Bengal Chief Minister Mamata Banerjee on Tuesday announced the formation of new boards for north Bengal.
One of these newly formed boards is the Rajbangshi Development & Cultural Board, for which MLA Ananta Deb Adhikari has been chosen as the Chairman and Vanshibadhan Burman as the Vice Chairman. The headquarters of the Rajbangshi Development & Cultural Board will be at Cooch Behar.
Along with this, the Kamtapur Language Academy was also formed- the headquarters of which will be in Jalpaiguri. Nrisingha Prasad Bhaduri will be the President of the Academy while Atul Rai has been chosen as the Vice-President.
Moreover, a Rajbangshi Language Academy is already in existence; Jalpaiguri MP Bijay Chandra Barman is the President of this Academy.
রাজবংশী ভাষার পাশাপাশি কামতাপুরি ভাষার জন্যও আলাদা অ্যাকাডেমি করা হবেঃ মুখ্যমন্ত্রী
রাজ্যে বিলুপ্তপ্রায় রাজবংশী ও কামতাপুরি ভাষাকে ‘অগ্রাধিকারপ্রাপ্ত’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন দপ্তরের কাজ ও প্রকাশনায় অন্যান্য ভাষার মতো এই দুটি বিলুপ্তপ্রায় ভাষাও স্বীকৃতি পাবে।
গতকাল শিলিগুড়ি সফরে গিয়ে এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণার পাশাপাশি তিনি রাজবংশীদের জন্য উন্নয়ন একাডেমি গড়ার কথাও ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রী জানান, “তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরই রাজবংশী ভাষার অ্যাকাডেমি চালু করা হয়েছিল। এবার সেই ভাষাটি রাজ্যের দপ্তরের কাজেও স্বীকৃতি পেল”।
তিনি আরও বলেন, এবার রাজবংশী ভাষার পাশাপাশি কামতাপুরি ভাষার জন্যও আলাদা অ্যাকাডেমি করা হবে। এই অ্যাকাডেমির চেয়ারম্যান হবেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ি। এই অ্যাকাডেমি প্রায় হারিয়ে যাওয়া এই ভাষার উন্নয়নে কাজ করবেন। তিনি জানান শুধু স্বীকৃতিই নয়, প্রায় হারিয়ে যাওয়া ভাষাগুলোকে যাতে ফিরিয়ে আনা যায় এ ব্যাপারে প্রতিষ্ঠিত দুই অ্যাকাডেমির পাশাপাশি কাজ করবে রাজ্য।
রাজবংশী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হলেন অনন্ত দেব অধিকারী, এবং ভাইস চেয়ারম্যান হলেন বংশীবদন বর্মণ।