Rs 25,000 crore export dues still pending: Amit Mitra

GST refunds to the tune of Rs 25,000 crore are still pending for exporters, the West Bengal Finance Minister, Dr Amit Mitra, has said.

Nearly 3,00,000 refund applications have been received since the roll-out of the GST regime on July 1. Around 35-40 per cent of these applications have to be physically verified since the GST Network (or GSTN) is not in place, Dr Mitra alleged.

Auto verification would have ensured faster clearance of documents and quicker refunds.

“GSTN is still not in place and delay in auto verification of documents has delayed refunds for exporters,” the Finance Minister said during a press conference organised by WBIDC in Kolkata on Monday.

Dr Mitra pointed out that physical verification of documents are now being done by officials and this can give rise to a set of “inspector-raaj”.

“We will take up the matter with the GST council. Moreover, I have been saying this for quite some time that GSTN is not at all ready. And the result is this Rs 25,000 crore export dues,” he said.

 

Manufacturing sector grows by 9.27% in Bengal, higher than national average

Over the last two years, Bengal has achieved a lot in terms of manufacturing and investment under the leadership of Chief Minister Mamata Banerjee.

According to data supplied by all the industry-related departments of the State Government, during financial year (FY) 2016-17, production has increased by 9.27 per cent, in contrast to the all-India growth of 7.91 per cent. Recently, a Central Government report put Bengal in the top position in terms of ‘Ease of Doing Business’.

Another area where Bengal is number one in the country is the number of man-days created as a result of employment generation through NREGA, popularly known as the 100 Days’ Work Scheme. The State created 144 crore man-days.

To make it easier for investors, the State Government brought about the Silpa Sathi Scheme. This scheme has created a single-window entry for investors. It has also brought about G2B, that is, Government-to-business, services.

In 2017, the State Government spent Rs 123 crore in creating and upgrading industrial parks and growth centres.
A deep-sea port is coming up in Tajpur. For a shipbuilding-cum-repairing yard in Kulpi, 5,603 acres have been allotted.

In Purulia, for a cement grinding plant and a 20 megawatt (MW) power plant of Shree Cement, 9,823 acres have been allotted. A plot of 89 acres has been granted to Gagan Ferrotech in Bardhaman for a 12 MW and an 8 MW power plant.

In the 2018-19 Budget, the Government has allotted Rs 98,657 crore towards industry, commerce and investment.

 

অভ্যন্তরীণ শিল্পে উৎপাদন বৃদ্ধি ৯.২৭%, সৃষ্টি হয়েছে ১৪৪ কোটি কর্মদিবস

বিগত দুবছরে পশ্চিমবঙ্গে শিল্প উৎপাদন ও বিনিয়োগের ক্ষেত্রে ব্যাপক সাফল্য মিলেছে। রাজ্য সরকারের শিল্প সংক্রান্ত দপ্তরগুলির পরিসঙ্খ্যানে দেখা যাচ্ছে, অভ্যন্তরীণ শিল্প উৎপাদন ২০১৬-১৭তে বৃদ্ধি পেয়েছে ৯.২৭ শতাংশ। গোটা দেশে এই বৃদ্ধির হার ৭.৯১ শতাংশ।

বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টি করার জন্য রাজ্য প্রথম স্থান অর্জনের স্বীকৃতি পেয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে থেকে। শ্রম দপ্তরের পরিসংখ্যানের দাবি, একশো দিনের কর্মনিশ্চয়তা প্রকল্পে রাজ্যে ১৪৪ কোটি শ্রমদিবস সৃষ্টি হয়েছে। যা দ্বারা দেশের মধ্যে সর্বাধিক।

বন্ধ কলকারখানার শ্রমিকদের জন্য কর্মনিজুক্তিতে সুযোগ বৃদ্ধিতে উদ্দেশ্যে তাঁদের দক্ষতা বিকাশ সংক্রান্ত প্রশিক্ষণের জন্য প্রত্যেককে ১২ হাজার টাকা করে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর পাশাপাশি পাঠক্রমের জন্য বেতন ও প্রশিক্ষণ ব্যয়ও সরকার বহন করছে।

গত বছর থেকেই রাজ্যে শিল্পে বিনিয়োগের পথকে সহজ করতে শিল্পসাথী প্রকল্পে এক জানালা পোর্টাল শুরু করা হয়েছে। যা ব্যবসা, শিল্প সরলীকরণ ও সম্প্রসারণের কাজে সাহায্য করবে। এর পাশাপাশি শুরু হয়েছে জিটুবি পরিষেবা।

