Now enjoy exotic dishes at affordable prices, at State Govt-owned restaurants

To cater to increasing demands, from selling raw foods, the State Government is now turning to opening restaurants. The West Bengal Government’s Fisheries, Agriculture and Agricultural Marketing, and Animal Resources Development Departments, and Mother Dairy have come together for this gastronomic initiative.

The chain of restaurants, named Kaviar, opened on Monday, with the first one being located at the Bidhannagar head office of the Animal Resources Development Department. The second would come up soon in Alipore.

The speciality of these restaurants would be serving typical Bengali dishes – including tasty and popular fishes like morola, tangra and hilsa, and prawns – at affordable rates, without compromising on quality. Also available would be dishes made of chicken, ham, meat and eggs of koel, and exotic rice varieties like Gobindabhog and Tulaipanji.

The State Government, through its departments, was already doing brisk business selling items like chicken, ham, koel eggs and meat, and exotic rice varieties, as well as fresh vegetable and fruits, all at very affordable rates. Now, through these restaurants, the departments would further augment their incomes.

Gradually such restaurants would be opened all over the State – in places like Bardhaman, Baruipur, Siliguri and others.

According to officials in the Livestock Development Corporation Ltd., through these restaurants, a lot of employment would be generated, too.

 

এখন সরকারী রেস্তরার মাধ্যমে সাশ্রয়ী মূল্যে বিদেশী রান্নার স্বাদগ্রহণ সম্ভব হবে

ক্রমবর্ধমান চাহিদা, কাঁচা খাবার বিক্রি ইত্যাদির জন্য সরকারী রেস্তোরা চাকু করছে রাজ্য সরকার। এই প্রকল্পের উদ্যোক্তা একযোগে মৎস্য দফতর, মাদার ডেয়ারি, কৃষি ও কৃষি বিপণন, প্রাণিসম্পদ উন্নয়ন দফতর৷

সোমবার প্রথম রেস্তোরাঁ খুলে গেল বিধাননগরে৷ এর নাম ‘ক্যাভিয়ার’৷ দ্বিতীয় রেস্তোরাঁটি হবে আলিপুরে৷

এখানের বিশেষত্ব হল এখানে সববাঙালি রান্না পাওয়া যাবে। এছাড়াও বেশ কিছু জনপ্রিয় রান্না যেমন মৌরলা, ট্যাংরা, চিংড়ি থেকে কোয়েলের মাংস, হ্যাম  পাওয়া যাবে। সঙ্গে গোবিন্দভোগ, তুলাইপাঞ্জি চালের ভাত, সোনা মুগের ডাল  ও পাওয়া যাবে।

রাজ্যে মাদার ডেয়ারির অনেকগুলি বিক্রয় কেন্দ্র ছিলই,  প্রাণিসম্পদেরও কাউন্টার ছিল৷ এর মাধ্যমে কোয়েলের মাংস, ডিম, হ্যাম, নানারকম ফার্স্ট ফুডের কাঁচা পসরা তুলাইপাঞ্জি, গোবিন্দভোগ চাল বিক্রি করছিল সরকার৷ কিন্তু এবার নীতি বদলে আরও বাণিজ্যিকীকরণের পথে হাঁটল সরকার৷.

ক্রমশ রাজ্যের বিভিন্ন জায়গায় যেমন বর্ধমান, বারুইপুর, শিলিগুড়ি ও অন্যান্য জায়গায়ও এই ধরনের রেস্তোরা খোলা হবে।

 

Surge of development will continue in Bengal: Mamata Banerjee at Narayangarh

Chief Minister Mamata Banerjee inaugurated and laid the foundation stones of several projects today in Narayangarh in Paschim Medinipur district, which will benefit a large section of people along with the residents of Narayangarh block.

The Chief Minister began her speech by dedicating “our victory in the Assembly polls to the Ma Mati Manush of Bengal.” She said the she “had promised that my first district visit after winning would be to Narayangarh,” and she has kept her promise. She went on to say, “We are thankful to you for all the blessings, cooperation and support.” Further, “all the smear campaigns and conspiracies have been defeated” the credit for which goes to “the Ma Mati Manush of the State.” The victory of Trinamool Congress is “a victory of development, a victory of good governance.”

