State Govt to provide online booking facility for its youth housing facilities

The youth hostels of the Bengal Government are being renovated by the Youth Affairs and Sports Department. Among the services to be introduced after the renovation is online booking facility for the hostels.

Eighteen housing facilities are being renovated. These facilities have been constructed in Kolkata and in the districts of North and South 24 Parganas, Howrah, Purba Bardhaman, Purba and Paschim Medinipur, Birbhum, Bankura, Purulia, Murshidabad, Alipurduar and Darjeeling.

Twenty-one more youth housing facilities are being constructed at various tourist spots of the state.

Source: Aajkal

 

যুব আবাসগুলিতে অনলাইন পরিষেবা চালু করল রাজ্য সরকার

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর যুব আবাস কেন্দ্রগুলির পুনঃসংস্কার হচ্ছে। নবরূপে সজ্জিত চালু যুব আবাসের অনলাইন বুকিং পরিষেবা চালু করছে রাজ্য সরকার।

নবরূপে ১৮ টি যুব আবাস তৈরি হয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার ও দার্জিলিং সহ আরও বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে এই যুব আবাসগুলি।

এছাড়াও পশ্চিমবঙ্গের অন্যান্য পর্যটন কেন্দ্রে ও আরও ২১ টি নতুন যুব আবাস তৈরির কাজ শেষের পথে।

Drinking water projects worth Rs 241 crore in four districts in Bengal

The Bengal Government is going to start drinking water projects in four districts of the state at a cost of Rs 241 crore.

The projects would be set up in Howrah, in Jangipur in Murshidabad, in Krishnanagar in Nadia district and in Bansberia in Hooghly district. They would involve not only the collecting and purifying of water to make it fit for drinking but also the construction of pipelines to supply to homes.

The project in Howrah would involve purifying 20 million gallons per day (MGD), taken from the Ganga. The project will cost Rs 70 crore.

The Jangipur project is a 28 MGD project, costing Rs 81 crore, the one in Krishnanagar is a 35 MGD project while the Bansberia project is a 23 MGD project, costing Rs 75 crore.

After the completion of the projects, these places will no longer face any issue with the supply of drinking water.

The process of issuing e-tenders would start soon.

 

২৪১ কোটি টাকায় চার জেলায় জলপ্রকল্প

 

চারটি জলপ্রকল্প অনুমোদন করল মুখ্যসচিবের নেতৃত্বাধীন কমিটি। ২৪১ কোটি টাকা খরচ করে ওই জল প্রকল্প তৈরি হবে বলে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, হাওড়া, জঙ্গিপুর, কৃষ্ণনগর এবং বাঁশবেড়িয়ায় ওই জলপ্রকল্পগুলি হবে।

হাওড়ায় ৭০ কোটি টাকা খরচ করে ২০ মিলিয়ন গ্যালন ক্ষমতা সম্পন্ন ওই জলপ্রকল্প তৈরি হবে। গঙ্গা থেকে জল তুলে তা পরিশোধন করে সরবরাহ করা হবে। তাহলে হাওড়ায় আর জলের সমস্যা থাকবে না। জঙ্গিপুরে ৮১ কোটি টাকা খরচ করে ২৮ মিলিয়ন গ্যালন ক্ষমতাসম্পন্ন জলপ্রকল্প হবে। পরিস্রুত পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। কৃষ্ণনগরে আগের একটি জলপ্রকল্প রয়েছে। চাহিদা মেটাতে আরও ৩৫ মিলিয়ন গ্যালন ক্ষমতাসম্পন্ন জলপ্রকল্প করা হবে। এই প্রকল্প হয়ে গেলে কৃষ্ণনগরের আর জলের অভাব হবে না। বাঁশবেড়িয়ায় ৭৫ কোটি টাকা খরচ করে ২৩ মিলিয়ন গ্যালন ক্ষমতাসম্পন্ন জলপ্রকল্প তৈরি করা হবে। এখানে জল উত্তোলনের ক্ষেত্রে কিছু সমস্যা ছিল।