২০১৭-তে রাজ্যে ১২৩ কোটি টাকা ব্যয়ে শিল্প পার্ক উন্নয়ন ও গ্রোথ সেন্টার গড়ে তোলা হয়েছে। তাজপুরে তৈরী হচ্ছে গভীর সমুদ্রবন্দর। কুলপিতে জাহাজ নির্মাণ ও মেরামতির কারখানা এবং বন্দরে পণ্য পরিবহনের জন্য ৫৬০৩ একর জমি দেওয়া হয়েছে। পুরুলিয়ার রঘুনাথপুরে সিমেন্ট গ্রাইন্ডিং কারখানা ও ২০ মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্পের জন্য ৯৮৩২ একর জমি বরাদ্দ করা হয়েছে। বর্ধমানে ১২ মেগা ওয়াট ছাড়াও আরও ৮ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৮৯ একর জমি দেওয়া হয়েছে।

২০১৮-১৯ রাজ্য বাজেটে শিল্প, বাণিজ্য ও উদ্যোগ সংস্থা বিভাগের জন্য অর্থমন্ত্রী বরাদ্দ করেছেন ৯৮৬৫৭ কোটি টাকা।

Source: Dainik Jugasankha

 

Bengal Govt to come up with ‘water budget’ for agriculture and industry

To further augment the progress of the agriculture and industry sectors, the Bengal Government has decided to create a ‘water budget’, arrived at by calculating the block-wise requirements of water for various activities related to the two sectors.

Scientists of IIT Kharagpur will assist the Government. Technology, such as satellite imaging, will be used to ascertain the amount of groundwater, as well as underground water, at any place.

The water budget includes listing of the amount of water resources available. According to a senior State Government official, there is no central database where this information can be accessed. Hence, the need for such a database.

The official pointed out that 7,966 crore square metres of water is available annually in the State, whereas the demand has already crossed 9,100 crore square metres. Moreover, in 33 blocks, the level of underground water had fallen to dangerous levels.

According to the official, there are two ways to increase the pace of industrial growth through a water budget: firstly, where there is less water available, to encourage the setting up of industries that require less water, and secondly, to optimise the requirement of water through the introduction of technology and rationalisation.

 

কৃষি -শিল্প উন্নয়নে রাজ্যে ব্লক-ভিত্তিক জল বাজেট

রাজ্যে শিল্পায়নে গতি আনতে এবং কৃষি উৎপাদন বাড়াতে ব্লক-ভিত্তিক জলের বাজেট তৈরী করছে রাজ্য সরকার৷ কৃষি ও শিল্প – উভয় ক্ষেত্রের বিকাশেই জল অত্যন্ত প্রয়োজনীয়৷

রাজ্যের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তর এই কাজে বিশেষজ্ঞ হিসাবে আইআইটি-খড়গপুর-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে৷ তারাই তৈরী করবে ওই কার্য পরিকল্পনা৷ জল সংক্রান্ত সমস্ত দপ্তরের থেকে তথ্য নিয়ে তা বিশ্লেষণ করে চূড়ান্ত রিপোর্ট তৈরী করা হবে৷ ভূগর্ভস্থ জলস্তর কোথায় কী অবস্থায় রয়েছে, তা জানতে উপগ্রহ থেকে ছবিও তোলা হবে৷

রাজ্য প্রশাসনের এক অধিকর্তা বলেন, ‘আমাদের লক্ষ্য ব্লক-ভিত্তিক জল বাজেট তৈরী-যেখানে বলা থাকবে, জলের সূত্র, মোট সরবরাহ ও চাহিদার পরিমাণ৷ বর্তমানে রাজ্যে জল সংক্রান্ত কোনও কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার নেই৷ এই প্রকল্পে সেই কাজই করা হবে৷ আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত রিপোর্টটি তৈরী হয়ে যাবে বলে আমরা আশা করছি৷’

পশ্চিমবঙ্গের ৩৩টি ব্লকে ভূগর্ভস্থ জলস্তর আংশিক বিপজ্জনক অবস্থায় চলে গিয়েছে৷ রাজ্য সরকারের এক আধিকারিকের কথায়, ‘পশ্চিমবঙ্গে বছরে মোট ৭,৯৬৬ কোটি বর্গ মিটার জল মেলে৷ সেখানে চাহিদার পরিমাণ ৯১০০ কোটি বর্গ মিটার ছাড়িয়ে গিয়েছে৷

