Implementing ICDS – Bengal shows the way

Integrated Child Development Scheme (ICDS) plays a pivotal role in providing health and nutrition service to pregnant mothers, lactating mothers and children. During the last few years, the State Government has consistently increased the financial support to these workers and helpers.

Hon’ble Chief Minister has recently brought all the Anganwadi workers and helpers under the comprehensive health insurance ‘Swasthya Sathi’. Their monthly honourium has also been increased by Rs 500.

A total of 1377360 pregnant and lactating women have been provided supplementary nutrition (January, 2015). The state has introduced enhanced financial provision for ICDS SNP in all the districts from Nov’14 at the rate of Rs. 9, Rs. 7 and Rs. 6 for severely malnourished children, pregnant & lactating mothers and others respectively.

 

মা ও শিশুদের পুষ্টির জোগানে মমতার স্পর্শ বাংলায়

গর্ভবতী মা, প্রসূতি ও শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির ক্ষেত্রে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম বা আইসিডিএসের ভুমিকা অপরিসীম।

এ রাজ্যে, জানুয়ারি ২০১৫ পর্যন্ত ১৩৭৭৩৬০ জন গর্ভবতী ও প্রসূতিদের পুষ্টিকর খাদ্য প্রদান করা হয়েছে। ২০১৪ সালের নভেম্বর মাস থেকে রাজ্য সরকার সব জেলায় বর্ধিত হারে অর্থনৈতিক সহায়তা করছে আইসিডিএস এসএনপি-তে।

গত ছ’বছরে রাজ্যসরকার এই প্রকল্পে নিযুক্ত কর্মী ও সহযোগীদের জন্য অর্থনৈতিক সহযোগিতা বাড়িয়ে চলেছে যাতে প্রকল্প বাস্তবায়নে ত্রুটি না থাকে।

কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহযোগীদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় এনেছেন। তাঁদের মাসিক ভাতা বাড়ানো হয়েছে।

Bengal will not tolerate any discrimination: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today said that the State won’t tolerate any discrimination regarding funds from the Centre.

She demanded to know why the Centre has stopped funds for Backward Regions Grant Fund (BRGF) and development in Left Wing Extremism affected areas. She said that while Bengal has 88 fast-track courts and 45 women’s police stations, Gujarat has zero fast track courts. Yet, Centre allocated Rs 400 crore to Gujarat while Bengal received nothing.

She said that banks are not sanctioning loans to self-help groups under Anandadhara scheme. Students are not getting money under Swami Vivekananda Means cum Merit Scholarship. She said banks cannot deprive people like this.

The Chief Minister also said that while the State has started a Rs 500 crore water supply project named ‘Jala Tirtha’, the Centre was yet to take any action regarding Ghatal Master Plan.

 

কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী

আজ আরও একবার কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বাংলা কোনও রকম বঞ্চনা মেনে নেবে না।

পিছিয়ে পড়া এলাকার উন্নয়নের জন্য BRGF এর টাকা কেন বন্ধ করে দিয়েছে কেন্দ্র সেই প্রশ্নও করেন মুখ্যমন্ত্রী।

তিনি জানান, “বাংলায় ৮৮টি ফাস্ট ট্র্যাক কোর্ট রয়েছে, গুজরাতে শূন্য। অথচ গুজরাতের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ ৪০০ কোটি টাকা আর বাংলার জন্য কিছু নেই”।

তিনি আরও বলেন আনন্দধারা প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর লোকেদের ঋণ দিচ্ছে না ব্যাঙ্ক। স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ পাচ্ছে না ছাত্রছাত্রীরা

মুখ্যমন্ত্রী জানান, রাজ্য ৫০০ কোটি টাকা জল তীর্থনামে একটি জল সরবরাহ প্রকল্প চালু করেছে। অথচ ঘাটাল মাস্টার প্ল্যানএর জন্য কিছু করেনি কেন্দ্র।

 

Mamata Banerjee slams Centre on Aadhaar policy

Trinamool Chairperson Mamata Banerjee today slammed at the Centre’s decision to make Aadhaar mandatory for mid-day meals in schools.