Highlighting the surge of developmental work that the State has witnessed during the last five years, she said, “Despite the huge debt burden, the amount of work we have done during the five years is unprecedented.” This is proved by the fact that, as she said, “95% people in Paschim Medinipur district have received direct Government services during the last five years.”

The Chief Minister then highlighted the various projects and schemes through which the State Government has improved the district: six multi super-speciality hospitals, 11 krishak bazaars, and schemes like Kanyashree, Khadya Sathi and Sabuj Sathi.

However, “the surge of development will not stop.” For example, she said that “We will set up one multi super-speciality hospital in Narayangarh.” Continuing on health, she said, “Infrastructure at Government hospitals has improved during the last five years.” Her Government has “written to the Centre to maintain kerosene supply to Bengal,” adding in the same vein, “We have removed many fake ration cards.” Then, she said that the State Government has “submitted the Ghatal Master Plan for flood prevention to the Centre.”

For ease of administration, the new district of Jhargram is coming up.

Despite a lack of funds from the Centre, the State Government has spent from its own coffers to carry on the development of Jangalmahal. She stamped her determination by saying, “When you perform for the people, no conspiracies can defeat you.”

Mamata Banerjee ended her speech thus: “We have to keep working for the people. We have to make Bengal the best in the world.”

বাংলার উন্নয়নের ধারা বজায় থাকবে: মমতা বন্দ্যোপাধ্যায় 

আজ নারায়ণগড় থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় ইনিংসের জেলা সফর শুরু হচ্ছে। আজ নারায়ণগড়ে প্রশাসনিক সভা করেন তিনি। বেশ কিছু প্রকল্পেরও শিলান্যাসও করেন।

সভা থেকে প্রায় ৬ হাজার মানুষের হাতে সরকারি প্রকল্পের সুবিধে তুলে দেন মুখ্যমন্ত্রী। ছাত্রীদের সাইকেল, গৃহহীনদের জন্য নতুন গৃহ, আদিবাসীদের বার্ধক্যভাতা, লোকশিল্পীদের ভাতা, বাদ্যযন্ত্র, কৃষকদের পাওয়ার টিলার–সহ কৃষি সহায়ক যন্ত্র প্রদান করা হয়। বহু সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করা হয়েছে।

উন্নয়নের জোয়ার 

গত পাঁচ বছরের মত এবারও মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার তার দ্বিতীয় মেয়াদের প্রথম থেকেই উন্নয়নের গতি অব্যাহত রেখেছে। নারায়ণগড় ব্লকে নেকুড়সেনী প্রাথমিক বিদ্যালয়ে তফসিলি উপজাতিভুক্তদের জন্য একটি ২০টি শয্যাবিশিষ্ট নতুন আশ্রম হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল।

ঝাড়গ্রাম, নারায়ণগড়, পিংলা, সাঁকরাইল এবং বিনপুর ব্লকে ধান সংরক্ষণের জন্য গুদাম তৈরির কাজের শিলান্যাস করলেন। নারায়ণগড় ব্লকের ব্রাহ্মণভাড়া ও ডগরায় বাগুই খালের উপর তৈরি হওয়া সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। শালবনি ও দাসপুর ব্লকে সমষ্টি প্রাণী উন্নয়ন আধিকারিকের কার্যালয় ও সমষ্টি প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের দ্বি-তল নির্মিত ভবন, জেলা পরিষদ মার্কেট কমপ্লেক্সে একটি পানীয় জন সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়া ডাইনটিকরি, সাহরসাহী ও নেতাইয়ে কংসাবতী নদীর বাম পাড় মেরামত ও ক্ষয় প্রতিরোধ প্রকল্পেরও শিলান্যাস করেন।

সুবর্ণরেখা নদীর পাড় মেরামতির কাজ এবং ভুমিক্ষয় প্রতিরোধ প্রকল্পের কাজেরও শিলান্যাস হয়।  সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প যা ঝাড়গ্রামের মানুষদের অনেক সাহায্য করবে তা হল ঝাড়গ্রামে তৈরি হবে খাদ্য ভবন। একইসঙ্গে চন্দ্রকোনায় তৈরি হবে কর্মতীর্থ। আজ দুটি প্রকল্পেরই শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী।

