The Bengal Government will set up a centre of excellence on cyber security in order to successfully confront cyber crimes. The centre will be located either at Sector V in Salt Lake or in New Town.
The Information Technology Department will conduct a week-long workshop where talks will be held with Kolkata Police and some knowledge partners to imbibe the best practices of cyber security in the proposed centre of excellence. The nodal partner for the venture will be Indian Institute of Information Technology, Kalyani.
The cyber security centre will collect, analyse and disseminate information on cyber security incidents, execute emergency measures, co-ordinate response and issue guidelines, advisories and vulnerability notes.
It will act as a monitoring authority for the state, which would look at every single incident and incorporate the information for research and development.
Source: Millennium Post
সাইবার সিকিউরিটির উৎকর্ষ কেন্দ্র গড়বে রাজ্য সরকার
আজকের যুগে এখন হাতের মুঠোয় পৃথিবী। মোবাইল ফোন ও সহজলভ্য ডেটা কানেকশনের ফলে ইন্টারনেট পরিষেবা এখন মানুষের নাগালের মধ্যে। এর সুফল যেমন আছে তেমনই বেড়ে চলেছে সাইবার ক্রাইম। এই অপরাধ দমনের জন্য নিউটাউনে কিংবা সল্টলেক সেক্টর ৫য়ে একটি উৎকর্ষ কেন্দ্র গড়বে রাজ্য সরকার।
তথ্যপ্রযুক্তি দপ্তর একটি সপ্তাহ ব্যাপী কর্মশালা করযে যেখানে কলকাতা পুলিশ সহ সাইবার ক্রাইম দুনিয়ার বিশেষজ্ঞরা একত্রে এই উৎকর্ষ কেন্দ্রের ‘বেস্ট প্রাক্টিসেস’ সম্বন্ধে চিন্তাভাবনা করতে পারে। এই কেন্দ্রের নোডাল পার্টনার হিসেবে বাছা হয়েছে কল্যাণীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজিকে।
এই কেন্দ্রে সাইবার ক্রাইম সম্বন্ধিত ঘটনার তথ্যাদি সংগ্রহ ও বিশ্লেষণ করা হবে। কোনো কোনো ক্ষেত্রে জরুরি ব্যবস্থা নিতে হলে সেটিও এখান থেকে করা হবে। সাইবার ক্রাইম সম্বন্ধে গাইডলাইনও তৈরী করবে এই কেন্দ্র। সাইবার ক্রাইম সম্বন্ধে গবেষণার কাজও হবে এখানে।