এই চারটি প্রকল্পের পুরো টাকাই খরচ করবে রাজ্য সরকার। এ ধরনের বড় প্রকল্প অনুমোদনের আগে মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি তৈরি করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই কমিটির সামনে ওই চারটি প্রকল্পের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয়। তা দেখে অনুমোদন করে ওই কমিটি। এবার ই-টেন্ডার ডেকে কাজ শুরুর প্রক্রিয়া শুরু হবে।

শুধু জলপ্রকল্প তৈরি নয়, বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার পরিকল্পনাও এই প্রকল্পের মধ্যে রয়েছে। সম্প্রতি পানিহাটি পুরসভায় এই ধরনের সমস্যা দেখা দিয়েছে। জলপ্রকল্প তৈরি করেছে কেএমডিএ আর বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল পুরসভার। কিন্তু পুরানো পাইপের সঙ্গে নতুন পাইপের খাপ না খাওয়ায় সমস্যা দেখা দিয়েছে। পুরমন্ত্রী বলেন, সেই শিক্ষা থেকেই জলের প্ল্যান্ট তৈরির সঙ্গে সঙ্গে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজও ওই প্রকল্পের মধ্যে রাখা হয়েছে।

 

Source: Bartaman

Saugata Roy makes a Zero Hour Mention regarding the flood situation in Bengal

FULL TRANSCRIPT

I want to raise the following matter in Zero Hour.

Our State of Bengal is facing the threat of floods in six districts, namely, Birbhum, Bankura, Murshidabad, Howrah, Hooghly and Purba Midnapur. Already three people have died in three districts. A large number of villages are facing water-logging. This flood situation is man-made. The flood situation has come due to release of water from the dams of Damodar Valley Corporation (DVC).

Since Bengal is on the lower reaches of the river Damodar, our suffering is more. The water level in Tenughat Reservoir of Jharkhand is already high and the dam is likely to release more water. DVC has released 2 lakh cusecs of water in three days from Mythan and Panchet dams, both of which are situated in Bengal. The State Government has been repeatedly requesting for desilting of the reservoirs in above dams for a long time. But, the DVC, which is under the Central Government, has taken no steps. Nor has the Centre given approval to the lower-Damodar Drainage Scheme.

Madam, the flood in Bengal is man-made. The Prime Minister went for an aerial survey of floods in Gujarat and sanctioned Rs 500 crore for flood relief, which is all right. But, he did not come to visit Assam, which is badly flood-affected or Rajasthan, let alone Bengal. We want the Prime Minister to deal with all the flood-affected states on equal footing and take adequate steps for the man-made floods in Bengal.

Thank you.

 

Bhatora gets the perfect Mother’s Day gift – a waiting hub for pregnant women

Bhatora, the lone island area in Howrah district, got the perfect gift for Mother’s Day yesterday – a waiting hub for pregnant women. The island is surrounded by the rivers Mundewari and Rupnarayan.

This is the fourth such waiting hub, or waiting hut, as it is also called, being set up by the State Government, after the three set up in the Sundarbans.

This is a crucial addition to the health infrastructure of the region. Deliveries would be carried out at the hub by a team of doctors and nurses. The team will function round the clock. The hub will have the capacity to accommodate 10 pregnant women at a time.

This is another step towards ensuring 100 per cent institutional delivery in Howrah district – at present it is 96.1 per cent.

Presently, pregnant women from the island, which has a population of around 25,000, have to be taken across the Mundeswari River to hospitals in Joypur or Bagnan.

 

গর্ভবতী মহিলাদের জন্য আরও একটি ওয়েটিং হাব তৈরী করছে রাজ্য সরকার

হাওড়া জেলার ভাতোরা দ্বীপে গর্ভবতী মহিলাদের জন্য একটি ওয়েটিং হাব তৈরী করছে রাজ্য সরকার। মুণ্ডেশ্বরী ও রূপনারায়ণ নদী বেষ্টিত এই দ্বীপ। গতকাল মাতৃ দিবসের উপলক্ষে এই উপহার পেল হাওড়া জেলা।

এই নিয়ে ৪টি ওয়েটিং হাব তৈরী করল রাজ্য সরকার। এর আগে সুন্দরবনে তিনটি ওয়েটিং হাব তৈরী করা হয়েছে।

