Bangla Govt starts eight new bus routes for Kolkata & suburbs

On August 17, the State Government started eight more bus routes covering Kolkata and its suburbs. West Bengal Transport Corporation (WBTC) would be running the buses on these routes.

AC midi buses would be run on six routes and non-AC buses on two. Thirty-eight AC buses would run on the six routes and four non-AC on the other two.

The six AC routes are: AC 35 (Milk Colony-New Town Shapoorji Pallonji), AC 36 (New Town-Barasat), AC 38 (Chiria More-Ecospace Business Park), AC 30S (Ultadanga Station- New Town Shapoorji Pallonji), AC 2B (Rathtala-Ballygunge) and AC 30 (Lake Town-Howrah).

The two non-AC routes are MX 3 (Kolkata Station-Airport Gate No. 1) and S 14D (Salt Lake GD Terminus-Garia).

Source: Bartaman

Bengal Govt repairing canals in Howrah dist to prevent flooding

To prevent the kind of floods that caused huge damage to farmlands, houses and people in Howrah district last year due the DVC’s unannounced release of water, the State Government has started the repair and renovation of canals in the district.

The regions of Udaynarayanpur and Amta were specially affected. Hence, the blocks of Amta-1, Amta-2 and Udaynarayanpur are being given stress on. The renovation and repair of canals would cost an estimated Rs 30 crore.

The idea is to enable the flow of water from the Damodar to the Rupnarayan via these canals – about 30 to 35 thousand cusecs of water. Hence, water would not overflow the banks of the Damodar and life and property would be saved.

The filling up of the canals will serve another purpose too – vast areas of croplands would get water throughout the year.

Source: bengali.news18.com

Successful ‘Sukanyas’ to be felicitated today

After the successful completion of the first two batches of the project, Sukanya that was taken up to provide self-defence training to schoolgirls, the Bidhannagar, Barrackpore and Howrah Police

Commissionerates have now taken steps to start the third batch.
Participants of all the three commissionerates will be felicitated at a programme to be held at Howrah Sarat Sadan on March 28. They will be given certificates.

It may be mentioned that the Sukanya project for all these three commissionerates was launched in July 2017. The project was introduced in the three commissionerates after it became immensely successful in Kolkata.

It is one of the dream projects of Chief Minister Mamata Banerjee and the initiative has provided an international platform to the girls who underwent self-defence training. Six girls had participated in the Kickboxing World Cup in 2016 held in Russia and won five gold medals, two silvers and two bronzes.

In the first phase, girl students of 26 schools in the jurisdiction of the three police commissionerates underwent training and they will be performing at the March 28.

 

 

কৃতী সুকন্যাদের সংবর্ধিত করা হবে আজ

 

মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিতে শহরের কিছু স্কুলগুলিকে নিয়ে কলকাতা পুলিশ চালু করেছিল ‘সুকন্যা’ প্রকল্প। সেই প্রকল্পের সাফল্যের পর ২০১৭ সালে বিধাননগর, ব্যারাকপুর এবং হাওড়া পুলিশ কমিশনারেটের অন্তর্গত ২৬টি স্কুলে শুরু করা হয় এই প্রকল্প।

এই প্রকল্পের প্রথম দুই ব্যাচের প্রশিক্ষণ শেষ হয়েছে। তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে শীঘ্রই। আজ হাওড়ার শরৎ সদনে এই কৃতী সুকন্যাদের সংবর্ধিত করা হবে।
প্রসঙ্গত, ২০১৬ সালে ৬ জন সুকন্যা রাশিয়ায় অনুষ্ঠিত কিক-বক্সিং বিশ্বকাপে অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় তারা পাঁচটি সোনার পদক, দুটি রুপোর পদক, দুটি ব্রোঞ্জ পদক জিতেছিল।

Source: Millennium Post

Death knell of BJP has been sounded: Abhishek Banerjee at Howrah

Speaking at the student-youth convention of Trinamool Congress, AITYC National President Asbhishek Banerjee today said that the death knell of BJP has been sounded. “They got two goals in Bengal and three goals in Rajasthan. Their downward spiral began in Gujarat. Du hajar unish (2019), BJP finish,” he commented.

He also had a message for the party workers: “Old workers are our assets. The new workers must learn about the struggles and movements of Mamata Banerjee. We all have to work unitedly.”

He took a dig at the Opposition. “For conducting bike rally in Bengal they are hiring workers/bikes from UP. They do not have any base here. Those who used to wear red jerseys for CPI(M) are seeking votes wearing saffron shirts today. People have rejected the negative politics of the Opposition. They only indulge in canards and conspiracies.”

He also said that those who gave the slogans ‘Bhaag Mamata Bhaag’ are nowhere to be seen today.

Regarding the upcoming Panchayat polls, he said, “We have to win people’s trust in Panchayat polls. Let the Opposition indulge in smear campaign, we will continue the surge of development.”

