Bengal CM chairs her 155th administrative review meeting in South 24 Parganas

Today Bengal Chief Minister Mamata Banerjee conducted the administrative review meeting for South 24 Parganas district. The administrative review meeting of the district took place in Pailan.

This was her 155th administrative review meeting. She took stock of the ongoing projects in the district.

Several steps have taken up for the development of Sunderbans and Sagar Island. A few months ago, three police districts have also been formed in South 24 Parganas.

 

Highlights of her speech:

This is the 155th administrative review meeting

Healthacre is not a business but a service. Treat patients with care and humane touch

New health commission has been formed for the benefit of common people

We are setting hub waiting hubs for pregnant women

Institutional delivery has increased from 65% to 92% in 6 years. This is an index of social development

Five multi super speciality hospitals are being set up in South 24 Parganas

Diamond Harbour has become a Health District. A new medical college has been set up

Financial emergency is still going on. People cannot withdraw money as per their will

An industrial estate is coming up at Paddapukur (in South 24 Parganas). Another MSME cluster will come up there

Dr Amit Mitra is very annoyed. We will give a strong letter to Union Finance Minister. We will not accept GST in present form

We have 1000 acres of land at Goaltore for manufacturing industry

We are setting up ITIs and polytechnics in every block and sub-division. We are focussing on skill development

We will consider January-December as Financial Year from now

Bengal has received National Award for convergence in 100 Days’ Work

We invite students to these administrative meetings because we want them to enter public service

Earlier even toilets were not there on highways for tourists. Now we are setting up ‘Patha Sathi’ every 30 km

We are enforcing SOPs for jetties across the State

We will lay foundation stones for 18000 km roads across Bengal on 12 June at 4 PM

Special task force to be formed to solve low voltage problem in South 24 Parganas

 

আজ দক্ষিণ ২৪ পরগনায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী  

হুগলীর পর আজ শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার পৈলানে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই জেলার চলতি প্রকল্পগুলি সম্পর্কে খোঁজখবরও নেবেন মুখ্যমন্ত্রী। এছাড়া সুন্দরবন ও সাগর দ্বীপের উন্নয়নের জন্যও বেশ কিছু পদক্ষেপ নেবেন। কয়েক মাস আগেই দক্ষিণ ২৪ পরগনাতে ৩ টি পুলিশ জেলা গঠন করা হয়।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

আজকের এই বৈঠক ১৫৫ তম প্রশাসনিক বৈঠক

চিকিৎসা একটি পরিষেবা, ব্যবসা নয়। মানবিকভাবে রোগীদের চিকিৎসা করুন

নতুন স্বাস্থ্য আইন তৈরী করা হয়েছে সাধারণ মানুষের সুবিধার জন্য

আমরা গর্ভবতী মহিলাদের জন্য ওয়েটিং হাব তৈরী করেছি

রাজ্যে ৬ বছরে ইনস্টিটিউশনাল ডেলিভারি ৬৫% বেড়ে থেকে ৯২% হয়েছে। সামাজিক বিকাশের সূচক এটা

দক্ষিণ ২৪ পরগনায় ৫টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হচ্ছে

ডায়মন্ড হারবারকে স্বাস্থ্য জেলা ঘোষণা করা হয়েছে। একটি নতুন মেডিকেল কলেজও তৈরী হয়েছে

দেশে এখনো ফিনান্সিয়াল এমার্জেন্সি চলছে। মানুষ নিজেদের ইচ্ছেমত টাকা তুলতে পারছেন না

পদ্মপুকুরে একটি ইন্ডাস্ট্রি এস্টেট তৈরী হচ্ছে। ওখানে এমএসএমই সেক্টরও হবে

জিএসটি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দেওয়া হবে। এইবর্তমান রূপে জিএসটি সমর্থনযোগ্য নয়

গোয়ালতোরে আমাদের ১০০০ একর জমি আছে ম্যানুফ্যাকচারিং শিল্পের জন্য

আমরা ব্লকে ব্লকে ও প্রতিটি সাবডিভিশনে আইটিআই ও পলিটেকনিক তৈরী করছি। আমরা স্কিল ডেভেলপমেন্টে দেশে নম্বর ওয়ান

