Bengal CM forms new boards for north Bengal

Bengal Chief Minister Mamata Banerjee on Tuesday announced the formation of new boards for north Bengal.

One of these newly formed boards is the Rajbangshi Development & Cultural Board, for which MLA Ananta Deb Adhikari has been chosen as the Chairman and Vanshibadhan Burman as the Vice Chairman. The headquarters of the Rajbangshi Development & Cultural Board will be at Cooch Behar.

Along with this, the Kamtapur Language Academy was also formed- the headquarters of which will be in Jalpaiguri. Nrisingha Prasad Bhaduri will be the President of the Academy while Atul Rai has been chosen as the Vice-President.

Moreover, a Rajbangshi Language Academy is already in existence; Jalpaiguri MP Bijay Chandra Barman is the President of this Academy.

 

রাজবংশী ভাষার পাশাপাশি কামতাপুরি ভাষার জন্যও আলাদা অ্যাকাডেমি করা হবেঃ মুখ্যমন্ত্রী

 

রাজ্যে বিলুপ্তপ্রায় রাজবংশী ও কামতাপুরি ভাষাকে ‘অগ্রাধিকারপ্রাপ্ত’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন দপ্তরের কাজ ও প্রকাশনায় অন্যান্য ভাষার মতো এই দুটি বিলুপ্তপ্রায় ভাষাও স্বীকৃতি পাবে।
গতকাল শিলিগুড়ি সফরে গিয়ে এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণার পাশাপাশি তিনি রাজবংশীদের জন্য উন্নয়ন একাডেমি গড়ার কথাও ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রী জানান, “তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরই রাজবংশী ভাষার অ্যাকাডেমি চালু করা হয়েছিল। এবার সেই ভাষাটি রাজ্যের দপ্তরের কাজেও স্বীকৃতি পেল”।

তিনি আরও বলেন, এবার রাজবংশী ভাষার পাশাপাশি কামতাপুরি ভাষার জন্যও আলাদা অ্যাকাডেমি করা হবে। এই অ্যাকাডেমির চেয়ারম্যান হবেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ি। এই অ্যাকাডেমি প্রায় হারিয়ে যাওয়া এই ভাষার উন্নয়নে কাজ করবেন। তিনি জানান শুধু স্বীকৃতিই নয়, প্রায় হারিয়ে যাওয়া ভাষাগুলোকে যাতে ফিরিয়ে আনা যায় এ ব্যাপারে প্রতিষ্ঠিত দুই অ্যাকাডেমির পাশাপাশি কাজ করবে রাজ্য।

রাজবংশী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হলেন অনন্ত দেব অধিকারী, এবং ভাইস চেয়ারম্যান হলেন বংশীবদন বর্মণ।

Bengal Govt devises tour package for foreign tourists

With 35,000 tickets having already been sold for the under-17 FIFA World Cup matches to be held at the Yuva Bharati Krirangan in Kolkata in October, the State Tourism Department has devised special packages for foreign tourists, who comprise a major segment of the spectators.

Already, about a thousand people from England have applied for visas to come to Kolkata. About double that number are expected from Mexico.

The Tourism Department has decided to create special tour packages covering Kolkata during Kali Puja, as well as launch trips on the Ganga. Other places to be covered include the heritage spots of Santiniketan and Murshidabad.

 

অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ: পরিবহণ ব্যবস্থা চূড়ান্ত, থাকবে ট্যুরিজম বাসও

 

অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা ঘিরে পরিবহণের পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে ফেলল রাজ্য। ম্যাচের দিনগুলিতে দেশি-বিদেশি বহু দর্শক ভিড় জমাবেন শহর কলকাতায়। সেসব বিবেচনা করেই পরিবহণ সংক্রান্ত পরিকল্পনা ছকে ফেলা হয়েছে। প্রতিযোগিতা চলাকালীন মূলত তিন ধরনের বাস চালানোর সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে রয়েছে পর্যটন বাসও। যাঁরা খেলা দেখার জন্য শহরে আসবেন, তাঁরা শহরে বা শহরতলির দ্রষ্টব্যস্থলগুলি ঘুরেও দেখতে চাইবেন। তার জন্যই ট্যুরিজম বাসের পরিকল্পনা করা হয়েছে।

বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারি বলেন, করুণাময়ী বাস টার্মিনাসকে মূল টার্মিনাস হিসাবে গড়ে তোলা হচ্ছে। সেখানে সাজানোর কাজ চলছে। এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে পরিবহণের রূপরেখা তৈরি করতে নোডাল অফিসার হিসাবে দায়িত্ব পালন করবেন পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের এমডি। তিনি আয়োজক সংস্থার সঙ্গে যোগাযোগ রাখবেন।

অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের ফাইনালসহ একাধিক ম্যাচ রয়েছে সল্টলেক স্টেডিয়ামে। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম সূত্রের খবর, ম্যাচের দিনগুলিতে শহর ও শহরতলির ১০টি জায়গা থেকে বিশেষ রুটে বাস চালানো হবে। তার মধ্যে রয়েছে শ্রীরামপুর, ডানকুনি, বারাসত, বারাকপুর, জোকা, মালঞ্চসহ অন্যান্য জায়গা। এইসব রুটে মোট ১৭০টি বাস চালানো হবে। এই রুটগুলির বাইরে হাওড়া, শিয়ালদহ স্টেশন চত্বরসহ কিছু জায়গা থেকে শাটল বাস চালানোর সিদ্ধান্ত হয়েছে। এই ধরনের মোট ৫০টি শাটল বাস চালানো হবে। এছাড়াও, কলকাতা ও শহরতলির দ্রষ্টব্যস্থলগুলি ঘোরানোর জন্য বিশেষ বাস দেওয়া হবে।

কলকাতার দুর্গাপুজোয় বরাবরই দেশ-বিদেশের পর্যটকদের ঢল নামে। সেই ভিড় সামাল দিতে প্রতি বছরই বিশেষ পরিকল্পনা করা হয়। রাত পর্যন্ত চলে বাস। এবার পুজোর পরই আরও এক ‘ইন্টারন্যাশনাল ইভেন্ট’ অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ। ফলে, এখন থেকেই পরিকল্পনা করে রাখা হচ্ছে। খেলার সময় যেহেতু বহু বিদেশি পর্যটক আসবেন, তাই পরিবহণজনিত তথ্য তাঁদের সামনে তুলে ধরতে বিশেষ টোল ফ্রি নম্বর চালুর কথাও বিবেচনা করা হচ্ছে। বর্তমানে সরকারি বাসের তথ্য জানাতে রাস্তার মোড়ে ডিজিটাল বোর্ড লাগানো শুরু হয়েছে। এক্সাইডের পর নিউটাউন, নারকেল বাগান বাসস্টপে তা ইতিমধ্যেই বসানো হয়েছে। ঠিক হয়েছে সল্টলেক স্টেডিয়ামের আশপাশ, রাজারহাট, নিউটাউন এলাকায় কমবেশি ৩০টি এই ধরনের বোর্ড বসানো হবে।

পুজোর আগে-পরে খেলার জন্য পরিবহণ ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করা হবে। তাতে নতুন কোনও বিশেষ রুট কিংবা নতুন কোনও পরিকল্পনাও করা হতে পারে। বিশ্বকাপের মতো বড় আন্তর্জাতিক প্রতিযোগিতার ভিড় সামাল দিতে, যা যা ব্যবস্থা নেওয়া যেতে পারে, তার সবই নেওয়া হবে। তাতে সল্টলেক স্টেডিয়ামে পৌঁছাতে দর্শনার্থীদের সমস্যা হবে না।

Jalpaiguri to have a medical college soon: Bengal CM

Bengal Chief Minister chaired an administrative review meeting for Jalpaiguri district at Sarojendra Deb Raykat Kala Kendra today where she took stock of various development projects.

Later in the day, the Chief Minister inaugurated and laid the foundation stones for several projects during a public meeting. She also distributed benefits among people of the district. She announced the formation of a medical college in Jalpaiguri.

The projects inaugurated by the CM include a mobile animal treatment unit, seven long-distance buses of North Bengal State Transport Corporation (NBSTC), a women’s police station and a residential complex for sub-inspectors. The newly constructed building of Banarhat police station and barrack was also inaugurated by the Chief Minister.

During her speech, the CM said that the natural beauty of Jalpaiguri was unmatched. She laid stress on tourism in the district and said Gajoldoba was a ‘dream project’ that would attract tourists from all over the world.  She said once complete, the various road projects in the district would help cut down the time to travel to Kolkata.

Mamata Banerjee said the aim of her government was to turn Bengal around and make the State the best in the world.

