Bengal CM unveiled Blue Plaque at Sister Nivedita’s UK house today

Chief Minister Mamata Banerjee was the special guest at the installation ceremony of a Blue Plaque at the house of Sister Nivedita today.

The function on Sunday was organised by English Heritage. Swami Suhitananda, one of the vice-presidents of Ramakrishna Math and Mission, was also be present at the function.

In an extraordinary gesture, Queen Elizabeth II sent her warm wishes to those who were present at the function and described it as a most memorable event.

Margaret Elizabeth Noble, who later came to be known as Sister Nivedita, used to stay in the house in 1898 before she came to Kolkata. Swami Vivekananda had visited the house in 1895. Jagadish Chandra Bose and his wife Abala had stayed in the house for some time in 1900. After the event of the Blue plaque, a cultural function will be held in an auditorium situated very close to the site of installation of the plaque.

Mamata Banerjee reached United Kingdom on Saturday morning. She will meet businessmen in London and then in Scotland and discuss with them the advantages of investing in Bengal. She is also likely to meet NRIs from Bengal. State Finance minister Amit Mitra and Chief Secretary Malay De, too, will be present at the meetings with business professionals.

 

 

আজ লন্ডনে নিবেদিতার বাড়িতে স্মৃতিফলক উন্মোচনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

আজ লন্ডনে নিবেদিতার বাড়িতে স্মৃতিফলক উন্মোচনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। তাঁর জন্মের সার্ধশতবর্ষ উদ্‌যাপন করা হচ্ছে। স্মৃতিফলকে লেখা থাকছে ‘‌ভগিনী নিবেদিতা, শিক্ষাব্রতী এবং ভারতের স্বাধীনতার প্রবক্তা’‌।

ইংলিশ হেরিটেজ সংস্থার উদ্যোগে এই ফলক বসানো হচ্ছে। এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। তাই তিনি লন্ডনে গিয়েছেন। এই অনুষ্ঠানে থাকবেন ভগিনী নিবেদিতার পরিবারের সদস্যরাও।

গতকাল সকালে লন্ডনে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন অর্থমন্ত্রী অমিত মিত্র, বেশ কিছু শিল্পপতি সহ আরও কয়েকজন। মুখ্যমন্ত্রী এর আগে বাংলার স্বার্থে বেশ কয়েকবার বিদেশে গেছেন। তিনি যেখানেই গেছেন, সেখানেই বাংলায় বিনিয়োগের জন্য শিল্পপতিদের আহ্বান জানিয়েছেন।

Bengal CM inaugurates Sister Nivedita’s house

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated the restored house of Sister Nivedita on October 23 to commemorate her sesquicentennial birth anniversary.

Sister Nivedita, then Margaret Elizabeth Noble, was born on October 28, 1867, at Dungannon in Ireland. It was at 16 A Bosepara Lane in Bagbazar that she opened her school for girls coming from middle-class families in November 1898 in the presence of Sri Sarada Devi and Swami Vivekananda.

The century-old two-storeyed building was in a shambles when the State Government acquired it and handed it over to the Sarada Math. The Kolkata Municipal Corporation (KMC) declared it as a Grade I heritage building. Sri Sarada Math proposes to set up a museum where many articles used by the Sister will be exhibited.

The building is a historical place. It was here that Sister Nivedita set up her school and took the trouble of visiting every household requesting parents to send their daughters there. Sister Nivedita stayed in the house and carried out massive social work when the Plague broke out in Bagbazar and its neighbourhood.

Swami Vivekananda and his followers often visited the house that became a centre of intellectual exercise and people like Rabindranath Tagore, Jagadish Chandra Bose and his wife Abala, Abanindranath Tagore, Nandalal Bose, SK Ratcliffe, the then editor of The Statesman and his wife, Gopal Krishna Gokhale and Dinesh Chandra Sen were frequent visitors. The house played an important role in the socio-cultural movement in Bengal.

 

Highlights of the Chief Minister’s speech during the inauguration function:

  • I pay my respects to Sarada Math. I am grateful to them for the upkeep and maintenance of this place.
  • I had requested Kolkata Municipal Corporation (KMC) to help in the renovation of this place. They took over this house, and after completing the renovation, handed it over to Sarada Math.
  • Roy Villa in Darjeeling was also handed over to Ramakrishna Mission and declared a heritage site. Sister Nivedita had breathed her last there.
  • Sister Nivedita’s name is associated with Maa Sarada, Swami Vivekananda and Ramakrishna Paramhansa.
  • Sister Nivedita was a foreigner who inherited our culture. She was impressed by the ancient Indian and Hindu culture.
  • Her untimely death was a huge tragedy and brought a wave of gloom.
  • Sister Nivedita rushed to service during any emergency – from plague to any disease to any cause.
  • She dedicated her life to service. She embraced India as her mother.
  • We have set up Nivedita Girls’ College. She had laid stress on educating the girl child and we want to follow her vision.
  • A committee has been formed to commemorate Sister Nivedita’s 150th birth anniversary.
  • Icons like Sister Nivedita are immortal. They will forever live in our memories, through the work that they have done.