এখন থেকে জানুয়ারী-ডিসেম্বরকে ফিনান্সিয়াল ইয়ার মানা হবে

একশো দিনের কাজে আমরা কনভার্জেন্স এ জাতীয় পুরস্কার পেয়েছি

আমরা এই প্রশাসনিক বৈঠকগুলোতে ছাত্রছাত্রীদের ডাকি কারণ আমি চাই তারাও পাবলিক সার্ভিসে আসুক

আগে তো হাইওয়েগুলোতে টয়লেটও ছিল না। এখন পর্যটকদের জন্য আমরা প্রতি ৩০কিমি একটা পথ সাথী তৈরী করছি

রাজ্যের জেটিগুলিতে এসওপি লাগু করা হয়েছে

১২ই জুন বেলা ৪টায় রাজ্যজুড়ে ১৮০০০ কিমি রাস্তার জন্য ইট পাতা হবে

দক্ষিণ ২৪ পরগনায় লো ভোল্টেজের প্রবলেম মেটাতে স্পেশাল টাস্ক ফোর্স তৈরী করা হবে

 

 

 

 

 

Pathadisha app to have realtime location of state-run buses plying to tourist spots

Real-time location of the state-run buses plying from the city to tourist spots, including some religious places in adjoining districts, will be soon made available in Pathadisha App. If everything goes as planned, then in another four months the information will be available in the app.

The state Transport department has introduced the app in the mid of March to help commuters get information on the real time location of state-run buses. With inclusion of all the buses run by WBTC, the realtime location of those plying in adjacent districts including Howrah, Hooghly, Nadia, North and South 24 Parganas will be available in the app.

Buses connecting tourist spots in South Bengal districts including Digha in East Midnapore and Gadiara in Howrah will be included in the app. Moreover, real time location of the buses plying between the city and religious places including Mayapur, Aathpur, Jayrambati, Kamarpukur, Furfura Sharif and Belur Math will also be made available in the app. At present information about some of the buses connecting Dakshineswar Kali Temple with the city and other places have already been made available in the app.

All steps are being taken to complete the task within the next four months.

 

পথদিশা অ্যাপে এবার মিলবে পর্যটন কেন্দ্রের বাসের হদিস

 

রাজ্য সরকারের যে সব বাস শহর থেকে বিভিন্ন জেলার দর্শনীয় ও ধার্মিক স্থানে যাত্রীদের নিয়ে যায়, সেগুলির অবস্থান খুব শীঘ্রই জানা যাবে পথদিশা অ্যাপের মাধ্যমে।

এ বছরের মার্চ মাসে রাজ্য পরিবহণ দপ্তর এই অ্যাপটি চালু করে। এর মাধ্যমে সরকারি বাসগুলির জিপিএস লোকেশন সংক্রান্ত তথ্য পাওয়া যায়।

খুব শীঘ্রই যে সব বাস কলকাতা থেকে হাওড়া, হুগলী, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা যায় সেগুলোর সঠিক অবস্থানও জানা যাবে।পূর্ব মেদিনীপুরের দিঘা, হাওড়া জেলার গাদিয়াড়ায় যে সব সরকারি বাস যায় সেগুলোও অন্তরভুক্ত হবে এই অ্যাপে।

এ ছাড়া মায়াপুর, আঠপুর, জয়রামবাটি, কামারপুকুর, বেলুড় মঠ, ফুরফুরা শরীফ-এই সকল ধার্মিক স্থানে যে সকল বাস যায় তাদের অবস্থানও জানা যাবে। এই মুহূর্তে দক্ষিনেশ্বর কালিবাড়িতে কলকাতা ও অন্যান্য জেলা থেকে যে সকল বাস আসে তাদের অবস্থান এই অ্যাপে জানা যায়।

আগামী চার মাসের মধ্যেই এই পরিষেবা চালু করার জন্য সবরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

Water taxi service to connect Haldia to Farakka along the Hooghly River soon

State-of-the-art water taxis are soon going to run from Haldia to Farakka along the Hooghly River.

The Bengal Government has taken up this project with financial assistance from the World Bank. Other water craft projects and waterway-related infrastructure projects with assistance from the World Bank include include the acquisition of modern crafts and of RORO (roll-on roll-off) vessels for transport of loaded cars, trucks and buses, for multiple waterways in the State, construction and renovation of jetties, and cruise carriers like those in many foreign countries.