তার বক্তব্যের কিছু অংশঃ 

  • মা-মাটি-মানুষের সরকারের দ্বিতীয় দফার সরকারের জয় মানুষকে উৎসর্গ করছি
  • আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম প্রথম এই জেলা পরিদর্শনে আসব। আমরা মানুষের কাছে কৃতজ্ঞ
  • আপনারা আমাদের যে আশীর্বাদ ভালোবাসা ও সমর্থন দিয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ
  • অনেক কুৎসা চক্রান্ত রুখে ৪৯ বছর পর তৃণমূল কংগ্রেস একক দল হিসেবে এই ঐতিহাসিক সাফল্য পেয়েছে
  • এই জয় উন্নয়ন ও সুশাসনের জয়
  • আজকের এই পরিষেবা প্রদান অনুষ্ঠানের মাধ্যমে আমরা ১৬ হাজার মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিচ্ছি
  • গত পাঁচ বছরে মেদিনীপুর জেলার ৯৫% লোকের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিয়েছি
  • পশ্চিম মেদিনীপুরে ৬ টি মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল ও ১১টি কৃষক বাজার তৈরি হয়েছে
  • কন্যাশ্রী, খাদ্য সাথী, সবুজ সাথী প্রকল্প চলবে, বাংলার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে
  • নারায়ণগড়ে ৩০০ শয্যা বিশিষ্ট একটি মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হবে
  • বাংলায় পর্যাপ্ত পরিমানে কেরোসিন তেল সরবরাহ যাতে চালু থাকে সেজন্য আমরা কেন্দ্রকে চিঠি লিখেছি
  • অনেক জাল রেশন কার্ড আমরা বাতিল করেছি
  • নতুন জেলা ঝাড়গ্রাম তৈরি হচ্ছে
  • বন্যা প্রতিরোধের জন্য ঘাটাল মাস্টার প্ল্যান পেশ করেছি কেন্দ্রের কাছে
  • কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দিলেও জঙ্গলমহলের উন্নয়নের ধারা আমরা বজায় রেখেছি
  • মানুষের জন্য কাজ করলে কোন রকম ষড়যন্ত্র বা চক্রান্ত তাকে পরাজিত করতে পারে না
  • আমরা মানুষের জন্য কাজ করে যাব। বাংলাকে বিশ্বসেরা করাই আমাদের লক্ষ্য
  • কাজ করাটাই আমাদের নেশা এবং পেশা। কাজ করে যেতে হবে
  • গত পাঁচ বছরে রাজ্যের সরকারি হাস্পাতালগুলির পরিকাঠামো সম্পূর্ণ বদলে গেছে, আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করেছি

Manifesto for the 2016 Assembly election released by Mamata Banerjee

Mamata Banerjee released the Manifesto for the 2016 Assembly election today from Kalighat.

The ideology of Trinamool Congress is fundamentally ‘pro-people’ – a Government of the people, by the people and for the people. As a result, the central idea behind its governance has been ‘development.’ And it has been eminently successful in bringing about the development of West Bengal over the last five years, a development in all sectors of governance.

The State is now one of the top performers in India in many aspects. Some of its schemes have won recognition at prominent international forums as well, besides being recognised as the best in India.

Trinamool Congress believes in policies which are necessarily people-friendly, industry-friendly and farmer-friendly, and which serve the aspirations of all people, irrespective of caste, creed and religion.

Here are the excerpts from Mamata Banerjee’s speech during the release of the 2016 Manifesto:

  • We have published manifesto in five languages, Bangla, Hindi, English, Urdu and Alchiki script. We give equal importance to all languages.
  • We have done so much work, it has not been possible to accommodate all in one book. We have newer ideas in the coming does.
  • We have outlined our vision for the future. We will work for the people of all castes, creed, and religion. We talk less, work more।
  • We will work for harmony, progress and development. Despite inheriting immense financial burden, we have performed extremely well. Several projects which are underway will be completed.
  • Making Bengal best in the world is our dream. Our focus is on youth. We have given equal importance to agriculture and industry.
  • Our achievements in the socio-economic sector are exemplary. We have performed over and above what we promised in 2011.
  • We fulfilled our commitment regarding Singur by bringing a Bill. But it has been challenged in court and is sub-judice. It is our pledge to return the land to farmers of Singur.
  • We set up over 300 clusters in the MSME sector. We started schemes like Kanyashree not mentioned in Manifesto 2011.
  • We walked out of Congress in 1998 because they were handing over the party to CPI(M). Today we have been proven right. All ideologies and principles have been sacrificed for opportunism.
  • Our party will organise rallies across the State to observe Nandigram Dibas.