Abhishek maintained, “We never take any anti-people policies. On the other hand, Centre is bringing FRDI Bill. You will never no longer have any control over your savings.”

Abhishek Banerjee reiterated, “We will never bow our heads before anyone. We are answerable to the people. Mamata Banerjee is not in politics for votes. She is committed to the welfare and development of the people of Bengal.”

 

বিজেপি সরকারের বিদায়ঘণ্টা বেজে গেছেঃ অভিষেক বন্দ্যোপাধ্যায় হাওড়ায়

 

আজ তৃণমূলের ছাত্র যুব সম্মেলনে বক্তব্য রাখেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ওরা যত মুখ্যমন্ত্রীর বিরোধিতা করেছে, তত মুখ থুবড়ে পড়েছে। ৩ গোল খেয়ছে রাজস্থানে, ২ গোল খেয়েছে বাংলায়, গুজরাট থেকেই বিজেপি সরকারের বিদায়ঘণ্টা বেজে গেছে। ২০১৯ বিজেপি ফিনিশ।

দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের পুরনো দিনের কর্মীরা আমাদের দলের সম্পদ। যারা নতুন এসছেন, তাদের তৃণমূলের ইতিহাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের গণ আন্দোলন সম্বন্ধে জানতে হবে। নতুন আর পুরনোর সংমিশ্রণেই একটা দল বলবান হয়, বুথে-ব্লকে পুরনো কর্মীদের চিনতে হবে।

বিরোধীদের উদ্দেশ্যে বলেন, বাইক র‍্যালি করতে হলে উত্তর প্রদেশ থেকে বাইক নিয়ে আসতে হচ্ছে, বাইক জোগাড় করতে পারে না, ভোট চায় কোন মুখে? যারা সিপিএমের হয়ে দুর্নীতি করত, দাদাগিরি করত, তারাই আজ বিজেপির হয়ে ভোট চাইতে যাচ্ছে, কুৎসা ও বিরোধিতার যোগ্য জবাব মানুষ দিয়েছে।

তিনি আরও বলেন, ভাগ মমতা ভাগ যারা বলেছিল, আজ তাদের অণুবীক্ষণ যন্ত্র দিয়েও বাংলার মাটিতে খুঁজে পাওয়া যায় না।

আগামী পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তিনি বলেন, আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমাদের সব জায়গায় গণতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে আমাদের মানুষের সমর্থন, ভালোবাসা, আস্থাকে পাথেয় করে সেটা অর্জন করতে হবে, মানুষকে আমাদের উন্নয়নে সামিল করতে হবে। যারা কুৎসা করছে, তাদের করতে দিন, আমরা উন্নয়নে ছিলাম, মানুষের পাশে ছিলাম, আমরা মানুষের পাশে থাকবো।

অভিষেক আরও বলেন, এফআরডিআই থেকে শুরু করে, নোটবাতিল, জিএসটি একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। এফআরডিআই বিল পাস হলে আপনার কর দেওয়া ব্যাঙ্কে রাখা গচ্ছিত টাকার উপর আগামীদিনে আপনার অধিকার থাকবে না।

তিনি বলেন, মানুষকে আঘাত করবে এরম কোনও সিদ্ধান্ত আমরা নিতে পারব না, আমরা মানুষের প্রতি দায়বদ্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের রাজনীতি করেন না, আমরা উন্নয়নের পরিষেবা প্রতি মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে চাই।

CPI(M)-Congress and BJP have a secret understanding: Mamata Banerjee at Student-Youth Convention

Trinamool Congress Chairperson Mamata Banerjee today addressed the party’s annual Student-Youth Convention at Dumurjola Stadium in Howrah district.

The annual convention has been divided from this year into two conventions – a North Bengal Convention and a South Bengal Convention.

Besides Mamata Banerjee, AITYC President Abhishek Banerjee, and senior leadership of the party were present at the convention.

 

Highlights of her speech:

Trinamool is a party of the people. We cannot function without their support. Maa, Mati, Manush are our driving force.

We registered an emphatic victory in Uluberia and Noapara. The credit goes to the people and the grassroots workers who have worked tirelessly.

Our workers are our assets. Every block president, student leader must become the pillar of support for the party. There is no place for arrogance.

Leaders do not drop from skies. There is no place for lobbying. Leaders have to be formed among the workers. Election tickets are not for sale in our party.

Food, shelter, clothing – these are the basic necessities of life. There is no place for greed in public life.

I admire the workers who dedicate themselves to the party and will never sell-out the party for selfish needs.

We are paying for the debt incurred by the Left. The amount of work we have done despite financial constraints, is unmatched.

Sabuj Shree, mid-day meal, scholarships, Sabuj Sathi, Samabyathi – from birth to death we have schemes for all phases of life.

