IMR in Bengal down to 25 under Trinamool, Bengal among top three States in India

Health has been one of the primary concerns of Chief Minister Mamata Banerjee ever since coming to power, so much so that she herself holds the Cabinet portfolio for the Health Department.

Soon after coming to power, she had instituted a task force to bring down the infant mortality rate (IMR) of Bengal, a move which has delivered significant results over the last six years. From 31 in 2011, when the Trinamool Congress came to power, the IMR came down to 26 in December 2016.

And now, as per the latest report of the Union Health Ministry, the number has further come down to 25. This was conveyed during the recently-held ‘Best Practices and Innovation in Public Health Service’ seminar.

The improved IMR number is primarily because of three reasons:

Higher number of institutional deliveries;
Setting up of new sick newborn care units (SNCU) in districts;
Significant improvement in the nutritional input for new mothers.

With respect to SNCU, the number of doctors and nurses trained in operating these has also been significantly improved. On the other hand, ASHA health workers are helping in bringing news about pregnant mothers and sick children to doctors and conveying back their advice, and also helping in bringing sick children (as well as mothers) immediately to the nearest health centres or hospitals on government-registered Matri Jaans and Nishchay Jaans, and if required, getting them admitted to SNCUs.

ASHA and aanganwadi workers are also helping in convincing pregnant mothers to go for institutional deliveries instead of depending on quacks, especially in rural areas, as well as delivering nutritious food free of cost to new mothers.

 

সদ্যোজাত শিশুমৃত্যু হার কমে ২৫, জানাল কেন্দ্রীয় রিপোর্ট

স্বাস্থ্যক্ষেত্রে ফের জাতীয় স্তরে কামাল করল বাংলা। ক্ষমতায় এসেই আলাদা টাস্ক ফোর্স গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলও পেলেন হাতেনাতে।

২০১১ সালে রাজ্যে সদ্যোজাত শিশুমৃত্যুর হার ছিল ৩১। অর্থাৎ প্রতি এক হাজার প্রসবে সদ্যোজাত থেকে এক বছর বয়স পর্যন্ত ৩১টি বাচ্চার মৃত্যু হত। তৃণমূল জমানায় ধাপে ধাপে তা কমে হয় ২৮ এবং ২০১৬ সালের ডিসেম্বরে প্রকাশিত কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী হয়ে দাঁড়ায় ২৬। এই সেপ্টেম্বরে প্রকাশিত কেন্দ্রীয় রিপোর্ট শোনাল নতুন সুখবর। সদ্যোজাত শিশুমৃত্যুর হার বা ইনফ্যান্ট মর্টালিটি রেট আরও কমেছে বাংলায়। তা হয়ে দাঁড়িয়েছে ২৫। গ্রামবাংলায় এই হার ২৫, শহরাঞ্চলে ২২।

এর প্রধান কারণ তিনটি:

এক, পশ্চিমবঙ্গে প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধি।

দুই, গুরুতর অসুস্থ সদ্যোজাত বাচ্চাদের জন্য হওয়া এসএনসিইউ বা সিক নিউ বর্ণ কেয়ার ইউনিট-এর সংখ্যা বৃদ্ধি।
তিন, মায়েদের সার্বিক পুষ্টির মান আগের থেকে ভালো হওয়া।

এসএনসিইউ-এর সংখ্যা বেড়ে যাওয়ায় এখন আগের থেকে অনেক বেশী যত্ন পাচ্ছে সদ্যোজাতরা। অধিকাংশ বড় মেডিক্যাল কলেজ হাসপাতালের এসএনসিইউ-তে এখন শ্বাসকষ্টের চিকিৎসায় সি প্যাপ, ভেন্টিলেটর ইত্যাদি যন্ত্র রয়েছে। প্রশিক্ষিত ডাক্তার ও নার্সের সংখ্যাও বেড়েছে।

এই সুফলের আরও কারণ হল আশা কর্মীদের মাধ্যমে আসন্নপ্রসবা মহিলাদের খবর জানা, ‘নিশ্চয় যান’ এর মাধ্যমে নিখরচায় অসুস্থ বাচ্চাকে নিয়ে দ্রুত হাসপাতালে চলে আসা এবং পরিকাঠামোগত উন্নতি। এখন বাচ্চা অসুস্থ হলে গ্রামবাংলাতেও মায়েরা তাকে বাড়িতে ফেলে রাখেন না। কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন।

প্রসঙ্গত, কিছুদিন আগেই ‘বেস্ট প্র্যাকটিসেস অ্যান্ড ইনোভেশনস ইন পাবলিক হেলথ সিস্টেম’ শীর্ষক জাতীয় সম্মেলনে শিশুমৃত্যুর হার দ্রুত কমানোর বিষয়ে রাজ্য সরকার উচ্চ প্রশংসিত হয়।

Source: Bartaman

Welfare of mothers – Always a priority for Maa, Mati, Manush Govt

A mother is the first, foremost and best friend of everyone’s life as no one can be true and real like her.