She questioned whether even infants (0-5 years) will need Aadhar cards now? She termed the decision to have Aadhaar card for mid-day meals and ICDS and  100 Days’ Work as shocking.

Mamata Banerjee wondered why instead of helping the poorest of the poor, the downtrodden and children, the Centre is snatching away their rights. She said that in the name of Aadhaar, privacy is being lost and there is extortion.

Mamata Banerjee said that as a nation we must protest against this.

Here are her tweets:

“Now even infants (0-5 years) will need Aadhar cards? Aadhaar card for mid-day meals and ICDS? Shocking! 100 Days’ Work also not spared. Instead of helping the poorest of the poor, the downtrodden and our favourite children, why are their rights being snatched away? In the name of Aadhaar, privacy is being lost and there is extortion. Why is this Govt so negative? As a nation, we must condemn this. ”

 

আধার ইস্যুতে কেন্দ্রের কড়া সমালোচনা মমতা ব্যানার্জীর

মিড-ডে মিল ও আইসিডিএসের জন্যও আধার কার্ড বাধ্যতামূলক করার জন্য কেন্দ্রীয় সকারের করা সমালোচনা করলেন মমতা ব্যানার্জী।

ট্যুইটার-এ মমতা ব্যানার্জীর প্রতিক্রিয়া:

“এখন থেকে কি ০-৫ বছরের শিশুরও আধার কার্ড লাগবে? মিড-ডে মিল ও আইসিডিএসের জন্যও আধার কার্ড? অবিশ্বাস্য! একশো দিনের কাজও বাদ যায়নি। গরিব, খেটে-খাওয়া মানুষ, আমাদের প্রিয় শিশুদের তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে কেন? আধারের নামে মানুষের গোপনীয়তা ক্ষুন্ন করা হচ্ছে। এটাতো এক্সটরশান! কেন্দ্রের মনোভাব এত নেতিবাচক কেন? সারা দেশে এর প্রতিবাদ হয় উচিত।”

 

आधार को लेके केंद्र की तीब्र निंदा किया ममता बनर्जी ने

आधार को लेके केंद्र की तीब्र निंदा किया ममता बनर्जी ने।  उन्होंने कहा की आधार के नाम पर गोपनीयता नष्ट की जा रही है। आधार को एक तरह की ‘वसूली’ भी कहा उन्होंने। ममता बनर्जी ने कहा की पूरे देश में इसका विरोध होना चाहिए।

ममता बनर्जी के ट्वीट्स:

“अब क्या नवजात शिशु (0-5 वर्ष) को भी आधार कार्ड चाहिए? मिड-डे मील और आईसीडीएस के लिए भी आधार चाहिए? अविश्वसनीय! नरेगा को भी रिहाई नहीं मिली! गरीबों को मदद करने के स्थान पर गरीब, पिछड़े हुए लोग और हमारे प्यारे बच्चों से उनका हक क्यों छीना जा रहा है? आधार के नाम पर गोपनीयता नष्ट की जा रही है। यह एक तरह की ‘वसूली’ है। यह सरकार इतनी नकारात्मक क्यों है? पूरे देश में इसका विरोध होना चाहिए।”

Civic volunteers, welfare workers get medical benefits under Swasthya Sathi

Volunteers of the civic police and green police, and workers of the Integrated Child Development Scheme (ICDS) and accredited social health activists (ASHA) are now receiving financial benefits from the State Government up to Rs 5 lakh in case of critical ailments under Swasthya Sathi scheme introduced by the Trinamool Congress government.

The main features of the Scheme are:

(i) The scheme will have basic health cover for secondary and tertiary care upto Rs. 1.5 Lakhs per annum.

(ii) There will be no cap on the family size.

(iii) Critical illness like, Cancer, Neuro surgeries, Cardiothoracic surgeries, liver diseases, blood disorders etc. will be covered upto Rs. 5 lakh.