Kanyashree girls are our pride. We have increased their monthly stipend. We have abolished khajna tax for farmers.

We have started crop insurance for farmers. 79 lakh Kisan Credit Cards have been distributed.

25 lakh houses have been built for the poor. We have constructed 23,000 km roads. We have generated 81 lakh jobs in 6 years.

We are no. 1 in 100 Days’ Work, MSME, e-tendering, skill development, agriculture, ease of doing business.

We have announced a new scheme ‘Ruposhree’. Six lakh girls will benefit from this initiative. We have started ‘Manobik’ scheme for the physically-challenged people.

BJP does not understand governance. 12,000 farmers have committed suicide. Why have they not waived off loans taken by farmers?

No mechanism, no funds allocated for the announcements. The budget shows the nervousness of the BJP.

BJP has been decimated in Rajasthan. BJP will disappear after 2019.

People have blessed us abundantly in Bengal. Even if all three parties get together, they cannot defeat us.

Dr Amit Mitra said this budget is big bluff. I called it a big flop.

Hinduism is an all-encompassing religion. It is not narrow and petty like the BJP.

Ramakrishna Paramhansa had said joto mot, toto poth. This is our guiding motto.

Trinamool believes in unity, harmony, development, credibility, culture, education, traditions, democracy, humanity.

Our only ideology is the welfare of the people.

BJP only understands the language of money. Bengal cannot be conquered by money power.

Central agencies target us because we oppose their brand of politics. Trinamool does not bow its head before anyone.

CPI(M) and Congress have an understanding with the BJP.

Youth and students must counter the BJP’s propaganda on social media. BJP spends crores on social media.

We do not have the money but we have the support of the youth. We have to focus on making our digital network strong in districts.

The next generation of leaders will emerge from the youth.

We had a traitor in our party. We are thankful to God he is no longer with our party. Trinamool has been saved.

Section of the media targets us. But they remain silent on the wrongdoings of the BJP.

I am committed to the development and welfare of people from all walks of life.

 

সিপিএম, বিজেপি, কংগ্রেসের গোপন বোঝাপড়া আছে, ছাত্র-যুব সম্মেলনে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

অন্যান্য বছরের মত এবছরও তৃণমূল কংগ্রেসের বার্ষিক ছাত্র-যুব সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই বছর, উত্তর ও দক্ষিণবঙ্গে দুটি পৃথক সম্মেলন হবে।

দক্ষিণ বঙ্গের সম্মেলনটি আজ আয়োজিত হয় হাওড়া জেলার ডুমুরজোলা স্টেডিয়ামে দুপুর ১টায়।

এই সম্মেলনের প্রধান বক্তা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং অগণিত সমর্থক।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

তৃণমূল কংগ্রেস মানুষের দল। মানুষকে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেস তৈরী হয় নি। আমাদের একমাত্র সম্পদ মা মাটি মানুষ।

নোয়াপাড়ার ও উলুবেড়িয়ার উপনির্বাচনে এই পরিমাণ ভোটে জেতা সহজ নয়। সব কৃতিত্ব মানুষের। আর ওই ভোট সংগ্রহ করতে যে কর্মীরা এলাকায় এলাকায় রৌদ্রে জ্বলে ঘাম ঝরিয়ে এলাকায় এলাকায় কাজ করে তাদের।

আমার দলীয় কর্মীরা আমাদের সম্পদ। একেকটা ব্লক প্রেসিডেন্ট, দলের একেকটা স্তম্ভ তৈরী হোক। আমি নেতা, এই নিয়ে অহঙ্কার করার জায়গা নেই।

নেতৃত্ব তৈরী করতে হয়, নেতা গাছ থেকে পড়ে না, নেতা কাজের মধ্যে দিয়ে তৈরী হয়। কে কোথাকার  নেতা, লবি করে বলতে হয় না, তৃণমূল একমাত্র দল যারা টাকা দিয়ে টিকিট বিক্রি করে না, লবি করে না।

নিজের জন্য একটু খাদ্য বস্ত্র বাসস্থান, এর বেশী কিছু লাগে না। লোভ সম্বরণ করা, রাজনীতির একটা বড় হাতিয়ার।

আমি সেই সব কর্মীদের প্রাণ দিয়ে ভালবাসি, যারা লোভ সম্বরণ করে দেখাতে পারে, যে আমরা দলের জন্য সব কিছু করতে পারি, কিন্তু নিজের জন্যও দলকে বিক্রি করি না।

সিপিএমের দেনা আমাদের শোধ করতে হচ্ছে, ওদের দেনায় আমরা জর্জরিত হয়ে গেছি। যে কাজ আমাদের সরকার করেছে, এই কাজ কোন সরকার করে দেখাতে পারবে না।

