Two young graduates with strong academic backgrounds are working with the Trinamool Congress to do research work for the West Bengal Assembly elections beginning next month.
Sumedha Jalote and Piyush Gupta, both in their twenties, are working with party MPs Derek O’Brien and Sudip Bandyopadhyay as part of a LAMP (Legislative Assistants to Members of Parliament) fellowship.
Jalote holds a degree in economics and political science from Singapore Management University, while Gupta is an electrical engineering graduate from Thapar University.
Gupta, who aspires for a job in public administration, said since he comes from a background of engineering, he could provide with non-partisan inputs and out-of-the-box ideas on various topics.
Jalote said they were researching on various issues which could figure in election debates.
Keeping track of what is being reported in the media and what’s trending on social media is another aspect of their work profiles.
Before the 2011 State Assembly elections too, Trinamool Congress had taken two interns from IIM Calcutta to work on campaign strategies. Similarly, in the 2014 Lok Sabha polls, there were two IIMC graduates interning with the party.
নির্বাচনী প্রচারে সাহায্য করবে দুই তরুন গবেষক
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জন্য বিভিন্ন বিষয়ে গবেষণা করার জন্য দুই তরুণ স্নাতক তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাজ করছে।
সুমেধা জালোটে এবং পিয়ুস গুপ্তা দুজনেরই বয়স ২০-র আশেপাশে। তারা দুজনেই ডেরেক ও ব্রায়েন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে LAMP (Legislative Assistants to Members of Parliament) ফেলোশিপ নিয়ে যুক্ত।
সুমেধা অর্থনীতি ও রাষ্ট্র বিজ্ঞান নিয়ে সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে এবং পিয়ুষ থাপার ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র।
পিয়ুস গুপ্তা ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র হলেও প্রশাসনিক কাজে নিজেকে নিয়োজিত করতে চান।
সুমেধা জানিয়েছেন যে তারা নির্বাচনী প্রচারে কাজে লাগতে পারে এমন তথ্য নিয়ে তাত্ত্বিক গবেষণা করছেন।
২০১১ সালের বিধানসভা নির্বাচনের আগে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট ইন্ডিয়ার ২ জন তৃণমূল কংগ্রেসের প্রচার অভিযানে কাজ করেছিল। একইভাবে ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময় ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ মাস কমিউনিকেশনের ২ জন দলের সঙ্গে কাজ করেছিল।