TMC shows solidarity with students protesting against intolerance in Hyderabad

Trinamool Congress today expressed solidarity with the students of University of Hyderabad, who are currently on a protest demanding justice for Rohith Vemula, a Dalit student who committed suicide after being expelled for his caste.

Leader of the party in Rajya Sabha, Derek O’Brien and Lok Sabha MP Pratima Mondal arrived in Hyderabad yesterday to meet the students. Addressing the students at the university campus this morning, Derek said,“I salute the students of the University of Hyderabad. We support what you are doing,”

“This is a students’ movement, we will not allow anyone to hijack the issue,” he added.

Responding to allegations of politicisation of Rohith’s death, Derek commented, “If showing solidarity with students is a political act, so be it. If supporting a students’ movement is politicisation, so be it. If demanding justice for Rohith is politicisation, so be it.”

The MP said that even though the Parliament is not in session, Parliamentarians will come to visit the students. “Yesterday a political party visited you. Today we are here. Tomorrow the Chief Minister of Delhi will visit you. Then the JD(U) will also send representatives.”

He solemnly promised to not let this incident be erased from the collective memory of the nation. “Rohith, if you are watching, we will continue to fight on your behalf. We need more Rohiths in the fight against intolerance,” Derek said.

 

 

অসহিষ্ণুতার বিরুদ্ধে হায়দরাবাদের ছাত্রদের প্রতিবাদের সমর্থনে তৃণমূল কংগ্রেস

হায়দরাবাদের ছাত্র রোহিত ভেমুলার আত্মবলিদানের প্রতিবাদে সেখানে যে ছাত্র বিক্ষোভ শুরু হয়েছে সেই আন্দোলনকে সমর্থন করতে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল গতকাল হায়দরাবাদ পৌঁছান।

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল গতকাল হায়দরাবাদ যান ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করতে। আজ সকালে ছাত্র বিক্ষোভের সভামঞ্চ থেকে ডেরেক  বলেন,  ‘আমি হায়দরাবাদের  ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাই। আমরা আপনাদের সমর্থন করি’।

তিনি আরও বলেন, ‘ছাত্র বিক্ষোভকে ক্ষুদ্র স্বার্থে হাইজ্যাক হতে দেবনা’।

রোহিতের মৃত্যু নিয়ে রাজনীতি করা হচ্ছে এই প্রসঙ্গে ডেরেক বলেন ছাত্রদের সমর্থন করা যদি রাজনীতি হয় তবে তাই হোক। রোহিতের আত্মবলিদানের সুবিচার দাবি করা যদি রাজনীতি হয় তবে তাই হোক’।

সাংসদ আরও বলেন যদিও এখন সংসদের অধিবেশন চলছে না তবুও সংসদ আসবে ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করতে। ‘গতকাল একজন দলনেতা এসেছিলেন,আজ আমরা এসেছি। আগামীকাল দিল্লির মুখ্যমন্ত্রী আসবেন দেখা করতে। জে ডি ইউ তাদের প্রতিনিধি দলকে এখানে পাঠাবে’।

দেশবাসীর স্মৃতি থেকে এই ঘটনা যাতে মুছে না যায় সেই অঙ্গীকার করেন ডেরেক। তিনি বলেন, ‘রোহিত তুমি যেখানেই থাক, শুনে রাখো আমরা তোমার আত্মবলিদান বিফল হতে দেব না। অসহিষ্ণুতার বিরুদ্ধে সংগ্রামের জন্য আমাদের আরও রোহিতের প্রয়োজন’।