 

Here is the link to the 2016 Manifesto

 

আজ তৃণমূলের ইস্তাহার প্রকাশিত হল

আজ আসন্ন বিধানসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সাংবাদিক সম্মেলন করে তিনি ইস্তেহার প্রকাশ করলেন।

তৃণমূল কংগ্রেস মানুষের সরকার- By the people, for the people and of the people. তৃণমূল সরকারের মূল মন্ত্র ‘উন্নয়ন’। গত পাঁচ বছর ধরে উন্নয়ন, সুশাসন সব খাতে মাত্রাতিরিক্তভাবে সফল হয়েছে পশ্চিমবঙ্গ।

ভারতের অন্য রাজ্যের তুলনায় বিভিন্ন ক্ষেত্রে এখন পশ্চিমবঙ্গ অনেক এগিয়ে। বিভিন্ন ক্ষেত্রে ভারত সেরা স্বীকৃতি ছাড়া আন্তর্জাতিক ফোরামেও স্বীকৃতি লাভ করেছে পশ্চিমবঙ্গ।

তৃণমূলের নীতি মানুষের জন্য কাজ করা – তৃণমূলের নীতি কৃষক বান্ধব, শিল্প বান্ধব। জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষের আকাঙ্খা পূর্ণ করার অঙ্গীকার তৃণমূল কংগ্রেসের।

এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু বিষয়ঃ 

  • আমরা আমাদের ইস্তাহার পাঁচটি ভাষায় প্রকাশ করেছি। বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু এবং অল চিকি
  • আমরা সব ভাষাকে সমান গুরুত্ব দিই
  • আমারা অনেক কাজ করেছি। সব একটি বইতে প্রকাশ করা সম্ভব নয়
  • আমরা প্রগতি,উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যও কাজ করি
  • আমাদের স্বপ্ন ও অঙ্গীকার সেরা বাংলার তৈরি করার
  • আমরা উন্নয়নের যে গতিধারা দেখিয়েছি, প্রগতির যে চিন্তাধারা দেখিয়েছি তা অতুলনীয়
  • বাংলাই আগামীদিনের পথ প্রদর্শক
  • ২০১১ সালে যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তার চেয়ে অনেক বেশি কাজ আমরা করছি
  • সিঙ্গুরের জন্য আমরা বিল এনেছি, এখন শুধু বিচারের জন্যও অপেক্ষা করছি
  • আমরা ৩০০টি ক্লাস্টার তৈরি করেছি, কন্যাশ্রী প্রকল্প চালু করেছি যা ২০১১-র ইস্তাহারে উল্লিখিত ছিল না
  • রাজনীতিতে স্বচ্ছতা একটি বড় ব্যাপার। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি
  • বাংলার মা-মাটি-মানুষের জন্য আমি ২০১৬-র এই ইস্তাহার উ९সর্গ করছি

 

 

WB Govt’s refugee rehabilitation project in Bonhooghly

The West Bengal Government inaugurated a set of flats as part of its refugee rehabilitation project on Sunday, by handing over the keys to the first lot of 64 flats to refugee families that had crossed over from Bangladesh during the Partition and settled down in Bonhooghly in 1955. The scheme has been named ‘Banorini’ by Chief Minister Mamata Banerjee herself.

The remaining 476 flats under the scheme will be ready by August.

Another refugee rehabilitation project of the State government took off on Monday when 500 people of Jyangra Hatiara-2 gram panchayat in Rajarhat were handed over land pattas.

Chief Minister Mamata Banerjee had promised that she would help the refugees from Bangladesh settle down by giving them land pattas. This is the fulfillment of that promise.

More such pattas and flats are going to be distributed in the future. The government’s promise of uplifting the refugees is being fulfilled gradually.

According to Consumer Affairs Minister Sadhan Pande, such flats “would be started on a PPP basis in Kolkata too.”