A total of four cruise vessels and 50 water taxis would be introduced.

The water taxi project has been divided into two portions – part one from Haldia to Triveni, costing Rs 1,021 crore and part two from Triveni to Farakka.

The first part of the project would include construction of 56 jetties and renovation of 24, and seven jetties for RORO vessels; the locations of the latter would be decided after taking into consideration the locations of bridges. The ROROs would be able to carry both passenger-laden and goods-laden vehicles. This would save both time and money. Approach roads would also be built to connect the jetties for RORO vessels.

These river projects would also help in attracting more tourists, both domestic and foreign.

 

ফারাক্কা থেকে হলদিয়া সাজছে গঙ্গা, প্রমোদ ভ্রমণে ওয়াটার ট্যাক্সি, ক্রুজ

গঙ্গাবক্ষে হলদিয়া থেকে ফারাক্কা পর্যন্ত জলপথ উন্নয়ন ও সামগ্রিক অত্যাধুনিক পরিকাঠামো তৈরীতে চালু হবে ওয়াটার ট্যাক্সি।

বিশ্বব্যাংকের সহায়তায় রাজ্য সরকার এই প্রকল্পের অধীনে গঙ্গার দু’ধারে নতুন জেটি, পুরানো জেটির সংস্কার, নয়া আধুনিক জলযান, একাধিক জায়গায় গাড়ি, বাস, ট্রাক পারাপারের জন্য রোরো (যানবাহন পারাপারের বড় ভেসেল) তৈরীর পরিকল্পনা রয়েছে।বিদেশের মতো গঙ্গাবক্ষে প্রমোদ ভ্রমণে একাধিক ক্রুজ ও ওয়াটার ট্যাক্সি নামানোর কথা রয়েছে।

এই প্রকল্পের কাজ দু’টি পর্বে ভাগ করা রয়েছে। প্রথম পর্বে হলদিয়া থেকে ত্রিবেণী পর্যন্ত গঙ্গাপথের কাজ করা হবে। এই কাজের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২১ কোটি টাকা। ত্রিবেণী থেকে ফারাক্কা পর্যন্ত কাজ দ্বিতীয় পর্বে করা হবে।

প্রথম পর্বের মধ্যে রয়েছে মোট ৫৬টি নতুন জেটি তৈরি ও ২৪টি জেটি সংস্কারের বিষয়টি। এছাড়া তৈরী হবে সাতটি রোরো। বর্তমানে গঙ্গার উপর যে সব ব্রিজ রয়েছে, তার অবস্থান বিচার করে রোরোগুলি তৈরীর জায়গা ঠিক করা হবে। এই রোরোর মাধ্যমে পণ্যবাহী এবং যাত্রীবাহী গাড়ি পারাপার করানো যাবে। তাতে একইসঙ্গে সময় এবং খরচ দুটোই বাঁচবে। যে সব জায়গায় রোরোগুলি তৈরি করা হবে, সেখানে গঙ্গার দু’পাড়েই অ্যাপ্রোচ রোড তৈরী করা হবে।

এই প্রকল্পের অধীনে ১৬০টি স্টিল ভেসেল ও ১৬০টি কাঠের ভেসেল তৈরির পরিকল্পনা রয়েছে।এর মাধ্যমে জলপথে প্রয়োজনীয় পরিকাঠামো থাকলে পর্যটনকেও উন্নত করার সুযোগ তৈরী হবে। দেশি-বিদেশি পর্যটকদের কাছে এ রাজ্যকে আরও আকর্ষণীয় করে তুলতে চারটি ক্রুজ ভেসেল এবং ৫০টি ওয়াটার ট্যাক্সি নামানোর বিষয়টিও রয়েছে প্রকল্পের মধ্যে।

 

Bengal Govt begins procuring potatoes at minimum support price from farmers

Giving much relief to potato cultivators, the state government has started procuring the staple food at the minimum support price from farmers in different potato cultivating areas.

It may be recalled that Chief Minister Mamata Banerjee had extended all support so that farmers do not incur losses due to excessive production of potatoes. She had announced that the state government will buy potatoes at minimum support price from farmers for midday meals.

The process of procuring potatoes directly from farmers at minimum support price started on Sunday at areas including Tarakeswar, Balagarh, Polba and Dhaniakhali in Hooghly district which is the highest producer of potatoes in the state.