তিনি আরও বলেন, ‘দু’ভাবে জল বাজেট দিয়ে শিল্পায়নের গতি বাড়ানো সম্ভব৷ প্রথমত, যেখানে জলের অভাব সেখানে কম জল প্রয়োজন এমন শিল্প গড়া যেতে পারে৷ অন্য দিকে, ধরা যাক দুটি বিদ্যুত্ ইউনিট রয়েছে, যার একটিতে দিনে ১০০০ গ্যালন জল লাগে এবং অন্যটিতে লাগে তার পাঁচগুণ৷ সে ক্ষেত্রে দ্বিতীয় ইউনিটটিকে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে জলের চাহিদা কমানোর জন্য তখনই বলা সম্ভব, যখন আমাদের হাতে গোটা রাজ্যের ব্লক-ভিত্তিক একটি জলের বাজেট থাকবে৷ ’

 

biswa bangla

E-applications have caused doubling of plot allocation for MSMEs in Bengal

The rate of allotting plots to set up individual units of micro, small and medium enterprises (MSME) at industrial parks has doubled with the introduction of the online platform to apply for plots.

In the past three months, the West Bengal Small Industries Development Corporation (WBSIDC) has allotted 30 plots at its industrial parks and estates to set up MSME units, and the number is expected to reach 120 in a year, which is exactly double that of the last year’s. The thirty plots which have been allotted are mostly in Bolpur, Ambari Falakata and Behrampore.

The state government made the process of allotting plots online from October 31, and since then entrepreneurs have not had to run to any government office to apply for the same. Instead they get a call within three weeks of applying with all valid documents from the corporation and the land gets allotted if the project is found to be viable after a discussion with the top brass of WBSIDC.

With the introduction of the online platform, the process of allotting is taking place in a timely and more transparent manner.

The major step of introducing the online platform under the State Government’s project of ‘ease of doing business’ was to show how entrepreneurs have started taking interest in choosing plots at industrial parks, even in those that are not situated close to the city. According to the official quoted above, the response is equally good in north Bengal.

অনলাইন পদ্ধতি চালু হওয়ার পর ক্ষুদ্র-মাঝারি শিল্পের জন্য জমি বণ্টন দ্বিগুন

 

ক্ষুদ্র-মাঝারি শিল্প কেন্দ্র তৈরীর জন্য রাজ্যের বিভিন্ন শিল্প পার্কে জমি বণ্টনের দ্বিগুন হয়েছে। আর এটি সম্ভব হয়েছে অনলাইন পদ্ধতিতে জমির জন্য আবেদন চালু হওয়ার পর।

গত তিন মাসে, পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগম ৩০টি জমি বণ্টন করেছে; আশা করা যায় আগামী এক বছরের মধ্যে এই সংখ্যা ১২০তে পৌঁছবে, যা আগের বছরের তুলনায় দ্বিগুন। যে জমিগুলি বণ্টন করা হয়েছে, সেগুলি বেশীর ভাগই বোলপুর, আমবাড়ি-ফালাকাটা এবং বহরমপুরে।

অনলাইনে জমির আদেবন করার পরিষেবা শুরু হয় ৩১শে অক্টোবর, ২০১৭ থেকে। এর ফলে জমির আবেদন করতে কোনও ব্যবসায়ীকে সরকারি দপ্তরে যাতায়াত করতে হয় না। বরং আবেদন করার পর তারা তিন সপ্তাহের মধ্যে দপ্তর থেকেই তাদের সমস্ত বৈধ নথি নিয়ে দেখা করতে বলা হয়। ব্যবসাটি লাভজনক কিনা সেটি বিচার করে জমি হস্তান্তর করা হয়।

অনলাইন আবেদনের ফলে জমি বন্টন পদ্ধতি অনেক স্বচ্ছ ও দ্রুত হয়েছে। এই অনলাইন পদ্ধতি শুরু হওয়ার ফলে ‘ইজ অফ ডুইং বিজনেস’ বা শিল্প গড়ার সুবিধের মাপকাঠিতে অনেকটাই এগিয়ে গেছে বাংলা।

Bengal Govt to produce chicken for broiler meat, to reduce price

Haringhata Meat, a unit of the State Animal Resources Development Department, has decided to rear chickens for selling the meat. Earlier, only eggs used to be sold.