 

উদ্বাস্তুদের জন্য তৈরি হল নতুন আবাসন ‘বনরিনি’

মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উদ্বাস্তু পরিবারদের জন্য তৈরি হল বনহুগলি আবাসন – ‘বনরিনি’। গত রবিবার এটি উদ্বোধন হয়।

পশ্চিমবঙ্গেই প্রথম এই রকম প্রকল্প শুরু হল। ৫ একর জমিতে হয়েছে এই প্রকল্প। রাজ্যের উদ্বাস্তু ও পুনর্বাসন দপ্তরের উদ্যোগে পিপিপি মডেল প্রকল্প গড়ে উঠেছে।

এই প্রকল্পে ৮০০টি ফ্ল্যাট তৈরি হয়েছে। প্রথম পর্যায়ে এদিন ৩৪০ জনের হাতে চাবি তুলে দেওয়া হয়। দুই কামারার প্রতিটি আবাসনের মাপ ৬৪৪ বর্গ ফুট। ২৬০টি উদ্বাস্তু পরিবার ১১ লক্ষ টাকা করে পেয়েছে।

উদ্বাস্তুদের জন্য সোমবার রাজারহাটে ৫০০ জন মানুষকে পাট্টা দেওয়ার কাজ শুরু হয়। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উদ্বাস্তু শ্রেণির মানুশকে পাট্টা বিলির মাধ্যমে স্থায়ী বসবাসের ছাড়পত্র দেওয়া হবে। এবার তা বাস্তবায়িত হল।

ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে জানান, “কলকাতাতেও পিপিপি মডেলে এই প্রকল্প শুরু হবে।”

WB CM instructs departments to ensure adequate supply of water in Paschimanchal

West Bengal Chief Minister Ms Mamata Banerjee has instructed the Departments of Irrigation, Agriculture and Power to ensure adequate supply of water for irrigation purposes to the districts of Bankura, Purulia, Birbhum, Bardhaman and Paschim Medinipur, comprising Paschimanchal. This comes in the backdrop of less rain over the last few months.

Mamata Banerjee had a meeting with the ministers and secretaries of the Departments of Irrigation, Agriculture and Power yesterday at Nabanna.

Not just for irrigation, the Chief Minister has also instructed the concerned departments to ensure proper supply of drinking water.

Reserve pumps would be used to supply the additional water in the districts of Paschimanchal. Water would be pumped out from canals, lakes and ponds and supplied to the fields. The Irrigation Department would also set up new tubewells in the region for drawing up drinking water.

 

পশ্চিমাঞ্চলে পর্যাপ্ত সেচ ও পানীয় জল সরবরাহের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সোমবার নবান্নে সেচ, কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী ও সচিবদের নিয়ে একটি বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত কয়েক মাসে চাষের সময় রাজ্যে বৃষ্টি কম হয়েছে। তাই এবার চাষের জমিতে সেচের জল সরবরাহ বাড়াতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের মতো রাজ্যের পশ্চিমাঞ্চলে সেচের জল সমস্যা রয়েছে।

শুধুমাত্র সেচের জল নয়, ওই সমস্ত এলাকায় সাধারণ মানুষ যাতে পর্যাপ্ত পানীয় জল পায় সেদিকেও নজর দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

রিজার্ভ পাম্পের সাহায্যে সেচের ব্যবস্থা করা হচ্ছে পশ্চিমাঞ্চলের এলাকাগুলিতে। খালবিল, পুকুর থেকে পাম্পে করে জল বার করে চাষের জমিতে দেওয়া হচ্ছে। এছাড়া সেচের জল ও পানীয় জল সরবরাহের জন্য বেশ কিছু টিউবওয়েল বসাবে রাজ্য সরকার।

WB CM inaugurates irrigation, water and healthcare projects

West Bengal Chief Minister Ms Mamata Banerjee inaugurated irrigation, water and healthcare projects at in New Town today.

Five projects under the Irrigation & Waterways Department were inaugurated: a concrete bridge over Tolly Nullah (Adi Ganga), beautification of both sides of Keshtopur Canal adjoining VIP Road, dredging of Tolly Nullah from Garia station to Shamukpota, construction of another pump house in Sonarpur and construction of concrete bridges over storm water and drain water channels in Ghunimeghi mouza, the last three being in South 24-Parganas district.

Chief Minister Mamata Banerjee also inaugurated a 100 MGD (millions of gallons per day) drinking water supply project. The first phase of the project is of 20 MGD capacity, for supplying water in New Town. The rest would cover the civic areas of Bidhannagar, Nabadiganta Township, South Dum Dum and Haroa.