The state government has decided to buy a total of 28,000 metric tonne potato for midday meals. Potatoes will also be exported to Nepal and Bhutan. Some quantity of the staple food will also be sent to Assam and Odisha.

 

সহায়ক মূল্যে কৃষকদের থেকে আলু কিনছে রাজ্য

আলুচাষীদের পাশে দাঁড়িয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। দিয়েছিলেন পাশে থাকার আশ্বাস। সেইমত পদক্ষেপ নিল সরকার। আলুচাষীদের কাছ থেকে শুরু হল সহায়ক মূল্যে আলু কেনার কাজ।

রবিবার হুগলির বলাগড়ে যান কলকাতার মিড ডে মিল বিভাগের আধিকারিকরা। সমবায় সমিতির মাধ্যমে চাষীদের কাছ থেকে আলু কেনা হয়।

ক’দিন আগে মুখ্যমন্ত্রী চাষীদের পাশে দাঁড়িয়ে ঘোষণা করেন, মিড ডে মিল সেন্টারের জন্য মাসে ২৮ হাজার মেট্রিক টন আলু লাগে। এই পরিমাণ আলু, সরাসরি চাষীদের থেকে, চার টাকা ষাট পয়সা কেজি দরে কিনবে সরকার।

এর পাশাপাশি, আলুর রপ্তানির জন্যও সরকার দেবে ভর্তুকি। রেলে কেজি পিছু পঞ্চাশ পয়সা এবং জাহাজে কেজি পিছু এক টাকা করে।

 

Now cruise through Ganga on weekends at affordable rates

The Bengal government has organised a ‘weekend Ganga cruise’ at pocket friendly rates. The West Bengal Tourism Development Corporation (WBTDC) has recently started the packaged tour, which can be booked online. The journey which starts from New Babughat Jetty and concludes at Babughat, costs only Rs 450.

The weekend Ganga cruise begins at around 3:30 pm and ends at 7:00 pm. The three-and-half-hour exceptional experience on the river Hooghly at dusk has impressed the tourists, especially foreigners who visit Kolkata. The picturesque view along both sides of Ganga, the localities alongside the riverbank, the setting sun and boats and ships makes for a beautiful experience for the tourists.

The tourists will start their journey boarding the vessel MV Sumangal. They will cross the Dakshineswar Temple and reach Belur Math. They will get down there to visit the Ramakrishna Math and Mission. Later they will return to vessel and the trip concludes at Babughat at around 7 pm.

 

উইকেন্ডে গঙ্গায় ‘ক্রুজ’ প্যাকেজ পর্যটন দপ্তরের

উইকেন্ডে গঙ্গায় ‘ক্রুজ’ এখন মানুষের আরও সাধ্যের মধ্যে। রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে একটি নতুন ‘উইকেন্ড ক্রুজ’। নিউ বাবুঘাট জেটি থেকে শুরু করে সাড়ে তিন ঘন্টার এই ক্রুজ শেষ হবে বাবুঘাটেই। টিকিটের দাম ৪৫০ টাকা। প্যাকেজটি অনলাইনেও বুক করা যাবে।

ক্রুজটি শুরু হবে বিকেল ৩.৩০টেয় ও শেষ হবে ৭টায়। ‘এমভি সুমঙ্গলে’ যাত্রা শুরু করে পর্যটকরা দক্ষিনেশ্বর মন্দির পেরিয়ে বেলুড় মঠ পৌছবেন। সেখানে তারা রামকৃষ্ণ মঠ ও মিশনা সময় কাটিয়ে সন্ধ্যে ৭ টায় বাবুঘাটের উদ্দেশ্যে রওনা হতে পারবেন।

 

 

Army stationed in front of Nabanna, Bengal CM stays overnight at Secretariat

Posted at 10:30 PM, 01.12.2016

Edited at 8:45 AM, 02.12.2016

Bengal Chief Minister Mamata Banerjee stayed at Nabanna, the State Secretariat, overnight after deployment of Army near the Secretariat late Thursday evening.

She called the move as “political, undemocratic, unethical, vindictive, unconstitutional.”

The Chief Minister said, “The army is collecting money at the toll plaza, and despite the police requesting them to withdraw, they have refused.”

“It is false that they are collecting data, the data they are talking of is readily available with the NHAI,” she added.

