Submission of license forms & fees for agri-business goes online

The submission of forms for getting license, and the payment of fees, for a starting an agricultural business can now be done online. This would make the whole process hassle-free as one would be able to apply from anywhere.

Another advantage, according to an official of the Agricultural Marketing Department, which issues such licenses through its market committees, is that the process, be it for issuing new licenses or renewing licenses, would become quicker and hence many more licenses can be issued. The department is targeting 20,000 licenses per year.

A pilot project for implementing this new mechanism would soon be started in the Krishak Bazaar of Bishnupur-2 block in the district of South 24 Parganas.

Among the licenses to be issues online are for more than 50 types of businesses including paddy, pulses, eggs, paddy-cutting machine, vegetables, fruits, fish, betel leaves (paan), honey, and also plywood factories, hotels and malls.

Source: Bartaman

State Govt to provide training in honeybee rearing

The Bengal Government has decided to set up training for farmers to enable them to rear honeybees. Such training opportunities would be made available in all the districts of Bengal.

Worldwide, honeybees have been severely affected by the changes in environmental conditions, so much so that productions of honey and beeswax have come majorly.

A beginning has been made with the initiation of a four-day course for 100 farmers in Naikuri block of Purba Medinipur district. After the completion of training, each farmer would be handed over, by the State Government, two boxes of honeybees.

Today’s youth have largely forsaken the often dangerous method of collecting honey from inside deep forests. As a result, the production of honey and beeswax has come down, so much so that a large portion of the requirement of the State has to be imported from foreign countries.

Through this honeybee-rearing programme, the State Government has thus provided a three-pronged solution: employment generation through the rearing and selling of products derived from honeybees, conservation of foreign exchange and maintaining the balance of the environment (since the already less number of honeybees need not be exploited).

 

কৃষকদের মৌমাছি পালনের প্রশিক্ষণ দেবে রাজ্য

সারা পৃথিবী জুড়ে মৌমাছি প্রজাতি আজ বিলুপ্তির পথে। আর এর জেরে চাহিদার থেকে কম উ९পাদন হচ্ছে মোম, মধু। শুধু মোম-মধু নয় কীটপতঙ্গ কমে যাওয়ায় পরিবেশের ভারসাম্যও নষ্ট হচ্ছে। এবার এই সমস্যার সমাধানে কৃষকদের মৌমাছি পালনে উ९সাহী করার উদ্যোগ নিল রাজ্য সরকার।

রাজ্যের সমস্ত জেলায় এই ধরনের প্রশিক্ষণের ব্যাবস্থা করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার নাইকুড়ি ব্লকে কৃষকদের মৌমাছি পালনের প্রশিক্ষণের মাধ্যমে এই জেলায় রাজ্যে সরকারের উদ্যোগের সূচনা হল। প্রশিক্ষণ চলবে চার দিন ধরে। পাঁশকুড়ার প্রতাপপুর বি কিপিং সমিতির সহায়তা নিয়ে নাইকুড়ি ব্লকের ১০০ জন কৃষককে নিয়ে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণের পর এই কৃষকদের হাতে রাজ্য সরকারের তরফে বিনামুল্যে মৌমাছি পালনের জন্য প্রয়োজনীয় দুটি মৌমাছি ভর্তি বাক্স তুলে দেওয়া হবে।

এর ফলে কৃষকদের মৌমাছি পালনে সমস্যায় পড়তে হবে না। মৌমাছি পালনের ফলে কৃষকেরা মৌচাক থেকে মধু ও মোম দুটোই সংগ্রহ করে তাদের উপার্জন বাড়াতে পারবেন। এর সঙ্গে বাজারের যোগান বাড়বে।

বিপদ মাথায় নিয়ে এই প্রজন্মের ছেলে মেয়েদের জঙ্গলে গিয়ে মধু ও মোম সংগ্রহের পেশায় যুক্ত না হওয়ার প্রবণতা জোগান কমিয়েছে মোম, মধুর। ফলে চাহিদাপূরণের জন্য বিদেশ থেকে প্রয়োজনের প্রায় ৭০ শতাংশ মোম ও ৩০ শতাংশ মধু আমদানি করতে হয়। রাজ্য সরকার গ্রামে গ্রামে মৌমাছি পালনের মাধ্যমে মোম ও মধুর জোগান বাড়ানোর উদ্যোগ নেওয়ায় বিদেশ থেকে আমদানির পরিমাণ কমবে। এলাকার মানুষের কর্মসংস্থান হবে। পাশাপাশি বিদেশি মুদ্রা সঞ্চয় হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা যাবে।

Pratima Mandal raises issue of honey collectors in Sunderbans | Transcript

Full transcript:

Sir, Sunderbans is the world’s largest continuous mangrove forest. It is known for its Royal Bengal Tiger and is also famous for its honey collected from, a large cluster of bee-hives. The honey collectors, locally known as moulis, are mostly living at Gosaba, Hingalganj and Basanti block of Sunderbans.

They collect honey from the dense forest, by risking their life. Since, it involves good expense and, as they are economically unsound, they take money from money lenders, who are locally known as mahajans. The money lenders take high rate of interest and also a good share of honey or collectors are forced to sell the honey at a fixed low rate. It is very painful.

If the Government takes some safety measures and allots funds, then they can save their lives and reduce their hardship.