Now it’s adventure sports on the Ganga, courtesy Kolkata Police

Adventure sports activities have started on the Ganga under the aegis of Kolkata Police. ‘Kolkata River Water Sports’, as the initiative has been named, started on August 12. The activities are held every Saturday and Sunday.

There are three types of rides at present – jet skis, bumpy rides and boating. Anyone can enjoy the rides, be they trained or novices. Before going on the rides, one has to have one’s name uploaded on the Kolkata Police website.

According to a senior official of Kolkata Police, the rides have gained a lot of popularity. During the last week, about 300 people have enjoyed the rides. Though people of all ages are trying it out, youngsters are especially enjoying the rides. The authorities are hoping the rides will become even more popular in the coming days.

গঙ্গাতেও ওয়াটার স্পোর্টসের অ্যাডভেঞ্চারের স্বাদ

অবশেষে শুরু হল গঙ্গায় মনোরঞ্জন, সৌজন্যে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের উদ্যোগে শুরু হল ‘কলকাতা রিভার ওয়াটার স্পোর্টস’। চলতি মাসের ১২ তারিখ শুরু হয়েছে ওয়াটার স্পোর্টস।

প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার চলছে এই ওয়াটার স্পোর্টস। মূলত তিন ধরনের রাইড থাকছে এই মুহূর্তে। জেটস কি, বাম্পি রাইডস ও বোট। যারা প্রশিক্ষণপ্রাপ্ত তাঁরা অংশ গ্রহণ করতে পারবেন। কিন্তু যারা প্রশিক্ষণ প্রাপ্ত নয় তারাও এই রাইডে অংশ গ্রহণ করতে পারবেন। অপ্রশিক্ষিতদের জন্য এই রাইডে চালক থাকবে।

রাইড এনজয় করার আগে আপনাকে কলকাতা পুলিশের কাছে তাদের ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে হবে। ডিসি পোর্ট ওয়াকার রাজা জানান, বেশ সাড়া পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে প্রায় ৩০০ জন এই রাইড এনজয় করেছে। বাচ্চা থেকে বয়স্করা ওয়াটার স্পোর্টসে অংশ গ্রহণ করেছে। বিশেষ করে ইওং স্টারদের মধ্যে এই রাইড করার ঝোঁকটা বেশী। আগামী দিনে এটা আরও সফল হবে বলে মনে করেন পুলিশ কর্তারা।

Source: Khobar 365 Din

Elaborate preparations for Durga Puja Immersion made by Bengal Govt

Elaborate security arrangements by Kolkata police as well as civic authorities were in place on various ghats of Hooghly river to ensure that the immersion of the Durga idols passed peacefully. Officers of the Kolkata Police manned the riverfront to prevent onlookers from getting too close to the river. Special vigil was being maintained from a watch tower near the ghat.

Cranes have been deployed at certain ghats to lift and extricate the remains of idols from the river to avoid pollution. Additional lights have been put up at the immersion ghats and the flowers, levers and metallic weapons were dumped in separate vats to avoid polluting the river.

Other than maintaining law and order during immersion, the teams of river police and disaster management groups patrolled the river. Closed-circuit television cameras were installed at certain ghats, a senior police officer said.

 

Immersion procession

This year the Government is also planning to highlight the immersion processions of various Durga Pujas.  The immersion procession of idols along Red Road on October 14 from 6 PM to 12 midnight will be a major attraction this year.

The Red Road show is being planned so as to allow enthusiasts to view the immersion processions safely. Moreover, those who won’t be pandal hopping on the Puja days, can view the idols at Red Road. Some cultural shows are also being planned at the venue.

 

 

শান্তিপূর্ণভাবে দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার

দুর্গা প্রতিমার বিসর্জন যাতে শান্তিপূর্ণভাবে হয় সেজন্য প্রতিবারের মত এবারও কলকাতা পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছে।

বিশেষ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিসর্জন দেখার জন্য প্রতিটি ঘাটে সাধারণ মানুষের জন্য একটি নির্দিষ্ট জায়গা তৈরি করা হয়েছে। বিশেষ ওয়াচ টাওয়ারও বসানো হয়েছে এর মাধ্যমে নজর রাখা হবে সমগ্র পদ্ধতির ওপর।

দূষণ প্রতিরোধের জন্য প্রতিটি ঘাটে ক্রেন রাখা হয়েছে। প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গে মূর্তি ও অন্যান্য জিনিস জল থেকে তুলে নেওয়া হবে ক্রেনের মাধ্যমে। অতিরিক্ত আলো লাগানো হয়েছে। ফুল ও পুজোর অন্যান্য সামগ্রী ফেলার জন্য আলাদা জায়গার ব্যবস্থা করা হয়েছে।

বিসর্জনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর নজর রাখার জন্য বিশেষ পুলিশ বাহিনী চারদিকে টহল দেবে। এছাড়া প্রতিটি ঘাটে ক্লোজ সার্কিট ক্যামেরাও বসানো হয়েছে। সবমিলিয়ে কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে

এই বছর সরকার সারা রাজ্য জুড়ে দুর্গা প্রতিমা বিসর্জনের অনুষ্ঠান করার নতুন পরিকল্পনা নিয়েছে। প্রতিমা বিসর্জনের অনুষ্ঠান এমনভাবে আগে কখনো হয়নি।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা হবে ১৪ অক্টোবর সন্ধ্যে ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত। প্রতিমা বিসর্জনের পাশাপাশি পর্যটকদের জন্য রাস্তায় ও ঘাটে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। বেশ কিছু সাংস্কৃতিক শো ও প্রদর্শিত হবে। রাজ্য পর্যটন বিভাগ পুজোর বিভিন্ন মুহূর্তের ছবি রাস্তার দুপাশে গ্যালারির মাধ্যমে প্রদর্শিত হবে।

WB Govt plans to launch houseboat services in the Sunderbans

The West Bengal Tourism Development Corporation (WBTDC) is working on plans to launch houseboat services at different places in the Sunderbans and in the creeks from the Hooghly in East Midnapore district to boost back water tourism in West Bengal, based on the model of Kerala.