The Chief Minister said she had “taken information from Maharashtra, Kerala, Odisha, Chattisgarh. This action is not happening anywhere but in Bengal.”

She had called the deployment of Army in different parts of the State, without informing the State Government, as unconstitutional and wondered aloud if the Centre was trying to impose general emergency.

 

দুয়ারে সেনাবাহিনী, রাতভর নবান্নে কাটালেন মুখ্যমন্ত্রী

রাজ্যকে না জানিয়ে সেনা নামানোর জন্য সারা রাত নবান্নে কাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন নবান্নের সামনে থেকে সেনা প্রত্যাহার না করলে তিনি রাজ্য সচিবালয় ছেড়ে যাবেন না।

রাজ্যকে না জানিয়ে বিভিন্ন জায়গায় এমনকি নবান্নের সামনে সেনা মোতায়েন করেছে কেন্দ্র। এই কাজ অগণতান্ত্রিক, অনৈতিক, প্রতিহিংসাপরায়ণ, অসাংবিধানিক।

মুখ্যমন্ত্রী জানান, “যতক্ষণ না নবান্নের সামনে থেকে সেনা প্রত্যাহার করা হচ্ছে ততক্ষণ আমি নবান্ন ছেড়ে যাব না। টোল প্লাজা থেকে সেনারা টাকা সংগ্রহ করছে। পুলিশ তাদের অনুরোধ করা সত্ত্বেও তারা তাদের প্রত্যাখ্যান করছে”। তিনি জানান, গণতন্ত্রকে রক্ষা করার স্বার্থেই তিনি রাতভর দপ্তরে অবস্থান করছেন।

সেনার সাফাইকে নস্যাৎ করে তিনি বলেন,”ওরা তথ্য সংগ্রহ করছে -একথা সম্পূর্ণ ভুল। যে তথ্য তারা সংগ্রহ করছে তা জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছেই থাকে”।

মুখ্যমন্ত্রী জানান, তিনি মহারাষ্ট্র, কেরালা, উড়িষ্যা, ছত্তিশগড় সহ বিভিন্ন রাজ্যে খোঁজ নিয়েছেন, কোথাও এমন ঘটনা ঘটছে না কিন্তু বাংলায় ঘটছে।

তাঁর স্পষ্ট বক্তব্য, উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজ্যকে না জানিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় সেনা মোতায়েন করা অসাংবিধানিক। আর্থিকের পর রাজ্যে রাজনৈতিক জরুরি অবস্থা জারি করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।

53 gram panchayats in Birbhum to be declared Nirmal Gram Panchayats on Nov 30

Birbhum district administration will declare 53 gram panchayats as “Nirmal gram panchayat” on November 30. This was announced on Wednesday by the DM. These gram panchayats are situated in 19 blocks where toilets have been built in every house.

Four panchayats are situated in Bolpur block while Ilambazar and Labpur blocks have four gram panchayats each. The construction of toilets in five gram panchayats under Suri blocks I and II has been completed. Apart from these, toilets are ready in Dubrajpur, Khoirasole, Rajnagar, Rampurhat and Mayureshwar blocks. Out of 167 gram panchayats in the district construction of toilets in 53 gram panchayats are ready and they would be declared Nirmal Gram panchayats on November 30.

Nadia was the country’s first district which was declared Open Defecation Free by the Centre. The other districts that have been declared ODF are East Midnapore, Hooghly and North 24 Parganas. Work has been taken up on a war footing to declare Burdwan, South 24 Parganas, South and North Dinajpur, Birbhum, Jalpaiguri and Darjeeling ODF in 2017-18.

The State Government has decided to construct toilets in all the village homes by March 2019.

The District Magistrate of Murshidabad said steps had been taken to declare the district as ODF by March, 2017. Campaign has been launched all over the district to create awareness among people against Open Defecation.  In the district, blue toilets will be constructed. As the toilets are painted in blue they have been called “blue toilet.” There will be a water storage tank and running water supply. The cost of each blue toilet is Rs 13,000.

The construction cost of toilets under Nirmal Bangla Mission is Rs 10,900. Of this amount, the State Government gives Rs 10,000 while the remaining Rs 900 is given by the house owner. Campaign has also been launched to create awareness among people about how to use the toilet. In addition to the state government, several NGOs have been involved to create awareness among people.