Along with these, some major healthcare projects were inaugurated, too. Superspeciality hospitals in Bolpur and Metiabruj are part of the grand project of 41 superspeciality hospitals in the State. The other projects inaugurated were: critical care unit (CCU) at NRS Medical College and Hospital, dialysis unit at Bishnupur District Hospital, and digital X-Ray units at Gangarampur Subdivisional Hospital, Sagar Dutta Medical College and Hospital and RG Kar Medical College and Hospital.

 

নিউটাউনে সেচ ব্যবস্থা, জল সরবরাহ এবং স্বাস্থ্যবিভাগের বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আজ নিউটাউনে সেচ ব্যবস্থা, জল সরবরাহ এবং স্বাস্থ্যবিভাগের বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেচ ও জলপথ বিভাগের ৫ টি প্রকল্পের উদ্বোধন হল এদিন। গৃহীত প্রকল্পগুলি হল কালীঘাট মন্দিরের নিকট আদি গঙ্গার (টালি নালা) উপরে পারাপারের পাকা সেতু নির্মাণ, ভি.আই.পি রোড সংলগ্ন কেষ্টপুর খালের উভয় পাড় সৌন্দর্যায়ন, দক্ষিণ ২৪ পরগনার গড়িয়া স্টেশন থেকে শামুকপোতা পর্যন্ত আদি গঙ্গার (টালি নালা) ১৩ কিমি দৈর্ঘ্যে ও বিদ্যাধরী খালের ১২ কিমি দৈর্ঘ্যে পুনঃখনন, সোনারপুরে পাম্প হাউস নির্মাণ, ভাঙ্গর থানার ঘুনিমেঘি মৌজায় এস.ডব্লিউ.এফ ও ডি.ডব্লিউ.এফ চ্যানেলের ওপর পাকা সেতু নির্মাণ।

নিউটাউনে ১০০ MGD ভূ-পৃষ্ঠ জল সরবরাহ প্রকল্প উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। প্রথম পর্যায়ে ২০ MGD জল সরবরাহ করবে নিউ টাউনে, দ্বিতীয় পর্যায়ে ৮০ MGD জল সরবরাহ করবে বিধাননগর, নবদিগন্ত, দক্ষিণ দমদম এবং হাড়োয়া এলাকায়।

এর সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রকল্পেরও উদ্বোধন হল। এগুলি হল – বোলপুর এবং মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতাল, এন.আর.এস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ক্রিটিক্যাল ইউনিট, বিষ্ণুপুর জেলা হাসপাতালের ডায়ালিসিস ইউনিট, গঙ্গারাম মহকুমা হাসপাতাল, সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, আর.জি.কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিজিটাল এক্স-রে।

WB CM inaugurates India’s largest Coal Block at Birbhum

West Bengal Chief Minister Ms Mamata Banerjee  inaugurated the Deocha Pachami Dewanganj Harinsingha Coal Fields at Birbhum.

The Deocha Pachami Dewanganj Harinsingha Coal Fields is the largest Coal Block in the country with coal reserves of around 21000 million tonnes. An approximate investment to the tune of Rs 20,000 crores are being made into the project. The coal to be extracted is to be used for power generation.

It is expected that the project will provide direct and indirect investment to lakhs of people and will result in comprehensive development of the Coal Block area comprising a large population of people belling to Tribal and scheduled caste communities. There is also a commercial potential of basaltic overburden as a result of the project.

The project is a joint venture of the West Bengal Mineral Development and Trading Corporation Limited and the Bengal Birbhum Coalfields Limited.