এই জেলার স্বাস্থ্য পরিকাঠামোয় এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এখানেই ডেলিভারি করানো হবে। ডাক্তার ও নার্সদের একটি টিম দিনরাত্রি এখানে উপস্থিত থাকবে। একসাথে ১০ জন গর্ভবতী মহিলার চিকিৎসা হবে এই হাবে।

হাওড়া জেলায় ইন্সটিটিউশন ডেলিভারি ১০০ শতাংশ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে হাওড়া জেলায় ইন্সটিটিউশন ডেলিভারি ৯৬.১ শতাংশ।

এই এলাকার জনসংখ্যা প্রায় ২৫০০০। এখানকার গর্ভবতী মহিলাদের মুণ্ডেশ্বরী নদী পাড় হয়ে যেতে হয় জয়পুর বা বাগনানের হাসপাতালে। এটি তৈরী হলে সেই সমস্যা আর থাকবে না।

 

Pathadisha app to have realtime location of state-run buses plying to tourist spots

Real-time location of the state-run buses plying from the city to tourist spots, including some religious places in adjoining districts, will be soon made available in Pathadisha App. If everything goes as planned, then in another four months the information will be available in the app.

The state Transport department has introduced the app in the mid of March to help commuters get information on the real time location of state-run buses. With inclusion of all the buses run by WBTC, the realtime location of those plying in adjacent districts including Howrah, Hooghly, Nadia, North and South 24 Parganas will be available in the app.

Buses connecting tourist spots in South Bengal districts including Digha in East Midnapore and Gadiara in Howrah will be included in the app. Moreover, real time location of the buses plying between the city and religious places including Mayapur, Aathpur, Jayrambati, Kamarpukur, Furfura Sharif and Belur Math will also be made available in the app. At present information about some of the buses connecting Dakshineswar Kali Temple with the city and other places have already been made available in the app.

All steps are being taken to complete the task within the next four months.

 

পথদিশা অ্যাপে এবার মিলবে পর্যটন কেন্দ্রের বাসের হদিস

 

রাজ্য সরকারের যে সব বাস শহর থেকে বিভিন্ন জেলার দর্শনীয় ও ধার্মিক স্থানে যাত্রীদের নিয়ে যায়, সেগুলির অবস্থান খুব শীঘ্রই জানা যাবে পথদিশা অ্যাপের মাধ্যমে।

এ বছরের মার্চ মাসে রাজ্য পরিবহণ দপ্তর এই অ্যাপটি চালু করে। এর মাধ্যমে সরকারি বাসগুলির জিপিএস লোকেশন সংক্রান্ত তথ্য পাওয়া যায়।

খুব শীঘ্রই যে সব বাস কলকাতা থেকে হাওড়া, হুগলী, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা যায় সেগুলোর সঠিক অবস্থানও জানা যাবে।পূর্ব মেদিনীপুরের দিঘা, হাওড়া জেলার গাদিয়াড়ায় যে সব সরকারি বাস যায় সেগুলোও অন্তরভুক্ত হবে এই অ্যাপে।

এ ছাড়া মায়াপুর, আঠপুর, জয়রামবাটি, কামারপুকুর, বেলুড় মঠ, ফুরফুরা শরীফ-এই সকল ধার্মিক স্থানে যে সকল বাস যায় তাদের অবস্থানও জানা যাবে। এই মুহূর্তে দক্ষিনেশ্বর কালিবাড়িতে কলকাতা ও অন্যান্য জেলা থেকে যে সকল বাস আসে তাদের অবস্থান এই অ্যাপে জানা যায়।

আগামী চার মাসের মধ্যেই এই পরিষেবা চালু করার জন্য সবরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

Bengal Govt takes steps to ease traffic on Kona Expressway

To ease the traffic on the Kona Expressway the State Government has taken the initiative to construct two flyovers connecting the Kolkata Central Bus Stand and the Expressway. The state Transport Minister laid the foundation of the project on Friday.

He also inaugurated several other projects including the 24×7 CCTV Linked Traffic Management System for Howrah city and a round-the-clock prepaid taxi stand at Santragachi station. The initiatives will help in improving the traffic management system in Howrah and the people will be heavily benefitted.