 

 

সংস্কারের পর আজ ভগিনী নিবেদিতার বাড়ির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

 

বাগবাজারে ভগিনী নিবেদিতার বাড়ির সংস্কারের কাজ শেষ; আজ সেই বাড়িটি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৮শে অক্টোবর ওনার জন্মসার্ধশতবর্ষ উপলক্ষে এই উদ্যোগ।

ভগিনী নিবেদিতার আসল নাম মার্গারেট এলিজাবেথ নোবেল। তাঁর জন্ম হয় ১৮৬৭ সালে ২৮শে অক্টোবর আয়ারল্যান্ডে।

স্বামী বিবেকানন্দ ও শ্রী সারদা মার উপস্থিতিতে তিনি বাগবাজার অঞ্চলে একটি স্কুল খোলেন ১৮৯৮ সালের নভেম্বর মাসে। ১৬ এ বোসপাড়া লেনে মধ্যবিত্ত পরিবারের মেয়েদের জন্য এই স্কুলটি খোলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার এই বাড়িটি অধিগ্রহণ করে ও সারদা মঠের হাতে তুলে দেয়।

কলকাতা পুরসভা এই বাড়িকে গ্রেড ১ হেরিটেজ তকমা দেয়। এই বাড়িতে ভগিনী নিবেদিতার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র নিয়ে একটি সংগ্রহশালা গড়া হবে।

এই বাড়িটির ঐতিহাসিক গুরুত্ব অপিরিসীম। এখানে থেকে ভগিনী নিবেদিতা নানা সমাজসেবামূলক কাজ করেছিলেন। এখানে যাতায়াত ছিল সেই সময়ের নানা মনীষীদের। রবীন্দ্রনাথ ঠাকুর, জগদীশ চন্দ্র বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, গোপাল কৃষ্ণ গোখলে, দীনেশ চন্দ্র সেন মাঝেমাঝেই এখানে আসতেন।

 

তাঁর বক্তব্যের বিশেষ কিছু অংশঃ

  • আমি সারদা মঠের কাছে আমার শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করছি। কারণ তারা নিবেদিতার এই হেরিটেজ বাড়িটিকে রক্ষা করেছেন ও জনগণের কাছে চিরস্মরণীয় করে রাখার জন্য সচেষ্ট হয়েছেন।
  • আমি কলকাতার মেয়রকে নিয়ে এই বাড়িটিতে এসেছিলাম ও অনুরোধ করেছিলাম যাতে এই বাড়িটি হেরিটেজ হিসেবে রক্ষা করা যায়। এই বাড়িটি অধিগ্রহণ করে সারদা মঠের হাতে তুলে দেওয়া হয়েছিল।
  • রয় ভিলা – দার্জিলিঙের যে বাড়িতে ভগিনী নিবেদিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন – সেই বাড়িটিকেও হেরিটেজ হিসেবে আমরা রক্ষা করেছি।
  • সিস্টার নিবেদিতার নামের সঙ্গে সারদা মা, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেবের নাম ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে।
  • তিনি আয়ারল্যান্ড থেকে ছুটে এসে ভারতবর্ষকে নিজের জননী হিসেবে স্বীকার করেছিলেন।
  • যে কটা দিন ছিলেন, প্লেগ মহামারিতে থেকে শুরু করে আর্ত লোকেদের কাছে ছুটে গিয়েছেন।
  • সেবার মধ্যে দিয়ে তিনি নিজেকে গড়ে তুলেছিলেন। তিনি ভারতবর্ষকে ভালোবেসেছিলেন।
  • আমরা নিবেদিতা গার্লস কলেজ তৈরি করেছি হেস্টিংসে। নারীশিক্ষা, স্বদেশ চেতনা ও ভারতবর্ষকে ভালোবাসার তাঁর আদর্শ আমরা এগিয়ে নিয়ে যাব।
  • সিস্টার নিবেদিতার এটা সার্ধশতবর্ষ পালিত হচ্ছে। উচ্চশিক্ষা মন্ত্রীর নেতৃত্বে কমিটিও তৈরি হয়েছে।
  • সিস্টার নিবেদিতা চিরকালীন, সার্বজনীন, বিশ্বজনীন। এঁদের মৃত্যু হয় না, এঁরা ছিলেন, আছেন, থাকবেন। কর্মের মধ্যে দিয়ে বাঁচবেন।

 

 

Digha to get its own convention centre in 2018

New Digha will soon have a first-of-its-kind convention centre with facilities for organising international conventions, exhibitions and business meet to promote tourism, commerce, trade and industry in the state’s coastal areas. The project work has already begun.

Chief minister Mamata Banerjee had laid the foundation stone of the project in July 11, 2017.

The project has been planned on a 5.5 acre land in New Digha comprising a 1000 sq/mt exhibition centre, a 300 capacity seminar hall, a conference room and a modern auditorium with a seating capacity of 1000 people. It will be a four-storey building with each floor planned to have an area of 1722 sq/mt.