জন্মালেই সবুজশ্রী, স্কুলে গেলেই মিড ডে মিল, সংখ্যালঘু ভাতা, সবুজ সাথী, সমব্যাথী – জন্ম থেকে মৃত্যু আমাদের প্রকল্প আছে।

কন্যাশ্রীর মেয়েরা আমাদের গর্ব, তাদের স্কলারশিপ বাড়িয়ে দেওয়া হয়েছে। কৃষকদের জন্য খাজনা মুকুব করা হয়েছে।

বিনা পয়সায় ক্রপ ইনস্যুরেন্স করে দেওয়া হয়েছে। ৬৯ লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে।

২৫ লক্ষ গরীব লোকের বাড়ি তৈরী করে দিয়েছি আমরা। ২৫০০০ কিঃমিঃ রাস্তা তৈরী করে দিয়েছি গ্রামে।

১০০ দিনের কাজে, ক্ষুদ্র-মাঝারি শিল্পে, ই-টেন্ডারে, কৃষি কর্মণে, ইজ অফ ডুয়িং বিজনেসে আমরা এক নম্বরে।

আমরা কণ্যাশ্রীর মত রুপশ্রী স্কিম তৈরী করে দিয়েছি। । ছয় লক্ষ মেয়েরা এই সুবিধা পাবে। আমরা শারীরিক প্রতিবন্ধীদের জন্য ‘মানবিক’ স্কিম শুরু করেছি।

বিজেপি কোনও গভর্নেন্স-ই জানে না। ১২,০০০ হাজার কৃষক ভারতবর্ষে আত্মহত্যা করেছে। কেন আজ পর্যন্ত কৃষকদের ঋন মকুব করে নি?

বাজেটে কোনও মেক্যানিজম রাখেনি, কোনও টাকা সেভাবে দেওয়া হয়নি। হতাশার বাজেট, নার্ভাসনেসের বাজেট, ক্ষমতা থেকে চলে যাওয়ার ভয়।

রাজস্থানে বিজেপি হেরে ভূত। এমন হার হারবে ২০১৯ সালে বিজেপিকে আর খুঁজে পাওয়া যাবে না।

মানুষের আশির্বাদ আমরা অনেক পেয়েছি বাংলায়। তিনটে পার্টি ভোট একসঙ্গে করলেও আমাদের হারাতে পারবে না।

অমিত দা (ডঃ অমিত মিত্র) এই বাজেট-কে বিগ ব্লাফ বলেছে, আর আমি বলেছি সুপার ফ্লপ।

হিন্দু ধর্ম সার্বজনীন ধর্ম। বিজেপি-র মত সংকীর্ণ ও ক্ষুদ্রমণা নয়।  

রামকৃষ্ণ পরমহংস বলে গিয়েছিলেন ‘যত মত, তত পথ। সেটাই আমাদের চলার পাথেয়।

তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে একতা, সম্প্রীতি, উন্নয়ন,বিশ্বাসযোগ্যতা, সভ্যতা, শিক্ষা, সুস্থ-সংস্কৃতি, প্রকৃত গণতন্ত্র, মানবিকতা।      

আদর্শ আমাদের একটাই, আমরা জনগনের পক্ষে।

বিজেপি শুধুমাত্র টাকা ছাড়া আর কিছু চেনে না। কিন্তু টাকা দিয়ে বাংলা জয় করা যায় না।

কেন্দ্রীয় সংস্থাগুলি আমাদের টার্গেট করে, কারণ আমরা তাদের ব্র্যান্ডের রাজনীতির বিরোধিতা করি। কিন্তু তৃণমূল কংগ্রেস কারুর সামনে মাথা নোয়ায় না।

সিপিআই(এম) এবং কংগ্রেসের বিজেপির সঙ্গে বোঝাপড়া আছে।

ছাত্র-যুবদের সোশ্যাল মিডিয়ায় বিজেপি-র প্ররোচনার জবাব দিতে হবে। বিজেপি সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার কোটি টাকা খরচ করে।

চুরি করা হাজার টাকার থেকে ১ টাকার গুরুত্ব অনেক বেশী। জেলায় জেলায় সোশ্যাল নেটওয়ার্ককে স্ট্রং করতে হবে।

আগামী ৫০ বছরের জন্য জেনারেশন তৈরী করে দিয়ে যাব।

দু-একটা গদ্দার সব দলে থাকে, ঈশ্বর আমাকে বাঁচিয়ে দিয়েছে, এরা গেছে আমি বেছে গেছি। আমার দল বেঁচে গেছে।

সংবাদমাধ্যমের একাংশ শুধু আমাদের টার্গেট করে। বিজেপি যে কোটি কোটি টাকা রোজ খরচা করে, সেটা নিয়ে কটা খবর বেরিয়েছে?

তৃণমূল কংগ্রেসের কেউ কোনদিন জনবিরোধী সিদ্ধান্ত নেবে না।

Safe Drive Save Life programme to be strengthened as numbers prove success

As a result of the Safe Drive Save Life programme, initiated by Chief Minister Mamata Banerjee, the number of road accidents in the state has come down sharply.