Highlights of her speech:

  • They contain 210 crore metric tonnes of coal reserves, worth Rs 2,10,000 crore
  •  The coal fields would generate 1 lakh jobs
  •  3 multi super hospitals are coming up in Birbhum – in Suri, Bolpur and Rampurhat
  •  We are also setting up a medical college and hospital in Rampurhat
  •  13 Krishi Bazaars have been set up in the district
  •  15,000 people (including 1000 refugee families) have received land pattas in this district
  •  From January 27, 28 lakh people of this district would receive rice and flour (atta) at the rate of Rs 2 per kg per person
  •  70 lakh more people will receive rice and wheat at a rate which is half that of the market rate
  •  I have named this scheme of providing essential food items as Khadya Sathi
  •  The work that people do cannot be discriminated against. We must respect the work of all people
  •  This is one of the six smart cities being developed in West Bengal
  •  ‘Biswa Bangla City’ is coming up opposite to Nabanna
  •  Once there was no basic healthcare in Bengal; we are now setting up 41 multi super hospitals
  •  I have provided free beds in State Government-run hospitals and free treatment for children upto 18 years
  •  Students in Government schools from classes VIII to XII are receiving Rs 7,500 each as scholarship
  •  16 lakh SC/ST students from class V are being covered under the Shikshashree Scheme
  •  30 lakh students are receiving scholarships under the Kanyashree Scheme, so that they can continue their education and be independent
  •  40 lakh students in West Bengal will get bicycles under the Sabuj Sathi Scheme
  •  I have ensured reservation for 97% of the OBCs
  •  59,000 minority students have got a chance to continue their higher education
  •  When people are happy they celebrate; those who are jealous can only sit and complain
  •  30,000 children in the Jangalmahal region have get a chance to play. They have also been provided a jersey each.
  •  We have given scholarships to 84 lakh minority students, and introduced reservation for minorities and OBCs without touching the General category seats
  •  We protested in Singur because they killed innocent farmers in the name of creating industry
  •  We have developed a land bank

 

 

আজ বীরভূমে দেশের বৃহত্তম কয়লাখনি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

বীরভূমের দেউচা পাচামী দেওয়ানগঞ্জ হরিণশিঙ্গা কয়লাখনি প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়।

দেউচা পাচামী দেওয়ানগঞ্জ হরিণশিঙ্গা কয়লাখনি হল দেশের বৃহত্তম কয়লাখনি। এখানে সঞ্চিত কয়লায় পরিমাণ ২১০ কোটি টন। এই প্রকল্পের আনুমানিক বিনিয়োগ প্রায় ২০,০০০ কোটি টাকা। উত্তোলিত কয়লা ব্যবহৃত হবে তাপবিদ্যুত কেন্দ্রে।

এই প্রকল্পের মাধ্যমে লক্ষাধিক প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ প্রত্যাশিত। এছাড়াও আদিবাসী ও তপশিলিী অধ্যুষিত খনি এলাকার সামগ্রিক উন্নয়ন হবে। কয়লা স্তরের উপরিস্থিত কালো বাণিজ্যিক ব্যবহার হবে এই প্রকল্পে।

ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেড ও বেঙ্গল বীরভূম কোলফিল্ডস লিমিটেডের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে এই প্রকল্প।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ

  • বীরভূমে দেউচা পাচামী দেওয়ানগঞ্জ হরিণশিঙ্গা কয়লাখনি প্রকল্পের উদ্বোধন হল, এখানে সঞ্চিত কয়লায় পরিমাণ ২১০ কোটি টন
  •  এই প্রকল্পের আনুমানিক বিনিয়োগ প্রায় ২০,০০০ কোটি টাকা
  •  এর মাধ্যমে অনেক কর্মসংস্থান হবে বীরভূমে; ২২ হাজার কোটি টাকার প্রকল্পে প্রায় ১ লক্ষেরও বেশী কর্মসংস্থান হবে
  •  সিউড়ি, বোলপুর, রামপুরহাটে ৩ টি মাল্টি সুপার হসপিটাল তৈরি হয়েছে
  •  ১৫,০০০ ভুমিহীন মানুষকে পাট্টা দেওয়া হয়েছে
  • ২৭ শে জানুয়ারি থেকে এই জেলার লোকজন ২ টাকা কেজি করে চাল পাবেন
  • ৭০ লক্ষ লোককে বাজারের দামের অর্ধেক দামে চাল দেওয়া হবে, এই প্রকল্পের নামকরণ করা হয়েছে ‘খাদ্য সাথী’
  • নবান্নের সামনে তৈরি হচ্ছে ‘বিশ্ববাংলা সিটি’
  • বোলপুরে ‘রাঙাবিতান’ নামে একটি ইকো ট্যুরিজম পার্ক তৈরি হচ্ছে
  • পানাগড়ে একটি ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ তৈরি হচ্ছে
  • ৪১ টি মাল্টি সুপার হসপিটাল, ৩০০ টি এসএনএসইউ তৈরি হয়েছে
  • ১৬ লক্ষ ছেলেমেয়ে শিক্ষাশ্রী এবং ৩১ লক্ষ ছেলেমেয়ে কন্যাশ্রী প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে
  • ৪০ লক্ষ ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয়েছে ‘সবুজ সাথী প্রকল্পে’
  • জঙ্গল্মহলে ৩০০০০ এবং সুন্দরবনে ১০০০ ছেলেমেয়েকে খেলাধুলোর সুযোগ করে দিয়েছি