 

২০১৮-য় দিঘায় কনভেনশন সেন্টার

নিউটাউনের পাশাপাশি সৈকত নগরী দিঘাতেও আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার তৈরি করছে রাজ্য সরকার। যা আগামী বছর উদ্বোধন হবে।

বাণিজ্য ও পর্যটনের মেলবন্ধন ঘটিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বণিকমহলকে আরও একটি কনভেনশন সেন্টার উপহার দিতে চান। নিউটাউনের অত্যাধুনিক কনভেনশন সেন্টারের পর এটি হবে আরও একটি চমক। এই সেন্টারটি তৈরি করতে খরচ হচ্ছে আনুমানিক ৩৫০ কোটি টাকা। আনুমানিক ১০০০ জনের বসার জায়গা থাকবে।

কার্যত বাণিজ্যিক সম্মেলনের দরজা খুলে দিতেই পূর্ব মেদিনীপুর জেলার পর্যটননগরীতে এমন প্রাসাদপ্রমাণ বাণিজ্য সেন্টার খোলা হচ্ছে, যা রাজ্যের উন্নয়নের সঙ্গে সঙ্গে লগ্নিকারীদেরও আকর্ষণ করবে।

Jhargram will have a university soon: Bengal CM

Bengal Chief Minister inaugurated a slew of developmental projects at a public meeting in Jhargram today. She also laid the foundation stones for numerous projects and distributed benefits of various government schemes.

The CM announced that from students can pursue education in Ol-Chiki medium till graduation. She also said a university will be set up in Jhargram district. She also thanked everyone for maintaining peace and harmony during the festive season.

 

Highlights of the CM’s speech:

  • Jhargram is a new district. We have fulfilled a long-standing demand of the people. We are taking every measure possible for the development of this region.
  • Three multi-super-speciality hospitals have been formed in Jhargram, Gopiballavpur and Nayagram.
  • A nursing centre has also been opened along with a unit for children.
  • Three colleges have been set up. We have set up three it is at Binpur I, Binpur II and Nayagram blocks. Foundation stones have been laid for three more ITIs.
  • Our actions speak louder than words.
  • There was a time when fear ruled in this region because of the Maoists. In my tenure as Chief Minister, I I have come to Jangalmahal many times and restored peace.
  • Girls and youths have been empowered. Youths are taking interest in sports. We have started the Jangalmahal Cup; we are encouraging many cultural events in the region.
  • We are empowering folk artistes; we are giving them all cooperation. Our Lok Prasar Prakalpa covers 1.84 lakh folk artistes.
  • We celebrate Tusu Utsav and Karam Puja with equal fervour, like other festivals.
  • Now you can take the West Bengal Civil Service (WBCS) examination in Santhali language.
  • Textbooks in Ol Chiki script are available till class X. From now, we will allow Ol-Chiki to be the medium of instruction till graduation. In the future, a university would be opened where the medium of instruction will be Ol Chiki.
  • We will set up a university in Jhargram district soon.
  • We give loans worth Rs 20 lakh to students to pursue higher education in foreign countries.
  • We have initiated the Kanyashree Scheme which has empowered 41 lakh girls. My best wishes to all girl children on the occasion of International Day of the Girl Child.
  • Under Sabuj Sathi Scheme, 70 lakh bicycles will be distributed by the end of this year.
  • Among other schemes for the young, we have Yuvashree, Sabujshree and Chishyshree.
  • People receive the benefits of various schemes of our government are irrespective caste, creed and religion.
  • 60 lakh families have received direct benefits today. In this district, 90 per cent people have received some form of direct benefit from the government.
  • We have also hiked the remuneration for ICDS health workers even though the Centre had stopped funds for this scheme.
  • We have secured jobs for even contractual workers and have included them in the health insurance scheme, Swasthya Sathi.
  • I had conducted a ‘Janasanjog Yatra’ from Belpahari in 1993. I had seen people so poor that they ate insect eggs. After coming to power, we started giving rice at Rs 2 per kg to people.
  • Students in primary schools receive school uniforms, textbooks, exercise books, shoes and school bags for free.
  • We have the Sabujshree Scheme for newborn babies and on the other, Baitarani Scheme for conducting the last rites/burials of the deceased.
  • We are doing everything possible despite our heavy debt burden. Still some people engage in slander and conspiracies.
  • Where were they when people were afraid to even step out of their homes? Where were they when people didn’t have food to eat?
  • Constructive criticism is welcome, not negativity and slander.
  • Peace has been restored in the Hills. We won’t tolerate attempts to stoke up violence.
  • Students are our assets for the future. We must bring Adivasis to the mainstream. They have a role to play in getting Bengal back its glory, in making Bengal famous all over the world.
  • The administration must focus on reaching out to people. Listen to them and take their feedback, and serve them well.
  • I was always with you. I am with you. And I will continue to be on your side.