Now, the government is taking newer measures to further reduce accidents and deaths. The work for installation of cameras at accident-prone points is being completed at a rapid pace. More traffic police personnel are being provided motorbikes so that there are no loopholes in surveillance activities on city roads and highways.

Alongside undertaking various ways – through social media, posters, awareness weeks, etc. – to make people understand the need for following traffic rules, strong actions also being taken against anyone not following rules. These measures have ensured in reducing accidents and thus making for safe travel.

Another measure related to breaking traffic rules, which has been decided to be taken by the State Police, is the issuing of electronic chalans or e-chalans in lieu of the fines paid. This would ensure the process of taking fines is resolved quickly and would also save paper.

The process would be resolved through a software loaded on to the mobile phones of the traffic police personnel. They would fill up an online form and send the chalan to the mobile number of the rule-breaker, who can then pay online as well. It has been decided to start this system in ten districts by the middle of 2018, and among them, in Howrah, Hooghly, Purba Medinipur, Paschim Medinipur, North 24 Parganas and Nadia, first. It must be mentioned here that Kolkata Police already has this measure in place.

In 2016 the number of accidents in Bengal was 13,580 and number of fatalities was 6,544. In 2017, the number came down to 11,705 accidents and 5,625 fatalities.

In December 2016, there were 1,110 accidents which led to 562 people getting injured, which in December 2017 reduced to 921 accidents and 462 injured.

The Safe Drive Save Life programme was started in Kolkata in 2016, and is now being extended across state. Its effectiveness was recently acknowledged by the Supreme Court too.

মুখ্যমন্ত্রীর উদ্যোগে কমছে দুর্ঘটনা, নতুন প্রকল্প নিচ্ছে ট্রাফিক বিভাগ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্পের জন্যই, শেষ হওয়া বছরে দুর্ঘটনায় মৃতের সংখ্যা একধাক্কায় অনেকটা নেমে গেল। শুধু তাই নয়, আহতের সংখ্যাও নেমে এসেছে অনেকটাই।

২০১৬ সালের জুলাই মাসে মুখ্যমন্ত্রীর সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের সূচনা করেন। হাইওয়ে থেকে শুরু করে বিভিন্ন রাস্তায় কীভাবে দুর্ঘটনা কমানো যায়, তা নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। বেপরোয়া যানকে বাগে আনতে বিভিন্ন জায়গায় বসানো হয় সিসিটিভি। এছাড়াও স্পিড রেডার গান কিনে তা দিয়ে নজরদারি শুরু হয় বিভিন্ন জায়গায়। পাশাপাশি হাইওয়েতে বিশেষ চেকিংয়ের ব্যবস্থাও চালু হয়। যা রাজ্য পুলিস এলাকায় এতদিন ছিলই না। নির্দিষ্ট গতির চেয়ে বেশি জোরে গাড়ি চালালে চালকদের বিরুদ্ধে মোটা অঙ্কের জরিমানা করা শুরু করে ট্রাফিক বিভাগ।

এতে একদিকে গাড়ির গতি যেমন নিয়ন্ত্রণে আসে, তেমনি দুর্ঘটনার সংখ্যাও ধীরে ধীরে কমতে শুরু করে। ট্রাফিক বিভাগ সূত্রে খবর, ২০১৬ সালে গোটা রাজ্যে দুর্ঘটনার সংখ্যা ছিল ১৩,৫৮০টি। যার মধ্যে মৃত্যু হয় ৬৫৪৪ জনের। সেখানে ২০১৭ ডিসেম্বর পর্যন্ত দুর্ঘটনা ঘটেছে ১১,৭০৫টি। মৃতের সংখ্যা কমে হয়েছে ৫৬২৫।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, বর্ষশেষ ও বর্ষবরণের রাতে দুর্ঘটনার সংখ্যা কমে যাওয়া। ২০১৬ সালের ডিসেম্বর মাসে দুর্ঘটনায় সংখ্যা ছিল ১১১০। হতাহত ছিল ৫৬২ জন। সেখানে ২০১৭ সালে তা কমে দাঁড়িয়েছে ৯২১টি। হতাহত হন ৪৬৩ জন। ২০১৭ সালে মৃতের সংখ্যা এক হাজারের বেশি কমেছে।

চলতি বছরে দুর্ঘটনার সংখ্যা যাতে আরও কমিয়ে ফেলা যায়, সেজন্য নতুন উদ্যমে কাজ শুরু করে দিয়েছেন তাঁরা। বিভিন্ন জায়গায় সচেতনতামূলক প্রচারের পাশাপাশি আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এরইসঙ্গে যে সমস্ত জেলায় এখনও ক্যামেরা বসানোর কাজ শেষ করা যায়নি, সেখানে তা দ্রুত সেরে ফেলার কাজ শুরু হয়েছে।

Source: Bartaman

Irrigation Dept’s mega water supply project – 13 lakh acres over 12 districts

The State Irrigation Department, in the largest project of its kind in two decades, is going to supply water for crops in 13 lakh acres for both rabi and boro cropping seasons. Last year, the number was 10 lakh acres.

