Number of hospital beds: Bengal leads among states

Bengal is number one not just in the 100 Days’ Work Scheme, not just in ‘Ease of Doing Business’, but in the number of hospital beds in Government hospitals as well. A new survey by the Central Government has put the State on top in terms of the number of beds available in Government-run hospitals. Bengal currently has 78,566 beds in such hospitals.

According to the survey, Bengal occupies the third spot among states in terms of the number of allopathic doctors available in Government hospitals, with 8,829 such doctors.

The report also states that for dental care and primary healthcare, the State has adequate infrastructure. There are 647 dental surgeons, 721 doctors manning the primary health centres (PHC).

The comprehensive report has been prepared by the Central Bureau of Health Intelligence (CBHI).

Overall, the total number of beds in the 14,379 Government-run hospitals in the country is 6,34,879. The number of allopathic doctors working in these hospitals is 11,03,328.

সরকারি হাসপাতালে রোগীর শয্যা সংখ্যার নিরিখে দেশের মধ্যে পশ্চিমবঙ্গই সবার ওপরে

কেবল ১০০ দিনের কাজেই নয়। সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবায় রোগীর শয্যা (বেড) ব্যবস্থার নিরিখে গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ সবার ওপরে। একথা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার।

পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালে ৭৮ হাজার ৫৬৬ টি শয্যার ব্যবস্থা রয়েছে। গোটা দেশে সব মিলিয়ে সরকারি হাসপাতালে শয্যার সংখ্যা ৬ লক্ষ ৩৪ হাজার ৮৭৯।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সেন্ট্রাল ব্যুরো অব হেলথ ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী গোটা দেশের ১৪ হাজার ৩৭৯ টি সরকারি হাসপাতালে ৬ লক্ষ ৩৪ হাজার ৮৭৯ টি শয্যা রয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশী। সরকারি হাসপাতালে চিকিৎসকের ক্ষেত্রে অ্যালোপ্যাথের সংখ্যা ৮ হাজার ৮২৯ জন। ডেন্টাল সার্জেন রয়েছেন ৬৪৭। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক রয়েছেন ৭২১ জন। গোটা দেশে সরকারি হাসপাতালে মোট ১১ লক্ষ ৩ হাজার ৩২৮ জন অ্যালোপ্যাথ চিকিৎসক রয়েছেন। এর মধ্যে তৃতীয়স্থানে পশ্চিমবঙ্গ।

Biggest healthcare reform under Mamata Banerjee – Highlights of new ‘Health Bill’

Mamata Banerjee led Government has ushered in sweeping reforms in healthcare system in the State with the new West Bengal Clinical Establishments (Registration, Regulation and Transparency) Bill, 2017.

The bill aims to regulate the private hospitals and bring in transparency in the manner in which they operate.

It may be mentioned that on 22 February, the Chief Minister had conducted a meeting with representatives of various private hospitals and nursing homes in Kolkata. In the meeting she had announced the formation of a regulatory commission for private hospitals.

Highlights of the bill:

  • From bed charge to cost of surgery or ICU charges, all packages must have a specific charge. Patients must not be charged more than what is mentioned in the rate chart.
  • Additional costs, if any, during the course of treatment, cannot exceed a certain percentage of the package. The additional cost must be clearly specified in the bill.
  • Every hospital must display the fixed rate chart.
  • e-prescriptions and all medical records must be given to patients.
  • Help desks must be set up to assist families of patients regarding any information about the bill or treatment.
  • Hospitals cannot withhold the bodies of deceased patients if bill is pending.
  • Primary treatment must be provided to accident victims before informing the police.
  • Hospitals with more than 100 beds must start fair price medicine shops.
  • If any hospital violates the new law, they will be fined Rs 10 lakh or more. Government also has the right to cancel their license.

 

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে স্বাস্থ্যক্ষেত্রে বিরাট সংস্কার

এবার হাসপাতালের লাগাম ছাড়া বিলে রাশ টানতে কড়া আইন আনলেন মুখ্যমন্ত্রী। নতুন যে আইন মুখ্যমন্ত্রী তৈরি করছেন, তাতে কী থাকছে?

• নতুন বিলের নাম ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্টস (রেজিস্ট্রেশন, রেগুলেশন অ্যান্ড ট্রান্সপেরেন্সি) বিল ২০১৭।

• অপারেশন থেকে শুরু করে বেডের চার্জ, আইসিইউ থেকে যেকোনও প্যাকেজের দর নির্দিষ্ট করে রাখতে হবে। তার থেকে বেশি টাকা কোনও অবস্থাতেই নেওয়া যাবে না।

• চিকিৎসা চলাকালীন আরও কোনও খরচ বাড়লেও সেই রেট বা চার্জের বাইরে একটি নির্দিষ্ট শতাংশ টাকাই অতিরিক্ত হিসেবে বিলে সংযোজন করা যাবে। অতিরিক্ত খরচের সবটা বিলে স্পষ্ট করে উল্লেখ করতে হবে।