 

 

ঝাড়গ্রামে নতুন বিশ্ববিদ্যালয় হবেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

নতুন জেলা ঝাড়গ্রাম সফরের দ্বিতীয় দিনে আজ এক জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের রাজ কলেজ মাঠের এই জনসভা থেকে নানা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন তিনি।

মুখ্যমন্ত্রী আজ সবুজ সাথী সাইকেল প্রদানও করেন। এছাড়াও, কন্যাশ্রী, যুবশ্রী, বাংলার আবাস যোজনা, লোকপ্রসার সহ আরও অনেক পরিষেবা প্রদান করবেন।

 

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ-

  • ঝাড়গ্রাম নতুন জেলা হয়েছে এপ্রিল মাসে, মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই জেলা।
  • এখানে হাসপাতাল, আই টি আই, ৩ টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে,লালগড়ে নার্সিং সেন্টার, ৩ টি নতুন কলেজ তৈরি হয়েছে, ঝাড়গ্রাম রাজ মহিলা কলেজে পড়াশুনা শুরু হয়েছে। আজ প্রায় ৪৫০-৫০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করা হল।আমাদের সরকার কথা কম বলে কাজ করে বেশি।
  • আগে মানুষ জঙ্গলমহলে আসতে ভয় পেত, আমি নিজে আসতে চাইলে প্রশাসন থেকে বারণ করা হত। বলা হত মাওবাদিরা আছে মেরে ফেলবে।বিপদের দিনে যখন এখানে কেউ ছিল না তখন আমি এখানে বারবার এসেছি।
  • আমরা বলেছিলাম, আমাদের সরকার এলে আমরা শান্তি ফেরাব, আজ ঝাড়গ্রামে শান্তি ফিরে এসেছে। আজ ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে খেলাধুলো করে, নিরাপদে ঘুরে বেড়াতে পারে। আমরা জঙ্গলমহল কাপ শুরু করেছি। আদিবাসীদের জন্য এখন বিভিন্ন অনুষ্ঠান হয়।
  • আমরা টুসু, ভাদু, করম সব উৎসবই পালন করি। আদিবাসীদের আমরা পেনশন দিই যা আর কোন রাজ্যে দেওয়া হয় না। কেন্দু পাতা সংগ্রহকারীরা ৬০ বছর বয়স হলে পেনশন পায়। আদিবাসীদের ধামসা মাদল দেওয়া হয়েছে। সাঁওতালি ভাষায় পড়ানো হচ্ছে,অল চিকি ভাষা স্কুলে পড়ানো হয়। এখন থেকে স্নাতক স্তর পর্যন্ত অল চিকি ভাষাও পড়ানো হবে।
  • অনেকে অনেক কথা বলেছে, কিন্তু কোন কাজ করেনি। শিক্ষাশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী, যুবশ্রী প্রকল্প চালু হয়েছে
  • ৭০ লক্ষ সাইকেল দেওয়া হয়ে গেছে বিনামূল্যে।
  • আজ আন্তর্জাতিক শিশুকন্যা দিবস। সব কন্যা সন্তানদের অভিনন্দন জানাচ্ছি তারা আরও এগিয়ে যাক। প্রায় ৬০ হাজার পরিবার আজ বিভিন্ন সুবিধা পাবে, এই জেলার ৯০ ভাগ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছে এই সরকার।
  • কেন্দ্র আইসিডিএস, আশা’র টাকা বন্ধ করে দিয়েছে। ১৯৯৩ সালে বেলপাহাড়ি থেকে জন সংযোগ যাত্রা করেছিলাম, তখন মানুষের খাবার ছিল না। আমাদের সরকার ক্ষমতায় আসার পর ২ টাকা কিলো চাল দিচ্ছে, বাচ্চা জন্মালে তাকে একটা গাছ দেওয়া হচ্ছে সবুজশ্রী প্রকল্পে।
  • বিনামূল্যে জুতো,ব্যাগ,খাতা, ড্রেস দেওয়া হচ্ছে।সিপিএমের লক্ষ লক্ষ টাকার দেনা শোধ করতে হয় তা সত্ত্বেও আমরা এত কাজ করেছি। লোক শিল্পীদের কাজ দেওয়া হয়, তারা আর্থিক সাহায্য পায়।
  • বৈতরনি প্রকল্পে শেষকৃত্যের জন্য ২০০০ টাকা দেওয়া হচ্ছে, শশ্মান গুলির সংস্কার করা হচ্ছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প চালু করেছে এই সরকার। আজ মানুষের নুন্যতম প্রয়োজন সরকার মেটাচ্ছে।
  • তা সত্ত্বেও কিছু লোক মিথ্যা বলে, চক্রান্ত করে, কুৎসা করে। যখন মানুষ রাস্তায় বেরোতে পারেনি, মানুষ খেতে পেত না, তখন এনারা কোথায় ছিলেন?
  • গুজরাটে দলিতরা গিয়েছিল নাচ দেখতে তাদের পিটিয়ে মারা হয়েছে।
  • বাংলায় আদিবাসী দলিত ও সংখ্যালঘু সাধারণ মানুষদের আমরা বুকে আগলে রাখি, এখানে কোন ভেদাভেদ নেই।
  • আপনাদের এখানকার শান্তি রক্ষা করতে হবে আমি আপনাদের পাশে থাকব বন্ধু হিসেবে
    পাহাড় ও জঙ্গল মহল সব জায়গায় আমি যাই।
  • দিল্লির উস্কানিতে পাহাড় অশান্ত হয়েছিল, এখন পাহাড় শান্ত।
  • উস্কানি দিয়ে শান্তি নষ্ট করা যাবে না, আমরা তা মেনে নেব না।
  • আমি মনে করি আদিবাসী ছাত্রছাত্রীদের গুরুত্ব দিয়ে দেখা দরকার।
  • কাউকে চরিত্রহীন বলা, বদনাম করা, কুৎসা করা ঠিক নয়।
  • এই বাংলা মাথা নত করে না, মাথা উঁচু করে চলে; আজ সারা বিশ্বে আপনাদের কদর বেড়েছে এটা আমাদের গর্ব।
  • জঙ্গলমহলের ছেলেমেয়েরা সারা পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে; সেজন্য শান্তি চাই, অশান্তি নয়।
  • ভারতে একটা নতুন রাজনৈতিক দল এসেছে, গৈরিক পতাকা নিয়ে মানুষে মানুষে ভেদাভেদ করছে, হিন্দু মুসলমান আলাদা করছে। আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছে ঝাড়খণ্ডে।
  • মানুষের কাছে অনুরোধ কোনরকম সমস্যায় পড়লে প্রশাসন কে জানাবেন, প্রশাসনকে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে হবে।
  • যারা কাজ করে না তারা শুধু বড় বড় কথা বলে। কাজ করাটাই আমাদের কাজ।
  • সকল পুজো কমিটি সহ বাংলার সকল মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ তারা শান্তিপূর্ণ ভাবে পুজো ও মহরম পালন করেছে, সকলকে
  • শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা।
  • ঝাড়গ্রামে খুব তাড়াতাড়ি একটি বিশ্ববিদ্যালয় তৈরি করবে রাজ্য সরকার।
  • আমি সব সময় আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকব।