 

জলপাইগুড়িতে গড়া হবে একটি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আজ জলপাইগুড়ি সরোজেন্দ্রদেব রায়কত কলাকেন্দ্রে একটি প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন প্রাঙ্গণে একটি সরকারি অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন করলেন তিনি।

জলপাইগুড়ি শহরে একটি মহিলা থানার উদ্বোধন করলেনমুখ্যমন্ত্রী। এছাড়া বানারহাট থানার নতুন ভবন এবং জলপাইগুড়ি ও বানারহাটে নতুন পুলিস ব্যারাকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠান থেকেই ৭টি অত্যাধুনিক রকেট বাস চালু করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এছাড়া কৃষকদের মধ্যে বিতরণ করা হয় ট্রাক্টর, পাওয়ার টিলার ও কৃষি সরঞ্জাম। পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয় কয়েক হাজার সাইকেল। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কয়েকশো মানুষকে চেকের মাধ্যমে অনুদানও তুলে দেন মুখ্যমন্ত্রী।

বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন, জলপাইগুড়ি জেলার যেমন আছে প্রাকৃতিক সৌন্দর্য, তেমনই আছে কৃষ্টি ও সংস্কৃতি। এদিন গাজলডোবা- ড্রিম প্রজেক্ট প্রসঙ্গে তিনি বলেন এই প্রজেক্ট হলে আগামী দিনে সারা বিশ্বের লোক এখানে আসবে। তিনি আরও বলেন অন্যান্য সড়ক প্রকল্পগুলির কাজ শেষ হয়ে গেলে কম সময়ে কলকাতা পৌঁছানো যাবে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন বাংলাকে ঘুরে দাঁড় করানো এবং বাংলাকে বিশ্ব সেরা করাই তাঁর সরকারের একমাত্র লক্ষ্য।

 

Turning Bengal around is our determination, dedication and devotion: Mamata Banerjee

Speaking at the inauguration of a pumping booster station at Harish Park in Kolkata, Bengal Chief Minister said that Bengal will turn around. “It is our determination, dedication and devotion,” she said.

The CM said that those who were in power earlier did not do any work and now they are giving lectures. “We have inherited a huge debt burden from the previous govt. Despite financial constraints, we are constantly working for people. We have initiated social welfare schemes like Kanyashree, Sikkha Shree, Sabuj Shree, Yuvashree”.

She added, “Students are getting books, uniforms, shoes for free. We are distributing cycles to students of Class IX-XII. We have improved the infrastructure of govt hospitals. Healthcare is free at govt hospitals. Eight crore people in the State are receiving rice at Rs 2/kilo under Khadya Sathi”.

“When we came to power institutional delivery was 65%. The figure has risen to 90% now. Infant mortality rate has decreased from 32 to 26 in the last five years. We have set up SNCUs, HDUs, SNSUs, Mother & Child Hubs across districts. We started a breast milk bank,” the Chief Minister said.

Mamata Banerjee said that earlier everyone used to say ‘Bengal is finished’. Now people praise the huge progress in the State. She urged the Opposition not to indulge in destructive politics but participate in constructive development.

“CPI(M) is a lost case. Congress should focus on Delhi first. BJP should set its house in order,” she said.

She also came down heavily on demonetisation. “We work for the people. The BJP cannot intimidate anybody by misusing the agencies,” Mamata Banerjee said.

 

 

বাংলাকে ঘুরে দাঁড় করানোই আমাদের ডিটারমিনেশন, ডেডিকেশন অ্যান্ড ডিভোশনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

হরিশ পার্কে বুস্টার পাম্পিং স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলা ঘুরে দাঁড়াবেই। তিনি বলেন, ‘এটা আমদের ডিটারমিনেশন, ডেডিকেশন অ্যান্ড ডিভোশন’।

মুখ্যমন্ত্রীর বলেন, “যারা আগে ক্ষমতায় ছিলেন তখন তারা মানুষের জন্য কোনও কাজ করেননি, এখন শুধু ভাষণ দিচ্ছেন। আগের সরকারের বিপুল ঋণের বোঝা আমরা বহন করছি। অর্থনৈতিক সমস্যা থাকা সত্ত্বেও আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষের জন্য আমরা কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, যুবশ্রী এইসব উন্নয়নমূলক প্রকল্প চালু করেছি”।

 তিনি আরও বলেন, “ছাত্রছাত্রীরা এখন বিনামূল্যে বই, ইউনিফর্ম, জুতো পাচ্ছে। নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের সাইকেল দিচ্ছে রাজ্য সরকার। সরকারি হাসপাতাল গুলির পরিকাঠামো আরও উন্নত করা হয়েছে, সরকারি হাসপাতালে আজ বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাচ্ছে। রাজ্যের ৮ কোটি মানুষ এখন ২ টাকা কেজি দরে চাল পাচ্ছেন”।  