(iv) All pre-existing diseases will be covered.

(v) The entire premium will be borne by the State Government with no contribution from the beneficiaries

The scheme is being implemented by the Department of Health & Family Welfare, Government of West Bengal.

 

সিভিক পুলিশ ও আশার কর্মীদের জন্য এলো রাজ্যের ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্প

সিভিক পুলিশ, গ্রিন পুলিশ এবং আই সি ডি এস ও আশার কর্মী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য স্বাস্থ্য-সাথী প্রকল্প চালু করছে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে কর্মচারীরা ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক বিমার কভারেজ পাবে।

প্রকল্পের মুল সুবিধা:

  • এই প্রকল্পের মাধ্যমে কর্মচারীদের বার্ষিক দেড় লক্ষ টাকা বিমা কভারেজ দেওয়া হবে।
  • এই প্রকল্পের আওতায় কর্মচারীদের পরিবার পরিজনদেরু আওতাভুক্ত হবে এবং এর সংখ্যা সীমাহীন।
  • বিভিন্ন মারণ রোগ যেমন – ক্যান্সার, নিউরো সার্জারি, কার্ডিওথোরাসিক সার্জারি, যকৃতের রোগ, রক্তের রোগ ইত্যাদির জন্য দেওয়া হবে ৫ লক্ষ টাকা।
  • সব রকম রোগের চিকিৎসাই এর মাধ্যমে করা যাবে।
  • সমস্ত প্রিমিয়াম রাজ্য সরকার বহন করবে।

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের দ্বারা এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

 

 

Kanyashree beneficiaries to get nutritious food till the age of 18

The state government has decided to bring in Kanyashree beneficiaries of six districts under another successful scheme for girls called ‘Sabla’. An idea has been mulled to let girl students get nutritional food even after Class VIII and, at the same time, get empowered by learning life and vocational skills.

It may be mentioned that at present mid-day meal is provided to all students between primary level and Class VIII. Hence, the state government had initiated a process so as to provide nutritional food to girl students, even after they complete Class VIII, till the age of 18.

Sabla is a scheme for adolescent girls in the age group of 11 to 18 years. The girls will simply need to visit the Integrated Child Development Services (ICDS) and the anganwadi centres to get nutritional food.

In addition to getting nutritional food from schools in their mid-day meals till they pass Class VIII, the girls enrolled in the Sabla scheme will also get food with similar nutritional value from ICDS centres till the age of 18 years.

Minister of State for of Health and Family Welfare Dr Shashi Panja said initially the step will be taken in districts including Nadia, Malda, Kolkata, Cooch Behar, Purulia and Jalpaiguri.

 

Five things Mamata Banerjee said at the West Bengal Assembly

Chief Minister Mamata Banerjee lashed out at the Opposition in the State Assembly for creating ruckus in the House and disrupting the course of business.

As the leader of the ruling party in the Assembly, she spoke during a discussion on the Governor’s Address.

 

 

Here are five things Mamata Banerjee said at the Bengal Assembly

1. There are some rules and regulations that need to be followed in the House. The elections were concluded just recently and the Opposition has no right to threaten the functioning of the House. Individuals have the right to speech in a democracy, but the Opposition is grossly misusing this right.

2. Just because I have some issue against you does not mean that I will attack Sonia ji or Rahul Gandhi, that is my decency. I keep it in mind not to cross the lines of verbal attack. Similarly, I do not attack Buddhadeb or Jyotibabu personally.

3. The Trinamool Congress is fighting the BJP and the CPI(M) ideologically and the fight will continue in the time to come.

4. Bengal has lagged behind over the years and we must be more positive in the Assembly and the Opposition should be constructive and provide guidance for more development in the state. It is the Assembly”s responsibility towards the young generation to provide them with a bright future. The Opposition must join us in doing more constructive work in the House.