Truth about Netaji’s last days must come out: WB CM

While attending a special programme organised by the Netaji Research Bureau to commemorate the 75th anniversary of Netaji Subhas Chandra Bose’s “Great Escape” (Maha Nishkraman), West Bengal Chief Minister reiterated her demand that the truth about last days of Netaji must come out.

The Netaji Mystery

Calling Netaji “Leader of the Nation”, WB CM said it is a matter of national shame that we know the date of birth of Netaji but not the date of his death. She wondered if Netaji died in 1945 why did snooping on Bose family continue after independence. She also said some light must be shed on whether he visited Russia after his disappearance.

WB CM also iterated the demand of DNA test on the ashes at Renkoji temple. She said Netaji was a popular figure globally and the next generation must know the full truth about him.

The Great Escape

West Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated an exhibition to mark 75 years of Netaji’s ‘Great Escape’ at Netaji Bhavan, the residence from where in 1941 he had escaped house confinement.

She also unveiled a marble plaque in front of the entrance of Netaji Bhavan to commemorate the route Netaji’s nephew Sisir Bose had taken to drive him out.

North Bengal’s largest Ayurvedic hospital coming up at Alipurduar

North Bengal’s largest Ayurvedic hospital is being set up at Tapasikhata in Alipurduar district. The second factory of the State Government, in addition to the one at Kalyani, which will manufacture Ayurvedic medicine, will also be set up here

State AYUSH Minister Asish Banerjee yesterday visited the proposed site at Tapasikhata. He said that there plans to set up an AYUSH Hub in north Bengal. He said that if there is a system to manufacture medicines at the spot, beside the hospital, the whole process will be much easier. Out of the 63 acre plot, 25 acre will be used to set up the hospital and the rest may be used to grow herbal medicinal plants.

The Minister said the the Hub will also consist of facilities to provide Homeopathy and Yoga-based treatments. He had instructed the local authorities to develop the local infrastructure to speed up the work process.

West Bengal Chief Minister Ms Mamata Banerjee’s primary focus was to revive, rejuvenate and restructure the State’s Health Infrastructure. Besides, setting up multi super specialty hospitals, AYUSH has also been given huge importance.

Banglar Jibone Jatra – WB CM inaugurates 20th Jatra Utsav

West Bengal Chief Minister inaugurated the 20th edition of the State Jatra Festival at Kachhari Maidan, Barasat today. This year’s theme is “Banglar Jibone Jatra”.

Speaking on the occasion, WB CM reiterated her commitment to keep the tradition of jatra alive. She also took on her critics who take potshots at her for ‘too many festivals’. “It is impossible to imagine our lives without festival. Problems will be there but we must never stop celebrations,” she said.

“We are alive because our culture is alive. Society thrives because of heritage,” the CM commented. Drawing the reference of folk artists who have roped in to perform at government functions, WB CM said she will also use the talent of Jatra artists for the same.

The 32-day long Jatra Festival will showcase the best of the Bengal’s traditional playact format which generally centres around social issues and mythological events. Several veteran Jatra artists were honoured during the inaugural ceremony.

Reviving Jatra tradition

The West Bengal Government, under the initiative of the Bengal Chief Minister has been instrumental in providing ‘jatra’ artistes with several facilities including that they would be brought under mediclaim facilities by the State Government.

Setting up of a data bank on ‘Jatra’ is on process.  The government also decided to increase the annual remuneration of poor ‘Jatra’ artistes from Rs 8000 to Rs 9000, last year.

The State Government has come up with ‘Jatra Darpan’ – a booklet consisting of various Jatra groups and has given a copy to all district magistrates and police superintendents in the districts in an effort to rejuvenate Jatra culture in the state.