মুখ্যমন্ত্রীর কথায়, “আমরা যখন ক্ষমতায় এসেছিলাম তখন ইন্সটিটিউশনাল ডেলিভারি ছিল ৬৫% এখন তা বেড়ে হয়েছে ৯০%। গত ৫ বছরে শিশু মৃত্যুর হার ৩২ থেকে কমে হয়েছে ২৬। এসএনসিইউ, এইচডিইউ, এসএনএসইউ, মাদার ও চাইল্ড হাব তৈরি করা হয়েছে। মাতৃ দুগ্ধ ব্যাঙ্ক তৈরি করা হয়েছে”।  

আগে প্রত্যেকে বলত বাংলা শেষ হয়ে গেছে। এখন মানুষ বাংলার উন্নতি ও প্রগতির প্রশংসা করে। তিনি বিরোধীদের আবেদন করেন ধ্বংসাত্মক রাজনীতি না করে কনস্ট্রাকটিভ উন্নয়নে অংশগ্রহণ করুন।

 তিনি বলেন, “সিপিআই(এম) শেষ হয়ে গেছে। কংগ্রেসের উচিত দিল্লির প্রতি নজর দেওয়া। বিজেপি আগে নিজের ঘর সামলাক”।  

নোট বাতিল প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “মানুষ ব্যাঙ্ক থেকে নিজেদের টাকা তুলতে পারছে না, বিজেপি কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করে কাউকেই ভয় দেখাতে পারবে না”।

 

 

Three lakh acre more land roped in for State irrigation programme

The Bengal government has brought in an additional three lakh acre of agricultural land under its irrigation programme, with the objective of helping farmers for better cultivation at a time when they are facing hardships due to demonetisation of high value notes.

The state Irrigation minister said: “Around 12.43 lakh acre of land has been brought under the irrigation project and there will be no shortage of water supply for cultivation of Rabi and Boro crops. In the current fiscal, three lakh acres more has been brought under the irrigation programme.”

Interestingly, a lakh of the newly-acquired three lakh acre is in the Jangalmahal area. This is the highest in the decade that 12.43 lakh acre land has been brought under the irrigation project.

The Minister said that farmers are facing troubles due to demonetisation. Keeping the situation in mind, the step has been taken so that they do not have to worry about the requisite quantity of water for cultivation. He further said that the World Bank has given its clearance for the project where the state government would carry out de-siltation of Lower Damodar river and its channels. Once completed, flood in parts of Howrah, Hooghly, Bankura and Burdwan districts will become a thing of the past.

He also criticised the Centre, saying that it is reducing its share of funds for different projects in the state. Earlier, the Centre-state expenditure ratio for a project used to be 75:25, respectively. But now, the state has to bear 50 percent of the project costs and in some cases the state provides 75 percent of the project cost, while the Centre gives only 25 per cent.

 

 

আরও তিন লক্ষ একর জমি সেচ প্রকল্পে যুক্ত করলো রাজ্য

 

নোটবাতিলের ফলে ক্ষতিগ্রস্ত চাষিদের সাহায্য করতে উদ্যোগী হল রাজ্য সরকার। রাজ্য সরকার আরও তিন লক্ষ একর চাষের জমিকে সেচের আওতায় আনার উদ্যোগ নিয়েছে। উল্লেখযোগ্য, এই তিন লক্ষ একর জমির মধ্যে এক লক্ষ একর জমিই জঙ্গলমহলে।

রাজ্যের সেচমন্ত্রী বলেন, “আনুমানিক ১২.৪৩ লক্ষ একর জমিকে সেচের আওতায় আনা হয়েছে। রবি ও বোরো শস্যের চাষের সময় কোনও ধরণের জলের ঘাটতি হবে না। চলতি অর্থবর্ষে তিন লক্ষ একর চাষের জমিকে সেচের আওতায় আনা হয়েছে।”

তিনি আরও বলেন, কৃষকরা নোটবাতিলের ফলে ক্ষতিগ্রস্ত। এই পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে কৃষকদের পর্যাপ্ত পরিমাণে জল পাওয়ার জন্য দুশ্চিন্তা করতে না হয়।

মন্ত্রী আরও বলেন, বিশ্ব ব্যাঙ্ক ইতিমধ্যেই দামোদর নদীর ডি-সিল্টেশন প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে বাঁকুড়া, বর্ধমান, হাওড়া ও হুগলী জেলায় বন্যার সমস্যা কমবে।

কেন্দ্রের কড়া সমালোচনাও করেন সেচমন্ত্রী। এতদিন কোনও প্রকল্পের ৭৫ শতাংশ খরচ বহন করত কেন্দ্র, বাকিটা দিত রাজ্য। কিন্তু বর্তমানে রাজ্য সরকারকে ৫০ শতাংশ খরচ, এমনকি কোনও কোনও প্রকল্পে ৭৫ শতাংশও, বহন করতে হচ্ছে।

 

infrastructure bengal

Bengal to set up 177 new Power Sub-stations in 2 years

The state Power department has decided to set up around 177 sub-stations across the state to provide high quality electricity and also to address low voltage problems that still persist in some areas.