 

Bengal CM to inaugurate three more blood banks, four more platelet separation units

Three more blood banks are going to be set up by the Bengal Government – two in south Bengal and one in the north. Chief Minister Mamata Banerjee would inaugurate all three on October 11.

The blood banks are being set up in Panskura in Purba Medinipur district, Gopiballavpur in Paschim Medinipur district and Chanchal in Malda district. All the three are located inside multi super-speciality hospitals. These hospitals are a brainchild of Mamata Banerjee for creating a high-quality health infrastructure in her beloved Bengal.

With the completion of these three, the number of State Government-run blood banks has risen from 70, and combined with private blood banks, to 131.

To complement the demand for blood components, the government has set up four more platelet separation units – at Nadia and Asansol District Hospitals, Cooch Behar MGN Hospital and Murshidabad Medical College Hospital. This would take the number of component separation units in State Government hospitals to 17.

Nowadays, doctors often prescribe separate blood components like platelets, plasma, etc. for patients as not always are all components of blood required. This also saves precious units of blood, which can be used only when required.

There are two main ways to increase the number of units of blood components available – to organise regular blood donation camps (which the Bengal Government conducts regularly, and also, under active encouragement by the government, do various clubs, doctors’ and other associations, etc.) and to separate components from 80 per cent of the blood collected.

According to State Health Department officials, plans are on to put up display boards at all government blood banks with information on the number of units of blood and blood components at the current time.

 

রাজ্যে চালু হচ্ছে তিনটি নতুন সরকারি ব্লাড ব্যাঙ্ক, সঙ্গে আরও চারটি প্লেটলেট পৃথকীকরণ ইউনিট

রাজ্যে চালু হচ্ছে আরও ৩ টি সরকারি ব্লাড ব্যাঙ্ক। এগুলি হচ্ছে পাঁশকুড়া, চাঁচোল এবং গোপীবল্লভপুরে। এই ৩ টি জায়গাতেই সুপার স্পেশালিটি হাসপাতালে এই ব্লাড ব্যাঙ্ক চালু হবে।

আগামী ১১ অক্টোবর এই ৩ টি ব্লাড ব্যাঙ্কের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এগুলি চালু হলে রাজ্যে ব্লাড ব্যাঙ্কের সংখ্যা ৬৭ থেকে বেড়ে হবে ৭০। সরকারি-বেসরকারি মিলিয়ে এই সংখ্যাটি বেড়ে হবে ১৩১টি।

শুধু ব্লাড ব্যাঙ্কই নয়, রাজ্যে প্লেটলেট এবং বিভিন্ন ধরনের রক্তের উপাদানের চাহিদা মেটাতে আরও ৪ টি রক্তের উপাদান পৃথকীকরণের ব্যবস্থা বা কম্পোনেন্ট সেপারেশন ইউনিট চালু হচ্ছে। এগুলি হবে নদীয়া ও আসানসোল জেলা হাসপাতাল, কোচবিহার এমজিএন হাসপাতাল এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। এগুলি চালু হলে রাজ্যে সবশুদ্ধ ১৭ টি জায়গায় রক্তের উপাদান পৃথকীকরণের ব্যবস্থা থাকবে।

সাধারণ মানুষ যাতে প্রতি মুহূর্তে রক্ত, প্লেটলেট এবং অন্যান্য উপাদানগুলির স্টক সম্পর্কে জানতে পারেন, সেজন্য প্রতিটি সরকারি ব্লাড ব্যাঙ্কের সামনে ডিসপ্লে বোর্ড চালু করতে হবে।

Source: Bartaman

Bengal Chief Minister writes Durga Puja theme song

Like in the last two years, this year too Chief Minister Mamata Banerjee has written the theme song for the Suruchi Sangha Durga Puja in New Alipore.