আগামী ৩০শে নভেম্বর বীরভূমের ৫৩টি গ্রাম পঞ্চায়েত নির্মল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেতে চলেছে

আগামী ৩০শে নভেম্বর বীরভূম জেলা প্রশাসনিক দপ্তর ৫৩টি গ্রাম পঞ্চায়েতকে “নির্মল গ্রাম পঞ্চায়েত” হিসেবে ঘোষণা করা হবে, গত বুধবার জানালেন বীরভূমের জেলাশাসক । এই গ্রাম পঞ্চায়েতগুলি ১৯টি ব্লকে ছড়িয়ে আছে, এই পঞ্চায়েতের অন্তর্গত সব বাড়িতে শৌচালয় আছে।

বোলপুর, ইলামবাজার ও লাভপুর ব্লকগুলির মধ্যে চারটি করে পঞ্চায়েত পড়ছে। সিউড়ির ১ ও ২ নম্বর ব্লকের অন্তর্গত পাঁচটি গ্রাম পঞ্চায়েতে বাথরুম তৈরির কাজ সম্পন্ন হয়েছে। এগুলো ছাড়া দুবরাজপুর, খয়রাশোল, রাজনগর, রামপুরহাট ও ময়ূরেশ্বর ব্লকেরও সব শৌচালয় তৈরী হয়ে গেছে। মোট ১৬৭টি গ্রাম পঞ্চায়েত বিশিষ্ট বীরভূম জেলায় ৫৩টি পঞ্চায়েতে সমস্ত শৌচালয় তৈরী, যারা নির্মল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেতে চলেছে আগামী ৩০ তারিখ।

কেন্দ্রের স্বীকৃতি পাওয়া নদীয়া জেলা দেশের মধ্যে প্রথম জেলা যেখানে সব ঘরে বাথরুম উপস্থিত। বাকি নির্মল জেলাগুলির মধ্যে আছে উত্তর ২৪ পরগনা, মেদিনীপুর ও হুগলী। যুদ্ধকালীন তত্পরতায় বর্ধমান, দক্ষিন ২৪ পরগনা, উত্তর ও দক্ষিন দিনাজপুর, বীরভূম, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলাকে ২০১৭-১৮র মধ্যে নির্মল জেলা করে তোলার কাজ চলছে।

রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০১৯ সালের মার্চ মাসের মধ্যে সকল গ্রামের সকল ঘরে বাথরুম তৈরী করার।

মুর্শিদাবাদের জেলাশাসক জানিয়েছেন ২০১৭ সালের মার্চ মাসের মধ্যে তাঁর জেলাকেও এই আওতায় আনার সকল প্রস্তুতি তাঁরা নিয়েছেন। উন্মুক্ত স্থানে শৌচকার্য করায় কত ধরণের সমস্যা আছে, তা জনসাধারণকে বোঝাতে তারা পথে পথে সচেতনতা কেন্দ্র চালিয়ে যাচ্ছেন। নীল রং করা এই শৌচালয়গুলোকে “নীল শৌচালয়” বলা হচ্ছে। এই শৌচালয়গুলোর মধ্যে জল ধরে রাখার জন্য ট্যাঙ্কের সঙ্গে সঙ্গে সারাদিন জলের যোগান থাকবে। একেকটি নীল শৌচালয় খরচ ১৩,০০০ টাকার মতো।

নির্মল বাংলা প্রকল্পে প্রতিটি শৌচালয়ের খরচ ধরা হয়েছে ১০,৯০০ টাকা। এই টাকার মধ্যে রাজ্য সরকার দিচ্ছে ১০,০০০ টাকা ও বাকি ৯০০ টাকা দেবে বাড়ির মালিক। এই নীল শৌচালয় কিভাবে ব্যবহার করা উচিত, সেই ব্যাপারেও সচেতনতা বাড়ানো হচ্ছে জনসাধারণের মধ্যে। রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও এই জনচেতনা বাড়ানোর কাজে সরকারের সঙ্গে হাত মিলিয়েছে।

Solid waste management project of Bengal’s Hooghly district draws international attention

A solid waste management project of urban bodies in Hooghly district of Bengal has drawn the attention of world’s environment groups. Organic fertilisers of Jibon Jyoti brand, being produced by Uttarpara-Kotrung municipality of Hooghly district, are made from bio-degradable solid waste collected from six municipalities.