State Power minister Sobhandeb Chattopadhyay on Thursday said that around 177 sub-stations of varied capacities will be constructed in the next two years. The main purpose of this initiative is to provide quality electricity to people. Setting up of new sub-stations will also solve the problems of low voltage in some parts of the state.

The minister also reminded that around 44 sub-stations were being constructed in 2016-17, many of which have already been constructed. Altogether, 640 sub-stations have so far been set up in the state.

After coming to power, the Mamata Banerjee-government has done a great deal of work to construct sub-stations so that problems related to electricity, which were a major cause of concern during the Left Front government, could be mitigated. It may be mentioned here that Bengal was the first among the other states to complete the project of rural electrifications. Apart from a few villages, all villages across the states were already brought under the coverage of electricity.

It may be mentioned here that the number of customers of West Bengal State Electricity Distribution Company Limited (WBSEDCL) has gone up to 170 lakh from 85 lakh of 2011.

 

 

আগামী দুবছরে ১৭৭টি নতুন বিদ্যু९ সাবস্টেশন তৈরী করবে রাজ্য

রাজ্য জুড়ে লো-ভোল্টেজের সমস্যা মেটাতে এবং মানুষকে উ९কৃষ্ট মানের বিদ্যু९ সরবরাহ করার লক্ষ্যে ১৭৭টি নতুন বিদ্যু९ সাব-স্টেশন তৈরী করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিদ্যু९ দপ্তর।

বৃহস্পতিবার বিদ্যু९ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, আগামি দুবছরে মোট ১৭৭টি সাব স্টেশন তৈরী হবে রাজ্যে। এগুলি তৈরী করার প্রধান উদ্দেশ্য হল মানুষকে উ९কৃষ্ট মানের বিদ্যু९ জোগান দেওয়া। এই প্রকল্পগুলির কাজ শেষ হলে লো-ভোল্টেজের সমস্যাও অনেকটা আয়ত্তে আসবে।

মন্ত্রী আরও জানান, ২০১৬-১৭ সালে প্রায় ৪৪টি সাব স্টেশন নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যার মধ্যে অনেকগুলি ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। সব মিলিয়ে রাজ্যে ৬০৪টি সাব স্টেশন নির্মিত হয়েছে।

ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার সাব স্টেশনের পরিকাঠামো বদল করার একটি চুক্তি করেছিল। বাম আমলে সবচেয়ে বড় সমস্যা এখন অনেকটাই সমাধান হয়েছে। উল্লেখ করা যেতে পারে, গ্রামীণ বিদ্যুতায়নের ক্ষেত্রে বাংলা সব রাজ্যের তুলনায় এগিয়ে। কয়েকটি গ্রাম ছাড়া রাজ্যের অধিকাংশ জায়গায় বিদ্যু९ পৌঁছে গেছে।

এটা উল্লেখযোগ্য যে ২০১১ সালে পশ্চিমবঙ্গ বিদ্যু९ নিগমের (WBSEDCL) গ্রাহক সংখ্যা ছিল ৮৫ লক্ষ বর্তমানে এই সংখ্যা ১৭০ লক্ষ।

 

 

Bengal CM declares Kalimpong as 21st district of the State

Today Bengal Chief Minister Mamata Banerjee announced Kalimpong as 21st district of the State.

“I am in the Hills because Kalimpong is becoming a new district. In April, Jhargram and Asansol will become districts,” she said on Monday.

The State Government recently created 15 development and cultural boards for different hill communities. The boards are to ensure all-round development of these communities.

On December 18, 2015, the West Bengal Cabinet gave a nod to the formation of Kalimpong district and Mirik sub-division.

At today’s public meeting, the CM laid the foundation stones several developmental projects including the development of Nature Interpretation Centre at Kalimpong, renovation of roads, Anjuman-E-Islamia Community Hall in Kurseong, Subhas Ghising Memorial Community Hall in Dow Hill, renovation of Raj Rajeshwari Hall in Kurseong, renovation of infrastructure in Naxalbari.

