Hungarian fish Amur to soon grace your plates, courtesy Bengal Govt

State Fisheries Development Corporation (SFDC) will introduce a new variety of fish before the Pujas – amur. The fish rom Hungary looks very close to Rohu and tastes better than Catla, according to officials of SFDC. Amur will cost Rs 100 per kilogram (kg), much cheaper than Rohu and Catla.

The SFDC has imported two thousand Amur. If people like the taste of the fish, then steps will be taken to grow the variety in hatcheries of Bengal on a large scale. As of now, Amur has been planned to be cultivated at the Nalban hatchery of SFDC.

The managing director of SFDC said the Amur fingerling grows upto 2 kg within 6 months while Rohu and Catla fingerlings take nearly two years to reach a weight of 2 kg, leading to frequent shortage of supply. This causes over dependence on the supply of fishes from Andhra Pradesh.

 

রাজ্য সরকারের সৌজন্যে হাঙ্গেরীর মাছ এবার বাঙালির পাতে

পুজোর আগেই মৎস্য দপ্তর বাঙালীর পাতে তুলে দেবে সুদূর হাঙ্গেরীর মাছ আমুর। দপ্তরের আধিকারিকদের মতে, এই আমুর মাছটি দেখতে রুই মাছের মত এবং স্বাদে কাতলাকে হার মানায়। এই মাছের আনুমানিক দাম হবে কিলো প্রতি ১০০টাকা, যা রুই বা কাতলার তুলনায় অনেক কম।

ইতিমধ্যেই মৎস্য দপ্তর ২০০০ মাছ আমদানি করেছে। যদি সাধারন মানুষ এই মাছকে গ্রহণ করে, তাহলে হ্যাচারিতে এই মাছ বিপুল মাত্রায় উৎপাদনের জন্য পদক্ষেপ নেওয়া হবে। এখনও পর্যন্ত ঠিক করা হয়েছে, নলবন হ্যাচারিতে এই মাছের উৎপাদন করা হবে।

আধিকারিকরা জানিয়েছেন, এই আমুর মাছের চারা মাত্র ছয় মাসে ২ কিলো পর্যন্ত ওজনের হতে পারে, যেখানে রুই ও কাতলা মাছের চারা ওই পরিমাণ বাড়তে আনুমানিক দুই বছর সময় নেয়। এর ফলে, মাঝে মাঝে রুই ও কাতলা প্রয়োজনের তুলনায় অনেক কম আসে।

এর ফলে অন্ধ্রপ্রদেশের ওপর নির্ভরতা কমবে রাজ্যের।

 

Source: Millennium Post

 

Come to Bengal, invest in Bengal: Dr Amit Mitra to representatives of 31 countries

Come to Bengal, invest in Bengal – this was the gist of the message given by the Bengal Finance and Industry Minister, Dr Amit Mitra to top representatives from 31 advanced nations, including 15 ambassadors, in Delhi recently.

The message he carried from Chief Minister Mamata Banerjee was one of golden opportunities for people wanting to invest in Bengal to set up facilities in any category of industry. Bengal is already a leader in the micro, small and medium enterprises (MSME) sector, and is gradually drawing bigger investors.

This conference was in preparation for the fourth Bengal Global Business Summit (BGBS), scheduled for January 16-17, 2018. Over the years, the BGBS summits, a brainchild of Mamata Banerjee for attracting investment in Bengal, after the 34-year industrial drought during the Left Front era, have been a huge hit, with memoranda of understanding (MoU) worth hundreds of crores of rupees signed every year.

Towards that aim, the State Government is also going to organise a road show in Delhi soon.

At the 2017 BGBS, representatives from 29 countries in Europe, USA and Asia attended. The 2018 summit is going to be jointly organised by the Bengal government and the industry body, Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI).