5. The Centre has been slashing budgets for ICDS, Sarva Shiksha Abhiyan and for the development of the Jangalmahal areas. Despite all odds, we are carrying on with these programmes. We had come to power with a huge burden of debt, in the last five years we have taken loans of 1,13,000 crore out of which 94,000 crore was spent in repaying the debt left by the Left government. The center is pushing the states into a debt trap. The Center should call for a meeting of the debt-ridden states like Punjab, Kerala and Bengal.

 

শিষ্টাচারে দেউলিয়া হয়ে গেছেন আপনারা: বিধানসভায় বিরোধীদের উদ্দেশ্যে বললেন মুখ্যমন্ত্রী

বিধানসভায় তীব্র ভাষায় বিরোধীদের কটূক্তির জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাসকদলের নেত্রী হিসেবে এদিন তিনি রাজ্যপালের ভাষণের ওপর বক্তব্য রাখছিলেন।

বিরোধীদের উদ্দেশ্যে যে পাঁচটি বিষয় মুখ্যমন্ত্রী বলেন সেগুলি হল:

বিধানসভার একটা ঐতিহ্য, পরম্পরা আছে। এত ঔদ্ধত্য যে এখানে দাঁড়িয়ে হুমকি দিচ্ছেন। গণতন্ত্র কথা বলার সুযোগ দিয়েছে মানে তার অপব্যবহার করা উচিত নয়। কথার লক্ষ্মণ রেখা অতিক্রম না করা উচিত নয়।

আপনারা আমার বিরুদ্ধে কুমন্তব্য করেছেন তার মানে এই নয় যে, আমি আপনাদের নেত্রী সোনিয়া গান্ধীর নামেও একই কথা বলব। এটাই শিষ্টাচার। শিষ্টাচারে দেউলিয়া হয়ে গেছেন আপনারা। কংগ্রেস দলটাকে সাইনবোর্ডে পরিণত করেছেন। জোট করতে গিয়ে দলটাকে শেষ করেছেন। জ্যোতিবাবু, বুদ্ধবাবুকে কোনওদিন খারাপ কথা বলিনি।

কংগ্রেসের সঙ্গে জোট আমাদের ন্যাচারাল চয়েস ছিল। মুলায়ম-মায়াবতীর সঙ্গে জোট করতে পারি, এনডিএ র সঙ্গে জোট করেছিলাম, কিন্তু সিপিএমের সঙ্গে কখনোও জোট হতে পারে না। বিজেপির সঙ্গে নীতিগত লড়াই চলছে, চলবে। সিপিএমের সঙ্গে লড়াই চলবে, যদিও সব বাম দল খারাপ নয়। কংগ্রেসের সাইনবোর্ডটা খুলে সিপিএমকে দিয়ে দিন।

বাংলা অনেক পিছিয়ে গেছে। আমাদের আরও ইতিবাচক হওয়া উচিত। আরও গঠনমূলক হতে হবে, কিভাবে ভালো কাজ করা যায় আমায় সে ব্যাপারে পরামর্শ দিন। আজ যদি কাজ না করতে পারি তবে কবে করব? কাজ না করলে ক্ষমা করবে না নতুন প্রজন্ম।

এরপর বর্তমান সামাজিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধেও সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “দেনার পাহাড় মাথায় নিয়ে ক্ষমতায় এসেছিলাম। ৫ বছরে ১ লক্ষ ১৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছি। ৯৪ হাজার কোটি টাকা দেনা মেটাতেই চলে গেছে। সর্বশিক্ষা, ICDS, জঙ্গলমহলের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। ঠিকমতো প্যাকেজ দিচ্ছে না। রাজ্যগুলি ঋণের ফাঁদে জড়াচ্ছে কেন্দ্র”। পাঞ্জাব, বাংলা, কেরালার মতো কেন্দ্রীয় সরকারের ঋণে জর্জরিত রাজ্যগুলিকে নিয়ে একটি পৃথক আলোচনা সভা করার আহ্বান করেন তৃণমূল নেত্রী। বাংলাকে বিশ্বসেরা করতে বিরোধীদের সহযোগিতার হাত বাড়ানোর আহ্বানও জানান তিনি।

WB Govt plans to set up Anganwadi centres in tea gardens

The state government has urgently sought funds from National Bank for Agriculture and Rural Development (NABARD) in ‘stressed’ tea gardens of North Bengal.