The roadmap for the project was prepared at a recent meeting of the Irrigation Minister, senior officials of the department, sabhadhipatis and irrigation karmadhyakshyas at Jalasampad Bhawan in Salt Lake.

Twelve districts will be covered. Of them, Birbhum, Bankura, Hooghly, Purba Bardhaman and Paschim Bardhaman will be supplied more water. The other districts where water will be released are Howrah, Paschim Medinipur, Parba Medinipur, Jhargram, Jalpaiguri and Purulia.

For the rabi season, the water will be released in the last week of December and for the boro season, the water will be released in the third week of January. The water will be supplied from DVC, and from check dams on Kansabati, Mayurakshi, Teesta and 28 other small and medium-sized rivers.

সাড়ে ১৩ লক্ষ একর জমিতে জল পৌঁছে দেবে রাজ্য

আগামী রবি ও খরিফ মরশুমে ১২টি জেলার প্রায় সাড়ে ১৩ লক্ষ একর জমিতে সেচের জল পৌঁছে দেবে রাজ্য সরকার। গত দু’দশকের মধ্যে যা রেকর্ড বলে দাবি করেন সেচমন্ত্রী।

সল্টলেকে জলসম্পদ ভবনে সেচ দপ্তরের আধিকারিক ও জেলার সভাধিপতিদের নিয়ে বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর ১০ লক্ষ একরের কাছাকাছি জমিতে সেচের জল পৌঁছে দেওয়া হয়েছিল।

এবার বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলী, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলায় অতিরিক্ত পরিমাণ জমিতে জল দেওয়া হবে। রবি চাষের জন্য ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ ও বোরো চাষের জন্য জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে জল ছাড়া হবে। অন্য যে জেলাগুলিতে জল পাঠানো হবে, সেগুলি হল, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি ও পুরুলিয়া।

মন্ত্রী জানান, ডিভিসি, কংসাবতী, ময়ূরাক্ষী, তিস্তা ও ২৮টি ছোট ও মাঝারি জলাধার প্রকল্প (চেক ড্যাম) থেকে জল দেওয়া হবে। এর মধ্যে বর্ধমানে ডিভিসি থেকে, বাঁকুড়ায় ডিভিসি ও কংসাবতী জলাধার প্রকল্প থেকে, হুগলিতে ডিভিসি ও কংসাবতী থেকে, হাওড়ায় ডিভিসি ও নিকাশি খাল থেকে, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে কংসাবতী থেকে, পূর্ব মেদিনীপুরে নিকাশি খালের জোয়ারের কারণে প্রাপ্ত ব্যাকওয়াটার থেকে, বীরভূমে ময়ূরাক্ষী জলাধার প্রকল্প, জলপাইগুড়িতে তিস্তা ব্যারেজ প্রকল্প থেকে এবং পুরুলিয়ায় ২৮টি ছোট ও মাঝারি জলাধার থেকে জল দেওয়া হবে।

Source: Bartaman, Millennium Post

After Malda, now Birbhum to be declared as Open Defecation Free district

After Malda, which had been declared an Open Defecation Free (ODF) district in November, Birbhum is soon going to become a ‘Nirmal Jela’. It will be the 10th district to be notified as such.

Among other districts that have already been declared as ODF are Nadia (India’s first ODF district), North and South 24 Parganas, Purba Medinipur, Hooghly, Purba and Paschim Bardhaman and Cooch Behar.

In Howrah, work to make the district Open Defecation Free is on in full swing. By March 2018, two more districts — Paschim Medinipur and Murshidabad – will be declared ODF. The remaining districts have been given a goal of attaining the ODF status by December 2018.

Mission Nirmal Bangla has been highly successful in making the districts of Bengal largely free from open defecation activities. Programmes of the scheme like awareness rallies, Nirmal Utsav, felicitation of community facilitators, Nirmal Adda, etc. ensure that ODF becomes a sustained habit, and there is no slipping back to open defecation. Third-party verification activity has been introduced in the rural areas of districts to ensure that there is impartial verification of the building and usage of toilets.

April 30 is celebrated every year as Nirmal Bangla Diwas, being designated so by Chief Minister Mamata Banerjee. Under Mamata Banerjee’s leadership, Bengal had already started its journey towards achieving ODF status for the rural areas of the state since the World Toilet Day celebration on November 19, 2013. The United Nations Children’s Fund (UNICEF) is a partner of the State Government in this journey.