With this increased supply of meat, the government is confident that the price of chicken would come down to be within the reach of most people in the state.

Varieties of chicken having tasty meat are being reared at a farm in Jalpaiguri spread over 22 acres. It is an air-conditioned (AC) farm having some of the latest technologies, built at a cost of Rs 12 crore.

West Bengal Livestock Development Corporation Limited is behind the maintenance, selling and marketing of this meat, to be sold under the brand name of Haringhata Meat.

Cobb-400 chicken has been bought to prepare the broiler meat. They are costly as well as their maintenance. At the AC farm in Jalpaiguri, there is space for 30,000 chickens to be reared. Government sources say that the facility can produce up to 50 lakh hatchlings per year. Availability of so much chicken would naturally lower the prices all over the state.

 

এসি ঘরে মুরগি চাষ করবে হরিণঘাটা মিট

বর্তমানে মুরগি চাষের জন্য রাজ্য সরকারের হাতে ২৭টি ফার্ম আছে। প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের আওতায় সেসব মুরগি চাষ হয় রাজ্যের নানা প্রান্তে। কিন্তু সেই মুরগিগুলি পালন করা হয় শুধু ডিম দেওয়ার জন্য। তাদের মাংস বেচে তেমন আয় হয় না সরকারের।

তাই মাংস উৎপাদনে এবার বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকারি সংস্থা হরিণঘাটা মিট। সুস্বাদু মাংস পাওয়া যাবে, এমন মুরগির চাষ করতে জলপাইগুড়িতে ২২ একর জমি নেওয়া হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে ১২ কোটি টাকা খরচে মুরগি চাষ করবে হরিণঘাটা মিট। এই উদ্যোগে বাজারে মুরগির দাম কমবে বলে দাবি তাদের।

যে মুরগি মূলত মাংসের জন্য চাষ হয়, তাকে বলা হয় ব্রয়লার চিকেন। এখনও কোনও সরকারি পরিকাঠামো নেই, যেখানে ব্রয়লার চিকেন পাওয়া যেতে পারে। সেই উদ্যোগটিই এবার নিচ্ছে হরিণঘাটা মিট।

ওয়েস্ট বেঙ্গল লাইভ স্টক ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর বলেন, জলপাইগুড়ির জেটিয়াখালিতে ২২ একর জায়গা নেওয়া হয়েছে। ‘কব ৪০০’ প্রজাতির মুরগি কেনা হয়েছে মহারাষ্ট্রের পুনে থেকে। তা যেমন দামি, তার লালনপালনও কঠিন কাজ। ৩০ হাজার মুরগি চাষ করার জন্য বিশেষ ঘর তৈরি হবে। সেখানে শুধু তাপমাত্রা নিয়ন্ত্রিত হবে না, এর পাশাপাশি ঘরে বাতাসের জলীয় বাষ্প এবং বাতাসের অভিমুখও নিয়ন্ত্রণ করা হবে। এই প্রথম সরকারি উদ্যোগে সেখানে কৃত্রিম প্রজনন হবে মুরগির। প্রজননের পর ডিমগুলি নিয়ে হ্যাচারিতে বাচ্চা ফোটানো হবে। সেগুলি ব্যবহার করা হবে ব্রয়লার চিকেন উৎপাদনের জন্য।

Source: Bartaman

Bengal inks MoU with Devyani International, to see more KFC, Pizza Hut outlets

Bengal government has signed a Memorandum of Understanding (MoU) with Devyani International Limited, the Indian franchisee of YUM Restaurants India Pvt Limited, for an investment of Rs 100 crore.

The MoU is on investment to set up more KFC and Pizza Hut restaurants in different parts of the state. As per the MoU, 4 to 5 KFC and 2 to 3 Pizza Hut restaurants will be set up every year in the next five years and it will lead to a generation of 800 direct and 600 indirect jobs.

It may be mentioned that initially, the group has chosen Kolkata, Asansol, Durgapur and Siliguri to set up more restaurants. The state government has also urged the group to procure chicken from Haringhata and vegetables from the Farmers’ Producers Organisations (FPOs).