The West Bengal Chief inister Mamata Banerjee has been giving stress to develop tourism infrastructure across the state. The State tourism department has been working to identify new places and boost the infrastructure at existing tourism spots.

WBTDC is expected to procure eight maintenance-free fibre-reinforced plastic (FRP) house boats for the Sunderbans and the water bodies East Midnapore district. The house boats should comprise of two bed rooms with attached bath and toilet facilities along with a conference room with sitting arrangements for 20 persons. A bar, kitchen, restaurant, lounge and four bedded rooms along with an open space will al so be available onboard.

The objective is to provide the house boats and bring upon a Kerala like house boat model.

The WBTDC authorities are working on the process to invite online bids from reputed house boat fabricators for drawing, design, development, fabrication and delivery of the house boats. The firm who will be selected for the job will need to obtain the drawing and design approval and the necessary clearances for fabrication of the house boats from government agencies and departments concerned.

A proposal for financial approval has also been sent to the Centre for procuring two cruisers on the Hooghly River. The plan is to have budget category cruise tourism on the Hooghly. The concept is that the tourists should be able to visit the heritage sites along the river side.

The tourism department is also working on the tourism circuit plan stretching from Jangalmahal area to Sagar islands.

 

সুন্দরবনে ‘হাউস বোট’ পরিষেবা চালু করতে চলেছে রাজ্য সরকার

পশ্চিমবঙ্গ পর্যটন নিগম পশ্চিমবঙ্গের জলপথ ভ্রমণ আরও জনপ্রিয় করতে সুন্দরবন ও পূর্ব মেদিনীপুরের হুগলী নদীর খারি থেকে ‘হাউস বোট’ চালু করার পরিকল্পনা নিয়েছে।

মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যের পর্যটন শিল্পের ওপর জোর দিচ্ছেন। রাজ্য পর্যটন বিভাগ পর্যটনের নতুন স্থান খোঁজা এবং পর্যটন স্থান গুলিকে আরও আকর্ষণীয় করে তোলার ওপর কাজ করছে।

সুন্দরবন ও পূর্ব মেদিনীপুরের জলপথের জন্য পর্যটন নিগম ৮ টি বিশেষ ফাইবার সম্বলিত প্লাস্টিক হাউস বোট কিনতে চলেছে। হাউস বোট গুলিতে ২ টি শোবার ঘর, বাথরুম, এবং ২০ জনের বসার একটি ঘরের ব্যবস্থা থাকবে। বার, রান্নাঘর, রেস্টুরেন্ট এবং ৪ টি শোবার ঘর সহ একটি খোলা জায়গার ব্যবস্থা ও থাকবে বোট গুলিতে।

কেরালার আদলে হাউস বোট টি তৈরির করার পরিকল্পনা রয়েছে।

হুগলি নদীর ওপর ২টি প্রমোদতরি তৈরির আর্থিক অনুমোদন চেয়ে একটি অনুরোধ পত্রও পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে। কম খরচেও যাত্রীরা এই বোটে ভ্রমণ করতে পারবেন। পর্যটকরা যাতে নদীর পাড় থেকেই ঐতিহ্যপূর্ণ জায়গাগুলি পরিদর্শন করতে পারে এটাই মূল উদ্দেশ্য।

রাজ্যের পর্যটন বিভাগ জঙ্গলমহল থেকে সাগর দীঘি পর্যন্ত ট্যুরিজম সার্কিট পরিকল্পনার ওপর কাজ করছে।

West Bengal Govt to launch Pran Dhara bottled water for consumers

The West Bengal Government has ventured to produce bottled drinking water Pran Dhara with seven bottling plants across the state. The Public Health & Engineering Department, responsible for supplying safe drinking water to all the people of the state has done a record amount of work though it had to create proper infrastructure.

The seven plants producing around three thousand bottled water per hour are at Haringhata, Nodakhali, Baharampur, Maldah, Siliguri and Coochbehar. Two more plants are being set up soon. The 1 lt bottle will cost Rs 18 while the 500 ml bottle will cost Rs 9.

State Public Health & Engineering Minister Subrata Mukherjee said that Pran Dhara is using surface water from the Hooghly River, which is being processed to get rid of all impurities and harmful elements through proper scientific processes of distillation.

It has been experienced during relief works that water pouches produced through Mobile Treatment Units (MTU) are very useful for easy distribution of drinking water to the stranded people, but this type of packaging is not sustainable for a long time and also may get damaged due to leaking/bursting of poly packs.

To overcome these difficulties, the Public Health Engineering Department introduced ‘Pran Dhara’. For the first time this type of Package Drinking Water Plant was installed at Dakshin Roypur Water Treatment Plant Complex in the year 2012-13 in accordance with BIS Specifications. Capacity of this plant is 3600 Bottles of 1000 ml or 500 ml per hour.