Trinamool’s slogan in 2011 was Maa, Mati, Manush. Mothers have always been a pillar of support, and a source of strength for us.

Inspired by Mamata Banerjee, the Bengal Government has taken several steps in the last six years for the welfare of mothers.

Due to sustained effort of the State Government in improving the health infrastructure through its various programmes, noticeable improvements have been observed in health parameters of the State.

Here are some of the welfare measures for mothers by Trinamool Government:

  • The State Government has initiated a process of setting up of 13 Mother and Child Hubs (MCH).
  • Three new Waiting Huts have been set up for pregnant mothers in remote areas of Sunderbans.
  • 35 Nutritional Rehabilitation Centres (NRCs) have been operationalized for management of severely malnourished children with counselling of their mothers.
  • Eastern India’s first Human Milk Bank – ‘Madhur Sneha’ – and Cord Blood Bank have been set up at SSKM Hospital.
  • During the last five years, Infant Mortality Rate (IMR) has been reduced from 32 to 26 and Institutional Delivery in health centres and hospitals has increased from 65% to 90%.

 

মাতৃকল্যাণে নানা উদ্যোগ মা, মাটি, মানুষের সরকারের

সবার জীবনেই মায়ের গুরুত্ব অপরিসীম। মা হল আমাদের সবথেকে প্রিয় বন্ধু, কেউ তার জায়গা নিতে পারে না। ২০১১ সালের নির্বাচনে তৃণমূলের স্লোগান ছিল ‘মা মাটি মানুষ’ – মা, মাদার, আম্মা আমাদের প্রেরণা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গত ৬ বছরে রাজ্য সরকার মাতৃকল্যাণের জন্য নিয়েছে অনেক পদক্ষেপ। তারই ফলস্বরূপ অভূতপূর্ব পরিবর্তন এসেছে রাজ্যে।

রাজ্য সরকারের নেওয়া কিছু উদ্যোগ:

  • ১৩ টি মাদার এন্ড চাইল্ড হাব তৈরী করছে রাজ্য
  • সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে গর্ভবতী মায়েদের জন্যও তৈরি হয়েছে তিনটি ওয়েটিং হাব
  • অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য ৩৫টি নিউট্রিশ্যানাল রিহ্যাবিলিটেশন সেন্টার তৈরী করছে রাজ্য
  • এসএসকেএম হাসপাতালে নির্মিত হয়েছে পূর্ব ভারতের প্রথম মাতৃদুগ্ধ ব্যাঙ্ক “মধুর স্নেহ” ও কর্ড ব্লাড ব্যাঙ্ক
  • গত পাঁচ বছরে রাজ্যে শিশু মৃত্যুর ৩২ থেকে হার কমে হয়েছে ২৬, হেলথ সেন্টার ও হসপিটালে ইন্সটিট্যুশানাল ডেলিভারি ৬৫% বেড়ে হয়েছে থেকে ৯০%

Vivek Gupta makes Special Mention on IMR and universal immunization in India | Transcript

Full transcript:

Sir, the gravity of child mortality in India varies significantly among the States. While West Bengal has succeeded in meeting the national targets, many States have a high infant mortality rate. We are missing the targets of Millennium Development Goals (MDG) – 4 and child survival goals under the 11th and the 12th Five Year Plans, falling short of the target of 27 per 1,000 live births by a considerable 15 percentage points, with the present level of 42 per 1,000 live births.

Neo-natal mortality is one of the major contributors to infant mortality, amounting to 68.5 per cent of the National Infant Mortality rate. Social determinants are as important as the direct cause of such deaths. In India, malnutrition, poverty, mother’s health, medical care, immunization. Health conditions are major causes of persisting significant rates of under-five mortality and infant mortality.

As regards the number of children dying due to pneumonia and diarrhoea, which occurs in 15 countries of the world, India has the highest number of such cases. About 40 per cent hospitalization of below-five years of children is due to rotavirus. India is expected to cover about 89 per cent children for immunization against measles by 2015 and, thus, likely to fall short of universal immunization by about 11 percent.

West Bengal has already achieved the national level MDG target of under-five mortality rate with 38 per 1,000 live births. The Government has not taken any serious measures for curtailing such an alarming situation. The need of the hour is to create a stage-wise action plan that includes nutrition, sanitation and vaccination to reduce these high figures of children’s mortality.