 

১০০ কোটি টাকার লগ্নি আসছে রাজ্যে

 

দেবযানী ইন্টারন্যাশানাল লিমিটেডের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের সমঝোতাপত্র সই হল। এর ফলে ১০০ কোটি টাকা বিনিয়োগের সঙ্গে সঙ্গে ১৪০০ কর্মসংস্থান তৈরী হবে রাজ্যে।\

দেবযানী ইন্টারন্যাশানাল লিমিটেড কেএফসি ও পিৎজা হাটের ভারতের ফ্র্যাঞ্চাইজি গ্রুপ। সংস্থার সিইও বলেন, আগামী পাঁচ বছরে কলকাতা সহ গোটা রাজ্যে কেএফসি ও পিৎজা হাটের আউটলেট খুলতে চান তারা। প্রতি বছর ৪-৫টি কেএফসি ও ২-৩টি পিৎজা হাটের রেস্তোরাঁ খলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতা, আসানসোল ও শিলিগুড়িতে রেস্তোরাঁ খোলার জন্য সাহায্য করবে খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দপ্তর। সেই সঙ্গে এই সংস্থা আরামবাগ, হরিনঘাটা সহ রাজ্যের বিভিন্ন জায়গার পোল্ট্রি ও হ্যাচারি থেকে কাঁচামাল নেবেন। কাঁচা সবজি নেওয়া হবে সরাসরি কৃষকদের থেকে। এতে আখেরে লাভবান হবে কৃষকরা।

গত ছয় বছরে রাজ্য সরকার কৃষকদের আয় বাড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর এ ব্যাপারে বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তিও করেছে। কৃষকদের চুক্তিভিত্তিক চাষের ব্যবস্থাও করা হয়েছে। ভাঙড়ে চালু হয়েছে রাজ্যের পথম ফুড প্রসেসিং অর্গানাইজেশন। বর্তমানে রাজ্যে কেএফসি স্টোরের সংখ্যা ২৬টি, তাঁর মধ্যে দার্জিলিঙের স্টোরটি সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত।

SpiceJet to explore sea-plane manufacturing in Bengal

Private low-cost carrier SpiceJet would explore the possibility of manufacturing sea-planes in West Bengal, its chairman Ajay Singh said. The announcement was made at the inaugural session of the 4th edition of the Bengal Global Business Summit that kicked off in Kolkata on Tuesday.

Ajay Singh said there was a potential for making West Bengal a hub for sea-planes which can fly to Gangasagar, Sunderbans and other parts of the state. “We would like to fly these sea-planes in the state to boost tourism as well to explore the possibility of manufacturing them in the state,” he said before a gathering of eminent industry captains of the country.

Presently, 75 SpiceJet flights operate from Kolkata airport, and the number would increase once more aircraft arrive. “One of the big issues for Bengal has been the commencement of more flights from the greenfield airport at Andal in Durgapur. We will connect Durgapur with Bengaluru and Hyderabad soon,” he added.

 

সি-প্লেন তৈরির হাব গড়ে উঠবে বাংলায়

 

বদলে যাওয়া বাংলায় পথচলা শুরু করছে সি-প্লেন। সমুদ্রে বা নদীতে এই আধুনিক যানে চেপেই এক নিমেষে পাড়ি দেওয়া যাবে হাজার কিলোমিটারের দূরত্ব। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের প্রথম দিনেই বাঙালির মনে সেই স্বপ্ন উসকে দিলেন স্পাইস জেটের কর্ণধার অজয় সিং।

তিনি ঘোষণা করলেন, সি-প্লেন তৈরির হাব গড়ে উঠবে এই বাংলায়। দিঘা-গঙ্গাসাগরের মতো পর্যটন কেন্দ্রে চলবে এই যান। পর্যটনেও আসবে নয়া দিশা। এবার গঙ্গাসাগর-দিঘার মত নদী ও সমুদ্রভিত্তিক পর্যটন ক্ষেত্রেও সি-প্লেন চালানো হবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে স্পাইস জেট কর্ণধার বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন এনার্জির অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট। তাঁর টানেই এখানে আমরা অনেক বেশি বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও জানান, বর্তমানে কলকাতা থেকে ব্যাংকক এবং ঢাকার মধ্যে স্পাইস জেট চলছে। সেটিকে সম্প্রসারিত করে চট্টগ্রাম পর্যন্ত নিয়ে যাওয়ার হবে. এখন পশ্চিমবঙ্গে ৭০টির বেশি ফ্লাইট চালাচ্ছে স্পাইস জেট। এবছরই আরও বেশি সংখ্যায় উড়ান চালু করা হবে।

Italy inks MoU with Bengal on leather tech

The BGBS 2018 kicked off on Tuesday with the participation of nine countries. The visiting Italian delegation of almost thirty is led by ArtValley, an organisation that has brought in business houses to the BGBS since 2017.