At the Delhi summit, Dr Mitra offered a bouquet of opportunities for anyone wanting to set up, singly or jointly, industrial facilities in any sector. Among the ambassadors were those from Singapore, the Netherlands, Russia, Finland, Saudi Arabia, Indonesia, Hungary, Israel, Bulgaria, Bhutan and Norway, and among the other countries senior representatives were those from Australia and Thailand.

All of them became very interested after learning of the multiple opportunities being offered by the Bengal Government, and showed a keen interest in investing in the state.

 

৩১ দেশের প্রতিনিধিদের সামনে বাংলায় বিনিয়োগের সম্ভাবনা

 

‘বাংলায় আসুন। বাংলায় বিনিয়োগ করুন’। এই বার্তা নিয়ে দিল্লীতে বিশ্বের প্রথম সারির ৩১দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সামনে বক্তব্য রাখেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। এরপরে দিল্লীতে একটি রোড শো-র আয়োজন করা হয় রাজ্যের তরফে।

মূলত আগামী ১৬-১৭ জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বর্তমান সরকারের আমলে এ রাজ্যে কীভাবে বিনিয়োগের বহু সম্ভাবনা তৈরি হয়েছে সেগুলিই তুলে ধরেন অমিত মিত্র। প্রসঙ্গত, ২০১৭ সালের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে ইউরোপ, আমেরিকা এবং এবং এশিয়া মহাদেশের মোট ২৯টি দেশ অংশ নিয়েছিল। দিল্লীতে যে ৩১ দেশের প্রতিনিধিদের সঙ্গে অমিত মিত্র বৈঠক করেন তাঁদের মধ্যে অন্তত ১৫জন রাষ্ট্রদূত পদমর্যাদার প্রতিনিধি।

সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, রাশিয়া, ফিনল্যান্ড, সৌদি আরব, ইন্দোনেশিয়া, হাঙ্গেরি, ইজরায়েল, বুলগেরিয়া, ভুটান এবং নরওয়ের মতো দেশগুলি বাংলায় বিনিয়োগ নিয়ে এতটাই উৎসাহিত যে ভারতে নিযুক্ত তাঁদের রাষ্ট্রদূতদেরই এদিন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে আসার নির্দেশ দিয়েছিল। এ ছাড়াও অস্ট্রেলিয়া, থাইল্যান্ডের মতো দেশগুলি পাঠিয়েছিল তাঁদের উচ্চপদস্থ আধিকারিকদের।

এদিনের বৈঠকে অমিত মিত্র তুলে ধরেন বাংলায় বিনিয়োগ করলে রাজ্য সরকারের তরফে কি কি ক্ষেত্রে কি ধরনের সুযোগসুবিধে প্রদান করা হবে তা নিয়ে। সেই সঙ্গে তিনি তুলে ধরেন রাজ্যে কোন কোন ক্ষেত্রে বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে। এর পর ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর রাজ্যে বিনিয়োগের ক্ষেত্র, তার সম্ভাবনা এবং রাজ্যের তরফে সাহায্য ও যাবতীয় পরিকাঠামোগত সুবিধে নিয়ে বানানো একটি প্রেজেন্টেশনও দেখান সকলকে।

২০১৮ সালের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে রাজ্য সরকারের পাশাপাশি বণিক সংগঠন ফিকি-ও যৌথভাবে উদ্যোক্তার ভূমিকায় রয়েছে। উপস্থিত ছিলেন ফিকি’র সেক্রেটারি জেনারেল। পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্য সচিবও বিদেশী প্রতিনিধিদের কাছে তার দপ্তরের সহযোগিতার কথা তুলে ধরেন। দেশের অন্যান্য বহু শহরে যেখানে শিল্পবান্ধব পরিবেশের যথেষ্ট অভাব রয়েছে, সেখানে বাংলার তরফে সমস্ত ধরনের সুযোগসুবিধের ডালি নিয়ে বিদেশী রাষ্ট্রগুলির প্রতিনিধিদের কাছে উপস্থাপনের ফলে তারাও যথেষ্ট উৎসাহ পেয়েছেন।
Source: Khabar 365 Din