 

মালদার পর এবার বীরভূম হবে নির্মল জেলা

নির্মল বাংলার লক্ষ্যে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ। নভেম্বর মাসেই মালদাকে নির্মল জেলা ঘোষণা করা হয়েছে। এরপরই, ডিসেম্বরে বীরভূম জেলা হতে চলেছে রাজ্যের দশম নির্মল জেলা।

যে জেলাগুলিকে ইতিমধ্যেই নির্মল ঘোষণা করা হয়েছে সেগুলি হল, নদীয়া (দেশের প্রথম নির্মল জেলা), মালদা, কোচবিহার, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলী, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান।

হাওড়া জেলাকে নির্মল জেলা ঘোষণা করার কাজ জোরকদমে এগোচ্ছে। আগামী মার্চ মাসের মধ্যে ১৪টি জেলাকে নির্মল ঘোষণা করার জন্য কোমর বেঁধে আসরে নেমেছে রাজ্য সরকার।

রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে রাজ্যের সব জেলাকে নির্মল ঘোষণা করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। শৌচাগার তৈরী করার পাশাপাশি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর গ্রামে গ্রামে পুরোমাত্রায় প্রচার চালাচ্ছে যাতে গ্রামবাসীরা সেই শৌচাগারগুলি ব্যবহার করেন। পদযাত্রা, নির্মল উৎসব, নির্মল আড্ডা প্রভৃতি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত ৩০শে এপ্রিল প্রতি বছর রাজ্যে নির্মল বাংলা দিবস পালন করা হয়।

Source: Millennium Post

Bengal’s first full-fledged Trauma Care Centre inaugurated at RG Kar Hospital

The Bengal Government’s first full-fledged Trauma Care Centre, located at the RG Kar Medical College and Hospital in Kolkata, was inaugurated recently by Chief Minister Mamata Banerjee.

A trauma centre is a medical facility equipped and staffed to treat patients who suffer major injuries during an accident.

The hi-tech seven-storey facility has facilities for treatment of all sorts of head injuries, including very severe ones. The departments include departments which include medicine, neuro-medicine, neuro-surgery, orthopedic and anesthesiology.

There are 120 beds in totality – 70 dedicated for trauma patients and another 50 for neurosurgery and neuro-medicine. On the fifth floor is a high-dependency unit (HDU) with 25 beds.

Six modern operation theatres (OT) are located on the first and second floors, with three on each floor. Imaging facilities, comprising of a CT scan machine and a magnetic resonance imaging (MRI) machine, are located on the ground floor. Among other facilities are a fully-equipped resuscitation centre, a mobile OT, ventilators and emergency X-Ray facilities.

The idea is to ensure that a trauma patient does not have to be moved out of the building during the entire hospital stay.

RG Kar gets a lot of road accident victims and other trauma patients from Kolkata as well as North 24 Parganas, Nadia, Hooghly and Howrah districts.

Sources: The Statesman

চালু হল রাজ্যের প্রথম ট্রমা সেন্টার

রাজ্যের প্রথম ট্রমা সেন্টার চালু হল আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে। উত্তরবঙ্গ থেকে বোতাম টিপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ছাতার তলায় থাকা এই অত্যাধুনিক ট্রমা কেয়ার পরিষেবা ইউনিটের উদ্বোধন করেন কিছুদিন আগে।

প্রায় দেড়শোটি শয্যা থাকছে এই সাত তলা ট্রমা সেন্টারে। আশঙ্কাজনক রোগীদের প্রাণ বাঁচাতে দুই এবং তিনতলাতে হবে শুধু অপারেশন। নিউরো মেডিসিন, নিউরো সার্জারি, অর্থোপেডিক, অ্যানাসথেসিওলজি প্রভৃতি ট্রমা বা পথদুর্ঘটনা বা মারাত্মক চোট-আঘাতের চিকিৎসার ওয়ান স্টপ ব্যবস্থা থাকছে এখানে।

আটতলা এই ট্রমা সেন্টারের একতলায় থাকবে সিটি স্ক্যান, ৬৪ স্লাইস এমআরআই মেশিন ও মাইনর অপারেশন থিয়েটার। দোতলায় থাকবে তিনটি টেবিলের অপারেশন থিয়েটার। তিনতলায়ও তিনটি ওটি টেবিলের অপারেশন থিয়েটার থাকবে। চারতলায় আছে ৩৫টি ইন্ডোর ট্রমাকেয়ার বেড। পাঁচতলায় থাকছে হাই ডিপেন্ডেন্সি ইউনিট বা এইচডিইউ। ছ’তলায় আছে ৩০টি নিউরোমেডিসিন এবং ৩০টি নিউরোসার্জারি বেড। সাততলায় রয়েছে আরও ৩৫টি ট্রমাকেয়ার বেড। আটতলায় ক্যান্টিন, অটোক্লেভ মেশিন ইত্যাদি।

Grand ‘River Carnival’ in Kolkata in December

For the first time ever in Bengal, a River Carnival is going to be organised by the government along the Hooghly in Kolkata and Howrah. The carnival will be held on December 8, 9 and 10, whose main part is going to be cultural programmes at different spots along the river, among them Prinsep Ghat, Millennium Park Ghat and Baje Kadamtala Ghat in Kolkata, and Ramkrishnapur Ghat in Howrah.