The project has now been selected to compete with similar projects of two first world cities — Milan and Auckland — for an international award on best practices in solid waste management.

The initiative in Hooghly is part of the Rs 170-crore Kolkata Solid Waste Management Improvement Project and covers the civic bodies of Uttarpara-Kotrung, Konnagar, Rishra, Serampore, Baidyabati and Champdani. It has been funded by Japan International Cooperation Agency (JICA).

A drive down the 20-km stretch between Uttarpara and Baidyabati along the west bank of the Hooghly river will show the results of the path-breaking initiative. Any resident of the towns down the road will agree that their neighbourhoods were far from being clean even five years ago.

Secretary of the state’s municipal affairs department and chief executive officer of Kolkata Metropolitan Development Authority (KMDA), is to attend the finale of the competition in New Mexico City, with the chairman of Uttarpara-Kotrung municipality. The awards ceremony is scheduled for December 1.

Bengal govt to award prize money to cleanest district in state

The state Panchayat and Rural development department will give prize worth Rs 10 lakh to the best district in maintaining cleanliness, Chief Minister Mamata Banerjee announced on Thursday.

She also declared Hooghly and North 24 Parganas Open Defecation Free (ODF) district on Thursday. The state government had initiated Nirmal Bangla Mission  on 19 November, 2013.

Nadia became the country’s first ODF district. Burdwan and South 24 Parganas will become ODF by March next year.

 

রাজ্যের সবচেয়ে নির্মল জেলাকে পুরস্কৃত করবে রাজ্য সরকার

রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রক রাজ্যের সবচেয়ে নির্মল জেলাকে ১০ লক্ষ টাকা পুরস্কার দেবে, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। হুগলী জেলায় প্রশাসনিক বৈঠকের পর একটি জনসভায় তিনি একথা জানান।

বৃহস্পতিবার তিনি হুগলী ও উত্তর ২৪ পরগনা জেলাগুলিকে নির্মল জেলা হিসেবে ঘোষণা করেন। আগামী বছরের মার্চ মাসের মধ্যেই বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনাকেও নির্মল জেলা ঘোষণা করা হবে।

সভায় মুখ্যমন্ত্রী বলেন, ২০১৩ সালের ১৯ নভেম্বর আমরাই প্রথম নির্মল বাংলা গড়ার কথা ঘোষণা করি। এই বাংলাকে নিয়ে গর্ব করব না তো কাদের নিয়ে গর্ব করব!‌ এখানে একটা টিম কাজ করে চলেছে।

 

Bengal CM inaugurates numerous projects for Hooghly

Bengal Chief Minister Mamata Banerjee inaugurated and laid the foundations stones for a bouquet of developmental projects for Hooghly district today during an administrative review meeting in Chinsurah at 4 pm.

The projects that were inaugurated by the Chief Minister today included new administrative buildings for the district, water projects, irrigation projects, road projects, bridges, parks, hostels and police stations, among others.

The Chief Minister also laid the foundation stones for numerous projects including hostels, roads, administrative buildings and Karma Tirthas, among others.

She distributed cycles under Sabuj Sathi, Kanyashree, Yubashree and Sikshashree benefits, agricultural machinery and land pattas.

 

হুগলী জেলায় আজ প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর

আজ বৃহস্পতিবার হুগলি জেলার চুঁচুড়ায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চুঁচুড়ায় সার্কিট হাউসের উল্টো দিকে নবনির্মিত প্রশাসনিক ভবনে বৈঠকটি হয়। বিভিন্ন দফতরের মন্ত্রীরা ছাড়াও পুলিশ এবং প্রশাসনের আধিকারিকেরা উপস্থিত ছিলেন বৈঠকে। আগের প্রশাসনিক বৈঠকে যে সব সিদ্ধান্ত হয়েছিল, সেই সব কাজের অগ্রগতি কতদূর হল, তার হিসাব এবং হাল-হকিকত মুখ্যমন্ত্রীর কাছে পেশ করেন প্রশাসনের কর্তারা।

বৈঠকের পরে মুখ্যমন্ত্রী চন্দননগরের উড়ালপুল-সহ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করেন। প্রথামাফিক নানা সরঞ্জাম সহ বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করেন তিনি।