One of the flyovers will be of 565 metre and the other one will be of 525 metre. Using one, vehicles will be entering the bus stand and the other will be used for their exit. It will ease out the traffic congestion in the area and it will be of great help as there will be no traffic jam near Santragachi station, which is the second biggest terminal in the western bank of the river Hooghly.

At the same time to improve the traffic management system in Howrah city, the CCTV Linked Traffic Management System has been developed. Seventy cameras were installed at different locations for better surveillance on movement of traffic. Additionally, the system of giving vehicle fitness certificate and driving license under CCTV surveillance has also been introduced. The footage of these CCTVs will be projected directly at the headquarters of the Howrah Traffic Police.

 

কোনা এক্সপ্রেসওয়েকে যানজটমুক্ত করতে উদ্যোগ রাজ্য সরকারের

হাওড়াতে দুটি উড়ালপুল নির্মাণের সূচনা করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী। উড়ালপুল তৈরিতে আনুমানিক ৪১ কোটি টাকা খরচ পড়বে। কোনা এক্সপ্রেসওয়ে লাগোয়া সাঁতরাগাছিতে হচ্ছে এই উড়ালপুল। মূলত কলকাতা সেন্ট্রাল বাস টার্মিনাসের প্রবেশপথ সুগম করতেই এই উড়ালপুল তৈরির কথা ভাবা হয়েছে।

সাঁতরাগাছি স্টেশন লাগোয়া কোনা এক্সপ্রেসওয়েতে প্রতিদিন গাড়ির চাপ বাড়ছে। আগে সেই সমস্যা কাটাতে এখানে বাস টার্মিনাস তৈরির সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। সাঁতরাগাছি ব্রিজ থেকে ছ’নম্বর জাতীয় সড়ক অভিমুখী রাস্তার বাঁদিকে ১২.৩৮ কাঠা জমিতে গড়ে উঠেছে এই বাস টার্মিনাস। বিভিন্ন রুটের লোকাল ও দূরপাল্লা মিলিয়ে ১৫৫ টি বাস এখানে দাঁড়াতে পারে। যাত্রী সুবিধার্থে টার্মিনাসে রয়েছে যাত্রী বিশ্রামাগার, খাবার দোকান ও অন্য প্রয়োজনীয় পরিষেবা।

এই অনুষ্ঠানে রাজ্য সরকারের সেফ ড্রাইভ, সেভ লাইভ প্রকল্পের আওতায় একগুচ্ছ নতুন কর্মসূচিও চালু করেন মন্ত্রী। এরমধ্যে রয়েছে হাওড়া শহরের জন্য ২৪ ঘণ্টা ধরে CCTV সংযুক্ত ট্রাফিক ম্যানেজমেন্ট ব্যাবস্থা। সাঁতরাগাছি স্টেশন সংলগ্ন এলাকায় প্রিপেড ট্যাক্সি বুথের উদ্বোধন। এছাড়াও CCTV-র নজরদারিতে গাড়ির ফিটনেস সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার ব্যবস্থা। পাশাপাশি সাঁতরাগাছিতে ট্রাফিক গার্ডের নতুন একটি অফিসেরও সূচনা হয়।

 

Bengal Govt to set up new jewellery park for 25,000 demonetisation-hit gold artisans

The humane nature of Bengal Chief Minister Mamata Banerjee was once again prominent with her intention to working out an alternative plan for workers who have lost their jobs due to demonetisation. In an effort to create jobs for the gold artisans who have lost their jobs, the state is coming up with a new jewellery park — the third of its kind — beside Belgharia Expressway in Howrah.

The West Bengal Industrial Development Corporation (WBIDC), has come up with a new plan to develop a jewellery park on an eight-acre plot beside Belgharia Expressway. The Bengal Chief Minister has asked WBIDC officials to submit a detailed report on the project at the earliest. The place has road links to Kolkata, Howrah, Kharagpur and Durgapur and is 12 km from the central business district. The airport is 22 km away from the proposed site.

After the implementing agency finalizes the plan, they will submit it before the cabinet. Once the approval is obtained, there is plan to complete construction within two years.