 

Excerpts of her speech:

  • Today is Kalimpong Day. I congratulate all of you
  • People of Kalimpong wanted a new ray of light. Valentine’s Day has become Kalimpong Day now
  • Five years ago when I started coming to the Hills, I wanted to develop the Hills. We formed the GTA
  • GTA and local municipalities have the power to carry out development in the Hills. I wanted to give extra support
  • We formed 15 developmental boards. We have taken initiatives to promote tourism
  • We developed Morgan House, Hill Top tourism circuit. We have done a lot of work and will continue to do so
  • Kalimpong did not have full administrative support. People had to go all the way to Darjeeling for work
  • We are proud of our students. They are our assets. They are our future
  • We will take up a new water supply project for Kalimpong
  • We will develop the Kalimpong-Sikkim Silk Route at a cost of Rs 220 crore
  • Those who indulge in violence do not want peace in the Hills
  • We don’t want violence in Hills.We believe unity is strength.Will not tolerate if someone tries to incite violence
  • Those who cannot fight us politically try to incite violence. We will not allow any violence between any community
  • Hum Kalimpong ka unnati chahanche. Hum Maa-Behen ka izzat chahanche. Hum naujawan ke liye naukri chahanche

 

২১তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করল কালিম্পঙ

আজ কালিম্পঙের মেলা গ্রাউন্ডে মঞ্চে দাঁড়িয়ে মমতা কালিম্পংকে নতুন জেলা হিসেবে ঘোষণা করলেন। শহর আবেগে ভাসছে। চারদিকে পতাকা–‌ফেস্টুন যেন উৎসব শুরু হয়েছে।

সোমবার সন্ধ্যায় কালিম্পঙে ঢোকার মুখে মুখ্যমন্ত্রীকে অনেকেই অভিনন্দন জানান। মুখ্যমন্ত্রী হাত নাড়িয়ে তাঁদেরও পাল্টা অভিনন্দন জানান। রাস্তার দু’‌ধারে ছিলেন অসংখ্য মানুষ। শহরকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। চারদিকে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া হোর্ডিং, তোরণ।

মহকুমা শাসকের অফিসে বসেই আপাতত নতুন জেলার কাজ হবে। এই বাড়িটি সংস্কারের কাজ হচ্ছে। ২০১১–‌য় ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী বহুবার কালিম্পঙে এসেছেন। চারিদিকে ঘুরেছেন। কালিম্পংকে আরও সাজিয়ে তোলার ইচ্ছে আছে তাঁর।

মুখ্যমন্ত্রী বহুবার বলেছেন তিনি পাহাড়কে কিছুতেই ভাগ হতে দেবেন না। ২০১১–‌র পর থেকে এ পর্যন্ত মুখ্যমন্ত্রী ১৫টি বোর্ড তৈরি করেছেন।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আজ কালিম্পং দিবস। আমি সকলকে অভিনন্দন জানাই
  • কালিম্পঙের মানুষ একটি নতুন আশার আলো চেয়েছিল। ভ্যালেনটাইনস ডে এখন কালিম্পং ডে
  • পাঁচ বছর আগে আমি পাহাড়ে আসা শুরু করেছিলাম, আমি পাহাড়ের উন্নয়ন চাই। আমরা জিটিএ তৈরি করেছি
  • জিটিএ এবং লোকাল কর্পোরেশনের হাতেই পাহাড়ের উন্নয়নের ক্ষমতা। রাজ্য সরকার যথাসাধ্য সাহায্য করেছে
  • আমরা ১৫টি উন্নয়ন পর্ষদ গঠন করেছি। পর্যটন বিকাশের জন্য আমরা অনেক পদক্ষেপ নিয়েছি
  • আমরা হিল টপ ট্যুরিজম সার্কিট, মরগ্যান হাউসের উন্নয়ন করেছি।আমরা অনেক কাজ করেছি আর ভবিষ্যতেও করব
  • কালিম্পঙের মানুষকে সব কাজের জন্য দার্জিলিং যেতে হত
  • আমরা আমদের ছাত্রছাত্রীদের জন্য গর্বিত। ওরা আমাদের সম্পদ, ওরাই দেশের ভবিষ্যৎ
  • কালিম্পঙে নতুন জল সরবরাহ প্রকল্প হবে
  • ২২০ কোটি টাকা খরচ করে আমরা কালিম্পং-সিকিম সিল্ক রুটের উন্নয়ন করব
  • যারা পাহাড়ে হিংসা ছড়াচ্ছে, তারা পাহাড়ে শান্তি চায় না
  • আমরা পাহাড়ে কোনরকম অশান্তি চাই না। আমরা বিশ্বাস করি একতাই বল
  • আমাদের সঙ্গে রাজনৈতিক ভাবে লড়াই করতে না পেরে অশান্তি ছড়াচ্ছে। সরকার কোন অশান্তি বরদাস্ত করব না
  • আমরা কালিম্পঙের উন্নতি চাই, মা-বোনেদের সম্মান চাই, যুব সম্পদায়ের জন্য কর্মসংস্থান চাই

 

 

More initiatives towards advanced healthcare in Bengal

On the sidelines of Khadya Sathi Dibas celebrations and the police investiture ceremony at Red Road today, Bengal Chief Minister Mamata Banerjee inaugurated several healthcare initiatives that opened new frontiers in the sector in the State.