The theme song for this year is Boichitrer Muktoy Gantha Ekotar Monihar. Through this song, Mamata Banerjee has endeavoured to spread the message of peace and communal harmony. The music for the song has been composed by Jeet Ganguly and the song has been sung by Shreya Ghosal. A music video has also been produced, which is available online.

Despite her busy schedule, Mamata Banerjee makes it a point to give time for creative pursuits – be it painting or writing stories and poems as well as non-fiction. Till date, she has written almost 70 books. Every year, during the International Kolkata Book Fair, she releases her books.

To see the video click here.

দুর্গা পুজোর থিম সং লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

 

গত দু’বছরের ন্যায় এবারেও সুরুচি সংঘের দুর্গা পুজোর থিম সং লিখলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নানা ব্যস্ততার মধ্যেও দিদি লেখান এবং ছবি আঁকেন। আজ অবধি ওনার ৭০টি বই প্রকাশিত হয়েছে। ওনার লেখা নতুন বই বেরোবে ২০১৮ সালের বইমেলায়।

এই থিম সংটির শীর্ষক হল ‘বৈচিত্রের মুক্তোয় গাঁথা একতার মণিহার ’ – এই গানের মাধ্যমে দিদি সম্প্রীতি ও শান্তির বার্তা দিয়েছেন।

গানটির সংগীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলী এবং গেয়েছেন শ্রেয়া ঘোষাল ।

সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা।

Kolkata Police’s Utsav App to help pandal-hoppers during Durga Puja

With smartphones becoming ubiquitous, apps for various purposes are the norm. Keeping this in mind, Kolkata Police created the Utsav App a few years back to help pandal-hoppers during Durga Puja.

The Utsav App becomes one of the most popular apps during the Durga Puja days. It acts as a comprehensive guide to the pandals. This year, the existing features of the app have been enhanced and some new features have been added too.

All the 350 major pujas of Kolkata have been covered – for each, there is a route guide, a detailed storyline, including information on the theme, contact numbers and addresses, and pictures. Since the app links the puja pandals with an online map, one can get turn-by-turn navigation to these destinations.

One can also upload photos and rate and review the pujas. Using the app, a user can check-in and share their status on Facebook.

This year a new section has been added to the app, which the police are expecting to be of major help. Pandal-hoppers will be able to gauge the rush and time required to reach the top 20 puja pandals in Kolkata.

According to a senior official of Kolkata Police, the app will provide an estimated time of arrival (ETA) from the last person in the queue to the pandals of these pujas.

One can also check the nearest pay-and-use toilets, police stations, hospitals and restaurants. Another important section of the app is where photograph and information about a missing child can be uploaded for the police to track and find.

The app also incorporates a ‘Chat and Adda’ feature through which users can find new friends and chat with them.

Click here to download the app from the Google Play store 

 

হাতে অ্যাপ, উৎসবে বন্ধু পুলিশ

 

কোন পথে পুজো? বলে দেবে উৎসব-অ্যাপ। ডাউনলো়ড করা যায় বন্ধু-অ্যাপও!
কলকাতা পুলিশের উদ্যোগে তৈরি এই দুই অ্যাপ হাতে থাকলেই কেল্লাফতে। পথ হারানোর জো নেই। পুজোর মণ্ডপের রাস্তা, ম্যাপ থেকে শুরু করে আশপাশে কোথায় গাড়ি পার্ক করা যাবে, কোথায় খাবারের দোকান— বলে দেবে অ্যাপ।

গত কয়েক বছরের মতো এ বার পুজোতেও এ ভাবেই নাগরিকদের পাশে থাকবে কলকাতা পুলিশ। শহরের দক্ষিণ, দক্ষিণ-পূর্ব, উত্তর, মধ্য বন্দর এলাকা থেকে শুরু করে দক্ষিণ-পশ্চিম এবং দক্ষিণ শহরতলির বড় বড় পুজোর রুট-ম্যাপ থাকছে তাদের উৎসব অ্যাপে। শুধু কি ঠাকুর দেখা? থাকছে আরও অনেক কিছুই। অ্যাপ খুললেই জানা যাবে কোন এলাকায় রয়েছে কোন রেস্তোঁরা। পুজোর শহর সাফ রাখতে সুলভ শৌচাগারগুলির খবরও রয়েছে সেই অ্যাপে।

তবে যাঁরা এই সব অ্যাপ ডাউনলোড করার মতো স্মার্ট ফোন ব্যবহার করেন না, তাঁদের কথাও মাথায় রেখেছে পুলিশ। তৈরি হয়েছে লিফলেট। পুজোর মণ্ডপের খুঁটিনাটি ছাড়াও সেখানে বাংলা এবং ইংরাজিতে লেখা থাকছে শৌচাগারের তথ্য।

উৎসব অ্যাপ ছাড়াও কলকাতা পুলিশের দৈনন্দিন ‘বন্ধু অ্যাপ’ থাকলেও একই সুবিধা পাবেন সাধারণ মানুষ।

Source: DNA

Media Centre & work station for journalists at Press Club Kolkata

A Media Centre and work stations for journalists were inaugurated at the Press Club, Kolkata on Saturday evening by IT minister Bratya Basu. Three sixth generation computers and a laptop have been provided by the Information Technology Department of the Bengal Government for the centre.