 

নোটবাতিলে ক্ষতিগ্রস্ত অলংকার কারিগরদের জন্য নতুন জুয়েলারি পার্ক গড়তে চলেছে রাজ্য

নোটবাতিলের ফলে যারা কর্মহীন হয়েছেন তাদের জন্য একটি বিকল্প ব্যবস্থার পরিকল্পনা করছে রাজ্য সরকার। এর মাধ্যমে আবারও একবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকারের মানবিক মুখ স্পষ্ট। যারা কর্মহীন হয়েছেন তাদের কর্মসংস্থানের জন্য হাওড়ার বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পাশে একটি জুয়েলারি পার্ক তৈরি করা হচ্ছে।

পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন কর্পোরেশন এই জুয়েলারি পার্ক তৈরির পরিকল্পনা করেছে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ওপর ৮ একর জমিতে এই পার্ক তৈরি হবে। কর্মকর্তাদের দ্রুত এই প্রকল্পের ওপর একটি প্রতিবেদন জমা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখান থেকে কলকাতা, হাওড়া, খড়গপুর ও দুর্গাপুরের রাস্তার যোগাযোগ আছে। প্রস্তাবিত এই স্থানটি থেকে মাত্র ২২ কিমি দূরেই রয়েছে বিমানবন্দর।

রূপায়ণকারী সংস্থা এই পরিকল্পনা চূড়ান্ত করার পর তা মন্ত্রিসভার সামনে পেশ করা হবে। একবার অনুমোদন পেয়ে গেলে, দু-বছরের মধ্যে নির্মাণ কাজ সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে।

 

 

Amul set to invest Rs 200 crore in Bengal

Amul, a brand owned by Kaira District Cooperative Milk Producers’ Union is all set to invest in Bengal. The company will set up a ‘Centralised Milk Processing Plant’ at Sankrail Food Park in Howrah.

The project is worth about Rs 200 crore. Work on the plant would start in 2017 and is expected to be completed by 2018-end. The proposed plant will manufacture UHT milk, yoghurt and ghee besides normal milk.

The Kandua Food Park, at Howrah’s Sankrail, has been developed by WBIDC to cater to the needs of manufacturers and producers of food and agro products, in which dairy is an important inclusion. The Park, built on an industrial cluster concept, is an attempt to bring different agro processing units and their support facilities to a specific location where all users can benefit from shared infrastructure.

According to Food Agriculture Integrated Development Action (FAIDA) report of McKinsey, Bengal is one of the three leading states in India in the food and agro-processing sector.

 

আমুল বাংলায় বিনিয়োগ করবে ২০০ কোটি টাকা

 কাইরা ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ মিল্ক প্রোডিউসার্স এর কোম্পানি আমুল বাংলায় বিনিয়োগ করতে চলেছে। তারা হাওড়া জেলার সাঁকরাইলের ফুড পার্কে একটি দুগ্ধ প্রক্রিয়াকরন কেন্দ্র খুলতে চলেছে।
প্রকল্পটিতে আনুমানিক বিনিয়োগ হবে ২০০ কোটি টাকা। ২০১৭ সালে প্রকল্পের কাজ শুরু হয়ে ২০১৮ সালের শেষের দিকে এই প্রকল্পটি সম্পূর্ণ হওয়ার কথা। সাধারন দুধের পাশাপাশি ইউএইচটি দুধ, ঘী, দইও তৈরি হবে এখানে।
সাঁকরাইলের কেন্দুয়া ফুড পার্ক তৈরি করা হয়েছে খাদ্য ও কৃষিজাত পন্য তৈরি ও বিপণনের জন্য, যার মধ্যে ডেয়ারী শিল্প খুব গুরুত্বপূর্ণ। এই পার্কটি শিল্পাঞ্চলের আদলে তৈরি করা হয়েছে।
মাকিন্সের রিপোর্ট অনুযায়ী বাংলা এই মুহূর্তে দেশের মধ্যে কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরনে অগ্রণী রাজ্যগুলির মধ্যে একটি।

Army stationed in front of Nabanna, Bengal CM stays overnight at Secretariat

Posted at 10:30 PM, 01.12.2016

Edited at 8:45 AM, 02.12.2016

Bengal Chief Minister Mamata Banerjee stayed at Nabanna, the State Secretariat, overnight after deployment of Army near the Secretariat late Thursday evening.

She called the move as “political, undemocratic, unethical, vindictive, unconstitutional.”

