরেন বাংলায় বিনিয়োগ করলে রাজ্য সরকারের তরফে কি কি ক্ষেত্রে কি ধরনের সুযোগসুবিধে প্রদান করা হবে তা নিয়ে। সেই সঙ্গে তিনি তুলে ধরেন রাজ্যে কোন কোন ক্ষেত্রে বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে। এর পর ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর রাজ্যে বিনিয়োগের ক্ষেত্র, তার সম্ভাবনা এবং রাজ্যের তরফে সাহায্য ও যাবতীয় পরিকাঠামোগত সুবিধে নিয়ে বানানো একটি প্রেজেন্টেশনও দেখান সকলকে।

২০১৮ সালের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে রাজ্য সরকারের পাশাপাশি বণিক সংগঠন ফিকি-ও যৌথভাবে উদ্যোক্তার ভূমিকায় রয়েছে। উপস্থিত ছিলেন ফিকি’র সেক্রেটারি জেনারেল। পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্য সচিবও বিদেশী প্রতিনিধিদের কাছে তার দপ্তরের সহযোগিতার কথা তুলে ধরেন। দেশের অন্যান্য বহু শহরে যেখানে শিল্পবান্ধব পরিবেশের যথেষ্ট অভাব রয়েছে, সেখানে বাংলার তরফে সমস্ত ধরনের সুযোগসুবিধের ডালি নিয়ে বিদেশী রাষ্ট্রগুলির প্রতিনিধিদের কাছে উপস্থাপনের ফলে তারাও যথেষ্ট উৎসাহ পেয়েছেন।
Source: Khabar 365 Din

Bengal Govt creating food processing and agri-horti-logistics policies

The Bengal Government will soon come up with a food processing policy intended to create a host of incentives for investors.

The Government is also preparing a study on agri-horti-logistics infrastructure, the idea being to identify and narrow certain gaps which hinder the growth of this sector.

The State Government has already taken some measures to boost the food processing sector. It is providing subsidy for setting up packhouses (warehouses where produce are cleaned, graded and stored temporarily) and cold storage modification, and focusing on providing better safety of products by setting up of irradiation facilities. One such has already been set up in Chinsurah.

Fruits and vegetables grown in Bengal have the potential to hit markets in the US and Europe. A consignment of mangoes has recently been sent to the European Union.

Another idea with a big potential, being considered actively by the Government, is the processing of grapes. Already, good-quality grapes are being grown in Bankura and Purulia.

হিমঘর ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উপযোগী পরিকাঠামো তৈরি করতে উদ্যোগী রাজ্য সরকার

খুব শীঘ্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের জন্য লগ্নি-সহায়ক নীতি তৈরি করছে রাজ্য সরকার।
কৃষি ও উদ্যানপালন ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন করতে যা যা প্রয়োজন, তার ওপর গবেষণা করা হচ্ছে। যাতে এই ক্ষেত্রে যা অল্প বিস্তর ত্রুটি আছে, তা সংশোধন করে এই ক্ষেত্র আরও উন্নতি করতে পারে।

খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের জন্য ইতিমধ্যেই সরকার অনেক পদক্ষেপ নিয়েছে।
হিমঘর ও প্যাকহাউসের তৈরির জন্য সরকার ভর্তুকি দিচ্ছে। খাদ্য দ্রব্য ভালো ও তাজা রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। এইরকম একটি কেন্দ্র চুঁচুড়া’য় ইতিমধ্যে এরম একটি কেন্দ্র তৈরি করা হয়েছে।

ফল ও আনাজের বেশ ভালো সম্ভবনা আছে আমেরিকা ও ইউরোপের বাজারে। ইতিমধ্যেই ইউরোপিয়ান দেশগুলিতে বাংলার আম পাঠানো হয়েছে।
বিদেশে বাংলার আঙ্গুরেরও ভালো চাহিদা আছে। ইতিমধ্যেই বাঁকুড়া ও পুরুলিয়া’তে ভালো আঙ্গুর চাষ করা হচ্ছে।

Source: Millennium Post