The Chief Minister inaugurated two Mother and Child Care Hubs – a 126-bedded one at Medical College and Hospital in Kolkata and a 170-bedded one at Bankura Sammilani Medical College and Hospital, the 500-bedded MR Bangur Multi Super-Specialty Hospital in Kolkata, 14 state-of-the art operation theatres and a renovated Ramrikdas Harlalka Hospital in Kolkata, with 100 beds for neurological treatment.

Under the leadership of Mamata Banerjee, healthcare in Government hospitals in Bengal has become more accessible and advanced. Beds and medicines are free at the hospitals and health centres. Infant mortality rate in the State has come down to 26 while institutional delivery has risen to 90%. There has been considerable increase in the number of medical seats in the State, and nine more medical colleges are on the anvil.

 

বাংলায় উন্নততর স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ

খাদ্য সাথী দিবস ও পুলিশ অলঙ্করণ দিবসের সূচনার পাশাপাশি আজ রেড রোডে উন্নততর স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে আরও কিছু পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার।

আজ মুখ্যমন্ত্রী বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন। সেগুলি হল – কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ১২৬ শয্যা বিশিষ্ট মাদার ও চাইল্ড হাব, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৭০ শয্যা বিশিষ্ট মাদার ও চাইল্ড হাব, কলকাতায় ৫০০ শয্যা ও ১৪টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার সমৃদ্ধ এম.আর.বাঙ্গুর সুপার স্পেশালিটি হাসপাতাল ও স্নায়ুরোগ চিকিৎসার জন্য ১০০ শয্যার নবরূপে নির্মিত রামরিকদাস হরলালকা হাসপাতাল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকারি হাসপাতালগুলির পরিষেবা আরও দ্রুত ও উন্নত হয়েছে। সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ।

রাজ্যে শিশু মৃত্যুর হার কমে হয়েছে ২৬। রাজ্যে অনেকগুলি নতুন মেডিকেল কলেজ তৈরি হয়েছে এবং বেশ কিছু মেডিকেল কলেজের পুনঃসংস্করণ করা হয়েছে।

 

Bengal CM inaugurates numerous projects for East Midnapore district

Bengal Chief Minister Mamata Banerjee inaugurates and lays the foundation stones for a bouquet of developmental processes for East Midnapore district at Kolaghat today. She also addresses a public meeting.

Among the projects to be inaugurated by the Chief Minister today includes a power sub-station, Kisan Bazars, a marketing hub, a fire station, solar powered irrigation projects, government offices, a host of road projects and CCTV control room for Digha.

The Bengal Chief Minister also lays foundation stones for numerous projects including a college, a power station, road projects, river-bank renovation projects, a hostel and godowns for agicultural produces.

She also distributes benefits like cuclys under Sabuj Sathi, Geetanjali, Shikshashree, equipment for fishermen, agricultural machinery and scholarships and grants.

 

Here are some excerpts of her speech: 

We conducted the last administrative review meeting of the year today

We will conduct a state-level administrative meeting in Kolkata on 6 January

A new division is coming up in Midnapore regions for better governance

A new road project has been taken up to connect south Bengal with north Bengal

We have sanctioned a 90 km long 3 lane expressway from Nandakumar to Henria

From marketing centres to polytechnics, we are taking several development initiatives for East Midnapore

We will modernise Kolaghat thermal power station in a phase wise manner

 

পূর্ব মেদিনীপুরে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও পরিষেবা প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাওয়ার সাব স্টেশন, কিষাণ বাজার, মার্কেটিং হাব, দমকল কেন্দ্র, সৌরচালিত ক্ষুদ্র সেচ প্রকল্প, সরকারি ভবন, রাস্তা সহ সিসিটিভি কন্ট্রোল রুম ইত্যাদি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।এছাড়া একটি কলেজ, একটি পাওয়ার সাব স্টেশন, রাস্তা, নদীর পাড় সংস্করণ, ছাত্রাবাস সহ বিভিন্ন সেচ প্রকল্পের শুভ শিলান্যাসও করেন তিনি।