The Chief Minister said, “The army is collecting money at the toll plaza, and despite the police requesting them to withdraw, they have refused.”

“It is false that they are collecting data, the data they are talking of is readily available with the NHAI,” she added.

The Chief Minister said she had “taken information from Maharashtra, Kerala, Odisha, Chattisgarh. This action is not happening anywhere but in Bengal.”

She had called the deployment of Army in different parts of the State, without informing the State Government, as unconstitutional and wondered aloud if the Centre was trying to impose general emergency.

 

দুয়ারে সেনাবাহিনী, রাতভর নবান্নে কাটালেন মুখ্যমন্ত্রী

রাজ্যকে না জানিয়ে সেনা নামানোর জন্য সারা রাত নবান্নে কাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন নবান্নের সামনে থেকে সেনা প্রত্যাহার না করলে তিনি রাজ্য সচিবালয় ছেড়ে যাবেন না।

রাজ্যকে না জানিয়ে বিভিন্ন জায়গায় এমনকি নবান্নের সামনে সেনা মোতায়েন করেছে কেন্দ্র। এই কাজ অগণতান্ত্রিক, অনৈতিক, প্রতিহিংসাপরায়ণ, অসাংবিধানিক।

মুখ্যমন্ত্রী জানান, “যতক্ষণ না নবান্নের সামনে থেকে সেনা প্রত্যাহার করা হচ্ছে ততক্ষণ আমি নবান্ন ছেড়ে যাব না। টোল প্লাজা থেকে সেনারা টাকা সংগ্রহ করছে। পুলিশ তাদের অনুরোধ করা সত্ত্বেও তারা তাদের প্রত্যাখ্যান করছে”। তিনি জানান, গণতন্ত্রকে রক্ষা করার স্বার্থেই তিনি রাতভর দপ্তরে অবস্থান করছেন।

সেনার সাফাইকে নস্যাৎ করে তিনি বলেন,”ওরা তথ্য সংগ্রহ করছে -একথা সম্পূর্ণ ভুল। যে তথ্য তারা সংগ্রহ করছে তা জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছেই থাকে”।

মুখ্যমন্ত্রী জানান, তিনি মহারাষ্ট্র, কেরালা, উড়িষ্যা, ছত্তিশগড় সহ বিভিন্ন রাজ্যে খোঁজ নিয়েছেন, কোথাও এমন ঘটনা ঘটছে না কিন্তু বাংলায় ঘটছে।

তাঁর স্পষ্ট বক্তব্য, উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজ্যকে না জানিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় সেনা মোতায়েন করা অসাংবিধানিক। আর্থিকের পর রাজ্যে রাজনৈতিক জরুরি অবস্থা জারি করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।

People have not forgotten the violence during Left rule: Didi in Howrah

Mamata Banerjee addressed four massive rallies today in Jagatballavpur, Amta, Uluberia and Sankrail in Howrah district today.At Amta the victims of Kandua were also present. In 1991, there wrists were chopped off by CPI(M) goons because they voted for the Congress. Mamata Banerjee had led a mass movement in Amta back then.

She has been holding three rallies daily, crisscrossing the State despite sweltering heat.

In all her rallies, she attacked the Congress and the CPI(M) for entering into an ideology-less alliance. She also attacked the BJP for insulting Bengal.

She also spoke of the developmental work done by her Government for the minority communities.

“We spent Rs 300 crore to build the Aliah University in Rajarhat. We gave 20 acres of land. Rs. 100 crores were spent to build the Haj Tower in Rajarhat. 59,000 students belonging to minority communities have got chance to pursue higher education in one year,” she said.

Didi added, “More than 1 crore students belonging to minority communities have received scholarships; this is the highest in India. Under the Kanyashree scheme, 33 lakh girls are receiving allowances, irrespective of which community they belong to. We are distributing rice at Rs2/kg and providing free healthcare. We have distributed around 25 lakh cycles under the Sabuj Sathi scheme. We will distribute 15 lakh more soon.”

She also said that when results of the elections will be declared, it will be Trinamool all the way. “CPI(M)-Congress-BJP will be decimated democratically after the election results on May 19,” the Chairperson added.