In a significant step forward, an MoU was signed on the eve of BGBS 2018, between Italian Leather Research Institute and CLC TA Tanner’s Association, Kolkata.

The two principal persons from the Italian side were Paolo Gurisatti, President of SSIP district and Golin Mauro, CEO, Spraytech.

This has the support of the West Bengal government and is involved in exchange and support in providing technical competence to the Bengal tanning companies, stated professor Alberto Cavicchiolo of ArtValley.

 

চর্মশিল্পে মৌ স্বাক্ষর ইতালির সাথে

 

৩২টি দেশের ৪০০০ প্রতিনিধির সাথে অনুষ্ঠিত হল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৮। অন্যতম পার্টনার দেশ ইতালির এক প্রতিনিধি দল এই সম্মেলনে অংশগ্রহণ করে ArtValley নামক এক সংস্থার নেতৃত্বে।

ইতালির পক্ষে ছিলেন Paolo Gurisatti, President of SSIP district এবং Golin Mauro, CEO, Spraytech।

এবছরের সম্মেলনে ইতালির সংস্থা Italian Leather Research Institute এর সাথে কলকাতার CLC TA Tanner’s Association মৌ স্বাক্ষরিত হয়।

বাংলার ট্যানিং কোম্পানিগুলিকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে এই সংস্থা, এমনটাই জানেন ArtValley’র প্রফেসর Alberto Cavicchiolo।

Bengal CM gives away Tele Samman awards

Bengal Chief Minister Mamata Banerjee felicitated personalities from the Bengali television world today. The Tele Samman awards ceremony hold at Nazrul Mancha.

The Tele Samman awards are given by the West Bengal Tele Academy since 2014. Personalities from the Bengali television industry are awarded for their exceptional performances throughout the year. Distinguished personalities-actors, directors, producers and technicians of Bengali television are awarded through this programme.

After the award ceremony a colourful cultural programme was performed by the television artistes.

 

টেলি সম্মান পুরস্কার প্রদান করলেন মুখ্যমন্ত্রী

বাংলা টেলিভিশন জগতের কলাকুশলীদের আজ সম্মানজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নজরুল মঞ্চে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আজ তিনি টেলি সম্মান পুরস্কার দেন। সারা বছরে অসাধারণ কাজের স্বীকৃতি স্বরূপ দেওয়া হয় এই পুরস্কার। অভিনেতা, পরিচালক, প্রযোজক, টেকনিশিয়ানদের দেওয়া হল সম্মান।

পুরস্কার প্রদানের পর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেন বিভিন্ন তারকারা।

20 lakh jobs to be created: Mamata Banerjee after BGBS 2018 conclusion

Investment proposals worth nearly Rs 2.2 lakh crore were received at Bengal Global Business Summit, 2018, Chief Minister Mamata Banerjee announced. The figures are expected to go up, she commented.

The CM also mentioned that based on the proposals received, 20 lakh jobs will be created in sectors like Manufacturing, IT, Cement, Services, Tourism, Infrastructure, Skill Development, Health & Education. She also said that Bengal was facing legacy issues but accountability, transparency and dedication were the credentials of her government.

The next edition of the summit will be held on 7-8 February, 2019.

Highlights of the Chief Minister’s speech:

Thank you so much for joining us on the second day of the summit. I extend warm welcome to all the delegates from all over the world.

It is because of your humble, kind presence that this summit became so hugely successful. Your presence is our inspiration.

We are deeply honoured by the presence of all the foreign delegates. We want to congratulate all of you. More than 4000 delegates from 32 countries participated.

Without a vision, the world cannot survive.

Over 1040 B2B meetings took place in these two days. B2G meetings also took place. 110 MoUs will be signed. This is a great achievement.

Bengal is the gateway to NE India and ASEAN countries. I have already spoken about it. Bengal has a strategic location.

Within two years, connectivity in Bengal will be exceptional with the metro network.

Bengal is the cultural capital. We are a hub of education.

We are No. 1 in skill development, MSME, agriculture, e-governance. In ease of doing business, we are No. 1 in India.

For 34 years, Left Front Govt ruled Bengal. We are facing a legacy. Our accountability, transparency and dedication is our credibility.