Press Club president Snehashis Sur said that even though mobile phones had become an important means of communication, the Media Centre would still be of immense help to newspersons on the move for filing their stories, especially those who are unable to carry laptops wherever they go. “The club is located right next to the central business district of the city. The Media Centre would be very convenient for them to drop by and send their stories and articles instead of going all the way to their offices to do so,” he said.

The minister had been requested by the club secretary to assist in setting up the Media Centre when he had visited the Press Club in May this year to speak at a workshop on Digital Journalism. He had then assured the help of the IT Department towards this. “Now, with this inauguration, the Government has given a Puja gift to the Press Club,” a club official said.
At present, the club relies on a broadband connection for its internet needs. But a strong wi-fi network would be set up soon. The centre would also be open to photographers who need to send news pictures quickly.

If required, journalists would also be able to refer to all newspapers, files of which are kept at the club, while writing their stories. The Media Centre would generally be open from 2pm till 9.30pm, the club president said.

কলকাতা প্রেস ক্লাবে উদ্বোধন হল মিডিয়া সেন্টার ও ওয়ার্ক স্টেশনের

রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের জন্য একটি মিডিয়া সেন্টার ও ওয়ার্ক স্টেশনের উদ্বোধন করেন।

তথ্যপ্রযুক্তি দপ্তরের পক্ষ থেকে তিনটি ‘sixth generation’ কম্পিউটার ও একটি ল্যাপটপ প্রদান করা হয় ওই সেন্টারকে। এই মিডিয়া সেন্টারটি খোলা থাকবে দুপুর ২টো থেকে রাত ৯:৩০ পর্যন্ত। এই মুহূর্তে প্রেস ক্লাবে আছে ব্রড ব্যান্ড পরিষেবা; খুব শীঘ্রই ওয়াই ফাই পরিষেবা চালু হবে এখানে।

প্রেস ক্লাবের সভাপতি বলেন, যদিও আজকের যুগে মোবাইল ফোন যোগাযোগের অন্যতম মাধ্যম, তবুও এই মিডিয়া সেন্টারটি সাংবাদিকদের খুব কাজে দেবে। যাদের কাছে সর্বক্ষণ ল্যাপটপ থাকেনা, তারা অনায়াসেই এই সেন্টারে বসে তাদের খবর ফাইল করতে পারবেন।

তিনি বলেন, “এই ক্লাবটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এই মিডিয়া সেন্টারে এসে সাংবাদিকরা খুব সহজেই তাদের খবর লিখে অফিসে পাঠিয়ে দিতে পারবেন।”

গত মে মাসে ডিজিটাল সাংবাদিকতার ওপর কর্মশালায় যোগ দিতে যখন তথ্যপ্রযুক্তি মন্ত্রী প্রেস ক্লাবে যান, ক্লাবের সেক্রেটারি তখন এই মিডিয়া সেন্টার তৈরী করতে সহযোগিতার আবেদন রাখেন মন্ত্রীর কাছে। মন্ত্রীও আশ্বাস দিয়েছিলেন।

ক্লাবের এক আধিকারিক বলেন সরকার সাংবাদিকদের পুজোর উপহার দিল।

22 more Sufal Bangla stalls set up

With Durga Puja at our doorsteps, the Bengal Government has brought another good news for the people of the state. Twenty two mobile Sufal Bangla stalls were inaugurated in Kolkata and its suburbs on September 21.

The USP of the Sufal Bangla stalls is price: vegetables are available at rates cheaper than in the open market. All types of vegetables are available at these stalls, run by the Agriculture Marketing Department.

Already, 16 permanent and 29 mobile stalls have been set up under the brand of Sufal Bangla. Now, 22 more have been set up.

 

 

পূজোর আগেই নতুন ২২ স্টল সুফল বাংলার

 

উৎসবে রাজ্যবাসীর দোরগোড়ায় পৌঁছে গেল সুফল বাংলার ভ্রাম্যমাণ স্টল। দ্বিতীয়ার দিনেই এই সুখবর নিয়ে এল রাজ্য সরকার। ২১সে সেপ্টেম্বর শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় চালু হল ২২টি নতুন সুফল বাংলার ভ্রাম্যমাণ স্টল। ইতিমধ্যেই কৃষি বিপণন দপ্তরের ১৬টি স্থায়ী এবং ২৯টি ভ্রাম্যমাণ সুফল বাংলার স্টল চালু করা হয়েছে। রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা সুফল বাংলার স্টলগুলিতে বাজারের থেকে কম মুল্যে নানান ধরনের সবজি থেকে চাল, জ্যাম থেকে দই, পায়েস এমনকি নানান ধরনের মাংসও পাওয়া যাচ্ছে। পুজোর আগে ২২টি নতুন ভ্রাম্যমাণ স্টল চালু হওয়ার খবরে স্বাভাবতই খুশি সাধারন মানুষ।