Artistes from Kolkata and its adjoining areas as well as folk artistes will be performing in the cultural programmes. The folk artistes will be selected from among those enlisted in the Lok Prasar Prakalpa, an initiative of Chief Minister Mamata Banerjee to revive and popularise the folk songs and folk dances of Bengal.

As a part of the festival, there will also be a dart-throwing festival in which around 30,000 children are scheduled to take part.

The primary aim of the carnival is to attract more tourists to the state, both domestic and foreign. It will be another gift from the State Government to the people of the state as well as the country. The Tourism and Information and Cultural Affairs Departments are jointly organising the festival.

Source: Millennium Post

ডিসেম্বরে গঙ্গা কার্নিভালে মজবে কলকাতা

বাংলার ‘নবান্ন ’ উৎসবের মধ্যেই কলকাতা এবার মাতবে গঙ্গা কার্নিভালে৷ দুর্গা পুজোর বিসর্জন -কার্নিভালকে ঘিরে কলকাতা ইতিমধ্যেই পর্যটক মহলের নজর কেড়েছে৷ সেই রেশ ধরে রাখতেই রাজ্য সরকার ডিসেম্বরের গোড়াতেই কলকাতায় আয়োজন করতে চলেছে এই গঙ্গা উৎসবের৷ তবে শুধু কলকাতা নয় , হাওড়া শহরের একটা বড় অংশও এর সঙ্গে যুক্ত হবে৷ গঙ্গার দু’কূল জুড়েই চলবে এই কার্নিভাল৷

আপাতত ঠিক হয়েছে, ৮ ডিসেম্বর শুরু হবে এই গঙ্গা কার্নিভাল৷ চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত৷ মূল আয়োজক রাজ্য পর্যটন দন্তর হলেও রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তর, কলকাতা ও হাওড়া পুর নিগম এবং কলকাতা পুলিশ সহযোগী সংস্থা হিসেবে থাকছে৷ এমনিতে প্রতি বছর পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে সরকারি উদ্যোগে বড় দিনের উৎসব চলে ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ৷ ৩১ ডিসেম্বর বর্ষ বিদায়ের দিন পার্ক স্ট্রিটকে ঘিরে ফের উৎসব হয়৷

গঙ্গার দুই কূলের ছয় ঘাটকে কেন্দ্র করে হবে এই উৎসব৷ এই ঘাটগুলি হল, কলকাতার আর্মেনিয়ান ঘাট, মিলেনিয়াম পার্ক, বাবুঘাট, বাজে কদমতলা ঘাট, প্রিন্সেপ ঘাট এবং হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট৷ ইতিমধ্যেই গঙ্গার পূর্ব কূল অর্থাৎ কলকাতার দিকে আর্মেনিয়ান থেকে প্রিন্সেপ ঘাট ও পশ্চিম কূলে হাওড়া স্টেশন থেকে রামকৃষ্ণপুর পর্যন্ত দু’কূল নতুন সাজে সেজেছে৷ নদীর ঘাটে বার্জ এনে তাতে মঞ্চ বেঁধে সকাল থেকে রাত পর্যন্ত নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করার কথা ভাবা হচ্ছে৷ থাকবে গঙ্গা আরতির ব্যবস্থা৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান , গোটা উৎসবে শিশুরা অংশ নিক৷ ওই সময় স্কুলের চাপ থাকে না৷ তাই কার্নিভালে বিভিন্ন স্কুলের অন্তত ৩০ হাজার ছাত্র-ছাত্রী যাতে উৎসবে যোগ দিতে পারে, তার ব্যবস্থা করা হচ্ছে৷ বাচ্চাদের আনার জন্য বিশেষ বাস থাকবে৷ প্রতি ঘাটেই সন্ধে থেকে শুরু হবে নানা ধরনের সংস্কৃতিক অনুষ্ঠান৷ হবে বাউল ফকিরা, ভাটিয়ালি, ভাওয়াইয়া, কীর্তন, ছৌ নাচের মতো কত কী৷ পর্যটন দন্তর থেকে এই কার্নিভালকে ঘিরে তিন দিন গঙ্গাবক্ষে ভ্রমণের জন্য বিলাসবহুল প্রমোদতরী চালানোর প্রস্তাব বিবেচনা করছে৷ এ নিয়ে সরকার ট্যুর অপারেটরদের সঙ্গে কথা বলছে৷