• ফিক্সড রেট চার্ট টাঙিয়ে দিতে হবে প্রত্যেকটি হাসপাতালে।

• ই-প্রেসক্রিপশন ও সব মেডিক্যাল রেকর্ডসের ই-কপি সব রোগীকে সরবরাহ করতে হবে।

• বিল ও চিকিৎসা সংক্রান্ত সমস্ত তথ্য রোগীর পরিবারকে জানানোর জন্য হাসপাতালে হেল্প ডেস্ক স্থাপন করতে হবে।

• বিল বাকি থাকলেও মৃতদেহ কোনও ভাবে আটকে রাখা যাবে না।

• দুর্ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে আগে প্রাথমিক চিকিৎসা করে তার পর পুলিশকে জানাতে হবে।

• ১০০ বা তার বেশি শয্যাবিশিষ্ট হাসপাতালে ফেয়ার প্রাইস মেডিসিন শপ চালু করতে হবে।

• নতুন আইনের কোনও ধারা অমান্য করলে বেসরকারি হাসাপাতালের ১০ লাখ টাকার বেশি জরিমানা এবং লাইসেন্স বাতিলের ক্ষমতা থাকছে রাজ্য সরকারের হাতে।

WB CM inaugurates irrigation, water and healthcare projects

West Bengal Chief Minister Ms Mamata Banerjee inaugurated irrigation, water and healthcare projects at in New Town today.

Five projects under the Irrigation & Waterways Department were inaugurated: a concrete bridge over Tolly Nullah (Adi Ganga), beautification of both sides of Keshtopur Canal adjoining VIP Road, dredging of Tolly Nullah from Garia station to Shamukpota, construction of another pump house in Sonarpur and construction of concrete bridges over storm water and drain water channels in Ghunimeghi mouza, the last three being in South 24-Parganas district.

Chief Minister Mamata Banerjee also inaugurated a 100 MGD (millions of gallons per day) drinking water supply project. The first phase of the project is of 20 MGD capacity, for supplying water in New Town. The rest would cover the civic areas of Bidhannagar, Nabadiganta Township, South Dum Dum and Haroa.

Along with these, some major healthcare projects were inaugurated, too. Superspeciality hospitals in Bolpur and Metiabruj are part of the grand project of 41 superspeciality hospitals in the State. The other projects inaugurated were: critical care unit (CCU) at NRS Medical College and Hospital, dialysis unit at Bishnupur District Hospital, and digital X-Ray units at Gangarampur Subdivisional Hospital, Sagar Dutta Medical College and Hospital and RG Kar Medical College and Hospital.

 

নিউটাউনে সেচ ব্যবস্থা, জল সরবরাহ এবং স্বাস্থ্যবিভাগের বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আজ নিউটাউনে সেচ ব্যবস্থা, জল সরবরাহ এবং স্বাস্থ্যবিভাগের বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেচ ও জলপথ বিভাগের ৫ টি প্রকল্পের উদ্বোধন হল এদিন। গৃহীত প্রকল্পগুলি হল কালীঘাট মন্দিরের নিকট আদি গঙ্গার (টালি নালা) উপরে পারাপারের পাকা সেতু নির্মাণ, ভি.আই.পি রোড সংলগ্ন কেষ্টপুর খালের উভয় পাড় সৌন্দর্যায়ন, দক্ষিণ ২৪ পরগনার গড়িয়া স্টেশন থেকে শামুকপোতা পর্যন্ত আদি গঙ্গার (টালি নালা) ১৩ কিমি দৈর্ঘ্যে ও বিদ্যাধরী খালের ১২ কিমি দৈর্ঘ্যে পুনঃখনন, সোনারপুরে পাম্প হাউস নির্মাণ, ভাঙ্গর থানার ঘুনিমেঘি মৌজায় এস.ডব্লিউ.এফ ও ডি.ডব্লিউ.এফ চ্যানেলের ওপর পাকা সেতু নির্মাণ।

নিউটাউনে ১০০ MGD ভূ-পৃষ্ঠ জল সরবরাহ প্রকল্প উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। প্রথম পর্যায়ে ২০ MGD জল সরবরাহ করবে নিউ টাউনে, দ্বিতীয় পর্যায়ে ৮০ MGD জল সরবরাহ করবে বিধাননগর, নবদিগন্ত, দক্ষিণ দমদম এবং হাড়োয়া এলাকায়।

এর সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রকল্পেরও উদ্বোধন হল। এগুলি হল – বোলপুর এবং মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতাল, এন.আর.এস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ক্রিটিক্যাল ইউনিট, বিষ্ণুপুর জেলা হাসপাতালের ডায়ালিসিস ইউনিট, গঙ্গারাম মহকুমা হাসপাতাল, সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, আর.জি.কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিজিটাল এক্স-রে।