এই স্টলগুলির জন্য কলকাতাকে বিভিন্ন রুটে ভাগ করে নেওয়া হয়েছে। উত্তর ও দক্ষিণ কলকাতা সহ বিধাননগর, নিউটাউন এলাকার বিভিন্ন জায়গায় সুফল বাংলার এই ভ্রাম্যমাণ স্টলগুলি ঘুরে বেড়াচ্ছে।

কৃষি বিপণন মন্ত্রী বলেন, “মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প হল এই সুফল বাংলা। স্থায়ী ও ভ্রাম্যমাণ স্টলগুলি থেকে যেভাবে আমরা বিপুল পরিমানে সাড়া পেয়েছি, তার থেকেই দপ্তর সর্বতোভাবে উদ্যোগী হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে আরও বেশী সংখ্যক মানুষ যেন সুফল বাংলার সুফল ভোগ করতে পারেন, তার জন্য আমরা সব ধরনের প্রয়াস চালাচ্ছি।”

মাদার ডেয়ারির সঙ্গেও গাঁটছড়া বেঁধেছে কৃষি বিপণন দপ্তর। সুফল বাংলার স্থায়ী ও ভ্রাম্যমাণ স্টলগুলিতে এইবার বিশেষ আকর্ষণ হিসেবে পাওয়া যাচ্ছে কোয়েলের মাংস। মুর্গীর মাংস তো থাকছেই, টার্কির মাংস, কচি পাঁঠার মাংসও এবার পুজোর বাজার মাতাবে বলে নিশ্চিত কৃষি বিপণন দপ্তরের আধিকারিকেরা।

 

Source: Khabar 365 Din

Rediscovery of the history of Bengal at Eco Park

The history of Bengal has come alive at the Eco Park in New Town, through the Sculpture Garden on History of Bengal, which was inaugurated yesterday by the Urban Development Minister.

The nature park is the idea of Chief Minister Mamata Banerjee – it was her idea to convert the huge area surrounding a lake into Eco Park, which she formally named Prakriti Tirtha.

The sculpture garden is meant to celebrate the glorious legacy of the history and culture of Bengal. Young and talented artistes have made beautiful life-like relief sculptures. The garden would also host daily 45-minute light-and-sound shows in English and Bengali in the evenings.

The murals depict personalities, events and time periods intrinsically linked with Bengal. They are titled as the following: Shri Chaitanya and the Middle Age Renaissance of Bengal; The Battle of Plassey; Shri Aurobindo – India and International Spiritualism; Satyajit Ray and his World; Santhal Rebellion; Ram Mohun Roy and the Renaissance of Bengal; Swami Vivekananda – Call of Youth and his Activities; Anandamath – Bankim Chandra, The Awakening of Bengal and India; Netaji Subhas Chandra Bose – Azad Hind Fauj and his Revolution; From Lalan Fakir to Kazi Nazrul Islam – A Different Spirit of Revolution and Culture; Rabindranath Tagore – Viswabharati Movement.

 

বাংলার ভাস্কর্য্যের ইতিহাস উদ্যান উদ্বোধন হল ইকো পার্কে

ইকো পার্কে উদ্বোধন হল বাংলার ভাস্কর্য্যের ইতিহাস উদ্যান। উদ্বোধন করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী।

২০১১ তে ক্ষমতায় আসার পর এই বিশাল অঞ্চলকে সুসজ্জিত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে তোলেন ইকো পার্ক; নাম দেন প্রকৃতি তীর্থ।

এই উদ্যানে থাকছে নানা রকম ভাস্কর্য্যের নিদর্শন। থাকছে বাংলার মধ্য যুগের নবজাগরণের অন্যতম পথিকৃৎ শ্রী চৈতন্য, ভারতীয় ও আন্তর্জাতিক অধ্যাত্মবাদ, থাকবেন ঋষি অরবিন্দ, অস্কার বিজয়ী সত্যজিৎ রায় ও তাঁর জগত।

এছাড়া থাকছে বাংলার নবজাগরণের রুপকার রাজা রামমোহন রায়, যুব সমাজের প্রতীক স্বামী বিবেকানন্দ, থাকবে আনন্দমঠ, বঙ্কিমচন্দ্র, বাংলা ও ভারতের নবজাগরণ, নেতাজী সুভাষ চন্দ্র বসু-আজাদ হিন্দ ফৌজ ও তাঁর বিদ্রোহ, লালন ফকির থেকে কাজী নজরুল ইসলাম-বিদ্রোহ ও সংস্কৃতির বিভিন্ন অঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুর ও বিশ্বভারতী।

এছাড়া আরেকটি বড় আকর্ষণ থাকছে; প্রতি সন্ধ্যায় ৪৫মিনিটের বাংলা ও ইংরাজিতে একটি লাইট ও সাউন্ড শো হবে এখানে।
Source: The Statesman