সবুজ সাথী প্রকল্পে ছাত্র-ছাত্রীদের সাইকেল, গীতাঞ্জলি, শিক্ষাশ্রী, কৃষক বার্ধক্য ভাতা, মৎস্যজীবীদের তাদের প্রয়োজনীয় সরঞ্জাম, বিভিন্ন কৃষি যন্ত্রপাতি, স্কলারশিপ ইত্যাদি পরিষেবাও প্রদান করেন মুখ্যমন্ত্রী।

এদিন সভামঞ্চ থেকে তিনি জানান, আজকের এই বৈঠক এই বছরের শেষ প্রশাসনিক বৈঠক। কলকাতায় আগামী ৬ জানুয়ারি একটি রাজ্য স্তরের প্রশাসনিক বৈঠক হবে।

তিনি জানান পূর্ব মেদিনীপুরে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। পূর্ব মেদিনীপুর সহ ৪টি জেলা মিলে গড়া হয়েছে মেদিনীপুর ডিভিশন।উত্তর ও দক্ষিণবঙ্গকে যুক্ত করার জন্য একটি নতুন সড়ক প্রকল্পের কাজ শুরু হয়েছে।

এছাড়া, নন্দকুমার থেকে হেঁড়িয়া পর্যন্ত  ৯০ কিমি দীর্ঘ একটি রাস্তার কাজ শুরু হবে খুব শীঘ্রই। মার্কেটিং সেন্টার থেকে পলিটেকনিক কলেজ সহ অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র ফেজ অনুযায়ী আধুনিকীকরণ করা হবে।

 

Govt to set up panel to decongest, beautify Posta: Mamata Banerjee

Bengal Government will set up a committee to prepare a comprehensive plan for the development of Posta in Burrabazar, Chief Minister Mamata Banerjee announced on Monday. She said this while inaugurating a Jagadhatri Puja function organised by Posta traders on Monday evening.

The committee will include the Kolkata Mayor, Trinamool MP Sudip Bandopadhyay, the commissioner of Kolkata Municipal Corporation (KMC), Kolkata’s Commissioner of Police, local MLA and 10 traders who will be selected by the local trading community. The committee will meet to prepare the master plan and submit a report within three months.

“You sit and discuss the issues and come up with a master plan to carry out comprehensive development of Burrabazar,” she said, adding “there should be proper parking places and amenities for the workers”.

She said lorries are parked in the narrow lanes and by-lanes making it difficult for other vehicles and pedestrians to enter the area. “These problems need to be addressed and only a proper planning can accomplish this,” she pointed out. “It is the place where you do business and so you need to put in efforts to beautify the area,” she added.

“There are many old buildings which have not been repaired for several years. KMC has declared them dangerous and dilapidated and given notices to the owners. But despite that people continue to reside in them, risking their lives. The owners and the tenants should sit together to resolve the matter,” she maintained.

 

পোস্তার উন্নয়নে কমিটি গঠন মুখ্যমন্ত্রীর

সোমবার পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কাজ করজে আমাদের কেউ রুখতে পারবে না। কাজ নিয়ে আমি কারও সঙ্গে আপস করব না। ভিড়ে ঠাসা পোস্তায় জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পোস্তাকে ঢেলে সাজাতে হবে। পোস্তার উন্নয়ন করতে হবে। এদিন তিনি ১০ জনের একটি কমিটি গঠন করার কথা ঘোষণা করেন।

মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ট্রেডার্স অ্যাসোসিয়েশনের কর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা কাদের কমিটিতে রাখবেন, তাদের নাম পাঠান। নগরপাল রাজীব কুমারের কাছে নামের তালিকা জমা দিতে হবে।

মুখ্যমন্ত্রী বলেন, আলোচনার সময় কোনও ঝড়গাঝাটি যেন না হয়। ভিন্ন প্রস্তাব থাকতেই পারে। মাথায় রাখতে হবে পোস্তাকে আমরা আরও ভালো করব। পোস্তায় বড় মার্কেটের প্রয়োজন। আপনারা যদি সহযোগিতা করেন, তা হলেই এ কাজ সম্ভব। সরকার আপনাদের পাশে আছে। আপনারা সবসময় আমাদের সাহায্য করেন। যখন আলুর দাম বাড়ে, তখন আপনাদের সঙ্গে আমরা আলোচনা করি।

তিনি আরও বলেন, তিন মাসের মধ্যে কমিটি করতে হবে। ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কাজ দ্রুত আরম্ভ করুন। সম্প্রতি অঙ্গ প্রতিস্থাপনের সময় যে গ্রিন করিডর তৈরি করা হয়েছিল, সে ব্যাপারে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যদপ্তরের কাজের প্রশংসা করেন। গোটা পোস্তা জুড়ে মোট ৪৫টি সি সি ক্যামেরা বসানো হচ্ছে।