The government wants to set up around 180 anganwadi centres in Alipurduar and Jalpaiguri. Anganwadis are government sponsored child care and mother-care centres.

The programme aims to benefit children in the age group of 0-6 years. These centres are run under Integrated Child Development Services (ICDS) program to combat child-hunger and malnutrition.

The state government has sought Rs.19 crore from NABARD. The money has been sought through Rural Infrastructure Development Fund (RIDF), which is a wing of NABARD and provides direct loans to state governments.

A high-level meeting was held at Nabanna in presence of chief minister Mamata Banerjee on Friday and a task force was formed for maintaining co-ordination with several governments’ departments, including health, food, power, Public Health Engineering (PHE), ICDS, labour and others to prevent malnutrition.

‘1000 Days’ campaign launched for mother, child care in West Bengal

West Bengal Department of Child Development and Social Welfare and UNICEF today launched ‘1000 Days’ campaign to reach out to every mother and child across the state for their healthier and prosperous future.

“The 1000 days between a woman’s pregnancy and her child’s second birthday offer an unique window of opportunity to shape healthier and more prosperous future. The right nutrition and care during this period can have a profound impact on a child’s ability to grow, learn and rise out of poverty,” state Women and Child Welfare minister, Shashi Panja said.

The campaign, which will be carried out for the next 12 months with a budget of Rs 1,474 crore to be funded by both the centre and the state, would be taken to every block in the state.

It would engage a large network of NGOs, institutions and community mobilisers to reach out to young mothers, the minister said.

Bengal Govt observes National Nutrition Week

To enhance community-based initiatives in educating mothers and caregivers on nutrition issues, the West Bengal government is observing National Nutrition Week till next Monday.

“We are carrying out a series of convergent and well-coordinated activities in different sectors in a mission mode to address the issues which may lead to under-nutrition, especially in the socially and economically backward communities,” state Women and Child Welfare Minister Dr Shashi Panja said.

The state government has mobilised their state-wide network of ICDS centres and frontline functionaries to reach out to the maximum number of people at the community level.

Child rights body UNICEF has also been working closely with the state.

UNICEF officials said nutrition is not confined to food only, rather refers to an interplay of health and immunisation, environmental and personal hygiene and sanitation, in addition to age appropriate nutritionally dense food and feeding practices.

“Nutrition is an issue of survival, health and development for current and succeeding generations. Children born underweight may have impaired immune function, increased risk of diseases, low learning abilities due to impaired cognitive ability, thus affecting their school performance and then productivity in their later life,” Panja said.

National Nutrition Week is celebrated annually from September 1 to 7.

Across all districts, activities like community-level nutrition and health promotion camps, community sensitisation sessions, cooking demonstration and recipe competition quiz shows, etc are being carried out.

Bengal plans to strengthen ICDS programme

The West Bengal government has decided to set up 2,311 more ‘Anganwadi’ Centres in the state to extend the programme under Integrated Child Development Services (ICDS).

“A decision to this effect has been taken by the state cabinet on Wednesday. The new Anganwadi Centres will cover 12 districts in the state and incur an additional expense of Rs 26 crore,” state’s Social Welfare, Women and Child development Minister Sashi Panja said.

She added that there would be a recruitment of 4622 Anganwadi Workers and 92 supervisors in the state for this extension programme under ICDS project.

The 12 districts to be covered include Burdwan, Murshidabad, East Midnapore, North 24-Parganas, South 24-Parganas, Bankura, Birbhum, Hooghly, Malda, Nadia, Cooch Behar and Jalpaiguri.

The Left Front government had set up only 19,586 Anganwadi Centres during its 34-year rule. In the last four years, Trinamool led government set up 19,980 Anganwadi Centres in the state to extend the facilities to a larger section of people aimed at reducing malnutrition among children.

 

The image is representative