Slamming the Opposition for continued slander campaign, Mamata Banerjee said their only work from dusk to dawn is to abuse her and insult Bengal. She challenged the opposition to compete with her on the plank of development.

Citing that the sources of 82.5% of Congress’ income, 73% of BJP’s income and 53% of CPI(M)’s income are unknown, Mamata Banerjee said the Opposition should not point fingers at Trinamool.

বাম আমলের হিংসাত্মক রাজনীতি মানুষ আজও ভোলেনি: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ হাওড়া জেলার জগ९বল্লভপুর, আমতা, উলুবেড়িয়া ও সাঁকরাইলে ৪টি বিশাল জনসভায় বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সিপিএমের আমলে বর্বরতার শিকার কান্দুয়ার দুই ব্যক্তি আমতার জনসভায় আজ দিদির সঙ্গে উপস্থিত ছিলেন।  ১৯৯১ সালে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য সিপিএমের দুষ্কৃতিরা তাদের হাত কেটে নিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কান্দুয়ায় গিয়ে এই ঘটনার প্রতিবাদ করেন বেশ কিছুদিন ধরে।
তীব্র তাপদাহকে উপেক্ষা করেও তিনি বাংলার জেলায়ে জেলায়ে গিয়ে মানুষের কাছে বক্তৃতা রেখে চলেছেন। আজ সবকটি জনসভাতেই তিনি প্রবলভাবে আক্রমণ করেন কংগ্রেস-সিপিএম-এর আদর্শহীন জোটকে। তিনি বিজেপিরও কড়া ভাষায় নিন্দা করেন বাংলাকে অবমাননা করার জন্য।
মমতা বন্দ্যোপাধ্যায় পরিসংখ্যান দিয়ে তুলে ধরেন সরকারের দ্বারা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য করা উন্নয়নমূলক কাজ। তিনি বলেন “৩০০ কোটি টাকা ব্যয়ে রাজারহাটে আলিয়া বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছি আমরা। সরকার এজন্য ২০ একর জমি দিয়েছে। রাজারহাটে হাজ টাওয়ার তৈরী হয়েছে ১০০ কোটি টাকা ব্যয়ে। এক বছরের মধ্যে ৫৯ হাজার সংখ্যালঘু  ছাত্রছাত্রী উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।”
দিদি আরো বলেন, “১ কোটিরও বেশি সংখ্যালঘু  ছাত্রছাত্রী স্কলারশিপ পেয়েছেন এ  রাজ্যে, যা সারা দেশের মধ্যে সর্বোচ্চ। কন্যাশ্রী প্রকল্পে ৩৩ লক্ষ ছাত্রীরা অনুদান পাচ্ছেন জাতিধর্ম নির্বিশেষে। ২ টাকা কেজি দরে চাল দেওয়া হচ্ছে এবং সরকারী হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা এখন পাওয়া যাচ্ছে বিনামূল্যে। সবুজ সাথী প্রকল্পে প্রায় ২৫ লক্ষ সাইকেল প্রদান করেছি আমরা এবং আরো ১৫ লক্ষ প্রদান করা হবে খুব শীঘ্রই”।
তিনি বলেন যে যখন ভোটের ফলাফল বেরোবে দিকে দিকে শুধু থাকবে তৃণমূল। তিনি আরো বলেন, “১৯শে মে-র পর সিপিএম-কংগ্রেস-বিজেপি চোখে সরষে ফুল দেখবে।”
বিরোধীদের অপপ্রচারের নিন্দা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে সকাল থেকে সন্ধ্যা অবধি ওদের একমাত্র কাজ হল তাঁর বিষয়ে কটুক্তি করা ও বাংলাকে অপমান করা।  তিনি বিরোধীদের পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন উন্নয়নের নিরিখে তাঁর সঙ্গে পাল্লা দেওয়ার জন্য।
মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের কড়া বার্তা দিয়ে বলেন যে তৃণমূলের দিকে আঙ্গুল তোলা তাদের শোভা পায় না কারণ কংগ্রেসের আয়-এর ৮২.৫%, বিজেপির আয়-এর ৭৩% এবং সিপিএম-এর আয়-এর ৫৩%-র উৎস একেবারেই গোপন এখন অবধি।