We have land bank, land use policy, land map. We have export policy, agriculture policy, business policy, tourism policy.

We maintain the best of relations with the industry. Our captains of industry are our ambassadors.

We have received investment proposals worth about Rs 2.2 lakh crore. This figure will only go up.

Based on the proposals received, more than twenty lakh employment will be generated in several sectors, including mobile, manufacturing and startups.

Bengal government is a friendly government. We are ready to extend all cooperation.
Industry and agriculture are equally important. We give priority to both.

On 7 February, 2019, we will organise World Business Summit. On 8 February, 2019, we will organise the conclave.

Consider Bengal as your home. Come to Bengal and invest here.

 

২০ লক্ষ কর্মসংস্থান হবে: মমতা বন্দ্যোপাধ্যায়

২০১৮ সালের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রায় ২.২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সংখ্যা আরো বাড়তে পারে বলেn মুখ্যমন্ত্রী।

প্রাপ্ত প্রস্তাবের উপর ভিত্তি করে সব মিলিয়ে প্রায় ২০ লক্ষ কর্মসংস্থান হবে। উৎপাদন, আইটি, সিমেন্ট, সেবা, পর্যটন, পরিকাঠামো, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে কর্মসংস্থান হবে।

আগামী বছর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হবে ৭ ও ৮ ই ফেব্রুয়ারি।

তাঁর বক্তব্যের কিছু বিষয়:

আজ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিন। উপস্থিত সকলকে অনেক অনেক ধন্যবাদ। সারা বিশ্বের সকল প্রতিনিধিদের আমি স্বাগত জানাই।

আপনাদের উপস্থিতি এই সম্মলনকে সফল করে তুলেছে। আপনাদের উপস্থিতি আমাদের অনুপ্রেরণা।

৩২ টি দেশের ৪০০০ এরও বেশি প্রতিনিধি এখানে অংশগ্রহণ করেছেন, এটা আমাদের কাছে গর্বের বিষয়। সকলকে আমার অনেক অভিনন্দন।

এই দুই দিনে ১০৪০ এরও বেশি বিটুবি বৈঠক হয়েছে। বেশ কিছু বিটুজি বৈঠকও হয়েছে। ১১০ টি মউ স্বাক্ষরিত হবে। এটি একটি বিশাল পাওনা.

বাংলা হল উত্তর পূর্ব ও আশিয়ান দেশগুলির গেটওয়ে। একথা আমি আগেও বলেছি। বাংলার ভৌগোলিক অবস্থান গুরুত্বপূর্ণ।

২ বছরের মধ্যে মেট্রো নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে বাংলার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।

বাংলা সংস্কৃতির পীঠস্থান। শিক্ষার একটি হাব আমাদের রাজ্য।

দক্ষতা বিকাশ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রে, কৃষি, ই-গভর্র্ন্যান্স ও শিল্প গড়ার সুবিধায় ভারতের মধ্যে বাংলা ১ নম্বরে।

৩৪ বছর বাংলায় অপশাসন চালিয়েছে বাম সরকার। বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতা এবং দায়িত্বশীলতা – আমাদের মন্ত্র।

আমাদের ল্যান্ড ব্যাংক, ল্যান্ড পলিসি রয়েছে। এছাড়া আমাদের এক্সপোর্র্ট নীতি, কৃষি নীতি, বাণিজ্য নীতি ও পর্যটন নীতিও রয়েছে।

শিল্পপতিদের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। শিল্পপতিরাই আমাদের অ্যাম্বাসেডর।

এবছর প্রায় ২.২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। এই সংখ্যা আরো বাড়বে।

প্রাপ্ত প্রস্তাবের উপর ভিত্তি করে, মোবাইল, উত্পাদন এবং স্টার্ট আপ সহ বেশ কয়েকটি সেক্টরে ২০ লাখেরও বেশি কর্মসংস্থান হবে।

বাংলার সরকার বন্ধু সরকার। আমরা সব রকম সহযোগিতা করতে প্রস্তুত।

কৃষি ও শিল্প দুইই সমান গুরুত্বপূর্ণ।

আগামী বছর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হবে ৭ ও ৮ ই ফেব্রুয়ারি। ৭ ই ফেব্রুয়ারি হবে বিশ্ব বাণিজ্য সম্মেলন আর ৮ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে কনক্লেভ।

বাংলায় আসুন। বিনিয়োগ করুন, শিল্প গড়ুন।